(১) শীতের চাদর জড়িয়ে, কুয়াশার মাঝে দাঁড়িয়ে, হাত দুটি দাও বিলিয়ে। শিশিরের শীতল স্পর্শে যদি শিহরিত হয় তোমার মন, তাহলে বুঝে নিও আমি আছি তোমার পাশে সারাক্ষণ।
(২) গভীর রাতে স্বপ্নের মাঝে দেখি তোমার ছবি, সেই ছবি দেখে দেখে তোমার কথা ভাবি। ভাবতে আমার ভাল লাগে শুধু তোমাকে, তোমার মাঝে হারিয়ে ফেলেছি আমি আমাকে।
(৩) চশমা পরা সেই দুচোখের মাতাল করা দৃষ্টি, মনজমিনে নামিয়ে ছিলো মুসল ধারায় বৃষ্টি।তোর ঠিকানায় আছি আমি মনপাড়াতে ঘুরি, সেদিন থেকে যেদিন নিলি মনটা করে চুরি।
(৪) হৃদযের সীমানায় রেখেছি যারে, হয়নি বলা আজো ভালবাসি তারে। ভালবাসি বলতে গিয়ে ফিরে ফিরে আশি। কি করে বুঝাবো তারে আমি কতটা ভালোবাসি?
(৫) বিশ্বাস যখন ভেঙে যায়, Sorry কিংবা ক্ষমা করো শব্দটি তখন হাঁস্যকর শোনায়, বিশ্বাস অনেক বড় একটা জিনিস, বিশ্বাসের উপর সব ধরনের সম্পর্ক গড়ে ওঠে।
(৬) ভালোবাসা যদি হয় দামি,তবে কেন ভালোবাসার জন্য ঝরে চোখের পানি.ভালোবাসা যদি হয় জীবনের নাম,তবে কেন অকালে ঝড়ে যায় হাজারো মানুষের প্রান.
(৭) কারো মন ভেঙোনা, পারলে হাড্ডি ভাঙো।কারন মানষের হাড্ডি আছে 206 টা দু-একটা ভাংলে কিছু হবেনা, কিন্তূ মন থাকে একটা,সেটাই জদি ভেঙে দাও r ki থাকবে বলো ?
(৮) ফুল যদি পারে ভালবাসা শিখাতে,চাঁদ যদি পারে রাতকে জাগাতে,মেঘ যদি পারে বৃষ্টি ঝড়াতে,তুমি কি পারবেনা শত বাঁধা পেরিয়ে আমায় ভালবাসতে।
(৯) গোলাপ যায় শুকিয়ে, চাঁদ যায় লুকিয়ে, দিন যায় ফুরিয়ে, পাখিরা যায় উরিয়ে, কথা দিলাম বন্ধু তোমায় যাবোনা আমি হারিয়ে, যদি রাখ তোমার হৃদয়ে, থাকবো আমি তোমার হয়ে।
(১০) পৃথিবীতে দুজন মানুষকে খুব বেশি ভালোবাসা উচিত।একজন হলো -যে তোমাকে জন্ম দিয়েছে আর.একজন হলো-যাকে পাওয়ার জন্য তোমার জন্ম হয়েছে।
(১১) জীবন হলো জলের নৌকা, কখনও সুখের পাল তুলে, কখনও দুখের স্রোতে ভাসে, কখনও ছুটে যায় ভালবাসার টানে,কখনও থেমে যায় অজানা অভিমানে
(১২) মনেরই নীল খামে,প্রথম চিঠি তোমার নামে।তাও আবার মনে মনে,পাঠিয়েছি মোবাইল ফোনে,পড়ে দেখ শেষ লাইন,মিস করছি 'all time'I MISS You....
(১৩) কত সুন্দর তুমি,প্রেমে পড়েছি আমি,সুন্দর তোমার মন,ভলোবেসে হারা ২জন,মায়াবি তোমার আখি,দিওনা আমায় ফাঁকি,সুন্দর তোমার হাসি,আমি তোমাকে ভালবাসি.
(১৪) ঘর সাজাবো আলো দিয়ে, মন সাজাবো প্রেম দিয়ে, চোখ সাজাবো স্বপ্ন দিয়ে,হাত সাজাবো মেহেদি দিয়ে, আর তোমায় সাজাবো আমি আমার ভালোবাসা দিয়ে।
(১৫) ফুল যদি পারে ভালোবাসা শিখাতে, চাঁদ যদি পারে রাতকে জাগাতে, মেঘ যদি পারে বৃষ্টি ঝড়াতে, তুমি কি পারবেনা শত কষ্টের মাঝে আমাকে ভালোবাসতে।
(১৬) ভালোবাসা দুটি হৃদয়ের মাঝে সেতু বন্ধন ।পৃথিবীতে বেঁচে থাকা নির্ভর করে যদি সে জীবনের মাঝে ভালোবাসা বিদ্যামান থাকে।
(১৭) শীতের চাদর জড়িযে,কুয়াশার মাঝে দাড়িয়ে, হাত দুটো দাও বাড়িয়ে, শিশিরের শীতল স্পর্শে যদি, শিহরিত হয় মন, বুঝেনিও আমি আছি তোমার পাশে সারাক্ষণ।
(১৮) একটা সত্যিকারের ভালোবাসা একটা অসহায় জীবনকে নতুন রূপ দিতে পারে, আবার একটি মিথ্যে ভালোবাসা একটা সুন্দর জীবনকে ধ্বংস করে দিতে পারে।
(১৯) চাইলেই কি ভুলা যায় ভালবাসি যারে, ভুলতে চাইলে আরো বেশি মনে পরে তারে। যার জন্য ভালবাসা এই মনেতে জাগে, তারে কি ভুলা যায় মরনের আগে?
(২০) যার মনটা পাথরের মতো শক্ত, জীবনে তাকেই ভালোবাসো। কারণ সেই পাথরে যদি একবার ফুল ফোটাতে পারো, তবে সেই ফুল শুধু তোমাকেই সুবাশ দিবে, আর কাউকে নয়।
(২১) স্বপ্নের শিকরে তুমি আছ দাড়িয়ে, ভালবাসার আদরে ফুল ফুটেছে পাথরে, হৃদয়ের সংসদে তুমি পাবে সিংহাসন, সেই আসনে বসিয়ে ভালবাসবো সারাজীবন।
(২২) লাল গোলাপের পাপড়ি দিয়ে লিখবো তোমার নাম, হাজার পাখির সুরদিয়ে গাইবো তোমার গান, তুমি আমার জান,তুমি আমাৱ আশা, তোমার জন্য রইল আমার অশেষ ভালোবাসা।
(২৩) যত কষ্ট দাও,আপন করে নিব।যত দুঃখ দাও সুখ ভেবে নেবো।যদি ভালবাসা দাও বুকে জরিয়ে নেবো।R যদি ভুলে যাও নিরবে আমি তোমাকে ভালবেসে যাব।
(২৪) ফুল দিয়ে পুজা হয়,পাতা দিয়ে নয়।মন দিয়ে প্রেম হয়, রুপ দিয়ে নয়।তাই তো কাজী নজরুল কয়-ভালবেসে এগিয়ে যাও নেই কোনো ভয়, একদিন হবেই ভালবাসার জয়।
(২৫) তাকে ভালোবাসো যে তোমার হাত সারাজীবন ধরে রাখবে।তাকে বিশ্বাস করো যে তোমার বিশ্বাসের মর্যাদাদেবে।তবে আগে তাকে পরিক্ষা করে দেখ সে আসলে তোমার কিনা।
(২৬) একটু ভালোবাসা দিবি? যে ভালোবাসায় থাকবে না কোন দুঃখ, থাকবে না না পাওয়ার যন্ত্রনা. থাকবে না মায়া কাঁন্না, থাকবে শুধু সীমাহীন অনুভূতি, যেই অনুভূতি কে সাথি করে কাটিয়ে দিবো সারাটা জীবন।
(২৭) কাউকে ভালবাসা হয়ত খুব সহজ, কিন্তু তাকে ভুলে যাওয়া খুব কষ্টের। ভালবাসা যত সহজ ভুলে যাওয়া তার চেয়ে অধিক কঠিন।
(২৮) কেন তুমি কাছে এলে.অল্পদিনে ভুলে গেলে"বুঝিনি আগে এমন হবে"আমায় শুধু কষ্ট দিবে"এটাই কী ছিলো তোমার চাওয়া আমায় শুধু কষ্ট দেওয়া.
(২৯) ভালোবাসা কী ভুল? নাকি লাল গোলাপ ফুল। ভালোবাসা কী সুখ? নাকী বেদনা ভরা দুখ ভালোবাসা কী হাসি? নাকী গলার ফাসি।তবু মন বলে তোমায় ভালোবাসি।
(৩০) গোলাপ গাছে গোলাপ ফোটে নিল আকাশে ওঠে চাঁদ, তোমার কথা ভাবতে ভাবতে কেটে যায় সারা রাত। তোমায় আমি প্রথম দেখি স্কুলের ঐ মাঠে, সাদা রঙ্গের জামা পরা এক পরি যেন হাটে। দুর থেকে দেখে তোমায় বড়ই ভালো লাগে , তখন থেকেই প্রেম করতে আমার ইচ্ছে যাগে।
(৩১) চোখের আড়াল হতে পারো, মনের আড়াল নয় ।মন যে আমার সব সময়, তোমার কথা কয়। মনকে যদি প্রশ্ন করি, আমার আপন কে ? মন বলে, এখন তোমার SMS পড়ছে যে।
(৩২) আমি সেই পাখি যার বাসা নেই, আমি সেই আকাশ যার বুকে তারা নেই, আমি সেই নদী যার তীরে পানি নেই, আমি সেই মানুষ যার একটা মন আছে কিন্তু বুঝার মত কেউ নেই।
(৩৩) যতো ভালবাসা পেয়েছি তোমার কাছ থেকে। দুষ্টু এই মন চায়, আরো বেশি পেতে।কি জানি, তোমার মধ্যে কি আছে, কেনো যে এ মন চায়, তোমাকে আরো বেশি করে কাছে পেতে।
(৩৪) ফুল আনেক সুন্দর যদি সাজাতে জানো.জীবন আনেক রঙিন.যদি রাঙাতে যান.পকৃতি অনেক মায়াভী.যদি দেখতে যান.ভালবাসা অনেক দামী.যদি ভালবাসতে যান.
(৩৫) ভালবাসা সপ্নের এক ঠিকানা,যার খোজ পাওয়া সহজ,কিন্তু সঠিক মনের মানুষ পাওয়া কঠিন,ভাল তো সবাই বাসতে পারে,কিন্তু ভালবাসা কি সবাই বুঝতে পারে?
(৩৬) মনের মাঝে আছি বলে করিস অবহেলা।আমি যখন হারিয়ে যাবো কাদবি সারাবেলা।তবু যদি হারিয়ে যায় তোর অজানতে।সৃতি গুলু যতনে রাখিস মনের সিমান্তে.
(৩৭) বুঝবে একদিন তুমি , আমি তোমাকে কতটা ভালোবাসি । সেই দিন হইতো আমি হারিয়ে যাবো ঔ দুরে নিল আকাশে তারার মাঝে । বুঝবে একদিন তুমি , আমি তোমাকে কতটা মিচ করি সেইদিন হইতো আমি হারিয়ে যাবো ঔ মরুভুমির বালির মাঝে । বুঝবে একদিন তুমি , আমি তোমাকে ছাড়া কতটা একা একা থাকি সেই দিন হইতো আমি থাকবোনা এই পৃথিবীতে হারিয়ে যাবো ঔ মাটির ছোট্ট ছোট্ট কনাই...!
(৩৮) পৃথিবীর সব কিছু মিথ্যা হলেও , ছেলেদের চোখের অশ্রু কখনো মিথ্যা নয় । কারন মেয়েরা খুব কষ্ট না পেলে , কথনো তাদের দামি অশ্রু ঝরায় না.
(৩৯) যদি এমন কাউকে পেতাম যে আমাকে অন্তর দিয়ে ভালবাসবে যার সব ভালবাসা আমায় গিরে থাকবে.তবে আমি এই পৃথিবীর বিনিময়েও তাকে হারিয়ে যেতে দিতাম না.
(৪০) যদি মন কাঁদে, আসব বর্ষা হয়ে।! যদি মন হাসে, আসব রোদ্দুর হয়ে। যদি মন ওড়ে, আসব পাখি হয়ে। যদি মন খোঁজে, আসব তোমার জান হয়ে!
(৪১) কী নিষ্ঠুর তুমি?কেমন তোমার মন?কীভাবে থাকতে পার ভূলে সারাক্ষন?মনে কী পরেনা একটুও আমায়
(৪২) তোমায় সুয্য ভাবিনা যা অস্ত যাবে, তোমায় ফুল ভাবিনা যা ঝরে যাবে, তোমায় নদী ভাবিনা যা বয়ে যাবে, তোমায় সময় ভাবিনা যা চলে যাবে, তোমায় আমি আমার জান ভাবি যা চিরদিন রয়ে যাবে।এক বিন্দু ভালোবাসা দাও আমি সিন্দু হৃদয় দিব।
(৪৩) পৃথিবীতে সেই সবচেয়ে ধনী। যার একটি সুন্দর মন আছে,, যার মনে নাই কোন অহংকার,, নাই কোন হিংসা। আছে শুধু অন্যের জন্য ভালোবাসা.
(৪৪) যদি চাদঁ হতাম সারা রাত পাহারা দিতাম!যদি জল হতাম-সারা দেহ ভিজিয়ে দিতাম।যদি বাতাস হতাম-তোমার কানে চুপি চুপি বলতাম-আমি তোমাকে ভালবাসি.
(৪৫) চোখে আছে কাজল কানে আছে দুল,ঠোট যেন রক্তে রাঙা ফুল,চোখ একটু ছোট মুখে মিষ্টি হাসি,এমন একজন মেয়েকে সত্যি আমি ভালোবাসি।
(৪৬) আকাশ বলে তুমি নীল। বাতাস বলে তুমি বিল। নদী বলে তুমি সিমা হিন। চাঁদ বলে তুমি সুন্দর। ঘাস বলে তুমি সবুজ। ফুল বলে তুমি অবুজ। কিন্তু আমি বলি, “তুমি কেমন আছ?”
(৪৭) ভালবেসে এই মন, তোকে চায় সারাক্ষন। আছিস তুই মনের মাঝে, পাশে থাকিস সকাল সাঝেঁ। কি করে তোকে ভুলবে এই মন, তুই যে আমার জীবন।। তোকে অনেক ভালবাসি
(৪৮) যদি বৃষ্টি হতাম...... তোমার দৃষ্টি ছুঁয়ে দিতাম। চোখে জমা বিষাদ টুকু এক নিমিষে ধুয়ে দিতাম। মেঘলা বরণ অঙ্গ জুড়ে তুমি আমায় জড়িয়ে নিতে,কষ্ট আর পারতো না তোমায় অকারণে কষ্ট দিতে..!
(৪৯) আমার জীবনে কেউ নেই তুমি ছাড়া, আমার জীবনে কোনো স্বপ্ন নেই তুমি ছাড়া , আমার দুচোখ কিছু খোজেনা তোমায় ছাড়া, আমি কিছু ভাবতে পারিনা তোমায় ছাড়া , আমি কিছু লিখতে পারিনা তোমার নাম ছাড়া, আমি কিছু বুঝতে চাইনা তোমায় ছাড়া !
(৫০) টাপুর টুপুর বৃষ্টি লাগছে দারুন মিষ্টি, কী অপরুপ সৃষ্টি দেয় জুড়িয়ে দৃষ্টি, বৃষ্টি ভেজা সন্ধ্যায় তাজা ফুলের গন্ধয়ে, মনটা নাচে ছন্দে উতলা আনন্দে, জানু তোমার জন্য
(৫১) এক পৃথিবীতে চেয়েছি তোমাকে, এক সাগর ভালবাসা রয়েছে এ বুকে , যদি কাছে আসতে দাও, যদি ভালবাসতে দাও, এক জনম নয় লক্ষ জনম ভালবাসব তোমাকে
(৫২) ফুলে ফুলে সাজিয়ে রেখেছি এই মন, তুমি আসলে দুজনে সাজাবো জীবন, চোখ ভরা স্বপ্ন বুক ভরা আশা, তুমি বন্ধু আসলে দেবো আমার সব ভালবাসা...
(৫৩) হৃদয় জুড়ে আছ তুমি,সারা জীবন থেক.আমায় শুধু আপন করে,বুকের মাঝে রেখ.তোমায় ছেড়ে যাবনাতো,আমি খুব দূরে.ঝড় তোপান যতই আসুক,আমার জীবন জুড়ে
(৫৪) ~বুকের কষ্ট চাপা দিয়ে" ঝরছে চোখের জল~ ~মনের মানুষ ভুলে গেছে" কাকে দিবো Call~ ~মেঘ হীন আকাশে" চাদের নেই আলো~ ~এই পৃথিবীতে আমি ছারা" সবাই আছে অনেক ভালো~
(৫৫) নদীর পারে বসে আমি লিখছি কবিতা~ ~দুই নয়নে ভাসে শুধু তোমার ছবিটা~ ~মেঘলা আকাশ একলা আমি" একলা আমার মন~ ~ভাবছি কবে হবে তুমি আমার আপন জন~
(৫৬) মিষ্টি চাঁদের মিষ্টি আলো,বাসি তোমায় অনেক ভালো.মিটি মিটি তারার মেলা,দেখবো তোমায় সারাবেলা. নিশিরাতে শান্ত ভুবন, চাইবো তোমায় সারাজীবন
(৫৭) ফোন করতে পারিনা নাম্বার নাই বলে, খবর নিতে পারিনা সময় নাই বলে, দাওয়াত দিতে পারিনা বেশি খাও বলে, শুধু sms করি ভালবাসি বলে!
(৫৮) তোমার মুখের হাসি টুকু লাগে আমার ভালো,তুমি আমার ভালবাসা বেঁচে থাকার আলো।রাজার যেমন রাজ্য আছে আমার আছ তুমি,তুমি ছাড়া আমার জীবন শূধু মরুভুমি।
(৫৯) তোর জন্য আনতে পারি আকাশ থেকে তারা, তুই বললে বাচতে পারি অক্সিজেন ছাড়া। পৃথিবী থেকে লুটাতে পারি বন্ধু তোরি পায়, এবার তুই বল, এভাবে আর কত মিথ্যা বলা যায়!!!
(৬০) ভালবাসার তালে তালে চলব দুজন এক সাথে। কাছে এসে পাসে বসে মন রাখ আমার মনে। শপ্ন দেখ্ব দুজন মিলে, ঘর কর ছি এক সাথে। আর কি লাগে প্রিথিবিতে??? বউ আনব ভালবেসে।
(৬১) যদি দেখা না হয় ভেবোনা দূরে আছি। যদি কথা না হয় ভেবোনা ভূলে গেছি। যদি না হাসি ভেবোনা অভিমান করেছি। যদি ফোন না করি ভেবোনা হারিয়ে গেছি। মনে রেখো তোমায় আমি ভালোবাসি।
(৬২) লাগবে যখন খুব একা,চাঁদ হয়ে দিবো দেখা ..মনটা যখন থাকবে খারাপ,স্বপ্নে গিয়ে করবো আলাপ ..কষ্ট যখন মন আকাশে,তাঁরা হয়ে জ্বলবো পাশে
(৬৩) মানুষের সবচেয়ে বড় দুর্বলতা হলো ভালবাসা,যার মধ্যে ভালোবাসা নেইতার কোনো দুর্বলতাও নেই, ভালোবাসার জন্য মানুষ সবকিছু ছেড়ে দেয়। আরসেই ভালোবাসা তার জন্য কাল হয়ে দাড়ায় !!!
(৬৪) মানুষের মাঝে আছে মন, মনের মাঝে প্রেম, প্রেমের মাঝে জীবন, জীবনের মাঝে আশা, আশার মাঝে ভালবাসা, আর সেই ভালোবাসার মাঝে শুধুই তুমি?
(৬৫) প্রিয়জন যদি থাকে পাশে, মনে হয় পৃথিবীর সব সুখ আমারি কাছে। ভালোবাসা বুঝি তখনি সত্যি হয় , যখন ভালোবাসার মানুষটি মনের মত হয়।
(৬৬) বুক ভরা ভালোবাসা আমি রেখেছি তোমার জন্য____তুমি যে আমার আমি যে তোমার____তুমি শুধু আমার জন্যে
(৬৭) আমার ভালোবাসা সেদিন সার্থক হবে…যে দিন ভালোবাসার মানুষটি ১ফোটা চোখের জল ফেলে বলবে…আমি শুধু তোমাকেই ভালোবাসি।
(৬৮) কজন প্রেমিকের কাছে চন্দ্র হলো তার প্রেমিকার মুখ।আর জোছনা হলো প্রেমিকার দীর্ঘশ্বাস।
(৬৯) এক ফোঁটা শিশিরের কারনেও বন্যা হতে পারে যদি বাসাটা পিঁপড়ার হয়,তেমনি এক চিমটি ভালবাসা দিয়ে ও সুখ পাওয়া যায় যদি সেই ভালবাসা খাঁটি হয়...
(৭০) জানিনা ভালোবাসার আলাদা আলাদা নিয়ম আছে কিনা, তবে আমি কোন নিয়মে তোমাকে ভাল বেসেছি তাও জানিনা, শুধু এইটুকু জানি আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি....
(৭১) মিষ্টি হেসে কথা বলে পাগল করে দিলে,তোমায় নিয়ে হারিয়ে যাব আকাশের নীলে,তোমার জন্য মনে আমার অফুরন্ত আশা। সারা জীবন পেতে চাই তোমার ভালবাসা।
(৭২) ফুলের প্রয়োজন সূর্যের আলো, ভোরের প্রয়োজন শিশির, আর আমার প্রয়োজন তুমি, আমি তোমাকে ভালবাসি।
(৭৩) চাঁদ মেঘে লুকালো তোমাকে দেখে প্রিয়া____ রাত বুঝি ঘুমালোএসো না বুকে প্রিয়া____ ঝিরি ঝিরি হাওয়া শিরি শিরি ছোয়া____ঝড় উঠেছে এ মনে হায় এ মনে কেউ জানেনা
(৭৪) জীবনটা ধর সাগর, আর হৃদয় তার তীর। বন্ধু হলো সাগরের ঢেউ। তোমার সাগরে অনেক ঢেউ থাকতে পারে তবে ব্যাপার হল সবগুলো ঢেউ কি তীর স্পর্শ করতে পারে?
(৭৫) ভালোবাসার মানুষ যতোই দূরে থাকুননা কেনো,কখনো মনে হবে না যে সে দূরে আছে,যদি সে অনুভবে মিশে থাকে ।
(৭৬) ভালবাসা কি?তপ্ত মরুর বালুর শিখা,ভালবাসা কি?নদীর স্রোতে ভাসমান কোনো ণৌকা,ভালবাসা কি?ভেসে আসা কোনো সুখের ভেলা, ভালবাসা কি?দুখের মাঝে হাসি মিশ্রিত কান্না, ভালবাসা কি? কোনো এক অজানা ঠিকানা?
(৭৭) ভালোবাসা মানে আবেগের পাগলামি,,ভালোবাসা মানে কিছুটা দুষ্টামি ।ভালোবাসা মানে শুধু কল্পনাতে ডুবে থাকা,,ভালোবাসা মানে অন্যের মাঝে নিজের ছায়া দেখা।
(৭৮) ভালোবাসা পরিমাপ এর একক হলো " বিশ্বাস " ....একে অপরের প্রতি যত বেশি বিশ্বাস থাকবে,তাদের ভালবাসার পাল্লা তত ভারী হবে
(৭৯) প্রেম এক সুখ পাখি! পুষতে হয় বুকের খাচায়। সেই প্রেম পৃথিবীতে কাউকে হাসায় আবার কাউকে কাঁদায়।
(৮০) ভালবাসা এক অদ্ভুত অনুভূতি__ যখন ছেলেটি বুঝে, তখন মেয়েটি বুঝে না__ যখন মেয়েটি বুঝে তখন ছেলেটি বুঝে নাহ্__ আর যখন উভয়ই বুঝে তখন দুনিয়া বোঝে নাহ্
(৮১) খুঁজিনি কারো মন,তোমার মন পাব বলে।ধরিনি কারো হাত,তোমার হাত ধরবো বলে।হাঁটিনি কারো সাথে,তোমার সাথে হাঁটবো বলে।কাউকে বাসিনি ভালো,তোমাকে ভালবাসি বলে।
(৮২) কাউকে ভালোবাসা কঠিন কাজ নয়।কঠিন হল কারো মনে ভালোবাসা সৃস্টি করা।
(৮৩) চাঁদ কে ভালবাসি রাত পর্যন্ত,সূর্য কে ভালবাসি দিন পর্যন্ত,ফুল কে ভালবাসি সুভাস পর্যন্ত,কিন্তু তোমাকে ভালবেসে যাবো আমার শেষ নিশ্বাস পর্যন্ত।
(৮৪) দুটি চোখের কান্নার মর্ম যদি কেউ বুঝতো। দুঃখের পিছনেও যে সুখ আছে সেটা যদি সবাই জানতো। ভালোবাসার মাঝে টক-ঝাল মিষ্টি এগুলো সবই আছে কিন্তু ভালোবাসার এসব অনেকের জীবনেও মিছে।
(৮৫) ভালোবাসা হল এমন একটি শ্বাস যাতে শুধু খাটে দুজনার বিশ্বাস এটি হল ছোট্ট সুখের বাসা তাইতো এর নাম রাখা হয়েছে ভালোবাসা।
(৮৬) ভালোবাসা মানে নিল প্রজাপ্রতি, ভালোবাসা মানে রুপালি উজান।ভালোবাসা মানে জোছনার গান।ভালোবাসা মানে উশ্ন সুখের বরফ গলা নদী।
(৮৭) পৃথিবীর সব সুখ তখনি নিজের মনে হয়,যখন ভালোবাসার মানুষটি ভালোবেসে পাশে থাকে..আর তখনি নিজেকে অনেক ভাগ্যবান মনে হয় যখন ভালোবাসার মানুষটি বিশ্বাস দিয়ে বিশ্বাস রাখে...
(৮৮) বন্ধুকে ভালবাসার মানুষের জায়গায় বসানো যায়..কিন্তু ভালবাসার মানুষকে কখনও শুধু বন্ধু হিসেবে মেনে নেয়া যায় না.
(৮৯) যদি ভালবাসো মোরে তবে মোর হাত দুখান ধরে নিয়ে চল অনেক অনেক দূরে,যেথায় তোমাতে আমাতে কথা হবে মুখে মুখে নয়,কেবলই মনে আর মনে
(৯০) মাঝে মাঝে তোমাকে খুব কষ্ট দিই...,কারন তোমাকে ভালবাসি বলে......নীরবে নিজেও কষ্ট পাই....,তোমাকে মিস করবো বলে........তোমাকে যখন মিস করি....,তখন পৃথিবীকে এড়িয়ে চলি...... কারন তখন আমার সব......,অনুভূতি জুড়ে শুধুই তুমি
(৯১) ভালোবাসা ভালোবাসে শুধুই তাকে ভালোবেসে ভালোবাসাকে বেঁধে যে রাখে।
(৯২) আমি তাকেই ভালবাসি যে, আমাকে বিশ্বাস করে।আমি তাকেই বিশ্বাস করি যে আমাকে বুঝে।
(৯৩) কেউ যদি অভিমানে তোমার সাথে কথা না বলে,, বুঝে নিবে সে তোমায় আড়ালে মিস করে.. আর কেউ যদি না দেখে কাঁদে,, বুঝে নিবে সে তোমায় ভীষণ ভালবাসে..!!
(৯৪) আজকে তুমি রাগ করছো, দু:খ পাবো তাতে । কালকে যখন মরে যাবো, রাগ দেখাবা কাকে? বিধির বিধান এই রকমি, একদিন তো যাবো মরে । বুঝবে সেদিন তুমি, ভালোবাসতাম শুধু তোমাকে ...... !
(৯৫) কবিন্দু জল যদি চোখ দিয়ে পড়ে,, সেই জলের ফোটা সুধু তোমার কথা বলে.. মনের কথা বুঝনা তুমি মুখে বলি তাই,, শত আঘাতের পরেও তোমায় ভালবেসে যাই..!!
(৯৬) ভালবাসা মানে আবেগ দ্বারা নিয়ন্ত্রিত হৃদয়ের অভ্যন্তরীণ একটা অনুভুতি, যা কেবল - শুধু মাত্র ভালবাসার মানুষের সামনে ভাষায় অথবা আচরণে প্রকাশ হয় ।
(৯৭) যদি তুমি মনে করো সুখে নেই, সুখে নেই, সুখে নেই. তবে তুমি ফিরে আসো এখনো আগের মতো ভালবাসি তোমাকেই..!!
(৯৮) তোমার সুখের জন্য যদি তোমাকে ভুলে যেতে হয়,, তাহলে আমি ভুলে যেতে রাজি.. ভুলতে হয়তো কোনদিন ও পারবো না,, তবে ভুলে থাকার অভিনয় করতে পারবো..!!
(৯৯) ছিরে ফেলেছি আমি ডাইরির পাতা...সেথা লেখা ছিল হাজার স্বপ্নের কথা..ছিরতে পারিনি আমার মনের পাতা..যেখানে জমে আছে আছে জীবনের অনেক ব্যাথা
(১০০) ভালবাসা স্বপ্নীল আকাশের মত সত্য,, শিশির ভেজা ফুলের মত পবিত্র.. কিন্তু সময়ের কাছে পরাজিত,, বাস্তবতার কাছে অবহেলিত..!!
(১০১) যার রাগ বেশি সে নিরবে অনেক ভালোবাসতে জানে, যে নিরবে ভালোবাসতে জানে তার ভালোবাসার গভীরতা বেশি, আর যার ভালোবাসার গভীরতা বেশি তার কষ্টও অনেক বেশি।
(১০২) গোপনে বেসেছি ভাল প্রকাশ করিনি বলব বলব বলেও কোন দিন বলতে পারিনি মনে শুধু প্রশ্ন জাগে তুমি ও কি আমাই ভাসভাল? মনে আবার ভয়ই জাগে কি জানি কি ভাবে চেষ্টা অনেক করি তবুও বলতে পারিনা মনের কথা সে কথাই যদি তুমি পাও একটু ব্যথা এই নাবলা কথাটি শুধু কষ্ট দিসছে আমাই আড়াল থেকে ভালবেসে যাচ্ছি শুধু তমা
(১০৩) হারিয়ে যেতে ইচ্ছে করে অনেক দূরে যেখানে রয়েছে তোমার ভালোবাসার সূখের নীড়। আর সেই নীড়ে কাটিয়ে দিতে চাই শত জনম। আমি কল্পনার সাগরে ভেসে চলে জাব, জাব তোমার হৃদয় সৈকতে, তুমি দিবেনা ধরা?
(১০৪) থিবীটা তোমারি থাক, পারলে একটু নীল দিও। আকাশটা তোমারি থাক, পারলে একটু তারা দিও। মেঘটা তোমারি থাক, শুধু একটু ভিজতে দিও। মনটা তোমারি থাক, পারলে একটু জায়গা দিও
(১০৫) এক পৃথিবীতে চেয়েছি তোমাকে, এক সাগর ভালবাসা রয়েছে এ বুকে , যদি কাছে আসতে দাও, যদি ভালবাসতে দাও, এক জনম নয় লক্ষ জনম ভালবাসব তোমাকে
(১০৬) রাজার আছে অনেক ধন. আমার আছে একটি মন. পাখির আছে ছোট্র বাসা. আমার মনে একটি আশা. তোমায় ভালোবাসা.
(১০৭) কাজল কালো আখির মাঝে ভালবাসার স্বপ্ন সাজে দূর দেশের কাজল আখি ছুঁয়ে গেলে মন প্রজাপতি রংগিন প্রজাপতি আজ খুঁজে ফেরে সেই আখি যাহার মাঝে নিজেরে আজ হারায়েছি
(১০৮) হাসাতে সবাই পারে, তেমনি কাঁদাতেও পারে সবাই, কাঁদিয়ে যে মানাতে পারে, সেই হচ্ছে সত্যি কারের বন্ধু!! আর, কাঁদিয়ে যে নিজেও কেঁদে ফেলে, সে হচ্ছে সত্যি কারের ভালোবাসা
(১০৯) আমি জানি তুমি আসবে, পূর্ণিমার চাঁদ হয়ে আমায় ছুঁয়ে দিতে অথবা ভোরের কুয়াশা হয়ে আমায় সিক্ত করতে.. আমি জানি তুমি আসবে, বিকেলের রংধনু দিয়ে আমায় রঙিন সাজাতে অথবা শীতের চাঁদর হয়ে আমায় উষ্ণতা দিতে.. আমি জানি তুমি আসবে, শরতের কাশফুল হয়ে মনটা আমার দোলাতে অথবা বৃষ্টির টুপটাপ শব্দে আমায় উদাসী করতে
(১১০) কাজল কালো আখির মাঝে ভালবাসার স্বপ্ন সাজে দূর দেশের কাজল আখি ছুঁয়ে গেলে মন প্রজাপতি রংগিন প্রজাপতি আজ খুঁজে ফেরে সেই আখি যাহার মাঝে নিজেরে আজ হারায়েছি
(১১১) দিব তোমায় লাল গোলাপ।। সপ্নে গিয়ে করবো আলাপ।। বলবো খুলে আমার কথা।। আছে যত মনের কথা।। বলবো তোমায় ভালোবাসি।। থাকবো দুজন পাশাপাশি।
(১১২) মন নেই ভালো, জানিনা কি হলো, পাসে নেই তুমি, কি করি আমি, পাখী যদি হতাম আমি এই জীবনে, তোমায় নিয়ে উড়ে যেতাম অচিন ভূবনে, তুমি কি যাবে আমর সাথে ¡
(১১৩) যখন কেউ কারো জন্যকাদে ...সেটা হল আবেগ.…যখন কেউ কাউকে কাদায়,সেটা হল প্রতারনা…আর যখন কেউ কাউকে কাদিয়ে নিজেও কেদে ফেলে ... ...!!সেটা হল প্রকৃত ভালোবাসা !!
(১১৪) শুধু কাছে পাওয়ার জন্য ভালবাসা নয়,শুধু ভালো লাগার জন্য ভালবাসা নয়..নিজের সুখ বিসর্জন দিয়ে ভালবাসার মানুষকে সুখীই রাখার নামই ভালবাসা ।
(১১৫) পৃথিবীতে চেয়েছি তোমাকে,এক সাগর ভালবাসা রয়েছে এ বুকে ,যদি কাছে আসতে দাও,যদি ভালবাসতে দাও, এক জনম নয় লক্ষ জনম ভালবাসব তোমাকে
(১১৬) তুমি যদি বাসো ভালো,,চাঁদের মতো দেব আলো,,যদি আমায় ভাবো আপন,,হব তোমার মনের মতন,,নদী যেমন দেয় মোহনা,,তোমার ই আমি তোমার উপমা,,
(১১৭) হারিয়ে যেতে ইচ্ছে করে অনেক দূরে যেখানে রয়েছে তোমার ভালোবাসার সূখের নীড়। আর সেই নীড়ে কাটিয়ে দিতে চাই শত জনম। আমি কল্পনার সাগরে ভেসে চলে যাবো, যাবো তোমার হৃদয় সৈকতে,তুমি দিবেনা ধরা?
(১১৮) অজস্র স্বপ্নের ভিড়ে তোমায় দেখি.সমস্ত কল্পনা জুড়ে তোমার বসবাস,অজস্র কাব্য শুধু তোমায় নিয়ে লেখা অফুরন্ত বন্ধুত্ব নিয়ে তোমার অপেক্ষা থাকা।
(১১৯) দেখো চাঁদের দিকে,, কত যে কষ্ট তার বুকে.. কখনো কালো মেঘ ঢেকে যায়,, কখনো সে জোত্সনা হারায়.. তবুও জোত্সনা ছড়িয়ে সে হাসে,, কারন সে আকাশ কে ভালবাসে..!!
(১২০) পৃথিবীর যত সুখ যত ভালোবাসা সবটুকু দিবো আমি তোমায়..... আমার একটাই আশা তুমি ভূলে যেও না আমায় । বড় বেশী ভালবাসি তোমায় ।
(১২১) একটা মেয়ে একটি ছেলেকে যত বেশী ভালোবাসে, তার চোখের দিকে তাকাতে সে তত বেশী লজ্জা বোধ করে। আর একটা ছেলে একটা মেয়েকে যত বেশী ভালোবাসে, তার বেশী সে তার ভালোবাসার মানুষটিকে হারানোর ভয়ে ভীত থাকে
(১২২) মন যদি আকাশ হত তুমি হতে চাঁদ,, ভালবেসে যেতাম শুধু হাতে রেখে হাত. সুখ যদি হৃদয় হত তুমি হতে হাসি,, হৃদয়ের দুয়ার খুলে দিয়ে বলতাম তোমায় ভালবাসি..!!
(১২৩) হৃদযের সীমানায় রেখেছি যারে, হয়নি বলা আজো ভালবাসি তারে। ভালবাসি বলতে গিয়ে ফিরে ফিরে আশি। কি করে বুঝাবো তারে আমি কতটা ভালোবাসি?
(১২৪) আমি চাইনা তুমি আমাকে বার বার বলো আমি তোমাকে ভালোবাসি. কিনতু আমি চাচছি তুমি আমার জন্য একটু অপেখা করো, আমি বলছিনা তুমি আমাকে অনেক ভালোবাসবে কিনতু আমি বলছি তুমি আমাকে একটু সুযোগ দিও তোমাকে মন উজার করে ভালোবাসতে.
(১২৫) আমি তোমাকে চাই কল্পনাতে নয় বাস্তবে""আমি তোমাকে চাই ছলনাতে নয় ভালোবাসায়" "আমি তোমাকে চাই তোমার মত করে নয় আমার মত করে" "আমি তোমাকে চাই খনিকের জন্য নয় চিরদিনের জন্য"
(১২৬) জোনাকির আলো জেলে ইচ্ছের ডানা মেলে. মন চায় হারিয়ে যাই. কোনো এক দুর অজানায়. যেখানে আকাশ মিশে হবে একাকার. আর তুমি ”রাজকুমারী“ হবে শুধু আমার.
(১২৭) যতই দূরে হারিয়ে যাও , আমি তোমাকে খুঁজে বের করবোই । যতই পর ভাবো আমায় , আমি তোমাকে আপন করে নেবো । যতই ঘৃনা কর আমায় , আমি চিরদিন এভাবে তোমায় ভালবেসে যাবো । যতই পাষাণ হোক তোমার মন , ওই মনে আমার জন্যে ভালবাসার ফুল ফুটাবোই।
(১২৮) সুন্দর সে তো স্বপ্ন চাইনা মলিন হবে। জীবন সে তো গল্প লিখনা নষ্ট হবে। মন সে তো মন্দির ভেঙ্গোনা পাপ হবে। ভালবাসা সে তো সত্য ভুল বুঝনা হারিয়ে যাবে।
(১২৯) টিপ টিপ বৃষ্টি পড়ে, তোমার কথা মনে পড়ে। এ মন না রয় ঘরে, জানি না তুমি আসবে কবে! এ প্রান শুধু তোমায় ডাকে, আমায় ভালবাসবে বলে! ফুল হাতে থাকবো দাঁড়িয়ে, বলবো আমি তোমায় পেয়ে। সাত সমুদ্র পাড়ি দিয়ে পেয়েছি তোমায় খুঁজে...
(১৩০) ভালবাসা বুকের ভিতর হয়েছে নিঃশ্বাস, তোমার প্রেমে বেঁচে আছি এই তো বিশ্বাস, জান, আমার জান, তুমি আমার প্রাণের মাঝে প্রাণ | জান, আমার জান, তুমি আমার প্রাণের মাঝে প্রাণ |
(১৩১) মহান কোন উপহার পাওয়া য়ায় না কোন দোকানে, পাওয়া য়ায় না কোন গাছের নিচে, সেটা পাওয়া শুধু পাওয়া য়ায় সত্যকারী ভালবাসার মানুষের মনে
(১৩২) এই জীবনে সব পেয়েছি, পাইনি কারো মন জানিনা যে এই জীবনে, কে হবে আপন মনের মত চাই তারে, চাই তার মন হবে কি তুমি, আমার কাছের একজন॥
(১৩৩) স্বপ্ন দিয়ে আঁকি আমি, সুখের সীমানা । হৃদয় দিয়ে খুজি আমি, মনের ঠিকানা । ছায়ার মত থাকবো আমি, শুধু তার পাশে, যদি বলে সে আমায় সত্যি ভালবাসে॥
(১৩৪) তোমারি চোখেরি আঙ্গিনায় ,এখনো কি তেমনি করে জোছনা ছড়াই আলো? এখনো কি তারার ফানে ছেয়ে থাকো আন মনে? তুমি কি আমায় আগের মত বাস ভাল??
(১৩৫) সুন্দর রাত তার চেয়ে সুন্দর তুমি, মনের দরজা খুলে দেখ তোমার অতেক্ষায় দাড়িয়ে আছি আমি। দু'হাত বাড়ালাম আমি তোমার তরে, তুমি কী নিবে আমায় ভালবেসে আপন করে ?
(১৩৬) তোমার জন্য হয়ত আমি পৃথিবীর সব সুখে এনে দিতে পারব না, কিন্তু এইটা পারব যে তোমায় সারা জীবন ভালোবাসতে, যা তুমি সারা পৃথিবী খোঁজে ও পাবে না,
(১৩৭) ফেলে আসা ছেলেবেলা,, মনে পড়ে আজ,, যত্ন নিতে তুমি আমার ফেলে তোমার কাজ। তুমি কত ভালবাস,, কষ্ট দাও না,, তোমাকে এখনও ভালবাসি ও আমার ""মা""
(১৩৮) জীবনে ভালোবাসা আসার পূর্বে হাজার বছর একা থাকা যায়। কিন্তু ভালোবাসার পর এক মুহুর্ত একা থাকা যায় না আর ভালোবাসার মানুষটি কিছু সময়ের জন্য কাছে না থাকলে মন টা কেমন বেকুল হয়ে থাকে তাকে কাছে পাওয়ার জন্য হইতোবা এটাই বাস্তবতা....
(১৩৯) পৃথিবিতে সব চেয়ে অসহায় সে যে, নিজের রাগ,অভিমান, কষ্ট কাউকে দেখাতে পারেনা..... একটু চিৎকার করে কাঁদতে পারেনা শুধু মৃদু হাসির আড়ালে চোখের জল লুকিয়ে রাখে... !!
(১৪০) ভালবাসার মানুষকে অবিশ্বাস করার মত যন্ত্রণা জীবনে নেই !! সব যন্ত্রনা দিনে দিনে হয়তো কমে যায়, আমরা ভুলে যাই জীবন স্রোতের সাথে, কিন্তু এই যন্ত্রণা কখনো কমেনা ! কখনো ভোলা যায় না ! বরং দিন দিন বাড়তে থাকে আর হৃদয়টা ক্ষত-বিক্ষত করে দেয়...
(১৪১) বাবু তোমাকে ভালোবাসি, যতদূর আমার পক্ষ থেকে যায়। তোমার বন্ধ চোখ গুলো খুলতে চাচ্ছে দেখতে কি আমায়?
(১৪২) আমার চাওয়া গুলো ছিলো অনেক ছোট,চাইলেই পারতে দিতে..তোমার ঐ মিষ্টি কথায় ,জীবনটা ও পারতে নিতে!!অনেক বেশী বাসতাম ভালো,সব কথাই করতাম বিশ্বাস ..বিনিময়ে দিলে তুমি এক বুক অবিশ্বাস..!!
(১৪৩) যখনই চাই তোমাকে ভুলে যেতে, তখনই তোমার স্তৃতি গুলো চোখের সামনে ভেসে ওঠে...। কেন জানো...??? কারন আমি তোমাকে সত্যিই ভালোবাসি..!!ভালোবাসি..!!!
(১৪৪) তোমাকে ভালোবাসার আগে যদি জানতাম,, ভালবাসায় এত কষ্ট তবে হয়তো তোমাকে ভালোবাসতাম না....
(১৪৫) তোমরা তোমার গার্লফ্রেন্ড কে মনের কথা শেয়ার কর আনলিমিটেড - ১.বাংলা = আমি তোমাকে ভালবাসি ২.ইংরেজি = আই লাভ ইউ ৩.ইতালিয়ান = তি আমো ৪.রাশিয়ান = ইয়া তেবয়া লিউব্লিউ ৫.কোরিয়ান = তাঙশি নুল সারাঙ হা ইয়ো ৬.কানাডা = নান্নু নিনান্নু প্রীতিসুথিন ৭.জার্মান = ইস লিবে দিস ৮.রাখাইন = অ্যাঁই সাঁইত
(১৪৬) ভালবাসা মানে আবেগের পাগলামি,, ভালোবাসা মানে কিছুটা দুষ্টামি । ভালোবাসা মানে শুধু কল্পনাতে ডুবে থাকা,, ভালোবাসা মানে অন্যের মাঝে নিজের ছায়া দেখা
(১৪৭) বন্ধু আমি চাইনা তোমায় অসীম সুখের ভাগ,, কিন্তু যখন থাকবে দুঃখে দিও আমার ডাক,, তোমার মুখে কান্না নয় দেখতে চাই হাসি?? মনে রেখো বন্ধু তোমায় অনেক ভালোবাসি!!!!
(১৪৮) এক বিন্দু জল যদি চোখ দিয়ে পড়ে,, সেই জলের ফোটা সুধু তোমার কথা বলে.. মনের কথা বুঝনা তুমি মুখে বলি তাই,, শত আঘাতের পরেও তোমায় ভালবেসে যাই..!!
(১৪৯) একদিন দুজনে হাঁটব আবার উড়বে তোমার চুল, একদিন শূন্য বাতাস ছুয়ে যাবে কৃষ্ণচুড়ার ফুল...
(১৫০) আমি তোমাকে আমার জিবনের চেয়ে বেশি ভালোবাসি তোমাকে। কিন্তু তোমি কি আমাকে ভালোবাসো না?? ভালো যদি না বাসো, তাহলে আমাকে বলছো না কেনো। তোমি আমাকে ভালো না বাসলে আমি আর তোমার অপেক্ষায় তাকবো না
(১৫১) যদি ভুল করে ভুলে যাওয়া যেতো, তবে তোমায় ভুলে যেতাম । যদি অভিমান করে দূরে যাওয়া যেতো, তবে তোমায় ছেড়ে যেতাম । যদি ইচ্ছের জোরে ঘৃণা করা যেতো তোমায়, তবে তোমায় ঘৃণা করতাম । যদি কান্নার জলে আমার সকল দুঃখ ধুয়ে যেতো, তবে দু'চোখের জলে সাগর সৃষ্টি করতাম । যদি আর একটি বার তোমায় কাছে পেতাম, তবে হৃদয়ের অবশিষ্ট ভালোবাসা টুকু ও তোমাকেই দিতাম ।
(১৫২) অল্প অল্প মেঘ থেকে, হালকা হালকা বৃষ্টি হয়। ছোট্ট ছোট্ট গল্প থেকে, ভালোবাসা সৃষ্টি হয়। মাঝে মাঝে স্বরন করলে, সম্প্রকটা মিষ্টি হয়।
(১৫৩) মনেতে আকাশ হয়ে রয়েছো ছড়িয়ে, বলনা কোথায় রাখি তোমায় লুকিয়ে। থাকি যে বিভোর হয়ে শয়নে স্বপনে॥ যেও না হৃদয় থেকে দূরে হারিয়ে, আমি যে ভালবাসি শুধু-ই তোমাকে
(১৫৪) সারাক্ষন ভাল থেকো, ভালবাসা মনে রেখ । দিনের বেলা হাসি মুখে, রাতের বেলা অনেক সুখে॥ নানা রঙের স্বপ্ন দেখ, স্বপ্নের মাঝে আমায় রেখ॥
(১৫৫) সুন্দর রাত তার চেয়ে সুন্দর তুমি, মনের দরজা খুলে দেখ তোমার অতেক্ষায় দাড়িয়ে আছি আমি। দু'হাত বাড়ালাম আমি তোমার তরে, তুমি কী নিবে আমায় ভালবেসে আপন করে ?
(১৫৬) দুর নিলিমায় রয়েছি তুমার পাসে।খুজে দেখ আমায় পাবে হ্রিদয়ের কাছে। শুনাব না কোন গল্প,গাইব শুধু গান।যে গানে খুজে পাবে ভালবাসার টান।
(১৫৭) ফুল লাল পাতা সবুজ, মন কেন এতো অবুজ । কথা কম কাজ বেশি, মন চায় তোমার কাছে আশি । মেঘ চায় বৃষ্টি, চাঁদ চায় নিশি, মন বলে আমি তোমায় অনেক ভালোবাসি...
(১৫৮) নারী তুমি করিওনা রুপের বড়াই, সবাইতো জানে তোমার প্রিয় বনধু রান্না ঘরের কড়াই। যতই দেখাও তুমি রুপের ঝর্ণা,করতে হবে তোমাকে দরকারি রান্না..
(১৫৯) পৃথিবীটা তোমারি থাক, পারলে একটু নীল দিও। আকাশটা তোমারি থাক, পারলে একটু তারা দিও। মেঘটা তোমারি থাক, শুধু একটু ভিজতে দিও। মনটা তোমারি থাক, পারলে একটু জায়গা দিও ॥
(১৬০) সত্যিকারে ভালবাসা যায় সে অতি অপমান’’ আঘাত করলে.. হাজার ব্যাথা দিলেও তাকে ভোলা যায় না..!!
(১৬১) বৃস্টি ভেজা মিস্টি দিনে বন্ধু তোমায় মনে পড়ে, একাকী এই নির্জনে ভাবি তোমায় আনমনে। আসনা কেন তুমি, ভাসনা ভাল আমায়? কি করে বলব তোমায়, এই মন যে শুধু তোমাকে চাই........
(১৬২) যে তোমায় পেয়ে অন্যকে ভুলে যায় সে তোমার থেকে ভালো আরেক জনকে পেলে তোমাকে ও ভুলে যাবে। কারন সে কাউকে ভালবাসে না সে শুধু নিজের স্বার্থ খোজে...!!!
(১৬৩) কোন এক তীর হারা নদীর ধারে। চাঁদ,তারা বসে জুটিয়ে প্রেম করে। তা দেখে রাত হিংসা করে। অন্ধকার লুকিয়ে রেখে আলোয় দেয় ভরে। সে আলোয় চাঁদ,তারা কে হারিয়ে ফেলে। তখন চাঁদ, তারা কে খুঁজতে শুরু করে। এদিকে নদীর এক কোণে বসে তাঁরা কাঁদিয়া,কাঁদিয়া মরে
(১৬৪) কেনো হঠাৎ তুমি এলে? কেনো নয় তবে পুরোটা জুড়ে? আজ পেয়েও হারানো যায়না মানা, বাঁচার মানেটা রয়ে যাবে দূরে।
(১৬৫) চায়নি হতে তোমার জীবনে কাটা তারের বেড়া জর না করে প্রজাপতির মতন আলত করে ধরে রাখতে চেয়েছিলাম । আজ দেখছি আমি তোমার পথে বাধা হয়ে গেছি এবং সেটা সরানোর দায়ভার টাও আমিই নিলাম।
(১৬৬) কখনো যদি মনে করো একা হয়ে গেছ তুমি,, কাছের মানুষটাও দিয়েছে দুঃখ তোমায়,, তবে চলে এসো আগের ঠিকানায় ।। আমি থাকব দাঁড়িয়ে... স্বাগত জানাতে তোমায় ।। ভুল করেও পুরোনো কথা আমি তুলবো না আর ।। কি ছিল অপরাধ,, কি ছিল ভুল আমার,, আবার নতুন করে সাজাবো জীবন দুজনায় ।। ভাঙা মন লাগাবো জোড়া আমি ।। ভালোবাসায়
(১৬৭) নীল আকাশ যত দুরে হোক কখন দৃষ্টির আড়াল হয়না.... হৃদয় যত কাছে হোক তাকে ছোয়া যায়না.... ভালোবাসার মানুষটি যতই খারাপ হোক তাকে ভুলা যায়না.... তাই আমি ও তোমাকে কোন দিন ভুলতে পারব না ।
(১৬৮) তোমায় আমি বলতে চাই, তুমি ছাড়া প্রিয় আর কেহ নাই। ভালবাসি শুধু তোমায় আমি, জনম জনম ভালবাসতে চাই। জানাতে চাই- তোমায় আমি এ হৃদয়ে রয়েছ তুমি। তোমায় নিয়ে সারাক্ষণ, স্বপ্নের জাল বুনে যাই। ভালবাসি শুধু তোমায় আমি, জনম জনম ভালবাসতে চাই। জানতে চাই- আমি তোমার কাছে তোমার কী প্রিয় হৃদয় আছে? পারো না কেন?
(১৬৯) আমার ডানা নেই, তাই উরতে ইচ্ছা করে.পাখির হাত নেই তার লিখতে ইচ্ছা করে.তোমার মন নেই তাই আমাকে অবহেলা করতে ইচ্ছা করে .আজ আমি তোমার কাছে অবহেলার মাত্রতোমাকে বেশি ভালবাসি বলে ,যেদিন তুমি কাউকে ভাল বেশে তার কাছ থেকে কষ্ট পাবে.সেদিন বুঝবে অবহেলার যত্ননা কতটা কষ্ট কর
(১৭০) পৃথিবীর সবচেয়ে আনন্দময় জিনিস গুলিরজন্যে কিন্তু টাকা লাগে না ।বিনা মুল্যে পাওয়া যায় যেমন জোছনা,বর্ষার দিনের বৃষ্টি,মানুষের ভালবাসা|
(১৭১) টিপ টিপ বৃষ্টি পড়ে, তোমার কথা মনে পড়ে। এ মন না রয় ঘরে, জানি না তুমি আসবে কবে! এ প্রান শুধু তোমায় ডাকে, আমায় ভালবাসবে বলে! ফুল হাতে থাকবো দাঁড়িয়ে, বলবো আমি তোমায় পেয়ে। সাত সমুদ্র পাড়ি দিয়ে পেয়েছি তোমায় খুঁজে...
(১৭২) ভালবাসা কি? তপ্ত মরুর বালুর শিখা, ভালবাসা কি? নদীর স্রোতে ভাসমান কোনো ণৌকা, ভালবাসা কি? ভেসে আসা কোনো সুখের ভেলা, ভালবাসা কি? দুখের মাঝে হাসি মিশ্রিত কান্না, ভালবাসা কি? কোনো এক অজানা ঠিকানা? ভালবাসা কি? ভালবাসা কাকে বলে?
(১৭৩) নিজেকে খোজ ।নিজেকে জানো ।নিজেকে ভালবাস তবেই তুমি অন্যকে ভালবাসতে পারবে।
(১৭৪) আকাশের তারা,বাগানের ফুল.বাড়ির কাছে,প্রেম করা ভূল.
(১৭৫) যে সত্যিকারের ভালবাসতে জানে... সে তার প্রিয় মানুষটিরকান্নাকে আপন করে নিতে পারে। যে সত্যিকারের ভালবাসতে জানে… সে হাজারও কষ্টেরমাঝে সেই মানুষটিকে সুখী রাখতে পারে। যে সত্যিকারের ভালবাসতে জানে… সে কখনো তার ভালবাসারমানুষ টিকে ছেড়ে যেতে পারেনা! আর যে মানুষটি ছেড়ে চলে যায়… সে কখনো ভালবাসার যোগ্য মানুষ ছিলো না।
(১৭৬) ভুলতে পারিনা তারে,, ভালবাসি আমি যারে.. মনে পড়ে তারে,, শুধু বারেবারে.. জানিনা সে কত দূরে,, তবুও আছে মন জুরে.. এখনো যে ভাবি তারে,, সে কি আজো ভালবাসে আমারে.
(১৭৭) জানি তুমি আমাকে ভুলে যাবে,কারন তুমি কখনো আমাকে ভালোবাসোনি । কিন্তু,আমি তোমাকে কি করে ভুলে যাবো,আমি যে তোমাকে আমার চেয়ে বেশি ভালোবেসেছি
(১৭৮) আমি আমার জিবন এর থেকেও তোমাকে বেশি ভালোবাসতে চাই, তুমি কি সেই অধিকার আমাকে দিবে??
(১৭৯) এক ফোটা জলেও বন্যা হতে পারে , যদি পিপরের ঘড়ে পরে ।সাধারন বাতাসেও ঋরহতে পারে , যদি চড়ই পাখির ঘড়ে লাগে । শিতেও রোদ পাপ হতে পারে , যদি ইলিশ এরগায়ে লাগে । এক ফোটা লেবুর রোশও বিশ হতে পারে , যদি দুধেরমাঝে পরে । একটু কালো দাগ হতে পারে,যদি সাদার মাঝে লাগে । জীবনের ছোট্টভুল গুলো থেকে দুরে থাকুন তাহলে অন্ধকার হবেনা জীবন
(১৮০) তো সাগর নই সব জল চোখে ভরে রাখবো,আমি তো আকাশ নই চাঁদ হয়ে সূর্যকে ঢাকবো,আমি হলাম তোমার বন্ধু আজীবন তোমায় ভালোবাসবো ।
(১৮১) আমায় যদি বাসো ভালো,, চাঁদের মতো দেব আলো,, যদি আমায় ভাবো আপন,, হব তোমার মনের মতন,, নদী যেমন দেয় মোহনা,, তোমার ই আমি তোমার উপমা,,
(১৮২) আমি হাসতে জানি, কাঁদতে জানি তোকে বুকের মাঝে বাঁধতে জানি, চলতে পারি ,বলতে পারি তোর ভালবাসায় ভুলতে পারি। পাশে তুই থাকতে পারিস দূরে দূরে রাখতে পারিস, তাই বলে কি ভালবাসা তিলে তিলে গলতে দেখিস ? ছুঁয়ে ছুঁয়ে কাছে আসা দুইয়ে দুইয়ে ভালবাসা, এভাবে আর ওভাবে হোক তোকে ঘিরেই স্বপ্ন আশা । ছেলে, মেয়ে গুলো ভালবেসে বড় স্বার্থপর হয়ে যায়। নিজেরজিনিসের এক ফোঁটাওকাউকে দিতে চায় না।
(১৮৩) জানি তুমি আমাকে ভুলে যাবে,কারন তুমি কখনো আমাকে ভালোবাসোনি । কিন্তু,আমি তোমাকে কি করে ভুলে যাবো,আমি যে তোমাকে আমার চেয়ে বেশি ভালোবেসেছি ।
(১৮৪) আমি নিরবে কাদবো আমি বুঝতে তোমায় দিবনা , হারিয়ে যাব অনেক দূরে ,তবু তোমায় খোজবোনা ||আগুনে পুরব আমি দেখতে তুমি পারবেনা, গোপনে মরব আমি জানতে তুমি পারবেনা ||একাকী থাকবো তবু তোমায় কভু চাইব না ,হৃদয় খুজবে তুমি তবুও হৃদয় পাবে না || কারন তুমি যে হৃদয়হীনা |
(১৮৫) ভাবনার জগতে তুমি থাকো, বাস্তবতার জীবনে কেন নয়? দুঃখের জগতে তুমি থাকো, সুখের জগতে কেন নয়? সাগরের বুকে তুমি থাকো, এই বুকেতে কেন নয় ??
(১৮৬) আমিতো চেয়েছিলাম তোমাকে আমার আকাশের চাদ বানিয়ে রাখতে,কিন্তু তুমি আমাকে উপহার দিয়াছো আকাশ ভরা মেঘ,যে মেঘের কান্না প্রতিদিন আমার চোখ দিয়ে ঝরে...
(১৮৭) প্রেম হচ্ছে গারির মতো।অভিমান হলো যানঝট,কয়েকদিন কথা না বলা সেটা হরতাল।ব্রেকাঅপ মানে চাঁকা পানচার অথবা একসিডেন্ট
(১৮৮) একটু দুঃখ দেব পারবে কি সৈতে একটু দুষ্টুমি করবো পারবে কি সহ্য করতে সারাজীবনের জন্য ভালোবাসা চাইবো পারবে কি দিতে
(১৮৯) আমি তো হাত বাড়িয়ে দাড়িয়ে আছি তোমার ভালবাসা নিবো বলে। দাও তুমি কতো ভালবাসা দেবে আমায়। বিনিময়ে একটা হৃদয় তোমায় দিবো যা কখনো ফিরিয়ে নিবার নয়।
(১৯০) জোস্না রাতে একা বসে তুমার কথা ভাবি, এ ই হ্রিদয়ের আঙ্গিনাতে তুমার ছবি আকি, বিরহেতে ভালবাসা, ওসান্তিতে মন, তাই দিবানিসি তুমাকে ভাবি সারাকণ..
(১৯১) শেষ বিকেলের মেয়েযাকে ভালবাসো তাকে শুধু মনথেকে ভালবেসে যাও খুববেশি প্রকাশ করারদরকার নেই । যদি তারভালবাসা খাঁটিহয় তোমার না বলাকথা এমনিতেইবুঝতে পারবে ।তাকে কখনো এটা ভাবতেদিও না তাকে ছাড়া তোমারতাকে কখনো এটা ভাবতেদিও না তাকে ছাড়া তোমারজীবন অর্থহীন।তাহলে সে তোমাকে কষ্টদিতে দ্বিধা করবেনা ,,তাই কিছুটা অনুভূতি তারপ্রতিনিজের ভিতর লুকিয়ে রেখ.
(১৯২) তুমি কী রাগ করেছো আসলে কি জান যখন তোমাকে দেখতে মন চায় তখন তোমাকে না দেখে ভালো লাগে না তাই তোমাকে ছবি দিতে বলেছি
(১৯৩) একটি গোলাপ তুমি.....তোমায় নিয়ে অনেকগুলোস্বপ্ন দেখি আমি..........আমার কাছের বন্ধু তুমি অনেক বেশি দামি,.তাইতো তোমায় অনেক অনেক ভালবাসি আমি.......!!
(১৯৪) আমি হাসতে জানি, কাঁদতে জানি তোকে বুকের মাঝে বাঁধতে জানি, চলতে পারি ,বলতে পারি তোর ভালবাসায় ভুলতে পারি। পাশে তুই থাকতে পারিস দূরে দূরে রাখতে পারিস, তাই বলে কি ভালবাসা তিলে তিলে গলতে দেখিস ? ছুঁয়ে ছুঁয়ে কাছে আসা দুইয়ে দুইয়ে ভালবাসা, এভাবে আর ওভাবে হোক তোকে ঘিরেই স্বপ্ন আশা । ছেলে, মেয়ে গুলো ভালবেসে বড় স্বার্থপর হয়ে যায়। নিজেরজিনিসের এক ফোঁটাওকাউকে দিতে চায় না।
(১৯৫) যতই দূরে হারিয়ে যাও , আমি তোমাকে খুঁজে বের করবোই । যতই পর ভাবো আমায় , আমি তোমাকে আপন করে নেবো । যতই ঘৃনা কর আমায় , আমি চিরদিন এভাবে তোমায় ভালবেসে যাবো । যতই পাষাণ হোক তোমার মন , ওই মনে আমার জন্যে ভালবাসার ফুল ফুটাবোই।
(১৯৬) এই তোমাকে একটা কথা বলব,শুনবে কি?কাউকে বলবেনাতো?কসম করে বল!কাছে আস আরো কাছে আসো! কানে কানে বলছি শুনো"আই লাভ ইউ"
(১৯৭) ণীর্জন সাগরের তিরে দারিয়ে আমি একা। শুন্ন এই মন নিয়ে সুধু তুমার অপেক্ষা। জিবন পথে চলতে গিয়ে আঘাত পেলাম কত। সপ্নেরা সব হারিয়ে গেল সার্থপরের মত।
(১৯৮) ভালোবাসি তোমায় ,এই কথাটা বুজতে পারিনি তোমায় কখনো,,তবু তোমাকে ভালোবেসে যায়, আমি এখনো||., এখন তুমি হয়তো অনেক সুখে আছো,,দুঃখ তুমাকে হয়তো এখনো স্পর্শ করেছি,, তবে মনে রেখ,, আমি সুদু তুমার কষ্টটার ভাগিদার হতে চাই| এখনো মাঝ রাতে গুম বেঙ্গে যায়, নিজের অজান্তে দু চোখ দিয়ে নদী বয়ে যায়||
(১৯৯) যত পার বন্দু তুমি কষ্ট দাও আমায়। আমি বন্দু কিছু বলবনা তুমায়। শত কষ্টের পরে ও আমি ভালবাসতে চাই তুমায়। তুমি বন্দু ভুলবুজনা আমায়। আমি বন্দু ভিষন ভালবাসি তুমায়। আই লাভে ইউ
(২০০) হঠাৎ এসে ছিলে চোখের পলকে, হারিয়ে গেলে এক ঝলকে। তবু তুমি ছিলে চোখের কনে। হৃদয়ে রেখেছি যতন করে। ভালোবাসি তোমাকে প্রেম যে কেন এসে ছিল হৃদয় জুড়ে।
(২০১) যদি ভালোবাসা বিশেষ কিছুর উপর নির্ভরকরে গড়ে ওঠে তাহলে সেই বিশেষ কিছু হারিয়ে গেলে ভালবাসাও হারিয়ে যায়!! কিন্তু যে ভালোবাসা কোন কিছুর উপর ই নির্ভর করেনা সেটাই চিরজীবনের জন্য থেকে যায় এটাকেই হয়ত বলে "স্বার্থহীন ভালবাসা"
(২০২) ভালোবাসা তার জন্য যে ভালোবাসতে জানে .. মন তাকে দেওয়া যায়, যে অনুভব করতে জানে !.. বিশ্বাস তাকে কর, যে রাখতে জানে .. আর ভালোবাস তাকে, যে ভালোবাসা দিতে জানে....
(২০৩) ভালোবাসা মানে তুমি কতবার ‘'তোমাকে ভালোবাসি'’ বলতে পারো তা নয়..., ভালোবাসা হলো তুমি কতবার ‘'তোমাকি ভালোবাসি'’ কথাটি প্রমান করতে পারো সেটা
(২০৪) ভালোবাসা কী ভুল? নাকি রংঙ্গীন গোলাপ ফুল। ভালোবাসা কী সুখ?নাকী বেদনা ভরা দুখ। ভালোবাসা কী হাসি? নাকী গোলার ফাসি। তবু মন বলে তোমায় ভালোবাসি।
(২০৫) যদি কখন আমি হারিয়ে যাই ঐ দূর তারার দেশে, তুমি কী তখনও খুজবে আমায় হাত বাড়িয়ে ভালবেসে...? যদি কোন দিন নিভে যায় আমার আশার প্রদীপ, তুমি কী তখন জ্বালাবে আলোর দ্বীপ...? যদি কখন আমি হারিয়ে যাই দূর দিগন্তে, তখনও কী আমি থাকবো তোমার মনের সীমান্তে...?
(২০৬) কতটা ভালোবাসি তোমাকে সে তো আমি নিজেও জানিনা... শুধু জানি আমার এই প্রেম-ভালোবাসা মানে না আকাশের সীমানা... চোখ মেলে দেখি আমি , চোখ বুজে তাকাই সব খানে,তুমি আছো অনুভবে পাই.... আমার এই প্রেম নিয়ে জগতের কারো সাথে হয়না তুলনা... কত ভালোবাসতে জানি সে তো আমি নিজেও জানিনা...
(২০৭) নারী নাহি হতে চায় শুধু একা কারো, এরা দেবী, এরা লোভী, যতপুজা পায় এরা, তত চায় আরো ইহাদের অতি লোভী মন, এক জনে তৃপ্ত নয়, এক পেয়ে সুখী নয়, যাচে বহু জন ।
(২০৮) নারী নাহি হতে চায় শুধু একা কারো, এরা দেবী, এরা লোভী, যতপুজা পায় এরা, তত চায় আরো ইহাদের অতি লোভী মন, এক জনে তৃপ্ত নয়, এক পেয়ে সুখী নয়, যাচে বহু জন ।
(২০৯) অপেক্ষা হলো শুদ্ধতম ভালবাসা তার একটি চিহ্ন । সবাই ভালবাসী বলতে পারে কিন্তু সবাই অপেক্ষা করে সেই ভালবাসা প্রমাণ করতে পারে না ।
(২১০) হাতে হাত ,কানের কাছে মুখটি এনে বলে , এসো না কাছে ,দুজন ভিজি আজ বৃষ্টির জলে
(২১১) ফ্রেমে বন্দি কোনো ক্যামেরায়, গ্রীষ্মের পড়ন্ত বিকেল তুমি. অথবা বর্ষার আকাশে মেঘের আলোনে,লুকিয়ে থাকা ঐ রোদ তুমি। তোমার ঐ মৃদু কালো চোখের ভাষা,মাতাল করা হাসি আর ভেজা চুলে, গোলাপী ঐ ঠোঁটের বেলকনিতে,রংতুলিতে আঁকা আমার অবসর বিকেল। সব তুলনার ঊর্ধ্বে তুমি,আজ তোমার স্পর্শ রোদে, খোজি তোমায় সপ্ন গানে,আজ তোমার অপেক্ষাতে
(২১২) তুমি কষ্ট দাও বলে আমি নীরবে সয়ে যাই,কারন আমি জানি আমার এই নীরবতার জন্য একদিন তুমি আমায় খুঁজবে,বুঝবে সেদিন আমি তোমার কত আপনজন ছিলাম
(২১৩) তোমায় আমি বলতে চাই, তুমি ছাড়া প্রিয় আর কেহ নাই। ভালবাসি শুধু তোমায় আমি, জনম জনম ভালবাসতে চাই। জানাতে চাই- তোমায় আমি এ হৃদয়ে রয়েছ তুমি। তোমায় নিয়ে সারাক্ষণ, স্বপ্নের জাল বুনে যাই। ভালবাসি শুধু তোমায় আমি, জনম জনম ভালবাসতে চাই। জানতে চাই- আমি তোমার কাছে তোমার কী প্রিয় হৃদয় আছে? পারো না কেন?
(২১৪) চায়নি হতে তোমার জীবনে কাটা তারের বেড়া জর না করে প্রজাপতির মতন আলত করে ধরে রাখতে চেয়েছিলাম । আজ দেখছি আমি তোমার পথে বাধা হয়ে গেছি এবং সেটা সরানোর দায়ভার টাও আমিই নিলাম।
(২১৫) প্রেমের স্বার্থকতা মিলনে । বিরহ- বিচ্ছেদহীনা মিলন, ততটা মধুময় নহে, বিরহ-বিচ্ছেদে পর মিলন, যতটা মধুময় হবে ।
(২১৬) মন দেখে ভালবাসো, ধন দেখে নয়"" ""গুন দেখে প্রেম কর, রুপ দেখে নয়"" ""রাতের বেলায় সপ্ন দেখ, দিনের বেলায় নয়"" ""একজনকে ভালবাস, দশ জনকে নয়""
(২১৭) আমি এখনও সেই পথে বসে আছি যে পথে তুমি চলেগেছো. আমি এই পথে বসে থাকবো যতোদিন না তুমি ফিরে আসো.
(২১৮) ভালবাসা কি? তপ্ত মরুর বালুর শিখা, ভালবাসা কি? নদীর স্রোতে ভাসমান কোনো ণৌকা, ভালবাসা কি? ভেসে আসা কোনো সুখের ভেলা, ভালবাসা কি? দুখের মাঝে হাসি মিশ্রিত কান্না, ভালবাসা কি? কোনো এক অজানা ঠিকানা? ভালবাসা কি? ভালবাসা কাকে বলে
(২১৯) কিছু কথা কিছু পরিচয়, ক্ষনিকের হয়। কিছু ব্যাথা কিছু সৃষ্টি, ভূলার নয়। কিছু মানুষ কিছু বন্ধু চিরদিনের হয়। “আই মিছ ইউ”।
(২২০) মনটা দিলাম তোমার হাতে যতন করে রেখো,, হৃদয় মাঝে ছোট্ট করে আমার ছবি এঁকো.. স্বপ্ন গুলো দিলাম তাতে আরও দিলাম আশা,, মনের মতো সাজিয়ে নিও আমার ভালবাসা...
(২২১) যদি কখন আমি হারিয়ে যাই ঐ দূর তারার দেশে,তুমি কী তখনও খুজবে আমায় হাত বাড়িয়ে ভালবেসে...?যদি কোন দিন নিভে যায় আমার আশার প্রদীপ,তুমি কী তখন জ্বালাবে আলোর দ্বীপ...?যদি কখন আমি হারিয়ে যাই দূর দিগন্তে,তখনও কী আমি থাকবো তোমার মনের সীমান্তে...?
(২২২) একটা বাঁকা চাঁদ,আধো ঘুম ঘুম রাত।কিন্তু নির্ঘুম পলখক্ষতি কী? বলো ক্ষতি কী??
(২২৩) ভোরের মিষ্টি রোদের আলোয় মিছ কল দিয়, কান্ত দুপুরে মনে পরলে এসএমএস কর, গভীর নিঝুম রাতে যদি ভয় লাগে তবে ফোন কর ভূতের গল্প শুনাব কেমন।
(২২৪) তুমি সেই স্বপ্নপরী যাকে নিয়ে স্বপ্ন দেখি। তুমি সেই অনুভুতি যাকে আমার মন অনুভব করে। তুমি সেই প্রেমিকা যার ভালবাসার ছন্দ প্রেমিক আমি।
(২২৫) মিষ্টি হেসে কথা বলে পাগল করে দিলে, তোমায় নিয়ে হারিয়ে যাব আকাশের নীলে, তোমার জন্য মনে আমার অফুরন্ত আশা। সারা জীবন পেতে চাই তোমার ভালবাসা।
(২২৬) "মনে পড়ে তোমাকে যখন থাকি নিরবে" "ভাবি শুধু তোমাকে সবসময় অনুভবে" "স্বপ্নে দেখি তোমাকে চোখের প্রতি পলকে" "আপন ভাবি তোমাকে আমার প্রতি নিশ্বাসে ও বিশ্বাসে॥
(২২৭) যদি ভালবাসাকে মৌচাক ধরি, তাহলে বিশ্বাস হল মৌমাছি। কেননা উভয়ের বিশ্বাসের মাধ্যমেই ভালবাসার অমৃতমধু পাওয়া যায়।
(২২৮) তুমি কি জান পাখি কেন ডাকে? “তোমার ঘুম ভাংবে বলে। তুমি কি জান ফুল কেন ফুটে? “তুমি দেখবে বলে। তুমি কি জান আকাশ কেন কাদে? “তোমার মন খারাপ বলে। তুমি কি জান তোমাকে সবাই পছন্দ করে কেন? “তুমি খুব ভাল বলে। তুমি কি জান তুমি এত ভালো কেন? “তুমি আমার “বন্দু” বলে।
(২২৯) ভালবাসা কি? তপ্ত মরুর বালুর শিখা, ভালবাসা কি? নদীর স্রোতে ভাসমান কোনো ণৌকা, ভালবাসা কি? ভেসে আসা কোনো সুখের ভেলা, ভালবাসা কি? দুখের মাঝে হাসি মিশ্রিত কান্না, ভালবাসা কি? কোনো এক অজানা ঠিকানা? ভালবাসা কি? ভালবাসা কাকে বলে?
(২৩০) দূর নিলিমায় রয়েছি তোমার পাশে ।খুঁজে দেখ আমায় পাবে হৃদয়ের কাছে । শুনাব না কোন গল্প,গাইব শুধু গান । যে গানে খুঁজে পাবে ভালবাসার টান ।
(২৩১) একজন প্রকৃত প্রেমিক শত শতমেয়েকে ভালবাসে না..বরং সে একটি মেয়েকেই শত উপায়ে ভালোবেসে থাকে..!!
(২৩২) তাকে দেখে ঘুচে যেত দুর্ভাবনা মোর, জীবন আমার মনে হতো সুখী দীপ্ত ভোর । তার মিলনে পেতাম প্রীতি তার কুটিরে আশা, তার জীবনে পেতাম জীবন মিটত প্রাণের তৃষা ।
(২৩৩) একটা আঁকাশে অনেক তাঁরা । একটা জীবনে দূঃখ ভরা । অনেক রকম প্রেমের ভুল । ভুলের জন্য জীবন দিবো । তবুও আমি তোমারই রবো ।
(২৩৪) কি আছে তোর মাঝে বুঝি না.......শুধু অনন্ত কাল তোর দিকে তাকিয়েথাকতে ইচ্ছে করে.......ইচ্ছে করে সারা জীবন তোকেদেখি.......কি অদ্ভুত ভালবাসা ........কি অদ্ভুত সম্পর্ক .......সব কিছু ভুলে যাই যখন তোর ঐ মায়াভরা মুখেরদিকে তাকাই .......আমি আমার নিজেকে হারিয়েফেলি তোর মাঝে........সত্যি রে..!
(২৩৫) চাঁদ তুমি যেমন রাতকে ভালোবাস আমিও ঠিক তেমনি ই করে একজনকে ভালোবাসি তোমার ভালোবাসা যেমন কেউ বুঝে না ঠিক তেমনই করে পপি আমার ভালোবাসা বুঝে না
(২৩৬) আমি সেই সুতো হবো , যে তোমায় আলোকিত করে নিজে জ্বলে যাবো . . . আমি সেই নৌকো হবো , যে তোমায় পার করে নিজেই ডুবে যাবো . . . হবো সেই চোখ যে তোমায় দেখেই বুজে যাবো, হবো সেই সুর যে তোমায় মাতিয়ে করুণ হবো, হবো সেই চাঁদ যে হয়ে গেলে আধ , তোমাকে আলো দেবে দিন ফিরে এলেই আবার ফুরিয়ে যাবো , শুধু ভালোবেসো আমায় !!
(২৩৭) ভালবাসা এবং মৃত্যু এই দুইটা দাওয়াত বিহীন অতিথি। একজন এসে নিয়ে যায় মন আর অন্য জন এসে নিয়ে যায় জীবন।
(২৩৮) তোমার জন্য মিষ্টি হাসি তোমার জন্য সুর। . তোমার জন্য উদাস হাওয়া মেঘের সমুদ্দুর। . তোমার জন্য বাড়ানো হাত তোমার জন্য সব। . তোমার জন্য মনে আমার মাতাল অনুভব। . তোমার জন্য অনন্ত সুখ তোমার জন্যে গান। তোমার জন্য ঠোঁট বাকানো চাপা অভিমান। . তোমার জন্য সব রেখেছি কারো জন্যে নয়। . শুধু তোমার অপেক্ষাতে ভয় করেছি জয়। .
(২৩৯) ~শোনো হে বিধাতা" বলি তোমার কাছে~ ~এই জগতে দেওয়ার মতো সবই যে তোমার আছে~ ~তোমার কাছে সবার জন্য একটি জিনিস চাই~ ~যে যাকে ভালোবাসে তাকে যেনো পায়~
(২৪০) ~কষ্ট সবার মাঝে থাকে~ কিন্তু সবাই কি শইতে পারে~ ~কেউ শয় নিরবে~ কেউ বুকে ঝুমা রেখে" হাসির সুরে~ ~কেউ শইতে না পেরে" হারিয়ে যায় চিরোতরে~
(২৪১) যাকে সত্যিকার ভালোবাসা যায়।সে অতি অপমান আঘাত করলে হাজার ব্যাথা দিলেও তাকে ভোলা যায় না--কাজী নজরুল ইসলাম।
(২৪২) থিবীর সব সুখ তখনি নিজের মনে হয়, যখন ভালোবাসার মানুষটি ভালোবেসে পাশে থাকে.. আর তখনি নিজেকে অনেক ভাগ্যবান মনে হয় যখন ভালোবাসার মানুষটি বিশ্বাস দিয়ে বিশ্বাস রাখে...
(২৪৩) কষ্ট দাও তবে এতো বেশি দিয়ো না যা সইবার ক্ষমতা আমার নাই॥ দুঃখ দাও তবে এতো বেশি দিয়ো না যা বইবার ক্ষমতা আমার নাই॥ আমায় এতো বেশি কাঁদাইয়ো না, যে কাঁন্নার জল একদিন তোমায় ভাসিয়ে দিবে॥
(২৪৪) হাজার ভুলে ভরা মানুষের জীবন~ ~তার মাঝেও মানুষ ঘরতে চায় ভালোবাসার বন্ধন~ ~ বুকে নিয়ে অফুরন্ত আশা~ ~খুজে বেরায় দুঃখের মাঝে একটু ভালোবাসা~
(২৪৫) মন দিতে না পারলে মন ভেঙো না| সুখ দিতে না পারলে কষ্ট দিওনা| ভালবাসতে না পারলে অভিনয় করিও না| অভিনয় করে কারো জীবন নষ্ট করো না|
(২৪৬) পিচ্ছি পিচ্ছি মেয়েরা নাহি বোঝে কিছু~ ~দিন রাত থাকে শুধু ছেলে দের পিছু~ ~অসময় প্রেম করে খায় যখন ছেকা~ ~তখন নাকি সব দোস ছেলে দের একা
(২৪৭) এক টু কানে শুনো। এক টু আমায় জানো? এক টু সময় দিয়। এক টু খবর নিয়ো? এক টু যখন একা। এক টু দিয়ো দেখা? এক টু নিয়ো খোঁজ। এক টু ভেবো রোজ? এক টু আমায় ডেকো। ভীষন ভালো থেকো???
(২৪৮) ভালো তাকেই বাসা যায়, যে বুঝে ভালবাসা কি? বিশ্বাস তাকেই করা যায়, যে জানে বিশ্বাস কি? ভালবাসা আর বিশ্বাস এক কথা নয়..
(২৪৯) এখনো জীবনে এমন কাউকে পেলাম না, যে আমাকে আমার মত বুঝবে। আমাকে আমার মত করে ভালবাসবে। আমাকে কষ্ট দেওয়ার আগে, তার চোঁখে জল আসবে। একটু চোঁখের আড়াল হলে, পাগলের মত খুজবে আমাকে.....!!
(২৫০) ভালোবাসা একটি রাবার ব্যান্ডের মত, যার দুপাশ দুজন ধরে থাকে যদি কেউ একজন একপাশ ছেড়ে দেয়, তবে অপরজন আঘাত পায় যাকে আপনি কখনো ভালোবেসেছেন তাকে আঘাত দেয়া আর নিজের সাথে প্রতারনা করা সমান।
(২৫১) ভালোবাসার মুল বস্তু হলো বিশ্বাস, একবার বিশ্বাস ভেঙ্গে গেলে সেই বিশ্বাস ফিরে পাওয়া খুব কঠিন।
(২৫২) তুমি হাসতে পারলে, আমিও হাসতে পারবো...... তুমি কাঁদতে পারলে, আমিও কাঁদতে পারবো...... তুমি ভালোবাসতে পারলে,... আমিও ভালোবাসতে পারবো...। শুধু তোমার মতো করে একটা কাজ আমি করতে পারবোনা তা হল তোমাকে ভুলে যেতে...
(২৫৩) কাঁদবে কি তখন ? চির নিদ্রায় ঘুমাবো যখন.. মনে রাখবে কি তখন ? না ফেরার দেশে চলে যাবো যখন.. ডাকবে কি তখন ?? তোমার ডাকে সাড়া দিবনা যখন..
(২৫৪) ভালোবেসে চিরদিনের জন্য যদি কারো হাত ধরতে না পারো, তবে ক্ষণিকের জন্য কারো হাত ধরে ভালোবাসার অভিনয় না করাটাই ভালো।
(২৫৫) সবাই সুখের আশায়, সুখি হওয়ার জন্য ই ভালবাসে। তবে এটা মনে রাখতে হবে যে ভালবাসায় সুখের চেয়ে দুঃখটাই বেশী। বিরহ আগুনে পুড়ে পুড়ে সুখী হওয়ার যোগ্যতা অর্জন করতে হবে।
(২৫৬) ভালবাসা এমন এক অদ্ভুদ অদৃশ্য অনুভুতি, যা মানুষকে কখনো নিয়ে যায় সুখের সর্বোচচ শিখরে। আবার কখনো ভাসাই চোখের নোনা জলে।
(২৫৭) কেউ যদি তোমাকে সত্যিকারের ভালোবাসে, তবে তার মুখ থেকে ভালবাসার কথা শুনার আগেই তুমি বুঝতে পারবে। কারণ, তার ব্যবহারেই তা বুঝা যাবে।
(২৫৮) তুমি যাকে ভালবাসা সে তোমাকে ভালো না ও বাসতে পারে, এটা তোমার ব্যর্থতা নয়। কেননা, তুমি তো নিঃস্বার্থ ভাবে ভালবেসেছো তাকে। আর এতেই তোমার জয়।
(২৫৯) ভালোবাসা ভালো তবে ভালবাসার নামে অতিরিক্ত খবরদারী কিংবা যত্নের নামে চলমান জীবনে অযাচিত হস্তক্ষেপ করে গতিপথ বদলে দেওয়া কখনো ভালো ফলাফল বয়ে আনে না। জীবনে চলার পথে আপনাকে অবশ্যই জানতে হবে, কতটুকু হাটার পর আপনাকে থেমে যেতে হবে।
(২৬০) ১ কোটি বছর আগে জন্মে ছিলো তোমার জন্য ভালোবাসা, এখনো অপেক্ষায় আছি তুমি ভালোবাসবে বলে।তোমাকে ধরতে আসিনি এসেছি ধরা দিতে..!
(২৬১) জীবনে এমন মানুষ খুঁজে পাওয়া ভার, যে হবে শুধুই আমার। আমার সুখ দুঃখে যে রবে পাশে, এমন মানুষকেই ভালবাসার মন খুঁজে।
(২৬২) তুমি কেনো বুঝনা, তোমাকে ছাড়া আমি অসহায় | তুমি জানো না তোমাকে ছাড়া আমি একা !!
(২৬৩) ভালবাসা মাপার জন্য বিজ্ঞানীরা এই পর্যন্ত কোন মাপকাঠি বানাতে পারে নি। যদি পারত তাহলে সেখানে প্রথম স্থানে থাকতো "মা" নামের নিঃস্বার্থ মহিলাটি।
(২৬৪) ছেলেটি খুব ভালোবাসত মেয়েটিকে। একদিন তাদের খুব ঝগড়া হয়,মেয়েটি অনেক বার ক্ষমা চাইতে আসে।। কিন্তু ছেলেটি ফিরিয়ে দেয়।। ছেলেটিও কিন্তু মেয়েটির জন্য গোপনে কান্না করত... কিছু দিন হল মেয়েটি আর আসে না ছেলেটির কাছে... একদিন ছেলেটির রাগ ভাংলো...ওই দিন সে নিজে গেল মেয়েটির সাথে দেখা করতে কিন্ত
(২৬৫) কাকে ভালবাসবে তুমি? সবাই তো সার্থপর| ভাল কিছুর দেখা পেলেই হয়ে যাবে পর...!!
(২৬৬) জিবন হল বাচার জন্য।মন হল দেবার জন্য।ভালবাসা হল সারা জিবন পাশে থাকার জন্য।বন্ধুত্ত হল জিবন কে সুন্দর করার জন্য।
(২৬৭) প্রথম দেখায় কখনো ভালবাসা হয় না।যা হয় তা হল ভাল লাগা।আর সেই ভাল লাগা। নিয়ে ভাবতে থাকলে সৃষ্টি হয় ভালবাসার।
(২৬৮) ভালবাসার মানুষটির চোখের দিকে তাকালে পুরো পৃথিবী দেখা যায় , সেই ভালবাসা চলে গেলে গোটা পৃথিবী আঁধারে ঢেকে যায় !
(২৬৯) ভালোবাসাকে যদি শস্যক্ষেত্র রুপে কল্পনা করা হয়, তবে বিশ্বাস তার বীজ। আর পরিচর্যা হলো আবেগ।
(২৭০) কারো ভয়ে কখনো নিজের ভালোবাসাকে শেষ করে দিয়ো না। যাকে ভালোবাসো তার প্রতি বিশ্বাস, আস্থা নিয়ে হাতে হাতে রেখ। দেখবে একদিন সত্যি হবে তোমার ভালোবাসা।
(২৭১) কাউকে দুরথেকে ভালবাসাই সব থেকে পবিত্র ভালোবাসা |কারন, এ ভালবাসায়কোন রকম অপবিত্রতা থাকে না,কোন শারিরীক চাহিদা থাকে না ..... শুধু নীরব কিছু অভিমান থাকে,যা কখনো কেউ ভাঙায় না |কিছু অশ্রু বিন্দুথাকে যা কেউকখনো মুছতে আসে না|আর সবার অজান্তে আড়ালে এক যেখানে একজনই রানী/রাজা ।
(২৭২) সুন্দর রাত তার চেয়ে সুন্দর তুমি, মনের দরজা খুলে দেখ তোমার অতেক্ষায় দাড়িয়ে আছি আমি। দু'হাত বাড়ালাম আমি তোমার তরে, তুমি কী নিবে আমায় ভালবেসে আপন করে ?
(২৭৩) আমি প্রেম কি জানিনা, আমি প্রেম কি বুঝিনা, শুধু ধিকি ধিকি মন যায় জ্বলে! কে জানে হায় কোন আগুনে, মরিব আমি এই ফাগুনে|
(২৭৪) ভালোবাসা ঠিক তখনই আসে যখন মনের ভিতর কারো জন্য অনুভূতির বাতাস বয়ে যায়। আর তাকে হারানোর ভয়ে আবার ভালোবাসা মজবুত হয়।
(২৭৫) চোখে আমার ঝরনা বহে, মনে দুঃখের গান। তরে যদি না পাই আমি, দিব আমার প্রান। শুনতে চাই তর কথা, ধরতে চাই হাত। কেমন করে তরে ছাড়া থাকি দিন রাত??
(২৭৬) যদি পৃথিবীর সব গোলাপ প্রতিদিন একটা করে তোমাকে দিয়ে বলি আমি তোমাকে ভালবাসি , সব গোলাপ শেষ হয়ে যাবে .. তবুও আমার ভালবাসা শেষ হবে না .. হয়তো আজও আমার ভালবাসার গভীরতা বুঝতে পারো নি .......
(২৭৭) টিপ দিলেই বলিস তুই টিপ হয়েছে বাঁকা, ঠিক করার অজুহাতে আমায় ছুঁয়ে থাকা। জ্বর এসেছে শুনলে জানি কপাল ছুঁয়ে দিবি, ভালোবাসি বলতে গাধা আর কত সময় নিবি?
(২৭৮) ভালবাসো তাকে যে ভাবে তোমাকে.. বন্ধু করো তাকে যে চেনে তোমাকে.. আপন করো তাকে যে ভাবে তোমাকে.. মনে রাখো তাকে যে কখনো ভোলেনা তোমাকে.. জীবন সাথী কর তাকে যে থাকবে তোমার পাশে সারা জীবন ।
(২৭৯) এতো কষ্ট পেয়েও, তোমাকে ভুল বুঝি নি । এতো দূরে রয়েও, তোমাকে ভুলে যায় নি । নির্ঘুম রাত জেগেও, স্বপ্ন নিয়ে বেঁচে আছি । কেনো জানো ? তোমায় খুব ভালোবাসি তাই ।
(২৮০) যদি পৃথিবীকে ধ্বংস করতে একদিন, তৃতীয় মহাযুদ্ধ বাধে, যদি কমে যায় কভু আলো আকাশের ঐ চঁাদে, তবুও তুমি আমার, শুধু আমার।
(২৮১) মেয়েরা ভুলাতে পারে ছেলেদের মন মিষ্টি কথার ছলে, তাঁরা নিমিষেই ভাসাতে পারে সুখের সাগরে, তাঁরাই আবার ডুবিয়ে মারে চোখের নোনা জলে। খেলতে পারে সুন্দর করে নিঠুর প্রেমের খেলা। দিতে পারে হৃদয় জুড়ে মিছে প্রেমের জ্বালা।
(২৮২) যার কাছে সবকিছু বলা যায়... যার হাতে হাত রেখে চলা যায়... যাকে আপন বলে ভাবা যায়... যার কাছে বিশ্বাস টুকো জমা রাখা যায়.. তাকেই তো ভালবাসা যায়..
(২৮৩) যে জন দিবসে রিচার্জ কিরায়া নিশিতে উরায় টাকা।দেউলিয়া করিবে প্রেমিকা তাহার পকেট করিবে ফাকা।হায়রে দুনিয়া
(২৮৪) যে ভালবাসা বুঝেনা, তাকে ভালবাসা শিখাতে যাবেন না ! কারন সে ভালবাসা শিখবে আপনার কাছে, কিন্তু ভালবাসবে অন্য জনকে ! আর কষ্ট পাবেন আপনি ।
(২৮৫) "ভালোবাসা" শব্দটা হয় না কখনো পুরানো.. হয় না কখনো মলিন.. হয় না ধূসর কিংবা বর্নহীণ.. যা শুধু রংধনুর রঙে রঙিন.. হোক না সেটা এপার কিংবা ওপারের.. তারপরেও ভালোবাসা তো শুধুই ভালোবাসা!
(২৮৬) শুধু কাছে পাওয়ার জন্য ভালবাসা নয়, শুধু ভালো লাগার জন্য ভালবাসা নয়.. নিজের সুখ বিসর্জন দিয়ে ভালবাসার মানুষকে সুখীই রাখার নামই ভালবাসা ।
(২৮৭) সামান্য ভুল কিংবা জমে থাকা অভিমানে ...আমার ভালবাসার প্রতিদান তুমি এভাবে দিলে ...???...তোমার হাসিটা দেখব বলে আমি আজও অপেক্ষায় থাকি ...,,,...আমি জানি সে হাসিটা আমার সব দুঃখ ভুলিয়ে দেবে ...
(২৮৮) জীবন কারো জন্য থেমে থাকে না, কিন্তু মনটা মাঝে মাঝে থেমে যায়, প্রিয় মানুষটার জন্যে ....
(২৮৯) আজ না খুব একা একা লাগছে চোখের সামনে তুমি তবু যেন তোমাকে ছোয়া যায় না কেন এমন হয় বলোতো! ভালবাসা বুঝি শুধু কষ্ট দিতেই জানে! তোমাকে ছাড়া যে আমার নিশ্বাস নিতেও কষ্ট হয়!
(২৯০) যদি কাওকে সত্যি সত্যি ভালবাসতে না পারো,, তাহলে কাউকে I LOVE U বলোনা,, কারন এটা ৩ WORD না,, এটা একটা জীবনের password
(২৯১) ভেবে ছিলাম তুমি কতো আপন !! ভেবেছি পাশে থাকবে সারা জীবন !! কেন তুমি ভাঙলে এ মন ??.... ভাবিনি কখনো করবে এমন ... তারপরও তুমি আমার জীবন
(২৯২) কেউ কেউ লাভ করে ,,,,,,,,,,, আবার কেউ করে ইনজয় ,,,,,,,,,, কেউ খাঁয় ছেকা,,,,,,,,, কেউ হয় একা,,,,,,,,, কেউ বলে জান,,,, কেউ করে বিষ পান.........., কারো মুখা হাসি............ । আবার কারো গলায় ফাঁসি । LOVE NOT FAN, So সাবধান, এখনকার মেয়েরা হয় বেইমান সার্থপর ।।।
(২৯৩) আমি তোমাকে আমার জিবনের চেয়ে বেশি ভালোবাসি তোমাকে। কিন্তু তোমি কি আমাকে ভালোবাসো না?? ভালো যদি না বাসো, তাহলে আমাকে বলছো না কেনো। তোমি আমাকে ভালো না বাসলে আমি আর তোমার অপেক্ষায় তাকবো না।
(২৯৪) আমার চোখে জল আর তোমার ঠোটে হাসি,, তারপরও আমি তোমাকেই ভালবাসি..!!
(২৯৫) তুমি রাজি থাকলে প্রেম করবো, কাজী এনে বিয়া করব, রাগ করলে কিস করবো, দূরে গেলে মিস করবো, পাশে থাকলে আদর করবো, আর ভুলে গেলে খুব কষ্ট পাবো...!!
(২৯৬) যদি বলো তোমার কথা মনে পড়ে কতবার?? আমি বলব চোখের পাতা নড়ে যতবার.. যদি বলো তোমায় ভালবাসি কত?? আমি বলব আকাশে তারা আছে যত..!!
পোষ্ট করেছেন মোঃ রিপন মিয়া

No comments:
Post a Comment