১. বিশদ আয় বিবরণীতে লিপিবদ্ধ হবে- i. মুনাফা জাতীয় প্রাপ্তি ii. মুনাফা জাতীয় আয় iii. মূলধন জাতীয় ব্যয় নিচের কোনটি সঠিক?
ক) i
খ) i ও ii
গ) ii
ঘ) iii
সঠিক উত্তর: (খ)
২. কোনটি মুনাফা জাতীয় আয়?
ক) মাল ক্রয়
খ) গাড়ি ক্রয়
গ) মজুরি
ঘ) মাল বিক্রয়
সঠিক উত্তর: (ঘ)
৩. মূলধন জাতীয় প্রাপ্তি বহির্ভূত কোনটি?
ক) স্থায়ী সম্পত্তির বিক্রয়লব্ধ অর্থ
খ) মালিক কর্তৃক মূলধন আনয়ন
গ) ব্যাংক থেকে গৃহীত ঋণ
ঘ) স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত লাভ
সঠিক উত্তর: (ঘ)
৪. কোন জাতীয় হিসাব থেকে আর্থিক অবস্থা নির্ণয় করা হয়?
ক) মূলধন জাতীয় আয়
খ) মূলধন জাতীয় ব্যয়
গ) মুনাফা জাতীয় ব্যয়
ঘ) মূলধন জাতীয় আয়ব্যয়
সঠিক উত্তর: (ঘ)
৫. ব্যবসায়ী জনাব ইরাদ একটি ফটোকপি দোকানের মালিক। তাঁর এ ব্যবসায়ে মূলধন জাতীয় ব্যয় হল-
ক) ফটোস্ট্যাট মেশিন ক্রয়
খ) ফটোস্ট্যাট-এর জন্য কাগজ ক্রয়
গ) ফটোস্ট্যাট-এর জন্য কালি ক্রয়
ঘ) ফটোস্ট্যাট মেরামত খরচ
সঠিক উত্তর: (ক)
৬. কোনটি মুনাফা জাতীয় আয় নয়?
ক) প্রাপ্ত কমিশন
খ) প্রাপ্ত বাট্টা
গ) প্রাপ্ত ভাড়া
ঘ) সম্পত্তি বিক্রয়ের অর্থ
সঠিক উত্তর: (ঘ)
৭. কর্মচারীদের বেতন প্রদান কীরূপ ব্যয়?
ক) নিট ব্যয়
খ) মোট ব্যয়
গ) মুনাফা জাতীয় ব্যয়
ঘ) মূলধন জাতীয় ব্যয়
সঠিক উত্তর: (গ)
৮. আর্থিক বিবরণীাতে মূলধন জাতীয় ব্যয়কে দেখানো হয়-
ক) অদৃশ্য সম্পত্তি হিসাবে
খ) দায় হিসাবে
গ) দীর্ঘমেয়াদি দায় হিসাবে
ঘ) সম্পত্তি হিসাবে
সঠিক উত্তর: (ঘ)
৯. ঋণ বা কর্জ গ্রহণ কোন ধরনের আয়?
ক) নিয়মিত আয়
খ) অন্তর্ভুক্ত আয়
গ) নিয়মিত এবং বহির্ভুত আয়
ঘ) অনিয়মিত এবং বহির্ভূত আয়
সঠিক উত্তর: (ঘ)
১০. হিসাবরক্ষণে মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনের প্রভাব কয় ধরনের?
ক) ২
খ) ৩
গ) ৪
ঘ) ৫
সঠিক উত্তর: (ক)
১১. বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় ব্যবসায়ের কোন ধরনের সম্পদ?
ক) চলতি সম্পদ
খ) স্থায়ী সম্পদ
গ) অলিক সম্পদ
ঘ) প্রাথমিক সম্পদ
সঠিক উত্তর: (গ)
১২. কপিরাইট কোন ধরনের লেনদেন?
ক) মুনাফা জাতীয়
খ) বিলম্বিত মুনাফা জাতীয়
গ) মূলধনায়িত
ঘ) মূলধন জাতীয়
সঠিক উত্তর: (ঘ)
১৩. লেনদেনের আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা জানতে প্রয়োজন হয়- i. বিশদ আয় বিবরণীর ii. মালিকানা স্বত্ব বিবরণীর iii. আর্থিক অবস্থার বিবরণীর নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৪. কোনটি বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের উদাহরণ?
ক) আগুনে বিনষ্ট পণ্য
খ) অনাদায়ী পাওনা
গ) রপ্তানি শুল্ক
ঘ) বড় অংকের বিজ্ঞাপন খরচ
সঠিক উত্তর: (ঘ)
১৫. প্রাপ্ত কমিশন হল-
ক) মূলধন জাতীয় প্রাপ্তি
খ) মুনাফা জাতীয় ব্যয়
গ) মুনাফা জাতীয় প্রাপ্তি
ঘ) মুনাফা জাতীয় আয়
সঠিক উত্তর: (গ)
১৬. মূলধন জাতীয় ব্যয়ের ফলে-
ক) সম্পত্তি অর্জিত হয়
খ) সম্পত্তির মূল্য বৃদ্ধি পায়
গ) ক ও খ উভয়ই
ঘ) কোনটি নয়
সঠিক উত্তর: (গ)
১৭. বিক্রয় পরিবহন মুনাফা জাতীয় ব্যয় হওয়ার করণ কী?
ক) ইহা ক্ষণস্থায়ী আবর্তক খরচ
খ) ইহা নিয়মিত ও স্বল্পকালের জন্য
গ) ইহা ক্ষণস্থায়ী খরচ
ঘ) উপরের কোনটিই নয়
সঠিক উত্তর: (ক)
১৮. কোনটি দ্বারা প্রতিষ্ঠানের যাবতীয় দৈনন্দিন ব্যয় মেটানো হয়?
ক) মুনাফা জাতীয় আয়
খ) মুনাফা জাতীয় প্রাপ্তি
গ) মূলধন জাতীয় প্রাপ্তি
ঘ) মূলধন জাতীয় আয়
সঠিক উত্তর: (খ)
১৯. বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের উদাহরণ হল-
ক) ব্যবসায় প্রতিষ্ঠান স্থানান্তর ব্যয়
খ) যন্ত্রপাতি সংস্থাপন মজুরি
গ) সম্পত্তি ক্রয়ের জাহাজ ভাড়া
ঘ) আমদানি শুল্ক ও পরিবহন
সঠিক উত্তর: (ক)
২০. ‘ব্যাংক থেকে গৃহীত ঋণ’ -কোন জাতীয় লেনদেন?
ক) মূলধন জাতীয় প্রাপ্তি
খ) মূলধন জাতীয় ব্যয়
গ) মুনাফা জাতীয় প্রাপ্তি
ঘ) মুনাফা জাতীয় আয়
সঠিক উত্তর: (ক)
২১. মুলধন জাতীয় লেনদেনকে কত ভাগে ভাগ করা যায়?
ক) ৩ ভাগে
খ) ৫ ভাগে
গ) ৪ ভাগে
ঘ) ২ ভাগে
সঠিক উত্তর: (ঘ)
২২. মূলধন ও মুনাফা জাতীয় ব্যয়ের মূল পার্থক্য হচ্ছে-
ক) দীর্ঘকালীন ও স্বল্পকালীন ফলাফল
খ) একটি দৃশ্যমান অপরটি অদৃশ্য
গ) একটি আয়তনে বড়, অন্যটি ছোট
ঘ) একটি নিয়মিত ঘটে, অপরটি অনিয়মিত ঘটে
সঠিক উত্তর: (ক)
২৩. প্রাঙ্গণ উন্নয়ন কোন জাতীয় ব্যয়?
ক) মূলধন জাতীয়
খ) মুনাফা জাতীয়
গ) বিলম্বিত মুনাফা জাতীয়
ঘ) মূলধনায়িত
সঠিক উত্তর: (ক)
২৪. আগুনে বিনষ্ট পণ্য কোন জাতীয় ব্যয়?
ক) মূলধন জাতীয় ব্যয়
খ) বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়
গ) মুনাফাজাতীয় ব্যয়
ঘ) মোট ব্যয়
সঠিক উত্তর: (গ)
২৫. করিম ব্যাংক থেকে ১৪% হারে ২০,০০০ টাকা ঋণ গ্রহণ করেন। হিসাবকালে তিনি ব্যাংক সুদ প্রদান করেন। এ ক্ষেত্রে ব্যাংক সুদ হল-।
ক) মুনাফাজাতীয় ব্যয়
খ) মূলধনজাতীয় ব্যয়
গ) বিলম্বিত মুনাফাজাতীয় ব্যয়
ঘ) মূলধনায়িত ব্যয়
সঠিক উত্তর: (ক)
২৬. মূলধন জাতীয় ব্যয় দ্বারা কী পাওয়া যায়?
ক) দালানকোঠা
খ) আসবাবপত্র
গ) ক ও খ
ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর: (গ)
২৭. ট্রেডমার্ক কোন ধরনের ব্যয়? i. মূলধন জাতীয় ব্যয় ii. দায় জাতীয় ব্যয় iii. মুনাফা জাতীয় ব্যয় নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i ও iii
সঠিক উত্তর: (ক)
২৮. ‘সম্পত্তি মেরামত বাবদ এককালীন অত্যধিক ব্যয়’ কোন জাতীয় ব্যয়?
ক) মূলধন জাতীয় ব্যয়
খ) মুনাফা জাতীয় ব্যয়
গ) বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়
ঘ) মূলধনায়িত ব্যয়
সঠিক উত্তর: (গ)
২৯. কোনটি মূলধন জাতীয় মূলধনায়িত অংশ?
ক) মূলধন জাতীয় ব্যয়
খ) মূলধনায়িত ব্যয়
গ) মূলধন জাতীয় আয়
ঘ) মুনাফা জাতীয় আয়
সঠিক উত্তর: (গ)
৩০. মুনাফা জাতীয় ব্যয় হল- i. বিক্রয়ের জন্য গাড়ী ক্রয় ii. ব্যবসায়ের ব্যবহারের জন্য যন্ত্রপাতি ক্রয় iii. ডেলিভারি ভ্যানের রোড ট্যাক্স ও বিমা প্রিমিয়াম নিচের কোনটি সঠিক?
৪০. কারবারের নীট লাভ-ক্ষতি নির্ণয় করা অত্যন্ত জরুরী কেন?
ক) কারবারের আর্থিক অবস্থা জানার জন্য
খ) কারবারের মালিকের মালিকানা স্বত্ব নির্ণয়ের জন্য
গ) মালিককে অর্জিত লাভের অতিরিক্ত অর্থ গ্রহণ থেকে বিরত রাখার জন্য
ঘ) কারবারের সঞিতি তহবিল সৃষ্টির জন্য
সঠিক উত্তর: (গ)
৪১. যন্ত্রপাতির বড় ধরনের মেরামত খরচ-
ক) মূলধন জাতীয় ব্যয়
খ) মুনাফা জাতীয় ব্যয়
গ) বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়
ঘ) একটিও না
সঠিক উত্তর: (ক)
৪২. প্রাঙ্গন উন্নয়ন কোন জাতীয় ব্যয়?
ক) মূলধন জাতীয়
খ) মুনাফা জাতীয়
গ) মূলধনায়িত
ঘ) বিলম্বিত মুনাফা জাতীয়
সঠিক উত্তর: (ক)
৪৩. বিশদ আয় বিবরণীর বহির্ভূত লেনদেন হলো- i. মুনাফা জাতীয় আয় ii. মুনাফা জাতীয় ব্যয় iii. মূলধন জাতীয় ব্যয় নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i
গ) ii
ঘ) iii
সঠিক উত্তর: (ক)
৪৪. বিক্রয় ২,৩০,০০০ টাকা; পুরাতন আসবাবপত্র বিক্রয় ৬,০০০ টাকা; ব্যাংক থেকে ঋণ গ্রহণ ৬৭,০০০ টাকা; কমিশন প্রাপ্তি ২,০০০ টাকা ও মালিক কর্তৃক প্রদত্ত মূলধন ১,২০,০০০ টাকা। এক্ষেত্রে মূলধন জাতীয় প্রাপ্তি হবে-
ক) ১,৮৭,০০০ টাকা
খ) ১,২৬,০০০ টাকা
গ) ১,২০,০০০ টাকা
ঘ) ১,৯৩,০০০ টাকা
সঠিক উত্তর: (ঘ)
৪৫. কোন ক্ষেত্রে সম্পত্তি অর্জিত হয়?
ক) মুনাফা জাতীয় ব্যয়
খ) মূলধন জাতীয় প্রাপ্তি
গ) মুনাফা জাতীয় প্রাপ্তি
ঘ) মূলধন জাতীয় ব্যয়
সঠিক উত্তর: (ঘ)
৪৬. বাজারে নতুন পণ্য চালু করার বিজ্ঞাপন খরচ- i. মুনাফা জাতীয় ব্যয় ii. মূলধনজাতীয় ব্যয় iii. বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i ও iii
সঠিক উত্তর: (গ)
৪৭. পণ্য বিক্রয় কীরূপ আয়?
ক) মুনাফা জাতীয়
খ) মূলধন জাতীয়
গ) অপরিচালন আয়
ঘ) ক ও খ
সঠিক উত্তর: (ক)
৪৮. রেফ্রিজারেটর বিক্রয়লব্ধ অর্থ-
ক) মুনাফাজাতীয় প্রাপ্তি
খ) মূলধনজাতীয় প্রাপ্তি
গ) মুনাফাজাতীয় আয়
ঘ) মূলধন জাতীয় আয়
সঠিক উত্তর: (খ)
৪৯. ৬০,০০০ টাকায় মেশিন ক্রয় করে ব্যবহারোপযোগী না হওয়ায় ৭০,০০০ টাকায় বিক্রয় করা হল- এখানে মূলধন জাতীয় আয় কত?
ক) ৬০,০০০ টাকা
খ) ১০,০০০ টাকা
গ) ৭০,০০০ টাকা
ঘ) ১,৪০,০০০ টাকা
সঠিক উত্তর: (খ)
৫০. একজন মেশিন ব্যবসায় কর্তৃক বিক্রয়ের উদ্দেশ্যে মেশিন ক্রয় করলে কোন জাতীয় ব্যয় হবে?
ক) মূলধন জাতীয়
খ) মুনাফা জাতীয়
গ) বিলম্বিত মুনাফা জাতীয়
ঘ) মূলধনায়িত
সঠিক উত্তর: (খ)
৫১. বাজারে নতুন পণ্য চালু করার বিজ্ঞাপন খরচ -
ক) মুলধন জাতীয় ব্যয়
খ) মুনাফা জাতীয় ব্যয়
গ) বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়
ঘ) মূলত বিক্রয় ব্যয়
সঠিক উত্তর: (গ)
৫২. উত্তোলন কী জাতীয় হিসাব?
ক) সম্পদ
খ) দায়
গ) ব্যয়
ঘ) আয়
সঠিক উত্তর: (খ)
৫৩. নিয়মিত কারবারি আয় ছাড়া অন্যান্য আয়কে বলা হয়-
ক) মূলধন জাতীয় আয়
খ) মুনাফা জাতীয় প্রাপ্তি
গ) মুনাফা জাতীয় আয়
ঘ) মূলধন জাতীয় প্রাপ্তি
সঠিক উত্তর:
৫৪. কারবার পরিচালনার জন্য দৈনন্দিন খরচ -
ক) বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়
খ) বিলম্বিত মুনাফা জাতীয় আয়
গ) মূলত নিট ব্যয়
ঘ) মুনাফা জাতীয় ব্যয়
সঠিক উত্তর: (ঘ)
৫৫. বিজ্ঞাপনের জন্য অত্যধিক ব্যয় কোন ধরনের ব্যয়?
ক) মুনাফা জাতীয় ব্যয়
খ) বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়
গ) মূলধনায়িত ব্যয়
ঘ) মূলধন জাতীয় ব্যয়
সঠিক উত্তর: (খ)
৫৬. মূলধন জাতীয় ব্যয় দ্বারা কত দিন সুবিধা পাওয়া যায়?
ক) বর্তমান বছরের বেশি সময়সীমা
খ) বর্তমান হিসাব বছর
গ) দুই মাস
ঘ) তিন মাস
সঠিক উত্তর: (ক)
৫৭. মূলধন জাতীয় ব্যয় থেকে কতদিন সুবিধা পাওয়া যায়?
ক) অল্পদিন
খ) অনেকদিন
গ) দু’এক মাস
ঘ) সারাজীবন
সঠিক উত্তর: (খ)
৫৮. সম্পদের আয়ুষ্কাল বৃদ্ধি পায় কোনটির মাধ্যমে?
ক) মুনাফা জাতীয় ব্যয়
খ) মূলধন জাতীয় ব্যয়
গ) পরিচালন ব্যয়
ঘ) বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়
সঠিক উত্তর: (খ)
৫৯. মূলধন জাতীয় আয় হল-
ক) স্থায়ী সম্পত্তি বিক্রয়ের মুনাফা
খ) ঋণ গ্রহণ থেকে প্রাপ্তি
গ) পণ্য বিক্রয় থেকে প্রাপ্ত অর্থ
ঘ) অস্থায়ী সম্পত্তি বিক্রির অর্থ
সঠিক উত্তর: (ঘ)
৬০. ব্যবসায়ের লাভ-লোকসান জানতে কীসের প্রয়োজন?
ক) মূলধন জাতীয় প্রাপ্তি
খ) মূলধন জাতীয় ব্যয়
গ) মুনাফা জাতীয় লেনদেন
ঘ) বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়
সঠিক উত্তর: (গ)
৬১. আর্থিক অবস্থার বিবরণীতে লিপিবদ্ধ হবে- i. মূলধন জাতীয় প্রাপ্তি ii. মুনাফা জাতীয় ব্যয় iii. বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i ও iii
সঠিক উত্তর: (ঘ)
৬২. কোন ধরনের ব্যয়কে আর্থিক বিবরণীতে সম্পত্তি হিসাবে দেখানো হয়?
ক) মূলধন জাতীয় ব্যয়
খ) মুনাফা জাতীয় ব্যয়
গ) বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়
ঘ) মূলধনায়িত ব্যয়
সঠিক উত্তর: (ক)
৬৩. ব্যবসায় প্রতিষ্ঠান অনির্দিষ্ট কালব্যাপী চলবে, এটি কোন নীতির ওপর প্রতিষ্ঠিত?
ক) ব্যবসায়িক স্বত্বা নীতি
খ) চলমান প্রতিষ্ঠান ধারণা
গ) হিসাবকাল ধারণা
ঘ) সামঞ্জস্যতা নীতি
সঠিক উত্তর: (খ)
৬৪. ‘Statement of Comprehensive Income’ হলো একটি- i. বিশদ আয় বিবরণী ii. মালিকানা স্বত্ব বিবরণী iii. পূর্বের ক্রয়-বিক্রয় ও লাভ-ক্ষতি হিসাবের সংমিশ্রণ নিচের কোনটি সঠিক?
ক) i
খ) i ও iii
গ) ii
ঘ) iii
সঠিক উত্তর: (খ)
৬৫. অভিকর কোন জাতীয় ব্যয়?
ক) মুনাফা জাতীয়
খ) মূলধন জাতীয়
গ) বিলম্বিত মুনাফা জাতীয়
ঘ) মূলধনায়িত
সঠিক উত্তর: (ক)
৬৬. কোনটি অনিয়মিত আয়?
ক) প্রাপ্ত বাট্টা
খ) মাল বিক্রয়
গ) প্রাপ্ত কমিশন
ঘ) কোন সম্পত্তি বিক্রির অর্থ
সঠিক উত্তর: (ঘ)
৬৭. পুরোনো আসবাবপত্র বিক্রয়লব্ধ অর্থ-
ক) মুলধন জাতীয় প্রাপ্তি
খ) মুনাফা জাতীয় আয়
গ) মোট আয়
ঘ) নিট আয়
সঠিক উত্তর: (ক)
৬৮. কোনটি কারবারি প্রতিষ্ঠানকে সচল রাখে?
ক) মূলধন জাতীয় ব্যয়
খ) মুনাফা জাতীয় ব্যয়
গ) বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়
ঘ) মূলধনায়িত ব্যয়
সঠিক উত্তর: (খ)
৬৯. আর্থিক অবস্থার বিবরণীতে লিপিবদ্ধ হবে- i. মূলধন জাতীয় প্রাপ্তি ii. মুনাফা জাতীয় ব্যয় iii. বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i ও iii
সঠিক উত্তর: (ঘ)
৭০. যদি মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয় হিসেবে লিপিবদ্ধ করা হয় তবে কোনটি নির্ণয় ভূল হবে?
ক) ব্যাংক ব্যালেন্স
খ) দেনাদার
গ) পাওনাদার
ঘ) নীট মুনাফা
সঠিক উত্তর: (ঘ)
৭১. প্যাটেন্ট ও ট্রেডমার্ক-
ক) মূলধন জাতীয় ব্যয়
খ) মুনাফা জাতীয় ব্যয়
গ) বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়
ঘ) কারবারি ব্যয়
সঠিক উত্তর: (ক)
৭২. অনিয়মিত আয়ের উদাহরণ কোনটি?
ক) প্রাপ্ত বাট্টা
খ) প্রাপ্ত কমিশন
গ) মাল বিক্রয়
ঘ) কোন সম্পত্তি বিক্রয়ের অর্থ
সঠিক উত্তর: (ঘ)
৭৩. আলমারি ক্রয়, ডাকঘর সঞ্চয় ব্যাংকে জমা কোন জাতীয় খরচ?
ক) মুনাফা জাতীয়
খ) মূলধন জাতীয় আয়
গ) মূলধন জাতীয় ব্যয়
ঘ) মোট কারবারি ব্যয়
সঠিক উত্তর: (গ)
৭৪. মুনাফা জাতীয় লেনদেন কয় ধরনের?
ক) ২ ধরনের
খ) ৩ ধরনের
গ) ৪ ধরনের
ঘ) ৬ ধরনের
সঠিক উত্তর: (ক)
৭৫. কোন দফাটি মূলধন জাতীয় প্রাপ্তি?
ক) বিনিয়োগের সুদ
খ) স্থায়ী সম্পত্তি বিক্রয়লব্ধ অর্থ
গ) কমিশন প্রাপ্তি
ঘ) বাট্টা প্রাপ্তি
সঠিক উত্তর: (খ)
৭৬. কোনটি মূলধন জাতীয় প্রাপ্তি নয়?
ক) স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত লাভ
খ) মালিক কর্তৃক ব্যবসায়ে প্রদত্ত মূলধন
গ) ব্যাংক থেকে গৃহীত ঋণ
ঘ) স্থায়ী সম্পত্তি বিক্রয়লব্ধ অর্থ
সঠিক উত্তর: (ক)
৭৭. ট্রেডমার্ক- i. মূলধন জাতীয় ব্যয় ii. ব্যবসায়ের সম্পদ iii. মুনাফা জাতীয় ব্যয় নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i
গ) ii
ঘ) iii
সঠিক উত্তর: (ক)
৭৮. মূলধন জাতীয় ব্যয় বোঝা যায়- i. এ ব্যয়ের ফল দীর্ঘদিন ভাগ করা যায় ii. এ ব্যয়ের ফলে সম্পত্তি অর্জিত হয় iii. এ জাতীয় ব্যয় বার বার সংঘটিত হয় নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i ও ii
সঠিক উত্তর: (ঘ)
৭৯. বিক্রয়ের উদ্দেশ্যে মেশিন ক্রয় করলে কোন জাতীয় ব্যয় হবে? i. মূলধন জাতীয় ব্যয় ii. মুনাফা জাতীয় ব্যয় iii. বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i ও iii
সঠিক উত্তর: (খ)
৮০. কোনটি মুনাফা জাতীয় ব্যয়?
ক) যন্ত্রপাতি ক্রয়
খ) যন্ত্রপাতি বসানোর খরচ
গ) যন্ত্রপাতি মেরামত
ঘ) যন্ত্রপাতি বিক্রয়
সঠিক উত্তর: (গ)
৮১. কোনটি মুনাফা জাতীয় প্রাপ্তি?
ক) বিনিয়োগের সুদ
খ) সম্পত্তি বিক্রয়লব্ধ অর্থ
গ) ব্যাংক থেকে গৃহীত ঋণ
ঘ) কমিশন
সঠিক উত্তর: (ক)
৮২. মুনাফা জাতীয় নীট ক্ষতি কোনটি?
ক) বকেয়া আয়
খ) সুদ প্রাপ্তি
গ) অগ্রিম প্রাপ্ত আয়
ঘ) অবচয়
সঠিক উত্তর: (ঘ)
৮৩. প্রতিবছর সংঘটিত হয় না কোনটি?
ক) মুনাফা জাতীয় আয়
খ) মুনাফা জাতীয় ব্যয়
গ) মূলধন জাতীয় আয়
ঘ) মুনাফা জাতীয় প্রাপ্তি
সঠিক উত্তর: (গ)
৮৪. প্রতিটি ব্যবসায়ীকে নির্দিষ্ট সময় শেষে জানতে হয়- i. ব্যবসায়ের লাভ-লোকসান সম্পর্কে ii. ব্যবসায়ের আর্থিক অবস্থা সম্পর্কে iii. ব্যবসায়ের সুনাম সম্পর্কে নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i
গ) ii
ঘ) iii
সঠিক উত্তর: (ক)
৮৫. স্থায়ী সম্পত্তি বিক্রয় লব্ধ একটি-
ক) মুনাফা জাতীয় প্রাপ্তি
খ) মুনাফা জাতীয় আয়
গ) মূলধন জাতীয় আয়
ঘ) মূলধন জাতীয় প্রাপ্তি
সঠিক উত্তর: (ঘ)
৮৬. মূলধন জাতীয় ব্যয়-
ক) অপৌন:পুনিক
খ) পৌন:পুনিক
গ) নিয়মিত
ঘ) বাস্তবে অস্তিত্ব নেই
সঠিক উত্তর: (ক)
৮৭. পুরাতন যন্ত্রপাতি বিক্রয়লবদ্ধ অর্থ-
ক) মুনাফা জাতীয় আয়
খ) মুনাফা জাতীয় প্রাপ্তি
গ) মূলধন জাতীয় আয়
ঘ) মূলধন জাতীয় প্রাপ্তি
সঠিক উত্তর: (ঘ)
৮৮. শেয়ার বা ঋণপত্র বিক্রয়লব্ধ অর্থ-
ক) মুনাফা জাতীয় প্রাপ্তি
খ) মূলধন জাতীয় প্রাপ্তি
গ) মূলধন জাতীয় ব্যয়
ঘ) বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়
সঠিক উত্তর: (খ)
৮৯. জমি ক্রয় কোন জাতীয় ব্যয়?
ক) মূলধন জাতীয় ব্যয়
খ) কারবারি ব্যয়
গ) মুনাফা জাতীয় ব্যয়
ঘ) বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়
সঠিক উত্তর: (ক)
৯০. ব্যবসায়ের মুনাফা হ্রাস করে কোনটি?
ক) পণ্য বিক্রয়
খ) সম্পদ ক্রয়
গ) সুদ প্রদান
ঘ) কমিশন প্রাপ্তি
সঠিক উত্তর: (গ)
৯১. সাময়িকভাবে আর্থিক বিবরণীতে দেখানো হয়-
ক) মূধলন জাতীয় ব্যয়
খ) মূলধন জাতীয় প্রাপ্তি
গ) মুনাফা জাতীয় ব্যয়
ঘ) বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়
সঠিক উত্তর: (ঘ)
৯২. পোশাক ক্রয়-বিক্রয়কারী প্রতিষ্ঠানের পুরাতন যন্ত্রপাতি বিক্রয়লব্ধ অর্থ কী?
ক) মূলধন জাতীয় প্রাপ্তি
খ) মূলধন জাতীয় আয়
গ) মুনাফা জাতীয় আয়
ঘ) মুনাফা জাতীয় প্রাপ্তি
সঠিক উত্তর: (ক)
৯৩. বিজ্ঞাপনের জন্য অত্যধিক ব্যয় কোন ধরনের ব্যয়? i. মূলধন জাতীয় ব্যয় ii. মুনাফা জাতীয় ব্যয় iii. বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i ও iii
সঠিক উত্তর: (গ)
৯৪. কোনটি মূলধন জাতীয় প্রাপ্তি?
ক) ব্যাংক থেকে গৃহীত ঋণ
খ) পণ্য বিক্রয়লব্ধ অর্থ
গ) প্রাপ্ত কমিশন
ঘ) বিনিয়োগের সুদ
সঠিক উত্তর: (ক)
৯৫. কোন জাতীয় ব্যয়কে একাধিক বছরের মধ্যে বন্টন করা হয়?
ক) সাধারণ মুনাফা জাতীয় ব্যয়
খ) মুনাফা জাতীয় প্রদান
গ) মূলধন জাতীয় ব্যয়
ঘ) বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়
সঠিক উত্তর: (ঘ)
৯৬. প্রাপ্ত সুদ, প্রাপ্ত বাট্টা, প্রাপ্ত কমিশন-
ক) মুনাফা জাতীয় ব্যয়ের উদাহরণ
খ) মোট ব্যয়ের হিসাব
গ) মুনাফা জাতীয় প্রাপ্তির উদাহরণ
ঘ) মূলধন জাতীয় প্রাপ্তির উদাহরণ
সঠিক উত্তর: (গ)
৯৭. কোনো নতুন পণ্য তৈরি করার পূর্বে গবেষণা পরীক্ষা করার ব্যয় কোন জাতীয় ব্যয়? i. মূলধন জাতীয় ব্যয় ii. মুনাফা জাতীয় ব্যয় iii. বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i ও ii
সঠিক উত্তর: (গ)
৯৮. সম্পদ রক্ষণাবেক্ষণে কোন জাতীয় ব্যয় প্রযোজ্য?
ক) মুনাফা জাতীয় ব্যয়
খ) পরিচালনা সংক্রান্ত ব্যয়
গ) মূলধন জাতীয় ব্যয়
ঘ) নিরীক্ষাসংক্রান্ত ব্যয়
সঠিক উত্তর: (ক)
৯৯. ঋণ গ্রহণ-।
ক) মূলধন জাতীয় প্রাপ্তি
খ) মূলধন জাতীয় আয়
গ) মুনাফা জাতীয় প্রাপ্তি
ঘ) মুনাফা জাতীয় আয়
সঠিক উত্তর: (ক)
১০০. পুরাতন খবরের কাগজ বিক্রয়-
ক) মূলধন জাতীয় আয়
খ) মুনাফা জাতীয় আয়
গ) নিয়মিত আয়
ঘ) উপরের কোনটিই নয়
সঠিক উত্তর: (খ)
১০১. কোন সম্পত্তিকে কার্যক্ষম রাখার খরচকে বলে?
ক) মূলধন জাতীয় খরচ
খ) মুনাফা জাতীয় খরচ
গ) উৎপাদন খরচ
ঘ) কোনোটাই নয়
সঠিক উত্তর: (খ)
১০২. কাবরারের স্থায়ী সম্পত্তি ক্রয় করতে যে ব্যয় হয় তাকে বলে-
ক) মূলধন জাতীয় ব্যয়
খ) কারবারি ব্যয়
গ) বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়
ঘ) মুনাফা জাতীয় ব্যয়
সঠিক উত্তর: (ক)
১০৩. কোন হিসাবটি পৌন:পুনিক ও নিয়মিত?
ক) মূলধন জাতীয় ব্যয়
খ) মূলধন জাতীয় প্রাপ্তি
গ) মূলধন জাতীয় দায়
ঘ) মুনাফা জাতীয় ব্যয়
সঠিক উত্তর: (ঘ)
১০৪. বিজ্ঞাপন খরচ একটি-
ক) নিয়মিত খরচ
খ) ক্ষণস্থায়ী খরচ
গ) ক্ষণস্থায়ী আবর্তক খরচ
ঘ) অনিয়মিত খরচ
সঠিক উত্তর: (গ)
১০৫. ব্যবসায়ী জনাব ইরাদ একটি ফটোকপি দোকানের মালিক। তাঁর এ ব্যবসায়ে মুনাফা জাতীয় খরচ-
ক) ফটোস্ট্যাট মেশিন ক্রয়
খ) ফটোস্ট্যাট এর জন্য কাগজ ক্রয়
গ) ফটোস্ট্যাট রাখার টেবিল ক্রয়
ঘ) দোকানের ফিটিংস স্থাপন খরচ
সঠিক উত্তর: (খ)
১০৬. বিজ্ঞাপন কোন ধরনের হিসাব?
ক) অবচয়
খ) আয়
গ) ব্যয়
ঘ) ব্যাক্তিবাচক
সঠিক উত্তর: (গ)
১০৭. ব্যবসায় প্রতিষ্ঠানে যে লেনদেনের ফল দীর্ঘস্থায়ী তাকে কী বলে?
ক) মূলধন জাতীয় লেনদেন
খ) মুনাফা জাতীয় লেনদেন
গ) সম্পত্তিবাচক লেনদেন
ঘ) আয় ব্যয় লেনদেন
সঠিক উত্তর: (ক)
১০৮. একটি কারবারে ব্যবহারের জন্য ২০,০০০ টাকার যন্ত্রপাতি ক্রয় করা হল এবং ১০,০০০ টাকার আসবাবপত্র ক্রয় করা হল। এক্ষেত্রে মোট মূলধন জাতীয় ব্যয় হবে-
ক) ২০,০০০ টাকা
খ) ১০,০০০ টাকা
গ) ৩০,০০০ টাকা
ঘ) ৪০,০০০ টাকা
সঠিক উত্তর: (গ)
১০৯. লেনদেনের আর্থিক অবস্থা ও আর্থিক ফলাফল জানার জন্য কয়টি বিবরণী প্রস্তুত করতে হয়?
ক) ৫টি
খ) ৬টি
গ) ৩টি
ঘ) ২টি
সঠিক উত্তর: (গ)
১১০. চলতি বছর বিনিয়োগের সুদ বাবদ ৫,০০০ টাকা পাওয়া গিয়েছে, তবে আরও ৫০০ টাকা পাওয়া হয়েছে। এ খাতে এ বছরের মুনাফা জাতীয় আয় হবে-
ক) ৫,৫০০ টাকা
খ) ৫,০০০ টাকা
গ) ৪,৫০০ টাকা
ঘ) ৫০০ টাকা
সঠিক উত্তর: (ক)
১১১. কোন জাতীয় ব্যয়ের উপযোগিতা পরবর্তী হিসাবকালেও পাওয়া যায়?
ক) অপরিচালন
খ) মুনাফা জাতীয় ব্যয়
গ) মূলধন জাতীয় ব্যয়
ঘ) পরিচালনা ব্যয়
সঠিক উত্তর: (গ)
১১২. কোন জাতীয় ব্যয় বাস্তবে দৃষ্টিগাচর নাও হতে পারে?
ক) মুনাফা জাতীয় ব্যয়
খ) মূলধন জাতীয় ব্যয়
গ) বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়
ঘ) মূলধনায়িত ব্যয়
সঠিক উত্তর: (ক)
১১৩. কোনটি অন্য তিনটি থেকে ভিন্ন?
ক) বিক্রয়
খ) বিনিয়োগের সুদ
গ) পুরাতন আসবাবপত্র বিক্রয়
ঘ) প্রাপ্ত কমিশন
সঠিক উত্তর: (গ)
১১৪. মুনাফা জাতীয় প্রাপ্তির যে অংশ বর্তমান হিসাব বছর সংক্রান্ত তাকে বলা হয়-
ক) মুনাফা জাতীয় ব্যয়
খ) বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়
গ) মূলধন জাতীয় আয়
ঘ) মুনাফা জাতীয় আয়
সঠিক উত্তর: (ঘ)
১১৫. মূলধন জাতীয় আয়-ব্যয়ের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে- i. এগুলো অনিয়মিত ও দীর্ঘকাল স্থায়ী হয় ii. স্থায়ী খরচ এবং দীর্ঘকাল ব্যবহারযোগ্য iii. এগুলো সাধারণত নিয়মিত ও স্বপ্লকালীন হয় নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i ও ii
সঠিক উত্তর: (ঘ)
১১৬. নিচের কোনটি মূলধন জাতীয় ব্যয়- i. কলকব্জা ও সংস্থাপন ব্যয় ii. ট্রেডমার্ক, পেটেন্ট iii. সুনামের অবলোপন নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i ও ii
সঠিক উত্তর: (ঘ)
১১৭. পণ্য ক্রয়ের জাহাজ ভাড়া কোন জাতীয় ব্যয়?
ক) মূলধন জাতীয়
খ) পণ্যক্রয়
গ) মুনাফা জাতীয়
ঘ) বিলম্বিত মুনাফা জাতীয়
সঠিক উত্তর: (গ)
১১৮. ‘উপ-ভাড়াটিয়ার নিকট থেকে ভাড়া প্রাপ্তি’-কোন ধরনের লেনদেন?
ক) মূলধন জাতীয় আয়
খ) মূলধন জাতীয় প্রাপ্তি
গ) মূনাফা জাতীয় প্রাপ্তি
ঘ) মুনাফা জাতীয় আয়
সঠিক উত্তর: (ঘ)
১১৯. নির্দিষ্ট সময় পর হিসাব থেকে জানা যায়- i. ব্যবসায়ের লাভ-ক্ষতি ii. ব্যবসায়ের দেনা-পাওনা iii. ব্যবসায়ের সার্বিক অবস্থা নিচের কোনটি সঠিক?
ক) i
খ) i ও iii
গ) ii
ঘ) iii
সঠিক উত্তর: (খ)
১২০. ‘‘বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়” কোথায় লেখা হয়?
ক) বিশদ আয় বিবরণীতে
খ) মালিকানা স্বত্ব বিবরণীতে
গ) আর্থিক বিবরণীতে
ঘ) উপরের কোনটিই নয়
সঠিক উত্তর: (গ)
১২১. মুনাফা জাতীয় লেনদেনকে কয় ভাগে ভাগ করা যায়?
ক) দুই
খ) তিন
গ) চার
ঘ) পাঁচ
সঠিক উত্তর: (ক)
১২২. কোনটি মূলধন জাতীয় ব্যয়ের বৈশিষ্ট্য?
ক) এই ব্যয়ের ফল দীর্ঘদিন ভোগ করা যায়
খ) এই ব্যয়ের ফলে সম্পত্তি অর্জিত হয়
গ) এ জাতীয় ব্যয় বার বার সংঘটিত হয়
ঘ) ক ও খ
সঠিক উত্তর: (ঘ)
১২৩. কোনটি মূলধনজাতীয় প্রাপ্তি নয়?
ক) মূলধন
খ) সম্পত্তি বিক্রয়ের অর্থ
গ) ঋণ গ্রহণ
ঘ) প্রাপ্ত সুদ
সঠিক উত্তর: (ঘ)
১২৪. কোনটি মূধলন জাতীয় প্রাপ্তি নয়?
ক) বিনিয়োগের সুদ
খ) মূলধন
গ) সম্পত্তি বিক্রয়ের অর্থ
ঘ) ঋণ গ্রহণ
সঠিক উত্তর: (ক)
১২৫. যন্ত্রপাতি বহন খরচ ও বসানোর মজুরি-
ক) মূলধন জাতীয় ব্যয়
খ) মুনাফা জাতীয় ব্যয়
গ) মূলধন জাতীয় প্রাপ্তি
ঘ) মূলধনায়িত ব্যয়
সঠিক উত্তর: (ক)
১২৬. মোট প্রাপ্ত কমিশনের ৪৫০ টাকার মধ্যে ৫০ টাকা অগ্রিম হিসাব বছরের হলে চলতি হিসাব বছরে মুনাফা জাতীয় আয় কত হবে?
ক) ৪৫০ টাকা
খ) ৫০০ টাকা
গ) ৪০০ টাকা
ঘ) ৩৫০ টাকা
সঠিক উত্তর: (গ)
১২৭. কোনটি মূলধন জাতীয় আয়?
ক) বিদ্যুৎ খরচ
খ) পণ্য ক্রয়
গ) পুরাতন আসবাবপত্র বিক্রয়
ঘ) প্রাপ্ত বাট্টা
সঠিক উত্তর: (গ)
১২৮. মূলধন জাতীয় প্রাপ্তি কোনটি?
ক) পণ্য বিক্রয়লব্ধ অর্থ
খ) ব্যাংক থেকে গৃহীত ঋণ
গ) প্রাপ্ত কমিশন
ঘ) বিনিয়োগের সুদ
সঠিক উত্তর: (খ)
১২৯. মুনাফা জাতীয় প্রদানে ঘটে থাকে- i. চলতি হিসাবকালের সংশ্লিষ্ট হিসাব ii. বিগত হিসাবকালের সংশ্লিষ্ট হিসাব iii. পরবর্তী হিসাবকালের সংশ্লিষ্ট নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৩০. ‘মালিক কর্তৃক প্রদত্ত মূলধনকে’ তুমি কোন জাতীয় লেনদেন মনে কর-
ক) মূলধন জাতীয় আয়
খ) মূলধন জাতীয় প্রাপ্তি
গ) মূলধন জাতীয় ব্যয়
ঘ) মুনাফা জাতীয় আয়
সঠিক উত্তর: (খ)
১৩১. অনিয়মিতভাবে সংঘটিত লেনদেনকে কী জাতীয় লেনদেন বলে?
ক) ব্যয়বাচক লেনদেন
খ) আয়বাচক লেনদেন
গ) মূলধন জাতীয় লেনদেন
ঘ) মুনাফা জাতীয় লেনদেন
সঠিক উত্তর: (গ)
১৩২. কোনটি বিলম্বিত ব্যয়?
ক) বেতন প্রদান
খ) ভাড়া প্রদান
গ) আসবাবপত্র ক্রয়
ঘ) পণ্য তৈরির গবেষণা ব্যয়
সঠিক উত্তর: (ঘ)
১৩৩. যেসব লেনদেনের ফল বর্তমান বছরেই শেষ হয়ে যায়, সেগুলোকে কী বলে?
ক) মুনাফা জাতীয় আয়
খ) মুনাফা জাতীয় প্রাপ্তি
গ) মূলধন জাতীয় আয়
ঘ) মুনাফা জাতীয় লেনদেন
সঠিক উত্তর: (ঘ)
১৩৪. কোনো নতুন পন্য তৈরি করার পূর্বে গবেষণা ও পরীক্ষা ব্যয় কোন জাতীয় ব্যয়?
ক) মূলধন জাতীয়
খ) বিলম্বিত মুনাফা জাতীয়
গ) মুনাফা জাতীয়
ঘ) মূলধনায়িত
সঠিক উত্তর: (খ)
১৩৫. বিলম্বিত বিজ্ঞাপন আর্থিক বিবরণীতে দেখানো হয় কারণ- i. এর ফল বর্তমান বছরেই শেষ হয়ে যায় ii. এর পরিমাণ বেশি হয়ে থাকে iii. এর ফল বর্তমান বছরে শেষ হয় না নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) ii ও iii
ঘ) iii
সঠিক উত্তর: (গ)
১৩৬. ব্যবসায় প্রতিষ্ঠানে স্থানান্তর ব্যয় হল- i. প্রতিষ্ঠান গঠনের প্রাথমিক ব্যয় ii. নতুন পণ্যের গবেষণা ব্যয় iii. বিলম্বিত প্রতিষ্ঠান স্থানান্তরে ব্যয় নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৩৭. কোনটি মূলধন জাতীয় প্রাপ্তির অংশ?
ক) মূলধন জাতীয় ব্যয়
খ) মূলধনায়িত ব্যয়
গ) মূলধন জাতীয় আয়
ঘ) মুনাফা জাতীয় আয়
সঠিক উত্তর: (গ)
১৩৮. এক বছরের জন্য বিজ্ঞাপন খরচ কোন জাতীয় ব্যয়?
ক) বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়
খ) আংশিক ব্যয়
গ) মুনাফা জাতীয় ব্যয়
ঘ) প্রত্যক্ষ ব্যয়
সঠিক উত্তর: (গ)
১৩৯. মূলধন জাতীয় ব্যয়ের মাধ্যমে- i. সম্পত্তি অর্জিত হয় ii. সম্পত্তির স্থায়িত্ব নিশ্চিত হয় iii. মুনাফা বৃদ্ধি পায় নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i ও ii
সঠিক উত্তর: (ক)
১৪০. কেন মূলধন ও মুনাফার পার্থক্য করা একান্ত প্রয়োজন?
ক) প্রতিষ্ঠানের সঠিক লাভ-ক্ষতি নিরূপণের জন্য
খ) প্রতিষ্ঠানের সম্পদ ও দায় সম্পর্কিত প্রকৃত তথ্য জানার জন্য
গ) ক ও খ উভয়
ঘ) শিক্ষার্থীদের অনুধাবনের জন্য
সঠিক উত্তর: (গ)
১৪১. কোনটি মূলধন জাতীয় ব্যয়?
ক) গাড়ি বিক্রয়
খ) গাড়ি ক্রয়/ যন্ত্রপাতি ক্রয়
গ) মেরামত খরচ
ঘ) জমির খাজনা
সঠিক উত্তর: (খ)
১৪২. কোনটি ক্ষণস্থায়ী এবং আবর্তক খরচ?
ক) অনাদায়ী দেনা
খ) মাল ক্রয়
গ) আগুনে বিনষ্ট পণ্য
ঘ) কর ও অভিকর
সঠিক উত্তর: (ক)
১৪৩. যৌথমুলধনী কারবারের প্রাথমিক খরচ-
ক) বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়
খ) মূলধন জাতীয় আয়
গ) মুনাফা জাতীয় ব্যয়
ঘ) মূলধন জাতীয় ব্যয়
সঠিক উত্তর: (ক)
১৪৪. বিক্রয় পরিবহন মুনাফা জাতীয় ব্যয় হবার কারণ কোনটি?
ক) ইহা নিয়মিত ও স্বল্পকালীন খরচ
খ) ইহা আবর্তক খরচ
গ) ইহা ক্ষণস্থায়ী খরচ
ঘ) ইহা অপরিচালন খরচ
সঠিক উত্তর: (ক)
১৪৫. আগুনে বিনষ্ট পণ্য মুনাফা জাতীয়-কারণ এটি একটি-
ক) অনিয়মিত
খ) ক্ষণস্থায়ী আবর্তক খরচ
গ) ক্ষণস্থায়ী খরচ
ঘ) মূলধনায়িত
সঠিক উত্তর: (গ)
১৪৬. ব্যবসায়ের পণ্য আনয়নের জাহাজ ভাড়া কোন ধরনের লেনদেন?
ক) মুনাফা জাতীয়
খ) মূলধন জাতীয়
গ) বিলম্বিত মুনাফা জাতীয়
ঘ) ব্যবসায় পরিচালন
সঠিক উত্তর: (ক)
১৪৭. মি. সজীব তার কারবারের মোট সম্পদ ও দায়ের পরিমাণ জানতে চায় । তিনি কোন বিবরণী থেকে এগুলো জানতে পারবে?
ক) আয় বিবরণী
খ) বর্তমান বছরের আর্থিক বিবরণী
গ) পূর্বের আর্থিক বিবরণী
ঘ) মালিকানা স্বত্ব বিবরণী
সঠিক উত্তর: (গ)
১৪৮. ব্যবসায় প্রতিষ্ঠান স্থানান্তরজনিত ব্যয় কোন প্রকৃতির ব্যয়?
ক) মূলধন জাতীয় ব্যয়
খ) বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়
গ) মূলধনায়িত ব্যয়
ঘ) অপ্রত্যাশিত ব্যয়
সঠিক উত্তর: (খ)
১৪৯. মুনাফা জাতীয় আয়টি নির্ণয় কর-
ক) ঋণ গ্রহণ
খ) পুরাতন যন্ত্রপাতি বিক্রয়
গ) লভ্যাংশ প্রাপ্তি
ঘ) অতিরিক্ত মূলধন
সঠিক উত্তর: (গ)
১৫০. মূলধনায়িত ব্যয় সম্পদের কী সৃষ্টি করে?
ক) উপযোগীতা
খ) অবচয়
গ) ছাড়
ঘ) সচলতা
সঠিক উত্তর: (ক)
১৫১. প্যাটেন্ট ও ট্রেডমার্ক কোন ধরনের লেনদেন?
ক) মূলধন জাতীয় ব্যয়
খ) মুনাফা জাতীয় ব্যয়
গ) বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়
ঘ) কারবার ব্যয়
সঠিক উত্তর: (ক)
১৫২. মূলধন জাতীয় ব্যয়ের ফলে সম্পত্তির মূল্য কি হয়?
ক) বাড়ে
খ) কমে
গ) মোটেই থাকে না
ঘ) অপচয় প্রাপ্ত হয়
সঠিক উত্তর: (ক)
১৫৩. লেনদেনের কোন অংশটুকু মুনাফা জাতীয় ব্যয় হিসাবে গণ্য হয়?
ক) চলতি হিসাবকালের পরিশোধ
খ) পূর্ববর্তী হিসাবকালের পরিশোধ
গ) পরবর্তী হিসাবকালের পরিশোধ
ঘ) অগ্রীম পরিশোধ
সঠিক উত্তর: (ক)
১৫৪. যদি মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয় হিসেবে করা হয় তবে কোনটি নির্ণয় ভুল হবে?
ক) ব্যাংক ব্যালেন্স
খ) দেনাদার
গ) পাওনাদার
ঘ) নিট মুনাফা
সঠিক উত্তর: (ঘ)
১৫৫. ব্যবসায়ে মূলধন আনয়ন কোন ধরনের লেনদেন?
ক) মুনাফা জাতীয় প্রাপ্তি
খ) মূলধন জাতীয় প্রাপ্তি
গ) মূধলন জাতীয় আয়
ঘ) মুনাফা জাতীয় আয়
সঠিক উত্তর: (খ)
১৫৬. বিলম্বিত খরচ কোথায় দেখানো হয়?
ক) আর্থিক বিবরণীর সম্পত্তির দিকে
খ) আর্থিক বিবরণীর দায়ের দিকে
গ) বিশদ আয় বিবরণীতে
ঘ) মালিকানা স্বত্ব বিবরণীতে
সঠিক উত্তর: (ক)
১৫৭. ইজারা সম্পত্তির অবলোপন-
ক) মূলধন জাতীয় ব্যয়
খ) মুনাফা জাতীয় আয়
গ) মুনাফা জাতীয় ব্যয়
ঘ) মূলধন জাতীয় ব্যয়
সঠিক উত্তর: (খ)
১৫৮. আয়-ব্যয়-এর শ্রেণিবিভাগ দ্বারা বোঝায়-
ক) বিভিন্ন আয় ও ব্যয় সমূহকে একত্রে লেখা
খ) সমজাতীয় আয়সমূহকে একত্রে লেখা
গ) সমজাতীয় ব্যয়সমূহকে একত্রে লেখা
ঘ) সমজাতীয় ব্যয়সমূহকে শ্রেণিবদ্ধ করা
সঠিক উত্তর: (ঘ)
১৫৯. আয়ব্যয়ের প্রকৃতি অনুসারে লেনদেন গুলোকে কয়ভাগে ভাগ করা যায?
ক) দুই ভাগে
খ) তিন ভাগে
গ) চার ভাগে
ঘ) পাঁচ ভাগে
সঠিক উত্তর: (ক)
১৬০. মূলধন জাতীয় ব্যয় কোনটি?
ক) মালিক কর্তৃক প্রদত্ত মূলধন
খ) মেশিন বিক্রির খরচ
গ) মেশিন ক্রয়
ঘ) ব্যবসায় পরিচালনার দৈনন্দিন ব্যয়
সঠিক উত্তর: (গ)
১৬১. বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়- i. ৩ বছরের জন্য পণ্যের প্রচারণা বাবদ এ্যাড ফার্মকে প্রদান ১,০০,০০০ টাকা ii. ৩ মাসের ভাড়া অগ্রিম পরিশোধ করা হল ১৫,০০০ টাকা iii. ধানমন্ডি হতে মতিঝিলে ব্যবসায়ের অফিস স্থানান্তর বাবদ ব্যয় ২৫,০০০ টাকা নিচের কোনটি সঠিক?
ক) i
খ) i ও iii
গ) ii
ঘ) iii
সঠিক উত্তর: (খ)
১৬২. কোন জাতীয় লেনদেন নিয়মিত সংঘটিত হয়?
ক) মুলধন জাতীয় লেনদেন
খ) বিলম্বিত মুনাফা জাতীয় লেনদেন
গ) মুনাফা জাতীয় লেনদেন
ঘ) সম্পত্তিবাচক লেনদেন
সঠিক উত্তর: (গ)
১৬৩. অতিরিক্ত মূলধনের ক্ষেত্রে প্রযোজ্য কোনটি?
ক) মুনাফা জাতীয় আয়
খ) মূলধন জাতীয় আয়
গ) মূলধন জাতীয় প্রাপ্তি
ঘ) মুনাফা জাতীয় প্রাপ্তি
সঠিক উত্তর: (গ)
১৬৪. সুকমল বড়ুয়া তাঁর ব্যবসায়ের জন্য এক খন্ড জমি ক্রয় করেন। জমির রেজিস্ট্রেশন করতে তিনি ৫,০০০ টাকা ব্যয় করেন। এই রেজিস্ট্রেশন খরচ-
ক) মুনাফা জাতীয় ব্যয়
খ) মূলধন জাতীয় ব্যয়
গ) মুনাফা এবং মূলধন জাতীয় উভয় ব্যয়ই হতে পারে
ঘ) বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়
সঠিক উত্তর: (খ)
১৬৫. মূলধন জাতীয় ব্যয়ের বৈশিষ্ট্য হলো- i. সম্পদ সম্প্রসারিত হয় ii. এ জাতীয় ব্যয় নিয়মিত সংঘটিত হয় iii. সম্পদের আয়ুষ্কাল বৃদ্ধি পায় নিচের কোনটি সঠিক?
ক) i
খ) i ও iii
গ) ii
ঘ) iii
সঠিক উত্তর: (খ)
১৬৬. যে খরচের ফলাফল সংশ্লিষ্ট হিসাবকালে শেষ হয়ে যায় তাকে বলে-
ক) মূলধন জাতীয় খরচ
খ) মুনাফা জাতীয় খরচ
গ) মোট খরচ
ঘ) নিট খরচ
সঠিক উত্তর: (খ)
১৬৭. বিমা প্রিমিয়াম প্রদান ব্যবসায়ের একটি-
ক) মুনাফা জাতীয় ব্যয়
খ) বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়
গ) মুলধন জাতীয় ব্যয়
ঘ) মূলধন জাতীয় আয়
সঠিক উত্তর: (ক)
১৬৮. ব্যবসায় প্রতিষ্ঠানের চলমান সময় কীরূপ?
ক) সুনির্দিষ্ট
খ) সীমাবদ্ধ
গ) অনির্দিষ্ট
ঘ) নির্দিষ্ট
সঠিক উত্তর: (গ)
১৬৯. পুরোনো আসবাবপত্র বিক্রয়লব্ধ মুনাফা -
ক) মূলধনজাতীয় প্রাপ্তি
খ) মুনাফা জাতীয় আয়
গ) মোট আয়
ঘ) মূলধন জাতীয় আয়
সঠিক উত্তর: (ঘ)
১৭০. বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের উদাহরণ হল- i. ব্যবসায় প্রতিষ্ঠান স্থানান্তর ব্যয় ii. সম্পত্তি ক্রয়ের জাহাজ ভাড়া iii. যন্ত্রপাতি সংস্থাপন মজুরি নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i ও iii
সঠিক উত্তর: (ক)
১৭১. কোন জাতীয় লেনদেন থেকে ব্যবসায় প্রতিষ্ঠান দীর্ঘমেয়াদি সুবধা ভোগ করে?
ক) সম্পত্তিবাচক লেনদেন
খ) মূলধন জাতীয় লেনদেন
গ) মুনাফাজাতীয় লেনদেন
ঘ) ব্যক্তিবাচক লেনদেন
সঠিক উত্তর: (খ)
১৭২. শিক্ষানবিশ সেলামি পাওয়া গেছে ৬,০০০ টাকা (১৫ মাসের জন্য)। এখানে মুনাফা জাতীয় আয় কত?
ক) ৩,৫০০ টাকা
খ) ৪,০০০ টাকা
গ) ৪,৫০০ টাকা
ঘ) ৪,৮০০ টাকা
সঠিক উত্তর: (ঘ)
১৭৩. রমজান মিয়া তাঁর ব্যবসায়ের জন্য পণ্য আমদানী করে। পণ্য আমদানির শুল্ক-
ক) মূলধন জাতীয় ব্যয়
খ) মুনাফা জাতীয় ব্যয়
গ) অব্যবসায়ী ব্যয়
ঘ) মুনাফা জাতীয় আয়
সঠিক উত্তর: (খ)
১৭৪. মূলধন জাতীয় প্রাপ্তি কোনটি নির্দেশ করে?
ক) ব্যবসায়ের সম্পদ
খ) ব্যবসায়ের দায়-দেনা
গ) ব্যবসায়ের মুনাফা
ঘ) মালিকানাস্বত্ব
সঠিক উত্তর: (খ)
১৭৫. রমজান মিয়া তাঁর ব্যবসায়ের জন্য পণ্য আমদানি করে। পণ্য আমদানির শুল্ক-
ক) মূলধন জাতীয় ব্যয়
খ) মুনাফা জাতীয় ব্যয়
গ) অব্যবসায়ী ব্যয়
ঘ) মুনাফা জাতীয় আয়
সঠিক উত্তর: (খ)
১৭৬. Statment of financial Position বলতে বোঝায়- i. বর্তমান বছরের আয় বিবরণী ii. পূর্বের উদ্বর্তপত্র iii. বর্তমান আর্থিক অবস্থার বিবরণী নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) ii ও iii
ঘ) iii
সঠিক উত্তর: (গ)
১৭৭. ব্যবসায়ে ব্যবহৃত পুরাতন মোটরগাড়ি বিক্রয়, মূলধন জাতীয় প্রাপ্তি কেন?
ক) এটি নিয়মিত সংঘটিত হয় বলে
খ) এটি থেকে দীর্ঘদিন সুবিধা পাওয়া যাবে বলে
গ) এটি লেনদেনের পুনরাবৃত্তি ঘটায় না বলে
ঘ) ব্যবসায়ের মুনাফা বৃদ্ধি করে বলে
সঠিক উত্তর: (গ)
১৭৮. ‘ব্যবসায় প্রতিষ্ঠান স্থানান্তর ব্যয়’ কোন শ্রেণিভুক্ত?
ক) মুনাফা জাতীয়
খ) বিলম্বিত মুনাফা জাতীয়
গ) মূলধন জাতীয়
ঘ) মূলধনায়িত
সঠিক উত্তর: (খ)
১৭৯. যে সকল প্রাপ্তি বার বার না এবং একবার পেলে যার ফল সাধারণত দীর্ঘদিন ধরে ভোগ করা যায় তাকে বলে-
ক) মূলধন জাতীয় আয়
খ) মূলধন জাতীয় প্রাপ্তি
গ) মূলধন জাতীয় ব্যয়
ঘ) মুনাফা জাতীয় প্রাপ্তি
সঠিক উত্তর: (খ)
১৮০. কোনটি অন্য তিনটি হতে ভিন্ন?
ক) টেলিফোন বিল
খ) লভ্যাংশ প্রাপ্তি
গ) বিদ্যুৎ বিল
ঘ) ক্রয় পরিবহন
সঠিক উত্তর: (খ)
১৮১. বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের উদাহরণ কোনটি?
ক) কোন প্রতিষ্ঠান গঠনের প্রাথমিক ব্যয়
খ) কোন নতুন পণ্য তৈরি করার পূর্বে গবেষেণা ও পরীক্ষার ব্যয়
গ) যন্ত্রপাতি ক্রয়
ঘ) ক ও খ উভয়ই
সঠিক উত্তর: (ঘ)
১৮২. কোনো সম্পত্তিকে কার্যক্ষম রাখার খরচকে বলে- i. মুনাফা জাতীয় খরচ ii. মূলধন জাতীয় খরচ iii. বিলম্বিত খরচ নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i ও ii
সঠিক উত্তর: (খ)
১৮৩. মূলধনজাতীয় ব্যয়ের ফলে সম্পত্তি-
ক) বাড়ে
খ) কমে
গ) মোটেই থাকে না
ঘ) অপচয় প্রাপ্ত হয়
সঠিক উত্তর: (ক)
১৮৪. মূলধন কারবারের কী নির্দেশ করে?
ক) আয়
খ) স্বল্প মেয়াদী দায়
গ) দীর্ঘ মেয়াদী দায়
ঘ) দীর্ঘ মেয়াদী আয়
সঠিক উত্তর: (গ)
১৮৫. মূলধন জাতীয় লেনদেনের উদাহরণ হল-
ক) শ্রমিকের মজুরি প্রদান
খ) যন্ত্রপাতি কেনা
গ) ম্যানেজারের বেতন প্রদান
ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর: (খ)
উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও: * জনাব মীর একজন সফল ব্যবসায়ী। তার প্রতিষ্ঠানের জন্য ৬০,০০০ টাকা দিয়ে একটি পুরাতন মটরগাড়ী ক্রয় করেন। এটিকে ব্যবহার উপযোগী করতে আরো ১০,০০০ টাকা খরচ হয়। ১৮৬. জনাব মীরকে প্রথমে কী জানতে হবে?
ক) লেনদেনের আকার সম্পর্কে
খ) জাবেদা সম্পর্কে
গ) হিসাব খাত সম্পর্কে
ঘ) লেনদেনের প্রকৃতি সম্পর্কে
সঠিক উত্তর: (গ)
১৮৭. জনাব মীরের গাড়ীটি ব্যবহার উপযোগী করতে ১০,০০০ টাকা ব্যয় হলে তা কী হবে?
ক) মুনাফা জাতীয় ব্যয়
খ) বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়
গ) স্থির ব্যয়
ঘ) মূলধন জাতীয় ব্যয়
সঠিক উত্তর: (ঘ)
১৮৮. জনাব মীরের গাড়িটি যে টাকায় বিক্রি করলে লাভ বা লোকসান অপরিবর্তিত থাকবে তা হলো- i. ৫০,০০০ টাকা ii. ৬০,০০০ টাকা iii. ৭০,০০০ টাকা নিচের কোনটি সঠিক?
No comments:
Post a Comment