30 May, 2018

হার্ট অ্যাটাক হলে কী করবেন


হার্ট অ্যাটাকের লক্ষণ কী কী?

১. বুকে অতুলনীয় তীব্র ব্যথা,

২. বুকে চাপ/যন্ত্রণা/ভারী লাগা,

৩. বিষম খাওয়া,

৪. দম বন্ধ হওয়া/শ্বাস কষ্ট,

৫. প্রচুর ঘাম,

৬. বমি বা বমির ভাব,

৭. অনাগত মৃত্যুর ভয়।



হার্ট অ্যাটাকের চিকিৎসা

চিকিৎসার জন্য রোগীকে দ্রুত নিকটস্ত হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যেতে হবে। সন্নিকটে হৃদরোগের চিকিৎসা সুবিধা সংবলিত হাসপাতাল থাকলে সেখানে যাওয়াই উত্তম। হাসপাতালে হৃদরোগ বিশেষজ্ঞের তত্ত্বাবধানে ধারাবাহিক চিকিৎসা গ্রহণ করতে হবে।

হাসপাতালে পৌঁছার পূর্বে বাসা/কর্মস্থল/রাস্তায় যা করতে হবে:

১. পর্যাপ্ত আলো বাতাস নিশ্চিতকরণ।

২. জিহ্বার নিচে দুই চাপ নাইট্রেট ¯েপ্র বা একটি নাইট্রেট ট্যাবলেট দিতে হবে।

৩. দ্রুত হাসাপাতালে পৌঁছার ব্যবস্থা।


শেষ কথা

আদর্শ জীবনযাপন, রক্তচাপ ও রক্তের শর্করা সঠিক মাত্রায় রাখা, নিয়মিত ব্যায়াম, ধূমপান ও মদ্যপান বর্জন, আলগা লবণ পরিহার, তেল/চর্বি/মিষ্টি কম খাওয়া, শাক-সবজি বেশি খাওয়া, উত্তেজনা নিয়ন্ত্রণ ও দুশ্চিন্তামুক্ত জীবনযাপনের মাধ্যমে হার্ট অ্যাটাকের ঝুঁকি থেকে দূরে থাকতে হবে। হার্ট অ্যাটাক হলে নির্ভীক চিত্তে সময়মতো যথাসাধ্য চিকিৎসা করাতে হবে। মানুষের হার্ট একটি, তাই হার্টের প্রতি যতœশীল হতে হবে।

No comments:

Post a Comment

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে শিবগঞ্জ উপজেলাবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা

 বিসমিল্লাহর রাহমানির রাহিম ঈদ বয়ে আনুক সবার জীনবে সুখ শান্তি ও কল্যাণের বার্তা ঈদের দিনের মতো সুন্দর হোক প্রতিটি দিন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক...