11 September, 2018

পাবনা জেলার ইতিহাস

পাবনা জেলার ইতিহাস
সৃষ্টির প্রেক্ষাপট : ১৭২৭-১৭৩৯ সাল পর্যন্ত পাবনা জেলা তৎকালীন সুবেদার।
নবাব সুজা উদ্দিনের শাসনাধীনে ছিল এবং রাজশাহীর জমিদারির রাজস্ব শাসন।
পরিচালনার দায়িত্বে থাকেন রাম জীবন। ১৭৩০ সালের পর রাম জীবনের
উত্তরাধিকারী মহারাজ রামকান্তের উপর রাজস্ব শাসন ব্যবস্থা অর্পিত হয়।
আলীবর্দী খাঁ ১৭৪২-১৭৫৬ সাল পর্যন্ত বাংলার সুবেদার ছিলেন। আলীবর্দী খার
শাসনামলে পাবনা জেলা মারাঠা আক্রমণের হাত থেকে রক্ষা পেয়েছিল । ১৭৫৬
সালে আলীবর্দী খাঁর মৃত্যুর পর তাঁর দৌহিত্র উত্তরাধিকারী নবাব সিরাজ-উদ
দৌলা বাংলার সিংহাসনে আরোহণ করেন এবং এক বছরকাল পাবনা জেলাসহ।
সমগ্র বাংলার শাসন ক্ষমতা বজায় রাখেন। ১৭৫৭ সালে ঐতিহাসিক পলাশীর
যুদ্ধে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানী নবাব সিরাজ-উদ-দৌলাকে পরাজিত করে
বাংলায় তাদের রাজত্ব প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে বক্সারের যুদ্ধে বিজয়ের
মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানী বাংলার দেওয়ানী লাভ করে। ১৭৮৭ সাল পর্যন্ত
বাংলার ফকির সম্প্রদায়ের দলপতি শাহ মস্তান বোরহান উত্তর বাংলার বিস্তীর্ণ
অঞ্চলে ব্রিটিশ বিরোধী কাজে তৎপর ছিলেন। এ সময় সিরাজগঞ্জের নিকটে
ফকিররা খুবই তৎপর ছিল। মজনু শাহ ১৭৮৭ সালে তার মৃত্যুকাল পর্যন্ত ।
পাবনা ও পাশ্ববর্তী জেলাসমূহে (রাজশাহী, বগুড়া, রংপুর, দিনাজপুর ও
ময়মনসিংহ) তৎপর ছিলেন। চিরস্থায়ী বন্দোবস্তের সময় জেলার বেশিরভাগ
অংশ রাজশাহী জেলার অন্তর্ভুক্ত ছিল । বাংলার এই অংশে প্রধানত: বহু সংখ্যক
ডাকাত দলের অস্তিত্ব বিদ্যমান থাকায় ১৮২৮ সালে এটিকে স্বতন্ত্র জেলা
হিসেবে গঠন করা হয়।
২. নামকরণ : পাবনা নামকরণ নিয়ে মতামতের অন্ত নেই। একমতে ‘পাবনী
নামক পুর্বগামিনী ধারা হতে পাবনা নামের উৎপত্তি হয়েছে । অপর সূত্র মতে, ।
পাবনা নামের একজন দস্যর আন্ডাস্থলই এক সময় পাবনা নামে পরিচিতি লাভ
করে। অন্য মতে, পাবনা নাম এসেছে পদুম্বা থেকে। কালক্রমে পদুম্বাই
স্বরসঙ্গতি রক্ষা করতে গিয়ে বা শব্দগত অন্য ভূৎপত্তি হয়ে পাবনা হয়েছে।
আবার অনেকের মতে, প্যেভুবর্ধন হতে পাবনা নামের উৎপত্তি হয়েছে। তারা
বলেন পৌড্রবর্ধনের বহু জনপদ গঙ্গার উত্তর দিকে অবস্থিত ছিল। চলতি ভাষায়।
পুড্রবর্ধন বা পৌড্রবর্ধন পোনবর্ধন বা পোবাবর্ধন রুপে উচ্চাতি হতে হতে পাবনা
হয়েছে ।
৩. আয়তন : (প্রায়)২,৩৭১.৫০ বৰ্গ কি. মি.।
৪. লোকসংখ্যা : মোট- (প্রায়) ২৫২৩১৭৯ জন। পুরুষ- ১২,৬২,৯৩৪ ও মহিলা
১২,৬০২৪৫ । বৃদ্ধির হার : ১৪৭% ও ঘনত্ব (বৰ্গ কি. মি.) : ১০৬২ জন।
৫. উপজেলার সংখ্যা ও নাম  ঃ ০৯টি। পাবনা সদর, আটঘড়িয়া, ঈশ্বরদী,
ফরিদপুর, ভাংগুড়াচাটমহল, সুজানগর, সাথিয়া ও বেড়া।



৬. থানার সংখ্যা ও নাম : ১০টি। পাবনা সদর, আটঘড়িয়া, ঈশ্বরদীফরিদপুর,
ভাংগুড়াচাটমহল, সুজানগর, সাথিয়া, বেড়া ও আতাইকুলা ।
৭. সংসদীয় আসন : ০৫টি। (১) সাঁথিয়া উপজেলা ও বেড়া উপজেলার নিম্নবর্ণিত
এলাকাসমূহ : বেড়া পৌরসভা, হাটুরিয়া নাকালিয়া ইউনিয়ন, নতুন ভারেংগা
চাকলা ও কৈটোলা ইউনিয়ন। (২) সুজানগর উপজেলা ও নিম্নবর্ণিত।
ইউনিয়নসমূহ ব্যতীত বেড়া উপজেলাবেড়া পৌরসভাহাটুরিয়া নাকালিয়া
ইউনিয়ন, নতুন ভারেংগা, চাকলা ও কৈটোলা ইউনিয়ন। (৩) চাটমোহর ও
ভাংগুড়া উপজেলা । (৪) আটঘরিয়া ও ঈশ্বরদী উপজেলা। (৫) পাবনা সদর
উপজেলা ।
৮. বিশিষ্ট ব্যক্তিবর্গ : কবি বন্দে আলী মিয়া, অধ্যাপক মনসুর উদ্দিন, অধ্যাপক ড:
আবু হেনা মোস্তফা কামাল, কবি ওমর আলীরশীদ হায়দার, ফজল এ খোদা,
গণিত বিশারদ যাদব চন্দ্র চক্রবর্তী, প্রমথ চৌধুরী, সরকার জয়েন উদ্দিন,
এয়ারভাইস মার্শাল এ. কে. খন্দকার, স্কয়ার গ্রুপের কর্ণধার স্যামসন এইচ
চৌধুরী।
৯. ঢাকা থেকে দূরত্ব : সড়ক পথে-১৬১ কি. মি.।
১০. যোগাযোগ ব্যবস্থা : বাস : পাবনা কেন্দ্রীয় বাস স্টেশন, কাশিনাথপুর বাস।
স্টেশন। রেল-ইশ্বরদী রেলওয়ে স্টেশন, পাকশী রেলওয়ে স্টেশন, চাট মোহর
রেলওয়ে স্টেশন। লঞ্চ : নাজিরগঞ্জ নগরবাড়ি। এনডব্লিউডি কোড নম্বর :
০৭৩১ ও পোস্ট কোড-৬৬০০।
১১. পত্রপত্রিকা : দৈনিক ইছামতি, পাবনা বার্তাজীবন কথা, বিবৃতি ও সিনসা।
১২. পৌরসভা০৯টি ও ইউনিয়ন-৭৩টি।
১৩. উপজেলা ভূমি অফিস-০৯টি ও ইউনিয়ন ভূমি অফিস-৬৬টি।
১৪. গ্রামের সংখ্যা-১৫৪৯টি ও মৌজার সংখ্যা-১৩২১টি।
১৫. আদর্শ গ্রাম-২৩টি ও শিক্ষার হার-৪২.৪৪%।
১৬. উল্লেখযোগ্য ফসল : ধান, আখতামাক, পাট, গম, ভুট্টা, সরিষা ও ডাল।
১৭. শিক্ষা প্রতিষ্ঠান : প্রাথমিক বিদ্যালয়-১,০৮৬টি, মাধ্যমিক বিদ্যালয়-২০২টি, নিম্ন
মাধ্যমিক বিদ্যালয়-৪৯টি, কলেজ-৪৮টি, মাদ্রাসা-১২৯টি ও অন্যান্য স্কুল
১২টি।
১৮. ধর্মীয় প্রতিষ্ঠান : মসজিদ-২,১১২টি, মন্দির-৩৪৫টি ও গীর্জা-০৯টি।
১৯. চিকিৎসা কেন্দ্র: হাসপাতাল-০২টি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-০৯টি ও ক্লিনিক
১৫টি ।
২০. নদনদীর নাম : যমুনাপদ্মা, আত্রাই, বড়াল ইত্যাদি।
২১. দর্শনীয় স্থান : হেমায়েতপুর মানসিক হাসপাতাল, হার্ডিঞ্চ ব্রিজ, বাংলাদেশ ইক্ষু
গবেষণা কেন্দ্র।
২২. জেলার ঐতিহ্য : এ জেলার ঐতিহ্য হচ্ছে তার্ত শিল্প।

No comments:

Post a Comment

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে শিবগঞ্জ উপজেলাবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা

 বিসমিল্লাহর রাহমানির রাহিম ঈদ বয়ে আনুক সবার জীনবে সুখ শান্তি ও কল্যাণের বার্তা ঈদের দিনের মতো সুন্দর হোক প্রতিটি দিন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক...