আল্লাহ তা'আলা পবিত্র কোরআনে এ রাতের মযা'দা সম্পেকে সুরা দুখানে বলেন " নিশ্চয় আমি কোরআন এক বরকতময় রজনীতে অবতীর্ণ করেছি। নিশ্চয় আমি ভয় প্রদশ'ন কারী।এ রাতে প্রত্যেক প্রজ্ঞাপূণ' বিষয়ের ফয়সালা করা হয়।"
এ রাতের গুরুত্বের ব্যাপারে সুরা কদরে ১-৫ নং আয়াতে বলেনঃ নিশ্চয় আমি এ কোরআন কদরের রজনীতে অবতীর্ণ করেছি।হে নবী আপনি কি জানেন লাইলাতুল ক্বদর কি? তা হাজার মাসের চেয়ে উওম রাত। এ রাতে ফেরেশতা ও আত্নাসমুহ আল্লাহরর অনুগ্রহে প্রত্যেক বিষয়ে শান্তির বাণী নিয়ে পৃথিবীতে অবতরণ করেন।আর ফজরের উদয়ের পৃব’ পযন্ত তা অব্যাহত থাকে।
ক্বদর শব্দটি সন্মান ও মযা'দা অথে' ব্যাবহত হয়।কেননা ক্বদরের রজনী অত্যাধিক সন্মানিত ও মহত্বপৃণ' রজনী এ রাতে আল্লাহতালা যা কিছু হবে তা নিধা'রন করেন এবং প্রত্যেক ব্যাপারে সিদ্বান্ত গ্রহন করে থাকে।
আর হাজার মাসের চেয়ে উওম কথাটির অথ' হলোঃ এ রাতে ইবাদতে অত্যাধিক সওয়াব ও পুরুস্কার রয়েছে। এ কারনেই যে ব্যাক্তি পূর্ণ' আন্তরিকতার সহিত এ রাতে সালাত আদায় করবে, তার পৃবে'র সমস্ত গোনাহ মাফ করে দেওয়া হবে।
আর " ফেরেশতা ও রুহু " নাযিল হওযার অর্থ হলঃফেরেশতাগণ আল্লাহর এক প্রকার বান্দা।তারা দিবা রাত্রি আল্লাহর ইবাদতে রত থাকে তারা লাইলাতুল কদরে কল্যাণ বরকত ও রহমত নিয়ে পৃথিবীতে অবতরণ করে।
আর শান্তি বষ'ণ করার অথ' হলোঃ লাইলাতুল ক্বদর এমন এক রাত যে রাতে কোন ভীত বান্দা যদি আল্লাহ্র কাছে জাহান্নাম থেকে মুক্তি প্রার্থনা করে আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন।
আর ফযর উদয়ের পূর্ব 'পযর্ন্ত এর অথ' হলোঃ ক্বদরের রজনীর বরকত ফযরের উদয়ের মাধ্যমে সমাপ্তি ঘটে।
ক্বদরের রজনী রমযানের শেষ দশ রাতে রয়েছে।এ ব্যাপারে রসল(সঃ) বলেছেন- " তোমরা রমযানের শেষ দশ দিনে লাইলাতুল ক্বদর অন্বেষণ করো।(বুখারী ও মুসলিম)
আর তা বেজোড় রাত এগুলোর মধ্য সম্ভাবনা বেশী
কেননা নবী (সঃ) বলেছেন ঃ তোমরা রমজানের শেষ দশদিনের বেজোড় রজনী গুলোতে লাইলাতুল ক্বদর অন্মেষণ করো (বুখারী)
এ অস্পটতার মাধ্যমে আল্লাহ তা'আলা তার বান্দার উপর অনুগ্রহ স্বরূপ রজনীকে গোপন রেখেছেন,যাতে প্রত্যেক বান্দা এই রজনীঅন্বেষণে বেশি করে আমল করতে পারে।
আল্লাহ্ তা'আলা এই রজনী গোপন রেখেছেন বান্দাকে পরীক্ষা করার জন্য যে কে এই রজনী অন্বেষণে অধিক সচেষ্ট হয়, আর কে অলস ঘুমায় ।কেননা যে ব্যাক্তি কোন বস্তুর প্রতি লোভ প্রকাশ করে সে তা অজ'নে অধিক চেষ্টা- সাধনা চালায় এবং তা অজর্ন করার জন্যে সব' শক্তি ব্যায় করে থাকে।
হে আল্লাহ্ তুমিই আমাদেরকে সিয়াম পালনকারী হিসাবে কবুল করুন,লাইলাতুল ক্বদর লাভ এবং এর মাধ্যমে অধিক নেকী অর্জনের তৌফীক দিন আমিন
লেখক সাংবাদিক মু. ফারুক হোসাইন. এম.এ.
আমীন
No comments:
Post a Comment