১. ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন ও মূলধন হতে উত্তোলন রেওয়ামিলে দেখানো হয় - i. একটি ক্রেডিট ও অপরটি ডেবিট দিকে ii. উভয়টি ডেবিট দিকে iii. উভয়টি ক্রেডিট দিকে নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) ii ও iii
সঠিক উত্তর: (ক)
২. প্রদত্ত ঋণের সুদ রেওয়ামিলের কোন দিকে বসে?
ক) ডেবিট দিকে
খ) ক্রেডিট দিকে
গ) উভয় দিকে
ঘ) যেকোনো একদিকে
সঠিক উত্তর: (খ)
৩. রেওয়ামিলে লিপিবদ্ধ করা হয় ----।
ক) খতিয়ান করার পূর্বে
খ) জাবেদা করার পর
গ) জাবেদা ও খতিয়ান করার পর
ঘ) আর্থিক বিবরণী তৈরির পর
সঠিক উত্তর: (গ)
৪. খতিয়ানের উদ্বৃত্ত থেকে তৈরি করা হয় - i. বিশদ আয় বিবরণী ii. আর্থিক বিবরণী iii. রেওয়ামিল নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) ii ও iii
সঠিক উত্তর: (গ)
৫. রেওয়ামিলে একটি হিসাবের ডেবিট জের ১৩০ টাকা ভুলে ক্রেডিট কলামে লেখা হয়েছে। অন্যান্য সবকিছু ঠিক থাকলে রেওয়ামিলের দুই পার্শ্বের পার্থক্য কত হবে?
ক) ৬৫ টাকা
খ) ১৩০ টাকা
গ) ৩১০ টাকা
ঘ) ২৬০ টাকা
সঠিক উত্তর: (ঘ)
৬. কোনটি রেওয়ামিলের ডেবিট দিকে বসবে?
ক) ঋণপত্র
খ) বিনিয়োগের সুদ
গ) প্রাপ্য বিল
ঘ) ক্রয় ফেরত
সঠিক উত্তর: (গ)
৭. লেনদেনের দুটি পক্ষের মধ্যে শুধুমাত্র একটি পক্ষের খতিয়ান হিসাব করলে কোনটি ঘটে? i. বাদ পড়ার ভুল ii. লেখার পড়া iii. করণিক ভুল নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) ii ও iii
সঠিক উত্তর: (ক)
৮. সাধারণ সঞ্চিতি ও কুঋন সঞ্চিতি -
ক) একই কথা
খ) একই কথা নয়
গ) বিবিধ দেনাদারের ওপর করতে হয়
ঘ) বিবিধ পাওনাদারের ওপর করতে হয়
সঠিক উত্তর: (খ)
৯. নিম্নলিখিত কোন ভুলটি রেওয়ামিলের মাধ্যমে উদঘাটিত হবে?
ক) করিমের নিকট প্রাপ্ত ৫৭৪ টাকার চেক সনির হিসাবে ৪৭৫ টাকায় লেখা হয়
খ) বিক্রয় সংক্রান্ত খরচ পরিবহন হিসাবে লিপিবদ্ধ করা হয়
গ) ৩০০ টাকার ধারে বিক্রিত পণ্য ৩০ টাকা লেখা হয়
ঘ) ২৫০ টাকার ক্রয় সম্পূর্ণভাবে হিসাবে লেখা বাদ পড়ে
সঠিক উত্তর: (ক)
১০. কোনটি রেওয়ামিলের ক্রেডিট ঘরে বসে?
ক) নিশ্চিত হিসাব
খ) বকেয়া ভাড়া/ক্রয় বাট্টা
গ) বিজ্ঞাপন
ঘ) জীবনবীমা
সঠিক উত্তর: (খ)
১১. সমাপনী মজুদ পণ্য রেওয়ামিলে সাধারণত - i. ডেবিট কলামে লেখা হয় ii. ক্রেডিট কলামে লেখা হয় iii. কোনো কলামেই লেখা হয় না নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) ii ও iii
সঠিক উত্তর: (গ)
১২. রেওয়ামিল প্রকৃতপক্ষে -
ক) একটি পরিপূর্ণ হিসাব
খ) কোন হিসাব নয়
গ) হিসাবচক্রের প্রাথমিক স্তর
ঘ) হিসাবের একটি অবিচ্ছেদ্য অঙ্গ
সঠিক উত্তর: (খ)
১৩. অশুদ্ধ রেওয়ামিল শুদ্ধ করার পদ্ধতি কয়টি?
ক) ৫টি
খ) ৭টি
গ) ৮টি
ঘ) ৯টি
সঠিক উত্তর: (খ)
১৪. কোন হিসাবটি রেওয়ামিলের ডেবিট দিকে বসে?
ক) সাধারণ সঞ্চিতি
খ) দেনাদার বাট্টা সঞ্চিতি
গ) অনাদায়ী পাওনা সঞ্চিতি
ঘ) পাওনাদার বাট্টা সঞ্চিতি
সঠিক উত্তর: (ঘ)
১৫. মি. রহমান ভুলবশত প্রতিষ্ঠানের কলকব্জা মেরামত ২,০০০ টাকা মেরামত খরচে ডেবিট না করে কলকব্জা হিসাবকে ডেবিট করেছে। এটি কী ধরনের ভুল?
ক) পরিপূরক ভুল
খ) বেদাখিলার ভুল
গ) নীতিগত ভুল
ঘ) বাদ পড়ার ভুল
সঠিক উত্তর: (গ)
১৬. কর্মচারী ও কর্মকর্তাদের অসাবধানতা যে ভুলের সৃষ্টি করে তাকে বলে -
ক) লেখার ভুল
খ) সম্পূরক ভুল
গ) বাদ পড়ার ভুল
ঘ) নীতির ভুল
সঠিক উত্তর: (ক)
১৭. বাস্তবে অনিশ্চিত হিসাব মূলত -
ক) একটি বাস্তব হিসাব
খ) একটি আয় হিসাব
গ) একটি অস্থায়ী হিসাব
ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর: (গ)
১৮. সংশোধনী জাবেদায় একদিকের ভুল হলে - i. ভুলের দিকটি সংশোধন করা হয় ii. অপর দিকটি অনিশ্চিত হিসাবে দেখানো হয় iii. অপরদিকটি সংশোধনী হিসাব নামে লেখা হয় নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৯. পাওনাদার বাট্টা সঞ্চিতি রেওয়ামিলে লেখা হয় কীভাবে?
ক) ডেবিট কলামে
খ) ক্রেডিট কলামে
গ) অনিশ্চিত হিসাবে
ঘ) সমন্বিত হিসাবে
সঠিক উত্তর: (ক)
২০. রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয় না কোনটি?
ক) প্রারম্ভিক মজুদ
খ) উত্তোলন
গ) সঞ্চিতি
ঘ) সমাপনী মজুদ
সঠিক উত্তর: (ঘ)
২১. একদিকের ভুলের বৈশিষ্ট্য হলো - i. হিসাবে একটি দিকেই ভুল হয়েছে ii. অপর দিকটি অনিশ্চিত হিসাবে দেখানো হবে iii. ভুলের দিকটি সংশোধন করা হবে নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২২. অনিশ্চিত হিসাব রেওয়ামিলের কোন দিকে বসে?
ক) ডেবিট দিকে
খ) ক্রেডিট দিকে
গ) ডেবিট ও ক্রেডিট উভয় দিকে
ঘ) ডেবিট/ক্রেডিট যে দিকে প্রয়োজন হয়
সঠিক উত্তর: (ঘ)
২৩. বিক্রয় হিসাবের জের ২,৭০,০০০ টাকা এবং বিক্রয় ২,০৪,০০০ টাকা। এছাড়াও বলা হয়েছে এ বছর বিবিধ দেনাদারের ওপর ১০,০০০ টাকা অনাদায়ী পাওনা ও ৫% অনাদায়ী পাওনা সঞ্চিতি রাখতে হবে। রেওয়ামিলের বিক্রয় হিসাবে কত টাকা যাবে?
ক) ২,৭০,০০০ টাকা, ডেবিট
খ) ২৪,৭০০ টাকা, ক্রেডিট
গ) ২,৪৭,০০০ টাকা, ডেবিট
ঘ) ২,০৪,০০০ টাকা, ক্রেডিট
সঠিক উত্তর: (ঘ)
২৪. ‘সাধারণ সঞ্চিতি’ ও ‘কুঋণ সঞ্চিতি’ বলতে কী বোঝায়?
ক) দুটি একই অর্থ প্রকাশ করে
খ) দুটি সম্পূর্ণ পৃথক
গ) একটি অপরটির বিপরীত
ঘ) সমন্বিত
সঠিক উত্তর: (খ)
২৫. কোন হিসাবের ব্যালেন্সটি রেওয়ামিলের ডেবিট ঘরে বসবে না?
ক) বিবিধ দেনাদার
খ) ব্যাংক জমার সুদ
গ) নগদ জমা
ঘ) ব্যাংক জমার উদ্বৃত্ত
সঠিক উত্তর: (খ)
২৬. রেওয়ামিলের গরমিল বা ভুলত্রুটি খুজে বের করার জন্য ষষ্ঠ ব্যবস্থাপত্র কি?
ক) উদ্বৃত্ত নির্ণয়ে সঠিকভাবে লিপিবদ্ধ হয়েছে কি না
খ) উদ্বৃত্ত রেওয়ামিল সঠিকভাবে লিপিবদ্ধ হয়েছে কি না
গ) নগদ ও ব্যাংক হিসাবের যোগফল এবং উদ্বৃত্ত নির্ণয় সঠিক হয়েছে কি না
ঘ) উদ্বৃত্ত রেওয়ামিলে সঠিকভাবে লেখা হয়েছে কি না
সঠিক উত্তর: (গ)
২৭. মুনাফাজাতীয় খরচকে মূলধনজাতীয় খরচ হিসাবে দেখানো হলে এমন ধরনের ভুলকে বলা হয় -
ক) পরিপূরক ভুল
খ) নীতিগত ভুল
গ) লেখার ভুল
ঘ) করণিক ভুল
সঠিক উত্তর: (খ)
২৮. অগ্রীম প্রাপ্ত আয় রেওয়ামিলের কোন দিকে দেখান হয়?
ক) ডেবিট দিকে
খ) ক্রেডিট দিকে
গ) উভয় দিকে
ঘ) দেখানোই হয় না
সঠিক উত্তর: (খ)
২৯. হিসাবের গাণিতিক নির্ভুলতা যাচাই করা রেওয়ামিলের -
ক) প্রধান উদ্দেশ্য
খ) মূল উদ্দেশ্য
গ) মুখ্য উদ্দেশ্য
ঘ) অন্যতম প্রধান উদ্দেশ্য
সঠিক উত্তর: (খ)
৩০. খতিয়ানের যেসব হিসাবের উদ্বৃত্ত রেওয়ামিলের ডেবিট দিকে বসবে - i. যাবতীয় সম্পত্তিসমূহ ii. যাবতীয় আয় ও ব্যয় iii. অগ্রিম প্রদত্ত খরচাবলি নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩১. মুনাফাজাতীয় খরচকে মূলধনজাতীয় খরচ এবং মূলধনজাতীয় খরচকে মুনাফাজাতীয় হিসাবে লেখাকে কী বলে?
ক) নীতিগত ভুল
খ) অনিচ্ছাকৃত ভুল
গ) অসাবধানতার ভুল
ঘ) সম্পূরক ভুল
সঠিক উত্তর: (ক)
৩২. প্রারম্ভিক ব্যাংক ব্যালেন্স সাধারণত রেওয়ামিলে -
ক) ডেবিট কলামে লেখা হয়
খ) ক্রেডিট কলামে লেখা হয়
গ) অনিশ্চিত হিসাবে লেখা হয়
ঘ) কোনো কলামেই লেখা হয় না
সঠিক উত্তর: (ঘ)
৩৩. মূলত অনিশ্চিত হিসাব একটি -
ক) অস্থায়ী বা সাময়িক হিসাব
খ) স্থায়ী হিসাব
গ) আয়ব্যয় হিসাব
ঘ) কোন হিসাব নয়
সঠিক উত্তর: (ক)
৩৪. রেওয়ামিলের ছক কীরূপ?
ক) স্বীকৃত
খ) অনির্দিষ্ট
গ) নির্দিষ্ট
ঘ) সুনির্দিষ্ট
সঠিক উত্তর: (খ)
৩৫. রেওয়ামিলের দুই দিকের যোগফল মিলে গেলেই নিম্নের কোন ঘটনাটি সর্বসম্মতভাবে প্রমাণিত হয় না? i. হিসাবটি গাণিতিকভাবে সম্পূর্ণ শুদ্ধ ii. হিসাবটি গাণিতিকভাবে সম্পূর্ণ অশুদ্ধ iii. হিসাবটির গাণিতিক সঠিকতা গ্রহণযোগ্য নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩৬. রেওয়ামিলের ডেবিট ও ক্রেডিট কলামের যোগফল পৃথক পৃথকভাবে -
ক) বিশদ আয় বিবরণীতে
খ) আর্থিক অবস্থার বিবরণীতে দেখাতে হয়
গ) মালিকানা স্বত্ব বিবরণীতে দেখাতে হয়
ঘ) কোনো হিসাবেই দেখাতে হয় না
সঠিক উত্তর: (ঘ)
৩৭. রেওয়ামিলের যাবে না - i. প্রারম্ভিক ব্যাংক উদ্বৃত্ত ii. প্রারম্ভিক ক্যাশ iii. সমাপনী মজুদ পণ্য নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৮. প্রাপ্ত বা প্রদত্ত উল্লেখ না থাকলে প্রদত্ত হিসেবে ধরতে হবে - i. বাট্টা ii. কমিশন iii. সুদ নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৯. লেনদেনের দুটি পক্ষের মধ্যে শুধুমাত্র একটি পক্ষের খতিয়ান হিসাব করলে কোনটি ঘটে?
ক) বাদ পড়ার ভুল
খ) লেখার ভুল
গ) উদ্বৃত্ত নির্ণয়ের ভুল
ঘ) করণিক ভুল
সঠিক উত্তর: (ক)
৪০. রেওয়ামিল কখন তৈরি করা হয়?
ক) বছরের প্রথমে
খ) বছরের শেষে
গ) নির্দিষ্ট হিসাবকাল শেষে
ঘ) আর্থিক বছরের মাঝে
সঠিক উত্তর: (গ)
৪১. কোনটি দ্বারা ভবিষ্যতে সুবিধা পাওয়া যায়?
ক) অগ্রিম আয়
খ) প্রাপ্ত আয়
গ) অগ্রিম খরচ
ঘ) বকেয়া ব্যয়
সঠিক উত্তর: (গ)
৪২. রেওয়ামিলে ধরা পড়বে নিচের কোন ভুলটি? i. হিসাবের নাম না লিখলে ii. নীতিগত ভুল হলে iii. খতিয়ানের উদ্বৃত্ত নির্ণয়ে ভুল হলে নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) ii ও iii
সঠিক উত্তর: (গ)
৪৩. রেওয়ামিল প্রস্তুতের মুখ্য উদ্দেশ্য হচ্ছে -
ক) বিশদ আয় বিবরণী ও আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করা
খ) জাবেদা ও খতিয়ানের ভুলত্রুটি থাকলে উদঘাটন ও সংশোধন করা
গ) জাবেদা ও খতিয়ানের লেনদেনগুলো সঠিকভাবে লিপিবদ্ধ হয়েছে কিনা যাচাই করা
ঘ) কারবারের আর্থিক অবস্থা সম্পর্কে ধারণা পাওয়া
সঠিক উত্তর: (গ)
৪৪. কোনটি প্রস্তুত করা বাধ্যতামূলক নয়?
ক) খতিয়ান
খ) রেওয়ামিল
গ) বিশদ আয় বিবরণী
ঘ) আর্থিক অবস্থার বিবরণী
সঠিক উত্তর: (খ)
৪৫. ‘ব্যাংক জমাতিরিক্ত’ রেওয়ামিলের কোন দিকে বসে?
ক) ডেবিট দিকে
খ) ক্রেডিট দিকে
গ) ডেবিট ক্রেডিট উভয়দিকে
ঘ) কোনো দিকে বসে না
সঠিক উত্তর: (খ)
৪৬. রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে - i. প্রারম্ভিক মজুদ পণ্য ii. প্রারম্ভিক হাতে নগদ iii. সমাপনি মজুদ পণ্য নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) ii ও iii
সঠিক উত্তর: (ক)
৪৭. রেওয়ামিলের ডেবিট ঘরে বসে -
ক) যাবতীয় সম্পত্তি
খ) যাবতীয় দায়
গ) যাবতীয় সম্পত্তি ও খরচ
ঘ) যাবতীয় আয়
সঠিক উত্তর: (গ)
৪৮. একটি হিসাব খাতকে একটি নির্দিষ্ট অংকের টাকা দ্বারা ডেবিট বা ক্রেডিট করার পরিবর্তে অন্য একটি হিসাব খাতকে সমপরিমাণ টাকা দ্বারা ডেবিট বা ক্রেডিট করা -
ক) পরিপূরক ভুল
খ) নীতিগত ভুল
গ) বাদ পড়ার ভুল
ঘ) লেখার ভুর
সঠিক উত্তর: (ক)
৪৯. রেওয়ামিল হলো খতিয়ান হিসাবসমূহের - i. তালিকা ii. বিবরণী iii. জের নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৫০. বিক্রয় খতিয়ানের উদ্বৃত্তকে কোন হিসাব ধরে ডেবিট করতে হবে?
ক) পাওনাদার হিসাব
খ) দেনাদার হিসাব
গ) প্রদত্ত বাট্টা হিসাব
ঘ) প্রাপ্ত বাট্টা হিসাব
সঠিক উত্তর: (খ)
৫১. রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয় - i. আয় হিসাব ii. ব্যয় হিসাব iii. সম্পত্তিবাচক হিসাব নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৫২. মিতা এন্ড কোং ১০% হারে ৫০,০০০ টাকা বিনিয়োগ করেন। বছর শেষে রেওয়ামিল তৈরির সময় দেখলেন যে বিনিয়োগের সুদ অনাদায়ী রয়েছে। ‘বিনিয়োগের অনাদায়ী সুদ’ রেওয়ামিলে বসবে -
ক) ডেবিট দিকে ৫,০০০ টাকা
খ) ক্রেডিট দিকে ৫,০০০ টাকা
গ) ডেবিট দিকে ৫৫,০০০ টাকা
ঘ) ক্রেডিট দিকে ৫৫,০০০ টাকা
সঠিক উত্তর: (ক)
৫৩. আমির সাহেব মি. কাদেরকে ১০,০০০ টাকা ১০% হারে প্রদান করেন। সময়মত মি. কাদের সুদ বাবদ ১,০০০ টাকা প্রদান করে। এক্ষেত্রে এই ১,০০০ টাকা আমিরের রেওয়ামিরের কোন কলামে লেখা প্রযোজ্য?
ক) ডেবিট কলামে
খ) ক্রেডিট কলামে
গ) ডেবিট বা ক্রেডিট কলামে
ঘ) রেওয়ামিল বহির্ভূত হবে
সঠিক উত্তর: (খ)
৫৪. হিসাবের গাণিতিক নির্ভুলতা পরীক্ষা করার উদ্দেশ্যে হিসাবসমূহের ডেবিট ও ক্রেডিট উদ্বৃত্ত বা ব্যালেন্সগুলোর একটি তালিকা তৈরি করা হয়। এ তালিকাকে কী বলে?
ক) খতিয়ান
খ) জাবেদা
গ) রেওয়ামিল
ঘ) নগদান
সঠিক উত্তর: (গ)
৫৫. বহিঃপরিবহন ও বহিঃফেরত রেওয়ামিলের কোন দিকে বসে?
ক) উভয় ডেবিট দিকে
খ) উভয় ক্রেডিট দিকে
গ) প্রথমটি ডেবিট ও শেষেরটি ক্রেডিট দিকে
ঘ) ডেবিট অথবা ক্রেডিট দিকে
সঠিক উত্তর: (গ)
৫৬. কোনটি হিসাব ব্যবস্থার অঙ্গ নয়?
ক) জাবেদা
খ) খতিয়ান
গ) রেওয়ামিল
ঘ) চূড়ান্ত হিসাব
সঠিক উত্তর: (গ)
৫৭. রেওয়ামিল যাচাই করে - i. হিসাব শুদ্ধতা ii. হিসাবের গাণিতিক শুদ্ধতা iii. হিসাব ত্রুটি নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) ii ও iii
সঠিক উত্তর: (খ)
৫৮. ৫০০ টাকার একটি লেনদেনকে ভুলে ৫০ টাকা লেখা হলে, এটা কোন ধরনের ভুল?
ক) লেখার ভুল
খ) নীতিগত ভুল
গ) ইচ্ছাকৃত ভুল
ঘ) পরিপূরক ভুল
সঠিক উত্তর: (ক)
৫৯. প্রতিষ্ঠানের প্রকৃত চিত্র প্রকাশিত হয় কীভাবে?
ক) খতিয়ান প্রস্তুত করে
খ) জাবেদা প্রস্তুত করে
গ) আর্থিক বিবরণী প্রস্তুত করে
ঘ) অনুপাত বিশ্লেষণ করে
সঠিক উত্তর: (গ)
৬০. রেওয়ামিলের ছকে খ.পৃ. লিখা হয় কেন?
ক) রেওয়ামিলের যোগফল খতিয়ানে স্থানান্তর করার জন্যে
খ) হিসাবের শিরোনাম ঠিক রাখার জন্য
গ) ভুল ত্রুটি সহজে উদঘাটন করার জন্য
ঘ) রেওয়ামিলের খ.পৃ. লিখার পরিবর্তে জা.পৃ. লিখার জন্য
সঠিক উত্তর: (গ)
৬১. মিসেস দিলরুবার খতিয়ানে উদ্বৃত্তসমূহ রেওয়ামিলে স্থানান্তরের সময় ভুল করে কিছু ডেবিট উদ্বৃত্তকে ক্রেডিট দিকে এবং ক্রেডিট উদ্বৃত্তকে ডেবিট দিকে লিখেন। এই ভুলগুলোর কারণে রেওয়ামিলের উভয় দিকের যোগফল সমান হচ্ছে না। মিসেস দিলরুবার এই ভুলগুলো - i. খতিয়ানের উদ্বৃত্ত নির্ণয়ে ভুল ii. খতিয়ান উদ্বৃত্ত রেওয়ামিলে স্থানান্তরের ভুল iii. নীতিগত ও করণিক ভুল নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৬২. রেওয়ামিল হর খতিয়ান হিসাবসমূহের জেরের ---।
ক) তালিকা
খ) বিবরণী
গ) তালিকা বা বিবরণী
ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর: (গ)
৬৩. নিচের কোন ভুলগুলো রেওয়ামিলে ধরা পড়ে? i. টাকার অঙ্কের ভুল ii. লেখার ভুল iii. খতিয়ানের উদ্বৃত্ত নির্ণয়ের ভুল নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৬৪. অনিশ্চিত হিসাব সম্পর্কে সঠিক হলো - i. ভুল খোঁজা সময়সাপেক্ষ হলে এবং উদ্বর্তপত্র তৈরির জন্য অনিশ্চিত হিসাব করা হয় ii. ডেবিট দিকের যোগফল কম হলে অনিশ্চিত হিসাবকে ডেবিট দিকে বসাতে হবে iii. অনিশ্চিত হিসাবকে ভুয়া সম্পত্তি ও অলিখিত দায় মনে করা হয় নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৬৫. রেওয়ামিলের ক্রেডিট পাশে যাবে না - i. সুনাম ii. কলকব্জা iii. মূলধন নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i ও ii
সঠিক উত্তর: (ঘ)
৬৬. বিক্রিত পণ্যের ব্যয় ২,১৮,০০০ টাকা, সমাপনী মজুদ ২৭,০০০ টাকা এবং প্রারম্ভিক মজুদ ১৫,০০০ টাকা হলে এ বছরে ক্রয়ের পরিমাণ কত?
ক) ২,০৬,০০০ টাকা
খ) ২,৩০,০০০ টাকা
গ) ২,৩৩,০০০ টাকা
ঘ) ২,৬০,০০০ টাকা
সঠিক উত্তর: (খ)
৬৭. মি. রিপন রেওয়ামিল তৈরির পর ভুলগুলো ধরতে পারেন এবং তা সংশোধন করার সিদ্ধান্ত নেয়। সংশ্লিষ্ট খতিয়ানের হিসাব খাতগুলো সংশোধনে মি. রিপনকে কোনটি তৈরি করতে হবে?
ক) সংশোধিত রেওয়ামিল
খ) সমন্বয় জাবেদা
গ) সংশোধনী জাবেদা
ঘ) সাধারণ জাবেদা
সঠিক উত্তর: (গ)
৬৮. খতিয়ানের উদ্বৃত্ত থেকে কী তৈরি করা হয়?
ক) বিশদ আয় বিবরণী
খ) আয়ব্যয় হিসাব
গ) আর্থিক বিবরণী
ঘ) রেওয়ামিল
সঠিক উত্তর: (ঘ)
৬৯. কোনটি জাবেদা, খতিয়ান বা হিসাব ব্যবস্থার অঙ্গও নয়?
ক) নগদান বই
খ) উদ্বর্তপত্র
গ) রেওয়ামিল
ঘ) উপরের সবগুলো
সঠিক উত্তর: (গ)
৭০. রেওয়ামিল প্রস্তুতের ক্ষেত্রে নিম্নের কোন ভুলটি নীতিগত ভুল? i. পণ্য ক্রয় করে মাছুমের হিসাবের পরিবর্তে মাসুদের হিসাব ক্রেডিট করা হল ii. পণ্য বিক্রয় করা হলেও তা জাবেদা বা খতিয়ান কোনো বইয়ে লেখা হয় না iii. মূলধন জাতীয় হিসাবকে মুনাফা জাতীয় ও মুনাফা জাতীয় হিসাবকে মূলধন জাতীয় হিসাবে লেখা হয়েছে নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) ii ও iii
সঠিক উত্তর: (গ)
৭১. --- প্রস্তুত করা আবশ্যিক নয়।
ক) রেওয়ামিল
খ) আর্থিক অবস্থার বিবরণী
গ) আর্থিক বিবরণী
ঘ) সবগুলো
সঠিক উত্তর: (ক)
৭২. রেওয়ামিল - i. জাবেদার হিসাবখাতের উদ্বৃত্তের তালিকা ii. খতিয়ানের হিসাব খাতের উদ্বৃত্তের তালিকা iii. নগদান বইয়ের উদ্বৃত্তের তালিকা নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) ii ও iii
সঠিক উত্তর: (খ)
৭৩. মুন্নু টেক্সটাইল ২০১১ সালের ৩১ ডিসেম্বর খতিয়ানের উদ্বৃত্তসমূহ থেকে রেওয়ামিল প্রস্তুত করার পর দেখতে পেল ডেবিট দিকের যোগফল ৫,০০০ টাকা কম। এটির মাধ্যমে কোনটি প্রকাশ পায়?
ক) অনিশ্চিত হিসাব লিখতে হবে
খ) আর্থিক বিবরণীতে ভুল আছে
গ) হিসাব সঠিক আছে
ঘ) হিসাবরক্ষণে গাণিতিক সঠিকতা রক্ষা হয়নি
সঠিক উত্তর: (ঘ)
৭৪. রেওয়ামিলের ক্রেডিট দিকে লিখা হবে - i. যাবতীয় দায়সমূহ ii. যাবতীয় আয়সমূহ iii. অনুপার্জিত আয়সমূহ নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৭৫. হিসাবের কোড নম্বর না থাকলে রেওয়ামিল প্রস্তুতে ১ নং ঘরে কী লিখতে হয়?
ক) উল্লেখিত হিসাবের কোড নং
খ) উল্লেখিত হিসাবের তারিখ
গ) উল্লেখিত হিসাবের খতিয়ান পৃষ্ঠা
ঘ) ধারাবাহিক ক্রমিক নং
সঠিক উত্তর: (ঘ)
৭৬. প্রারম্ভিক ক্যাশ ও ব্যাংক ব্যালেন্স রেওয়ামিলের কোন দিকে বসে?
ক) ডেবিট দিকে
খ) ক্রেডিট দিকে
গ) উভয় দিকে
ঘ) কোনো দিকেই নয়
সঠিক উত্তর: (ঘ)
৭৭. রহিম সাহেব অসাবধানতার কারণে খতিয়ান হতে ৫০০ টাকা রেওয়ামিলে স্থানান্তর করতে ভুলে গেল। এক্ষেত্রে রহিম সাহেবের ভুলটি কী ধরনের ভুল?
ক) লেখার ভুল
খ) টাকার অংকে ভুল
গ) বাদ পড়ার ভুল
ঘ) খতিয়ানের উদ্বৃত্ত নির্ণয়ে ভুল
সঠিক উত্তর: (গ)
৭৮. রেওয়ামিল প্রস্তুতে মূলধন হিসাব, আসবাবপত্র হিসাব ইত্যাদি কোন কলামে লিখতে হয়?
ক) ক্রমিক নং কলামে
খ) ডেবিট কলামে
গ) ক্রেডিট কলামে
ঘ) হিসাবের শিরোনাম কলামে
সঠিক উত্তর: (ঘ)
৭৯. খতিয়ানের সম্মিলিত ডেবিট দিকের যোগফল অবশ্যই সমান হবে -
ক) সম্মিলিত ক্রেডিট দিকের যোগফলের
খ) সম্মিলিত ডেবিট দিকের যোগফলের
গ) ডেবিট উদ্বৃত্তের যোগফলের
ঘ) ডেবিট ও ক্রেডিট উদ্বৃত্তের পার্থক্যের
সঠিক উত্তর: (ক)
৮০. খতিয়ানের ক্রেডিট উদ্বৃত্তসমূহ রেওয়ামিলের কোন ঘরে লিখতে হয়?
ক) ডেবিট কলামে
খ) ডেবিট বা ক্রেডিট কলামে
গ) ক্রেডিট কলামে
ঘ) খতিয়ানের ক্রেডিট উদ্বৃত্ত রেওয়ামিল বহির্ভূত
সঠিক উত্তর: (গ)
৮১. জাবেদা ও খতিয়ানের ত্রুটি সংশোধিত হয় কীভাবে?
ক) রেওয়ামিলের সাহায্যে
খ) ক্রয় বইয়ের সাহায্যে
গ) বিক্রয় বইয়ের সাহায্যে
ঘ) বিশ্লেষণের মাধ্যমে
সঠিক উত্তর: (ক)
৮২. রেওয়ামিলের ডেবিট পাশে ক্রয় হিসাবে ৫,০০০ টাকার পরিবর্তে ৫০,০০০ টাকা এবং ক্রেডিট পাশে দায় হিসাবে ৫,০০০ টাকার পরিবর্তে ৫০,০০০ টাকা লিপিবদ্ধ করলে যে ভুলটি হবে -
ক) বাদ পড়ার ভুল
খ) নীতিগত ভুল
গ) লেখার ভুল
ঘ) পরিপূরক ভুল
সঠিক উত্তর: (ঘ)
৮৩. হিসাব বইয়ের ভুলগুলোর যোগফল রেওয়ামিলের দুই পাশের পার্থক্যের সমান হলে অনিশ্চিত হিসাবের জের কীরূপ হবে?
ক) সমান থাকবে
খ) দ্বিগুণ
গ) অর্ধেক
ঘ) শূন্য
সঠিক উত্তর: (ঘ)
৮৪. হিসাবরক্ষণের জন্য ব্যবহৃত বিভিন্ন হিসাব বা বিবরণীর ছক সাধারণত কারা প্রদান করে থাকে?
ক) IASC
খ) ISAC
গ) AISC
ঘ) ASIC
সঠিক উত্তর: (ক)
৮৫. কোনটি করণিক ভুল নয়?
ক) বাদ পড়ার ভুল
খ) লিখার ভুল
গ) বেদাখিলার ভুল
ঘ) নীতিগত ভুল
সঠিক উত্তর: (ঘ)
৮৬. রেওয়ামিলের ক্রমিক নম্বর ঘরে কোন নম্বরটি অন্তর্ভুক্ত হয়?
ক) নগদান হিসাবের ক্রমিক নম্বর
খ) লেনদেনের ক্রমিক নম্বর
গ) খতিয়ানের ক্রমিক নম্বর
ঘ) জাবেদার নম্বর
সঠিক উত্তর: (গ)
৮৭. রেওয়ামিল প্রস্তুত করা হয় -
ক) জাবেদার পর কিন্তু খতিয়ানের পূর্বে
খ) খতিয়ানের পূর্বে কিন্তু আর্থিক বিবরণীর পর
গ) খতিয়ানের পর কিন্তু আর্থিক বিবরণীর পর
ঘ) বিশদ আয় বিবরণীর পর কিন্তু আর্থিক অবস্থার বিবরণীর প্রস্তুতের পূর্বে
সঠিক উত্তর: (গ)
৮৮. কোন হিসাবটি রেওয়ামিলের ডেবিট দিকে বসে -
ক) প্রদত্ত বাট্টা
খ) প্রাপ্ত বাট্টা
গ) শিক্ষানবিস সেলামি
ঘ) বিনিয়োগের সুদ
সঠিক উত্তর: (ক)
৮৯. রেওয়ামিলে ডেবিট এবং ক্রেডিট উভয় দিকের টাকার পরিমাণ সমান হলেও রেওয়ামিলে ভুল থাকতে পারে। কোন জাতীয় ভুলের কারণে?
ক) নীতির ভুল
খ) যোগের ভুল
গ) স্থানান্তরের ভুর
ঘ) উদ্বৃত্ত বের করার ভুল
সঠিক উত্তর: (ক)
৯০. খতিয়ান হিসাবের উদ্বৃত্তগুলো কয়ভাগে বিভক্ত করে রেওয়ামিল তৈরি করা হয়?
৯৩. রেওয়ামিলের সম্পূর্ণ ভুল ধরা না পড়লে অনিশ্চিত হিসাবের উদ্বৃত্ত কোথায় যাবে?
ক) আর্থিক বিবরণী দায় পাশে
খ) আর্থিক বিবরণী সম্পদ পাশে
গ) আর্থিক বিবরণী অনুপস্থিত থাকবে
ঘ) প্রকৃতি অনুযায়ী দায় বা সম্পত্তি পাশে
সঠিক উত্তর: (ঘ)
৯৪. রেওয়ামিল প্রস্তুত করা হয় কেন?
ক) জাবেদার শুদ্ধতা যাচাইয়ে
খ) হিসাবের উৎস সম্পর্কে নিশ্চিত হবার জন্য
গ) হিসাবের সঠিকতা সম্পর্কে নিশ্চিত হবার জন্য
ঘ) বছরের যেকোনো সময়ে হিসাবের শুদ্ধতা যাচাইয়ে
সঠিক উত্তর: (গ)
৯৫. রেওয়ামিল হতে প্রাপ্ত অনিশ্চিত হিসাবের ডেবিট জের আর্থিক বিবরণীর কোথায় যাবে?
ক) ডেবিট দিকে
খ) আয়-ব্যয় হিসাবে
গ) সম্পত্তির দিকে
ঘ) দায়ের দিকে
সঠিক উত্তর: (গ)
৯৬. রেওয়ামিলের দুই পাশের যোগফর অমিল হলে সাময়িকভাবে গড়মিল উদ্বৃত্ত দ্বারা উভয় পাশ সমান করা যায় - i. মূলধন হিসাব নামে ii. অনিশ্চিত হিসাব নামে iii. Suspense Account নামে নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৯৭. হিসাবের গাণিতিক নির্ভুলতা যাচাই করা কীসের মূল উদ্দেশ্য?
ক) জাবেদার
খ) খতিয়ানের
গ) নগদান বইয়ের
ঘ) রেওয়ামিলের
সঠিক উত্তর: (ঘ)
৯৮. কয়টি উদ্দেশ্যে রেওয়ামিল প্রস্তুত করা হয়?
ক) পাঁচটি
খ) ছয়টি
গ) সাতটি
ঘ) আটটি
সঠিক উত্তর: (খ)
৯৯. ১০% হারে ৫০,০০০ টাকা বিনিয়োগ করলে বছর শেষে দেখা গেল বিনিয়োগের সুদ অনাদায়ী রয়েছে। ‘বিনিয়োগের অনাদায়ী সুদ’ রেওয়ামিলে কোথায় এবং কত টাকা বসবে?
ক) ডেবিট দিকে ৫,০০০ টাকা
খ) ক্রেডিট দিকে ৫,০০০ টাকা
গ) ডেবিট দিকে ৫৫,০০০ টাকা
ঘ) ক্রেডিট দিকে ৫৫,০০০ টাকা
সঠিক উত্তর: (ক)
১০০. নিচের কোন হিসাবের উদ্বৃত্ত রেওয়ামিলের ডেবিট দিকে বসবে?
ক) অনাদায়ী পাওনা সঞ্চিতি
খ) পাওনা বাট্টা সঞ্চিতি
গ) দেনাদারের ওপর বাট্টা সঞ্চিতি
ঘ) প্রদত্ত ঋণের সুদ
সঠিক উত্তর: (খ)
১০১. ‘অগ্রিম শিক্ষানবিস প্রিমিয়াম’ রেওয়ামিলের কোন কলামে বসে?
ক) ডেবিট কলামে
খ) ক্রেডিট কলামে
গ) ডেবিট অথবা ক্রেডিট কলামে
ঘ) ক্রেডিট অথবা ডেবিট কলামে
সঠিক উত্তর: (খ)
১০২. নিচের কোন হিসাবের উদ্বৃত্ত রেওয়ামিলের ক্রেডিট দিকে বসবে না?
ক) অগ্রিম প্রাপ্ত আয়
খ) অনাদায়ী পাওনা সঞ্চিতি
গ) সাধারণ সঞ্চিতি
ঘ) পাওনা বাট্টা সঞ্চিতি
সঠিক উত্তর: (ঘ)
১০৩. আর্থিক বিবরণী প্রস্তুতের পূর্বে হিসাবের বইয়ের নির্ভুলতা যাচাই করার জন্য কী তৈরি করতে হয়?
ক) রেওয়ামিল
খ) উদ্বর্তপত্র
গ) জাবেদা
ঘ) খতিয়ান
সঠিক উত্তর: (ক)
১০৪. মিমি এন্ড কোং - এর প্রারম্ভিক ব্যাংক ব্যালেন্স ছিল ১,০০,০০০ টাকা। বছরের শেষ দিনে রেওয়ামিল তৈরি করার সময় উক্ত টাকা কোন দিকে বসবে?
ক) ডেবিট পার্শ্বে ১,০০,০০০ টাকা
খ) ক্রেডিট পার্শ্বে ১,০০,০০০ টাকা
গ) ডেবিট ও ক্রেডিট পার্শ্বে ১,০০,০০০ টাকা
ঘ) রেওয়ামিলের আওতার বাইরে থাকবে
সঠিক উত্তর: (ঘ)
১০৫. অশুদ্ধ রেওয়ামিল শুদ্ধ করার সঠিক নিয়ম কোনটি?
ক) জাবেদা থেকে খতিয়ানে স্থানান্তর যাচাই
খ) খতিয়ানের উদ্বৃত্ত যাচাই
গ) অংকের পরিমাণ যাচাই
ঘ) স্বতঃসিদ্ধ কোনো নিয়ম নেই
সঠিক উত্তর: (ঘ)
১০৬. যে সমস্ত হিসাবের উদ্বৃত্ত রেওয়ামিলের ক্রেডিট দিকে বসবে - i. যাবতীয় দায় হিসাবসমূহ ii. সমস্ত প্রকার আয় বা লাভ iii. বকেয়া খরচসমূহ নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১০৭. কোনটি অন্য হতে ভিন্ন?
ক) শিক্ষানবীশ ভাতা
খ) শিক্ষানবীশ সেলামি
গ) বীমা সেলামি
ঘ) খাজনা ও কর
সঠিক উত্তর: (খ)
১০৮. করণিক ভুল কত প্রকার?
ক) চার প্রকার
খ) তিন প্রকার
গ) দুই প্রকার
ঘ) পাঁচ প্রকার
সঠিক উত্তর: (ক)
১০৯. শফিকুলের নিকট বিক্রয় ৫০০ টাকার স্থলে ভুলে বিক্রয় বইতে ৫,০০০ টাকা লিখা হলে কী ধরনের ভুল হবে?
ক) নীতিগত ভুর
খ) লিখার ভুল
গ) বাদ পড়ার ভুল
ঘ) পরিপূরক ভুল
সঠিক উত্তর: (খ)
১১০. প্রকৃতপক্ষে একটি অস্থায়ী হিসাব -
ক) নগদান হিসাব
খ) অনিশ্চিত হিসাব
গ) ব্যাংক হিসাব
ঘ) চলতি হিসাব
সঠিক উত্তর: (খ)
১১১. মি. জয় প্রতিষ্ঠানের কনিষ্ঠ হিসাবরক্ষক। তিনি অগ্রিম খরচ ও বকেয়া আয় সংক্রান্ত লেনদেনগুলো হিসাবভুক্ত করেন। বছর শেষে মি. জয়ের হিসাবভুক্ত অগ্রিম খরচ ও বকেয়া আয় কোন উদ্বৃত্ত প্রকাশ করবে?
ক) ক্রেডিট
খ) ডেবিট
গ) ডেবিট ও ক্রেডিট উভয়ই
ঘ) ডেবিট বা ক্রেডিট
সঠিক উত্তর: (খ)
১১২. কোন হিসাব রেওয়ামিলের ডেবিট কলামে বসে?
ক) প্রাপ্ত ব্যাংক সুদ
খ) বকেয়া বেতন
গ) অগ্রিম প্রাপ্ত ভাড়া
ঘ) বিনিয়োগের বকেয়া সুদ
সঠিক উত্তর: (ঘ)
১১৩. কোনো প্রতিষ্ঠানে রেওয়ামিলের ডেবিট দিকে ৫,০০০ টাকা, ক্রেডিট দিকে ৪,৮০০ টাকা আছে। তাহলে অনিশ্চিত হিসাব হবে -
ক) ২৫০ টাকা
খ) ২০০ টাকা
গ) ২৩০ টাকা
ঘ) ২১০ টাকা
সঠিক উত্তর: (খ)
১১৪. IASC এর পূর্ণরূপ কোনটি?
ক) International Auditing Standard committee
খ) International Accounting Standard committee
গ) International Association of Standard committee
১১৮. রেওয়ামিলের এক পাশের টাকার অংকের ভুল অন্য পাশের অনুরূপ ভুল দ্বারা সমান হয়ে গেলে এমন ভুলকে বলা হয় -
ক) বাদ পড়ার ভুল
খ) নীতিগত ভুল
গ) করণিক ভুল
ঘ) পরিপূরক ভুল
সঠিক উত্তর: (ঘ)
১১৯. রেওয়ামিলের কোনো কলামেই বসে না - i. সমাপনী মজুদ ii. প্রারম্ভিক নগদ iii. বকেয়া বেতন নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i ও ii
সঠিক উত্তর: (ঘ)
১২০. বকেয়া বেতন রেওয়ামিলের কোন ঘরে বসে?
ক) ডেবিট ঘরে
খ) ক্রেডিট ঘরে
গ) বিবরণের ঘরে
ঘ) সকল ঘরে
সঠিক উত্তর: (খ)
১২১. কোন দফাটি রেওয়ামিলের অন্তর্ভুক্ত হয় না? i. ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন ii. প্রারম্ভিক মজুদ পণ্য iii. প্রারম্ভিক ব্যাংক ব্যালেন্স নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) ii ও iii
সঠিক উত্তর: (গ)
১২২. রেওয়ামিলকে মিলানোর জন্য কোনটি প্রস্তুত করা হয়?
ক) প্রারম্ভিক মূলধন হিসাব
খ) সমতাকরণ হিসাব
গ) অনিশ্চিত হিসাব
ঘ) সমাপনী মূলধন হিসাব
সঠিক উত্তর: (গ)
১২৩. রেওয়ামিল প্রস্তুতের প্রধান উদ্দেশ্য - i. গাণিতিক শুদ্ধতা যাচাই করা ii. আর্থিক পরিমাণ জানা iii. আর্থিক অবস্থা সম্পর্কে জানা নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) ii ও iii
সঠিক উত্তর: (ক)
১২৪. রেওয়ামিলে সাধারণত ধরা পড়ে - i. খতিয়ানের উদ্বৃত্ত নির্ণয়ের ভুল ii. টাকার অঙ্ক লেখার ভুল iii. হিসাবের নীতিগত ও করণিক ভুল নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১২৫. যন্ত্রপাতি ক্রয় ৫,৫০,০০০ টাকা ভুলবশত যন্ত্রপাতি হিসাবে ৫৫,০০০ টাকা ডেবিট করা হয়েছে। অন্য সবকিছু ঠিক থাকলে যোগফল পার্থক্য হবে -
ক) ৫,৫০,০০০ টাকা
খ) ৫৫,০০০ টাকা
গ) ১,১০,০০০ টাকা
ঘ) ৪,৯৫,০০০ টাকা
সঠিক উত্তর: (ঘ)
১২৬. কোন ভুলটি রেওয়ামিলে ধরা পড়বে?
ক) হিসাবের নাম না লিখলে
খ) খতিয়ান পৃষ্ঠা বাদ পড়লে
গ) খতিয়ানের উদ্বৃত্ত নির্ণয়ে ভুল হলে
ঘ) নীতিগত ভুল হলে
সঠিক উত্তর: (গ)
১২৭. কোন ভুলটি রেওয়ামিলে ধরা পড়ে না?
ক) নীতিগত ভুল
খ) টাকার অংকের ভুল
গ) খতিয়ানের উদ্বৃত্ত নির্ণয়ের ভুল
ঘ) খতিয়ানের উদ্বৃত্ত রেওয়ামিলে স্থানান্তরের ভুল
সঠিক উত্তর: (ক)
১২৮. সংশোধনী জাবেদায় একদিকের ভুল হলে - i. ভুলের দিকটি সংশোধন করা হয় ii. অপর দিকটি অনিশ্চিত হিসাবে দেখানো হয় iii. অপর দিকটি সংশোধনী হিসাব নামে লেখা হয় নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১২৯. খতিয়ান উদ্বৃত্ত ছাড়াও রেওয়ামিলের অন্তর্ভুক্ত করা হয় -
ক) সমাপনী নগদ ও ব্যাংক তহবিল
খ) সমাপনী মজুদ পণ্য
গ) প্রারম্ভিক নগদ ও ব্যাংক তহবিল
ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর: (ক)
১৩০. কোনটি রেওয়ামিলের ডেবিট পাশে বসে?
ক) বিনিয়োগ
খ) প্রদেয় বিল
গ) গৃহীত ঋণ
ঘ) মূলধন
সঠিক উত্তর: (ক)
১৩১. রেওয়ামিলে ডেবিট দিকে দেখানো হয় -
ক) সম্পদ, ব্যয়, বকেয়া আয় ও অগ্রিম খরচ
খ) সম্পদ, ব্যয়, অগ্রিম আয় ও অগ্রিম খরচ
গ) সম্পদ, ব্যয়, বকেয়া খরচ ও অগ্রিম আয়
ঘ) দায়, আয়, বকেয়া খরচ ও অগ্রিম আয়
সঠিক উত্তর: (ক)
১৩২. যে সকল ভুল রেওয়ামিলে ধরা পড়ে না সেগুলোকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়?
ক) দুই ভাগে
খ) তিন ভাগে
গ) চার ভাগে
ঘ) পাঁচ ভাগে
সঠিক উত্তর: (ক)
১৩৩. কোনটি রেওয়ামিলের ক্রেডিট দিকে যাবে না?
ক) সুনাম
খ) প্রদেয় বিল
গ) মূলধন
ঘ) পাওনাদার
সঠিক উত্তর: (ক)
১৩৪. হিসাবরক্ষকের অজ্ঞতার কারণে একটি ভুল অন্য একটি ভুল দ্বারা উভয়দিক সমান হলে কী ধরনের ভুল হয়?
ক) বাদ পড়ার ভুল
খ) লিখার ভুল
গ) পরিপূরক ভুল
ঘ) নীতিগত ভুল
সঠিক উত্তর: (গ)
১৩৫. মি. রহমান নবম শ্রেণির ছাত্র। পাঠ্য বই থেকে রেওয়ামিল অধ্যায়টি পাঠ করে এবং রেওয়ামিলের বিভিন্ন দফা সম্পর্কে ধারণা লাভ করে। মি. রহমানের পাঠ্য ধারণা অনুযায়ী নিচের কোনটি রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে?
ক) প্রারম্ভিক নগদ ব্যালেন্স
খ) প্রারম্ভিক ব্যাংক জমা
গ) সমাপনি মজুদ পণ্য
ঘ) সমাপনী ব্যাংক জমাতিরিক্তের ব্যালেন্স
সঠিক উত্তর: (ঘ)
১৩৬. যন্ত্রপাতি সংস্থাপন মজুরি যন্ত্রপাতি হিসাবে ডেবিট না করে সাধারণ মজুরি হিসাবে ডেবিট করা কোন জাতীয় ভুল?
ক) করণিক ভুল
খ) পরিপূরক ভুল
গ) নীতিগত ভুল
ঘ) লেখার ভুল
সঠিক উত্তর: (গ)
১৩৭. রেওয়ামিলের ডেবিট ও ক্রেডিট কলামের যোগফল সমান হলে -
ক) আয়-ব্যয়ের সমতা প্রকাশ করে
খ) নিট মুনাফা নিশ্চিত করে
গ) কারবারের সঠিক আর্থিক অবস্থা প্রকাশ করে
ঘ) খতিয়ানের গাণিতিক শুদ্ধতা প্রকাশ করে
সঠিক উত্তর: (ঘ)
১৩৮. অনিশ্চিত হিসাবকে অন্য কী নামে অভিহিত করা যায়?
ক) সাময়িক হিসাব
খ) অস্থায়ী হিসাব
গ) গড়মিল হিসাব
ঘ) সবগুলোই
সঠিক উত্তর: (ঘ)
১৩৯. রেওয়ামিল মিলে যাওয়ার পরও যদি ভুল থাকে তাহলে তা সংশোধন করতে হয় কখন?
ক) ভুল ধরা পড়ার সাথে সাথে
খ) চূড়ান্ত হিসাব তৈরির পর
গ) রেওয়ামিল তৈরির পর
ঘ) রেওয়ামিল তৈরির আগে
সঠিক উত্তর: (ক)
১৪০. রেওয়ামিল প্রস্তুত দ্বারা কোনটি সহজেই উদঘাটিত হয়?
ক) শুদ্ধতা
খ) নির্ভুলতা
গ) ভুল
ঘ) নির্দিষ্টতা
সঠিক উত্তর: (গ)
১৪১. কোনটি রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না?
ক) বাট্টা হিসাব
খ) ব্যাংক জমাতিরিক্ত
গ) প্রারম্ভিক ক্যাশ
ঘ) প্রারম্ভিক মজুদ পণ্য
সঠিক উত্তর: (গ)
১৪২. সমাপনী মজুদপণ্য রেওয়ামিলের অন্তর্ভুক্ত না হওয়ার কারণ -
ক) যেকোনো ধরনের মজুদ পণ্যের হিসাব রেওয়ামিল বহির্ভূত
খ) এটি প্রারম্ভিক মজুদ ও পণ্য ক্রয়ে অন্তর্ভুক্ত থাকে
গ) খতিয়ানে সমাপনী মজুদের জের থাকে না
ঘ) সমাপনী মজুদ আর্থিক বিবরণীর সমন্বয় এন্ট্রি
সঠিক উত্তর: (খ)
১৪৩. পরিপূরক ভুলের আরেক নাম কী?
ক) বেদাখিলার ভুল
খ) নীতিগত ভুল
গ) করণিক ভুল
ঘ) স্বয়ংসংশোধক ভুল
সঠিক উত্তর: (ঘ)
১৪৪. রহিমের নিকট থেকে মাল ক্রয় করা হয়েছে ২৬,০০০ টাকা কিন্তু হিসাবে দেখানো হয়নি। তবে রেওয়ামিল মিলে গেছে। এক্ষেত্রে কোন ভুলটি হয়েছে?
ক) করণিক ভুল
খ) বাদ পড়ার ভুল
গ) নীতিগত ভুল
ঘ) পরিপূরক ভুল
সঠিক উত্তর: (খ)
১৪৫. রেওয়ামিল একটি -
ক) হিসাব
খ) জমা-খরচ
গ) লেনদেনের তালিকা
ঘ) হিসাবের ব্যালেন্সগুলোর তালিকা
সঠিক উত্তর: (ঘ)
১৪৬. যখন কোনো লেনদেন হিসাব বইতে আদৌ লিপিবদ্ধ করা হয় না, তাকে বলে -
১৫০. প্রাথমিক হিসাবের বই হতে খতিয়ান হিসাব স্থানান্তর সময় একটি হিসাবের পরিবর্তে অন্য একটি হিসাবের সঠিক দিকে টাকায় অংক লেখা হলে তাকে বলে -
ক) লিখার ভুল
খ) পরিপূরক ভুল
গ) নীতিগত ভুল
ঘ) বেদাখিলার ভুল
সঠিক উত্তর: (ঘ)
১৫১. সমাপনী মজুদ কোথায় বসে না?
ক) রেওয়ামিলে
খ) বিশদ আয় বিবরণীতে
গ) আর্থিক অবস্থার বিবরণীতে
ঘ) রেওয়ামিলে ও আর্থিক অবস্থার বিবরণীতে
সঠিক উত্তর: (ক)
১৫২. পাওনাদার বাট্টা সঞ্চিতি রেওয়ামিলে লেখা হয় -
ক) ডেবিট কলামে
খ) ক্রেডিট কলামে
গ) অনিশ্চিত হিসাব
ঘ) কোনো কলামেই নয়
সঠিক উত্তর: (ক)
১৫৩. রেওয়ামিল হিসাবের একটি -
ক) অঙ্গ
খ) অঙ্গ নয়
গ) একটি প্রধান বই
ঘ) একটি সহকারী বই
সঠিক উত্তর: (খ)
১৫৪. কোনগুলো রেওয়ামিলের ক্রেডিট দিকে বসে?
ক) দায় ও দেনাসমূহ
খ) সম্পত্তি ও স্থিতি
গ) যন্ত্রপাতি ও আসবাবপত্র
ঘ) বকেয়া আয়সমূহ
সঠিক উত্তর: (ক)
১৫৫. রেওয়ামিলের ভুল কীভাবে বুঝা সম্ভব?
ক) রেওয়ামিলের এক পার্শ্বে গড়মিল হলে
খ) রেওয়ামিলের উভয় পার্শ্বে গড়মিল হলে
গ) হিসাব উদ্বৃত্ত যাচাই দ্বারা
ঘ) জাবেদার ব্যাখ্যা দ্বারা
সঠিক উত্তর: (খ)
১৫৬. কোনটি রেওয়ামিলের ক্রেডিট দিকে বসে?
ক) ইজারা সম্পত্তি
খ) অফিস খরচ
গ) বন্ধকি ঋণ
ঘ) বিক্রয় ফেরত
সঠিক উত্তর: (গ)
১৫৭. রেওয়ামিলের দু পাশে যোগফল সমান হলে হিসাবচক্রের কয়টি ধাপ গাণিতিকভাবে শুদ্ধ বলে ধরে নেয়া যায়? i. প্রথম তিনটি ধাপ ii. শেষ চারটি ধাপ iii. প্রথম পাঁচটি ধাপ নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৫৮. রেওয়ামিলে প্রারম্ভিক ক্যাশ -
ক) অন্তর্ভুক্ত হয় না
খ) ডেবিট পাশে বসে
গ) ক্রেডিট পাশে বসে
ঘ) ব্যাংক জমার সাথে সমন্বিত হয়
সঠিক উত্তর: (ক)
১৫৯. বাড়িভাড়া হিসাবে বছরে ১০,০০০ টাকা প্রদত্ত হয়েছে এবং দেখা গেল শেষ দুই মাসের ভাড়া বকেয়া আছে। বকেয়া বাড়ি ভাড়া কত টাকা এবং রেওয়ামিলে তা কোথায় অন্তর্ভুক্ত হবে?
ক) ২,০০০ টাকা ক্রেডিট দিকে
খ) ১২,০০০ টাকা ডেবিট দিকে
গ) ২,০০০ টাকা ডেবিট দিকে
ঘ) বহির্ভূত থাকবে
সঠিক উত্তর: (ক)
১৬০. রেওয়ামিলের ভুল বের করার জন্য -
ক) উভয় দিকের যোগফল পরীক্ষা করতে হয়
খ) জাবেদা এন্ট্রি দেখতে হয়
গ) হাতে নগদের পরিমাণ দেখতে হয়
ঘ) গরমিল হিসাব দেখতে হয়
সঠিক উত্তর: (ক)
১৬১. রেওয়ামিল প্রস্তুতে কোনটি বিবেচনা করা হয়?
ক) পরিপূর্ণ হিসাবরক্ষণ
খ) জাবেদার শিরোনাম
গ) হিসাব সংরক্ষণের ভুল
ঘ) ব্যাংক বিবরণী
সঠিক উত্তর: (গ)
১৬২. অনিশ্চিত হিসাবকে অন্য কী নামে অভিহিত করা যায়? i. সাময়িক হিসাব ii. অস্থায়ী হিসাব iii. গরমিল হিসাব নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৬৩. নিচের কোনটি প্রস্তুত করা অনাবশ্যক?
ক) নগদান বই
খ) খতিয়ান
গ) রেওয়ামিল
ঘ) আর্থিক বিবরণী
সঠিক উত্তর: (গ)
১৬৪. রেওয়ামিলের ডেবিট দিকে বসবে - i. যাবতীয় দায় হিসাব সমূহের উদ্বৃত্ত ii. যাবতীয় ব্যয় হিসাব সমূহের উদ্বৃত্ত iii. যাবতীয় অগ্রিম প্রদত্ত খরচের হিসাব সমূহের উদ্বৃত্ত নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৬৫. ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন এবং মূলধন হতে উত্তোলন রেওয়ামিলে দেখান হয় -
ক) ক্রেডিট দিকে
খ) একটি ডেবিট ও অপরটি ক্রেডিট দিকে
গ) উভয়টি ডেবিট দিকে
ঘ) একটি ব্যাংক ও অপরটি মূলধন হিসাবে
সঠিক উত্তর: (খ)
১৬৬. রেওয়ামিল প্রস্তুতের উদ্দেশ্য -
ক) কারবারের লাভ-লোকসান নির্ণয় করা
খ) কারবারের আর্থিক অবস্থা নির্ণয় করা
গ) হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা
ঘ) পরিপূর্ণ হিসাব সংরক্ষণ করা
সঠিক উত্তর: (গ)
১৬৭. রেওয়ামিলের ডেবিট দিকে লিপিবদ্ধ হবে - i. মূলধন ii. উত্তোলন iii. বিক্রয় ফেরত নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) i ও iii
ঘ) ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৬৮. কোনটি রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয় না?
ক) প্রারম্ভিক ক্যাশ ব্যালেন্স
খ) প্রারম্ভিক ব্যাংক ব্যালেন্স
গ) প্রারম্ভিক মজুদ পণ্য
ঘ) ক ও খ উভয়ই
সঠিক উত্তর: (ঘ)
১৬৯. রেওয়ামিল প্রস্তুতের উদ্দেশ্য হলো - i. আর্থিক অবস্থা নির্ণয় করা ii. গাণিতিক শুদ্ধতা যাচাই করা iii. লাভ লোকসান নির্ণয় করা নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৭০. শিক্ষানবিস সেলামী রেওয়ামিলের -
ক) ডেবিট দিকে বসে
খ) ক্রেডিট দিকে বসে
গ) ডেবিট এবং ক্রেডিট উভয় দিকেই বসে
ঘ) কোনো দিকেই বসে না
সঠিক উত্তর: (খ)
১৭১. সকল প্রকার খরচ রেওয়ামিলের কোন ঘরে বসে?
ক) ক্রেডিট ঘরে
খ) বিবরণের ঘরে
গ) খতিয়ান পত্রাঙ্কের ঘরে
ঘ) ডেবিট ঘরে
সঠিক উত্তর: (ঘ)
১৭২. দালান মেরামত ব্যয়কে দালান হিসাবে ডেবিট করা কোন জাতীয় ভুল?
ক) লেখার ভুল
খ) বাদ পড়ার ভুল
গ) অসাবধানতার ভুল
ঘ) নীতিগত ভুল
সঠিক উত্তর: (ঘ)
১৭৩. কোনটি রেওয়ামিলে আসে না?
ক) সমাপনী মজুদ পণ্য
খ) প্রারম্ভিক হাতে নগদ
গ) সঞ্চিতি
ঘ) সবগুলো
সঠিক উত্তর: (ঘ)
১৭৪. রেওয়ামিল হিসাবচক্রের কোন স্তর/ধাপ?
ক) চতুর্থ স্তর
খ) পঞ্চম স্তর
গ) দ্বিতীয় স্তর
ঘ) তৃতীয় স্তর
সঠিক উত্তর: (খ)
১৭৫. অনাদায়ী বিনিয়োগের সুদ রেওয়ামিলের কোন পার্শ্বে বসবে?
ক) ডেবিট দিকে
খ) ক্রেডিট দিকে
গ) উভয় দিকে
ঘ) কোনো দিকেই নয়
সঠিক উত্তর: (ক)
১৭৬. রেওয়ামিলে একদিকের ভুলের বৈশিষ্ট্য হলো - i. হিসাবে একটি দিকেই ভুল হয়েছে ii. অপর দিকটি অনিশ্চিত হিসাবে দেখানো হবে iii. ভুলের দিকটি সংশোধন করা হবে নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৭৭. কোনটি রেওয়ামিলের ডেবিট পাশে বসে না?
ক) শিক্ষানবিস ভাতা
খ) মজুরি
গ) বেতন
ঘ) বকেয়া বেতন
সঠিক উত্তর: (ঘ)
১৭৮. প্রাপ্য আয় রেওয়ামিলের কোথায় বসবে?
ক) ডেবিট ঘরে
খ) ক্রেডিট ঘরে
গ) ডেবিট অথবা ক্রেডিট ঘরে
ঘ) বহির্ভূত থাকবে
সঠিক উত্তর: (ক)
১৭৯. দুতরফা দাখিলা পদ্ধতি অনুসরণ করার ফলে - i. রেওয়ামিল তৈরির প্রয়োজন হয় না ii. রেওয়ামিলের উভয় দিকের যোগফল মিলে যায় iii. খতিয়ান করা সহজ হয় নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৮০. বাদ পড়ার ভুলের কারণে রেওয়ামিল মিলে যায় কেন?
ক) ডেবিট দিকের টাকার অংক লেখা হয় না বলে
খ) এক্ষেত্রে লেনদেন ইচ্ছাকৃতভাবে হিসাবে লেখা হয় না
গ) সমপরিমাণ টাকার অংক ডেবিট ও ক্রেডিট হতে বাদ পড়ে
ঘ) ক্রেডিট দিকের টাকার অংক লেখা হয় না বলে
সঠিক উত্তর: (গ)
১৮১. আফসানা টেক্সটাইল ২০১১ সালের ৩১ শে ডিসেম্বর খতিয়ানের উদ্বৃত্তসমূহ থেকে রেওয়ামিল প্রস্তুত করার পর দেখতে পেল ডেবিট দিকের যোগফল ৫,০০০ টাকা কম। এটির মাধ্যমে কোনটি প্রকাশ পায়?
ক) অনিশ্চিত হিসাব লিখতে হবে
খ) আর্থিক বিবরণীতে ভুল আছে
গ) হিসাব সঠিক আছে
ঘ) হিসাবরক্ষণে গাণিতিক সঠিকতা রক্ষা হয়নি
সঠিক উত্তর: (ঘ)
১৮২. প্রকৃতপক্ষে রেওয়ামিল হলো - i. একটি হিসাব খাতা ii. একটি পরিপূর্ণ হিসাব iii. খতিয়ানের উদ্বৃত্তসমূহের তালিকা নিচের কোনটি সঠিক?
১৮৮. বিক্রয় ফেরত হিসাবের জের হতে জানা যায় এ বছরের আন্তঃফেরতের পরিমাণ ২,৭০০ টাকা। এটি রেওয়ামিলের কোথায় বসবে?
ক) ডেবিট দিকে
খ) ক্রেডিট দিকে
গ) উভয় দিকে
ঘ) আংশিক ভাবে দুই দিকে
সঠিক উত্তর: (ক)
১৮৯. হিসাববিজ্ঞানের স্বীকৃত রীতি নীতি লংঘনের মাধ্যমে সংঘটিত ভুলকে কী ভুল বলে?
ক) নীতিগত ভুল
খ) বাদ পড়ার ভুর
গ) লেখার ভুল
ঘ) বেদাখিলার ভুল
সঠিক উত্তর: (ক)
১৯০. ভুল প্রধানত কত প্রকার?
ক) পাঁচ প্রকার
খ) চার প্রকার
গ) তিন প্রকার
ঘ) দুই প্রকার
সঠিক উত্তর: (ঘ)
১৯১. ভুল কত প্রকার?
ক) ২ প্রকার
খ) ৩ প্রকার
গ) ৪ প্রকার
ঘ) ৫ প্রকার
সঠিক উত্তর: (ক)
১৯২. অনিশ্চিত হিসাব রেওয়ামিলের -
ক) ডেবিট উদ্বৃত্ত নির্দেশ করে
খ) ক্রেডিট উদ্বৃত্ত নির্দেশ করে
গ) ডেবিট ও ক্রেডিট কলামের পার্থক্য নির্দেশ করে
ঘ) কারবারের লাভ-লোকসান নির্দেশ করে
সঠিক উত্তর: (গ)
১৯৩. যাবতীয় হিসাবসমূহের দায় উদ্বৃত্ত রেওয়ামিলের -
ক) ক্রেডিট কলামে লেখা হয়
খ) ডেবিট কলাম ও ক্রেডিট কলামে লেখা হয়
গ) ডেবিট কলামে লেখা হয়
ঘ) আংশিক ডেবিট ও আংশিক ক্রেডিট কলামে লেখা হয়
সঠিক উত্তর: (ক)
১৯৪. রেওয়ামিল দ্বারা ভুল ত্রুটি উদঘাটিত হয় - i. জাবেদা বইয়ের ii. আর্থিক বিবরণীর iii. খতিয়ান বইয়ের নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৯৫. রেওয়ামিলে বকেয়া মজুরি দফাটি বসে -
ক) ডেবিট দিকে
খ) ক্রেডিট দিকে
গ) কোনো দিকে বসে না
ঘ) উভয় দিকে বসে
সঠিক উত্তর: (খ)
১৯৬. রহমান এন্টারপ্রাইজ একটি ব্যবসায় প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি সুতা ক্রয়-বিক্রয়কারী ব্যবসায়ের সাথে জড়িত। অন্যান্য প্রতিষ্ঠানের ন্যায় এ প্রতিষ্ঠানটিতেও কোনটি বিদ্যমান?
ক) মূলধন
খ) মূলধনী যন্ত্রপাতি
গ) কারখানা
ঘ) প্রকৌশলী
সঠিক উত্তর: (ক)
১৯৭. রেওয়ামিলের সাথে অত্যন্ত গভীর সম্পর্ক বিদ্যমান -
১৯৯. যাবতীয় দায়সমূহ, সমস্ত প্রকার আয় বা লাভ, বকেয়া খরচসমূহ ইত্যাদি রেওয়ামিলের --- দিকে বসে।
ক) ডেবিট ও ক্রেডিট
খ) ডেবিট
গ) ক্রেডিট ও ডেবিট
ঘ) ক্রেডিট
সঠিক উত্তর: (ঘ)
২০০. রেওয়ামিলের Credit দিকে যাবে কোনটি?
ক) নগদ তহবিল
খ) সঞ্চিতি তহবিল
গ) ব্যাংক তহবিল
ঘ) আমদানি শুর্ক
সঠিক উত্তর: (খ)
২০১. মিস জান্নাত তার ব্যবসায় প্রতিষ্ঠানে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করার পর দেখতে পেলেন ডেবিট ও ক্রেডিট দিকের যোগফল সমান। এর ফলে মিস জান্নাত সাধারণত কী সম্পর্কে নিশ্চিত হতে পারবেন?
ক) রেওয়ামিলের দুদিকের যোগফল অসমান হলে ভুল খুঁজে বের করতে হবে
খ) রেওয়ামিলের দুদিকের যোগফলের পার্থক্যের দ্বারা সাময়িকভাবে যোগফলের সমতা আনতে
গ) রেওয়ামিলের দুদিকের যোগফল সমান করতে সাময়িকভাবে একটি স্থায়ী হিসাব ব্যবহার করতে
ঘ) পরবর্তীকালে রেওয়ামিলে কোনো ভুল ধরা পড়লে অনিশ্চিত হিসাব ব্যবহার করতে হবে
সঠিক উত্তর: (খ)
২০৬. রেওয়ামিলের উভয় দিকের যোগফল সমান হওয়ার পূর্বশর্ত কী?
ক) রেওয়ামিলের নীতিগত ভুলগুলো সংশোধন করে নেওয়া
খ) জাবেদা ও খতিয়ান হিসাবসমূহ নির্ভুল হওয়া
গ) জাবেদা তৈরি করার সময় অবশ্যই ব্যাখ্যাসহ লিপিবদ্ধ করা
ঘ) রেওয়ামিলের যোগফল সঠিক হওয়া
সঠিক উত্তর: (খ)
২০৭. অশুদ্ধ রেওয়ামিল মিলানোর সর্বশেষ উপায় কী?
ক) অনিশ্চিত হিসাব দ্বারা হিসাব বন্ধ করা
খ) সমাপনী মজুদ পণ্য অন্তর্ভুক্ত করা
গ) নতুন করে তৈরি করা
ঘ) খতিয়ানের উদ্বৃত্ত স্থানান্তর পরীক্ষা করা
সঠিক উত্তর: (ক)
২০৮. প্রাপ্য আয় রেওয়ামিলের কোন ঘরে বসবে?
ক) ডেবিট ঘরে
খ) ক্রেডিট ঘরে
গ) ক অথবা খ
ঘ) কোন ঘরে নয়
সঠিক উত্তর: (ক)
২০৯. কোন সঞ্চিতি রেওয়ামিলের ক্রেটি দিকে বসে না?
ক) বাট্টা সঞ্চিতি
খ) সাধারণ সঞ্চিতি
গ) পাওনা বাট্টা সঞ্চিতি
ঘ) দেনাদারের ওপর বাট্টা সঞ্চিতি
সঠিক উত্তর: (গ)
২১০. সমাপনী মজুদ পণ্য রেওয়ামিল অন্তর্ভুক্ত হয় না, কারণ এ দফাটি সংশ্লিষ্ট বছরের প্রারম্ভিক --- ও --- অন্তর্ভুক্ত থাকে।
ক) মজুদ
খ) নগদ
গ) পণ্য ক্রয়
ঘ) ক ও গ
সঠিক উত্তর: (ঘ)
২১১. একটি হিসাবের জের ১২০ টাকা যা রেওয়ামিলের ভুল পার্শ্বে বসানো হয়েছে। অন্যান্য সব কিছু সঠিক হলে রেওয়ামিলের দুই পার্শ্বের পার্থক্য কত হবে?
ক) ১২০ টাকা
খ) ৬০ টাকা
গ) ২১০ টাকা
ঘ) ২৪০ টাকা
সঠিক উত্তর: (ঘ)
২১২. হিসাব সংক্রান্ত নীতি অনুসারে মি. জুবের লেনদেন হিসাবভুক্ত করেন। এ বছরের হিসাবে তিনি কিছু সম্ভাব্য দায় অনুমান করেন। মি. জুবের সম্ভাব্য দায়কে রেওয়ামিলের কোন পার্শ্বে অন্তর্ভুক্ত করবেন?
ক) রেওয়ামিলের ডেবিট পার্শ্বে
খ) রেওয়ামিলের ক্রেডিট পার্শ্বে
গ) রেওয়ামিলে বহির্ভূত থাকবে
ঘ) অনিশ্চিত হিসাবে যোগ হবে
সঠিক উত্তর: (গ)
২১৩. অস্থায়ী হিসাবের প্রকৃত উদাহরণ হল - i. ঋণ হিসাব ii. কর হিসাব iii. অনিশ্চিত হিসাব নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) ii ও iii
সঠিক উত্তর: (গ)
২১৪. “রেওয়ামিল তৈরি করা বাধ্যতামূলক” উক্তিটি -
ক) সঠিক
খ) সঠিক নয়
গ) উভয়টি
ঘ) কোনোটিই সঠিক নয়
সঠিক উত্তর: (খ)
২১৫. কোনটি রেওয়ামিলের ক্রেডিট ঘরে বসে না?
ক) কুঋণ সঞ্চিতি
খ) কুঋণ
গ) ব্যাংক জমাতিরিক্ত
ঘ) পাওনাদার
সঠিক উত্তর: (খ)
২১৬. মি. জামান তার প্রতিষ্ঠানের জন্য রেওয়ামিল প্রস্তুত করে দেখতে পেলেন ক্রেডিট দিকের যোগফল ডেবিট দিকের যোগফল অপেক্ষা ৫,০০০ টাকা কম। তিনি মূলধন হিসাব রেওয়ামিলে সঠিকভাবে লিখেছেন। এক্ষেত্রে মি. জামান রেওয়ামিলের উভয় পাশ সমান করার জন্য কী করবেন?
ক) মূলধন হিসাব নামে ৫,০০০ টাকা ক্রেডিট করবেন
খ) মূলধন হিসাব নামে ১০,০০০ টাকা ডেবিট করবেন
গ) মূলধন হিসাব নামে ১০,০০০ টাকা ক্রেডিট করবেন
ঘ) অনিশ্চিত হিসাব নামে ৫,০০০ টাকা ক্রেডিট করবেন
সঠিক উত্তর: (ঘ)
২১৭. অনিশ্চিত হিসাব রেওয়ামিলে - i. ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে ii. ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করে iii. ডেবিট ও ক্রেডিট কলামের পার্থক্য নির্দেশ করে নিচের কোনটি সঠিক?
২২০. নীতিগত ভুলের বৈশিষ্ট্য বিবেচনাপূর্বক মতামত প্রদান কর -
ক) একটি লেনদেন একেবারেই হিসাবে আনা হয় নি
খ) একটি লেনদেন ২,১৭৫ টাকার স্থলে ২,১৫৭ টাকা লেখা হয়েছে
গ) মূলধনজাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয় ধরা
ঘ) ৩০০ টাকার ধারে বিক্রীত পণ্য দুতরফা হিসাবে ৩০ টাকা লেখা হয়েছে
সঠিক উত্তর: (গ)
২২১. খতিয়ানে স্থানান্তরের সময় ভুলবশত কম বা বেশি অংকে লেখা রেওয়ামিলের আলোকে এটা কোন ধরনের ভুল?
ক) লেখার ভুল
খ) বাদ পড়ার ভুল
গ) টাকার অংকের ভুল
ঘ) খতিয়ান উদ্বৃত্ত নির্ণয়ের ভুল
সঠিক উত্তর: (গ)
২২২. যন্ত্রপাতি ক্রয়কে ক্রয় হিসাবে হিসাবভুক্ত করলে এটি কী জাতীয় ভুল?
ক) বাদ পড়ার ভুল
খ) লেখার ভুল
গ) পরিপূরক ভুল
ঘ) নীতিগত ভুল
সঠিক উত্তর: (ঘ)
২২৩. মি. রাসেল প্রতিষ্ঠানের কনিষ্ঠ হিসাবরক্ষক। তিনি অগ্রিম খরচ ও বকেয়া আয় সংক্রান্ত লেনদেনগুলো হিসাবভুক্ত করেন। বছর শেষে মি. রাসেলের হিসাবভুক্ত অগ্রিম খরচ ও বকেয়া আয় কোন উদ্বৃত্ত প্রকাশ করবে?
ক) ক্রেডিট
খ) ডেবিট
গ) ডেবিট ও ক্রেডিট উভয়ই
ঘ) ডেবিট বা ক্রেডিট
সঠিক উত্তর: (খ)
২২৪. রেওয়ামিলে মূলধন না থাকলে ক্রেডিট দিকে গরমিল উদ্বৃত্তকে অনিশ্চিত হিসাব না লিখে মূলধন হিসাব লিখার কারণ কী?
ক) রেওয়ামিলে অনিশ্চিত হিসাব লিখা যায় না
খ) মূলধন কমে যাওয়ার কারণে
গ) মূলধন ডেবিট দিকে থাকার কারণে
ঘ) প্রতিটি প্রতিষ্ঠানেই মূলধন থাকে
সঠিক উত্তর: (ঘ)
২২৫. ব্যবসায়ে অনিশ্চিত হিসাব সম্পর্কে - i. এটি একটি অস্থায়ী হিসাব ii. এটি একটি সাময়িক হিসাব iii. এটি থাকা অত্যাবশ্যক নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i ও ii
সঠিক উত্তর: (ঘ)
২২৬. রেওয়ামিল তৈরি করার জন্য নিম্নের কোনটির প্রয়োজন পড়ে? i. খতিয়ান বহির উদ্বৃত্ত ii. নগদান বহির উদ্বৃত্ত iii. জাবেদার উদ্বৃত্ত নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i ও ii
সঠিক উত্তর: (ঘ)
২২৭. রেওয়ামিলে প্রধানত কত প্রকার ভুল হতে পারে?
ক) চার প্রকার
খ) পাঁচ প্রকার
গ) ছয় প্রকার
ঘ) সাত প্রকার
সঠিক উত্তর: (গ)
২২৮. মি. বিকাশ তার প্রতিষ্ঠানের হিসাবের পাকা বহির উদ্বৃত্ত নির্ণয় করার পর দেখতে পেলেন ৪টি হিসাবের ডেবিট ও ৩টি হিসাবের ক্রেডিট উদ্বৃত্ত রয়েছে। তিনি রেওয়ামিল প্রস্তুতের সময় ডেবিট কলামে কয়টি হিসাবের টাকার পরিমাণ লিখবেন?
ক) ৭টি
খ) ৪টি
গ) ৩টি
ঘ) ১টি
সঠিক উত্তর: (খ)
২২৯. বিজ্ঞাপন বাবদ ৩,০০০ টাকা প্রদান করা হয়েছে যা মনিহারি হিসাবে ডেবিট করা হয়েছে। এর সংশোধনী জাবেদা হবে -
ক) বিজ্ঞাপন হিসাব ডেবিট; মনিহারি হিসাব ক্রেডিট
খ) মনিহারি হিসাব ডেবিট; নগদান হিসাব ক্রেডিট
গ) মনিহারি হিসাব ডেবিট; বিজ্ঞাপন হিসাব ক্রেডিট
ঘ) বিজ্ঞাপন হিসাব ডেবিট; নগদান হিসাব ক্রেডিট
সঠিক উত্তর: (ক)
* উদ্ধৃত অংশটুকু পড় এবং নিচের ২টি প্রশ্নের উত্তর দাও: মি. মামুনের ব্যবসায়ে ২০০৯ সালের ৩১ ডিসেম্বর তারিখে খতিয়ান উদ্বৃত্ত ছিল (i) বেতন ৫০০ টাকা, (ii) নগদ তহবিল ৭,০০০ টাকা, (iii) পাওনাদার ২০,০০০ টাকা, (iv) দেনাদার ২৩,০০০ টাকা, (v) সমাপনী মজুদ পণ্য ৬,০০০ টাকা, (vi) অনাদায়ী পাওনা সঞ্চিতি ৭,০০০ টাকা, (vii) প্রদেয় বিল ৩,৫০০ টাকা। ২৩০. মি. মামুনের রেওয়ামিলের যোগফল কত?
ক) ১৮,০০০ টাকা
খ) ৩০,৫০০ টাকা
গ) ৩৩,০০০ টাকা
ঘ) ৩৬,০০০ টাকা
সঠিক উত্তর: (খ)
২৩১. মি. মামুনের (v) নং আইটেমটি রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয় না। কারণ - i. প্রারম্ভিক মজুদ পণ্য ও ক্রয় রেওয়ামিলের ডেবিট থাকে এজন্য ii. সমাপনী মজুদ পণ্যের পরিমাণ অন্য নামে রেওয়ামিরের অন্তর্ভুক্ত থাকে এজন্য iii. সমন্বিত ক্রয় হিসাবভুক্ত থাকার জন্য নিচের কোনটি সঠিক?
No comments:
Post a Comment