16 October, 2018

ইসলামিক সাধারণ জ্ঞান

ইসলামিক সাধারণ জ্ঞান


১. সবচেয়ে মারাত্মক গুনাহ হচ্ছে-শিরক।
২. আল কুরআনের সুরক্ষিত স্থান-লাওহে মাহফুজ।
৩. রমজানের রোযা ফরজ হয়-দ্বিতীয় হিজরিতে।
৪. ইসলামের প্রথম মুয়াজ্জিন-হযরতর বেলাল (রা)।
৫. খনিজ সম্পদের যাকাতের হার-২০%।
৬. আল্লাহর ইচ্ছায় যেকোনো রুপ ধারণ করতে পারে-ফেরেশতাগণ।
৭. ইসলামের প্রথম শিক্ষা প্রতিষ্ঠান-দারুল আবকাজ।
৮. বাইতুল মাল প্রতিষ্ঠা করেন-হযরত মুহাম্মদ (স)।
৯. সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলানো-ওয়াজিব।
১০. আল্লাহ্ মানুষ সৃষ্টি করেছেন-তাঁর ইবাদত করার জন্য।
১১. ইসলামের দৃষ্টিতে গীবত করা-হারাম।
১২. জামাতে নামাজ পড়া-ওয়াজিব।
১৩. ইব্রাহিম (আ)-এর পিতার নাম-আযর।
১৪. আযান ও ইকামত নেই-ঈদের নামাজে।
১৫. আল কুরআনের সর্ববৃতৎ সূরা বাকারা।
১৬. মুসলিম জাতির পিতা-ইব্রাহীম (আ)।
১৭. “লা ইলাহা ইল্লাল্লাহু” দ্বারা ঘোষণা করা করা হয়েছে-তাওহীদের।
১৮. রাসূল প্রেরণ করার মূল উদ্দেশ্য-আল্লাহর দ্বীনকে বিজয়ী করা।
১৯. মানুষের ইবাদাতের মূল লক্ষ-আল্লাহর সন্তুষ্টি অর্জন।
২০. আল্লাহ্ মানুষ সৃষ্টি করেছেন-তাঁর ইবাদত করার জন্য।
২১. আল্লাহর প্রেরিত কিতাবের ওপর বিশ্বাস করা-ফরজ।
২২. প্রথম নাযিলকৃত আয়ত সংখ্যা-৫টি।
২৩. কুরআনের মা বলা হয়- সূরা ফাতিহাকে।
২৪. পবিত্র কুরআন মাজীদ দেখে পড়াকে বলা হয়-নাযিরা তেলাওয়াত।
২৫. যুবকদের মধ্যে সর্ব প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন-হযরত আলী (রা)।
২৬. নবী ও রাসূলের পর সবচেয়ে বেশি সম্মান পাওয়ার যোগ্য-মাতা।
২৭. বিবাহের রুকন দুটি- ইজাব ও কবুল।
২৮. সকল গুনাহ্ থেকে তওবা করা-ফরজ।
২৯. কিবলা পরিবর্তন হয়-দ্বিতীয় হিজরীতে।
৩০. আমানতের খিয়ানত করা- মুনাফিকের লক্ষণ।
৩১. মানুষের আমলনামা লিপিবদ্বকারী ফেরেশতা হচ্ছে-কিরামান কতেবিন।
৩২. পুরুষকে তিন টুকরা কাপড় দিয়ে কাফন দেয়া- সুন্নত।
৩৩. দ’বার বিসমিল্লাহ আছে-সূরা নামল-এ।
৩৪. ইসলামের পঞ্চম খলিফা- ওমর বিন আবদুল আজিজ (র)।
৩৫. মরা মাছ খাওয়া-হালাল।
৩৬. সালাত হচ্ছে মুমিনদের জন্য-মি’রাজ স্বরূপ।
৩৭. হত্যা অপেক্ষা খারাপ-ফিতনা।
৩৮. তওবা করার অর্থ হচ্ছে- অনুতপ্ত হয়ে আল্লাহর পথে ফিরে আসা।
৩৯. মানব জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত-উম্মতে মুহাম্মদ।
৪০. সর্বপ্রথম ইসলামী মুদ্রা প্রচলন করেন-হযরত ওমর (রাঃ)।
৪১. মুমিনদের যুদ্বে হাফিজে কুরআন শহীদ হন-৭০ জন।
৪২. রাসূল (স) মদীনায় হিজরত করেন নবুয়াতের-দ্বাদশ বছরে।
৪৩. বদরের যুদ্ব সংঘটিত হয়-৬২৪ সালে।
৪৪. আত্মীয়দের পর হক বেশি-প্রতিবেশীর।
৪৫. আল কুরআনে আলোচিত নবীর সংখ্যা-২৫ জন।

No comments:

Post a Comment

ইসমাইল হোসেন