02 November, 2018

ভালোবাসার এসএমএস SMS,মেসেজ


(২৯৭) যারা ভালবাসা নিয়ে খেলা করে,, তারাই ভালবাসা পায়.. আর যারা মন থেকে ভালবাসে,, তারা ভালবাসা পায়না ঠিক কিনা..??
(২৯৮) ভালবাসা কি বুঝতাম না,, যখন বুঝলাম তখন আমার ভালবাসার মানুষটি, আমাকে ছেড়ে অনেক দুরে চলে গেলো..
(২৯৯) প্রেম হলো সরল অংকের মত । সরল অংকে যেমন যোগ, বিয়োগ, গুন, ভাগ ও বন্দনী থাকে, তেমনি প্রেমেও থাকে হাসি-ট্টাটা, মান-অভিমান, বিরহ-বিচ্ছেদ, অনাবিল সুখ আর না পাওয়ার সিমাহীন বেদনা
(৩০০) কাচা লঙ্কা ঝাল,টমেটো লাল,কেন এত ভালো লাগে তোমার ঐ গাল।
(৩০১) কাউকে দুর থেকে ভালবাসাই সব থেকে পবিত্র ভালোবাসা | কারন, এ ভালবাসায়কোন রকম অপবিত্রতা থাকে না, কোন শারিরীক চাহিদা থাকে না..... শুধু নীরব কিছু অভিমান থাকে, যা কখনো কেউ ভাঙায় না | কিছু অশ্রু বিন্দুথাকে যা কেউকখনো মুছতে আসে না | আর সবার অজান্তে আড়ালে এক যেখানে একজনই রানী/রাজা ।
(৩০২) বন্ধু আমি চাইনা তোমায় অসীম সুখের ভাগ,, কিন্তু যখন থাকবে দুঃখে দিও আমার ডাক,, তোমার মুখে কান্না নয় দেখতে চাই হাসি?? মনে রেখো বন্ধু তোমায় অনেক ভালোবাসি!
(৩০৩) আমি বলতে চাই- বলতে পারিনাই । আমি জানাতে চাই- জানাতে পারিনাই । আমি বুঝাতে চাই- বুঝাতে পারিনাই । আজ সময় এসেছে তাই বলছি, তুমি আমার বাসাই মুরগি চুরি করতে কেন গিয়েছিলে ? উত্তর দাও…!
(৩০৪) Sms হয়ে থাকবো আমি তোমার হৃদয় জুরে,, রিংটোন হয়ে বাজবো আমি মিষ্টি মধুর সুরে,, কখনো ভেবোনা আমি তোমার থেকে দুরে,, বন্ধু হয়ে আছি আমি তোমার নয়ন জুরে
(৩০৫) সভ্যতা ও বিবর্তনের হাত ধরে এক কোটি বছর আগে এসেছি পৃথিবীতে।আজও আমি অপেক্ষা করে আছি তোমার জন্য, তোমাকে ধরতে আসিনি, এসেছি ধরা দিতে।
(৩০৬) জদি দেখা না হয় ভেবনা দুরে আচি। জদি কথা না হয় ভাবনা ভুলে গাসে। জদি না হাসি ভেবনা অভিমান করেসি। জদি ফোন না করি ভেবনা হারিয়ে গেসে। মনে রেখ তোমাই আমি ভালবাসি।
(৩০৭) বুঝতে যদি মনের ভাষা" থাকতে যদি পাশে~ ~রাখতাম তোমায় সারা জীবন" ভালোবাসার মাঝে~ ~অভিমানি বন্ধু তুমি" আজও বুঝলে না~ ~বুঝবে সে দিন" যে দিন আর আমি থাকবো না~
(৩০৮) তোমায় ভালোবাসা ছিলো আমার জীবনের দ্বিতীয় শ্রেষ্ঠ কাজ , আর প্রথমটি ছিলো তোমায় খুজে বেরকরা ভালোবাসি তোমায় এবং সর্বদা বাসবো, আজ বললাম ও সারা জীবন বলবো।
(৩০৯) শুভ ক্ষন, শুভ দিন। মনে রেখ চির দিন। কষ্ট গুলো দূরে রেখ, স্বপ্ন গুলো পুরন করো, নতুন ভালো স্বপ্ন দেখো, আমার কথা মনে রেখ।
(৩১০) হয়তো বাকি ছিল অনেকটা পথ পাড়ি দেবার তবু ইচ্ছে ঘুড়ি আজ বাধন হারা.....কাছে না পাবার। হবেনা দেখা তোরে আর আমার এই আকাশে...! তাই আর আর নেবোনা কোনো ঘুড়ি-লাটাই হাতে। দুর হতে তাকিয়ে থেকে... বাধন হারা ঘুড়ি.... মিলিয়ে গেলে দুর অজানায়....... তবেই ফিরবো বাড়ি.........
(৩১১) 14ফেব্রুয়ারি Valentine Day তে . . ." আমাদের " . . ....১দফা " . ১দাবি "....14ফেব্রুয়ারি হরতাল চাই মোবাইলের নেটওয়ার্ক off চাই. . ফুলের দোকান বন্ধ চাই . ....চাইনিজ রেস্টুরেন্ট বন্ধ চাই .. . পার্ক গুলো বন্ধ চাই . . একশন চাই.... . . কারন ১৪ ফেব্রুয়ারিতে আমাদের সাথে গুরার মত কোন girl friend নাই আসা করি সবাই বুজতে পারছেন
(৩১২) যখন খুব চিৎকার করে কাঁদতে ইচ্ছে করবে তখন বজ্রপাতসহ বৃষ্টির অপেক্ষায় থাকি। কারন বজ্রপাত সহ বৃষ্টিতে চিৎকার করে কান্না করলে না কেউ চোখের পানি দেখতে পারবে, না কেউ বুক ফাটা চিৎকার শুনতে পাবে।
(৩১৩) যদি তুমি কাউকে ভালবাস সে যদি তোমাকে ভাল না বাসে তাহলে তুমি বিদ্যুৎ কে ভালবাস দেখবে বিদ্যুৎ তোমাকে এমন ভাবে ভালবেসে জরিয়ে দরবে যে তার থেকে এতভাল তোমাকে কেউ বাসবেনা বিশ্বাস না হলে চেষ্টা করে দেখ
(৩১৪) "একলা থাকার ঘরে আমি একলা পরে রই একলা আকাশের নিচে একলা বিষ্টি ছুই একলা রাতের একলা তারা একলা দেখা চাঁদ একলা গভীর অন্ধকারে আমি জেগে থাকা রাত একলা সুখ আর একলা দুঃখ একলা ভেবে খুশি একলা চলেও একলা বলেও একলা আমি হাসি"
(৩১৫) যত দুরে যাও না কেন, থাকবো তোমার পাশে... যেমন করে বৃষ্টিফোটা, জরিয়ে থাকে ঘাসে । সকল কষ্ট মুছে দেব, দেব তোমার হাসি.... হৃদয় থেকে বলছি, তোমায় অনেক ভালোবাসি। ღღღহৃদয়ের মেঘলা মন
(৩১৬) নরমাল হাতের সুইট লেখে | বন্ধু আমি ভেরী একা |চাঁদের গাঁয়ে জোসনা মাখা, মোনটা আমার ভিষন ফাকা| ফাকা মোনটা পূরণ কর, একটু আমায় স্বরন কর|
(৩১৭) ভালবাসা যদি হত পাহাড়ের মত উচু আর সেখান থেকে যদি তুমি আমাকে তা জয় করে আনতে বলতে, তবুও আমি সেখান থেকে তা জয় করে আনতাম। তোমাই ছাড়া বাচবো না সোনা, প্লিজ ফিরিয়ে দিও না আমার দুটি হাত।
(৩১৮) আমি যদি চলে যাই" নীল আকাশের কাছে~ ~আমায় তুমি খুজে নিয়ো" সন্ধা তারার মাঝে~ ~একা যদি লাগে তোমার" মনে রেখো আমায়~ ~দক্ষিনা বাতাস হয়ে আমি" ছুয়ে দিবো তোমায়~
(৩১৯) আমার ভালবাসা যদি খাটি হয় তবে আমি অবশ্যই তোমাই পাব, কেননা আমি যে তোমাই আমার জীবনের চাইতে বেশি ভালবাসি। হে আল্লাহ তুমা আমার ভালবাসা পূর্ন করো।
(৩২০) বন্ধুরা আমি একজনকে ভালবাসি, সেও আমাকে খুব ভালবাসে কিন্তু সমাজের মানুষ কিছুতেই তা মেনে নিচ্ছে না আমি সবার কাছে দোয়া চাচ্ছি, আমার প্রম যেন সার্থক হয়
(৩২১) একটা আকাশ হেরে গেলো,, হারিয়ে তার মন.. অন্য আকাশ হটাৎ হল চাঁদের প্রিয়জন.. তবুও তার ভালবাসা চাঁদের ভালো চায়,, নতুন আকাশ চাঁদকে যেন সুখের ছোঁয়া দেয়..!!
(৩২২) একটি প্রকৃত ভালবাসা হতে পারে দৈহিক অথবা ঐশ্বরিক| সত্য ভালবাসা হচ্ছে এমন কিছু যা শাশ্বত ও অধিক শান্তিপূর্ন| ___জোনাক
(৩২৩) তোমায় আমি বলতে চাই,তুমি ছাড়া প্রিয় আর কেহ নাই।ভালবাসি শুধু তোমায় আমি,জনম জনম ভালবাসতে চাই।জানাতে চাই- তোমায় আমিএ হৃদয়ে রয়েছ তুমি। তোমায় নিয়ে সারাক্ষণ,স্বপ্নের জাল বুনে যাই।ভালবাসি শুধু তোমায় আমি,জনম জনম ভালবাসতে চাই।জানতে চাই- আমি তোমার কাছেতোমার কী প্রিয় হৃদয় আছে? পারো না কেন?
(৩২৪) শীতের চাদর জড়িযে, কুয়াশার মাঝে দারিয়ে, হাত দুটো দাও বারিয়ে, শিশিরের শীতল স্পর্শে যদি, শিহরিত হয় মন" বুঝেনিও আমি আছি তোমার পাশে সারাক্ষন।
(৩২৫) একটি প্রকৃত ভালবাসা হতে পারে দৈহিক অথবা ঐশ্বরিক| সত্য ভালবাসা হচ্ছে এমন কিছু যা শাশ্বত ও অধিক শান্তিপূর্ন|
(৩২৬) হতে পার তুমি মন থেকে দুরে তথাপি, রয়েছো মোর নয়ন পুরে॥ হয়তো তুমি নেই এই হৃদয়ে, তবুও রয়েছো পরশের-ই ভিতরে। কারণ, ভালবাসি শুধুই তোমারে
(৩২৭) তুমি আমার সৃষ্টিসীমার বাইরে হতে পার, কিন্তূ আমার হৃদয় থেকে দূরে নয়॥ তুমি আমার নাগালের বাইরে যেতে পার, কিন্তূ আমার মন থেকে নয়॥ আমি তোমার কাছে কিছু না হতে পারি! But তুমি আমার জীবনের সবকিছু॥
(৩২৮) তুমি সেই কবিতা ! যা প্রতি দিন ভাবি.... লিখতে পারিনা॥ তুমি সেই ছবি! যা কল্পনা করি.... আঁকতে পারি না॥ তুমি সেই ভালবাসা! যা প্রতিদিন চাই.... কিন্তূ তা কখনো-ই পাই না॥
(৩২৯) ~দিবো তোমায় লাল গোলাপ~ ~স্বপ্নে গিয়ে করবো আলাপ~ ~বলবো তোমায় আমার ব্যাথা~ ~আছে যতো মনের কথা~ ~বলবো তোমায় ভালোবাসি~ ~থাকবো দু জন পাশা পাশি~
(৩৩০) ~তোমার হয়ে আছি আমি" তোমার হয়ে থাকবো~ ~সারা জীবন তোমায় আমি" ভালোবেসে যাবো~ ~পাশে থেকো সারা জীবন" দুরে যেয়ো না~ ~তোমায় ছারা একটুও আমার" ভালো লাগে না~
(৩৩১) ~তুমি আমার স্বপ্নে দেখা উদাস হিমেল হাওয়া~ ~তুমি আমার আকাশ জুরে হাজার তারা মেলা~ ~তুমি আমার প্রথম স্বপ্ন" তুমি আমার আশা~ ~তুমি আমার প্রাণের প্রিয়া" আমার ভালোবাসা~
(৩৩২) কাউকে আবেগের ভালোবাসা দিওনা, মনের ভালোবাসা দিও ! কারন আবেগের ভালোবাসা একদিন বিবেকের কাছে হেরে যাবে আর মনের ভালোবাসা চিরদিন থেকে যাবে... ___এলটন ডি
(৩৩৩) টাপুর টুপুর বৃষ্টি লাগছে দারুন মিষ্টি, কী অপরুপ সৃষ্টি দেয় জুড়িয়ে দৃষ্টি, বৃষ্টি ভেজা সন্ধ্যায় তাজা ফুলের গন্ধয়ে, মনটা নাচে ছন্দে উতলা আনন্দে, জানু তোমার জন্য কথা বন্ধু সকাল
(৩৩৪) মনের মাঝে থাক তুমি সবসময় চুকিয়ে, অনুভবে থাক তুমি সবসময় জড়িয়ে, যেদিকে তাকায় দেখি তোমায় ঐ দূরের আকাশে, ইতি কথা বন্ধু
(৩৩৫) আজ না খুবএকা একা লাগছে চোখের সামনে তুমি তবু যেন তোমাকে ছোয়া যায় না কেন এমন হয় বলোতো!ভালবাসা বুঝি শুধু কষ্ট দিতেই জানে!তোমাকে ছাড়াযে আমার নিশ্বাস নিতেও কষ্ট হয়!
(৩৩৬) তুমি চাঁদ নও তবে চাঁদের আলো। তুমি ফুল নও তবে ফুলের সৌরভ। তুমি নদী নও তবে নদীর ঢেউ। তুমি অচেনা নও তুমি আমার চেনা কেউ॥
(৩৩৭) প্রেম তুমি বরই কঠিন প্রেমে না পরলে বুঝা যায় না। প্রেম তুমি বরই কঠিন প্রেমে না পরলে জীবনকে অনুভব করা যায় না ।
(৩৩৮) কখনোও কী লিখেছো স্বপ্নের কবিতা হৃদয়ে,ভালবাসার শ্রাবন নামবে মনের আকাশ ছুঁয়ে।এক আকাশে উড়বো দুজনে স্বপ্নের ডানা মেলে॥করবো তোমায় আলোকিত সুখের প্রদীপ জ্বেলে,চাওয়া পাওয়ার স্বপ্নে॥
(৩৩৯) আমাদের ভালবাসা হয়ে গেল ঘাস.. খেয়ে গেল গরু দিয়ে গেল বাশ..!!
(৩৪০) যতই দূরে যাও না কেন ?আছি তোমার পাশে !যেমন করে বৃষ্টি ফোঁটা জড়িয়ে থাকে ঘাসে ?
(৩৪১) রাত যেভাবেই আসুক, নীরবতা থাকবেই। চাঁদ যেভাবেই থাকুক জ্যোৎসনা ছড়াবেই। সূর্য যতই মেঘের আড়ালে থাকুক, পৃথিবীতে আলো আসবে। R নিজেকে যতই লুকিয়ে রাখ না কেনো ভালোবাসা তোমাকে কাছে টানবেই।
(৩৪২) একটা আকাশ বাতাসের জন্য, একটা সাগর নদীর জন্য, একটা ফুল ভমরার জন্য, আর আমি শুধু তোমার জন্য
(৩৪৩) বন্ধু মানে সুখের সাথী। বন্ধু মনে রাগ। বন্ধু মানে দুঃখ সূখের সমান সমান ভাগ। বন্ধু মানে হালকা হেসে চোখের কোনের জল। বন্ধু মানে মনে পরলে একটা ছোট কল।
(৩৪৪) তুমি আছ বলে মন ফুরফুরে, সঙ্গে চিপস কুরকুরে। তুমি হাসো বলে বৃষ্টি রিমঝিম, কখনো পেপসি, কখনো আইসক্রিম। তুমি বন্ধু বলে এত পাগলামি, বন্ধু তুমি বড়ই হারামি।।
(৩৪৫) আমার মনের মানুষ তুমি" তুমি রাতের চাদ~ ~কখনো ছেরে দিয়ো না" আমার দুটি হাত~ ~রুপ কথার গল্প তুমি" আমার আকাশের তারা~ ~আপন আর কেউ নেই" শুধু তুমি ছারা
(৩৪৬) ~বয়স আমার ভালোবাসার তাই তো ভালোবাসি~ ~আরও আমার ভালো লাগে তোমার মুখের হাসি~ ~ ~মেঘ কালো চুল তোমার দেখতে লাগে ভালো~ ~তোমার রুপের চারই দিকে ছরিয়ে পরে আলো~ ~ ~তোমার গায়ের মিষ্টি গন্ধ লাগে দারুন ভালো~ ~তোমায় দেখে লজ্জা পেলো স্রিগ্ধ চাদের আলো~ ~ ~তোমায় পাবো বলেই আমি আশায় বাধি বুক~ ~দেখেই আমি পাগল হলাম হলাম তোমার ওই চাদনী মুখ~ ~ ~ভালোবাসার প্রদীপ তুমি এবার জ্বেলে দাও~ ~একটু খানি ভালোবাসা আমায় দিয়ে দাও~
(৩৪৭) কিছু কিছু কবিতা লিখার আগে ভাষা হারিয়ে যায়। কিছু কিছু কথা বলার আগে সময় ফুরিয়ে যায়। কিছু কিছু স্বপ্ন দেখার আগে ঘুম ভেঙ্গে যায়। কিছু কিছু মানুষ আপন হওয়ার আগে দূরে চলে যায়। কেন এমন হয়?
(৩৪৮) ~অনেক MISS করি মন পাখি তোরে~ ~কথায় আছিস কেমন আছিস" দু চোখের আরালে~ ~শুনতে ইচ্ছা করে তোর মিষ্টি সুর~ ~বলনা পাখি তুই কেনো থাকিছ এতো দুর~
(৩৪৯) রাতে জোসনা, দিনে আলো, কেন তোমায় লাগে ভালো? গোলাপ লাল, কোকিল কালো, সবার চাইতে তুমি ভালো। আকাশ নীল, মেঘ সাদা, সবার চাইতে তুমি আলাদা।
(৩৫০) তোমাকে ভালোবাসি কি না জানি না.....!! - শুধু জানি...... তুমিহীনা আমার প্রতিটি ক্ষণ বর্ণহীন....... তুমিহীনা আমার আকাশ চন্দ্র-সূর্যহীন....... তুমিহীনা আমার চোখ দুটো দৃষ্টিহীন...... তুমিহীনা আমার হাসি শ্রীহীন....... আর তাই তো সব থেকেও আমি নিঃশ্ব একমাত্র তুমিবিহীন.......!!! . . - ফাহিমা বিহীন জীবন অমূল্যহীন'
(৩৫১) সূখের জন্য “স্বপ্ন”, দুখের জন্য “হাসি”, দিনের জন্য “আলো”, চাঁদের জন্য “নিশি”, মনের জন্য “আশা”, তোমার জন্য রহিল আমার “ভালোবাসা”.
(৩৫২) কষ্ট ছাড়া কেউ অশ্রু ঝরাতে পারেনা ভালোবাসা ছাড়া কোনো স্বপ্ন হয়্না জীবনে একটা কথা মনে রেখো কাউকে কাদিয়ে নিজের স্বপ্ন সাজানো যায়্ না..
(৩৫৩) নদীর পারে বসে আমি লিখছি কবিতা~ ~দুই নয়নে ভাসে শুধু তোমার ছবিটা~ ~মেঘলা আকাশ একলা আমি" একলা আমার মন~ ~ভাবছি কবে হবে তুমি আমার আপন জন~
(৩৫৪) কিছু বলার আগে- শুনুন। কিছু করে ফেলার আগে- ভাবুন। কিছু ব্যয় করার আগে- কিছু আয় করুন। কারো সমালোচনা করার আগে- অপেক্ষা করুন। প্রার্থনা করার আগে-ক্ষমা করুন। হাল ছেড়ে দেওয়ার আগে- আরেকবারচেষ্টা করুন। মৃত্যুবরণ করার পূর্বে- ঈমান ঠিক করুন।
(৩৫৫) যার কাছে সব কিছু বলা যায়... যার হাতে হাত রেখে চলা যায়... যাকে আপন বলে ভাবা যায়... যার কাছে বিশ্বাস টুকো জমা রাখা যায়.. তাকেই তো ভালবাসা যায়..
(৩৫৬) জানাতে চাই- তোমায় আমিএ হৃদয়ে রয়েছ তুমি।তোমায় নিয়ে সারাক্ষণ,স্বপ্নের জাল বুনে যাই।ভালবাসি শুধু তোমায় আমি,জনম জনম ভালবাসতে চাই।
(৩৫৭) আমার ভালোবাসায় কোনো জটিলতা ছিলো না____জটিলতা ছিলো তোমার মনের ভিতরে____ভালোবাসা আমায় ছেরে চলে যায় নি____তুমি আমাকে ছেরে চলে গেছো____
(৩৫৮) অনেক ঝড়ের পরে,নীড়হারা, বিপর্যস্ত,কোন রকমে বেঁচে যাওয়া পাখির ন্যায় বলি- আমি ভালো আছি, বেশ ভালো !!!
(৩৫৯) অনেক দিন পর তোমাকে দেখলাম___তোমাকে দেখে থমকে দারিয়ে ছিলাম___আমি খুব কষ্টে নিজেকে সামলে নিলাম___যখন তুমি আমাকে দেখে না দেখার ভান করলে তখন আমার দারুন লেগেছে ___তোমাকে সেই অনুভুতির কথা বলে বুঝাতে পারবো না_
(৩৬০) এ নিষ্ঠুর পৃথিবীতে সত্যিকারের ভালোবাসা পাওয়া বড় দায়, সবাই মিষ্টি কথা বলেমন ভোলাতে চায়।আসলে থাকে না কারো অন্তরে ভালোবাসা,স্বার্থের লাগি আছে কাছে মনে অন্য আশা।স্বার্থ উদ্বার হয়ে গেলে,দুঃখ দিয়ে কেটে পড়ে।
(৩৬১) দূর নীলিমায় নয়, আছি তোমার পাশে, খুজে দেখ আমায়, পাবে হৃদয়ের মাঝে, শুনবনা কোন গল্প, গাইবো শুধু গান যে-গান-এ আছে শুধু ভালোবাসার টান......
(৩৬২) নদীর কষ্ট হয় পানি শূকিয়ে গেলে,গাছের কষ্ট হয় পাতা ঝড়ে গেলে,রাতের কষ্ট হয় চাঁদ ডুবে গেলে,আমার কষ্ট হয় বন্ধূ তুমি ভুলে গেলে...!
(৩৬৩) সকাল তো অনেক হয় বর্ষার মতো নয়, সময় তো অনেক হয় গোধূলীর মতো নয়, রাত তো অনেক হয় পূর্নীমার মতো নয়, বন্ধু তো অনেক হয় তোমার মতো নয়। দয়া করে এসএমএস করো।
(৩৬৪) একজন প্রেমিকের কাছে চন্দ্র হলো তার প্রেমিকার মুখ।আর জোছনা হলো প্রেমিকার দীর্ঘশ্বাস।
(৩৬৫) "তোর হৃদয়ের মাঝখানে তেরা খবি আমায় বেঁধে ?"ঠোঁট বাঁকিয়ে বললি হেসে "মাথা খারাপ !পাগল নেবো সেঁধে !"
(৩৬৬) প্রকৃত ভালবাসা হতে পারে দৈহিক অথবা ঐশ্বরিক| সত্য ভালবাসা হচ্ছে এমন কিছু যা শাশ্বত ও অধিক শান্তিপূর্ন|
(৩৬৭) প্রেমের ক্ষেত্রে ছেলেরা বেশি আবেগপ্রবণ হয়ে যায়, যার ফলে ছেলেদের বেশী কষ্ট পেতে হয়।
(৩৬৮) নীল নীলিমায় দূরে কোথায় মন যে হারায় বেকুলতায় মনে পরে যায়। একটা কথা ই মন জানতে চায় অবেলায় অবসরে মনে কি পরে আমায় “আই মিছ ইউ”
(৩৬৯) মন আছে বলে আজ ভালোবাসার খুব প্রয়োজন । স্বাপ্ন আছে বলে আজ ভালোবাসার এত আয়োজন । একটা সুন্দর মনের দেখা পাবো বলে অপেক্ষাই আছি সারাক্ষণ
(৩৭০) যে মানুষ যত বেশি গম্ভীর..সে মানুষ ততবেশি রাগী..তবে তার মধ্যে ভালোবাসাও থাকে বেশি..!!
(৩৭১) মানুষ ভালবাসার পাগল..একটুখানি ভালবাসার জন্য মানুষ অনেক কিছু করতে পারে..
(৩৭২) এসে গেলো ফেবরুয়ারী,, মন চায় প্রেমে পরি.. আমি এখন একা,, কবে পাবো তোমার দেখা.. কোথায় গেলে তোমায় পাই,, মন যে শুধু চাই.. ১৪ ফেবরুয়ারী GIFTE টা যেনো আমি পাই..!!
(৩৭৩) তুমি আমাকে যতই কষ্ট দাও....... আমি তোমাকে আপন করে নেবো, তুমি আমাকে যতই দুঃখ দাও...... আমি সেই দুঃখকেই সুখ ভেবে নেবো, তুমি যদি আমাকে ভালোবাসা দাও..... তোমাকে এই বুকে জড়িয়ে নেবো, আর কখনও যদি তুমি আমাকে ভুলে যাও, আমি তোমাকে সারাটি জীবন....... নিরবে ভালোবেসে যাবো.......!
(৩৭৪) চোখের আড়াল হতে পার মনের আড়াল নয়, মন যে আমার সব সময় তোমার কথা কয়, মনকে যদি প্রশ্ন কর তোমার আপন কে ? মন বলে এখন তোমার লেখা পড়ছে যে ! ! !
(৩৭৫) জীবনের রং বড় বিচিত্র, কখনো লাল কখনো নীল। কখনো মুক্ত পাখির মতো। কখনো আবার চুপসে যাওয়া ফুলের মতো। হারিয়ে যায় কত চেনা মুখ। থেকে যায় সুধু অনাবিল সূখ।
(৩৭৬) একদম নিখুঁত মানুষখুঁজতে যেও না ,বিধাতা মানুষের ভিতরকিছু কিছু খুত মিশিয়ে দিয়েছে;বেশি নিখুঁত মানুষ খুঁজতে গেলে,তুমি ভালোবাসার কোনোমানুষই পাবে না..!!
(৩৭৭) মিষ্টি হেসে কথা বলেপাগল করে দিলে,তোমায় নিয়ে হারিয়ে যাবআকাশের নীলে,তোমার জন্য মনে আমারঅফুরন্ত আশা।সারা জীবন পেতে চাইতোমার ভালবাসা।
(৩৭৮) স্বপ্ন দিয়ে আঁকি আমি, সুখের সীমানা । হৃদয় দিয়ে খুজি আমি, মনের ঠিকানা । ছায়ার মত থাকবো আমি, শুধু তার পাশে, যদি বলে সে আমায় সত্যি ভালবাসে॥
(৩৭৯) জীবনের স্বপ্ন নিয়ে বেধেছি একটি ঘর, তোমাকে পাবো বলে সাজিয়েছি প্রেমের বাসর, আবেগ ভরা মনে অফুরন্ত ভালোবাসা, সারা দেয় কোনে কোনে শিহরন জাগে মনে, তোমাকে পাওয়ার আশায়
(৩৮০) জীবন হল বাচার জন্য।মন হল দেবার জন্য।ভালবাসা হল সারা জিবন পাশে থাকার জন্য।বন্ধুত্ত হল জিবন কে সুন্দর করার জন্য।
(৩৮১) বিধি তুমি সবই জানো, জানো মনের কথা, আজো তো পেলাম না আমার বাম পাজরের দেখা, যে আমায় ভালোবেসে পাশে থাকবে সারাটি ক্ষন, যে আমায় ভালোবেসে রাংগীয়ে দিবে আমার ভূবন, বলো না বিধি তার দেখা পেতে আর কতক্ষন
(৩৮২) প্রেম হচ্ছে গাড়ির মতো।অভিমান হলো যানঝট,কয়েকদিন কথা না বলা সেটা হরতাল।ব্রেকআপ মানে চাক্কা পামচার/একসিডেন্ট
(৩৮৩) জীবনের কিছুটা পথ একা একা চলা তেমন কঠিন নয়।কিন্তু যদি এক জনের সাথে চলা যায়।বাকি পথ চলা খুব কঠিন।
(৩৮৪) প্রেমে বিরহ আসবে। এটা চিরন্তর সত্য।আর যদি এর অন্যথা ঘটে তবে তা প্রেম নয় অন্য কিছু।
(৩৮৫) খুব নিশিতে কষ্ট হলে , মাথা রেখ চাঁদের কোলে , তবুও যদি কষ্ট থাকে চোখ রেখ আমার চোখে । কষ্ট রেখোনা বুকের মাঝে পাঠিয়ে দিও আমার কাছে ।
(৩৮৬) নরমাল হাতের সুইট লেখে | বন্ধু আমি ভেরী একা | চাঁদের গাঁয়ে জোসনা মাখা, মোনটা আমার ভিষন ফাকা| ফাকা মোনটা পূরণ কর, একটু আমায় স্বরন কর|
(৩৮৭) খুঁজিনি কারো মনতোমার মন পাবো বলে!!ধরিনি কারো হাততোমার হাত ধরবো বলে!!হাঁটিনি কারো সাথেতোমার সাথে হাঁটবো বলে!!বাসিনি কাউকে ভালতোমাকে বাসবো বলে!!
(৩৮৮) প্রেম হলো সরল অংকের মত।সরল অংকে যেমন যোগ, বিয়োগ, গুন, ভাগ ও বন্দনী থাকে, তেমনি প্রেমেও থাকে হাসি-ট্টাটা, মান-অভিমান, বিরহ-বিচ্ছেদ, অনাবিল সুখ আর না পাওয়ার সিমাহীন বেদনা
(৩৮৯) ৭ ফেব্রুয়ারি= রোজ ডে।৮ ফেব্রুয়ারি= প্রপোস ডে।৯ ফেব্রুয়ারি= চকলেট ডে।১০ ফেব্রুয়ারি= টেডি ডে।১১ ফেব্রুয়ারি= প্রমিস ডে।১২ ফেব্রুয়ারি=hug Day.১৩ ফেব্রুয়ারি= কিস ডে।১৪ ফেব্রুয়ারি= হ্যাপি ভেলেন্টাইনস ডে.
(৩৯০) ভালোবাসা হল প্রজাপতির মত। যদি শক্ত করে ধর মরে যাবে! যদি হালকা করে ধর উড়ে যাবে আর যদি যত্ন করে ধর কাছে রবে...
(৩৯১) পুরো পৃথিবীকে ব্রেকআপ দিবো। শুধু একবার বল,ভালোবাসিস আমায়? প্লীজ বল পেত্নি।
(৩৯২) জীবন এক বিরক্তিকর অধ্যায়। তবুও পরবর্তী পরিচ্ছেদে তুমি আছ ভেবে পাতা উল্টাই।
(৩৯৩) দুষ্টমি নয় "Really" ফাজলামি নয় "Seriusly" ধোকা নয় "Sotti" হিষ্টরি নয় "Bastobota" অন্য কাউকে নয় "2mak" বলছি-"I LOVE U"
(৩৯৪) আমি যদি রাবার হতাম তোমার জীবনের সব কষ্ট গুলো মুছে দিতাম.......... . আর যদি পেন্সিল হতাম তোমার জীবনের সুখ গুলো সুন্দর ভাবে লিখে দিতাম..........
(৩৯৫) ভুল তোমার ছিলো তুমি বুঝতে পারোনি, রাগ আমারও ছিলো কিন্তু আমি দেখায় নি। ভুলে যেতে আমিও পারতাম, কিন্তু চেষ্টা করিনি, কারণ ভুলে যাওয়ার জন্য ভালোবাসিনি।
(৩৯৬) ভালোবাসার অর্থ কি? বলতে পারিস?? ভালোবাসার অর্থ যদি হয় সারাদিন তোকে মিস করা তাহলে ভালোবাসি তোকে…!! ভালোবাসার অর্থ যদি হয় চোখ বুজলেই তোর মুখটি আকাশের মতো ভেসে উঠা তাহলে ভালোবাসি তোকে…!! ভালোবাসার অর্থ যদি হয় সারাক্ষণ তোর স্মৃতিতে ডুবে থাকা তাহলে ভালোবাসি তোকে……!!
(৩৯৭) তুমি এলে চাঁদ আধারে লুকায় তুমি এলে ফুল কলি থেকে যায় তুমি এলে রংধনু হয়ে যায় স্লান তুমি এলে এ দেহে ফিরে আসে প্রাণ
(৩৯৮) হৃদযের সীমানায় রেখেছি যারে, হয়নি বলা আজো ভালবাসি তারে। ভালবাসি বলতে গিয়ে ফিরে ফিরে আসি। কি করে বুঝাবো তারে আমি কতটা ভালোবাসি?
(৩৯৯) *জানের চেয়ে প্রিয় তুমি প্রাণের চেয়ে আপন* *মনের মাঝে হূদয় তুমি আমার শত শপন* *তুমি শত আশা আমার তুমিই ভালোবাসা* *প্রাণে মিশে আছো তুমি তুমিই আমার ভরসা*
(৪০০) মাঝে মাঝে মনে হয়সত্যি কেউ কারো নয়,,সময়ের প্রয়োজনে জীবনেকেউ আসে,,আবার সময়ের প্রয়োজনে জীবনথেকে হারিয়ে যায়,,বাস্তব আসলে অনেকবেশি ভয়ংকর,,আর আবেগ খুব খারাপ।
(৪০১) জীবনে সুখী হওয়ার জন্য পুরো পৃথিবীর দরকার হয়না। শুধু একজন মনের মতো মানুষ হলেও হয়। যেমনঃ তুমি আমার সেই মানুষটি। __আই লাভ ইউ__
(৪০২) তোমায় আমি বলতে চাই,তুমি ছাড়া প্রিয় আর কেহ নাই। ভালবাসি শুধু তোমায় আমি,জনম জনম ভালবাসতে চাই।
(৪০৩) মানুষ যখন প্রেমে পড়ে তখন হাজার বছর বাঁচতে চায়। আর যখন ব্যথ হয়, তখন প্রতি মুহূত মৃত্যু কামনা করে.
(৪০৪) ভালোবাসা হল রংধনুর মত রংধনু যেমন সাত রং ছাড়া পরিপূর্ন হয়না তেমনি...... বিশ্বাস, অভিমান,স্বপ্ন, আশা,রাগ,দুঃখ,আবেগ ছাড়া ভালোবাসাও পরিপূর্ন হয়না।
(৪০৫) মনের আকাশ দিবো লিখে.. আমি তোমার নামে.. সে আকাশটা বিক্রি হবে.. ভালবাসার দামে.. পারলে তুমি ভালবেসে নিও তোমার করে... আমি কিন্তু তোমায় ভালবাসবো সারা জীবন ধরে..........
(৪০৬) তোমার এক চোখেতে রোদেলা আকাশ অন্য চোখে ছায়া তোমার জন্য বুকের ভেতর বাড়ছে শুধু মায়া হৃদয় জুড়ে তোমার জন্য স্বপ্ন রাশি রাশি আমার চেয়ে তোমায় আমি অনেক বেশি ভালবাসি ।
(৪০৭) তোমাকে ধরে রাখার ক্ষমতা আমার নেই –--কিন্তু,তোমাকে ভালোবাসার ক্ষমতা আমার আছে। -–-কথা দিতে পারি,"সারাজীবন তোমায় একই ভাবে ভালোবাসতে পারবো"। --–যদি কখনো চলে যাও, "আমার ভালোবাসার সীমানা পেরিয়ে" -–-তবে মনে রেখো, "এমন একজনকে তুমি হারিয়েছো" -–––-
(৪০৮) আকাশের মতো বিশাল সাগরের মতো উদার সূর্যের মতো আলোকিত রাতের আকাশের মিটি মিটি তারার ও জুৎস্নার আলোয় পুলকিত হউক তোমার মন। শিশির ভেজা ফুলের সৌরভে সুভাশিত হউক তোমার জীবন।
(৪০৯) ভালোবাসা হল রংধনুর মত রংধনু যেমন সাত রং ছাড়া পরিপূর্ন হয়না তেমনি...... বিশ্বাস,অভিমান,স্বপ্ন,আশা,রাগ,দুঃখ,আবেগ ছাড়া ভালোবাসাও পরিপূর্ন হয়না।
(৪১০) যাকে ভালবাসবে তাকে কখনো দূরে ঠেলে দিতে নেই। কারন তোমার দূরত্বের সুযোগ অন্য কেউ নিতে পারে। জানি তুমি ব্যস্ত কিন্তু শত ব্যস্ততার মাঝেও তোমার প্রিয় মানুষটির একটু খবর নাও। কারন সবকিছু সহ্য করা গেলেও প্রিয়জনের দেওয়া অবহেলা সহ্য করা যায় না। তাই যাকে সত্যি ভালোবাস তাকে হারিয়ে যেতে দিও না।
(৪১১) Gf বা Bf থাকা মানেই ভালোবাসা না ... কিন্তু.. জীবনে এমন একজন থাকা যার প্রতি আপনার অন্ধ বিশ্বাস আছে আপনি যদি তাকে সর্বোচ্চ পরিমাণ কষ্ট দেন তবুও সে আপনার হাত ধরে রাখবে আর বলবে " আমি আছি, আমি ছিলাম আর আমি সব সময় তোমারি থাকবো .... এটাই ভালোবাসা এটাই জীবন..........
(৪১২) ভালোবাসা হচ্ছে একটি অজানা । অজান্তেই একটি মন একজন কে ভালোবেসে ফেলে । সে বুঝতেই পারেনা কখন সে যে তাকে ভালোবেস ফেলেছে !
(৪১৩) "" যখন তুমি আমাকে বললে ক্ষনিকের জন্য হলেও তুমি আমাকে একটু সুখ দাও""। ""তখন আমার জন্য হৃদয়ে জমে থাকা সুখ থেকে তোমাকে বন্চিত করতে পারলাম না""। ""জড়িয়ে ধরে তোমার চিবুকে একটা " # kiss" দিলাম""। ""R সে সময় তুমি আমার হৃদয়ের গহীন কোনের সুখ নিদ্রায় ঘুমিয়ে গেলে""।""আমি পারলাম না তোমার সে ঘুম থেকে জাগ্রত করতে""।""কিন্তুু সেই নরপিশাচ মানুষ গুলি তোমাকে আর ঘুমোতে দিলনা আমার বুকের গহীন কোনে""।
(৪১৪) আজ হয়তো তুমি অন্য কারো বুকে মাথা রেখে সুখের স্বপ্ন বুনছ, আর আমি তোমার আর আমার ভেঙ্গে যাওয়া স্বপ্ন গুলো বুকের ভিতর পুষছি। আমি এখনও পারিনি, তোমার মত করে ভুলে যেতে আমাদের স্বপ্ন গুলো। পারিনি ভুলে যেতে"তুমি নামের সেই অতিত টাকে"। জানিনা কোনো দিন পারবো কিনা। এখন তোমার কথা ভাবতে গেলে বুকের মাঝে কেমন যেন করে উঠে। একটা অজানা কষ্ট আমাকে কিছুটা সময়ের জন্য নীরব করিয়ে দেয়। তবুও চাই ভালো থেকো তুমি, অন্য কারও বুকেই সুখে থাকো। আমি না হয় তোমার সুখ গুলো দেখে বেঁচে থাকবো জীবনের বাকি দিন গুলো। তবুও তোমার মত মিথ্যে করে অন্য কাউকে নাই বা বললাম ভালোবাসি তোমায়....
(৪১৫) যদি জোনাকি হতাম তোমার কাছে উড়ে যেতাম মিটি মিটি করে জ্বলতাম তোমার চারপাশে নীরবে বসতাম তোমার কাছে আলতো করে তোমায় ছুয়ে দিতাম রাঙ্গিয়ে দিতাম মন আর কানে কানে বলতাম তোমায় ভালবাসি ভীষন
(৪১৬) আমার জীবন -এ আমি অনেক কিছু দেখেছি ।অনেক কিছু বুঝেছি । অনেক কিছু শুনেছি । আবারভুলেও গেছি । কিন্তু তোমাকে যতই দেখি, যতইবুঝি, যতই শুনি তুমি কি আমাকে বলতে পার যে কেন আরও বেশি দেখতে, বুঝতে, শুনতে ইচ্ছা করে
(৪১৭) পারবনা কোনদিন তোমায় কষ্ট দিতে ।কখনও পারবনা তোমায় ভূলে যেতে ।এমনকি পারবনা তোমায় বিদায় দিতে ।শুধু পারব তোমাকে সারাজীবন ভালবাসতে
(৪১৮) জানো না তো হৃদয় জুরে তুমি শুধুআবার ও তুমি, একটাই রাস্তা শুধুশুনতে যদি তুমি, এ মনের যত কথাবাসতেই ভালো, মানতে না কোনো বাঁধা !!
(৪১৯) নিঃসঙ্গ এই জীবনে...আলোর প্রদিপ জ্বেলে !!আমায় ভাসালে সুখের সাগরে ।দুটি চোখে স্বপ্ন দিলে,আর দিলে আশা !!কোন দিন যেন শেষ হয় না...তোমার-আমার ভালোবাসা ।।
(৪২০) এমন কাউকে জীবনসাথী হিসেবে বেছে নেও যে শুধুতোমাকে পেয়ে গর্ব করবে না।বরং শুধু তোমার সাথে থাকার জন্য সবরকম ঝুকি নিতে সবসময় প্রস্তুত থাকবে।
(৪২১) কিছু আশা তোমায় দিলাম,মুঠো করে রেখো,কিছু স্বপ্ন তোমায় দিলাম,বুকে বেধে নাও,কিছু ভালবাসা তোমায় দিলাম,যাতে তুমি,সারাজীবন আমায় হয়ে থেকো।
(৪২২) আমি তোমাকে ভালবেসেছি...তোমার রূপকে নয়...আমি তোমার মনকে ভালবেসেছি...তোমার দেহকে নয়...আমি ভালবাসি শুধুতোমাকে পাবার আসায়...ভালবাসা কি জান ?? আমি জানি...আমার কাছে ভালবাসা মানে "তুমি " শুধু তুমি।
(৪২৩) পৃথিবীর সকল দুরুত্বকে হার মানায়।যখন তুমি পাশে থাকো কিন্তুবলতে পারিনা আমি তোমায় ভালবাসি।
(৪২৪) জীবনে হয়তো তুমি অনেক কিছু পাবে, আবার অনেক কিছু হারাবে,কিন্তু কিছু পাওয়ার জন্য তোমার জীবনের এমন কাউকে হারিওনা যে তোমাকে অনেক বেশী ভালোবাসে.......!!
(৪২৫) শ্রাবনে ওই বৃষ্টি ধারায়, আজ শুধুতোমাকে খুঁজে বেড়াই. যদিও তুমি অনেক দুরে,তবুও রেখেছি তোমায় মন পাঁজরে.নীরবে তোমায় মিস করি সারাক্ষণ, অথচ তা তোমারকাছে আজও গোপন..!!
(৪২৬) ভালোবাসতে কখনও রুপ খুঁজো না | খোঁজএকটা সুন্দর মন | দেহের ভালোবাসা একদিন শেষহয়ে যাবে কিন্তু মনের ভালোবাসা কোনদিন শেষহবে না
(৪২৭) পুরো পৃথিবীকে আলোকিত,করার জন্য যেমন,একটা সূর্য যথেষ্ট,ঠিকতেমনি পুরো জীবনকেসাজাতে মনেরমত একজন মানুষই যথেষ্ট।
(৪২৮) ভালোবাসা কি জানিনা...তাই কাউকে ভালবাসিনা.প্রপোজ করতে পারিনাতাই কাউকে করিনা।শুধু একটি অপেক্ষায় আছি,কখন কেউ বলবে এসেআমি তোমায় ভালবাসি...
(৪২৯) আমি চাই না ,তুমি আমাকে বার বার বলো,আমি তোমাকে ভালবাসি !কিন্তু আমি চাই ,তুমি আমার জন্য একটু অপেক্ষা করো ...আমি বলছি না,তুমি আমাকে অনেক ভালোবাসবে !কিন্তু আমি বলছি,তুমি আমাকে একটু সুযোগ দিও ...তোমাকে মন উজারকরে ভালোবাসতে...
(৪৩০) দিব তোমায় লাল গোলাপ।।সপ্নে গিয়ে করবো আলাপ।।বলবো খুলে আমার কথা।।আছে যত মনের কথা।।বলবো তোমায় ভালোবাসি।।থাকবো দুজন পাশাপাশি।।
(৪৩১) ভালোবাসাকে যদি শস্যক্ষেত্র রুপে কল্পনা করা হয়, তবে বিশ্বাস তার বীজ। আর পরিচর্যা হলো আবেগ।
(৪৩২) মন is not সরকারী,it is very দরকারী.যাকে তাকে do not দান,হারিওনা your মানসম্মান. মনটা দিবে just তাকে,loveকরবে যে only তোমাকে|
(৪৩৩) ভালোবাসার শুরু হয়,শেষ হয় না।হয়তো এক সময় ভালোবাসারমানুষটা হারিয়ে যায়,তবে ভালোবাসা হারায় না।বরং মনের গভীরেই থেকেযায়।....
(৪৩৪) একটা আঁকাশে অনেক তাঁরা । একটা জীবনে দূঃখ ভরা । অনেক রকম প্রেমের ভুল । ভুলের জন্য জীবন দিবো । তবুও আমি তোমারই রবো ।
(৪৩৫) তোমার জন্য আমার শেষ অনুরোধ, কখনো পারলে ভালবেসো..... আমাকে নয়,অন্য কাউকে..... তবে তোমার মতো করে নয়,আমার মতো করে...... যাতে কোন চাওয়া থাকবে না,থাকবে না কোন প্রাপ্তি। থাকবে শুধুই প্রতিক্ষা......
(৪৩৬) ভুলতে পারি না তারে মনে পড়েশুধু বারে বারে জানি।সে কতো দুরে তবু ওআছে হ্নদয় জুড়ে,এখনো যে ভাবি তারে।সে কি আজ ও মনে করে আমারে।
(৪৩৭) রাত নয় চাদ আমি সেই চাদের আলো তুমি মাটি নয় ফুল আমি সেই ফুলের কলি তুমি আকাশ নয় মেঘ আমি সেই মেঘের বৃষ্টি তুমি এভাবেই মিশে থাকব তুমি আর আমি
(৪৩৮) জীবন টা খুব অলপ"মাঝখানে একটা গলপ"যাবে একদিন ঝরে"থাকবে সৃতি পড়ে"তবু কত আসা"বাদবো সুখের বাসা"আপন হবে মাটির ঘর
(৪৩৯) হয়তো ভালবাসতেজানি না ,আমি তোমার মতো করে ।।কিন্তু তোমারমনটা রেখেছি ,আমার হৃদয়ে খুব যতন করে ।।হয়তো তুমি এখনো পুরোপুরি ,বুঝতে পারনি আমাকে ।।কিন্তু হাজার কষ্টের মাঝেও ,শুধু ভালবাসি তোমাকে.......
(৪৪০) একটা সুন্দর মানুষতোমাকে সুখী করতে পারবেনা,কিন্তু একটা সুন্দর মনতোমাকে অনেকসুখী করতে পারবে।তাই সুন্দর মানুষ কে নয়,সুন্দর মন কে ভালোবাসতে শিখো।
(৪৪১) আমি ভালবেসেছি তোমাকেতোমার রূপকে নয়......আমি ভালবেসেছি তোমার মনকেতোমার দেহকে নয়.......আমি ভালবাসি শুধুতোমাকে পাবার আশায়.....ভালবাসা কি জানোআমি জানিআমার কাছে ভালবাসা হচ্ছে তুমি........
(৪৪২) সব কবিতার শেষ লাইনে তুমি ,সব গল্পের শুরুতে তুমি ,ভোরের কুয়াশায় তুমি ,বিকেলের আবছা আলোয় তুমি ,সন্ধ্যার হিমেল হাওয়ায় তুমি ,রাতের নীরবতায় তুমি ,আমার সব মৌনতায় তুমি ,আমার সমস্ত অনুভূতি জুড়ে তুমি ,গভীর রাতের শিরোনাম তুমি !
(৪৪৩) সত্যের মূলে তুমি জীবন বাচাও !মিথ্যার মূলে তুমি ভালোবাসো না,যদি দ্বন্দ্ব বিনিময়ে ফিরে আসে সেই আশা,তবে সেটাই হবে তোমার প্রকৃত ভালোবাসা !!
(৪৪৪) ভালবাসা বুঝি এমনি হয়,না দেখলে মনছটপটায়,ছুয়ে না দিলে আনচানকরে, ছুতে গেলে ভয় লাগে,কথা বলা হয়না লোকের ভিরে তার পরো মন তোমায় বিষনভালবাসে,
(৪৪৫) ভালবাসা কি আমি বুঝি না, আর বুঝতে ও চাই না, শুধু জানি আমার পাগল মনটা, তোমাকে ছাড়া কিছুই ভাবে না।লাভ ইউ জান।
(৪৪৬) তোমার মুখের হাসিটুকু লাগে আমার ভালো,তুমি আমার ভালবাসা বেঁচে থাকার আলো। রাজারযেমন রাজ্য আছে আমার আছ তুমি, তুমি ছাড়া আমারজীবন শূধু মরুভুমি ।
(৪৪৭) "মনটা শুধু তোমায় দিলাম, তোমায় পাব বলে, "হিৃদয় দরজা খুলে রেখেছি, তুমি আসবে বলে," আসবে তুমি বসবে পাসে গাইবে তুমি গান, "মন পাজরে তুমি আছ তুমি আমার জান""
(৪৪৮) যে জন সৃষ্টি করেছে তোমায়,আমিও সৃষ্টি তার।তবু কেনো তোমার সাথে ব্যবধানআমার।আমারো তো মন আছে,আছে ভালবাসা।আমারো তো থাকতে পারে,তোমায় পাবার আশা।
(৪৪৯) খুজিনি কারো মন,তোমার মন পাব বলে..."ধরিনি কারো হাত,তোমার হাত ধরবো বলে...হাটিনি কারো সাথে,তোমার সাথে হাটবো বলে...কাউকে বাসিনি ভালো,শুধু তোমায়ভালোবাসবো বলে......
(৪৫০) পৃথিবীতে কেউই অসুন্দর না,সোন্দর্য মানুষেরচোখে লুকিয়ে থাকে, আর যখনকারো চোখে আপনি সুন্দর হবেনতখন আপনিওবুঝবেন যে আপনিও সুন্দর।
(৪৫১) পৃথিবীতে ভালোবাসারএকটি উপায় আছে সেটা হলো:প্রতিদানের আশা না করে,ভালবেসে যাওয়া
(৪৫২) কাউকে সীমাহীন ভালোবাসলে,তা কখনও ফুরাইয়া না♡কারণ সীমাহীন ভালোবাসারকোন শেষ নেই. ......তা কখনও ফুরাইয়া না।তা শুধু বেড়ে যায
(৪৫৩) পাখি কে নয় ,তার সুর কে ভালোবাসো ..ফুল কে নয় ,তার সুবাস কে ভালোবাসো ..গান কে নয় ,তার কথা কে ভালোবাসো ..মানুষের সুন্দরয কে নয় ,তার মন কে ভালোবাসো...!!!
(৪৫৪) তুমি আমার রঙিন স্বপ্ন, শিল্পীররঙ্গে ছবি. তুমি আমার চাঁদের আলো,সকালবেলার রবি.. তুমি আমর নদীরমাঝে একটি মাত্র কূল, তুমি আমারভালবাসার শিউলি বকুল ফুল…….
(৪৫৫) আগামীকালে সকালের প্রথম সূর্যের আলো তোমার জন্য..বূষ্টি যত ফোঁটা আছে তোমার জন্য..চাঁদের আলো তোমার জন্য..আকা বাকা যত মেঠো পথ আছে তোমার জন্য..ভালো একটা পূথিবী উপহার দিবু যার প্রতিটি কোনায় কোনায় থাকবে ভালোবাসার ভরা..।
(৪৫৬) আমি তোমাকে চাই কল্পনাতে নয় বাস্তবে""আমি তোমাকে চাই ছলনাতে নয় ভালোবাসায়" । "আমি তোমাকে চাই তোমার মত করে নয় আমার মত করে" "আমি তোমাকে চাই খনিকের জন্য নয় চিরদিনের জন্য" ।
(৪৫৭) `আড়াল থেকে ভালবাসি,,ইচ্ছে গুলোও আড়ালকরে ভালবাসি।ভালবাসা মুখে বলার কিছু নেই,,ফুলযেমন গাছেই সুন্দর৲ভালবাসাও তেমনি মনেরগভীরে সুন্দর॥
(৪৫৮) সারাক্ষণ ভাল থেকো, ভালবাসা মনে রেখ । দিনের বেলা হাসি মুখে, রাতের বেলা অনেক সুখে॥ নানা রঙের স্বপ্ন দেখ, স্বপ্নের মাঝে আমায় রেখ॥
(৪৫৯) একটা গাছে দুটি পাখি করে টিউ টিউ, তোমায় আমি ভালোবাসি আই লাভ ইউ ।
(৪৬০) প্রেম মানে হৃদয়ের টান,প্রেম মানে একটু অভিমান ,২টি পাখির ১টি নীর ,১টি নদীর ২টি তির ,২টি মনের ১টি আশা তার নাম ভালবাসা
(৪৬১) জীবনকে খুজতে গিয়ে তোমাকে পেয়েছি, নিজেকে ভালবাসতে গিয়ে তোমার প্রেমে পরেছি, জানতাম না কাকে বলে ভালো ভালবাসা, শিখিয়েছ তুমি।…
(৪৬২) জানিনা তুমি কে..আর কেনইবা ডাকি তোমায় আমি ,তোমার জন্য নিশি জাগি আর একলাই বসে থাকি,তুমিথ অদেখা সেই স্বপ্ন ,তুমি আমার কল্পনার রাজকুমারী।
(৪৬৩) অল্প অল্প করে তুমি এ হৃদয়ে এ প্রেম জাগালে,তাইত আমি পাগলের মত ভালো ভালবাসি তোমারে,সারা জীবন তোমার সাথে করথে চাই বসবাস।…
(৪৬৪) যেখানে যতন করে রেকেছ এই মন,সেখানে রেখগ আমায় সারাটি জীবন,তোমাকে ছাড়া যেখানে তাকি সারাক্কন মনে থাকে ভয়.তোমারি বুকের মাঝে যেন আমার নিরাপধ আশ্রয়
(৪৬৫) ভালবাসি বাগানের ঝরে যাব ফুল,ভালবাসি মেঘলা নদীর কুল,ভালবাসি উড়ন্ত ১ ঝাক পাখি। ..র ভালবাসি তোমার ওই দুই নয়নের আখি।
(৪৬৬) জানিনা কতটুকু ভালবাসি তোমায়,সুদু বলব আমার ভালবাসার শেষ নাই,তুমি যদি এর সীমানা খুজতে যাও তুমি নিজেই হারিয়ে জাবে আমার ভালবাসায়
(৪৬৭) কোনো এককুয়াশা ভেজা সকালে দেখেছিলাম তোমায়দেখেছিলাম সাদাসিধে সাজেএলোমেলো চুলে মুখ ঢেকে যায়আর পাগল হয়ে যাই আমিকি নিষ্পাপ চাহুনী তার চোখের ভাষায় বলে দিতে চায়আমিও ভালবাসি তোমায়.......
(৪৬৮) চখের কনে জমে আছে একটু খানি পানি, মুছে দিতে আসবেনা কেউ এই কথা আমি জানি. কত আপন ছিলে তুমি হঠাৎ হলে পর। আমার খবর নাইবা নিলে? সনিয়া তোমার কি খবর-???
(৪৬৯) কিছু মানুষ মনের মাঝে কষ্ট চেপে রাখতেই খুব পছন্দ করে.., অথচ তাদের ঠোঁটের কোণের হাঁসি দেখলে মনেই হয় না.., তাদের মনে অনেক কষ্ট.., জীবন কারো জন্য থেমে থাকে না.., কিন্তু মনটা মাঝে মাঝে থেমে যায়.., প্রিয় মানুষটার জন্যে..! তখন খুব বেশী কষ্ট হয়..,সেই কষ্ট না কাউকে দেখানো যায়..,না কাউকে বলা যায়... ... ... !
(৪৭০) পৃথিবী থেকে চাঁদঅনেক দূরে,কিন্তুচাঁদটা পুরোপৃথিবীতেই আছে।তেমনি তোমার থেকেআমি অনেক দূরে, কিন্তু আমারভালোবাসা তোমারসাথেই আছে........।।
(৪৭১) পৃথিবীর সবথেকে কঠিন ভাষা হলো চোখের ভাষা, এই ভাষা পড়ার জন্য মনে গভীর ভালবাসার দরকার হয়।
(৪৭২) কষ্ট পাবোনা যদিও ভুলে যাও আমায়. জানি ছলনা করছো আমার সাথে. তার পরও যদি তুমি কখনো বুজ আমায়. জানিনা বুজবে কিনা আমায়. তার পরও ভালোবাসি তোমায়..
(৪৭৩) যখন কেউ ভালবাসার মানুষটার সাথে থাকে তখন সবারই খুব ভাল লাগে। তখন কেউ এটা ভাবেনা যে এই.........,,মূহুর্তগুলো একটু পরেই অতীত হয়ে যাবে......আর রয়ে যাবে স্মৃতির পাতায়,,,,,!যতদিন সে সাথে থাকবে এই স্মৃতিগুলো হাসাবে, আর যখন সে থাকবে না তখন এই স্মৃতিগুলোই আবার কাঁদাবে....
(৪৭৪) ভালোবাসা এমনি হয়, কেউ জিতে কেউ হারে। আমি না হয় হারলাম, তোমার সুখের তরে। হয়তো তোমায় হারিয়ে, কষ্ট পাবো বেশি। তবুও দেখতে পাবো, তোমার মুখের একটু হাসি..!!
(৪৭৫) তোকে কেন ভালো লাগে জানিনা, তোকে কেন ভালোবাসি তাও জানিনা, শুদু একটা কথাই জানি তোকে যে কত ভালোবাসি সেটা তুই আজও জানিস না.
(৪৭৬) আজ কে তুমি কষ্ট পেলে কষ্ট পাবো আমি তোমার মত কাছের মানুষ কোথায় পাবো আমি আজ কে তুমি রাগ দেখালে কষ্ট হবে তাতে কালকে যখন চলে যাব রাগ দেখাবে কাকে?
(৪৭৭) ভালোবাসা এমন একটা সম্পর্ক, যা সুখ হয়ে চলে আসে, আর দুঃখ হয়ে চলে যায় ।ভালোবাসার সুখ টা হয় ক্ষণিকের, আর দুঃখ টা হয় সারা জীবনের ।
(৪৭৮) ''''তুমি আবার ফিরে আসো..!!অন্তত একটি ঘণ্টার জন্য ..নয় তো এক মিনিট এর জন্য ..অন্তত এক মুহূর্তের জন্য ..আমি বলবনা আমার সাথে কথা বল বা আমার সাথে থাকো !!শুধু বলবো তোমার সৃতি গুলো নিয়ে যাও ........ তোমার দেওয়া সৃতি গুলো খুব কষ্ট দিচ্ছে আমাকে..
(৪৭৯) আপনি যদি উড়তে না পারেন তবে দৌড়ান, যদি দৌড়াতে না পারেন তবে হাঁটুন, যদি হাঁটতে না পারেন তবে হামাগুড়ি দিন। যদি হামাগুড়ি দিতে না পারেন, তবে অন্তত মনের জোরে সামনে আগানর চেষ্টা করুন। যেভাবেই সম্ভব হয়, সামনে আগানো অব্যাহত রাখুন। থেমে যাওয়া কোন জীবনের অর্থ হতে পারে না।
(৪৮০) বন্ধু মানে নয় “I am sorry" বন্ধু মানে “সব দোষ তোর” বন্ধু মানে নয় “I miss you” বন্ধু মানে “মরছিলি নাকি ? ” বন্ধু মানে নয় “I understands” বন্ধু মানে “সবসময় আমাকে কেন বুঝতে হয় ? ” বন্ধু মানে নয় “I'm happy for ur success” বন্ধু মানে “থ্রেট দিবি কবে ? ” বন্ধু মানে নয় “Are you coming with us ? ” বন্ধু মানে "ভাব মারিস না, চুপচাপ চল" বন্ধু মানে নয় ছিনিমিনি খেলা ; বন্ধু মানে একসাথে পথ চলা বন্ধু মানে নয় ভুলে যাবো ; বন্ধু মানে সবসময় মনে রাখবো
(৪৮১) জীবন একটা পাতা , একদিন ঝরে যাবে .. জীবন একটা প্রদীপ হঠাৎ নিভে যাবে .. জীবন মানে নতুন চাওয়া , নতুন কিছু পাওয়া !! সবার মাঝে আলো জ্বালিয়ে হঠাৎ চলে যাওয়া .......
(৪৮২) আমি তোমাকে হারাবো জেনেও চেয়েছি..... আমি তোমাকে না পেয়েও পেয়েছি..... তার বেদনায় আমি অঝরে কেদেছি.... কারন আমি তোমাকে পাবোনা জেনেও ভালবেসেছি...!!!!"
(৪৮৩) কথা না হলে একদিন, দেখা না হলে একদিন, বুকের ভিতর করে চিন চিন চিন...||
(৪৮৪) যে সত্যিকারের ভালবাসতে জানে, সে তার প্রিয় মানুষটির কান্নাকে আপন করে নিতে পারে।। যে সত্যিকারের ভালবাসতে জানে, সে হাজারও কষ্টের মাঝে সেই মানুষটিকে সুখী রাখতে পারে।। যে সত্যিকারের ভালবাসতে জানে, সে কখনো তার ভালবাসার মানুষটিকে ছেড়ে যেতে পারেনা।। আর যে মানুষটি ছেড়েচলে যায়, সে কখনো ভালবাসার যোগ্য মানুষ ছিলো না।।
(৪৮৫) দুনিয়ার সব কিছুই বদলাতে পারে, কিন্তু মায়ের ভালবাসা কখনো বদলাবার নয়...!!
(৪৮৬) সব কিছু দেখছে তোমায় তুমি দেখছ না ... সূর্যের আলো থেকে শুরু করে চাঁদের জোছনা ... একা একা হাঁটছি আমি গুনছি ধূলিকণা ... আনমনে কেন পরো মনে, বলে যাও না ...
(৪৮৭) চেয়েছিলাম তোর কড়ে আঙ্গুল ধরত ধরার পরে ছাড়তে চাইনি আর, তুই পাশে আছিস তাই পৃথিবীটা আলোময় দূরে গেলেই নামবে অন্ধকার!
(৪৮৮) বলেছিলে পৃথিবীর সব বদলে গেলেও •••• বদলাবে না তুমি ••• সেই কথাটা ভালোবেসে ••• বিশ্বাস করেছিলাম আমি ••• আজ পৃথিবী ঠিক ই আছে ••• কিন্তু বদলে যাচ্ছ তুমি •••
(৪৮৯) আর কত ভালবাসলে ভালবাসবে তুমি আমায় ? আর কত কাঁদলে গলবে তোমার হৃদয়! আর কত রাত জাগলে বুঝবে তুমি আমায় ? আর কত অপেক্ষা করলে শেষ হবে অপেক্ষা আমার। আর কত দিন কাটলে আসবে তুমি কাছে আমার, আর কত পোড়ায়ে খাটি করবে আমার হৃদয়। আর কত সাগরে ভাসলে দেখা দিবে তুমি আমায় ? আর কত পরীক্ষার পর শেষ হবে আমাকে জানার। বলতে পারো? ???
(৪৯০) অপেক্ষায় আছি ... অপেক্ষায় থাকবো ..... যত দিন বেঁচে থাকি .... তোমায় মনে রাখবো .. যত কষ্ট হোক সব মেনে নিবো ,, তবুও চিরদিন তোমাকে ভালবেসে যাবো||
(৪৯১) ভালোবাসি বন্ধু তোকে , বুঝায় কি করে , শুধু জানি তোকে ছাড়া , যাবো আমি মরে । গাছের প্রাণ মাটি, আমার প্রাণ তুমি, তোমার জন্য পৃথিবীতে জম্ম নিছি আমি ।
(৪৯২) ভালবাসায় এমন কেন হয়? যখন ছেলে বুঝে তখন মেয়ে বুঝেনা ! যখন মেয়ে বুঝে তখন ছেলে বুঝেনা ! কখনো উভয়ে বুঝে, কখনো কেউ ই বুঝেনা... ভালবাসায় কেন এত মান-অভিমান? কেন এত লুকুচুরি? বলুনতো,,,,,,,,
(৪৯৩) জল পড়ে পাতা নড়ে পাতায় পাতায় হিয়া তুমি না করিলে কে করিবে আমায় বিয়া ।
(৪৯৪) ভালোবাসা হলো বৃষ্টির পানির মতো, যা একবার নিছে পরলে তা আর কখনো উপরে তোলা যায় না ।। ঠিক তেমনি এক বার যাকে ভালোবাসা যায়, তাকে কখনো ভুলা যায় না ।।
(৪৯৫) কারো স্বপ্নের ভালবাসাকে নষ্ট করো না............. ...!! কারন এতে হয়ত তুমি জিতবে কিন্তূ ............!! চিরদিনের জন্য এমন একজনকে হারাবে যে .....!! নিজের থেকেও তোমাকে অনেক বেশি ভালবাসে.....!!
(৪৯৬) "কাউকে দুঃখ দিয়ে বেঁচে থাকার চেয়ে দুঃখ নিয়ে বেঁচে থাকা অনেক ভাল। কারণ নিজের কষ্টের জন্য কারো কাছে জবাবদিহি করতে হয় না। কিন্তু অন্যকে কষ্ট দিলে জীবন ভরে তার অভিশাপ মাথায় নিয়ে চলতে হয়"।
(৪৯৭) কারো ভালবাসা অর্জন করার আগে- বিশ্বাস অর্জন করো .. ভালবাসার মানুষটির মুখে I Love U শোনার আগে - I Trust U শোনার চেষ্টা করো .. কারন ভালবাসা নির্ভর করে এক মাত্র বিশ্বাস এর উপর ...
(৪৯৮) ভালবাসা যখন মানুষকে ঘিরে থাকে,তখন মানুষ ভালবাসার মূল্য বুঝতে পারে না।মূল্য বুঝতে পারে তখনি,যখন সেই ভালবাসা হারিয়ে যায়..........
(৪৯৯) যখন মানুষের মন খারাপ থাকে । তখন ঘুম আসে না। ঘুমও স্বার্থপর হয়ে যায় ... কষ্টের সময় কেউ পাশে থাকে না।
(৫০০) সবার মাঝে কাউকে আলাদা করে বিশেষ কেউ বলে ভাবতে যাবেন না। ভাবতে গেলেই দেখবেন সে আপনাকে সবার দলে রেখে ভাবছে। আর এই কষ্ট টা আপনাকে কখনো ভালো থাকতে দিবে না। কখনো না
(৫০১) যে ভালোবাসা বুঝে না, তাকে ভালোবাসা শিখাতে যাবেন না। কারন, সে ভালোবাসা শিখবে আপনার কাছে, কিন্তু, ভালোবাসবে অন্য একজন কে, আর কষ্ট পাবেন আপনি।
(৫০২) তুমি আকাশের ঐ নীল , আমি মেঘে মেঘে স্বপ্নীল ... তুমি ছায়া হয়ে আসো, শুধু আমাকেই ভালোবেসো ... তুমি মনের আল্পনা , তুমি সেই প্রিয় কল্পনা.......
(৫০৩) কখনো কাউকে অযোগ্য বলে,অবহেলা করো না,কারণ ভেবে দেখো তুমিও কারো না কারো অযোগ্য,মনে রেখো কেউ কারো যোগ্য নয়,যোগ্য করে নিতে হয়.
(৫০৪) পৃথিবীর সবচেয়ে বড় দূরত্ব কোনটি জানো ? জীবন থেকে মৃত্যু পর্যন্ত । না; উত্তরটা সঠিক নয় । সবচেয়ে বড় দূরত্ব হলো যখন আমি তোমার সামনে থাকি, কিন্তু তুমি জানো না যে আমি তোমাকে কতটা ভালোবাসি |
(৫০৫) "পৃথিবীতে সবচেয়ে বড় কষ্ট হলো এক তরফা ভালবাসা।"
(৫০৬) সখি পত্রের শুরুতেই রইল ভালবাসা, বহুদিন পর লিখছি তোমায় ভেবনা করছি কিছু আশা! পরসমাচার এই- আমি আছি ঠিক সেই, শুনেছি তুমিও আছো বেশ ভালই! ভরা জোঁছনায় জাঁগছো নিশি, শুধু বদলেছে পাশে বসা সাথী! আমি এখনো গান গাই এলোমেলো সেই ঝাঁকড়া চুলে গানের মাঝেই খুঁজি তোমায় মনেরি অজান্তে! আর কি লিখি বলো? এবার বিদায়ের ক্ষণ এলো! ভাল থেকো, সুখে থেকো শুধু মনে রেখো- ভালবাসতো তোমায় একটি দুঃখী ছেলে! সখি শুধু মনে রেখো... ভালবাসতো তোমায় একটি দুঃখী ছেলে ।।
(৫০৭) মন ভালো নেই..... তুমি নেই বলে.... মন ভালো নেই..... তুমি চলে গেছো বলে.... মন ভালো নেই.... এই বেদনার দিনে...... মন ভালো নেই...... তোমার চলে যাওয়া কে..... মেনে নিতে পারি নি বলে..... তাই আমি বসে আছি..... আজও সেই পথ ধরে.... একাকী অন্ধকারে..... সেই রাস্তার ধারে....... যে পথে তুমি নিয়েছো বিদায়..... আমি আজ সেই পথের পথিক..... মন ভালো নেই............
(৫০৮) মেহেদী পাতা যদি নিজের জীবন বিহর্জন দিয়ে অন্যকে রাঙিয়ে তুলতে পারে,তাহলে একটা মানুষ কেন পারেনা কাওকে মন থেকে ভালোবেসে একটা জীবনকে রাঙাতে
(৫০৯) যা পেয়েছ তা আর হারিয়েও না.. যা হারিয়েছ তা আর ফেরে পেতে চেওনা, যা পাওনি তা কখনো তোমার ছিল না।
(৫১০) প্রেম মানে হৃদয়ের টান,প্রেম মানে একটু অভিমান ,২টি পাখির ১টি নীর ,১টি নদীর ২টি তির ,২টি মনের ১টি আশা তার নাম ভালবাসা
(৫১১) পাষান পৃথিবীর পাষান মানুষ ,স্বার্থের বিনিময়ে সবাই বেহুশ, ধুরে গেলে অভিমান কাছে এলে অভিনয়,মানুষ যে নিষ্টুর এটাই তার পরিচয়
(৫১২) যে তোমাকে প্রকৃত ভালবাসে,সে তোমাকে কখনো ভুলে যাবেনা ,যদি তোমাকে ভুলে যাবার জন্য ১০০টা কারণ ও থাকে,তারপর ও তার থেকে সে ১টা কারণ খুঁজে বের করবে সুধু তোমাকে পাবার জন্য। coz true love never end .
(৫১৩) পাতায় পাতায় কাব্য গাথা পাতায় লেখা গান ,শিরায় শিরায় স্বপ্ন আমার ভিশন অভিমান
(৫১৪) জীবনকে খুজতে গিয়ে তোমাকে পেয়েছি,নিজেকে ভালবাসতে গিয়ে তোমার প্রেমে পরেছি,,জানতাম না কাকে বলে ভালো ভালবাসা,সিখিয়েছ তুমি।…
(৫১৫) কষ্ট পেলে কি ভালবাসা হারিয়ে যায়.....? কখনোই না .......!! যে ভালবাসতে জানে সে হাজার কষ্টের মাঝেও ভালবাসতে পারে......
(৫১৬) হঠাৎ এসেছিলে চোখের আলোতে,হারিয়ে ফেলেছি এক ঝলকে, তবুওতুমি ছিলে চোখের কোণে,আগলে রেখেছি বড় যতনে,ভালোবেসেছি তোমাকে প্রথম,চোখের আলোতে এসেছ যখন;ছিলে হৃদয় জুড়ে প্রতিক্ষণেভালবাসা তো হয়না মনেরবিপরীতে।।।
(৫১৭) জগতে তারাই খুব বেশী কষ্ট পায়, যারা মানুষকে সরল মনে ভালোবাসে। বিনিময়ে তারা পায়, অনাদর, অবহেলা ও ঘৃণা। তাই জগতে কাউকে সরল মনে ভালবাসতে নেই। এখানে সরলতা মানে, চরম দুর্বলতা।
(৫১৮) তুমি যেমনবলতে পারবে না,আঁকাশে কতগুলো তাঁরা আছে..?সাগরে কতফোঁটা পানি আছে..?ঠিক তেমনি আমিওবলতে পারবো না,তোমার জন্য আমার হৃদয়ে, কতটুকুভালবাসা আছে......??
(৫১৯) আমাদের দেশে হবে সেই মেয়ে কবে,মিসকল না দিয়ে, ডাইরেক্ট কল দিবে।পাঁচ জনকে মন না দিয়ে একজনকে দিবে,,সারা জীবন একজনকে ভালবেসে যাবে।
(৫২০) মন যদি আকাশ হতো তুমি হতে চাঁদ ভালবেসে যেতাম শুধু হাতে রেখে হাত।সুখ যদি হৃদয় হত তুমি হতে হাসি হৃদয়ের দুয়ার খুলে বলতাম তোমায় ভালবাসি।
(৫২১) বন্ধু তোমায় আকাশ দেব দেব ফুলেরমালা, তুমি শুধুমনে রেখো আমায়সারা বেলা। চোখেরকান্না মুছে দেবদেব তোমায় হাসি, তাইতো আমি বন্ধুতোমায় এতো ভালবাসি।
(৫২২) নীল রংগের পূরি তুমি..সাদা মেঘের হাসিঁকালু মেঘেরছায়া তুমি......অনেক ভাল বাসিকাশ ফুলেরসাদা রংআমি গায়ে মাখি,ভোমার হাটারপথে আমি,ছায়া হয়ে থাকি,তাই ত আমিতোমার,এতভালবাসি।।।।।
(৫২৩) "করি নি Love""করবো না পাপ""খাইনি ছেকা""ভালো আছি একা""আমি বলবো জান""সে করবে ফান""সাবধান""Love এরমদ্ধে আছে""ইবলিশ সয়তান" —
(৫২৪) দিন যায় দিন আসে, সময়েরস্রোতে ভাসে.কেউ কাঁদে কেউ হাঁসে,তাতে কি যায় আসে.খুঁজে দেখো আশে পাশে, কেউতোমায় তারজীবনেরচেয়ে বেশি ভালবাসে…….
(৫২৫) স্বপ্ন মানুষকে জাগায়,স্মৃতি মানুষকে কাঁদায়!!!ভূল মানুষকে শেখায়!!!প্রেম মানুষকে ভাষায়.......কিন্তুবন্ধুত্ব মানুষকে পাল্টয়........
(৫২৬) আমি যখন তোমার নাম মাটিতে লিখলাম? বৃষ্টিতে ভিজে গেলো,আকাশে লিখলাম আকাশ মেঘে ঢেকে গেলো,নদীর পাড়ে লিখলাম?নদীর পানি ভাসিয়ে নিয়ে গেল,কিন্তূ যখনই হ্নদয়ে লিখলাম ঠিক তখনই তুমি আমায় ভুলে গেলে ।""
(৫২৭) কেউ বা চোখের জল ফেলায় কেউ রকতো ঝরায় ভালবাসা তবু বলে যায় আমি শুধু চেয়েছি তোমায় ......
(৫২৮) **তুমি ফুল আমি কলি***.***নাম্বার দাও কথা বলি***.***তুমি চাঁদ আমি আলো***.***তোমাকে আমার লাগে ভালো***.***তুমি মেঘ আমি বৃষ্টি***.***তোমার জন্য আমার সৃষ্টি***.***আমি গোলাপ তুমি জবা***.***তুমি কি আমার হবা***.***যদি হতে চাও তাহলে দুটি হাত বাড়াও***
(৫২৯) অর্থ দিয়ে ঘড়ি কেনা যায়,সময় নয়......!!অর্থ দিয়ে বই কেনা যায় বিদ্যা নয়.......!!অর্থ দিয়ে রক্ত কেনা যায় জীবন নয়.......!!অর্থ দিয়ে সুন্দর মানুষ কেনা যায় কিন্তু সুন্দর মনের ভালোবাসা নয়..!!
(৫৩০) আমি হইতো তোমার জীবনের গল্পেরএকটা ছেড়া পাতা,হইতো একদিনআমাকে ভুলে যাবে, আর আমি চাইলেওতোমাকে ভুলতে পারবনা,কারণতুমি আমারজীবনের গল্প,গল্পের পাতা নয়......
(৫৩১) কাগজের নৌকা অনেক সুন্দর হয়,কিন্তু পানিতে ভিজালে ডুবে যায়...তেমনি "সপ্ন, কল্পনা " অনেকআবেগ প্রবন হয়,কিন্তু বাস্তবতার সামনে সেটাবিলীন হয়ে যায়...…||
(৫৩২) "মন তুমি কাদঁছ কেন""প্রিয় জনের জন্য""সে তোমায় কষ্ট দিয়ে""হয়েছে খুব ধন্য""কেদনা আর মন তুমি""চুপটি হয়ে যাও""কষ্ট গুলি ভুলে গিয়ে""বাড়ি ফিরে যাও"
(৫৩৩) তোমাকে খুব মনে পড়ছেদিব তোমায় লাল গোলাপ।।সপ্নে গিয়ে করবো আলাপ।।বলবো খুলে আমার কথা।।আছে যত মনের কথা।।বলবো তোমায় ভালোবাসি।।থাকবো দুজন পাশাপাশি।।
(৫৩৪) সারাদিন হয়তো তোমায়ভুলে থাকতে পারি,কিন্তু রাত যে কিছুতেই তোমায়ভুলতে দেয়নাসারাদিনের ব্যস্ততা শেষে যখননিজেকে সময় দেই,তখনই তোমার কণ্ঠস্বর শুনতে পাই ।বাতাসের মাঝে তোমার স্পর্শ পাই,মনে হয় আজো তুমি আমারই আছো ।এখনও আমার বিশ্বাস করতে কষ্ট হয়তুমি আমায় ছেড়ে চলে
(৫৩৫) সাথী হয়ে থেক তুমি এই মনের ঘরে,ভালবাসারপরশ দিয়ে রাখব যতনকরে,ফুলেফুলে সাজিয়ে দেব তোমারজীবন,তুমি শুধু আমায় দিও সুন্দর ১টা মন.
(৫৩৬) চাঁদ_কেন_হাসে¤ মেঘ_কেন_ভাসে¤ফুল_কেন_ফুটে¤ নদী_কেন_ছুটে¤পাখি_কেন_উরে¤ তুমি_কেন_দুরে¤মনে_কেন_পৱে¤ বলে_দাও_মোরে¤
(৫৩৭) পৃথিবীতে সবাইকে ভালোবাসা যায় না।আবার যাকে ভালোবাসা যায়তার দূরত্ব সহ্য করা যায় না।আসলে ভালোবাসা হলো এমনইএকটা মায়াজাল,যে একবার আটকে যায়সে আর ছুটতে পারে না।।
(৫৩৮) যতবার কষ্টেকে লুকিয়ে বলেছিআমি ভাল আছি.......ততবারই নিরবে কেঁদেছি...হয়তো তুমি বুঝতে চাওনিআমিও বুঝতে দেয়নিকেন জানো?আমি তোমাকে অনেকভালবাসি বলে........
(৫৩৯) আমি যখন তোমার নাম মাটিতে লিখলাম ,,বৃষ্টিতে ভিজে গেলো .....আকাশে লিখলাম ,,আকাশ মেঘে ঢেকে গেলো .....কিন্তুযখনই হৃদয়ে লিখলাম ,,ঠিক তখনইতুমি আমায় ভুলে গেলে
(৫৪০) তুমি চাইলে মেঘহবো ,,এনে দেবো বৃষ্টি ।।.তুমি চাইলে পথহবো ,,কেড়ে নেবো দৃষ্টি ।। .তুমি চাইলে রাতহবো ,,এনে দেবো আধাঁর ।।.তুমি চাইলে আকাশহবো ,,হবো বিশাল পাহাড় ।।.তুমি চাইলে জ্যোত্স্না হবো,,এনে দেবো আলো ।।.তুমি না চাইলেওজনম জনম ,,বাসবো তোমায়ভালো ।।
(৫৪১) একটি মেয়ে তার পছন্দেরকথা ছেলেটিকে বলতে পারেনা..সে ভাবে প্রথমে ছেলেটিইতাকে বলুক..কিন্তু..ছেলেটি বলতে সাহস পায়না এই ভয়েযদি তাকে হারিয়ে ফেলতে হয়..আর এভাবেই একটি ভালোবাসার গল্পশুরু হবার আগেই শেষ হয়ে যায়........!!
(৫৪২) কেউ দুঃখ পেয়ে সুখী,কেউ দুঃখ দিয়ে সুখী....কেউ হাসতে পেরে সুখী,কেউ বেশি বেশি কথা বলে সুখী..কেউ কথা গুলা নিরবে শুনে সুখী...তবে কেউই প্রকৃত সুখী না,কিন্তু অভিনয়ে সবাই সুখী..!!
(৫৪৩) এমন কাউকে ভালবেসো না,যে তোমার অনুভূতি নিয়ে খেলা করে।তুমি ভালবাসো এমন একজনকে যে,ভালবাসতে না পারুক,অন্তত তোমার ভালবাসা কে সম্মানকরবে....
(৫৪৪) তোমাকে এতটা ভালবাসি যেতুমি চাইলে হয়তো পৃথিবীটাকে এনে দিতেপারব না তবে ভালবাসা দিয়েপৃথিবীটাকে ভুলিয়ে দিতে পারব
(৫৪৫) বুকের বাম পাশেহাত দিয়ে চোখ দুইটাবন্ধ করে এক মিনিট ভাবো-তুমি কি সত্যি ভালোবেসেছিলা ??নাকি এ শুধুই আবেগ ছিলো ??ছিলো কিছু ভালোলাগা...তুমি মিথ্যা বললেও,মন কখনো মিথ্যা বলবে না...ভালোলাগা আর ভালোবাসা এক নয়...."আবেগ ফুরাতে কয়দিন ভালোবাসা চিরদিন"____
(৫৪৬) যদি কখনো তুমি মনে করো কেউতোমাকে আমারচেয়ে বেশি ভালোবাসতে পারেতবে তুমি তাঁকেই বেছে নিও ।যদি কখনও এমন কাউকে পাওযে তোমাকে আমার চেয়েওবেশি সুখ দিতে পারবে ।তবে তুমি তার কাছে'ই যেও ।আমি তোমাকে কখনওফিরাবো না ।কারণতোমার সুখই যে আমার সুখ ..........??
(৫৪৭) ভালবাসার নীলদরিয়ায়,উড়াইলে তুমি পাল।সাত সাগরেরমাঝে কেন,ছেড়ে দিলে হাল।প্রেমেরস্রোতে ভাসছি একা,এটাই কি মোর কপাল?প্রেম ধরিয়ারমাঝে যে আজ,নিবে গেল মোর ইহকাল।এটাই তো ছিলোমোরকপাল।
(৫৪৮) তুমি যদি না বুঝ।বুঝবে আমায় কে?তুমি যদি পরভাব,আপনভাববে কে?তুমি যদি কস্টদাও,সুখ দিবে কে?তুমি যদি ভুলে যাও।মনে রাখবে কে?
(৫৪৯) আকাশে অনেক তারা আছে কিন্তূ,একমাত্র চাঁনস্বরূপ তুমি আছো॥ অনেকবন্ধু আছে,কিন্তূ তুমি তাদেরমধ্যে সেরা॥আমাকে ভুলে যাওয়া তোমার উপর নির্ভরকরে! কিন্তূ আমি তোমাকে কখনোইভুলবো না॥
(৫৫০) স্বপ্ন বিলাসী আমি,স্বপ্নের পথ খুজি অভুজ মনআমার,মনের কথা কম বুঝি আজব মানুষআমি,একা থাকতে ভালবাসি,অবাক হই নিজেই,যখন কষ্টপেয়ে হাসি
(৫৫১) পৃথিবীর মানুষ গুলো কতই না অদ্ভুদ। . আসলে নিজের দোষটা কেউ খুঁজে দেখেনা। সবাই অপরকে দোষি করতে চাই। চোখে যদি নীল চশমা পরে বলে পৃথিবীটা নীল, তাহলে কি ওটা পৃথিবীর দোষ?
(৫৫২) আজকে তুমি রাগ করছো, দু:খ পাবো তাতে।কালকে যখন মরে যাবো, রাগ দেখাবা কাকে? বিধিরবিধান এই রকমি একদিন তো যাবো মরে।বুঝবে সেদিন তুমি, ভালোবাসতাম শুধু তোমাকে .
(৫৫৩) গোলাপ দিলাম না শুকুয়ে যেতে পারে, স্বপ্নদেখালাম না পূরন না হতে পারে, উপহার দিলামনা হারিয়ে যেতে পারে, Just ছোট্ট একটুভালোবাসা দিলাম জীবনফুরিয়ে যাবে ভালোবাসা ফুরাবেনা জীবনে,
(৫৫৪) স্বপ্ন দেখার চেয়ে বুঝি দুঃসস্বপ্ন দেখাই ভাল। দুঃসস্বপ্ন দেখে ঘুম ভাঙ্গলে,প্রথমে ভয় লাগলেও একটু পরে স্বস্তি ফিরে আসে। মনটা একটা শান্তনা পায়,আর হাফ ছেড়ে বলে যাক বাঁচা গেল দুঃস্বপ্ন ছিল।বাস্তবে অনেক ভাল আছি। কিন্তু,স্বপ্ন ভাঙ্গলে খুব অসহায় লাগে। তখন,বাস্তবতা মানতে কষ্ট হয়।
(৫৫৫) "ভালবাসার মাঝে হালকা ভয়থাকলে,সেই ভালবাসা মধূর হয় !কেননা, হারানোর ভয়ে প্রিয়য়জনেরপ্রতি ভালবাসা আরো বেড়ে যায় !
(৫৫৬) তুমি আমাকে বিশাল একটা আকাশদিলে,কিন্তু স্বপ্ন দিলা না "মেঘহয়ে অঝর বৃষ্টি দিলে,কিন্তু একবারভিজেয় দিলেনা" এমন এভালোবাসলে ,কিন্তু আপনকরে নিলানা
(৫৫৭) তুমি আছ বলে বৃস্টির জলেভালোলাগে নিজেকে,তুমি আছ বলে তোমাকেই নিয়েভাল লাগে ভাবতে।
(৫৫৮) ভালোবাসতে শেখো,ভালোবাসা দিতে শেখো,তা হলে তোমার জীবনে-ভালোবাসার অভাব হবে না।
(৫৫৯) প্রেমে পড়লে বোকা বুদ্ধিমান হয়ে ওঠে,বুদ্ধিমান বোকা হয়ে যায়।
(৫৬০) "-"আপনি যাকে ভালবাসেন তাকে"-" "-"যত তাড়াতাড়ি সম্ভব"-" "*-"I love you"*-"বলে দিন"-" "-"কারন অনাবাদি জমি"-""-"আপনি চাষ না করলেও"-" "-"পাশের বাড়ির কৃষক কিন্তু"-"-"বসে থাকবে না"-"
(৫৬১) হঠাৎ করে পাওয়া সুখ আর হঠাৎ করে আসা ভালোবাসা এই দুটো জিনিসের মধ্যে অনেক মিল, কারন দুটোজিনিসই বেশির ভাগ সময় ক্ষণস্থায়ী হয়। যেমনই হঠাৎ করে আসে তেমনি হঠাৎ করে জীবন থেকে হারিয়ে যায়,মাঝে শুধু রেখে কিছু না ভুলতে পারার মত স্মৃতি।-
(৫৬২) এক পৃথিবীতে চেয়েছি তোমাকে, এক সাগর ভালবাসা রয়েছে এ বুকে , যদি কাছে আসতে দাও, যদি ভালবাসতে দাও, এক জনম নয় লক্ষ জনম ভালবাসব তোমাকে.
(৫৬৩) পৃথিবীতে ভালবাসার কোন দাম নেই, সবাই সুন্দর মানুষ খুঁজে.. কিন্তু সুন্দর মন কেউ খুঁজে না.. একটা কথা মনে রেখো, রূপ এক দিনের.. কিন্তু ভালবাসা চিরদিনের...!
(৫৬৪) তোমায় যদি না পাই আমি জীবনের তরে,এ জীবন যাবে আঁধারে আঁধারে।আলো তুমি আমার দুই নয়নের মাঝে_ মনের মানুষ তুমি প্রেমের পৃথিবীতে॥
(৫৬৫) ভাল লাগে তোমার ঐ হাসি, মায়া ভরা দুটো চোখ, যেখানে অপরিসীম ভালবাসায় তুমি রেখেছ আমায়...। থ্যাংকস আমাকে পরিপূর্ণ করার জন্য, আমায় ভালবাসার জন্য।
(৫৬৬) তোমাকে হয়নি বলা কতটা ভালবাসি তোমাকে হয়নি বলা এক পলক দেখার জন্য কতটা উতলা আমি... তোমাকে হয়নি বলা চোখ বন্ধ করেও তোমাকে দেখতে পাই... তোমাকে হয়নি বলা যতটা কষ্ট তোমাকে দেই তার চেয়ে অনেক বেশি কষ্ট নিজে পাই... তোমাকে বলতে পারিনা একা একা তোমার সাথে কথা বলি কিন্তু তুমি সামনে আসলে সবই হারিয়ে ফেলি........
(৫৬৭) আকাশ তুমি মেঘলা কেনো, বকল তোমায় কে ?রোদের সাথে আজ কি তোমার ঝগড়া হয়েছে ? তা'না হলে সকাল থেকে কাঁদছ কেন এতো, তোমারও কি মনটা খারাপ আমারই মতো ? ???
(৫৬৮) তুমি যাকে ভালোবাসো তার কাছে তুমি পাবে 0%।যে তোমাকে ভালোবাসে তার কাছে তুমি পাবে ১০০%।SO, তাকেই ভালোবাসো যে তোমাকে ভালোবাসে।
(৫৬৯) পৃথিবীর সবকিছু তখনি নিজের মনে হয়, যখন তুমি পাশে থাকে। আর তখনি নিজেকে অনেক ভাগ্যবান মনে হয়, যখন তুমি বিশ্বাস দিয়ে বিশ্বাস রাখে।
(৫৭০) তুমি আমার দৃষ্টি-সীমার বাইরে হতে পার, কিন্তু আমার হৃদয় থেকে দূরে নয়॥ তুমি আমার নাগালের বাইরে যেতে পার, কিন্তু আমার মন থেকে নয়॥
(৫৭১) ভালবাসা স্বপ্নিল আকাশের মত সত্য,, শিশির ভেজা ফুলের মত পবিত্র.. কিন্তু সময়ের কাছে পরাজিত,, বাস্তবতার কাছে অবহেলিত..!!
(৫৭২) তোমায় পেয়েই বুঝেছি প্রেমে পাগল মানুষ কি করে হয়, আজ আমি তোমাকে এতটাই ভালবাসি যে এই পাগল হওয়াটা আমার কাছে শত সহস্রগুন ভাল মনে হচ্ছে......। এই পাগলটার সাথে কি থাকবে ছোট্ট একটা ভালবাসার পাগলাগারদে?
(৫৭৩) একদম নিখুঁত মানুষ-খুঁজতে যেও না ,বিধাতা মানুষের ভিতর-কিছু কিছু খুত মিশিয়ে দিয়েছে;বেশি নিখুঁত মানুষ খুঁজতে গেলে,তুমি ভালোবাসার কোনোমানুষই পাবে না..!!
(৫৭৪) ভালোবাসা হওয়াতে হয় না ভালবাসতে সব ডিটেইলস্ জানতে হয় না ভালোবাসা এমন একটা অনুভূতি জেটা হাজার মেয়েকে হাজার বার দেখলেও নাও হতে পারে আবার একটি মেয়েকে একবার দেখলেই হয়ে যায়
(৫৭৫) আগে যদি জানতাম তুই হবি পর। আরো ভালোবাসতাম,আরো কাছে আসতাম, তোরে নিয়া মনের_ই ভিতর। বান্দিতাম পিরিতের ঘর।
(৫৭৬) ভালবাসা এক অদ্ভুত অনুভূতি__ যখন ছেলেটি বুঝে, তখন মেয়েটি বুঝে না__ যখন মেয়েটি বুঝে তখন ছেলেটি বুঝে নাহ্__ আর যখন উভয়ই বুঝে তখন দুনিয়া বোঝে নাহ্__
(৫৭৭) প্রেম হচ্ছে গাড়ির মতো।অভিমান হলো যানঝট,কয়েকদিন কথা না বলা সেটা হরতাল।ব্রেকআপ মানে চাক্কা পামচার/একসিডেন্ট
(৫৭৮) ভালবাসা বুকের ভিতর হয়েছে নিঃশ্বাস, তোমার প্রেমে বেঁচে আছি এই তো বিশ্বাস । জান, আমার জান, তুমি আমার প্রাণের মাঝে প্রাণ । জান, আমার জান, তুমি আমার প্রাণের মাঝে প্রাণ ।
(৫৭৯) ” প্রেম প্রেম কর সদা বিচলিত মন, জান কি প্রেম করা কঠিন কেমন?“
(৫৮০) কিছু কথা কিছু ‍পরিচয়, ক্ষনিকের হয়। কিছু ব্যাথা কিছু সৃষ্টি, ভুলার নয়। কিছু মানুষ কিছু বন্ধু চিরদিনের হয়। “আই মিছ ইউ”।
(৫৮১) ভালোবাসার মাঝে সুখ আছে। ভালো থাকার মাঝে কষ্ট আছে। দূরে রাখার মাঝে টান আছে। মনে রাখার মাঝে প্রান আছে। তাই মনে রেখ আমায় চিরদিন।
(৫৮২) ''সুখ বল দুঃখ রে তুই ... কাঁদিস কেন বল ?''কার কারণে তোর ... চোখেতে আসে শুধু জল ? ''দুঃখ বলে যাদের ... নিয়ে বেধেঁছি আমি ঘর ''তোমায় পেয়ে সে আমায় ... করে দিলে পর
(৫৮৩) কেন এত কষ্ট দিলে আমায়? যার কারণে আজ আমি ছন্নছাড়া। এ হৃদয়ের প্রতিটি অংশ আছে তোমার ফিরে আসার প্রতীক্ষায়, আশা করি তুমি ফিরে আসবে আমার এ মনের মন্দিরে। আর ভালবাসায় ভরিয়ে দিবে আমার
(৫৮৪) আমায় তুমি কষ্ট দিয়ে যদি সুখি থাকো তাহলে আমি পৃথিবীর সব চেয়ে সুখি মানুষ,আমার কাছ থেকে দুরে থেকে যদি তুমি খুশি হও তাহলে আমি খুশি।কারণ তোমার সুখ এই আমার সুখ।
(৫৮৫) তুমি কি কখনো পদ্ম পাতার উপর শিশির বিন্দু দেখেছ??হয়ত দেখনি.!যদি দেখতে??তাহলে বোঝতে জীবনটা ঠিক শিশির বিন্দুর মতই অসহায়..
(৫৮৬) জানিনা ভালবাসা কেন আজ আমার সাথে লুকচুরি খেলছে । আমি জীবনে চলার পথে যাকে বেশি LIKE করতাম সে আজ আমাকে HEAT করে । ভেবে ছিলাম যাকে নিয়ে মনের অজান্তে স্বপ্নের নদী পাড়ী দেব । সেই আজ আমাকে ঘৃনা করে । হয়তো আজ আমি তোমাকে হারিয়েছি আর যেই দিন তুমি আমাকে হারাবে সেই দিন তোমার চোখের জল রেখে যাওয়া স্মৃতি গুলো তোমাকেই স্মরন করিয়ে দেবে।
(৫৮৭) কিছু কিছু কথা আছে বলতে পারিনা"এমন কিছু কষ্ট আছে সইতে পারিনা.এমন কিছু ফুল আছে তুলতে পারিনা.আর এমন একটা মনের মানুষ আছে ভূলতে পারিনা।
(৫৮৮) কিছু কথা আছে কাউকে বলা যায় না। চোখে এমন কিছু জল আছে যা কখনো বের হয় না। এমন কিছু কষ্ট আছে যা কাউকে দেখানো যায় না।
(৫৮৯) তুমি জীবনে যার কাছ থেকে, বেশি কষ্ট পেয়েছ। তাকে কখনো কষ্ট দিয়ো না। দেখবে সে একদিন, তোমার কাছ থেকে পাওয়া, সুখের মুহুত্ত গুলো.... স্বরণ করে কাঁদবে।
(৫৯০) দূরে থাকা মানেই দূরত্ব বেশি নয়, পাশে থাকা মানেই কাছে থাকা নয় । দূরে থাকলে ভেবো না দূরে চলে গেছি, কথা না হলে ভেবো না তোমায় ভুলে গেছি । কাঁদলে ভেবো না হাঁসতে ভুলে গেছি, অভিমান করলে ভেবো না ভালোবাসতে ভুলে গেছি.....
(৫৯১) অচেনা পাখি হয়ে বেধেছিলে বাসা, নিয়ে গেলে মন তুমি ভেঙ্গে দিলে আশা। কার আকাশে এখন তুমি মিষ্টি গান গাও, মন ভেঙ্গে তুমি কি সুখ পাও??
(৫৯২) আমি চাইনি তুমি কখনো কষ্ট পাও, আমি চেয়েছি তুমি সুখী হও, তাইতো কোনো অভিযোগ করিনি অকারনে চলে গেছো বলে, আমি চাই আমার ভালবাসার মানুষটি সুখে থাকুক যেইখানেই থাকুক, কারন ভালোবাসা মানে তো সুখের নীড়, তাই আমার ভালোবাসা আমাকে যতই কষ্ট দিক, আমি চাই তার বিনিময় যেন সেই সুখে থাকে, আর তার সুখই আমার সুখ
(৫৯৩) আমি কষ্টের স্মৃতি নিয়ে, করি বসবাস ... আমায় নিয়ে কখনো, করোনা উপহাস ... আমার জিবনটা হল, একটা দুঃখের ইতিহাস ... এটাই আমার ভাগ্যের, নির্মম পরিহাস
(৫৯৪) মন পাখি তুই বুঝলি নারে আমার মনের কথা । বোঝার মত হয়নিরে তোর ক্ষমতা। বুঝবি যখন থাকবো নারে যাবো আনেক দুরে । তখন পাখি কাঁদবিরে তুই চোখের জল ফেলে ।
(৫৯৫) যতটা ভালবেসেছি তোকে ততোটা আর কাউকে বাসিনি... যতটা কান্না করেছি তোর জন্য প্রতি রাতে , ততোটা অশ্রু আর কারো জন্য ঝরেনি । যতটা প্রহর গুনেছি তোর অপেক্ষায় , ততোটা হয়তো আর কারো জন্যই করিনি। কোন দিন বুঝতেও চাইলি না যে তোকে কতটা ভালবাসি.
(৫৯৬) শীত কুয়াশাকে ভালোবাসে. .তাইতো শীত আসলে কুয়াশাকে চারপাশে বেশী দেখা যায়. . . আমি ও তো তোমাকে ভালোবাসতে শুরু করছিলাম. . তুমি কেন আমার চারপাশে থাকলেনা. . ?


Post By Md.Ripon Mia

No comments:

Post a Comment

ইসমাইল হোসেন