02 June, 2018

হার্ট ফেইলুরের জটিলতা


ঠিক সময়ে চিকিৎসা গ্রহণ করলে হার্ট ফেইলুরের জটিলতা হ্রাস করা যেতে পারে। যে সমস্ত রোগী উপযুক্ত চিকিৎসা গ্রহণে ব্যর্থ হয় তাদের খুব বেশি জটিলতা দেখা দেয়। হার্ট ফেইলুরের রোগীকে জটিলতা প্রতিরোধের জন্য দীর্ঘ সময় ধরে চিকিৎসা গ্রহণ অত্যাবশ্যকীয়।
জটিলতা সমূহ হলো:-
১. রেনাল ফেইলুর/কিডনি ফেইলুর
২. জীবাণু সংক্রমণ/ইনফেকশন
৩. ওজন কমে যাওয়া/স্বাস্থ্য ভগ্ন হওয়া
৪. পরিপাকতন্ত্রের বিভিন্ন জটিলতা দেখা দেওয়া
৫. চেষ্ট ইনফেকশন/শ্বাসতন্ত্রে জীবাণু সংক্রমণ হওয়া।
খাদ্যে লবণ গ্রহনের সর্বনিম্ন পর্যায়ে নিয়ে আসা। উচ্চ রক্তচাপ থাকলে চিকিৎসার মাধ্যমে রক্তচাপ নিয়ন্ত্রণ করা। ডায়াবেটিস এর চিকিৎসা গ্রহণ করে ডায়াবেটিস সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে আসা এর সাথে সাথে স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণের মাধ্যমে রোগীর খাদ্যাভ্যাস পরিবর্তন করা। যেমন হালকা ব্যায়াম, যোগব্যায়াম, ব্রিদিং এক্সারসাইজ ও পুষ্টিকর খাবার গ্রহণ এবং হার্ট ফেইলুরের জন্য মেডিসিনের মাধ্যমে চিকিৎসা গ্রহণ করা। যার জন্য অবশ্যই কার্ডিওলজিষ্টের শরণাপন্ন হতে হবে। এখানে বলে রাখা ভাল যে খুব অল্প সংখ্যক রোগী ছাড়া বাকীদের হার্ট ফেইলুর কোন চিকিৎসার মাধ্যমেই সম্পূর্ণ করা সম্ভব হয় না। তবে আশার কথা হলো সুচিকিৎসার মাধ্যমে হার্ট ফেইলুর নিয়ন্ত্রণে রেখে রোগী তার স্বাভাবিক জীবন যাপন অব্যাহত রাখতে পারেন।
হার্ট এ্যাটাক: হবার আগেই ব্যবস্থা নিন।
নিজের শরীরটা সুস্থ্য সবল থাকুক তা কে না চায়! তাই জেনে নেওয়া দরকার কিভাবে এটাকে ঠিকঠাক রাখা যায়। একসময় ধারনা ছিল হার্টের রোগ হচ্ছে বড়লোকদের এবং বয়ষ্কদের বিষয়। কিন্তু এখন পরিসংখ্যান বলে ভিন্ন কথা। বাংলাদেশে সকল শ্রেনীর মানুষের মধ্যেই এ রোগের বিস্তার বেড়ে চলেছে। সম্ভবতঃ খাদ্যাভাস, জীবনযাত্রা এর একটা বড় কারন। তাই আসুন জেনে নেই এর কারন ও প্রতিকার।
আমাদের শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গই গুরুত্বপূর্ণ। তবে হৃদপিন্ড কয়েকটা কারণে বিশেষ গুরুত্ব বহন করে। অধিকাংশ অঙ্গ প্রত্যঙ্গ সাময়িকভাবে বিকল হয়ে গেলেও প্রান সচল থাকে। এমনকি মস্তিষ্কের অধিকাংশ অংশ অচল হয়ে গেলেও কৃত্রিম যন্ত্রের সাহায্যে দীর্ঘদিন পর্যন্ত শরীরকে চালু রাখা যায়। কিন্তু হৃদপিন্ড কয়েক সেকেন্ড বন্ধ থাকলেই মৃত্যু অনিবার্য। তাই হৃদরোগে মৃত্যু one of three leading causes of death.

No comments:

Post a Comment

ইসমাইল হোসেন