12 July, 2018

জয়পুরহাট জেলার ইতিহাস



সৃষ্টির প্রেক্ষাপট : ১৯০৭ সালে জয়পুরহাট একটি পৃথক থানা গঠিত হয়।
১৯১৮ সালে জয়পুরহাট থানা ভবন নির্মিত হয়। ১৯২০ সালে ভূমি জরিপ
রেকর্ডে জয়পুরহাট থানার একটি পৃথক নকশা অংকন করা হয় এবং খঞ্জনপুর
খাসমহাল কাচারীর পরিত্যক্ত ভবনগুলি জয়পুরহাট মহকুমা এবং জেলা
পর্যায়ে বিভিন্ন অফিসআদালত ও ভূমি রেজিস্ট্রি অফিস রুপে ব্যবহৃত হয়ে
থাকে। এই কাচারী প্রাঙ্গনেই ১৯৭১ সালের ১লা জানুয়ারি জয়পুরহাট
মহকুমার ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। পরবর্তীতে ১৯৮৪ সালে জয়পুরহাট
মহকুমা থেকে জেলায় উন্নীত করা হয়।

২. নামকরণ ঃ , জয়পুরহাট একটি ইতিহাস ও ঐতিহ্যসমৃদ্ধ জেলা। রাজা।
জয়পালের নামানুসারে এ জেলার নামকরণ করা হয় জয়পুরহাট।
৩. আয়তন : (প্রায়) ৯৬৫ বর্গ কি. মি.।

৪. লোকসংখ্যা : মোট-(প্রায়) ৯১৩,৭৬৮ জন। পুরুষ - ৪,৫৯,২৮৪ ও মহিলা
৪,৫৪,৪৮৪ । বৃদ্ধির হার : ০.৭৫% ও ঘনত্ব (বৰ্গ কি. মি.) : ৯০৩ ।

৫. উপজেলার সংখ্যা ও নাম : ০৫টি। জয়পুরহাট সদর, ক্ষেতলাল, আক্কেলপুর,
কালাই ও পাচবিবি।

৬. থানার সংখ্যা ও নাম : ৫টি। জয়পুরহাট, ক্ষেতলাল, আক্কেলপুর, কালাই ও
পাচবিবি ।

৭. সংসদীয় আসন : ০২টি। (১) জয়পুরহাট সদর ও পাচবিবি উপজেলা । (২)
আক্কেলপুর, ক্ষেতলাল ও কালাই উপজেলা।

৮. বিশিষ্ট ব্যক্তিবর্গ : ড. আন্দুল কাদের চৌধুরী, ড. মফিজ উদ্দিন, শহীদ
মজিবুর রহমান, শহীদ ডা: আবুল কাশেম, কবি আতাউর রহমান, একে
আন্দুল আজিজ, অধ্যক্ষ মহসীন আলী দেওয়ান প্রমুখ।

৯. ঢাকা থেকে দূরত্ব : সড়ক পথে-২৮০ কি. মি. ও রেলপথে-৪৪১ কি. মি.।

১০. যোগাযোগ ব্যবস্থা : বাস । : জয়পুরহাট কেন্দ্রীয় বাস স্টেশন, ঢাকা
জয়পুরহাট-ঢাকা বাস স্টেশন। এনডব্লিউডি কোড নম্বর : ০৫৭১ ও পোস্ট
কোড-৫৯০০।

১১ . পত্রপত্রিকা : সাপ্তাহিক গ্রামীণ আলোজয়পুর কণ্ঠ, চেতনা ও মুক্ত পাতা।

১২. পৌরসভা০১টি ও ইউনিয়ন-৩২টি । উপজেলা ভূমি অফিস-০৫টি।

১৩. গ্রামের সংখ্যা-৯৮৮ টি ও মৌজার সংখ্যা-১১০৭টি।

১৪. শিক্ষার হার-৪৯.৬২%।

১৫. উল্লেখযোগ্য ফসল : ধান, আখ, তামাক, পাট, গম, , সরিষা ও ডাল ।

১৬. শিক্ষা প্রতিষ্ঠান : জুনিয়র স্কুল-৩৭টি, উচ্চ বিদ্যালয়-১১৮টি, স্কুল এন্ড
কলেজ-৪টি ও কলেজ-৩৬টি।

১৭. ধর্মীয় প্রতিষ্ঠান : মসজিদ-২,৪১২টি।

১৮. চিকিৎসা কেন্দ্র : হাসপাতাল-০১টি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-০৫টি ও উপ
স্বাস্থ্য কেন্দ্ৰ০৭টি।

১৯নদনদীর নাম : ছোট যমুনাতুলশীগঙ্গাচিরি, হারামতি ও শ্রীনদী।

২০. দর্শনীয় স্থান : আছরাঙ্গা দীঘি, নান্দাইল দীঘি, লকমা রাজবাড়ি, পাথরঘাটা,
নিমাই পীরের মাজার, গোবিনাথপুর মন্দির, বারশিবালয় মন্দির, হিন্দা-কসবা
শাহী মসজিদ, পাগলা দেওয়ান বধ্যভূমি, কড়ই কাদিপুর বধ্যভূমি, শিশু
উদ্যান।
.

No comments:

Post a Comment

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে শিবগঞ্জ উপজেলাবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা

 বিসমিল্লাহর রাহমানির রাহিম ঈদ বয়ে আনুক সবার জীনবে সুখ শান্তি ও কল্যাণের বার্তা ঈদের দিনের মতো সুন্দর হোক প্রতিটি দিন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক...