17 August, 2018

কিভাবে সেন্সর অফ করে আপনার স্ক্রীনের অটো-রোটেশন অফ করবেন

স্মার্টফোনের একটু জনপ্রিয় সুবিধা হল এর সেন্সর। এর যেমন সুবিধা আছে, তেমনি কিছু ঝামেলাও আছে। যেমন কোন কারণে আপনি ফোন কাত করলেই সেন্সরের কারণে ফোনের স্ক্রীণ ঘুরে যায়। যেটা মাঝে মাঝে খুবই বিরক্তিকর। তাই আপনি চাইলে আপনার ফোনের সেন্সর অফ করতে পারেন। এইজন্য আপনার ফোনের সেটিংস এ যান। সেখান থেকে “Display” অপশনটি সিলেক্ট করুন। তারপর “Auto-rotate screen” অপশনটি থেকে টিক চিহ্ন তুলে দিন, সেন্সর অফ হয়ে যাবে।কিভাবে সেন্সর অফ করে আপনার স্ক্রীনের অটো-রোটেশন অফ করবেন

No comments:

Post a Comment

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে শিবগঞ্জ উপজেলাবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা

 বিসমিল্লাহর রাহমানির রাহিম ঈদ বয়ে আনুক সবার জীনবে সুখ শান্তি ও কল্যাণের বার্তা ঈদের দিনের মতো সুন্দর হোক প্রতিটি দিন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক...