অধ্যায় - ৪: শব্দ ও পদ

১. শব্দের শেষে আনি/আনী প্রত্যয় যোগ করে গঠিত স্ত্রীবাচক শব্দ হলো -
ক) অনাথিনী
খ) বাঘিনী
গ) গুনিনী
ঘ) হিমানী
সঠিক উত্তর: (ঘ)
২. ক্রিয়া যেসময় ঘটে সে সময়কে কী বলে?
ক) ক্রিয়াপদ
খ) নামপদ
গ) ক্রিয়ার কাল
ঘ) ক্রিয়ামূল
সঠিক উত্তর: (গ)
৩. ‘কিষাণ’ শব্দটির স্ত্রীলিঙ্গ করা হয় কী প্রত্যয়যোগে?
ক) ঈ-প্রত্যয়
খ) নী প্রত্যয়
গ) ই-প্রত্যয়
ঘ) আনী-প্রত্যয়
সঠিক উত্তর: (ক)
৪. অপভ্রংশের মাধ্যমে কোন ধাতু আমাদের ভাষায় এসে গেছে?
ক) সংস্কৃত ধাতু
খ) মৌলিক ধাতু
গ) সাধিত ধাতু
ঘ) খাঁটি বাংলা ধাতু
সঠিক উত্তর: (ঘ)
৫. কোনটির আগে স্ত্রীবাচক শব্দ যোগ করে লিঙ্গান্তর করতে হয়?
ক) কবি
খ) দাতা
গ) নেতা
ঘ) বাদশা
সঠিক উত্তর: (ক)
৬. কোন পদগুলোর পুরুষ বা স্ত্রীবাচক বৈশিষ্টয বোঝানো হয়?
ক) প্রাণিবাচক পদের
খ) বিশেষ্য পদের
গ) প্রাণি-অপ্রাণিবাচক পদের
ঘ) বিশেষ্য - বিশেষণ পদের
সঠিক উত্তর: (ক)
৭. বহুবচন করতে কোনটি প্রাণিবাচক ও অপ্রাণিবাচক শব্দে ব্যবহৃত হয়?
ক) সকল
খ) রাজি
গ) আবলি
ঘ) মালা
সঠিক উত্তর: (ক)
৮. শিশু, সন্তান, ডাক্তার কোন লিঙ্গের উদাহরণ?
ক) পুংলিঙ্গ
খ) স্ত্রীলিঙ্গ
গ) উভয়লিঙ্গ
ঘ) ক্লীবলিঙ্গ
সঠিক উত্তর: (গ)
৯. কোনটি একবচনের উদাহরণ?
ক) মানুষ মরণশীল
খ) শিক্ষক ছাত্র পড়াচ্ছেন
গ) লোকে বলে
ঘ) বনে বাঘ থাকে
সঠিক উত্তর: (খ)
১০. বাক্যে বিশেষ্য পদের পরিবর্তে যে পদ ব্যবহৃত হয় তাকে বলে -
ক) অব্যয়
খ) সর্বনাম
গ) বিশেষণ
ঘ) ক্রিয়া
সঠিক উত্তর: (খ)
১১. কোন শব্দটি সংজ্ঞাবাচক বিশেষ্য?
ক) প্যারিস
খ) নদী
গ) ফুল
ঘ) বই
সঠিক উত্তর: (ক)
১২. প্রাণী, বস্তু, ব্যক্তির একটি সংখ্যা বোঝালে কোন বচন হয়?
ক) একবচন
খ) একাধিক
গ) শুধু দুটি
ঘ) শুধু তিনটি
সঠিক উত্তর: (ক)
১৩. কোন বাক্যে পুরাঘটিত অতীতকালের ক্রিয়া আছে?
ক) আমরা গিয়েছি
খ) আমরা গিয়েছিলাম
গ) তুমি যেতে থাকো
ঘ) সেখানে গিয়ে দেখে আসো
সঠিক উত্তর: (খ)
১৪. কোন ধাতুটির উৎস আমাদের কাছে অজ্ঞাত রয়েছে?
ক) হৃ
খ) টান্
গ) হের
ঘ) কহ্
সঠিক উত্তর: (গ)
১৫. ক্লীবলিঙ্গ কোনগুলো?
ক) পিতা, নর
খ) চেয়ার, খাতা
গ) নদী, পর্বত
ঘ) ধাত্রী, কবিরাজ
সঠিক উত্তর: (খ)
১৬. কী থেকে ক্রিয়ার উৎপত্তি হয়?
ক) শব্দ
খ) ধাতু
গ) প্রত্যয়
ঘ) প্রাতিপাদিক
সঠিক উত্তর: (খ)
১৭. কেবল অপ্রাণিবাচক শব্দের বহুবচন বোঝাতে কোনগুলো ব্যবহৃত হয়?
ক) গণ, বৃন্দ, বর্গ
খ) কুল, নিচয়, সমূহ
গ) পুঞ্জ, দাম, মালা, রাজি
ঘ) মন্ডলী, আবলি, সব
সঠিক উত্তর: (গ)
১৮. ক্রিয়াপদকে বিশ্লেষণ করলে দুটো অংশ পাওয়া যায় - কী কী?
ক) মৌলিক ধাতু ও সিদ্ধ ধাতু
খ) ক্রিয়ামূল ও ক্রিয়া বিভক্তি
গ) গম্ ও গট্ ধাতু
ঘ) স্বয়ংসিদ্ধ ও মৌলিক ধাতু
সঠিক উত্তর: (খ)
১৯. মা শিশুকে দুধ খাওয়াচ্ছেন। - এটি কোন ক্রিয়ার উদাহরণ?
ক) দ্বিকর্মক ক্রিয়ার
খ) যৌগিক ক্রিয়ার
গ) অকর্মক ক্রিয়ার
ঘ) অসমাপিকা ক্রিয়ার
সঠিক উত্তর: (ক)
২০. যে সে, যা তা - কী বাচক সর্বনাম?
ক) নির্দেশক
খ) সাকুল্য
গ) সাপেক্ষ
ঘ) অনির্দেশক
সঠিক উত্তর: (গ)
২১. ‘পদের সঙ্গে কোনো কিছুর যোগ না করে একবচন বোঝানো হয়েছে কোন শব্দে?>
ক) খেলোয়াড়
খ) ছাত্র
গ) গাছ
ঘ) সবগুলোই সঠিক
সঠিক উত্তর: (ঘ)
২২. নিচের কোন বাক্যটিতে সংজ্ঞাবাচক পদের উদাহরণ রয়েছে?
ক) আমাদের বাড়ি ধলেশ্বরী নদীর পাড়ে
খ) আমি বই পড়ছি
গ) মানুষ মরণশীল
ঘ) নদী সাগরে গিয়ে মেশে
সঠিক উত্তর: (ক)
২৩. বিশেষ্য, বিশেষণের সঙ্গে কর্, দে ইত্যাদি মৌলিক ধাতু যুক্ত হয়ে যে নতুন ধাতু গঠিত হয় তার নাম কী?
ক) মৌলিক ধাতু
খ) সংযোগমূলক ধাতু
গ) নাম ধাতু
ঘ) বাংলা ধাতু
সঠিক উত্তর: (খ)
২৪. ‘সে পড়া বলে গেল।’- কোন ক্রিয়া?
ক) মৌলিক ক্রিয়া
খ) যৌগিক ক্রিয়া
গ) প্রযোজক ক্রিয়া
ঘ) ণিজন্ত ক্রিয়া
সঠিক উত্তর: (খ)
২৫. বহুবচন হয় না কোনগুলোর?
ক) বই, কলম, কাগজ
খ) ছাত্র, ফুল, মানুষ
গ) জামা, টাকা, বাড়ি
ঘ) পানি, সোনা, রূপা
সঠিক উত্তর: (ঘ)
২৬. কাঞ্চন বই পড়ছে। - বাক্যে কোন ক্রিযার প্রয়োগ ঘটেছে?
ক) সকর্মক ক্রিয়া
খ) অকর্মক ক্রিয়া
গ) দ্বিকর্মক ক্রিয়া
ঘ) যৌগিক ক্রিয়া
সঠিক উত্তর: (ক)
২৭. ছাত্র, শিক্ষক কোন লিঙ্গ?
ক) স্ত্রীলিঙ্গ
খ) পুংলিঙ্গ
গ) ক্লীবলিঙ্গ
ঘ) উভলিঙ্গ
সঠিক উত্তর: (খ)
২৮. অন্ধ আলো চায়। এ বাক্যটিতে ‘অন্ধ’ কোন পদ?
ক) সর্বনাম
খ) বিশেষণ
গ) বিশেষ্য
ঘ) অব্যয়
সঠিক উত্তর: (গ)
২৯. কোনটি শ্রেণিবাচক বিশেষ্য?
ক) যমুনা
খ) পাখি
গ) সংঘ
ঘ) ভোজন
সঠিক উত্তর: (খ)
৩০. সাধারণত পদ কয় প্রকার?
ক) তিন
খ) চার
গ) পাঁচ
ঘ) ছয়
সঠিক উত্তর: (গ)
৩১. ‘মাতৃ’ শব্দটি কোন পদ?
ক) ক্রিয়া
খ) সর্বনাম
গ) বিশেষ্য
ঘ) বিশেষণ
সঠিক উত্তর: (গ)
৩২. যে বিশেষ্য দ্বারা কোনো ব্যক্তি, প্রাণী, স্থান, পর্বত ইত্যাদি নির্দিষ্ট নাম বোঝায়, তাকে কী বলে?
ক) ভাববাচক বিশেষ্য
খ) সমষ্টিবাচক বিশেষ্য
গ) শ্রেণিবাচক বিশেষ্য
ঘ) সংজ্ঞাবাচক বিশেষ্য
সঠিক উত্তর: (ঘ)
৩৩. কোন শব্দের লিঙ্গান্তর হয় না?
ক) মানী
খ) নেতা
গ) পতি
ঘ) কবিরাজ
সঠিক উত্তর: (ঘ)
৩৪. ‘এসব’ সর্বনামের এক বচন কী?
ক) এগুলো
খ) এখানা
গ) এটা
ঘ) এসব
সঠিক উত্তর: (গ)
৩৫. ‘কুলি’ শব্দের স্ত্রীবাচক শব্দ কী?
ক) কুলিনী
খ) মেয়ে কুলি
গ) মজুরনী
ঘ) কামিন
সঠিক উত্তর: (ঘ)
৩৬. নিত্য পুরুষবাচক শব্দ কোনটি?
ক) বেয়াই
খ) বিপত্নীক
গ) দাবাড়ু
ঘ) সাহেব
সঠিক উত্তর: (খ)
৩৭. যে ক্রিয়া দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণ হয়, তাকে বলে -
ক) সমাপিকা ক্রিয়া
খ) অকর্মক ক্রিয়া
গ) যৌগিক ক্রিয়া
ঘ) অসমাপিকা ক্রিয়া
সঠিক উত্তর: (ঘ)
৩৮. ‘কর্’ কোন ধাতুর উদাহরণ?
ক) সাধিত ধাতু
খ) নাম ধাতু
গ) মৌলিক ধাতু
ঘ) যৌগিক ধাতু
সঠিক উত্তর: (গ)
৩৯. ‘কাল একবার আসিও’ - বাক্যটি কোন কালের অনুজ্ঞায় ব্যবহৃত হয়?
ক) ভবিষ্যৎ
খ) সাধারণ বর্তমান
গ) ঘটমান বর্তমান
ঘ) পুরাঘটিত বর্তমান
সঠিক উত্তর: (ক)
৪০. অর্থপূর্ণ ধ্বনি বা ধ্বনিসমষ্টিকে বলে -
ক) বর্ণ
খ) পদ
গ) শব্দ
ঘ) প্রত্যয়
সঠিক উত্তর: (গ)
৪১. কোনগুলো একবচন নির্দেশ করতে ব্যবহৃত হয়?
ক) দের, গুলো
খ) মালা, রাজি
গ) খানা, খানি
ঘ) সকল, সব
সঠিক উত্তর: (গ)
৪২. মৌলিক ধাতুগুলোকে কয় শ্রেণিতে ভাগ করা যায়?
ক) দু শ্রেণিতে
খ) তিন শ্রেণিতে
গ) চার শ্রেণিতে
ঘ) পাঁচ শ্রেণিতে
সঠিক উত্তর: (খ)
৪৩. অনুকার শব্দ আ-প্রত্যয়যোগে ধাতুরূপে ব্যবহৃত হলে তাকে কোন ধাতু বলে?
ক) প্রযোজক ধাতু
খ) ধ্বন্যাত্মক ধাতু
গ) নামধাতু
ঘ) ণিজন্ত ধাতু
সঠিক উত্তর: (খ)
৪৪. ‘সূর্য পূর্ব দিকে ওঠে।’ - কোন বর্তমান কাল?
ক) সাধারণ বা নিত্যবৃত্ত
খ) পুরাঘটিত
গ) ঘটমান
ঘ) বর্তমান অনুজ্ঞা
সঠিক উত্তর: (ক)
৪৫. দুই আর দুইয়ে চার হয় - কোন কালের ক্রিয়া?
ক) ঘটমান অতীত
খ) পুরাঘটিত বর্তমান
গ) পুরাঘটিত অতীত
ঘ) নিত্যবৃত্ত বর্তমান
সঠিক উত্তর: (ঘ)
৪৬. ‘শ্বেতাঙ্গ’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হলো -
ক) শ্বেতাঙ্গিনী
খ) শ্বেতাঙ্গা
গ) শ্বেতাঙ্গী
ঘ) শ্বেতাঙ্গানী
সঠিক উত্তর: (ক)
৪৭. বাক্যে ব্যবহৃত শব্দকে কী বলে?
ক) বর্ণ
খ) ধ্বনি
গ) বাক্য
ঘ) পদ
সঠিক উত্তর: (ঘ)
৪৮. বিদেশি ধাতু কোনটি?
ক) ছাষ্
খ) টান্
গ) গড্
ঘ) বুধ্
সঠিক উত্তর: (খ)
৪৯. শ্রেণিবাচক বিশেষ্য কোনটি?
ক) শ্রীপুর
খ) জনতা
গ) বাঙালি
ঘ) ভোজন
সঠিক উত্তর: (গ)
৫০. বহুবচনে কয়টি সংখ্যা নির্দেশ করে?
ক) একটি
খ) একাধিক
গ) শুধু দুটি
ঘ) শুধু তিনটি
সঠিক উত্তর: (খ)
৫১. কোনটি সঠিক বহুবচন?
ক) ছাত্রগুলো
খ) ছাত্রাবলি
গ) সবছাত্র
ঘ) ছত্রমাল
সঠিক উত্তর: (গ)
৫২. শব্দের শেষে ‘ইনী’ প্রত্যয় যোগে গঠিত স্ত্রীবাচক শব্দের উদাহরণ কোনটি?
ক) সুকেশিনী
খ) মেথরানি
গ) হিমানী
ঘ) কুমারনী
সঠিক উত্তর: (ক)
৫৩. কোনটির দুটি পুরুষবাচক শব্দ আছে?
ক) আয়া
খ) ননদ
গ) প্রিয়া
ঘ) শিষ্যা
সঠিক উত্তর: (খ)
৫৪. ‘বৃন্দ’ প্রতীকটির সঠিক প্রয়োগ হবে কোন শব্দে?
ক) টাকা
খ) সময়
গ) ঘড়ি
ঘ) ভক্ত
সঠিক উত্তর: (ঘ)
৫৫. বাংলা রীতিতে দুইয়ের মধ্যে তুলনায় কোন অনুসর্গ যুক্ত হয়?
ক) সবচেয়ে
খ) তম
গ) তর
ঘ) চেয়ে, অপেক্ষা
সঠিক উত্তর: (ঘ)
৫৬. ইতিহাসের ঘটনা বর্ণনায় অতীত কালের ক্রিয়া নিত্য বর্তমান হিসেবে ব্যবহৃত হলে তাকে কোন কাল বলা হয়?
ক) ঘটমান বর্তমান কাল
খ) পুরাঘটিত বর্তমান কাল
গ) নিত্যবৃত্ত বর্তমান কাল
ঘ) ঐতিহাসিক বর্তমান কাল
সঠিক উত্তর: (ঘ)
৫৭. ‘১৯৭১ সালে এদেশে ৩০ লক্ষ লোক মারা গিয়েছিল’ - কোন কালের উদাহরণ?
ক) সাধারণ অতীত
খ) অতীত কাল
গ) ভবিষ্যৎ কাল
ঘ) সাধারণ অতীত
সঠিক উত্তর: (খ)
৫৮. যে পদ কোনো ব্যক্তি, বস্তু, জাতি, কাজ বা গুণের নাম বোঝায় তাকে কী বলে?
ক) সর্বনাম পদ
খ) অব্যয় পদ
গ) বিশেষণ পদ
ঘ) বিশেষ্য পদ
সঠিক উত্তর: (ঘ)
৫৯. বর্তমানকালের অনুজ্ঞার মাধ্যম পুরুষের তুচ্ছার্থক ক্রিয়াপদে কোন বিভক্তি হবে?
ক) শূন্য বিভক্তি
খ) দ্বিতীয়া বিভক্তি
গ) তৃতীয়া বিভক্তি
ঘ) চতুর্থী বিভক্তি
সঠিক উত্তর: (ক)
৬০. বিশেষ্যকে নির্দিষ্ট করে দেয়ে যে সর্বনাম তা হলো -
ক) সাপেক্ষ সর্বনাম
খ) নির্দেশক সর্বনাম
গ) প্রশ্নসূচক সর্বনাম
ঘ) ব্যক্তিবাচক সর্বনাম
সঠিক উত্তর: (খ)
৬১. যে ক্রিয়া সাধারণত নিত্য বা সবসময় ঘটে থাকে তার কালকে কোন কাল বলে?
ক) ঘটমান বর্তমান
খ) পুরাঘটিত বর্তমান
গ) নিত্যবৃত্ত বর্তমান
ঘ) উপরের সব কয়টি
সঠিক উত্তর: (গ)
৬২. কোনটি আ-প্রত্যয় যোগে সাধিত স্ত্রীবাচক শব্দ?
ক) নায়িকা
খ) গায়িকা
গ) আধুনিকা
ঘ) বালিকা
সঠিক উত্তর: (গ)
৬৩. ক্রিয়াবাচক বিশেষ্য কোনটি?
ক) পানি
খ) ভোজন
গ) সভা
ঘ) জনতা
সঠিক উত্তর: (খ)
৬৪. ‘দীন’ শব্দের বিশেষ্য কোনটি?
ক) দৈন্য
খ) দীনতা
গ) দুটোই
ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর: (গ)
৬৫. শব্দের যে বৈশিষ্ট্য থেকে পুরুষ বা স্ত্রী বোঝা যায় তাকে কী বলে?
ক) প্রত্যয়
খ) লিঙ্গ
গ) বিভক্তি
ঘ) পদ
সঠিক উত্তর: (খ)
৬৬. শব্দকে পদ হতে হলে তার সঙ্গে কী যুক্ত থাকতে হয়?
ক) প্রত্যয়
খ) বিভক্তি
গ) অনুসর্গ
ঘ) উপসর্গ
সঠিক উত্তর: (খ)
৬৭. ‘খোকা স্কুলে গিয়েছিল’ - বাক্যটি কোন কালের?
ক) সাধারণ অতীত কাল
খ) পুরাঘটিত অতীত কাল
গ) ঘটমান বর্তমান কাল
ঘ) পুরাঘটিত বর্তমান কাল
সঠিক উত্তর: (খ)
৬৮. কোনটি সাধারণ ভবিষ্যতকালের উদাহরণ?
ক) মনীষা দৌড়াতে থাকবে
খ) আমি হব সকাল বেলার পাখি
গ) রিতা ঘুমাচ্ছিল
ঘ) এবার মা খেতে ডেকেছেন
সঠিক উত্তর: (খ)
৬৯. বাংলায় কোন কোন পদের পুরুষ নেই?
ক) সর্বনাম, অব্যয়
খ) বিশেষণ, ক্রিয়া
গ) সর্বনাম, বিশেষ্য
ঘ) বিশেষণ, অব্যয়
সঠিক উত্তর: (ঘ)
৭০. নিচের কোনটি স্ত্রীবাচক শব্দ?
ক) বিদুষী
খ) শিশু
গ) চেয়ার
ঘ) সুন্দর
সঠিক উত্তর: (ক)
৭১. জনতা ক্ষেপে গেলে কারো রক্ষা নেই। এখানে ‘জনতা’ কোন ধরনের বিশেষ্য?
ক) সংজ্ঞাবাচক বিশেষ্য
খ) শ্রেণিবাচক বিশেষ্য
গ) সমষ্টিবাচক বিশেষ্য
ঘ) ভাববাচক বিশেষ্য
সঠিক উত্তর: (গ)
৭২. সমিতি, সভা, দল কোন জাতীয় বিশেষ্য?
ক) সংজ্ঞাবাচক
খ) সমষ্টিবাচক
গ) গুণবাচক
ঘ) বস্তুবাচক
সঠিক উত্তর: (খ)
৭৩. নিত্য পুরুষবাচক শব্দ কোনটি?
ক) কুলটা
খ) শূদ্র
গ) চাতক
ঘ) কৃতদার
সঠিক উত্তর: (ঘ)
৭৪. ঈ-প্রত্যয়যোগে গঠিত স্ত্রীলিঙ্গ কোনটি?
ক) জেলেনি
খ) চাকরানি
গ) বাঘিনী
ঘ) চাচি
সঠিক উত্তর: (ঘ)
৭৫. মৌলিক ধাতুর পরে প্রেরণার্থে ‘আ’ প্রত্যয়যোগে যে ধাতু গঠিত হয়, তাকে কী বলে?
ক) সাধিত ধাতু
খ) প্রযোজক ধাতু
গ) নাম ধাতু
ঘ) সংযোগমূলক ধাতু
সঠিক উত্তর: (খ)
৭৬. ‘মা রান্না করছেন’ - এখানে ‘করছেন’ হলো -
ক) সকর্মক ক্রিয়া
খ) অকর্মক ক্রিয়া
গ) সমাপিকা ক্রিয়া
ঘ) অসমাপিকা ক্রিয়া
সঠিক উত্তর: (ক)
৭৭. ‘ন্যায়’ শব্দের বিশেষণ কী?
ক) ন্যায়িক
খ) ন্যায্য
গ) ন্যায়সংগত
ঘ) ন্যায়কৃত
সঠিক উত্তর: (খ)
৭৮. যে ক্রিয়া সবেমাত্র ঘটেছে, এখনো তার ফল বর্তমান আছে তার কালকে কী বলে?
ক) পুরাঘটিত বর্তমান
খ) ঘটমান বর্তমান
গ) সাধারণ বর্তমান
ঘ) বর্তমান অনুজ্ঞা
সঠিক উত্তর: (ক)
৭৯. কোনটিতে বৃহদার্থে স্ত্রীবাচক প্র‌ত্যয় যুক্ত হয়েছে?
ক) হিমানী
খ) পুস্তিকা
গ) অরণ্যানী
ঘ) গীতিকা
সঠিক উত্তর: (গ)
৮০. নিচের কোনটি শুদ্ধ?
ক) পাখিগণ
খ) পর্বতরাজি
গ) কবিতানিচয়
ঘ) মেঘপুঞ্জ
সঠিক উত্তর: (ঘ)
৮১. বহুত্বজ্ঞাপক বা সমষ্টিবাচক পদ বিশেষণরূপে শব্দের পূর্বে বসিয়ে বহুবচন করা হয়েছে কোন শব্দে?
ক) জলরাশি
খ) রচনাবলি
গ) সুধীমন্ডলী
ঘ) কত বই
সঠিক উত্তর: (ঘ)
৮২. যে ক্রিয়া সাধারণভাবে অতীত কালে ঘটেছে। তার কালকে কী বলে?
ক) পুরাঘটিত অতীত
খ) ঘটমান অতীত
গ) সাধারণ অতীত
ঘ) নিত্যবৃত্ত অতীত
সঠিক উত্তর: (গ)
৮৩. আদেশ, উপদেশ, নিষেধ - এগুলো ক্রিয়ার কোন ভাব?
ক) সাপেক্ষ ভাব
খ) অনুজ্ঞা ভাব
গ) নির্দেশক ভাব
ঘ) আকাঙ্ক্ষা ভাব
সঠিক উত্তর: (খ)
৮৪. খাঁটি বাংলা ধাতু কোনটি?
ক) অঙ্ক্
খ) আঁক্
গ) ডর্
ঘ) কৃৎ
সঠিক উত্তর: (খ)
৮৫. কোনটিতে প্রযোজক ধাতুর ব্যবহার?
ক) যে নিজে করেনা, অন্যকে দিয়ে করায়
খ) কাজটা ভালো দেখায় না
গ) ছেলেটিকে কাঁদাচ্ছ কেন?
ঘ) আজ তোমাদেরকে গল্প শোনাব
সঠিক উত্তর: (ক)