24 January, 2020

বরিশাল জেলার ইতিহাস

১. সৃষ্টির প্রেক্ষাপট : প্রাক্তন বাকেরগঞ্জ জেলা পূর্ব বাংলায় অবস্থিত ছিল। যে চারটি
কালেক্টরেট নিয়ে ঢাকা বিভাগ বা কমিশনারশিপ গঠিত এটি তারই একটি। গঙ্গা
বা পদ্মা, ব্রহ্মপুত্র ও মেঘনার সম্মিলিত জলরাশি বাহিত পলিমাটি দ্বারা গঠিত ব-
দ্বীপের নিম্নভাগে এ জেলার অবস্থান। বাকেরগঞ্জে ম্যাজিস্ট্রেসি প্রতিষ্ঠার লক্ষ্যে
১৭৯৭ সালের রেগুলেশন-৭ অনুযায়ী ওই সালেই একে জেলা করা হয়। তবে
১৮১৭ সাল পর্যন্ত এটি একটি কালেক্টরেটে পরিণত হতে পারেনি।
নামকরণ : বরিশাল জেলার প্রাচীন নাম চন্দ্রদ্বীপ। প্রায় পাঁচ হাজার বছর পূর্বে
চন্দ্রদ্বীপের ভূগঠন শুরু হয়। সর্বপ্রথম কবে চন্দ্রদ্বীপে মানুষের বসতি শুরু হয় তা
জানা যায়নি। আজকের বরিশাল নামকরণের পেছনে যেসব কথা জনশ্রুতি
রয়েছে তাহলাে প্রাচীনকাল থেকে এ অঞ্চল লবণ ও মাছের জন্য বিখ্যাত ছিল।
১৭৫৭ সালে পলাশীর বিজয়ের পর ইংরেজরা এ অঞ্চলের লবণ ব্যবসা করায়ত্ত্ব
করে। এর আগে বরিশালের নাম ছিল গিরদে বন্দর । ইংরেজ ও পর্তুগীজ
বণিকরা বড় লবণ চৌকিকে বরিসল্ট বলত। বরিসল্ট থেকে বরিশাল নামকরণ
হয়েছে।
৩. আয়তন : (প্রায়) ২৭৯০.৫১ বর্গ কি. মি.।
৪. লােকসংখ্যা : মােট-(প্রায়) ২৩,২৪,৩১০ জন। পুরুষ-১১,৩৭,২১০ ও মহিলা-
১১,৮৭,১০০। বৃদ্ধির হার : -০.১৩% ও ঘনত্ব (বর্গ কি. মি.) : ৮৩৫ জন।
| উপজেলার সংখ্যা ও নাম : ১০টি। বরিশাল সদর, আগৈলঝাড়া, উজিরপুর,
বাবুগঞ্জ, বানারীপাড়া, মুলাদী, গৌরনদী, বাকেরগঞ্জ, মেহেন্দিগঞ্জ ও হিজলা।
৬. থানার সংখ্যা ও নাম : ১৩টি। কোতােয়ালি মডেল থানা, বন্দর, কাউনিয়া,
বরিশাল সদর, আগৈলঝাড়া, উজিরপুর, বাবুগঞ্জ, বানারীপাড়া, মুলাদী,
গৌরনদী, বাকেরগঞ্জ, মেহেন্দিগঞ্জ ও হিজলা।
৭. সংসদীয় আসন : ৬টি। (১) গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা। (২) উজিরপুর
ও বানারীপাড়া উপজেলা। (৩) মুলাদী ও বাবুগঞ্জ উপজেলা। (৪) মেহেন্দিগঞ্জ
ও হিজলা উপজেলা। (৫) বরিশাল সিটি কর্পোরেশনভুক্ত এলাকা ও বরিশাল
সদর এবং (৬) বাকেরগঞ্জ উপজেলা।
৮. হানাদার মুক্ত দিবস : ১৯৭১ সালের ৮ ডিসেম্বর বরিশাল (গৌরনদী
উপজেলা) হানাদার মুক্ত হয়।
৯, বিশিষ্ট ব্যক্তি : শের-ই-বাংলা এ কে ফজলুল হক, কবি মীননাথ, কবি বিজয়গুপ্ত,
কবি মুকুন্দ দাস, রূপসী বাংলার কবি জীবনানন্দ দাস, আবু জাফর ওবায়দুল্লাহ,
আসাদ চৌধুরী, শহীদ আলতাফ মাহমুদ, অমৃত লাল দে, আতিকুল হক চৌধুরী,
মেজর এম এ জলিল, চিত্রশিল্পী মিঠুন চক্রবর্তী, রাজনীতিবীদ রাশেদ খান
মেনন, আব্দুল গাফফার চৌধুরী।
১০, ঢাকা থেকে দূরত্ব: সড়ক পথে-আরিচা হয়ে-২৭৫ ও মাওয়া হয়ে-১৬৭ কি.মি.।
১১. যােগাযােগ ব্যবস্থা : বাস : ঢাকা-সায়েদাবাদ-মতিঝিল-বরিশাল বাস স্টেশন,
বরিশাল নথুল্লাবাদ বাস স্টেশন, আব্দুর রব সেরনিয়াবত বাস স্টেশন-রূপাতলী,
বন্দর সড়ক বাস স্টেশন। লঞ্চ : সদরঘাট-বরিশাল লঞ্চ স্টেশন। এনডব্লিউডি
কোড নম্বর : ০৪৩১ ও পােস্ট কোড-৮২০০।
১২. পত্রপত্রিকা : দৈনিক দক্ষিণাঞ্চল, শাহানামা, পল্লী অঞ্চল, বাংলার বনে,
আজকের বার্তা, আজকের পরিবর্তন, মতবাদ, সত্য সংবাদ, বরিশাল বার্তা,
ভােরের অঙ্গীকার, বরিশাল প্রতিদিন, বিপ্লবী বাংলাদেশ ও সাপ্তাহিক বরিশাল
সময়।
১৩. সিটি কর্পোরেশন-০১টি, পৌরসভা-০৫টি ও ইউনিয়ন-৮৫টি।
১৪. উপজেলা ভূমি অফিস-১০টি ও ইউনিয়ন ভূমি অফিস-৬৯টি।
১৫. মৌজার সংখ্যা-১,০৮৬টি ও গ্রামের সংখ্যা-১,২০৪টি।
১৬. মােট জমির পরিমাণ-৪,৮৯,৪০৬.৯৬ একর।
১৭. শিক্ষার হার-৫৫%।
১৮. শিক্ষা প্রতিষ্ঠান : জুনিয়র স্কুল-৬৭টি, মাধ্যমিক বিদ্যালয়-৩৫৫টি, স্কুল এন্ড
কলেজ-২০টি ও ডিগ্রী কলেজ-৩৬টি।
১৯, ধর্মীয় প্রতিষ্ঠান : মসজিদ-৬,৭২৮টি।
২০. চিকিৎসা কেন্দ্র : সদর হাসপাতাল-০১টি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-০৭টি ও
| ক্লিনিক-১৩টি।
২১. উল্লেখযােগ্য ফসল: ধান, পাট, শাকসবজি ইত্যাদি।
২২. নদনদীর নাম : কীর্তনখােলা, লােহালিয়া, রামগঞ্জ, গজালিয়া, মেঘনা, বিশখালী,
আড়িয়াল খাঁ, তেঁতুলিয়া ইত্যাদি।
২৩. দর্শনীয় স্থান : দুর্গা সাগর, কালেক্টরেট ভবন, চাখার প্রত্নতাত্ত্বিক জাদুঘর,
অক্সফোর্ড মিশন, শংকর মঠ, জোড় মসজিদ, শের-ই-বাংলা জাদুঘর ও কীর্তন
খােলা গার্ডেন।
২৪. জেলার ঐতিহ্য : এক সময়ের বিখ্যাত ‘গ্রেদে নৌবন্দর এবং পরবর্তীতে তাকে
কেন্দ্র কের গড়ে ওঠা ঐতিহাসিক নগরী বরিশালের মতই পুরানাে সেখানের
ঐতিহ্যবাহী শাখারী বা শাঁখ-শঙ্খ শিল্প এবং গৌরনদীর দই এ জেলার ঐতিহ্য
বহন করে।

No comments:

Post a Comment

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে শিবগঞ্জ উপজেলাবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা

 বিসমিল্লাহর রাহমানির রাহিম ঈদ বয়ে আনুক সবার জীনবে সুখ শান্তি ও কল্যাণের বার্তা ঈদের দিনের মতো সুন্দর হোক প্রতিটি দিন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক...