১. পদার্থের অবস্থার পরিবর্তনে কোনটির প্রভাব উল্লেখযোগ্য?
  • ক) তাপ
  • খ) চাপ
  • গ) সময়
  • ঘ) তাপমাত্রা ও চাপ
  • সঠিক উত্তর: (ক)
    ২. ভিন্ন তাপমাত্রার দুই বা ততোধিক বস্তু পরস্পরের সংস্পর্শে থাকার ফলে-
    i. বেশি তাপমাত্রার বস্তুটি তাপ বর্জন ও কম তাপমাত্রার বস্তুটি তাপ গ্রহণ করে
    ii. তাপ অধিক তাপমাত্রাবিশিষ্ট বস্তু থেকে কম তাপমাত্রাবিশিষ্ট বস্তু থেকে কম তাপমাত্রাবিশিষ্ট বস্তুতে প্রবাহিত হবে
    iii. তাপ কম তাপমাত্রাবিশিষ্ট বস্তু থেকে বেশি তাপমাত্রাবিশিষ্ট বস্তুতে প্রবাহিত হবে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ৩. পাত্রের প্রসারণ বিবেচনায় না এনে তরলের যে প্রসারণ পাওয়া যায় তাকে কী বলে?
  • ক) আপাত প্রসারণ
  • খ) প্রকৃত প্রসারণ
  • গ) আয়তন প্রসারণ
  • ঘ) ক্ষেত্র প্রসারণ
  • সঠিক উত্তর: (ক)
    ৪. 1m3 আয়তনের কঠিন পদার্থের তাপমাত্রা 1K বৃদ্ধির ফলে যতটুকু আয়তন বৃদ্ধি পায় তাকে ঐ বস্তুর উপাদানের কী বলে?
  • ক) আয়তন প্রসারণ সহগ
  • খ) ক্ষেত্র প্রসারণ সহগ
  • গ) আয়তন প্রসারণ
  • ঘ) দৈর্ঘ্য প্রসারণ
  • সঠিক উত্তর: (ক)
    ৫. পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রার 1/273.16 ভাগকে কী বলে?
  • ক) 1 কেলভিন
  • খ) 1 ক্যালরি
  • গ) 1 ফারেনহাইট
  • ঘ) 1 সেলসিয়াস
  • সঠিক উত্তর: (ক)
    ৬. পাত্রে আবদ্ধ তরল পদার্থের কোনো অংশের উপর বাইরে থেকে চাপ প্রয়োগ করলে-
    i. তরল পদার্থের ঐ অংশের চাপ অপরিবর্তিত থাকবে
    ii. তরল পদার্থের সবদিকের চাপ কমে যাবে
    iii. তরল পদার্থের সবদিকের চাপ সমানভাবে সঞ্চালিত হবে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i
  • খ) ii
  • গ) iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ৭. ভেজা কাপড় রোদে শুকিয়ে যায় কারণ-
    i. বাষ্পীভবনের জন্য
    ii. তাপমাত্রার জন্য
    iii. স্বত:বাষ্পীভবনের জন্য
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ৮. ফারেনহাইট স্কেলের নিম্ন স্থিরাঙ্ক কত?
  • ক) ০
  • খ) 32
  • গ) 273
  • ঘ) -273
  • সঠিক উত্তর: (খ)
    ৯. তাপ প্রয়োগে একটি নির্দিষ্ট তাপমাত্রায় তরলের সকল স্থান থেকে দ্রুত বাষ্পে পরিণত হওয়ার ঘটনাকে কী বলে?
  • ক) গলন
  • খ) স্ফুটন
  • গ) গলনাঙ্ক
  • ঘ) স্ফুটনাঙ্ক
  • সঠিক উত্তর: (খ)
    ১০. ফারেনহাইট স্কেলের উর্ধ্ব স্থিরাঙ্ক কত?
  • ক) 100
  • খ) 212
  • গ) 373
  • ঘ) 32
  • সঠিক উত্তর: (খ)
    ১১. তাপমাত্রিক ধর্মগুলো হচ্ছে-
    i. আয়তন
    ii. রোধ
    iii. চাপ
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ১২. কোনটিতে তাপীয় প্রসারণ কম?
  • ক) পানি
  • খ) অক্সিজেন
  • গ) নাইট্রোজেন
  • ঘ) হিলিয়াম
  • সঠিক উত্তর: (ক)
    ১৩. অসম তাপমাত্রার দুটি বস্তু তাপীয় সংস্পর্শে আনা হলে তাদের মধ্যে কীসের আদান প্রদান হয়?
  • ক) তাপ গ্রহণ
  • খ) তাপ বর্জন
  • গ) তাপমাত্রা গ্রহণ
  • ঘ) কোনটিই নয়
  • সঠিক উত্তর: (খ)
    ১৪. 1500g সীসার তাপমাত্রা 700C বাড়াতে কত জুল তাপের প্রয়োজন?
  • ক) 13650
  • খ) 1300
  • গ) 13560
  • ঘ) 13500
  • সঠিক উত্তর: (ক)
    ১৫. গরমের দিনে নতুন মাটির কলসিতে পানি রাখলে ঐ পানি ঠান্ডা হয় কেন?
  • ক) কলসির গায়ে ছিদ্র থাকে না বলে
  • খ) কলসির গায়ে ছিদ্র থাকে বলে
  • গ) বাষ্পায়ন সৃষ্টি হয় না বলে
  • ঘ) মাটি থেকে ঠান্ডা শোষণ করতে পারে বলে
  • সঠিক উত্তর: (খ)
    ১৬. প্রমাণ চাপে যে তাপমাত্রায় বিশুদ্ধ বরফ গলে পানি হয় অথবা বিশুদ্ধ পানি জমে বরফ হয় তাকে কী বলে?
  • ক) নিম্ন স্থিরাঙ্ক
  • খ) উর্ধ্ব স্থিরাঙ্ক
  • গ) ত্রৈধবিন্দু
  • ঘ) সুপ্ততাপ
  • সঠিক উত্তর: (ক)
    ১৭. তাপ প্রয়োগ করলে কঠিন পদার্থের কোনটি বৃদ্ধি পায়?
  • ক) দৈর্ঘ্য
  • খ) ক্ষেত্রফল
  • গ) আয়তন
  • ঘ) সবকয়টি
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৮. যে যন্ত্রের সাহায্যে তাপ পরিমাপ করা হয় তাকে কী বলে?
  • ক) অ্যামিটার
  • খ) ভোল্টমিটার
  • গ) থার্মোমিটার
  • ঘ) ক্যালরিমিটার
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৯. কোন পদার্থটির উপর চাপ বৃদ্ধি করলে এর গলনাঙ্ক বাড়ে?
  • ক) বরফ
  • খ) তামা
  • গ) বিসমাথ
  • ঘ) অ্যান্টিমনি
  • সঠিক উত্তর: (খ)
    ২০. জলীয় বাষ্পের আপেক্ষিক তাপ কত?
  • ক) 4200
  • খ) 2100
  • গ) 2000
  • ঘ) 230
  • সঠিক উত্তর: (গ)
    ২১. তরলের প্রসারণ বলতে কোনটিকে বুঝায়?
  • ক) তরলের আয়তন প্রসারণকে
  • খ) তরলের ক্ষেত্র প্রসারণকে
  • গ) তরলের দৈর্ঘ্য প্রসারণকে
  • ঘ) তরলের দৈর্ঘ্য প্রসারণ সহগকে
  • সঠিক উত্তর: (ক)
    ২২. পানির আপেক্ষিক তাপ কত Jkg-1K-1?
  • ক) 4200
  • খ) 2100
  • গ) 2000
  • ঘ) 130
  • সঠিক উত্তর: (ক)
    ২৩. মোম তরলে রূপান্তরের সময়-
    i. আয়তন বেড়ে যায়
    ii. আয়তন কমে যায়
    iii. চাপ বাড়লে গলনাঙ্ক বেড়ে যায়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ২৪. তাপমাত্রিক ধর্মগুলো হলো-
    i. আয়তন
    ii. রোধ
    iii. চাপ
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৫. পদার্থের তরল অবস্থা থেকে বাষ্পে পরিণত হওয়ার ঘটনাকে কী বলে?
  • ক) বাষ্পীভবন
  • খ) ঘনীভবন
  • গ) গলন
  • ঘ) পুন:শিলীভবন
  • সঠিক উত্তর: (ক)
    ২৬. তাপ প্রয়োগে কঠিন পদার্থকে তরলে পরিণত করাকে কী বলে?
  • ক) গলন
  • খ) স্ফুটন
  • গ) বাষ্পীভবন
  • ঘ) পাতন
  • সঠিক উত্তর: (ক)
    ২৭. থার্মোমিটারের মধ্যে কোন পদার্থ ব্যবহার করা হয়?
  • ক) তাপমিতিক পদার্থ
  • খ) কুপরিবাহী
  • গ) অর্ধপরিবাহী
  • ঘ) অন্তরক
  • সঠিক উত্তর: (ক)
    ২৮. সেলসিয়াস স্কেলের নিম্ন স্থিরাঙ্ক কত?
  • ক) 100
  • খ) 0
  • গ) 212
  • ঘ) 373
  • সঠিক উত্তর: (খ)
    ২৯. 300C তাপমাত্রায় একটি ধাতব পাত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেলে পদার্থটির দৈর্ঘ্য প্রসারণ সহগ কত?
  • ক) 11×10-6K-1
  • খ) 33.33×10-4K-1
  • গ) 3.33×10-4K
  • ঘ) 16.7×10-6K-1
  • সঠিক উত্তর: (খ)
    ৩০. কোনো কঠিন পদার্থের তাপমাত্রা বৃদ্ধি করলে এর আয়তন বৃদ্ধি পায়। একে কী বলে?
  • ক) দৈর্ঘ্য প্রসারণ
  • খ) আয়তন প্রসারণ সহগ
  • গ) আয়তন প্রসারণ
  • ঘ) আয়তন সংকোচন
  • সঠিক উত্তর: (গ)
    ৩১. তরলের উপরিতল থেকে ধীরে ধীরে বাষ্পে পরিণত হওয়াকে কী বলে?
  • ক) বাষ্পায়ন
  • খ) স্ফুটন
  • গ) উর্ধ্বপাতন
  • ঘ) গলন
  • সঠিক উত্তর: (ক)
    ৩২. কোনো বস্তুর আপেক্ষিক তাপ কোনটির উপর নির্ভর করে?
  • ক) ভর
  • খ) আয়তন
  • গ) উপাদান
  • ঘ) ঘনত্ব
  • সঠিক উত্তর: (গ)
    ৩৩. দুটি বস্তু A এবং B কে পরস্পরের তাপীয় সংস্পর্শে আনা হলে তাদের মধ্যে তাপের আদান-প্রদান কোন শর্তে হবে?
  • ক) বস্তুদ্বয়ের তাপমাত্রা একই কিন্তু তাপের পরিমাণ ভিন্ন হয়
  • খ) বস্তুদ্বয়ের তাপমাত্রা এবং তাপের পরিমাণ উভয়ই সমান হয়
  • গ) বস্তুদ্বয়ের তাপমাত্রা ভিন্ন অথচ তাপের পরিমাণ সমান বা অসমান
  • ঘ) বস্তুদ্বয় তাপ কুপরিবাহী হয়
  • সঠিক উত্তর: (গ)
    ৩৪. প্রকৃত প্রসারণকে কী দ্বারা প্রকাশ করা হয়?
  • ক) Va
  • খ) Vg
  • গ) Vr
  • ঘ) Rr
  • সঠিক উত্তর: (গ)
    ৩৫. বস্তুর দৈর্ঘ্য প্রসারণ Δi(A)=?
  • ক) 0.033m
  • খ) 100.033m
  • গ) 99.96m
  • ঘ) 33×106m
  • সঠিক উত্তর: (ক)
    ৩৬. একটি লোহার ও একটি পিতলের সদৃশ পাতকে পাশাপাশি একসাথে জোড়া দিয়ে একটি দ্বিধাতব পাত তৈরি করা হলে কক্ষ তাপমাত্রায় কী ঘটবে?
  • ক) নিচের দিকে বেঁকে যায়
  • খ) সোজা থাকে
  • গ) উপরের দিকে বেঁকে যায়
  • ঘ) অপরিবর্তিত থাকে
  • সঠিক উত্তর: (খ)
    ৩৭. তাপের আদান-প্রদান বস্তুদ্বয়ের-
    i. তাপের পরিমাপের উপর নির্ভর করে
    ii. তাপীয় অবস্থার উপর নির্ভর করে
    iii. আয়তন ও আকৃতির উপর নির্ভর করে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৮. ত্বরণের উপরিতলের ক্ষেত্রফলের বৃদ্ধির সাথে বাষ্পায়নের পরিবর্তন কিরূপ হয়?
  • ক) হ্রাস পায়
  • খ) বৃদ্ধি ও হ্রাস উভয়ই ঘটে
  • গ) বন্ধ হয়ে যায়
  • ঘ) বৃদ্ধি পায়
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৯. 1kg পানির তাপমাত্রা 1K কমালে যে পরিমাণ তাপ নির্গত হয় তা দিয়ে কতটুকু বরফের তাপমাত্রা 1K বৃদ্ধি করা যাবে?
  • ক) 0.1kg
  • খ) 0.5kg
  • গ) 2kg
  • ঘ) 10kg
  • সঠিক উত্তর: (গ)
    ৪০. কীভাবে তাপ প্রবাহিত হয়?
  • ক) উষ্ণতর বস্তু থেকে শীতলতর বস্তুর দিকে
  • খ) উষ্ণতর বস্তু থেকে উষ্ণতর বস্তুর দিকে
  • গ) শীতলতর বস্তু থেকে শীতলতর বস্তুর দিকে
  • ঘ) উষ্ণতর বস্তু থেকে শীতলতর বস্তুর দিকে
  • সঠিক উত্তর: (ক)
    ৪১. তাপমাত্রার এস.আই. একক কী?
  • ক) ফারেনহাইট
  • খ) ক্যালরি
  • গ) কেলভিন
  • ঘ) সেলসিয়াস
  • সঠিক উত্তর: (গ)
    ৪২. দুটি পাত্রে সমান ভরের পানির তাপমাত্রা ভিন্ন হলে তাপের কী ঘটবে?
  • ক) যে পাত্রের তাপমাত্রা বেশি তার তাপ বেশি
  • খ) যে পাত্রের তাপমাত্রা কম তার তাপ বেশি
  • গ) যে পাত্রের তাপমাত্রা বেশি তার তাপ কম
  • ঘ) উভয় পাত্রের পানির তাপ সমান
  • সঠিক উত্তর: (ক)
    ৪৩. তাপমাত্রিক ধর্ম হচ্ছে-
    i. আয়তন
    ii. রোধ
    iii. চাপ
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৪৪. পানির ত্রৈধ বিন্দুর তাপমাত্রা-
    i. 273K
    ii. 373K
    iii. 173K
    নিচের কোনটি সঠিক?
  • ক) i
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ৪৫. মৌলিক ব্যবধানকে নানাভাবে ভাগ করে তাপমাত্রার কোন স্কেল তৈরি করা হয়?
  • ক) সেলসিয়াস স্কেল
  • খ) ফারেনহাইট স্কেল
  • গ) কেলভিন স্কেল
  • ঘ) উপরের সবকয়টি
  • সঠিক উত্তর: (ঘ)
    ৪৬. তরল পদার্থকে তাপ প্রয়োগ করলে যখন তাপমাত্রা স্ফুটনাংকে চলে আসে তখন কোনটি স্থির থাকে?
  • ক) তাপ
  • খ) তাপমাত্রা
  • গ) গলনাংক
  • ঘ) হিমাংক
  • সঠিক উত্তর: (খ)
    ৪৭. তাপধারণ ক্ষমতার একক কী?
  • ক) JK-1
  • খ) JS-1
  • গ) J
  • ঘ) J-1
  • সঠিক উত্তর: (ক)
    ৪৮. আপেক্ষিক তাপ-
    i. এর একক হচ্ছে Jkg-1K-1
    ii. জলীয় বাষ্পের 2000Jkg-1K-1
    iii. তামার 400Jkg-1K-1
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৪৯. কোনো বস্তুর তাপমাত্রা 277K হলে ফারেনহাইট স্কেলে এর মান কত?
  • ক) 36.9
  • খ) 37.2
  • গ) 38.9
  • ঘ) 39.2
  • সঠিক উত্তর: (ঘ)
    ৫০. বায়ুশুন্য স্থানে বরফের গলনাঙ্ক কত?
  • ক) 00C
  • খ) 1000C
  • গ) 0.00780C
  • ঘ) 780C
  • সঠিক উত্তর: (গ)
    ৫১. কোনো অণু যখন পার্শ্ববর্তী অণুর কাছাকাছি যেতে চায় তখন সেটি কী অণুভব করে?
  • ক) আকর্ষণ
  • খ) বিকর্ষণ
  • গ) প্রথমে বিকর্ষণ পরে আকর্ষণ
  • ঘ) আকর্ষণ-বিকর্ষণ
  • সঠিক উত্তর: (খ)
    ৫২. গ্লিসারিনের প্রকৃত প্রসারণ সহগ 5310-5K-1। 00C তাপমাত্রায় 200cm3 গ্লিসারিনের তাপমাত্রা 300C বাড়ালে এর প্রসারণ কত হবে?
  • ক) 3.18cm3
  • খ) 4.18cm3
  • গ) 5.18cm3
  • ঘ) 6.18cm3
  • সঠিক উত্তর: (ক)
    ৫৩. কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তরের সময় পদার্থ যে তাপ শোষণ করে তা কোন কাজে লাগে?
  • ক) আন্তঃআণবিক বন্ধন ভাঙ্গতে
  • খ) আন্তঃআণবিক দূরত্ব কমাতে
  • গ) আন্তঃআণবিক শক্তি বাড়াতে
  • ঘ) ঘনীভবন
  • সঠিক উত্তর: (গ)
    ৫৪. আপেক্ষিক তাপের একক কোনটি?
  • ক) JK-1
  • খ) Jkg-1K-1
  • গ) JkgK-1
  • ঘ) Jk-1kg-2
  • সঠিক উত্তর: (খ)
    ৫৫. θ1 তাপমাত্রায় কোনো কঠিন পদার্থের পৃষ্ঠের আদি ক্ষেত্রফল=A1, তাপমাত্রা বৃদ্ধি করে θ2 করলে শেষ ক্ষেত্রফল =A2 হলে-
    i. তাপমাত্রা বৃদ্ধি θ1-θ2
    ii. তাপমাত্রা বৃদ্ধি θ2-θ1
    iii. ক্ষেত্রফল বৃদ্ধি= A2-A1
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ৫৬. একটি বস্তুর তাপমাত্রা 1K ও 10K বৃদ্ধি করতে আলাদা আলাদা তাপ প্রয়োগ করা হলে কোনটি ঘটবে?
  • ক) 1K তাপমাত্রা বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন 10K তাপমাত্রা বৃদ্ধি করতে তার চেয়ে 10 গুণ বেশি তাপের প্রয়োজন পড়ে
  • খ) 1K তাপমাত্রা বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন 10K তাপমাত্রা বৃদ্ধি করতে তার চেয়ে 5 গুণ বেশি তাপের প্রয়োজন পড়ে
  • গ) 1K তাপমাত্রা বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন 10K তাপমাত্রা বৃদ্ধি করতে তার চেয়ে 20 গুণ বেশি তাপের প্রয়োজন পড়ে
  • ঘ) 1K তাপমাত্রা বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন 10K তাপমাত্রা বৃদ্ধি করতে একই তাপের প্রয়োজন পড়ে
  • সঠিক উত্তর: (ক)
    ৫৭. কোন পাত্রে পানি বেশি ঠাণ্ডা থাকবে?
  • ক) কাচের পাত্রে
  • খ) মাটির কলসিতে
  • গ) পিতলের কলসিতে
  • ঘ) প্লাস্টিকের পাত্রে
  • সঠিক উত্তর: (খ)
    ৫৮. নিম্নস্থিরাঙ্ককে বলে-
    i. হিমাঙ্ক
    ii. বরফ বিন্দু
    iii. বাষ্প বিন্দু
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ৫৯. যেকোনো তাপমাত্রায় তরল পদার্থের উপরিতল থেকে ধীরে ধীরে বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়াকে কী বলে?
  • ক) বাষ্পায়ন
  • খ) পুনঃশিলীভবন
  • গ) গলন
  • ঘ) স্ফুটন
  • সঠিক উত্তর: (ক)
    ৬০. স্ফুটন প্রভাবম্বিত হওয়ার কারণ-
    i. তরল পদার্থের প্রকৃতি
    ii. তরলের ওপরস্থ চাপ
    iii. বায়ু প্রবাহ
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ৬১. কোন কাচের প্রসারণ সহগ কম?
  • ক) ফ্লিন্ট
  • খ) ক্রাউন
  • গ) পাইরেক্স
  • ঘ) সাধারণ
  • সঠিক উত্তর: (গ)
    ৬২. কোন পদার্থের অণুগুলোর মধ্যে আকর্ষণ-বিকর্ষণ বল নেই?
  • ক) লোহা
  • খ) পানি
  • গ) অক্সিজেন
  • ঘ) পারদ
  • সঠিক উত্তর: (গ)
    ৬৩. প্রমাণ চাপে যে তাপমাত্রায় পানি জমে বরফ হয় তাকে কী বলা হয়?
  • ক) বরফ বিন্দু
  • খ) বাষ্প বিন্দু
  • গ) স্ফুটনাংক
  • ঘ) ত্রৈধ বিন্দু
  • সঠিক উত্তর: (ক)
    ৬৪. কোন কঠিন পদার্থকে তাপ প্রয়োগ করে তরলে পরিণত করাকে কী বলে?
  • ক) তরল
  • খ) গলন
  • গ) কঠিন
  • ঘ) স্ফুটন
  • সঠিক উত্তর: (খ)
    ৬৫. সুপ্ততাপের মাধ্যমে-
    i. বস্তুর তাপমাত্রা বৃদ্ধি হয়
    ii. বস্তুর অবস্থান পরিবর্তন হয়
    iii. বস্তুর অভ্যন্তরীণ শক্তি পরিবর্তিত হয়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ৬৬. কোনো পদার্থের আয়তন প্রসারণ সহগ 5110-6K-1 -
  • ক) 17×10-6K-1
  • খ) 34×10-6K-1
  • গ) 25×10-6K-1
  • ঘ) 22×10-6K-1
  • সঠিক উত্তর: (ক)
    ৬৭. তরল পদার্থের প্রসারণের ক্ষেত্রে প্রযোজ্য হলো-
    i. এটি সাধারণত আয়তন প্রসারণকে বুঝায়
    ii. তরল পদার্থের দৈর্ঘ্য ও ক্ষেত্র প্রসারণ হয়
    iii. তরল পদার্থের দুই ধরনের প্রসারণ হয়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ৬৮. কঠিন বস্তুর মধ্যে অণুগুলো কাঁপতে থাকে-
    i. তাপমাত্রা বৃদ্ধির ফলে
    ii. তখন অণুগুলো বাইরের দিকে বেশি সরে যায়
    iii. তখন বস্তুটি প্রসারণ লাভ করে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৬৯. তাপমাত্রা হচ্ছে-
    i. বস্তুর উষ্ণতার নির্দেশক
    ii. বস্তুর তাপীয় অবস্থা
    iii. বস্তুর তাপ নির্দেশক একটি সংখ্যা
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ৭০. যে নির্দিষ্ট তাপমাত্রায় কোন তরলে স্ফুটন হয়, তাকে ঐ তরলের কী বলে?
  • ক) বাষ্পীভবন
  • খ) বাষ্পায়ন
  • গ) স্ফুটন
  • ঘ) স্ফুটনাঙ্ক
  • সঠিক উত্তর: (ঘ)
    ৭১. তাপমাত্রার পার্থক্যের জন্য যে শক্তি এক বস্তু থেকে অন্য বস্তুতে প্রবাহিত হয় তাকে কী বলে?
  • ক) তাপ
  • খ) আপেক্ষিক তাপ
  • গ) সুপ্ততাপ
  • ঘ) বিদ্যুৎ
  • সঠিক উত্তর: (ক)
    ৭২. কোন কঠিন পদার্থের তাপমাত্রা বৃদ্ধি করলে এর আয়তন বৃদ্ধি পায়। একে কী বলা হয়?
  • ক) দৈর্ঘ্য প্রসারণ
  • খ) ক্ষেত্র-প্রসারণ
  • গ) আয়তন প্রসারণ
  • ঘ) আপেক্ষিক তাপ
  • সঠিক উত্তর: (গ)
    ৭৩. OOC তাপমাত্রার নিচের বরফকে তাপ দিলে প্রথমে কোন অবস্থা প্রাপ্ত হবে?
  • ক) 00C তাপমাত্রার পানি
  • খ) 00C তাপমাত্রার বরফ
  • গ) 00C তাপমাত্রার বাষ্প
  • ঘ) 0K তাপমাত্রার পানি
  • সঠিক উত্তর: (খ)
    ৭৪. সেলসিয়াস স্কেলে বরফের উর্ধ্বস্থিরাঙ্ক কত?
  • ক) 1000
  • খ) 2120
  • গ) 320
  • ঘ) 3730
  • সঠিক উত্তর: (ক)
    ৭৫. পানির আপেক্ষিক তাপ অন্যান্য পদার্থের তুলনায় অনেক বেশি হওয়ার সুবিধাজনক দিক হলো-
    i. স্থলভাগের চেয়ে সামুদ্রিক অঞ্চলের তাপমাত্রা অনেক ধীরে ধীরে হ্রাস বা বৃদ্ধি পায়
    ii. গাড়ির ইঞ্চিন ঠাণ্ডা রাখার জন্য পানি ব্যবহৃত হয়
    iii. ঋতু পরিবর্তনে স্থলভাগের বিস্তীর্ণ অঞ্চলের তাপমাত্রা পরিবর্তনের তুলনায় দ্বীপাঞ্চলের তাপমাত্রার পরিবর্তন অনেক কম হয়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৭৬. নিম্নের কোনটির উপর বায়ুপ্রবাহ বৃদ্ধি পেলে বাষ্পায়ন দ্রুত হয়?
  • ক) কঠিন
  • খ) তরল
  • গ) গ্যাস
  • ঘ) তরল ও গ্যাস
  • সঠিক উত্তর: (খ)
    ৭৭. স্বাভাবিক চাপে সেলসিয়াস স্কেলে বরফের গলনাঙ্ক কত?
  • ক) 1000C
  • খ) 2730C
  • গ) 00C
  • ঘ) 320C
  • সঠিক উত্তর: (গ)
    ৭৮. বস্তুর তাপধারণ ক্ষমতার মান কিসের জন্য ভিন্নতা দেখায়?
  • ক) বস্তুর উপাদান ও ভরের পরিবর্তনে
  • খ) বস্তুর ভর ও তাপমাত্রার পরিবর্তনে
  • গ) বস্তুর উপাদান ও তাপমাত্রার পরিবর্তনে
  • ঘ) বস্তুর ক্ষেত্রফল ও তাপমাত্রার পরিবর্তনে
  • সঠিক উত্তর: (ক)
    ৭৯. নিচের কোনটি বাষ্পীভবন পদ্ধতি-
  • ক) বাষ্পায়ন
  • খ) স্ফুটন
  • গ) বাষ্পায়ন ও স্ফুটন
  • ঘ) গলন
  • সঠিক উত্তর: (গ)
    ৮০. কোন বস্তুর ভর m আ. তাপ S এবং তাপ ধারণ ক্ষমতা C হলে নিচের কোন সম্পর্কটি সঠিক?
  • ক) C=S/m
  • খ) S=m/C
  • গ) S=C/m
  • ঘ) C=S
  • সঠিক উত্তর: (গ)
    ৮১. পানির স্ফুটনাঙ্ক 373K হলে সেলসিয়াস স্কেলের পাঠ হবে-
    i. 00C
    ii. 100C
    iii. 1000C
    নিচের কোনটি সঠিক?
  • ক) i
  • খ) ii
  • গ) iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ৮২. কেলভিন ও ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক কী?
  • ক) F/5=K-273/5
  • খ) F-32/5=K-273/100
  • গ) F-32/9=K-273/5
  • ঘ) F-32/9=K/5
  • সঠিক উত্তর: (গ)
    ৮৩. দুইটি বস্তুর তাপমাত্রা এক হলে কী ঘটবে?
  • ক) তাপের পরিমাণও একই হবে
  • খ) তাপের পরিমাণ সর্বদা ভিন্ন হবে
  • গ) তাপের পরিমাণ সমান কিংবা ভিন্ন হবে
  • ঘ) বস্তুদ্বয়ের ভর সমান হবে
  • সঠিক উত্তর: (গ)
    ৮৪. নিচের কোনটি সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের সম্পর্ক-
  • ক) C/5=K-273/9
  • খ) F-32/9=K-273/100
  • গ) C/5=F-32/9
  • ঘ) F-32/9=F-212/9
  • সঠিক উত্তর: (গ)
    ৮৫. পানি কয় অবস্থায় থাকতে পারে?
  • ক) দুই
  • খ) তিন
  • গ) চার
  • ঘ) পাঁচ
  • সঠিক উত্তর: (খ)
    ৮৬. 1 ক্যালরি=কত জুল?
  • ক) 4.2
  • খ) 2.4
  • গ) 4.42
  • ঘ) 4.24
  • সঠিক উত্তর: (ক)
    ৮৭. পারদ থার্মোমিটারে-
    i. পারদ স্তম্ভের দৈর্ঘ্য তাপমিতিক ধর্ম
    ii. ধ্রুব আয়তনে পাত্রে রক্ষিত গ্যাসের চাপ পরিবর্তিত হয়
    iii. পারদ তাপমিতিক পদার্থ
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ৮৮. তাপমাত্রার ক্ষেত্রে-
    i. সুপ্ততাপ তাপমাত্রার পরিবর্তন ঘটায় না
    ii. পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রাকে 273K ধরা হয়
    iii. দু’টি বস্তুর তাপমাত্রার পার্থক্য 1000C হলে কেলভিন স্কেলের পার্থক্য 100K হবে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৮৯. প্লাটিনামের আপেক্ষিক তাপ 126Jkg-1K-1 বলতে বুঝায়-
    i. 1kg প্লাটিনামের তাপমাত্রা 1K বাড়াতে 126J তাপের প্রয়োজন হয়
    ii. 1kg প্লাটিনামের তাপমাত্রা 126K বাড়াতে। J তাপের প্রয়োজন হয়
    iii. 1gm প্লাটিনামের তাপমাত্রা 1K বাড়াতে 0.03 Cal তাপের প্রয়োজন হয়।
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ৯০. নিচের বিবরণগুলো লক্ষ্য কর:
    i. তাপ এক প্রকার শক্তি
    ii. তাপের একক জুল
    iii. তাপমাত্রার একক জুল
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ৯১. নিচের বিবরণগুলো লক্ষ কর:
    i. তাপ ধারণ ক্ষমতা বস্তুর ভরের উপর নির্ভর করে
    ii. আপেক্ষিক তাপের একক
    iii. পানির উচ্চ আপেক্ষিক তাপ ইঞ্জিন ঠাণ্ডা রাখতে সাহায্য করে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৯২. পদার্থের অণুগুলো সবসময় কোন অবস্থায় থাকে?
  • ক) গতিশীল
  • খ) স্থিতিশীল
  • গ) প্রথমে গতিশীল পরে স্থিতিশীল
  • ঘ) গতিশীল ও স্থিতিশীল
  • সঠিক উত্তর: (ক)
    ৯৩. 1m2 ক্ষেত্রফলমবিশিষ্ট কোনো কঠিন বস্তুর তাপমাত্রা 1K বৃদ্ধি করলে ঐ বস্তুর ক্ষেত্রফল যতটুকু বৃদ্ধি পায় তাকে ঐ বস্তুর উপাদানের কী বলা হয়?
  • ক) আয়তন প্রসারণ-সহগ
  • খ) ক্ষেত্র প্রসারণ-সহগ
  • গ) দৈর্ঘ্য প্রসারণ-সহগ
  • ঘ) স্থির চাপে ক্ষেত্র প্রসারণ-সহগ
  • সঠিক উত্তর: (খ)
    ৯৪. সেলসিয়াস স্কেলের উর্ধ্ব স্থিরাঙ্ক কত?
  • ক) 100
  • খ) 0
  • গ) 212
  • ঘ) 373
  • সঠিক উত্তর: (ক)
    ৯৫. কোন পাত্রের পানির বাষ্পায়ন সম্ভব?
  • ক) কাচ
  • খ) পিতল
  • গ) মাটি
  • ঘ) কাসা
  • সঠিক উত্তর: (গ)
    ৯৬. বাষ্পায়ন নির্ভর করে-
    i. তরলের প্রকৃতি
    ii. তরলের উপর চাপ
    iii. বায়ু প্রবাহ
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৯৭. 00C তাপমাত্রায় 100cm3 গ্লিসারিনের তাপমাত্রা 200C বাড়ালে এর প্রসারণ হয় 1.03cm3 । গ্লিসারিনের প্রকৃত সহগ কত?
  • ক) 53×10-5K-1
  • খ) 5.3×10-5K-1
  • গ) 53×106K-1
  • ঘ) 53×105K-1
  • সঠিক উত্তর: (ক)
    ৯৮. রূপার আপেক্ষিক তাপ কত Jkg-1K-1?
  • ক) 230
  • খ) 130
  • গ) 330
  • ঘ) 400
  • সঠিক উত্তর: (ক)
    ৯৯. তাপ ধারণ ক্ষমতার একক কী?
  • ক) K-1
  • খ) JK
  • গ) JKg-1K-1
  • ঘ) JK-1
  • সঠিক উত্তর: (ঘ)
    ১০০. সমান ভরের কিছু পদার্থের মধ্যে আপেক্ষিক তাপ বেশি-
    i. যাদের তাপধারণ ক্ষমতা বেশি
    ii. যাদের তাপধারণ ক্ষমতা ও তাপমাত্রার পার্থক্যের অনুপাত বেশি
    iii. যাদের তাপধারণ ক্ষমতা ও ভরের অনুপাত বেশি
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ১০১. সেলসিয়াস স্কেলে তাপমাত্রা 300C হলে কেলভিন স্কেলে তাপমাত্রা কত?
  • ক) 273K
  • খ) 303K
  • গ) 300K
  • ঘ) 373K
  • সঠিক উত্তর: (খ)
    ১০২. কোনো বস্তুর আপেক্ষিক তাপ বলতে নিম্নের কোনটিকে নির্দেশ করে?
  • ক) একক ভরের বস্তুর তাপ ধারণ ক্ষমতাকে
  • খ) বস্তুর তাপ ধারণ ক্ষমতাকে
  • গ) একক ভরের বস্তুর আয়তনকে
  • ঘ) বস্তুর আয়তনকে
  • সঠিক উত্তর: (ক)
    ১০৩. কেলভিন স্কেলের উর্ধ্বস্থিরাঙ্ক কত?
  • ক) 100
  • খ) 273
  • গ) 373
  • ঘ) 212
  • সঠিক উত্তর: (গ)
    ১০৪. স্থিতিশক্তি আছে কোন পদার্থের?
  • ক) কঠিন
  • খ) তরল
  • গ) বায়বীয়
  • ঘ) গ্যাসীয়
  • সঠিক উত্তর: (ক)
    ১০৫. তাপমাত্রার পার্থক্য 10C কত কেলভিন সমান?
  • ক) 20C
  • খ) 10F
  • গ) 1K
  • ঘ) 274K
  • সঠিক উত্তর: (গ)
    ১০৬. বাষ্প থেকে তরল হওয়ার প্রক্রিয়া কোনটি?
  • ক) বাষ্পায়ন
  • খ) স্ফুটন
  • গ) ঘনীভবন
  • ঘ) উর্ধ্বপাতন
  • সঠিক উত্তর: (গ)
    ১০৭. গ্যাস থার্মোমিটারের ক্ষেত্রে ধ্রুব আয়তনের পাত্রে রক্ষিত-
    i. গ্যাসকে তাপমাত্রিক ধর্ম বলে
    ii. গ্যাসকে তাপমাত্রিক পদার্থ বলে
    iii. গ্যাসের চাপকে তাপমাত্রিক ধর্ম বলে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ১০৮. দুইটি আইসক্রিমকে একত্রে ধীরে ধীরে চাপ দিলে জোড়া লেগে যায়। এই ঘটনার সাথে সংশ্লিষ্টতা রয়েছে-
    i. চাপ প্রয়োগে গলনাঙ্কের পরিবর্তন
    ii. পুনঃশিলীভবন
    iii. বাষ্পীভবন
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ১০৯. সুপ্ততাপের মাধ্যমে-
    i. বস্তুর তাপমাত্রা বৃদ্ধি হয়
    ii. বস্তুর অবস্থার পরিবর্তন হয়
    iii. বস্তুর অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ১১০. কেলভিন স্কেলে উর্ধ্বস্থিরাঙ্ক কত?
  • ক) 273K
  • খ) 212K
  • গ) 373K
  • ঘ) 273.16K
  • সঠিক উত্তর: (গ)
    ১১১. উর্ধ্বস্থিরাঙ্ককে বলে-
    i. শিশিরাঙ্ক
    ii. বাষ্পবিন্দু
    iii. স্ফুটনাঙ্ক
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ১১২. বাষ্পীভবন কয়টি পদ্ধতিতে হতে পারে-
  • ক) ২টি
  • খ) ৩টি
  • গ) ৪টি
  • ঘ) ৫টি
  • সঠিক উত্তর: (ক)
    ১১৩. নিচের বিবরণগুলো লক্ষ কর:
    i. তাপের একক জুল
    ii. 1 cal=4.2J
    iii. তাপ এক প্রকার শক্তি
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ১১৪. তাপমাত্রিক পদার্থ ব্যবহৃত হয়-
  • ক) ব্যারোমিটারে
  • খ) থার্মোমিটারে
  • গ) ক্যালরিমিটারে
  • ঘ) গ্যালভানোমিটারে
  • সঠিক উত্তর: (খ)
    ১১৫. নিচের কোনটিতে তাপীয় প্রসারণ সবচেয়ে বেশি?
  • ক) ক্লোরিন
  • খ) সোডিয়াম ক্লোরাইড
  • গ) পানি
  • ঘ) লোহা
  • সঠিক উত্তর: (ক)
    ১১৬. কেলভিন স্কেলে নিম্ন স্থিরাঙ্ক কত?
  • ক) 0
  • খ) 32
  • গ) 273
  • ঘ) 100
  • সঠিক উত্তর: (গ)
    ১১৭. তামার আয়তন প্রসারণ সহগ 50.110-6K-1 বলতে কী বোঝায়?
  • ক) 1m3 আয়তনের তামার তাপমাত্রা 1K হ্রাস করলে আয়তন 50.1×10-6m3 বৃদ্ধি পাবে
  • খ) 1m3 আয়তনের তামার তাপমাত্রা 1K হ্রাস করলে আয়তন 50.1×10-6m3 হ্রাস পাবে
  • গ) 1m3 আয়তনের তামার তাপমাত্রা 1K বৃদ্ধি করলে আয়তন 50.1×10-6m3 বৃদ্ধি পাবে
  • ঘ) 1m3 আয়তনের তামার তাপমাত্রা 1K বৃদ্ধি করলে আয়তন 50.1×10-6m3 হ্রাস পাবে
  • সঠিক উত্তর: (গ)
    ১১৮. সীসার আপেক্ষিক তাপ কত?
  • ক) 120Jkg-1K-1
  • খ) 130Jkg-1K-1
  • গ) 4.2×103Jkg-1K-1
  • ঘ) 4.2 Jkg-1K-1
  • সঠিক উত্তর: (খ)
    ১১৯. কোনো ব্স্তুতে তাপ প্রয়োগ করা হলে বস্তুর কী বেড়ে যাবে?
  • ক) যান্ত্রিকশক্তি
  • খ) চৌম্বকশক্তি
  • গ) গতিশক্তি
  • ঘ) বিভবশক্তি
  • সঠিক উত্তর: (গ)
    ১২০. বস্তুর প্রতি একক ভরের তাপধারণ ক্ষমতাকে বলা হয়-
  • ক) আপেক্ষিক সুপ্ততাপ
  • খ) আপেক্ষিকক গুরুত্ব
  • গ) ক্যালরি
  • ঘ) আপেক্ষিক তাপ
  • সঠিক উত্তর: (ঘ)
    ১২১. উষ্ণতার পার্থক্যের জন্য যে শক্তি এক বস্তু থেকে অন্য বস্তুতে প্রবাহিত হয় তাকে কি বলে?
  • ক) তাপমাত্রা
  • খ) তাপ
  • গ) অণু
  • ঘ) বিভব শক্তি
  • সঠিক উত্তর: (খ)
    ১২২. তরলের ক্ষেত্রে দেখা যায়-
    i. দুই ধরনের প্রসারণ
    ii. আপাত প্রসারণ
    iii. প্রকৃত প্রসারণ
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ১২৩. আপেক্ষিক তাপ ও তাপধারণ ক্ষমতার ক্ষেত্রে বলা যায়-
    i. একই উপাদানের সকল বস্তুর তাপধারণ ক্ষমতা একই
    ii. তাপধারণ ক্ষমতা হলো বস্তুর একটি বৈশিষ্ট্য
    iii. আপেক্ষিক তাপ হলো বস্তুর উপাদানের বৈশিষ্ট্য
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ১২৪. তরলের উপরিতলের ক্ষেত্রফলের বৃদ্ধির সাথে বাষ্পায়নের পরিবর্তন কিরূপ হয়?
  • ক) হ্রাস পায়
  • খ) বৃদ্ধি ও হ্রাস উভয়ই ঘটে
  • গ) বৃদ্ধি পায়
  • ঘ) বন্ধ হয়ে যায়
  • সঠিক উত্তর: (গ)
    ১২৫. তরলের প্রসারণ বলতে বোঝায়-
    i. প্রকৃত প্রসারণকে
    ii. আপাত প্রসারণকে
    iii. প্রকৃত প্রসারণ ও আপাত প্রসারণকে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ১২৬. দুই টুকরা বরফ একত্রে ধীরে ধীরে চাপ দিলে জোড়া লেগে যাওয়ার কারণ-
    i. গলনাঙ্কের পরিবর্তন
    ii. এর বাষ্পীভবন
    iii. পুনঃশিলীভবন
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ১২৭. 200C তাপমাত্রায় একটি রেললাইনের দৈর্ঘ্য 10m হলে 400C তাপমাত্রায় এর দৈর্ঘ্য কত টুকু বৃদ্ধি পাবে?
  • ক) 10.4646cm
  • খ) 10.232cm
  • গ) 0.4645cm
  • ঘ) 0.232cm
  • সঠিক উত্তর: (ঘ)
    ১২৮. 1J = কত?
  • ক) 0.31 cal
  • খ) 0.41 cal
  • গ) 0.42 cal
  • ঘ) 0.24 cal
  • সঠিক উত্তর: (ঘ)
    ১২৯. পাত্রের প্রসারণ বিবেচনা করে তরলের যে প্রসারণ পাওয়া যায় তাকে কী বলে?
  • ক) আপাত প্রসারণ
  • খ) প্রকৃত প্রসারণ
  • গ) আয়তন প্রসারণ
  • ঘ) ক্ষেত্র প্রসারণ
  • সঠিক উত্তর: (খ)
    ১৩০. ইস্পাতের আয়তন প্রসারণ সহগ 3310-6K-1 হলে এর ক্ষেত্রফল প্রসারণ সহগ কত হবে?
  • ক) 44×10-6K-1
  • খ) 33×10-6K-1
  • গ) 22×10-6K-1
  • ঘ) 11×10-6K-1
  • সঠিক উত্তর: (গ)
    ১৩১. 1000C তাপমাত্রায় উত্তপ্ত পানিকে আরো তাপ দিলে কী ঘটবে?
  • ক) তাপমাত্রা বৃদ্ধি পাবে
  • খ) তাপমাত্রা হ্রাস পাবে
  • গ) তাপমাত্রা অপরিবর্তিত থাকবে
  • ঘ) তাপমাত্রা দ্বিগুণ হবে
  • সঠিক উত্তর: (গ)
    ১৩২. তাপীয় প্রসারণ-
    i. গ্যাসীয় পদার্থের সবচেয়ে বেশি
    ii. তরলে গ্যাসীয় পদার্থের চেয়ে কম
    iii. কঠিন পদার্থে সবচেয়ে কম
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৩৩. তাপমাত্রা নির্ণয়ের সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে প্রযোজ্য-
    i. এ স্কেলে নিম্ন স্থিরাঙ্ককে 00 ধরা হয়
    ii. এ স্কেলে 100টি সমান ভাগে বিভক্ত থাকে
    iii. এ স্কেলের উর্ধ্ব স্থিরাঙ্ককে 2730 ধরা হয়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ১৩৪. থার্মোমিটারের মধ্যে কোনটি ব্যবহার করা হয়?
  • ক) পারদ
  • খ) গ্যাস
  • গ) পানি
  • ঘ) ক ও খ
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৩৫. তাপের আদান-প্রদান বস্তুদ্বয়ের কিসের ওপর নির্ভর করে?
  • ক) তাপের পরিমাণের ওপর
  • খ) তাপীয় অবস্থার ওপর
  • গ) উপাদানের ওপর
  • ঘ) আয়তন ও আকৃতির ওপর
  • সঠিক উত্তর: (খ)
    ১৩৬. পানির অবস্থাগুলো হলো-
    i. বরফ
    ii. পানি
    iii. জলীয় বাষ্প
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৩৭. যে পদার্থের তাপমাত্রিক ধর্ম আছে তাকে কি বলে?
  • ক) তাপমাত্রিক ধর্ম
  • খ) তাপমাত্রিক পদার্থ
  • গ) অপরিবাহী
  • ঘ) পরিবাহী
  • সঠিক উত্তর: (খ)
    ১৩৮. কঠিন পদার্থের অণুগুলোর মধ্যে নিচের কোনটি আছে?
  • ক) আকর্ষণ বল
  • খ) বিকর্ষণ বল
  • গ) বিভব শক্তি
  • ঘ) উপরের সবকয়টি
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৩৯. আন্তর্জাতিক পদ্ধতিতে তাপমাত্রার একক কোনটি?
  • ক) কেলভিন
  • খ) সেলসিয়াস
  • গ) ফারেনহাইট
  • ঘ) সেন্টিগ্রেড
  • সঠিক উত্তর:
    ১৪০. পানির ত্রৈধ বিন্দুর তাপমাত্রা 1/273 ভাগকে কত ধরা হয়?
  • ক) 10C
  • খ) 1K
  • গ) 10F
  • ঘ) 10R
  • সঠিক উত্তর: (খ)
    ১৪১. তাপমাত্রার তারতম্যের জন্য পদার্থের যে ধর্ম নিয়মিতভাবে পরিবর্তিত হয় এবং এই পরিবর্তন লক্ষ করে সহজ ও সূক্ষ্মভাবে তাপমাত্রা নিরূপণ করা যায় সেই ধর্মকেই পদার্থের কি বলা হয়?
  • ক) তাপ
  • খ) তাপমাত্রিক ধর্ম
  • গ) স্ফুটনাঙ্ক
  • ঘ) গলনাঙ্ক
  • সঠিক উত্তর: (খ)
    ১৪২. আপেক্ষিক তাপের ক্ষেত্রে-
    i. পানির আপেক্ষিক তাপ 4200JKg-1K-1
    ii. তামার আপেক্ষিক তাপ 400JKg-1K-1
    iii. আপেক্ষিক তাপ=ভর/তাপধারণ ক্ষমতা
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ১৪৩. কঠিন বস্তুতে তাপ প্রয়োগ করলে নির্দিষ্ট দৈর্ঘ্য বরাবর যে প্রসারণ হয় তাকে বস্তুটির কি প্রসারণ বলে?
  • ক) প্রস্থ
  • খ) দৈর্ঘ্য
  • গ) ক্ষেত্রফল
  • ঘ) আয়তন
  • সঠিক উত্তর: (খ)
    ১৪৪. পদার্থের অণুগুলোর গতি শক্তি ও বিভব শক্তির সমষ্টিকে কী বলে?
  • ক) মহাকর্ষ শক্তি
  • খ) অভিকর্ষ শক্তি
  • গ) অভ্যন্তরীণ শক্তি
  • ঘ) আন্তঃআণবিক শক্তি
  • সঠিক উত্তর: (গ)
    ১৪৫. পদার্থের প্রসারণ সহগগুলোর ক্ষেত্রে কোনটি সঠিক সম্পর্ক?
  • ক) a=2B=y
  • খ) 6a=3B=2y
  • গ) 2a=B=3y
  • ঘ) 3a=2B=y
  • সঠিক উত্তর: (খ)
    ১৪৬. তাপ প্রয়োগ করলে কঠিণ পদার্থের বৃদ্ধি পায়-
    i. দৈর্ঘ্য
    ii. ক্ষেত্রফল
    iii. আয়তন
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৪৭. একটি কাঁচ বোতলকে উত্তপ্ত করা হলে পরিবর্তিত হবে বোতলের-
    i. ভর
    ii. বাহ্যিক ব্যাস
    iii. অভ্যন্তরীণ আয়তন
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ১৪৮. কোনো বস্তুর তাপমাত্রা Δθ বাড়াতে যদি Q পরিমাণ তাপ লাগে তাহলে 1K তাপমাত্রা বাড়াতে কত তাপ লাগবে?
  • ক) QΔθ
  • খ) Δθ/Q
  • গ) C/Δθ
  • ঘ) Q/Δθ
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৪৯. কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেল একই?
  • ক) 400C
  • খ) -400C
  • গ) -2730C
  • ঘ) 300C
  • সঠিক উত্তর: (খ)
    ১৫০. দুটি অণুর মধ্যে দূরত্ব বেড়ে গেলে নিচের কোনটি বেড়ে যায়?
  • ক) আকর্ষণ বল
  • খ) বিকর্ষণ বল
  • গ) তাপ
  • ঘ) চাপ
  • সঠিক উত্তর: (ক)
    ১৫১. নিচের কোন পদার্থটির বাষ্পায়নের হার সর্বাধিক?
  • ক) পারদ
  • খ) পানি
  • গ) ন্যাপথালিন
  • ঘ) কেরোসিন
  • সঠিক উত্তর: (গ)
    ১৫২. শীতকালে ভিজা কাপড় তাড়াতাড়ি শুকায় কেন?
  • ক) বায়ু শুষ্ক থাকে
  • খ) বায়ু আর্দ্র থাকে
  • গ) বায়ু ভেজা থাকে
  • ঘ) বায়ুতে জলীয় বাষ্প বেশি থাকে
  • সঠিক উত্তর: (ক)
    ১৫৩. মাটির আপেক্ষিক তাপ 800JKg-1K-1 বলতে বুঝায়-
    i. 1kg মাটির তাপমাত্রা 1K বাড়াতে 800J তাপের প্রয়োজন
    ii. একক ভরের মাটির তাপধারণ ক্ষমতা 800JK-1
    iii. 800kg মাটির তাপমাত্রা 1K বাড়াতে 1J তাপের প্রয়োজন
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ১৫৪. 2kg পানিতে 10C কমালে যে পরিমাণ তাপ নির্গত হয় তা দিয়ে কতটুকু বরফের তাপমাত্রা 1K বৃদ্ধি করা যাবে?
  • ক) 0.1kg
  • খ) 0.5kg
  • গ) 2kg
  • ঘ) 10kg
  • সঠিক উত্তর: (গ)
    ১৫৫. তরলের প্রসারণ বলতে কোনটি বোঝায়?
  • ক) দৈর্ঘ্য
  • খ) ক্ষেত্রফল
  • গ) আয়তন
  • ঘ) সবকয়টি
  • সঠিক উত্তর: (গ)
    ১৫৬. যখন কোনো বস্তু উত্তপ্ত হয়, তখন-
    i. বস্তুটির প্রত্যেক অণুর তাপশক্তি বৃদ্ধি পায়
    ii. বস্তুটির প্রত্যেক অণুর গতিশক্তি বৃদ্ধি পায়
    iii. বস্তুটির প্রত্যেক অণুর বিভবশক্তি বৃদ্ধি পায়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ১৫৭. বৈদ্যুতিক লাইনের তারগুলো ঢিলা রাখা হয় কেন?
  • ক) শীতকালে তারগুলোর প্রসারণ হয় বলে
  • খ) গ্রীষ্মকালে তারগুলোর কম সংকোচন হয় বলে
  • গ) শীতকালে তারগুলোর সংকোচন হয় বলে
  • ঘ) গ্রীষ্মকালে তারগুলোর বেশি সংকোচন হয় বলে
  • সঠিক উত্তর: (গ)
    ১৫৮. পারদ থার্মোমিটারের ক্ষেত্রে কাচের কৈশিক নলের ভিতরে পারদ দৈর্ঘ্যকে কী বলে?
  • ক) ত্রৈধবিন্দু
  • খ) তাপমাত্রিক ধর্ম
  • গ) নিম্নস্থিরাঙ্ক
  • ঘ) চাপমাত্রিক পদার্থ
  • সঠিক উত্তর: (খ)
    ১৫৯. প্রায় সকল পদার্থই-
    i. তাপ প্রয়োগে সংকুচিত হয়
    ii. তাপ প্রয়োগে প্রাসরিত হয়
    iii. তাপ অপসারণে সংকুচিত হয়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ১৬০. আপেক্ষিক তাপকে কী দ্বারা প্রকাশ করা হয়ে?
  • ক) C
  • খ) Δθ
  • গ) S
  • ঘ) K
  • সঠিক উত্তর: (গ)
    ১৬১. পূর্বে তাপের একক হিসাবে কোনটি ব্যবহৃত হয়?
  • ক) জুল
  • খ) কেলভিন
  • গ) ক্যালরী
  • ঘ) মোল
  • সঠিক উত্তর: (গ)
    ১৬২. তরল পদার্থের কোনটি আছে?
  • ক) দৈর্ঘ্য
  • খ) ক্ষেত্রফল
  • গ) আয়তন
  • ঘ) রং
  • সঠিক উত্তর: (গ)
    ১৬৩. 2kg পানিকে 10C গরম করতে কত জুল তাপের প্রয়োজন হয়?
  • ক) 2100
  • খ) 4200
  • গ) 6300
  • ঘ) 8400
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৬৪. 270C তাপমাত্রার 1700Jkg-1K-1 আপেক্ষিক তাপবিশিষ্ট 300g বেনজিনকে 8670J তাপশক্তি প্রদান করলে এর তাপমাত্রা হবে-
    i. 440C
    ii. 317K
    iii. 27K
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ১৬৫. তাপ কোন দিকে প্রবাহিত হয়?
  • ক) উষ্ণ বস্তু থেকে শীতল বস্তুর দিকে
  • খ) শীতল ব্স্তু থেকে উষ্ণ বস্তুর দিকে
  • গ) উষ্ণ বস্তু থেকে উষ্ণ বস্তুর দিকে
  • ঘ) শীতল বস্তু থেকে শীতল বস্তুর দিকে
  • সঠিক উত্তর: (ক)
    ১৬৬. 10kg ভরের পানির তাপমাত্রা 1k বাড়াতে কত তাপের প্রয়োজন?
  • ক) 4.2×104J
  • খ) 4.2×103J
  • গ) 4.2×105J
  • ঘ) 4.2×102J
  • সঠিক উত্তর: (ক)
    ১৬৭. নিচের কোনটি এক প্রকার শক্তি?
  • ক) তাপ
  • খ) তাপমাত্রা
  • গ) ক্যালরি
  • ঘ) অর্গান
  • সঠিক উত্তর: (ক)
    ১৬৮. 1m দৈর্ঘ্যের কোনো ইস্পাতের একটি দণ্ডের তাপমাত্রা 1K বৃদ্ধি করলে ঐ দণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি পায়-
    i. 0.000011m
    ii. 0.00011m
    iii. 0.0011cm
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ১৬৯. তাপমাত্রার স্কেল তৈরি করার জন্য যে দুটি তাপমাত্রাকে স্থির ধরে নেওয়া হয় সে তাপমাত্রা দুটিকে কী বলা হয়?
  • ক) নিম্ন স্থিরাঙ্ক
  • খ) স্থিরাঙ্ক
  • গ) উর্ধ্ব স্থিরাঙ্ক
  • ঘ) সুপ্ততাপ
  • সঠিক উত্তর: (খ)
    ১৭০. বস্তুর প্রতি একক ভরের তাপধারণ ক্ষমতাকে কী বলা হয়?
  • ক) আপেক্ষিক সুপ্ততাপ
  • খ) ক্যালরি
  • গ) আপেক্ষিক তাপ
  • ঘ) আপেক্ষিক গুরুত্ব
  • সঠিক উত্তর: (গ)
    ১৭১. চাপ দিয়ে কঠিন বস্তুকে তরলে পরিণত করেও চাপ হ্রাস করে আবার কঠিন অবস্থায় আনাকে কী বলে?
  • ক) ঘনীভবন
  • খ) গলন ও ঘনীভবন
  • গ) পুন:শিলীভবন
  • ঘ) বাষ্পীভবন
  • সঠিক উত্তর: (গ)
    ১৭২. গ্যাসীয় পদার্থের অণুগুলোর-
    i. মধ্যে আকর্ষণ-বিকর্ষণ বল নেই
    ii. মধ্যে আকর্ষণ-বিকর্ষণ বল আছে
    iii. মধ্যে বিভবশক্তি নেই
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ১৭৩. গরম কালে নদী ও পুকুরের পানি কমে যাওয়া, ভেজা কাপড় রোদে দিলে শুকিয়ে যাওয়া ইত্যাদির জন্য কোন নিয়ামকটি আবশ্যক বলে তুমি মনে কর? 
    i. স্ফুটন
    ii. বাষ্পীভবন
    iii. স্বতঃবাষ্পী ভবন
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ১৭৪. কোন সম্পর্কটি সঠিক নয়?
  • ক) α=β/2
  • খ) α=γ/3
  • গ) α=γ/2
  • ঘ) 2γ=3β=6α
  • সঠিক উত্তর: (গ)
    ১৭৫. তাপ প্রয়োগে বস্তুর গতিশক্তি কেমন হয়?
  • ক) বাড়ে
  • খ) কমে
  • গ) অপরিবর্তিত থাকে
  • ঘ) শূন্য হয়ে যায়
  • সঠিক উত্তর: (ক)
    ১৭৬. গরম পানির পাত্রে বরফ যোগ করলে কে তাপ গ্রহণ করবে?
  • ক) বরফ
  • খ) পানি
  • গ) পানির পাত্র
  • ঘ) সবগুলো
  • সঠিক উত্তর: (ক)
    ১৭৭. কঠিন পদার্থের প্রসারণের তুলনায় তরলের প্রসারণ বেশি হয় কেন?
  • ক) তরলের বেলায় আন্তঃআণবিক বলের প্রভাব কম
  • খ) তরলের অণুগুলোর গতিশক্তি স্বভাবতই বেশি থাকে
  • গ) তরলের সাথে সাথে পাত্রের প্রসারণ হয়
  • ঘ) তরলের ক্ষেত্রে আন্তঃআণবিক বলের প্রভাব থাকে না
  • সঠিক উত্তর: (ক)
    ১৭৮. ফারেনহাইট স্কেলে বরফের গলনাঙ্ক কত?
  • ক) 2120F
  • খ) 1000F
  • গ) 3730F
  • ঘ) 320F
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৭৯. নিচের কোন পদার্থটির তাপীয় প্রসারণ সবচেয়ে বেশি?
  • ক) তামা
  • খ) পানি
  • গ) পারদ
  • ঘ) জলীয় বাষ্প
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৮০. তাপীয় প্রসারণ কোন পদার্থের সবচেয়ে বেশি?
  • ক) কঠিন
  • খ) তরল
  • গ) বায়বীয়
  • ঘ) অর্ধ-তরল
  • সঠিক উত্তর: (গ)
    ১৮১. কোনো তরলের বাষ্পায়ন দ্রুত হবে যদি-
    i. বায়ুর প্রবাহ বৃদ্ধি পায়
    ii. চাপ হ্রাস পায়
    iii. তরলের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বাড়ে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৮২. 1 Cal = কত?
  • ক) 0.24J
  • খ) 2.4J
  • গ) 4.2J
  • ঘ) 0.42J
  • সঠিক উত্তর: (গ)
    ১৮৩. পানির ত্রৈধ বিন্দু বলতে কোন তাপমাত্রাকে বোঝায়?
  • ক) যে তাপমাত্রায় পানি বরফে পরিণত হয়
  • খ) যে তাপমাত্রায় পানি, বরফ এবং জলীয় বাষ্প রূপে সহাবস্থান করে
  • গ) যে তাপমাত্রায় পানির আয়তন শূন্য হয়ে যায়
  • ঘ) যে তাপমাত্রায় পানি সরাসরি জলীয় বাষ্পে পরিণত হয়
  • সঠিক উত্তর: (খ)
    ১৮৪. তাপমাত্রার প্রচলিত স্কেলে বাষ্পবিন্দু হচ্ছে-
    i. সেলসিয়াস স্কেলে 1000F
    ii. ফারেনহাইট স্কেলে 2120F
    iii. কেলভিন স্কেলে 373K
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ১৮৫. তরলের উপরে বায়ুমণ্ডলের চাপ বাড়লে বাষ্পায়নের হার-
  • ক) বেড়ে যায়
  • খ) কমে যায়
  • গ) স্থির থাকে
  • ঘ) সর্বোচ্চ হয়
  • সঠিক উত্তর: (খ)
    ১৮৬. কোন বস্তুতে তাপীয় শক্তি প্রদান করলে তার অভ্যন্তরীণ শক্তি-
  • ক) বাড়ে
  • খ) কমে
  • গ) অপরিবর্তিত থাকে
  • ঘ) সবগুলো
  • সঠিক উত্তর: (ক)
    ১৮৭. যে তাপ কঠিন পদার্থকে তরল অবস্থায় রূপান্তর করে তাকে কী বলে?
  • ক) গলন
  • খ) গলনাঙ্ক
  • গ) তাপ
  • ঘ) গলনের সুপ্ততাপ
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৮৮. ফারেনহাইট স্কেলে তাপমাত্রার একক কী?
  • ক) 00C
  • খ) 00F
  • গ) K
  • ঘ) R
  • সঠিক উত্তর: (খ)
    ১৮৯. সেলসিয়াস স্কেলে মানবদেহের তাপমাত্রা 36.890C হলে ফারেনহাইট স্কেলে এর মান কত?
  • ক) 89.4
  • খ) 98
  • গ) 94.8
  • ঘ) 98.4
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৯০. 1/100kg ভরের পানির তাপমাত্রা 1K বাড়াতে কত তাপ লাগবে?
  • ক) 4.2J
  • খ) 42J
  • গ) 420J
  • ঘ) 4200J
  • সঠিক উত্তর: (খ)
    ১৯১. নিচের কোনটি সীসার আপেক্ষিক তাপ?
  • ক) 400Jkg-1K-1
  • খ) 700Jkg-1K-1
  • গ) 2400Jkg-1K-1
  • ঘ) 130Jkg-1K-1
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৯২. একই তাপমাত্রা বৃদ্ধির জন্য সম-আয়তনের বিভিন্ন তরল পদার্থের প্রসারণ-
  • ক) একই
  • খ) বিভিন্ন
  • গ) অভিন্ন
  • ঘ) সমান
  • সঠিক উত্তর: (খ)
    ১৯৩. পানি নিচের কোন অস্থায় থাকতে পারে?
  • ক) কঠিন
  • খ) তরল
  • গ) বায়বীয়
  • ঘ) সবকয়টি
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৯৪. গ্যাস থার্মোমিটারের ক্ষেত্রে ধ্রুব আয়তন পাত্রে রক্ষিত গ্যাসকে কী বলে?
  • ক) তাপমাত্রিক পদার্থ
  • খ) তাপমাত্রিক পদার্থ
  • গ) উর্ধ্বস্থিরাঙ্ক
  • ঘ) নিম্নস্থিরাঙ্ক
  • সঠিক উত্তর: (ক)
    ১৯৫. তরলের উপর বায়ু প্রবাহ বেড়ে গেলে বাষ্পায়ন কেমন হয়?
  • ক) বেড়ে যায়
  • খ) কমে যায়
  • গ) স্থির থাকে
  • ঘ) শূন্য হয়
  • সঠিক উত্তর: (ক)
    ১৯৬. প্রদত্ত তাপমাত্রায় সীসার ক্ষেত্র প্রসারণ সহগের ক্ষেত্রে সঠিক-
    i. 57.110-6K-1
    ii. 5.7110-5K-1
    iii. 57.110-7K-1
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ১৯৭. তরলের উপরিতলের ক্ষেত্রফল বৃদ্ধি পেলে নিচের কোনটি ঘটে থাকে?
  • ক) বাষ্পায়ন দ্রুত হয়
  • খ) বাষ্পায়ন হ্রাস পায়
  • গ) বাষ্পায়ন অপরিবর্তিত থাকে
  • ঘ) বাষ্পায়ন প্রথমে বৃদ্ধি পায় এবং পরে হ্রাস পায়
  • সঠিক উত্তর: (ক)
    ১৯৮. 200C তাপমাত্রা একটি রেল লাইনের দৈর্ঘ্য 10m হলে 400C তাপমাত্রা এর দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পাবে?
  • ক) 10.464cm
  • খ) 10.232cm
  • গ) 0.464cm
  • ঘ) 0.232cm
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৯৯. কঠিন পদার্থের ক্ষেত্রে দেখা যায়-
    i. দৈর্ঘ্য প্রসারণ সহগ
    ii. ক্ষেত্র প্রসারণ সহগ
    iii. আয়তন প্রসারণ সহগ
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ২০০. বরফের আপেক্ষিক তাপ কত?
  • ক) 2100Jkg-1K-1
  • খ) 4200Jkg-1K-1
  • গ) 2000Jkg-1K-1
  • ঘ) 400Jkg-1K-1
  • সঠিক উত্তর: (ক)
    ২০১. একক ভরের কোনো বস্তুর তাপমাত্রা 1K বাড়াতে যে তাপের প্রয়োজন হয় তাকে ঐ বস্তুর কী বলে?
  • ক) সুপ্ততাপ
  • খ) আপেক্ষিক তাপ
  • গ) ক্যালরিমিতি
  • ঘ) তাপধারণ ক্ষমতা
  • সঠিক উত্তর: (খ)
    ২০২. (Q2-Q1)0C=(Q2-Q1)K এই সম্পর্ক থেকে বুঝা যায়-
    i. কোনো বস্তুর তাপমাত্রা 10C বৃদ্ধি করলে আর কোনো বস্তুর তাপমাত্রা 1K বৃদ্ধি করলে একই অর্থ বহন করে
    ii. কোনো বস্তুর তাপমাত্রার পার্থক্য 400C হলে বলা যায় ঐ বস্তুর তাপ মাত্রার পার্থক্য 40K
    iii. তাপমাত্রার পার্থক্য সেলসিয়াসে দেয়া থাকলে তা সরাসরি কেলভিনে নেয়া যায়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ২০৩. পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রার 1/273 কে কী বলে?
  • ক) জুল
  • খ) ক্যালরী
  • গ) কেলভিন
  • ঘ) রোমার
  • সঠিক উত্তর: (গ)
    ২০৪. তাপ সম্পর্কিত তথ্য হলো-
    i. তাপের প্রবাহ তাপের পরিমাণের উপর নির্ভর করে না
    ii. এটি পরিমাপের একক জুল
    iii. এটি হচ্ছে বস্তুর তাপীয় অবস্থা
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ২০৫. নিচের বিবরণগুলো লক্ষ কর:
    i. বস্তুর আপেক্ষিক তাপ এর ভরের ওপর নির্ভর করে
    ii. পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রা 273K
    iii. তাপমাত্রার ক্ষেত্রে প্রসারণ-সহগ 16.710-6K-1
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ২০৬. তামার ক্ষেত্র প্রসারণ সহগ কত?
  • ক) 33.4×10-6K-1
  • খ) 16.7×10-6K-1
  • গ) 11×10-6K-1
  • ঘ) 50.1×10-6K-1
  • সঠিক উত্তর: (ক)
    ২০৭. তাপধারণ ক্ষমতা, আপেক্ষিক তাপ ও ভরের মধ্যে সঠিক সম্পর্ক কোনটি?
  • ক) C=Ms
  • খ) S=MC
  • গ) M=CS
  • ঘ) সবকয়টি
  • সঠিক উত্তর: (ক)
    ২০৮. কোন সম্পর্কটি সঠিক?
  • ক) α=2β
  • খ) α=3β
  • গ) γ=3α
  • ঘ) β=3γ
  • সঠিক উত্তর: (গ)
    ২০৯. কোনটির আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি?
  • ক) পানি
  • খ) সাগরের পানি
  • গ) তামা
  • ঘ) জলীয় বাষ্প
  • সঠিক উত্তর: (ক)
    ২১০. তাপ অপসারণে পদার্থ কী হয়?
  • ক) প্রসারিত
  • খ) সংকুচিত
  • গ) বিস্ফোরিত
  • ঘ) কোনো পরিবর্তন হয় না
  • সঠিক উত্তর: (খ)
    ২১১. 1kg লোহার তাপমাত্রা 1K বাড়াতে কত তাপের প্রয়োজন?
  • ক) 4.60J
  • খ) 46J
  • গ) 460J
  • ঘ) 0.46J
  • সঠিক উত্তর: (গ)
    ২১২. কোনো বস্তুর তাপ গ্রহণ এবং বর্জন সম্পর্কিত তথ্য হলো-
    i. বস্তু তাপ বর্জন করলে এর কণাসমূহ গতিশক্তি হারায়
    ii. বস্তু তাপ বর্জন করলে এর কণাসমূহ গতিশক্তি লাভ করে
    iii. বস্তু তাপ গ্রহণ করলে এর কণাসমূহ গতিশক্তি লাভ করে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ২১৩. পানির তিন অবস্থা নির্ভর করে-
    i. বায়ুরচাপ
    ii. তাপমাত্রা
    iii. বায়ুপ্রবাহ
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ২১৪. নিচের কোন যন্ত্রে তাপমাত্রিক পদার্থ ব্যবহার করা হয়?
  • ক) থার্মোমিটারে
  • খ) ক্যালরিমিটারে
  • গ) ব্যারোমিটারে
  • ঘ) ক্রোনোমিটারে
  • সঠিক উত্তর: (ক)
    ২১৫. কোন পদার্থের অণুগুলো একস্থানে থেকে এদিক-ওদিক স্পন্দিত হয়?
  • ক) কঠিন
  • খ) তরল ও কঠিন
  • গ) বায়বীয়
  • ঘ) তরল ও গ্যাসীয়
  • সঠিক উত্তর: (ক)
    ২১৬. কোনটির উপর বায়ুমণ্ডলের চাপ বাড়লে বাষ্পায়নের হার কমে যায়?
  • ক) কঠিন
  • খ) গ্যাস
  • গ) তরল
  • ঘ) কঠিন ও গ্যাস
  • সঠিক উত্তর: (গ)
    ২১৭. তরল পদার্থে তাপ প্রয়োগ করলে-
    i. আয়তন প্রসারণ হয়
    ii. ক্ষেত্র প্রসারণ হয়
    iii. দৈর্ঘ্য প্রসারণ হয়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i
  • খ) ii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ২১৮. চাপ অপরিবর্তিত রেখে তাপমাত্রা বৃদ্ধির সাথে গ্যাসের আয়তনের কিরূপ পরিবর্তন ঘটে?
  • ক) হ্রাস পায়
  • খ) বৃদ্ধি পায়
  • গ) অপরিবর্তিত
  • ঘ) সামান্য হ্রাস পায়
  • সঠিক উত্তর: (খ)
    ২১৯. 10C তাপমাত্রা সমান কত কেলভিন?
  • ক) 273K
  • খ) 1K
  • গ) 274K
  • ঘ) -274K
  • সঠিক উত্তর: (গ)
    ২২০. আয়তন প্রসারণ সহগের একক কোনটি?
  • ক) K-3
  • খ) K-2
  • গ) K-1
  • ঘ) K
  • সঠিক উত্তর: (গ)
    ২২১. তরলের প্রসারণ কত প্রকার?
  • ক) দুই
  • খ) তিন
  • গ) চার
  • ঘ) পাঁচ
  • সঠিক উত্তর: (ক)
    ২২২. নিচের তথ্যগুলো লক্ষ কর-
    i. পানির ত্রৈধ বিন্দুর তাপমাত্রা 273K
    ii. পানির ত্রৈধ বিন্দুর তাপমাত্রার 1/273.16 ভাগকে 10C
    iii. SI পদ্ধতিতে তাপমাত্রার একক কেলভিন (K)
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ২২৩. তাপমাত্রার প্রচলিত স্কেলে নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে-
    i. ফারেনহাইট স্কেলে 320F
    ii. সেলসিয়াস স্কেলে 00C
    iii. কেলভিন স্কেলে 273K
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ২২৪. তরলের উপরিতলের ক্ষেত্রফল বেশি হলে, বাষ্পায়ন-
  • ক) ধীরে হয়
  • খ) দ্রুত হয়
  • গ) হয় না
  • ঘ) অসীম হয়
  • সঠিক উত্তর: (খ)
    ২২৫. কোন পদার্থের অণুগুলো এলোমেলোভাবে ছুটাছুটি করে?
  • ক) কঠিন
  • খ) তরল ও কঠিন
  • গ) বায়বীয়
  • ঘ) তরল ও গ্যাসীয়
  • সঠিক উত্তর: (ঘ)
    ২২৬. একটি লোহার ও একটি পিতলের সদৃশ পাতকে পাশাপাশি একসাথে জোড়া দিয়ে একটি দ্বিধাতব পাত তৈরি করা হলো। তাপ অপসারণ করলে কী ঘটে?
  • ক) নিচের দিকে বেঁকে যায়
  • খ) সোজা থাকে
  • গ) উপরের দিকে বেঁকে যায়
  • ঘ) অপরিবর্তিত থাকে
  • সঠিক উত্তর: (ক)
    ২২৭. ঘনীভবন প্রক্রিয়ায় পদার্থে কোন অবস্থা থেকে কোন অবস্থায় রূপান্তরিত হয়?
  • ক) কঠিন থেকে তরল
  • খ) তরল থেকে বায়বীয়
  • গ) তরল থেকে কঠিন
  • ঘ) বায়বীয় থেকে তরল
  • সঠিক উত্তর: (ঘ)
    ২২৮. সীসার আপেক্ষিক তাপ কত Jkg-1K-1?
  • ক) 130
  • খ) 400
  • গ) 230
  • ঘ) 2100
  • সঠিক উত্তর: (ক)
    ২২৯. নিচের কোনটির গতিশক্তি আছে?
  • ক) তাপ
  • খ) তাপমাত্রা
  • গ) অণু
  • ঘ) শব্দ
  • সঠিক উত্তর: (গ)
    ২৩০. ক্যালরিমিতির মূলনীতির ক্ষেত্রে-
    i. বেশি তাপমাত্রার বস্তুগুলো তাপ হারায় এবং কম তাপমাত্রার বস্তুগুলো তাপ গ্রহণ করে
    ii. তাপের গ্রহণ বা বর্জন বস্তুগুলোর তাপের পরিমাণের ওপর নির্ভর করে
    iii. বলা যায়, গৃহীত তাপ=বর্জিত তাপ
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ২৩১. আপেক্ষিক তাপ কী?
  • ক) বস্তুর বৈশিষ্ট্য
  • খ) বস্তুর উপাদানের বৈশিষ্ট্য
  • গ) তাপমাত্রার বৈশিষ্ট্য
  • ঘ) আয়তনের বৈশিষ্ট্য
  • সঠিক উত্তর: (খ)
    ২৩২. তাপমাত্রার স্কেল তৈরি করার জন্য কয়টি নির্দিষ্ট তাপমাত্রাকে স্থির ধরে নেওয়া হয়
  • ক) ১টি
  • খ) ২টি
  • গ) ৩টি
  • ঘ) ৪টি
  • সঠিক উত্তর: (খ)
    ২৩৩. কোনো বস্তুর তাপমাত্রা 1K বাড়াতে যে তাপের প্রয়োজন হয় তাকে ঐ বস্তুর কী বলে?
  • ক) আপেক্ষিক তাপ
  • খ) তাপধারণ ক্ষমতা
  • গ) পুনঃশিলীভবন
  • ঘ) আপেক্ষিক আর্দ্রতা
  • সঠিক উত্তর: (খ)
    ২৩৪. কোনো পাত্রে তরল নিয়ে উত্তপ্ত করলে-
    i. পূর্বে পাত্র এবং পরে তরল প্রসারিত হয়
    ii. পূর্বে তরল এবং পরে পাত্র প্রসারিত হয়
    iii. পাত্র এবং তরল উভয়ই তাপ গ্রহণ করে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ২৩৫. তাপমাত্রিক ধর্ম কোনগুলো?
  • ক) আয়তন
  • খ) রোধ
  • গ) চাপ
  • ঘ) সবগুলো
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৩৬. পূর্বে তাপের একক হিসাবে কী ব্যবহৃত হতো?
  • ক) জুল
  • খ) ওয়াট
  • গ) ক্যালরি
  • ঘ) কেলভিন
  • সঠিক উত্তর: (গ)
    ২৩৭. তামার আয়তন প্রসারণ সহগ কত?
  • ক) 50.1×106K-1
  • খ) 50.1×106K
  • গ) 50.1×10-5K
  • ঘ) 50.1×10-6K-1
  • সঠিক উত্তর: (ক)
    ২৩৮. নিচের কোনটির কঠিন থেকে তরলে বূপান্তরের সময় আয়তন বেড়ে যায়?
  • ক) বরফ
  • খ) মোম
  • গ) অ্যান্টিমনি
  • ঘ) বিসমাথ
  • সঠিক উত্তর: (খ)
    ২৩৯. তাপমাত্রার তারতম্যের জন্যে পদার্থের যে ধর্ম নিয়মিতভাবে পরিবর্তিত হয় এবং এই পরিবর্তন লক্ষ্য করে সহজ ও সূক্ষ্মভাবে তাপমাত্রা নিরূপন করা যায় সেই ধর্মকে পদার্থের কী বলে?
  • ক) তাপমাত্রিক ধর্ম
  • খ) তাপমাত্রিক ধর্ম
  • গ) রোধ
  • ঘ) আয়তনিক ধর্ম
  • সঠিক উত্তর: (ক)
    ২৪০. 1kg ভরের বস্তুর তাপমাত্রা 1K বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে ঐ বস্তুর উপদানের কি বলা হয়?
  • ক) তাপধারণ ক্ষমতা
  • খ) আপেক্ষিক তাপ
  • গ) সুপ্ততাপ
  • ঘ) আপেক্ষিক সুপ্ততাপ
  • সঠিক উত্তর: (খ)
    ২৪১. এক জুল=কত ক্যালরি?
  • ক) 4.2
  • খ) 2.4
  • গ) 0.42
  • ঘ) 0.24
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৪২. কেলভিন স্কেলে তাপমাত্রার একক কী?
  • ক) 0C
  • খ) 0F
  • গ) K
  • ঘ) R
  • সঠিক উত্তর: (গ)
    ২৪৩. ভিন্ন তাপমাত্রার দুটি বস্তুকে তাপীয় সংস্পর্শে আনা হলে তাদের মধ্যে কীসের আদান প্রদান হয়?
  • ক) তাপমাত্রা
  • খ) তাপের
  • গ) চাপের
  • ঘ) আয়তনের
  • সঠিক উত্তর: (খ)
    ২৪৪. 200C তাপমাত্রায় একটি রেললাইনের দৈর্ঘ্য 10m হলে 400C তাপমাত্রায় এর দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পাবে?
  • ক) 10.464cm
  • খ) 10.232cm
  • গ) 0.464cm
  • ঘ) 0.232cm
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৪৫. কোনটিকে নানাভাবে ভাগ করে তাপমাত্রার বিভিন্ন স্কেল তৈরি করা হয়েছে?
  • ক) আণবিক ব্যবধান
  • খ) মৌলিক ব্যবধান
  • গ) মিশ্র ব্যবধান
  • ঘ) যৌগিক ব্যবধান
  • সঠিক উত্তর: (খ)
    ২৪৬. তাপমাত্রা পরিমাপের যন্ত্রের নাম কী?
  • ক) মনোমিটার
  • খ) ব্যারোমিটার
  • গ) অ্যামিটার
  • ঘ) থার্মোমিটার
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৪৭. বস্তুর আপেক্ষিক তাপ নির্ভর করে-
    i. বস্তুর ভরের উপর
    ii. বস্তুর তাপমাত্রার উপর
    iii. বস্তুর উপাদানের উপর
    নিচের কোনটি সঠিক?
  • ক) i
  • খ) ii
  • গ) iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ২৪৮. সমআয়তনের বিভিন্ন তরল পদার্থের প্রসারণ বিভিন্ন হয় কেন?
  • ক) একই তাপমাত্রা হ্রাসের জন্য
  • খ) একই চাপ হ্রাসের জন্য
  • গ) একই তাপমাত্রা বৃদ্ধির জন্য
  • ঘ) একই চাপ বৃদ্ধির জন্য
  • সঠিক উত্তর: (গ)
    ২৪৯. নিচের কোনটি প্রকৃত প্রসারণ ও আপাত প্রসারণের মধ্যে সম্পর্ক?
  • ক) vr=va+vg
  • খ) vr=vA-vg
  • গ) vA=vg-vr
  • ঘ) vr+vg=va
  • সঠিক উত্তর: (ক)
    ২৫০. চাপ কমলে বাষ্পায়নের হার কেমন হয়?
  • ক) বেড়ে যায়
  • খ) কমে যায়
  • গ) স্থির থাকে
  • ঘ) সর্বনিম্ন হয়
  • সঠিক উত্তর: (ক)
    ২৫১. 300C তাপমাত্রার 1kg বিশুদ্ধ পানির তাপমাত্রা 10C বাড়াতে কী পরিমাণ তাপের প্রয়োজন হবে?
  • ক) 3.9×103J
  • খ) 1.26×105J
  • গ) 1.228×105J
  • ঘ) 4.2×103J
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৫২. পদার্থের গলনাঙ্ক কিসের উপর নির্ভর করে?
  • ক) চাপের হ্রাস-বৃদ্ধি
  • খ) আয়তনের হ্রাস-বৃদ্ধি
  • গ) তাপের হ্রাস-বৃদ্ধি
  • ঘ) ঘনত্বের হ্রাস-বৃদ্ধি
  • সঠিক উত্তর: (ক)
    ২৫৩. কীসের রূপান্তরের সময় পদার্থ যে তাপ� শোষণ করে তা তার আন্তঃআণবিক বন্ধন ভাঙতে কাজ করে?
  • ক) তরল অবস্থা থেকে কঠিন অবস্থায়
  • খ) কঠিন অবস্থা থেকে বায়বীয় অবস্থা
  • গ) কঠিন অবস্থা থেকে তরল অবস্থা
  • ঘ) তরল অবস্থা থেকে গ্যাসীয় অবস্থায়
  • সঠিক উত্তর: (গ)
    ২৫৪. 1m দৈর্ঘ্যের কোনো কঠিন পদার্থের দণ্ডের তাপমাত্রা 1K বৃদ্ধির ফলে যতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পায় তাকে ঐ দণ্ডের উপাদানের কী বলে?
  • ক) দৈর্ঘ্য প্রসারণ সহগ
  • খ) ক্ষেত্র প্রসারণ সহগ
  • গ) আয়তন প্রসারণ সহগ
  • ঘ) দৈর্ঘ্য প্রসারণ
  • সঠিক উত্তর: (ক)
    ২৫৫. দুটি অণুর মধ্যে দূরত্ব সাম্যবস্থার তুলনায় বৃদ্ধি পেলে কোনটি তত দ্রুত বৃদ্ধি পায় না?
  • ক) আকর্ষণ বল
  • খ) বিকর্ষণ বল
  • গ) আসঞ্জন বল
  • ঘ) আকর্ষণ ও বিকর্ষণ বল
  • সঠিক উত্তর: (ক)
    ২৫৬. কোন বস্তুতে তাপীয় শক্তি প্রদান করলে নিচের কোনটি বাড়ে?
  • ক) গতিশক্তি
  • খ) বিভব শক্তি
  • গ) অভ্যন্তরীণ শক্তি
  • ঘ) চাপ
  • সঠিক উত্তর: (গ)
    ২৫৭. আপেক্ষিক তাপ হলো-
    i. বস্তুর বৈশিষ্ট্য
    ii. বস্তুর উপাদানের বৈশিষ্ট্য
    iii. তাপমাত্রার বৈশিষ্ট্য
    নিচের কোনটি সঠিক?
  • ক) i
  • খ) ii
  • গ) iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ২৫৮. আকর্ষণ-বিকর্ষণ বল থাকার কারণে কঠিন পদার্থের অণুগুলোর মধ্যে কোনটি বিদ্যমান থাকে?
  • ক) গতিশক্তি
  • খ) বিভবশক্তি
  • গ) যান্ত্রিকশক্তি
  • ঘ) রাসায়নিক শক্তি
  • সঠিক উত্তর: (খ)
    ২৫৯. তাপ দিলে পদার্থের অণুগুলোর গতিশক্তির কী পরিবর্তন হয়?
  • ক) কমে
  • খ) বাড়ে
  • গ) স্থির থাকে
  • ঘ) কিছুই ঘটে না
  • সঠিক উত্তর: (খ)
    ২৬০. কোনো পদার্থের মোট তাপের পরিমাণ কোনটির সমানুপাতিক?
  • ক) অণুগুলোর মোট স্থিতিশক্তি
  • খ) অণুগুলোর মোট গতিশক্তি
  • গ) অণুগুলোর মোট বিভবশক্তি
  • ঘ) অণুগুলোর মোট অন্তঃস্থশক্তি
  • সঠিক উত্তর: (খ)
    ২৬১. ট্রেন যাওয়ার সময় রেললাইন গরম হয়, কারণ-
    i. রেললাইনের অণুসমূহের গতি বৃদ্ধি পায় বলে
    ii. রাসায়নিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরি হয় বলে
    iii. তড়িৎ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয় বলে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i
  • খ) ii
  • গ) iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ২৬২. বাষ্পায়নের ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্য হলো-
    i. চাপ কমলে বাষ্পায়নের হার কমে
    ii. বায়ুপ্রবাহ বৃদ্ধি পেলে বাষ্পায়ন দ্রুত হয়
    iii. শূন্যস্থানে বাষ্পায়নের হার সর্বাধিক
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ২৬৩. 200C তাপমাত্রায় তামার পাতের দৈর্ঘ্য 50m হলে 1000C তাপমাত্রায় এর দৈর্ঘ্য কত মিটিার? তামার দৈর্ঘ্য প্রসারণ সহগ 16.7�10-6K-1
  • ক) 50.1002
  • খ) 50.0833
  • গ) 50.0668
  • ঘ) 50.0016
  • সঠিক উত্তর: (গ)
    ২৬৪. কোথায় বাষ্পায়নের হার সর্বাধিক?
  • ক) শূন্য স্থানে
  • খ) কাচ মাধ্যমে
  • গ) পানি মাধ্যমে
  • ঘ) বেনজিনে
  • সঠিক উত্তর: (ক)
    ২৬৫. 4kg ভরের কোনো বস্তুর তাপধারণ ক্ষমতা 2000JK-1 হলে বস্তুটির আঃ তাপ কত?
  • ক) 8000Jkg-1K-1
  • খ) 500Jkg-1K-1
  • গ) 2000Jkg-1K-1
  • ঘ) 5000Jkg-1K-1
  • সঠিক উত্তর: (খ)
    ২৬৬. নিচের বিবরণগুলো লক্ষ্য কর:
    i. 1 ক্যালরি=2.4 জুল
    ii. তাপমাত্রা হচ্ছে শক্তির একটি বিশেষ নির্দেশক
    iii. আন্তর্জাতিক পদ্ধতি চালুর পূর্বে তাপের একক ছিল ক্যালরি
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ২৬৭. বাষ্পীভবন পদ্ধতিতে কত তাপমাত্রায় পানি বাষ্পে পরিণত হয়?
  • ক) 1000C
  • খ) 700C
  • গ) যে কোনো তাপমাত্রায়
  • ঘ) 1200C
  • সঠিক উত্তর: (গ)
    ২৬৮. রূপার আপেক্ষিক তাপ কত JK-1kg-1?
  • ক) 230
  • খ) 400
  • গ) 130
  • ঘ) 120
  • সঠিক উত্তর: (ক)
    ২৬৯. তরলের প্রকৃত প্রসরণ ΔVr,আপাত প্রসারণ ΔVa এবং পাত্রের প্রসারণ ΔVg হলে-
    i. ΔVr=ΔVa+ΔVg
    ii. ΔVa=ΔVr-ΔVg
    iii. ΔVr=ΔVa-ΔVg
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ২৭০. কোনটির বাষ্পায়নের হার সর্বাধিক?
  • ক) পানি
  • খ) গ্লিসারিন
  • গ) অ্যালকোহল
  • ঘ) নিশাদল
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৭১. কোন ধরনের পদার্থের প্রসারণ সবচেয়ে বেশি হয়?
  • ক) তরল
  • খ) বায়বীয়
  • গ) কঠিন
  • ঘ) কেলাসাকার
  • সঠিক উত্তর: (খ)
    ২৭২. 50g ভর বিশিষ্ট একটি বস্তুর তাপমাত্রা 200C বাড়াতে 900J তাপ লাগে বস্তুটির আঃ তাপ কত Jkg-1K-1?
  • ক) 900
  • খ) 870
  • গ) 830
  • ঘ) 800
  • সঠিক উত্তর: (ক)
    ২৭৩. তামার আপেক্ষিক তাপ কত Jkg-1K-1?
  • ক) 400
  • খ) 230
  • গ) 130
  • ঘ) কোনটিই নয়
  • সঠিক উত্তর: (ক)
    ২৭৪. পানির অবস্থাগুলো নির্ভরশীল-
    i. বায়ুরচাপের ওপর
    ii. সময়ের ওপর
    iii. তাপমাত্রার ওপর
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ২৭৫. θ1 তাপমাত্রায় কোনো দণ্ডের দৈর্ঘ্য 11 তাপমাত্রা বৃদ্ধি করে θ2 হলে-
    i. শেষ দৈর্ঘ্য =l2
    ii. দৈর্ঘ্য বৃদ্ধি=l2-l1
    iii. তাপমাত্রা বৃদ্ধি = θ2-θ1
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৭৬. যে তাপমাত্রায় প্রমাণ চাপে বিশুদ্ধ পানি জলীয় বাষ্পে পরিণত হয় তাকে কী বলে?
  • ক) ঊর্ধ্ব স্থিরাঙ্ক
  • খ) স্ফুটনাঙ্ক
  • গ) বাষ্প বিন্দু
  • ঘ) সবগুলো
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৭৭. কোনো পদার্থের আয়তন প্রসারণ সহগ 85.710-6K-1 হলে এর দৈর্ঘ্য প্রসারণ সহগ কত?
  • ক) 57.1×10-6K-1
  • খ) 75.1×10-6K-1
  • গ) 28.6×10-6K-1
  • ঘ) 58.7×10-6K-1
  • সঠিক উত্তর: (গ)
    ২৭৮. তাপ প্রয়োগে কোন পদার্থের প্রসারণ সবচেয়ে কম?
  • ক) কঠিন
  • খ) তরল
  • গ) বায়বীয়
  • ঘ) বাষ্পীয়
  • সঠিক উত্তর: (ক)
    ২৭৯. তাপমাত্রার পার্থক্য 10C হলে সেটি কীসের সমান হবে?
  • ক) 1K
  • খ) 1.01K
  • গ) 2F
  • ঘ) 1F
  • সঠিক উত্তর: (ক)
    ২৮০. নিচের কোন পদার্থটির আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি?
  • ক) সীসা
  • খ) জলীয় বাষ্প
  • গ) বরফ
  • ঘ) পানি
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৮১. পানির ত্রৈধ বিন্দুর তাপমাত্রা কত?
  • ক) 237K
  • খ) 227K
  • গ) 273K
  • ঘ) 327K
  • সঠিক উত্তর: (গ)
    ২৮২. কোন পাত্রে রেখে তরল পদার্থকে উত্তপ্ত করলে যে প্রসারণ হয় তাকে কি বলে?
  • ক) প্রকৃত প্রসারণ
  • খ) আপাত প্রসারণ
  • গ) কৃত্রিম প্রাসরণ
  • ঘ) চাপ প্রসারণ
  • সঠিক উত্তর: (খ)
    ২৮৩. ক্ষেত্র প্রসারণের ক্ষেত্রে-
    i. ΔA α Aθ
    ii. ΔA α Δθ
    iii. ΔA α 1/AθΔθ
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ২৮৪. কোন পদার্থের আপেক্ষিক তাপ 400Jkg-1K-1
  • ক) পানি
  • খ) সীমা
  • গ) রূপা
  • ঘ) তামা
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৮৫. চাপ প্রয়োগে ব্স্তুর গলনাঙ্ক
    i. বেড়ে যায়
    ii. কমে যায়
    iii. অপরিবর্তিত থাকে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ২৮৬. তাপের প্রবাহ নির্ভর করে-
    i. তাপের পরিমাণের ওপর
    ii. তাপমাত্রার পার্থক্যের ওপর
    iii. বস্তুদ্বয়ের আপেক্ষিক তাপীয় অবস্থার ওপর
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ২৮৭. তাপমাত্রা বৃদ্ধি করে কোন শক্তি?
  • ক) স্থিতি শক্তি
  • খ) গতিশক্তি
  • গ) বিভবশক্তি
  • ঘ) অভ্যন্তরীন শক্তি
  • সঠিক উত্তর: (খ)
    ২৮৮. 100C তাপমাত্রার পানি এবং 700C তাপমাত্রার পানিকে মিশ্রি করলে নিম্নের কোনটি ঘটবে?
  • ক) 100C তাপমাত্রার পানি তাপ ছাড়বে
  • খ) 100C তাপমাত্রার পানি তাপ গ্রহণ করবে
  • গ) 700C তাপমাত্রার পানি তাপ গ্রহণ করবে
  • ঘ) দুই ধরনের পানির তাপমাত্রা অপরিবর্তিত থাকবে
  • সঠিক উত্তর: (খ)
    ২৮৯. 200C তাপমাত্রায় একটি ইস্পাতের দন্ডের দৈর্ঘ্য 100m। 500C এর দৈর্ঘ্য 100.033m হলে ইস্পাতের দৈর্ঘ্য প্রসারণ সহগ কত?
  • ক) 11×10-6K
  • খ) 11×10-6K-1
  • গ) 11×10-6m
  • ঘ) 11×10-6m-1
  • সঠিক উত্তর: (খ)
    ২৯০. একটি পাত্রে পানি নিয়ে উত্তপ্ত করলে কোনটির প্রসারণ বেশি হবে?
  • ক) পানির
  • খ) পাত্রের
  • গ) পাত্রের তলার
  • ঘ) পাত্রের ক্ষেত্রফলের
  • সঠিক উত্তর: (ক)
    ২৯১. পদার্থের আয়তন, রোধ, চাপ ইত্যাদি ধর্মগুলো কোন প্রকৃতির?
  • ক) তাপমাত্রিক
  • খ) ভৌত
  • গ) রাসায়নিক
  • ঘ) আয়তনিক
  • সঠিক উত্তর: (ক)
    ২৯২. বরফ, পানি এবং জলীয়বাষ্প যে তাপমাত্রায় একসঙ্গে থাকতে পারে তা হলো-
  • ক) 0K
  • খ) 4K
  • গ) 273K
  • ঘ) 1000C
  • সঠিক উত্তর: (গ)
    ২৯৩. তরলের প্রসারণ কত ধরনের হয়?
  • ক) দুই
  • খ) তিন
  • গ) চার
  • ঘ) পাঁচ
  • সঠিক উত্তর: (ক)
    ২৯৪. রূপার আপেক্ষিক তাপ কত Jkg-1K-1
  • ক) 230
  • খ) 460
  • গ) 400
  • ঘ) 670
  • সঠিক উত্তর: (ক)
    ২৯৫. চাপ বাড়লে-
    i. বরফের গলনাঙ্ক বাড়ে
    ii. মোমের গলনাঙ্ক কমে
    iii. পদার্থের গলনাঙ্ক অপরিবর্তিত থাকে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ২৯৬. বস্তুর প্রতি একক ভরের তাপধারণ ক্ষমতাকে কী বলে?
  • ক) আপেক্ষিক সুপ্ততাপ
  • খ) ক্যালরি
  • গ) আপেক্ষিক তাপ
  • ঘ) আপেক্ষিক গুরুত্ব
  • সঠিক উত্তর: (গ)
    ২৯৭. যে বস্তুর তাপমাত্রা কম সে বস্তু তাপ-
  • ক) গ্রহণ করবে
  • খ) বর্জন করবে
  • গ) ক ও খ উভয়ই
  • ঘ) মিশ্রিত করবে
  • সঠিক উত্তর: (ক)
    ২৯৮. নিচের কোন সম্পর্ক সঠিক?
  • ক) γ=3α=2β
  • খ) 6α=2β=3γ
  • গ) 6α=3β=2
  • ঘ) 6=3β==2α
  • সঠিক উত্তর: (গ)
    ২৯৯. কোনটি বায়ুতে কম পরিমাণে থাকার কারণে বাষ্পায়ন দ্রুত হয়?
  • ক) বরফ
  • খ) অক্সিজেন
  • গ) পানি
  • ঘ) জলীয়বাষ্প
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩০০. 100g ভর বিশিষ্ট অ্যালুমিনিয়ামের পাত্রের তাপমাত্রা 200C বাড়াতে 1800J তাপ লাগে, অ্যালুমিনিয়ামের আপেক্ষিক তাপ কত?
  • ক) 900Jkg-1K-1
  • খ) 900J
  • গ) 950Jkg-1K-1
  • ঘ) 920JkgK-1
  • সঠিক উত্তর: (ক)
    ৩০১. কোনটির ওপর স্ফুটনাঙ্কের মান নির্ভরশীল?
  • ক) সময়
  • খ) তাপমাত্রা
  • গ) আয়তন
  • ঘ) চাপ
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩০২. নিচের কোন পদার্থটিকে কঠিন থেকে তরলে বূপান্তরিত করলে আয়তন হ্রাস পায়?
  • ক) বরফ
  • খ) ইস্পাত
  • গ) মোম
  • ঘ) তামা
  • সঠিক উত্তর: (ক)
    ৩০৩. দুটি অণুর মধ্যবর্তী দূরত্ব সাম্যবস্থার চেয়ে কমে গেলে এদের মধ্যে কোনটি বেড়ে যাবে?
  • ক) তাপমাত্রা
  • খ) আকর্ষণ বল
  • গ) বিকর্ষণ বল
  • ঘ) তাপ
  • সঠিক উত্তর: (গ)
    ৩০৪. বায়ুতে কম পরিমাণ জলীয় বাষ্প থাকলে বাষ্পায়নের হার-
  • ক) ধীরে হবে
  • খ) দ্রুত হবে
  • গ) স্থির হবে
  • ঘ) সবকয়টি
  • সঠিক উত্তর: (খ)
    ৩০৫. পারদ থার্মোমিটারের ক্ষেত্রে কাচের কৈশিক নলের ভিতরে রক্ষিত পারদকে কী বলে?
  • ক) সান্দ্রতা
  • খ) আয়তনিক পদার্থ
  • গ) তাপমাত্রকি পদার্থ
  • ঘ) তাপমাত্রিক ধর্ম
  • সঠিক উত্তর: (গ)
    ৩০৬. তাপীয় প্রসারণ-
    i. অক্সিজেনে সবচেয়ে বেশি
    ii. পানিতে অক্সিজেনের চেয়ে কম
    iii. লবণে সবচেয়ে কম
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩০৭. তাপ প্রয়োগ করলে নিচের কোনটি প্রসারিত হয়?
  • ক) কঠিন
  • খ) তরল
  • গ) গ্যাস
  • ঘ) উপরের সবকয়টি
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩০৮. একটি অণু যখন পার্শ্ববর্তী অণুর কাছাকাছি যেতে চায় তখন অণুটি কি অনুভব করে?
  • ক) আকর্ষণ বল
  • খ) বিকর্ষণ বল
  • গ) তাপ
  • ঘ) তাপমাত্রা
  • সঠিক উত্তর: (খ)
    ৩০৯. আপেক্ষিক তাপ এবং তাপধারণ ক্ষমতার মধ্যে সম্পর্ক কোনটি?
  • ক) S=C/m
  • খ) C=m/S
  • গ) M=S/C
  • ঘ) S=m/C
  • সঠিক উত্তর: (ক)
    ৩১০. বাষ্পীভবন কয়টি পদ্ধতিতে সংঘটিত হয়?
  • ক) ১টি
  • খ) ২টি
  • গ) ৩টি
  • ঘ) ৪টি
  • সঠিক উত্তর: (খ)
    ৩১১. সুপ্ততাপের মাধ্যমে-
    i. বস্তুর তাপমাত্রা বৃদ্ধি হয়
    ii. বস্তুর অবস্থার পরিবর্তন হয়
    iii. বস্তুর অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ৩১২. নিচের কোনটি ঠাণ্ডা বা গরমের অনুভূতি জাগায়?
  • ক) তাপ
  • খ) তাপমাত্রা
  • গ) আর্দ্রতা
  • ঘ) চাপ
  • সঠিক উত্তর: (ক)
    ৩১৩. পদার্থের অবস্থার পরিবর্তনে কোনটির ভূমিকা উল্লেখযোগ্য?
  • ক) তাপের
  • খ) তাপমাত্রার
  • গ) আয়তনের
  • ঘ) ঘনত্বের
  • সঠিক উত্তর: (ক)
    ৩১৪. পদার্থের তরল অবস্থা থেকে বাষ্পীয় অবস্থায় পরিণত হওয়ার ঘটনাকে কী বলে?
  • ক) বাষ্পীভবন
  • খ) গলন
  • গ) গলনাঙ্ক
  • ঘ) শিশিরাঙ্ক
  • সঠিক উত্তর: (ক)
    ৩১৫. কোনো বস্তুর আপেক্ষিক তাপ 210JKg-1K-1 বলতে বুঝায়-
    i. 1kg বস্তুর তাপমাত্রা 1K বাড়াতে 210J তাপের প্রয়োজন হয়
    ii. 210kg বস্তুর তাপমাত্রা 1K বাড়াতে 1J তাপের প্রয়োজন হয়
    iii. 2kg বস্তুর তাপমাত্রা 1K বাড়াতে 420J তাপের প্রয়োজন হয়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ৩১৬. 4kg ভরের কোনো বস্তুর তাপধারণ ক্ষমতা 2000JK-1 হলে, বস্তুটির আপেক্ষিক তাপ কত?
  • ক) 500Jkg-1K-1
  • খ) 750Jkg-1K-1
  • গ) 2000Jkg-1K-1
  • ঘ) 8000Jkg-1K-1
  • সঠিক উত্তর: (ক)
    ৩১৭. কেলভিন স্কেলে বরফ বিন্দু কত?
  • ক) 173K
  • খ) 273K
  • গ) 373K
  • ঘ) 0K
  • সঠিক উত্তর: (খ)
    ৩১৮. কোনো বস্তুর তাপধারণ ক্ষমতা 10JK-1 বলতে কী বুঝায়?
  • ক) ঐ বস্তুর তাপমাত্রা 1K বাড়াতে 10J তাপের প্রয়োজন
  • খ) ঐ বস্তুর তাপমাত্রা 10K হ্রাস করতে 1J তাপের প্রয়োজন
  • গ) ঐ বস্তুর তাপমাত্রা 10J হ্রাস করতে 1K তাপের প্রয়োজন
  • ঘ) ঐ বস্তুর তাপমাত্রা 10J হ্রাস করতে 1K তাপের প্রয়োজন
  • সঠিক উত্তর: (ক)
    ৩১৯. জুল-
    i. কাজের একক
    ii. বলের একক
    iii. তাপের একক
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ৩২০. সুস্থ মানুষের দেহের তাপমাত্রা 98.40F হলে, সেলসিয়াস স্কেলে কত?
  • ক) 36.890C
  • খ) 39.690C
  • গ) 39.680C
  • ঘ) 35.480C
  • সঠিক উত্তর: (ক)
    ৩২১. নিচের কোনটির পার্থক্যের জন্য তাপশক্তি এক বস্তু থেকে অন্য বস্তুতে প্রবাহিত হয়?
  • ক) উষ্ণতার
  • খ) তাপের
  • গ) শক্তির
  • ঘ) ক্ষমতার
  • সঠিক উত্তর: (ক)
    ৩২২. তাপমাত্রার প্রচলিত স্কেল কয়টি?
  • ক) দুইটি
  • খ) তিনটি
  • গ) চারটি
  • ঘ) পাঁচটি
  • সঠিক উত্তর: (খ)
    ৩২৩. যে বস্তুর তাপমাত্রা বেশি সে বস্তু তাপ-
  • ক) গ্রহণ করবে
  • খ) বর্জন করবে
  • গ) ক ও খ উভয়ই
  • ঘ) বাষ্পীভবন করবে
  • সঠিক উত্তর: (খ)
    ৩২৪. নিচের কোনটি তাপমাত্রিক ধর্ম নয়?
  • ক) পদার্থের আয়তন
  • খ) পদার্থের রোধ
  • গ) পদার্থের আপেক্ষিক তাপ
  • ঘ) পদার্থের চাপ
  • সঠিক উত্তর: (গ)
    ৩২৫. পদার্থের অবস্থার পরিবর্তনের জন্য কোনটির প্রভাব উল্লেখযোগ্য?
  • ক) তাপ
  • খ) শব্দ
  • গ) কম্পন
  • ঘ) সবকয়টি
  • সঠিক উত্তর: (ক)
    ৩২৬. তাপ প্রয়োগে কোন ধরনের পদার্থের প্রসারণ সবচেয়ে বেশি হয়?
  • ক) তরল
  • খ) বায়বীয়
  • গ) কঠিন
  • ঘ) কঠিন ও বায়বীয়
  • সঠিক উত্তর: (খ)
    ৩২৭. কোনটির কারণে বাষ্পায়নের হার বৃদ্ধি পায়?
  • ক) চাপ বাড়ার
  • খ) তাপমাত্রা কমার
  • গ) চাপ কমার
  • ঘ) চাপের অপরিবর্তিত থাকার
  • সঠিক উত্তর: (গ)
    ৩২৮. কোন পদার্থের ক্ষেত্রে প্রকৃত ও আপাত প্রসারণ একই হয়?
  • ক) কঠিন
  • খ) তরল
  • গ) অর্ধ-তরল
  • ঘ) বায়বীয়
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩২৯. সেলসিয়াস, ফারেনহাইট ও কেলভিন স্কেলের মধ্যে সম্পর্ক কোনটি?
  • ক) C/5=F-32/9
  • খ) C/5=K-273/5
  • গ) C/5=F-32/9=K-273/5
  • ঘ) F-32/9=K-273/5
  • সঠিক উত্তর: (গ)
    ৩৩০. সীসার আপেক্ষিক তাপ 130JKg-1K-1 হলে 4kg ভরের সীসার তাপমাত্রা 200C বাড়াতে কত জুল তাপের প্রয়োজন?
  • ক) 38090
  • খ) 10400
  • গ) 2600
  • ঘ) 520
  • সঠিক উত্তর: (খ)
    ৩৩১. আপেক্ষিক তাপ ও তাপধারণ ক্ষমতার মধ্যে সম্পর্ক কোনটি?
  • ক) আপেক্ষিক তাপ=ভর/তাপধারণ ক্ষমতা
  • খ) আপেক্ষিক তাপ=তাপ ধারণক্ষমতা/ভর
  • গ) তাপধারণ ক্ষমতা=ভর/আপেক্ষিক তাপ
  • ঘ) তাপধারণ ক্ষমতা=ভর/আপেক্ষিক তাপ
  • সঠিক উত্তর: (খ)
    ৩৩২. প্রমাণ চাপে যে তাপমাত্রায় বিশুদ্ধ বরফ গলে পানি হয় অথবা বিশুদ্ধ পানি কমে বরফ হয় তাকে কি বলে?
  • ক) নিম্ন স্থিরাঙ্ক
  • খ) হিমাঙ্ক
  • গ) বরফ বিন্দু
  • ঘ) উপরের সবকয়টি
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৩৩. কাপের একককে তাপমাত্রার একক দ্বারা ভাগ করলে পাওয়া যায়-
    i. সুপ্ততাপের একক
    ii. তাপধারণ ক্ষমতার একক
    iii. আপেক্ষিক তাপের একক
    নিচের কোনটি সঠিক?
  • ক) ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ৩৩৪. তরলের উপর বায়ুপ্রবাহ বৃদ্ধি পেলে বাষ্পায়ন কিরূপ হয়?
  • ক) ধীরে হয়
  • খ) দ্রুত হয়
  • গ) বন্ধ হয়ে যায়
  • ঘ) কখনো ধীরে কখনো দ্রুত হয়
  • সঠিক উত্তর: (খ)
    ৩৩৫. 1m2 আয়তনের কোন পদার্থের তাপমাত্রা 1K বৃদ্ধির ফলে যতটুকু আয়তন বৃদ্ধি পায় তাকে ঐ বস্তুর উপদানের কি বলা হয়?
  • ক) দৈর্ঘ্য প্রসারণ
  • খ) ক্ষেত্র-প্রসারণ
  • গ) আয়তন প্রসারণ
  • ঘ) তাপ পরিবাহকত্ব
  • সঠিক উত্তর: (গ)
    ৩৩৬. বরফ পানিতে ভাসে কারণ-
    i. বরফের ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে বেশি
    ii. পানি বরফ হলে আয়তনে বাড়ে
    iii. পানির সমআয়তন বরফ পদার্থের পরিমাণ কম
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ৩৩৭. কঠিন বস্তুতে তাপ প্রয়োগ করলে নির্দিষ্ট দিকে দৈর্ঘ্য বরাবর যে প্রসারণ হয় তাকে বস্তুটির কী বলে?
  • ক) দৈর্ঘ্য প্রসারণ
  • খ) দৈর্ঘ্য সংকোচন
  • গ) ক্ষেত্র প্রসারণ
  • ঘ) দৈর্ঘ্য প্রসারণ-সংকোচন
  • সঠিক উত্তর: (ক)
    ৩৩৮. তাপ প্রয়োগে কোন পদার্থের প্রসারণ সবচেয়ে কম-
  • ক) কঠিন
  • খ) তরল
  • গ) বায়বীয়
  • ঘ) বাষ্পীয়
  • সঠিক উত্তর: (ক)
    ৩৩৯. যে নির্দিষ্ট তাপমাত্রায় কঠিন পদার্থ গলতে শুরু করে সে তাপমাত্রাকে কী বলে?
  • ক) গলন
  • খ) গলনাঙ্ক
  • গ) স্ফুটন
  • ঘ) স্ফুটনাঙ্ক
  • সঠিক উত্তর: (খ)
    ৩৪০. তাপমাত্রা নির্ণয়ের কেলভিন স্কেলের ক্ষেত্রে প্রযোজ্য তথ্য-
    i. এ স্কেলে ফুটন্ত পানির তাপমাত্রাকে 373K ধরা হয়
    ii. স্কেলে গলন্ত বরফের তাপমাত্রাকে 273K ধরা হয়
    iii. এ স্কেল পানির ত্রৈধবিন্দুর উপর ভিত্তি করে তৈরি
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৪১. কোন পদার্থের মোট তাপের পরিমাণ এর মধ্যস্থিত অণুগুলোর মোট গতিশক্তির-
  • ক) সমান
  • খ) সমানুপাতিক
  • গ) ব্যস্তানুপাতিক
  • ঘ) বর্গের সমানুপাতিক
  • সঠিক উত্তর: (খ)
    ৩৪২. পদার্থের অণুগুলোর গতিশক্তি ও বিভবশক্তির সমষ্টিকে কী বলে?
  • ক) বাহ্যিক শক্তি
  • খ) নিউক্লীয় শক্তি
  • গ) অভ্যন্তরীণ শক্তি
  • ঘ) যান্ত্রিকশক্তি
  • সঠিক উত্তর: (গ)
    ৩৪৩. যেকোনো উষ্ণতায় তরলের শুধু উপরিতল থেকে ধীরে ধীরে বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়াকে কী বলে?
  • ক) গলন
  • খ) গলনাঙ্ক
  • গ) স্ফুটন
  • ঘ) বাষ্পায়ন
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৪৪. তাপমাত্রা নির্ণয়ের স্কেল হলো-
    i. সেলসিয়াস স্কেল
    ii. কেলভিন স্কেল
    iii. মিটার স্কেল
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ৩৪৫. তাপ প্রয়োগে কঠিন পদার্থকে তরলে পরিণত করাকে কি বলে?
  • ক) তরল
  • খ) গলন
  • গ) জমাট
  • ঘ) স্ফুটন
  • সঠিক উত্তর: (খ)
    ৩৪৬. নিচের কোনটি আপেক্ষিক তাপ বেশি?
  • ক) সীসা
  • খ) লোহা
  • গ) তামা
  • ঘ) বরফ
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৪৭. কোনটি আন্তঃআণবিক বন্ধন শিথিল করতে ব্যয় হয়?
  • ক) আপেক্ষিক আর্দ্রতা
  • খ) বাষ্পীভবন
  • গ) পুনঃশিলীভবন
  • ঘ) গলনের সুপ্ততাপ
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৪৮. ঘর্মাক্ত দেহে পাখার বাতাস আরাম দেয় কেন?
  • ক) পাখার বাতাস গায়ের ঘাম বের হতে দেয় না তাই
  • খ) বাম্পায়ন শীতলতার সৃষ্টি করে তাই
  • গ) পাখার বাতাস শীতল জলীয় বাষ্প ধারণ করে তাই
  • ঘ) পাখার বাতাস সরাসরি লোমকূপ দিয়ে শরীরে ঢুকে যায় তাই
  • সঠিক উত্তর: (খ)
    ৩৪৯. কোন পাত্রে তরল রেখে তাপ দিলে তরলের যে আয়তন প্রসারণ হয় তাকে কি বলে?
  • ক) প্রকৃত প্রসারণ
  • খ) আপাত প্রসারণ
  • গ) কৃত্রিম প্রসারণ
  • ঘ) মৌলিক প্রসারণ
  • সঠিক উত্তর: (খ)
    ৩৫০. পানি তিন অবস্থায় থাকে নিচের কোনটির কারণে?
  • ক) চাপ
  • খ) তাপমাত্রা
  • গ) আর্দ্রতা
  • ঘ) ক ও খ উভয়ই
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৫১. সেলসিয়াস স্কেলে তাপমাত্রার পার্থক্য 500C হলে কেলভিন স্কেলে তাপমাত্রার পার্থক্য কত?
  • ক) 50K
  • খ) 112K
  • গ) 245K
  • ঘ) 323K
  • সঠিক উত্তর: (ক)
    ৩৫২. কক্ষ তাপমাত্রায় ও স্বাভাবিক চাপের একটি বাটিতে কিছু পানি রেখে দিলে কি পরিবর্তন হবে?
  • ক) পানির স্তর উপরে উঠবে
  • খ) পানির স্তর নিচে নামবে
  • গ) পানির স্তরের পরিবর্তন হবে না
  • ঘ) সমস্ত পানি বরফ হবে
  • সঠিক উত্তর: (খ)
    ৩৫৩. তামার দৈর্ঘ্য প্রসারণ সহগ কত?
  • ক) 16.7×10-6K-1
  • খ) 14.7×10-6K-1
  • গ) 16.7×10-6K
  • ঘ) 14.7×10-6K
  • সঠিক উত্তর: (ক)
    ৩৫৪. পদার্থের অণুগুলোর গতিশক্তি ও বিভব শক্তির সমষ্টিকে কী বলে?
  • ক) বাহ্যিক শক্তি
  • খ) অভ্যন্তরীণ শক্তি
  • গ) বিভব শক্তি
  • ঘ) গতি শক্তি
  • সঠিক উত্তর: (খ)
    ৩৫৫. পদার্থের মোট তাপের পরিমাণ এর মধ্যস্থিত অণুগুলোর মোট গতিশক্তির সাথে কিরূপে পরিবর্তিত হয়?
  • ক) বর্গের ব্যস্তানুপাতে
  • খ) সমানুপাতে
  • গ) বর্গের সমানুপাতে
  • ঘ) ব্যস্তানুপাতে
  • সঠিক উত্তর: (খ)
    ৩৫৬. 1m দৈর্ঘ্যের তামার দণ্ডের তাপমাত্রা 1K বৃদ্ধি করলে এর দৈর্ঘ্য বৃদ্ধি পায়-
    i. 16.710-6m
    ii. 0.0000167m
    iii. 18.710-6m
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ৩৫৭. কোনো একটি বস্তুর তাপমাত্রা θ0C হলে কেলভিন স্কেলে এর মান কত হবে?
  • ক) θK
  • খ) (θ-273)K
  • গ) (θ+273)K
  • ঘ) (273-θ)K
  • সঠিক উত্তর: (গ)
    ৩৫৮. তাপ প্রয়োগের ফলে কঠিন পদার্থের তাপমাত্রা যখন গলনাঙ্কে পৌঁছায় তখন নিচের কোনটির পরিবর্তন হয় না?
  • ক) চাপ
  • খ) তাপমাত্রা
  • গ) তাপ
  • ঘ) উপরের সবকয়টি
  • সঠিক উত্তর: (খ)
    ৩৫৯. তরল ও পাত্রের প্রসারণ সমান হলে তরলের আপাত প্রসারণ-
    i. ধনাত্মক হতে পারে
    ii. ঋণাত্মক হতে পারে
    iii. শূন্য হতে পারে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ৩৬০. যদি এক টুকরা গরম লোহা ঠাণ্ডা পানির পাত্রে ডুবানো হয় তবে কে তাপ হারাবে?
  • ক) পানি
  • খ) গরম লোহা
  • গ) পানি ও গরম লোহা দুটিই
  • ঘ) পাত্র
  • সঠিক উত্তর: (খ)
    ৩৬১. তাপ প্রয়োগে নির্দিষ্ট তাপমাত্রায় তরলকে বায়বীয় অবস্থায় রূপান্তর করার প্রক্রিয়াকে কী বলে?
  • ক) স্ফুটন
  • খ) গলন
  • গ) বাষ্পায়ন
  • ঘ) পাতন
  • সঠিক উত্তর: (ক)
    ৩৬২. কোনো পাত্রে না রেখে তাপ দিলে তরলের যে প্রসারণ হয় তার নাম কী?
  • ক) আপাত প্রসারণ
  • খ) প্রকৃত প্রসারণ
  • গ) কৃত্রিম প্রসারণ
  • ঘ) মৌলিক প্রসারণ
  • সঠিক উত্তর: (খ)
    ৩৬৩. দৈর্ঘ্য, ক্ষেত্র ও আয়তন প্রসারণ সহগ যথাক্রমে α, β এবং γ হলে-
    i. 6α=2γ
    ii. 3α=2γ
    iii. 3β=6α
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ৩৬৪. ইস্পাতের দৈর্ঘ্য প্রসারণ সহগ 11.010-6K-1 এর ক্ষেত্র প্রসারণ সহগ-
    i. 22.010-6K-1
    ii. 0.000022K-1
    iii. 2210-12K-1
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ৩৬৫. দু’টুকরা বরফকে চাপ দিয়ে আবার ছেড়ে দিলে জোড়া লেগে যায়। এতে কোন ঘটনা ঘটে?
  • ক) বাষ্পায়ন
  • খ) স্ফুটন
  • গ) পুন:শিলীভবন
  • ঘ) সবগুলো
  • সঠিক উত্তর: (গ)
    ৩৬৬. তাপ-
    i. এক প্রকার শক্তি
    ii. ঠাণ্ডা ও গরমের অনুভূতি জাগায়
    iii. এর একক কেলভিন
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ৩৬৭. দৈর্ঘ্য প্রসারণ সহগের একক কী?
  • ক) K
  • খ) K-1
  • গ) M
  • ঘ) OC
  • সঠিক উত্তর: (খ)
    ৩৬৮. কোনো পদার্থের আয়তন প্রসারণ-সহগ এর দৈর্ঘ্য প্রাসরণ-সহগের কত গুণ?
  • ক) দ্বিগুণ
  • খ) তিনগুণ
  • গ) চারগুণ
  • ঘ) পাঁচগুণ
  • সঠিক উত্তর: (খ)
    ৩৬৯. এক বায়ুমন্ডলীয় চাপ সমান কত সে.মি. পারদ চাপ?
  • ক) 36cm
  • খ) 30cm
  • গ) 76cm
  • ঘ) 100cm
  • সঠিক উত্তর: (গ)
    ৩৭০. 1000C তাপমাত্রার নিচেও পানিকে বাষ্পীভূত করা যায়-
    i. প্রেসার কুকার ব্যবহার করে
    ii. পানির ওপর চাপ হ্রাস করে
    iii. পানিতে বায়ু প্রবাহ চালিয়ে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ৩৭১. লোহার আয়তন প্রসারণ সহগ 34.810-6K-1 হলে 400C তাপমাত্রা পরিবর্তনের জন্য 100m লোহার রেললাইনের দৈর্ঘ্য বৃদ্ধি পাবে-
    i. 0.0464m
    ii. 0.6401m
    iii. 4.64cm
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ৩৭২. তামার-
    i. দৈর্ঘ্য প্রসারণ সহগ 16.710-6K-1
    ii. ক্ষেত্র প্রসারণ সহগ 33.410-6K-1
    iii. আয়তন প্রসারণ সহগ 50.110-6K-1
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৭৩. 1kg সীসার তাপমাত্রা 1K বাড়াতে কত জুল তাপের প্রয়োজন?
  • ক) 130
  • খ) 120
  • গ) 230
  • ঘ) 320
  • সঠিক উত্তর: (ক)
    ৩৭৪. সেলসিয়াস স্কেলের তাপমাত্রার একক কী?
  • ক) 0C
  • খ) 0F
  • গ) K
  • ঘ) R
  • সঠিক উত্তর: (ক)
    ৩৭৫. গরমের দিনে কোন পাত্রের পানি ঠাণ্ডা থাকবে?
  • ক) পিতল
  • খ) কাচ
  • গ) মাটির কলসি
  • ঘ) সবগুলো
  • সঠিক উত্তর: (গ)
    ৩৭৬. উষ্ণতার পরিবর্তন ঘটিয়ে কোন পদার্থের বায়বীয় অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তরিত হওয়ার প্রক্রিয়াকে কী বলে?
  • ক) বাষ্পায়ন
  • খ) বাষ্পীভবন
  • গ) গলন
  • ঘ) ঘনীভবন
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৭৭. আপেক্ষিক তাপ-
    i. এর একক হচ্ছে Jkg-1K-1
    ii. কে S দ্বারা প্রকাশ করা হয়
    iii. এর মাত্রা সমীকরণ L2T2θ-1
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৭৮. পানির আপেক্ষিক তাপ কত?
  • ক) 2100J-1K-1
  • খ) 4200J-1kg-1 K-1
  • গ) 4.2×103Jkg-1 K
  • ঘ) 400JgK-1
  • সঠিক উত্তর: (খ)
    ৩৭৯. তাপমাত্রার বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক হচ্ছে-
    i. C/5=K-32/9
    ii. F-32/9=K-273/5
    iii. C/5=F-32/9
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ৩৮০. নিচের কোনটির চাপ বাড়লে আয়তন বেড়ে যায়?
  • ক) মোম
  • খ) বিসমাথ
  • গ) বরফ
  • ঘ) অ্যান্টিমনি
  • সঠিক উত্তর: (ক)
    ৩৮১. যে নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে পানি তিন অস্থাতেই অর্থাৎ বরফ, পানি এবং জলীয় বাষ্পরূপে অবস্থান করে তাকে কি বলে?
  • ক) স্বাভাবিক তাপমাত্রা
  • খ) উচ্চ স্থিরাঙ্ক
  • গ) নিম্ন স্থিরাঙ্ক
  • ঘ) পানির ত্রৈধবিন্দু
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৮২. তাপমিতির মূলনীতি কী?
  • ক) মোট বর্জিত তাপ=চূড়ান্ত তাপ
  • খ) মোট বর্জিত তাপ=মোট গৃহীত তাপ
  • গ) মোট তাপ=মোট গৃহীত তাপ
  • ঘ) সবকয়টি
  • সঠিক উত্তর: (খ)
    ৩৮৩. তামা, জলীয় বাষ্প এবং পানির আপেক্ষিক তাপের অনুপাত কোনটি?
  • ক) 1:10:19
  • খ) 1:14:21
  • গ) 2:12:21
  • ঘ) 2:10:21
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৮৪. চাপ বাড়লে মোমের গলনাঙ্ক কী হয়?
  • ক) বাড়ে
  • খ) কমে
  • গ) অপরিবর্তিত থাকে
  • ঘ) চাপের উপর নির্ভরশীল নয়
  • সঠিক উত্তর: (ক)
    ৩৮৫. কোনো পদার্থে তাপ-
    i. অণুগুলোর গতিশক্তি
    ii. অণুগুলোর গতিশক্তি বৃদ্ধি করে
    iii. পদার্থটির তাপমাত্রা বৃদ্ধি করে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৮৬. তাপমাত্রা-
    i. পরিমাপের যন্ত্রের নাম ব্যারোমিটার
    ii. পরিমাপের যন্ত্রের নাম থার্মোমিটার
    iii. এর SI একক হচ্ছে কেলভিন
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ৩৮৭. সমভরের পানি ও বরফের তাপমাত্রা একই পরিমাণ বৃদ্ধি করতে পানির তুলনায় বরফের কতগুন তাপ দরকার?
  • ক) 1/4
  • খ) 1/2
  • গ) 1
  • ঘ) 2
  • সঠিক উত্তর: (খ)
    ৩৮৮. কেলভিন স্কেলে বরফের গলনাঙ্ক কত?
  • ক) 273K
  • খ) 373K
  • গ) 100K
  • ঘ) 0K
  • সঠিক উত্তর: (ক)
    ৩৮৯. একই তাপমাত্রায় থাকা তামার তৈরি বেশি ভরের (A) একটি বস্তু এবং কম ভরের (B) �একটি বস্তুতে একই সময়ে একই পরিমাণ তাপ সরবরাহ করা হলে নিচের কোন উক্তিটি সঠিক হবে?
  • ক) A অপেক্ষা B এর তাপধারণ ক্ষমতা বেশি হবে
  • খ) A অপেক্ষা B এর আপেক্ষিক তাপ কম হবে
  • গ) A অপেক্ষা B এর তাপমাত্রা বেশি হবে
  • ঘ) A ও B এর তাপমাত্রা সমান হবে
  • সঠিক উত্তর: (গ)
    ৩৯০. তাপমাত্রার বিভিন্ন স্কেলের ক্ষেত্রে নিম্নের কোন সম্পর্কটি সঠিক?
  • ক) C/5=F-32/5=K-373/9
  • খ) C/100=F-32/180=K-273/100
  • গ) C/100=F+32/180=K+273/100
  • ঘ) C/100=F-32/180=K-373/100
  • সঠিক উত্তর: (খ)
    ৩৯১. একটি কঠিন বস্তুর তাপমাত্রা বৃদ্ধি করলে যদি এর ক্ষেত্রফল বৃদ্ধি পায় তাহলে তাকে কী বলা হয়?
  • ক) দৈর্ঘ্য প্রসারণ
  • খ) আয়তন প্রসারণ
  • গ) প্রস্থ-প্রসারণ
  • ঘ) ক্ষেত্র-প্রসারণ
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৯২. A ও B দুটো পাত্রে সমপরিমাণ পানি আছে। A পাত্রের পানির তাপমাত্রা বেশি, B পাত্রের কম। তাপের পরিমাণ কোনটিতে বেশি?
  • ক) A -পাত্রে
  • খ) B –পাত্রে
  • গ) A ও B উভয়টিতেই
  • ঘ) সমান থাকবে
  • সঠিক উত্তর: (ক)
    ৩৯৩. কোনো বস্তুর তাপমাত্রা 1K বাড়াতে যে তাপের প্রয়োজন হয় তাকে কী বলে?
  • ক) আপেক্ষিক তাপ
  • খ) তাপধারণ ক্ষমতা
  • গ) সুপ্ততাপ
  • ঘ) পানি সমতা
  • সঠিক উত্তর:
    ৩৯৪. ক্ষেত্র প্রসারণ সহগ এর একক কোনটি?
  • ক) K-1
  • খ) K
  • গ) K-2
  • ঘ) R
  • সঠিক উত্তর: (ক)
    ৩৯৫. হিমাংক বলতে বুঝায় প্রমাণ চাপে যে তাপমাত্রায়-
    i. বিশুদ্ধ বরফ গলে পানি হয়
    ii. পানি জমে বরফ হয়
    iii. পানি ফুটে বাষ্প হয়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ৩৯৬. দৈর্ঘ্য প্রসারণ সহগ (α) ও আয়তন প্রসারণ সহগ (γ) এর মধ্যে সম্পর্ক কোনটি?
  • ক) α =3y
  • খ) γ=4 α
  • গ) γ=3 α
  • ঘ) γ=2 α
  • সঠিক উত্তর: (গ)
    ৩৯৭. চাপ দিয়ে কঠিন বস্তুকে তরলে পরিণত করে ও চাপ হ্রাস করে আবার কঠিন অবস্থায় পরিণত করাকে কী বলে?
  • ক) শিলীভবন
  • খ) ঘনীভবন
  • গ) গলন
  • ঘ) পুনঃশিলীভবন
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৯৮. এভারেষ্ট চূড়ায়-
    i. পানি 700C তাপমাত্রায় ফুটে
    ii. পানি 343K তাপমাত্রায় ফুটে
    iii. পানি 273K তাপমাত্রায় ফুটে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ৩৯৯. কোনো বস্তুর তাপধারণ ক্ষমতা কোনটির ওপর নির্ভর করে না?
  • ক) বস্তুর ভর
  • খ) বস্তুর আকার
  • গ) উপাদান
  • ঘ) তাপমাত্রা বৃদ্ধি
  • সঠিক উত্তর: (খ)
    ৪০০. প্রমাণ চাপে ফুটন্ত বিশুদ্ধ পানি যে তাপমাত্রায় বাষ্পে পরিণত হয় তাকে কী বলে?
  • ক) হিমাঙ্ক
  • খ) বরফ বিন্দু
  • গ) নিম্ন স্থিরাঙ্ক
  • ঘ) উর্ধ্ব স্থিরাঙ্ক
  • সঠিক উত্তর: (ঘ)
    ৪০১. থার্মোমিটারে পারদ স্তম্ভের� দৈর্ঘ্যকে কী বলা হয়?
  • ক) পরিবাহী
  • খ) অপরিবাহী
  • গ) তাপমাত্রিক ধর্ম
  • ঘ) তাপমাত্রিক পদার্থ
  • সঠিক উত্তর: (গ)
    ৪০২. নিচের তথ্যগুলো লক্ষ কর-
    i. ফারেনহাইট স্কেলে নিম্ন স্থিরাঙ্ক 320F
    ii. সেলসিয়াস স্কেলে উর্ধ্ব স্থিরাঙ্ক 273K
    iii. সেলসিয়াস স্কেলে নিম্ন স্থিরাঙ্ক
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৪০৩. সুস্থ্য মানুষের দেহের তাপমাত্রা 98.40F সেলসিয়াস স্কেলে তাপমাত্রা কত?
  • ক) 37.8880C
  • খ) 36.8880F
  • গ) 36.8880C
  • ঘ) 36.888K
  • সঠিক উত্তর: (গ)
    ৪০৪. তাপমাত্রিক ধর্মগুলো হলো-
    i. আয়তন
    ii. রোধ
    iii. চাপ
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৪০৫. তাপ ধারন ক্ষমতা বস্তুর কোনটির ওপর নির্ভর করে?
  • ক) উপাদান
  • খ) অবস্থা
  • গ) ঘনত্ব
  • ঘ) আয়তন
  • সঠিক উত্তর: (ক)
    ৪০৬. কোন বস্তুর তাপমাত্রা 1K বাড়াতে কত তাপের প্রয়োজন?
  • ক) আপেক্ষিক তাপ
  • খ) তাপধারণ ক্ষমতা
  • গ) সুপ্ততাপ
  • ঘ) উপরের সবকয়টি
  • সঠিক উত্তর:
    ৪০৭. যে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো তরলের স্ফুটন হয় তাকে ঐ তরলের কী বলে?
  • ক) বাষ্পীভবন
  • খ) স্ফুটনাঙ্ক
  • গ) শিশিরাঙ্ক
  • ঘ) গলন
  • সঠিক উত্তর: (খ)
    ৪০৮. তাপধারন ক্ষমতা নির্ণয়ের সঠিক সূত্র কোনটি?
  • ক) Q=C/Δθ
  • খ) C=Q/Δθ
  • গ) Δθ=CQ
  • ঘ) C=Δθ/Q
  • সঠিক উত্তর: (খ)
    ৪০৯. তাপধারণ ক্ষমতা সম্পর্কে নিম্নের কোনটি সঠিক?
  • ক) C=ms
  • খ) C=ma
  • গ) C=mΔθ
  • ঘ) C=Δ/mΔθ
  • সঠিক উত্তর: (ক)
    ৪১০. নিচের কোনটির কারণে অণুর গতি বেড়ে যায়?
  • ক) তাপ
  • খ) তাপমাত্রা
  • গ) বিভব শক্তি
  • ঘ) গলন
  • সঠিক উত্তর: (ক)
    ৪১১. শূন্যস্থানের বাষ্পায়নের হার-
  • ক) বেড়ে যায়
  • খ) কমে যায়
  • গ) সর্বনিম্ন
  • ঘ) সর্বোচ্চ
  • সঠিক উত্তর: (ঘ)
    ৪১২. ইস্পাতের আয়তন প্রসারণ সহগ 3310-6K-1 হলে এর দৈর্ঘ্য প্রসারণ সহগ কত হবে?
  • ক) 11.0×10-6K-1
  • খ) 11.0×10-2K-1
  • গ) 22×10-6K-1
  • ঘ) 22×10-2K-1
  • সঠিক উত্তর: (ক)
    ৪১৩. লোহার আয়তন প্রসারণ সহগ 34.810-6K-1 হলে এর দৈর্ঘ্য প্রসারণ সহগ কত হবে?
  • ক) 11.6×10-6K-1
  • খ) 23.2×10-6K-1
  • গ) 34.8×10-6K-1
  • ঘ) 69.6×10-6K-1
  • সঠিক উত্তর: (ক)
    ৪১৪. তাপমাত্রার স্কেল তৈরির জন্য স্থির তাপমাত্রা হিসেবে বিবেচিত-
    i. নিম্ন স্থিরাঙ্ক
    ii. ঊর্ধ্ব স্থিরাঙ্ক
    iii. কুরিবিন্দু
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ৪১৫. mkg ভরবিশিষ্ট কোনো বস্তুর উপাদানের আপেক্ষিক তাপ SJkg-1K-1 হলে DqK পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপের ক্ষেত্রে কোনটি সত্য?
  • ক) Q=mSDq ক্যালরি
  • খ) Q=mSDq জুল
  • গ) Q=mS ক্যালরি
  • ঘ) Q=mS জুল
  • সঠিক উত্তর: (খ)
    ৪১৬. A1 আদি ক্ষেত্রফল বিশিষ্ট কোনো কঠিন পদার্থের তাপমাত্রা Δθ বৃদ্ধি করলে এর চূড়ান্ত ক্ষেত্রফল কত হবে?
  • ক) A1(1+BΔθ)
  • খ) A1+BΔθ
  • গ) BΔθ-A1
  • ঘ) A1 (B+Δθ)
  • সঠিক উত্তর: (ক)
    ৪১৭. নিচের কোনটি তাপমাত্রা পরিবর্তন করে না?
  • ক) তাপ
  • খ) সুপ্ততাপ
  • গ) চাপ
  • ঘ) আয়তন
  • সঠিক উত্তর: (খ)
    ৪১৮. নিচের কোনটির উপর বাষ্পায়ন নির্ভর করে?
  • ক) বায়ু প্রবাহ
  • খ) তরলের উপরিতলের ক্ষেত্রফল
  • গ) তরলের প্রকৃতি
  • ঘ) উপরের সবকয়টি
  • সঠিক উত্তর: (ঘ)
    ৪১৯. ক্ষেত্রফল বৃদ্ধি ΔA , আদি ক্ষেত্রফল A0 এবং তাপমাত্রা বৃদ্ধি Δθ হলে ক্ষেত্র প্রসারণ সহগ, β=?
  • ক) β=A0/ΔAΔθ
  • খ) β=Δθ/A0ΔA
  • গ) β=ΔA/A0Δθ
  • ঘ) β=A0Δθ/ΔA
  • সঠিক উত্তর: (গ)
    ৪২০. কোনো একটি বস্তুর তাপমাত্রা। K বাড়াতে যে তাপ লাগে, তার তাপমাত্রা 10K বাড়াতে কতগুণ তাপের প্রয়োজন হয়?
  • ক) দু’গুণ
  • খ) পাঁচ গুণ
  • গ) দশ গুণ
  • ঘ) পঞ্চাশ গুণ
  • সঠিক উত্তর: (গ)
    ৪২১. দৈর্ঘ্য প্রসারণ সহগ a, ক্ষেত্র প্রসারণ সহগ B এবং আয়তন প্রসারণ সহগ y এর মধ্যে সম্পর্ক-
    i. a=B/3=y/2
    ii. 6α=3B=2y
    iii. a=B/2=y/3
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ৪২২. তরলকে কোনো পাত্রে না রেখে তাপ দিলে তার যে আয়তন প্রসারণ হবে তাকে কী বলে?
  • ক) দৈর্ঘ্য প্রসারণ
  • খ) ক্ষেত্র প্রসারণ
  • গ) আপাত প্রসারণ
  • ঘ) প্রকৃত প্রসারণ
  • সঠিক উত্তর: (ঘ)
    ৪২৩. Mkg ভরের তাপধারণ ক্ষমতা কত জুল?
  • ক) S জুল
  • খ) mS জুল
  • গ) mSΔθ জুল
  • ঘ) সবকয়টি
  • সঠিক উত্তর: (খ)
    ৪২৪. কোন দিনের তাপমাত্রা 280C হলে ফারেনহাইটে ঐ তাপমাত্রা কত?
  • ক) 81.4
  • খ) 82.4
  • গ) 83.4
  • ঘ) 84.4
  • সঠিক উত্তর: (খ)
    ৪২৫. দুটি বস্তুর তাপমাত্রা একই হওয়ার ক্ষেত্রে প্রযোজ্য-
    i. তাপের পরিমাণও একই হবে
    ii. তাপের পরিমাণ সর্বদা ভিন্ন হবে
    iii. তাপের পরিমাণ সমান কিংবা ভিন্ন হবে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ৪২৬. অভ্যন্তরীণ শক্তির গতিশক্তি অংশটুকু কী বৃদ্ধি ঘটায়?
  • ক) বিভব শক্তি
  • খ) তাপ
  • গ) তাপমাত্রা
  • ঘ) চাপ
  • সঠিক উত্তর: (গ)
    ৪২৭. লোহার আয়তন প্রসারণ সহগ 34.810-6K-1 হলে 400C তাপমাত্রা পরিবর্তনের জন্য 200m লোহার রেল লাইনের দৈর্ঘ্য বৃদ্ধি পায়-
    i. 0.00928m
    ii. 0.925m
    iii. 9.28cm
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ৪২৮. দুটি স্থিরাঙ্কের মধ্যবর্তী তাপমাত্রার ব্যবধানকে কী বলে?
  • ক) তাপ ব্যবধান
  • খ) তাপমাত্রা ব্যবধান
  • গ) মৌলিক ব্যবধান
  • ঘ) যৌগিক ব্যবধান
  • সঠিক উত্তর: (গ)
    ৪২৯. কোনো পদার্থকে বাষ্পীয় অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তরিত হওয়ার প্রক্রিয়াকে কী বলে?
  • ক) বাষ্পায়ন
  • খ) ঘণীভবন
  • গ) বাষ্পীয় ভবন
  • ঘ) পুনঃ শিলীভবন
  • সঠিক উত্তর: (খ)
    ৪৩০. ক্যালরিমিতির মূলনীতি কোনটি?
  • ক) গৃহীত তাপ=বর্জিত তাপ
  • খ) গৃহীত তাপ>বর্জিত তাপ
  • গ) গৃহীত তাপমাত্রা=বর্জিত তাপমাত্রা
  • ঘ) গৃহীত তাপ<বর্জিত তাপমাত্রা
  • সঠিক উত্তর: (ক)
    ৪৩১. তাপ প্রয়োগের ফলে পদার্থের অণুগুলোর মধ্যে কী ঘটে?
  • ক) অণুগুলোর গতিশক্তি কমে যায়
  • খ) অণুগুলোর গতিশক্তি বেড়ে যায়
  • গ) অণুগুলোর গতিশক্তি অপরিবর্তিত থাকে
  • ঘ) অণুগুলোর আন্তঃআণবিক শক্তি অপরিবর্তিত থাকে
  • সঠিক উত্তর: (খ)
    ৪৩২. যে তাপ পদার্থের তাপমাত্রার বৃদ্ধি না করে শুধুমাত্র অবস্থার পরিবর্তন ঘটায় তাকে কী বলে?
  • ক) সুপ্ততাপ
  • খ) গলনাংক
  • গ) স্ফুটনাংক
  • ঘ) হিমাংক
  • সঠিক উত্তর: (ক)
    ৪৩৩. হিমাঙ্কের ক্ষেত্রে-
    i. পানি জমে বরফ হয়
    ii. বরফ গলে পানি হয়
    iii. বরফ বাষ্পে পরিণত হয়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ৪৩৪. চাপ দিয়ে কঠিন বস্তুকে তরলে পরিণত করে ও চাপ হ্রাস করে আবার কঠিন অবস্থায় আনাকে কী বলে?
  • ক) পুনঃশিলীভবন
  • খ) গলনাঙ্ক
  • গ) বাষ্পীভবন
  • ঘ) শিশিরাঙ্ক
  • সঠিক উত্তর: (ক)
    ৪৩৫. কোন বস্তুর তাপধারণ ক্ষমতা নির্ভর করে-
    i. বস্তুর ভরের উপর
    ii. বস্তুর আয়তনের উপর
    iii. বস্তুর উপাদানের উপর
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ৪৩৬. রেল লাইন নির্মাণের সময় দুটো রেল যেখানে মিলিত হয় সেখানে একটু ফাঁকা রাখা হয় কেন?
  • ক) লোহা সাশ্রয় করার জন্য
  • খ) গ্রীষ্মকালে রেললাইনের তাপমাত্রা বৃদ্ধি হ্রাস করার জন্য
  • গ) রেলগাড়ি চলার সময় খট খট শব্দ করার জন্য
  • ঘ) তাপীয় প্রসারণের জন্য রেল লাইনের বিকৃতি পরিহার করার জন্য
  • সঠিক উত্তর: (ঘ)
    ৪৩৭. রেল লাইনে দুটি রেলের সংযোগস্থলে ফাঁক থাকে, কারণ-
    i. রেললাইন সংকোচনের জন্য যথেষ্ট জায়গা দরকার
    ii. রেলাইন প্রসারণের জন্য যথেষ্ট জায়গা দরকার
    iii. এরূপ ফাঁক মারাত্মক দুর্ঘটনা ঘটায়
    নিচের কোনটি সঠিক?
  • ক) ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ৪৩৮. তরল ও তরল সংলগ্ন বায়ুর উষ্ণতা বাড়লে কোনটি ঘটে?
  • ক) বাষ্পায়ন কমে যায়
  • খ) বাষ্পায়ন দ্রুত হয়
  • গ) শিশিরাঙ্ক কমে
  • ঘ) বাষ্পায়ন অপরিবর্তিত থাকে
  • সঠিক উত্তর: (খ)
    ৪৩৯. 10C তাপমাত্রা সমান কত কেলভিন?
  • ক) 274K
  • খ) 273.16K
  • গ) 374K
  • ঘ) 272K
  • সঠিক উত্তর: (ক)
    ৪৪০. 1m2 ক্ষেত্রফলের কোন কঠিন পদার্থের তাপমাত্রা 1K বৃদ্ধির ফলে যতটুকু ক্ষেত্রফল বৃদ্ধি পায় তাকে ঐ বস্তুর উপাদানের কি বলে?
  • ক) দৈর্ঘ্য প্রসারণ সহগ
  • খ) ক্ষেত্র প্রসারণ সহগ
  • গ) আয়তন প্রসারণ সহগ
  • ঘ) তাপমিতিক ধর্ম
  • সঠিক উত্তর: (খ)
    ৪৪১. অণুর গতি বেড়ে গেলে নিচের কোনটি বেড়ে যাবে?
  • ক) বিভব শক্তি
  • খ) গতিশক্তি
  • গ) বিভব শক্তি ও গতিশক্তি
  • ঘ) আয়তন
  • সঠিক উত্তর: (খ)
    ৪৪২. পানির কঠিন, তরল ও বায়বীয় অবস্থা নির্ভর করে-
    i. বায়ুচাপের উপর
    ii. তাপমাত্রার উপর
    iii. ঘনত্বের উপর
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ৪৪৩. ক্ষেত্র প্রসারণ সহগ আয়তন প্রসারণ সহগের কত গুণ?
  • ক) 3 গুণ
  • খ) 2 গুণ
  • গ) 2/3 গুণ
  • ঘ) 3/2 গুণ
  • সঠিক উত্তর: (গ)
    ৪৪৪. যে তাপ তরল পদার্থকে বাষ্পীয় অবস্থায় রূপান্তর করে তাকে কী বলে?
  • ক) তাপ
  • খ) তাপমাত্রা
  • গ) গলনের সুপ্ততাপ
  • ঘ) বাষ্পীভবনের সুপ্ততাপ
  • সঠিক উত্তর: (ঘ)
    ৪৪৫. পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রা কত?
  • ক) 273K
  • খ) 273J
  • গ) 373K
  • ঘ) -273K
  • সঠিক উত্তর: (ক)
    ৪৪৬. তাপের একক কী?
  • ক) কেলভিন
  • খ) জুল
  • গ) হার্জ
  • ঘ) ক্যান্ডেলা
  • সঠিক উত্তর: (খ)
    ৪৪৭. যে নির্দিষ্ট তাপমাত্রায় কঠিন পদার্থ গলতে শুরু করে সেই তাপমাত্রাকে কি বলে?
  • ক) গলন
  • খ) গলনাঙ্ক
  • গ) স্ফুটনাঙ্ক
  • ঘ) বাষ্পায়ন
  • সঠিক উত্তর: (খ)
    ৪৪৮. বস্তুর আপেক্ষিক তাপ কিসের উপর নির্ভর করে?
  • ক) বস্তুর ভর
  • খ) বস্তুর ঘনত্ব
  • গ) বস্তুর তাপমাত্রা
  • ঘ) বস্তুর উপাদান
  • সঠিক উত্তর: (ঘ)
    ৪৪৯. এক জুল তাপ কত ক্যালরির সমান?
  • ক) 0.24
  • খ) 0.42
  • গ) 2.4
  • ঘ) 4.2
  • সঠিক উত্তর: (ক)
    ৪৫০. উদ্দীপকের ক্ষেত্রে কোনটি সঠিক?
  • ক) Δi(A)>Δi(B)
  • খ) i1(A)> i1(A)
  • গ) Δi(A)<Δi(B)
  • ঘ) i1(A)=i1(A)
  • সঠিক উত্তর: (গ)
    ৪৫১. তরল পদার্থে কোনো বস্তু দ্রবীভূত থাকলে স্ফুটনাঙ্কের কিরূপ পরিবর্তন হয়?
  • ক) বেড়ে যায়
  • খ) কমে যায়
  • গ) অপরিবর্তিত থাকে
  • ঘ) বাড়তে পারে বা কমতে পারে
  • সঠিক উত্তর: (খ)
    ৪৫২. সীসার আপেক্ষিক তাপ 130Jkg-1K-1 ভরের সীসার তাপমাত্রা 200C বাড়াতে কত জুল তাপের প্রয়োজন?
  • ক) 38090
  • খ) 10400
  • গ) 2600
  • ঘ) 520
  • সঠিক উত্তর: (খ)
    ৪৫৩. 1kg ভরের বস্তুর তাপমাত্রা 1K বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে ঐ বস্তুর উপাদানের কী বলে?
  • ক) সুপ্ততাপ
  • খ) আপেক্ষিক তাপ
  • গ) নিম্ন স্থিরাঙ্ক
  • ঘ) উর্ধ্ব স্থিরাঙ্ক
  • সঠিক উত্তর: (খ)
    ৪৫৪. যে কোনো উষ্ণতায় তরলের শুধুমাত্র উপরিতল থেকে ধীরে ধীরে বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়াকে কী বলে?
  • ক) স্ফুটন
  • খ) বাষ্পায়ন
  • গ) বাষ্পীভবন
  • ঘ) গলন
  • সঠিক উত্তর: (খ)
    ৪৫৫. 5 kg ভরের বস্তুর তাপধারণ ক্ষমতা 6150 JK-1 হলে তার আপেক্ষিক তাপ কত?
  • ক) 4200Jkg-1K-1
  • খ) 130Jkg-1K-1
  • গ) 1230Jkg-1K-1
  • ঘ) 330Jkg-1K-1
  • সঠিক উত্তর: (গ)
    ৪৫৬. গরমের দিনে কাচ বা পিতলের পাত্রে পানি রাখলে ঠাণ্ডা না হওয়ার কারণ কী?
  • ক) বাষ্পায়নের সুযোগ সৃষ্টি হয় বলে
  • খ) পাত্রের গায়ে ছিদ্র থাকে বলে
  • গ) পাত্রের গায়ে ছিদ্র থাকে না বলে
  • ঘ) পানি চুইয়ে বাইরে আসে বলে
  • সঠিক উত্তর: (গ)
    ৪৫৭. দুটি অণুর মধ্যে আন্তঃআণবিক দূরত্ব বৃদ্ধি পেলে তখন অণু দুটি কী অণুভব করে?
  • ক) বিকর্ষণ
  • খ) প্রথমে আকর্ষণ পরে বিকর্ষণ
  • গ) আকর্ষণ
  • ঘ) আকর্ষণ-বিকর্ষণ
  • সঠিক উত্তর: (গ)
    ৪৫৮. সমুদ্র হতে পানি কী প্রক্রিয়ায় বাষ্পে পরিণত হয়?
  • ক) ঘনীভবন
  • খ) বাষ্পায়ন
  • গ) স্ফুটন
  • ঘ) পুন:শিলীভবন
  • সঠিক উত্তর: (খ)
    ৪৫৯. কোন বস্তুর গড় সাম্যবস্থান বাইরের দিকে সরে গেলে বস্তু কি লাভ করে?
  • ক) সংকোচন
  • খ) প্রসারণ
  • গ) সাম্যবস্থান
  • ঘ) তাপমাত্রা
  • সঠিক উত্তর: (খ)
    ৪৬০. ইস্পাতের আয়তন প্রসারণ সহগ 3310-6K-1 হলে এর ক্ষেত্রপ্রসারণ সহগ কত?
  • ক) 44×10-1K-1
  • খ) 33×10-4K-1
  • গ) 22×10-6K-1
  • ঘ) 11×10-4K-1
  • সঠিক উত্তর: (গ)
    ৪৬১. চিনি মিশ্রিত পানির উত্তপ্ত হওয়ার ক্ষেত্রে প্রযোজ্য হলো-
    i. বিশুদ্ধ পানির স্ফুটনাঙ্কের চেয়ে কম তাপমাত্রায় ফুটবে
    ii. বিশুদ্ধ পানির স্ফুটনাঙ্কের চেয়ে বেশি তাপমাত্রায় ফুটবে
    iii. বিশুদ্ধ পানির স্ফুটনাঙ্কের সমান তাপমাত্রায় ফুটবে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i
  • খ) ii
  • গ) iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ৪৬২. 1g দৈর্ঘ্যের কোন কঠিন পদার্থের দন্ডের তাপমাত্রা 1K বৃদ্ধির ফলে যতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পায় তাকে ঐ দণ্ডের উপাদানের কি বলে?
  • ক) আয়তন প্রসারণ সহগ
  • খ) ক্ষেত্র-প্রসারণ সহগ
  • গ) দৈর্ঘ্য প্রসারণ সহগ
  • ঘ) গলনাঙ্ক
  • সঠিক উত্তর: (গ)
    ৪৬৩. নিচের কোন পদার্থটি তরল থেকে কঠিন অবস্থায় রূপান্তরিত হলে আয়তন কমে যায়?
  • ক) প্যারাফিন
  • খ) বরফ
  • গ) ঢালাই লোহা
  • ঘ) পিতল
  • সঠিক উত্তর: (ক)
    ৪৬৪. তাপের SI একক কী?
  • ক) ক্যালরি
  • খ) ওয়াট
  • গ) জুল
  • ঘ) কেলভিন
  • সঠিক উত্তর: (গ)
    ৪৬৫. কাচের দৈর্ঘ্য প্রসারণ সহগ কত?
  • ক) 8.9×106K-1
  • খ) 8.9×10-6K-1
  • গ) 8.9×105K-1
  • ঘ) 8.9×10-5K-1
  • সঠিক উত্তর: (খ)
    ৪৬৬. K প্রতীকটি কোন স্কেলের তাপমাত্রার একক?
  • ক) র‌্যানকিন
  • খ) ফারেনহাইট
  • গ) কেলভিন
  • ঘ) সেলসিয়াস
  • সঠিক উত্তর: (গ)
    * উদ্ধৃত অংশটুকু পড় এবং নিচের ২টি প্রশ্নের উত্তর দাও:
    কেলভিন (K) এবং ডিগ্রি সেলসিয়াস (0C) তাপমাত্রা নির্দেশের অন্যতম প্রধান দুটি স্কেল। এদের সম্পর্কিত হল 00C=273K আর (θ2-θ1)0C = (θ2-θ1)K। পানির ত্রৈধ বিন্দু থেকে কেলভিনের সংজ্ঞা দেওয়া হয়। 
    ৪৬৭. পানির ত্রৈধ বিন্দুর তাপমাত্রার কত ভাগকে এক কেলভিন বলে?
  • ক) 273 ভাগকে
  • খ) 1/273 ভাগকে
  • গ) 0.0003 ভাগকে
  • ঘ) 0.366 ভাগকে
  • সঠিক উত্তর: (খ)
    ৪৬৮. (θ2-θ1)0C = (θ2-θ1)K এই সম্পর্ক থেকে কী বুঝা যায়-
    i. কোনো বস্তুর তাপমাত্রা 10C বৃদ্ধি করলে আর কোন বস্তুর তাপমাত্রা 1K বৃদ্ধি করলে একই অর্থ বহন করে
    ii. কোন বস্তুর তাপমাত্রা পার্থক্য 400C বলা যায় ঐ বস্তুর তাপমাত্রার পার্থক্য 40K
    iii. তাপমাত্রার পার্থক্য সেলসিয়াসে দেয়া থাকলে তা সরাসরিই কেলভিনে নেয়া যায়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)