16 October, 2018

গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান

গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান


প্রশ্ন: সেলসিয়াস স্কেলে মানব দেহের স্বাভাবিক উষ্ণতা কত ? 

উ: ৩৬.৯ ডিগ্রী

প্রশ্ন: স্বাভাবিক অবস্থায় একজন মানুষের উপর প্রতি বর্গ ইঞ্চিতে বায়ুর চাপ কত ? 

উ: ১৫ পাউন্ড

প্রশ্ন: সিস্টোলিক চাপ বলতে কী বুজায় ? 

উ: হৃদপিন্ডের সংকোচন চাপ

প্রশ্ন: ডায়োস্টোল চাপ বলতে কী বুঝায় ? 

উ: হৃদপিন্ডের প্রসারণ

প্রশ্ন: রক্তে হিমোগ্লোবিন থাকে কোথায় ? 

উ: লোহিত রক্তকনিকায়

1. বিশ্ব ব্যাংকের অফিশিয়াল নাম কি? 

উত্তর: C. International Bank for Reconstruction and Development

2. ঢাকায় প্রস্তাবিত মেট্রোরেলের দৈর্ঘ্য কত ? 

উত্তর: A. ২০.১০ কি. মি. 3. বাংলাদেশে প্রথম কখন ইন্টারনেট প্রবর্তন করা হয়।

উত্তর: D. ৪ জুন ১৯৯৬

4. মুদ্রা অবমূল্যায়নের প্রধান উদ্দেশ্য কি ? 

উত্তর: C. রপ্তানি বৃদ্ধি করা

5. বেইল আউট শব্দটি কিসের সাথে সম্পর্কিত ? 

উত্তর: B. অর্থনীতি 6. এশিয়ান কোন দেশ G-8 এর সদস্য? 

উত্তর: C. জাপান

7. বাংলাদেশে কোম্পানি আইন সংশোধিত হয় কত সালে ? 

উত্তর: B. 1994

8. বাংলাদেশে দুই টাকার নোট কে ইস্যু করে ? 

উত্তর: B. অর্থ মন্ত্রণালয়

9. কোন ব্যাংক বাংলাদেশে প্রথম টেলি ব্যাংকিং ব্যবস্থা চালু করে? 

উত্তর: B. স্টান্ডার্ড চার্টার্ড ব্যাংক

10. MICR কোন ধরনের সেবার সাথে সম্পর্কিত? 

উত্তর: C. ব্যাংকিং

11. ৭ম BRICS সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হয়? 

উত্তর: C. রাশিয়া

12. বাংলাদেশে শেয়ার বাজার নিয়ন্ত্রণকারী সংস্থা কোনটি? 

উত্তর: C. বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন

14. বর্তমানে বিশ্ব বাণিজ্য সংস্থার (WTO) সদস্য দেশ কতটি ? 

উত্তর: C. 161

15. 2015-16 অর্থ বছরে বাংলাদেশের মোট বাজেট কত ? 

উত্তর: D. 259, ১০০ কোটি টাকা

16. নিচের কোন দেশটি BIMSTEC এর সদস্য নয়? 

উত্তর: A. চীন

17. WTO এর সদর দপ্তর কোন শহরে অবস্থিত? 

উত্তর: B. জেনেভা

18. কোনটি বিশ্বের সর্ববৃহৎ অর্থনৈতিক জোট ? 

উত্তর: A. EU

19. বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-2014 অনুযায়ী বাংলাদেশে গড় স্বাক্ষরতার হার কত ? 

উত্তর: B. ৫৭.৯ %

20. বাংলাদেশের অষ্টম্ ইপিজেড এর নাম কি ? 

উত্তর: A. কর্ণফুলী ইপিজেড

21. ISBN কিসের সাথে সম্পর্কিত ? 

উত্তর: A. প্রকাশনা

22. সাম্প্রতিক কালে কোন দেশ অর্থনৈতিক সংকট মোকাবেলায় গণভোটের আয়োজন করে ? 

উত্তর: B. গ্রীস

23. “নিকৃষ্ট মুদ্রা উৎকৃষ্ট মুদ্রাকে বাজার থেকে বিতাড়িত করে”- উক্তিটি কার ? 

উত্তর: B. গ্রেসাম

24. টেকসই উন্নয়ন লক্ষ্য 'SDG' তে কতটি লক্ষ্যমাত্র নির্ধারণ করা হয়েছে? 

উত্তর: A. ১৭

বাংলাদেশের ইক্ষু

গবেষণা ইনষ্টিটিউট অবস্থিত : ঈশ্বরদী।

(২৭ তম BCS) > বাংলাদেশের পোস্টাল

একাডেমী অবস্থিত : রাজশাহী।

(২৭ তম BCS) > ঢাকায় বাংলার সর্বপ্রথম

রাজধানী হয় : ১৬১০ সালে।

(১০ তম BCS) > হরিপুরে তেলক্ষেত্র আবিষকৃত হয় : ১৯৮৬ সালে।

(১১ তম BCS) > বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম : শেখ মুজিবুর রহমান।

(২৯ তম BCS) > বাকল্যান্ড বাঁধ যে নদীর তীরে অবস্থিত : বুড়িগঙ্গা।

(১৩ তম BCS) > দহগ্রাম ছিটমহল যে জেলায় অবস্থিত : লালমনিরহাট। (১৩ তম BCS) > বাংলার নববর্ষ পহেলা বৈশাখ চালু করেন : সম্রাট আকবর।

(১০ তম BCS) > মিশুকের স্থপতি : হামিদুজ্জামান খান। 

(১১ তম BCS) > ‘মুজিব নগর’ অবস্থিত : মেহেরপুর জেলায়।

(২০ তম BCS) > ‘সোয়াচ অব নো গ্রাউন্ড’ হলো : বঙ্গোপসাগরের একটি খাদ্যের নাম।

(১৭ তম BCS) > বাংলা একাডেমী প্রতিষ্ঠিত হয় : ১৯৫৫ সালে।

(১৬ তম BCS) > পাখি ছাড়া বলাকা ও দোয়েল হচ্ছে : দুটি উন্নত জাতের গম।

✬ বাদুড় চলাফেরা করে : সৃষ্ট শব্দের প্রতিধ্বনি শুনে। (২৭ তম BCS 

✬ এনজিও প্লাষ্টি হচ্ছে : হ্রৎপিন্ডের বন্ধ শিরা বেলুনের সাহায্যে ফুলানো। (২১ তম BCS) 

✬ আমাদের দেহকোষ রক্ত হতে গ্রহণ করে : অক্সিজেন ও গ্লুকোজ। (১০ তম BCS) 

✬ যখন সূর্য ও পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করে তখন হয় : সূর্য গ্রহণ। (২৩ তম BCS ) 

✬ সমুদ্র পৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সেন্টিমিটারে : ১০ নিউটন। (১০ তম BCS) 

✬ সমুদ্রের গভীরতা মাপা হয় যে যন্ত্র দ্বারা : ফ্যাদোমিটার। (২০ তম BCS ) 

✬ দিনরাত্রি সর্বত্র সমান : নিরক্ষরেখায়। (২৮ তম BCS) 

✬ ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র : সিসমোগ্রাফ। (২২ তম BCS) 

✬ ফররুখ আহমদের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থের নাম : সাত সাগরের মাঝি।(২৯ তম BCS) 

✬ ‘অনল প্রবাহ’ রচনা করেন : সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী।(২৯ তম BCS) 

✬ রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষের কবিতা’ : একটি উপন্যাস।(২৪ তম BCS) 

✬ ‘গ্যালিলিও’ হলো : পৃথিবী থেকে পাঠানো বৃহস্পতির একটি কৃত্রিম উপগ্রহ। (১৮ তম BCS ) 

✬ উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র : ট্যাকোমিটার।(২২ তম BCS) 

✬ বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় প্রতিবছর : ৫ জুন। (৩০তম বিসিএস)।.. 

১. ব-দ্বীপকে ইংরেজিতে কী বলে? 

উত্তর : Delta

২. সমগ্র ভূমিরূপ কয়টি ভাগে বিভক্ত ও কী কী? 

উত্তর : ৩টি, পর্বত, মালভূমি ও সমভূমি।

৩. পর্বত কয় প্রকার? 

উত্তর : ৪ প্রকার।

৪. ভঙ্গিল পর্বতগুলোর নাম লিখ? উত্তর : হিমালয়, আল্পস, রকি।

৫. ভঙ্গিল পর্বতের প্রধান বৈশিষ্ট্য কী? 

উত্তর : ভাঁজ

৬. আগ্নেয় পর্বতের উদাহরণ দাও।

উত্তর : ভিসুভিয়াস, ) কিলিমানজারো, ফুজিয়ামা।

৭. ল্যাকোলিথ পর্বত কোনটি? 

উত্তর : USA ল্যাকোলিথ।

৮. সমভূমি কত প্রকার ও কি কি? 
উত্তর : ২ প্রকার : ক্ষয়জাত ও সঞ্চয়জাত।

৯. বায়ুতে নাইট্রোজেন ও অক্সিজেনের পরিমাণ কত? 

উত্তর : ৭৮.০২ ও ২০.৭১%

১০. বায়ুমণ্ডলের স্তর কয়টি? 

উত্তর:৬টি।

▤ প্রশ্নঃ মোবাইল ফোনের আবিষ্কারক কে? 

উঃ মার্টিল কুপার।

▤ প্রশ্নঃ বাংলাদেশে গভীর সমুদ্রবন্দর কোথায় নির্মাণের প্রস্তাবনা রয়েছে? 

উঃ পটুয়াখালীর, কলাপাড়ায়।

▤ প্রশ্নঃ WTO- এর হেডকোয়ার্টার কোন শহরে অবস্থিত? 

উঃ জেনেভা, সুইজারল্যান্ড।

▤ প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলির) ইংরেজি অনুবাদের নাম কি? 

উঃ Song Offerings।

▤ প্রশ্নঃ আয়তনে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার কততম বৃহত্তম দেশ? 

উঃ চতুর্থ।

▤ প্রশ্নঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ইলেকশনে ইলেকটোরাল ভোটের সংখ্যা কত? 

উঃ ৫৩৮ টি।

▤ প্রশ্নঃ 'গুয়ান্তানামো বে' বন্দিশালা কোথায় অবস্থিত? উঃ কিউবা।

▤ প্রশ্নঃ কোন সালে বাংলাদেশে CTBT অনুমোদন করে? 

উঃ ৮ মার্চ ২০০০ সাল।

▤ প্রশ্নঃ বিশ্বের ঘনবসতিপূর্ণ শহর কোনটি? 

উঃ ম্যানিলা, ফিলিপাইন (১১১৫৭৬জন/ বর্গমাইল )।

▤ প্রশ্নঃ নেলসন মেন্ডেলাকে কোন দ্বীপে নির্বাসিত করা হয়েছিল? 
উঃ রোবেন দ্বীপ।

▤ প্রশ্নঃ DFI বলতে কি বুঝায়? 

উঃ Development Finance Institution. 

▤ প্রশ্নঃ কোন কোন দেশের জাতীয় পতাকা কখনও অর্ধনমিত হয় না? 

উঃ সৌদি আরব ও ইরান।

▤ প্রশ্নঃ বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদী কোনটি? 

উঃ কর্ণফুলী।

▤ প্রশ্নঃ জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ লাভের বিরুদ্ধে কোন দেশ ভেটো প্রদান করেছিলো? 

উঃ চীন।

▤ প্রশ্নঃ কাগজী মুদ্রার বিপরীতে নিরাপত্তা হিসেবে বাংলাদেশ ব্যাংক কি রিজার্ভ রাখে? 

উঃ স্বর্ণ।

* সবচেয়ে বড় বিভাগ কোনটি? 

# চট্টগ্রাম।

* সবচেয়ে ছোট বিভাগ কোনটি? 

# সিলেট।

* আয়তনে বড় জেলা কোনটি? 

#রাঙামাটি।

* আয়তনে ছোট জেলা কোনটি? 

# নারায়ণগঞ্জ

* জনসংখ্যায় বড় জেলা কোনটি? 

# ঢাকা।

* জনসংখ্যায় ছোট জেলা কোনটি? 

#বান্দরবন ।

* আয়তনে বড় থানা কোনটি? 

# শ্যামনগর (সাতক্ষীরা) 

* জনসংখ্যায় বড় থানা কোনটি? 

# বেগমগঞ্জ (নোয়াখালী)।

* জনসংখ্যায় ছোট থানা কোনটি? # রাজস্থলী (রাঙামাটি) 

১/ বাংলাদেশে কাগজের নোট = ৯টি।

২/ বাংলাদেশে ব্যাংক নোট =৭টি।

৩/ বাংলাদেশে প্রচলিত টাকার ব্যাংক নোট নয় = এক ও দুই টাকার নোট।
৪/"এক টাকার ,দুই টাকার নোটে স্বাক্ষর থাকে =অর্থ সচিবের।

৫/'সবার জন্য শিক্ষা' স্লোগান টি আছে= দুই টাকার মুদ্রায়।

৬/ বাংলাদেশে চালু পলিমার মুদ্রা মুদ্রিত হয় =অস্ট্রেলিয়ায়।

৭/৫০০ টাকার নোট কোন দেশে ছাপা হয়= জার্মানিতে ৷

৮/ ১ ও ৫ টাকার ধাতব মুদ্রা তৈরি করা হয় =কানাডায়।

৯/ সরকারি নোট =১ ও ২ টাকার নোট।

১০/ বাংলাদেশে টাকা ছাপার জন্য বিশেষ কাগজ আমদানি করা হয়= সুইজারল্যান্ড থেকে।

১১/বিশ্বের সবচেয়ে সুন্দর কাগুজে মুদ্রা = বাংলাদেশের ২টাকার নোট। ১২/ বাংলাদেশ বাংকের শাখা= ১০টি (সর্বশেষ ময়মনসিংহ). 

১৩/ ১ মার্কিন ডলার তৈরী করতে বাংলাদেশী =২১ টাকা খরচ হয়।

১৪/ বর্তমানে বাংলাদেশে = ৬৭ টি ব্যাংক রয়েছে। ১৫/ বাংলাদেশে ১ম নোট চালু হয় = ৪ মার্চ ১৯৭২ সালে ১০ টাকার নোট সর্বপ্রথম ছাপানো হয়।

(১) জিরাফ কিন্তু সাতার জানে না ।
(২) অনিচ্ছাকৃ্ত ভাবে যখন আপনার হাত থেকে একটি গ্লাস ফসকে পড়ে গিয়ে ভেঙ্গে গ্লাস ভাঙ্গার সময় কাচের টুকরোগুলোর গতি হয়ে যায় তিন হাজার মাইল! 
(৩) আমাদের ঘামের রঙ কি তা কি আপনি কি জানে আমি তো জানি না, কিছুটা কনফিউসড,কিন্তু জলহস্তির ঘাম লাল রঙের !!! 
(৪) গড়ে একজন মানুষ একদিনে চার হাজার ৮০০ শব্দ বলে ।
(৫) আমাদের এ গ্রহে সবচেয়ে বড় মগজ কার জানেন কি ? স্পার্ম তিমির ।
(৬) আজব হলেও সত্যি যে – রাতে ঘুমানোর সময় আপনার উচ্চতা বেড়ে যায় আট মিলিমিটার বা দশমিক তিন ইঞ্চি ! কিন্তু পরদিন সকালে ঘুম থেকে ওঠার পর আবার আগের আকৃতি চলে আসে !!! 
(৭) প্রতি ২৫ মাইলে একেকটি গাড়ি প্রতি আধা কেজি বর্জ্য বের করে ।
(৮) তেলাপোকা সেকেন্ডে ১২ বার গতিপথ বদলাতে পারে । আর এ জন্যই ওরা দুনিয়ার সেরা ক্ষিপ্র প্রানী ।
০১. বাংলাদেশে বর্তমানে জনসংখ্যা বৃদ্ধির হার কত? 
উঃ ১.৩৭%
০২. বাংলাদশে ও ভারতে সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তির মামলা হয় কোন আদলতে? 
উঃ স্থায়ী সালিশি আদালত (নেদারল্যান্ডস) 
০৩. জার্মানি কতবার ফুটবলে বিশ্বকাপ জয়লাভ করে? 
উঃ ৪ বার
০৪. জীনের রাসায়নিক উপাদান কোনটি? 
উঃ ডিএনএ
০৫. সাত গম্বুজ মসজিদটির নির্মাতা কে? 
উঃ সায়েস্তা খান
০৬. কোন উৎস থেকে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ রাজস্ব আয় হয়? 
উঃ মূল্য সংযোজন কর (ভ্যাট) 
০৭. জাপানের আইন সভার নাম কি? 
উঃ ডায়েট
০৮. হেলসিংকি কোন দেশের রাজধানী? 
উঃ ফিনল্যান্ড
০৯. ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত? 
উঃ ব্রাসেলস
১০. জনসংখ্যা ভিত্তিতে বৃহত্তম মুসলিম রাষ্ট্র কোনটি? 
উঃ ইন্দোনেশিয়া
1.ভাষা আন্দোলনের ফলে সৃষ্টি হয়েছিল- বাংলা একাডেমী (১৯৫৫ সালে) 
2. বাংলা একাডেমীর মূল ভবনের নাম- বর্ধমান হাউস
3. বাংলাপিডিয়া প্রকাশ করে- বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি
4. ‘আলোকিত মানুষ’ তৈরির কর্মসূচী- বিশ্ব সাহিত্য কেন্দ্রের
5. শিল্পকলা একাডেমী- ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত হয় (ঢাকার সেগুনবাগিচায়) 
6. শিশু একাডেমী- ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত
7. বার্ড (BARD)-এর প্রতিষ্ঠাতা- আখতার হামিদ খান (১৯৫৯ সালে) 
8. BARD- Bangladesh Academy for Rural development(বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী) 
9. BARD অবস্থিত- কোটবাড়ি, কুমিল্লা
10. গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয়- ১৯৮৩ সালে
11. ইনভেস্টমেন্ট কর্পোরেশন বাংলাদেশ (ICB) প্রতিষ্ঠিত হয়- ১৯৭৬ সালে
12. বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক= বাংলাদেশ শিল্প ব্যাংক+বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা (BDBL= BSB+BSRS) 
*ভারতীয় উপমহাদেশের প্রথম সাম্রাজ্যের নাম কি? 
-মৌর্য সাম্রাজ্য।
*বাংলাদেশের মধ্য দিয়ে কোন
রেখা অতিক্রম করেছে? 
-কর্কটক্রান্তি রেখা।
*মশালডাঙ্গা ছিটমহল কোন জেলায় অবস্থিত? 
-কুমিল্লা।
*বাংলাদেশের আবহাওয়া দপ্তর কোন
মন্ত্রালয়ের অধীনে? 
-প্রতিরক্ষা মন্ত্রাণালয়ের।
*প্রাচীন বাংলার ১ম বিখ্যাত নৃপতি কে ছিলেন? 
-শশাঙ্ক।
*কৌলীন্য প্রথা বাংলায় প্রবর্তন করেন কে? 
-বল্লাল সেন।
*অর্থশাস্ত্র গ্রন্থের রচয়িতা কে? 
-কৌটিল্য।
*স্থানীয় সরকার ব্যবস্থার সর্বনিম্ন স্থান কোনটি? 
-ইউনিয়নপরিষদ।
*বাংলাদেশের শিক্ষা, তথ্য ও পরিসংখ্যান ব্যুরো কি নামে পরিচিত? 
-ব্যানবেইস নামে।
*বাংলাদেশের সবচেয়ে বড় এক গম্বুজ বিশিষ্ট প্রাচীন মসজিদ কোনটি? 
-কুসুম্বা মসজিদ।
●বিশ্বে ইন্টারনেট চালু হয় === ১৯৬৯ সালে
●বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার চালু হয় === ১৯৯৩ সালে।
●বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার সবার জন্য উন্মুক্ত হয় === ১৯৯৬ সালে।
●বাংলাদেশে 3G চালু হয়=== 14 October 2012

No comments:

Post a Comment

ইসমাইল হোসেন