09 June, 2018

পুত্রের হাতে পিতা খুন


মু. ফারুক হোসাইন. এম.এ.প্রতিনিধি দৈনিক সংগ্রাম, শিবগঞ্জ (বগুড়া) উপজেলার কিচক ইউনিয়নের কানতারা গ্রামের নেজামদ্দিন মন্ডলের পুত্র মিজানুর রহমান [২৫] পাগলের হাতে পিতা নেজামদ্দিন মন্ডল[৫৫] খুন হয়েছে বিস্তারিত জানতে অপেক্ষমাণ থাকতে হবে ।বগুড়ার ‌শিবগ‌ঞ্জের কিচকে নেশা‌খোর ছে‌লের লাঠির আঘাতে পিতা খুন!
‌বগুড়ার শিবগ‌ঞ্জে নেশা‌খোর ছে‌লের লা‌ঠির আঘা‌তে বৃদ্ধ পিতা নিজাম উ‌দ্দিন(৫৫) নির্মমভা‌বে খুন হ‌য়ে‌ছে। ঘটনা‌টি ঘ‌টে‌ছে শিবগঞ্জ উপ‌জেলার কিচক ইউনিয়‌নের কানতারা গ্রা‌মে। ওই গ্রা‌মের ‌মিজানুর রহমান না‌মে পেশাদার একজন নেশা‌খোর। ২০১১ সা‌লে নেশার কার‌নে তার বিবা‌হিত স্ত্রী তা‌কে তালাক দি‌য়ে চ‌লে যায়। সে প‌ক্ষে মি‌স্টি আক্তার মেঘনা না‌মে এক মে‌য়ে আ‌ছে। সে স্থানীয় স্কু‌লে ৫ম শ্রেনী‌তে প‌ড়ে।
সে দীর্ঘদিন যাবৎ প্রকা‌শ্যে নেশা ক‌রে গ্রাম-পাড়া মহল্লায় মাতলা‌মো কর‌তো কিন্ত কেউ কখন এ‌তে বাধাঁ কিংবা প্র‌তিবাদ ক‌রে‌নি।
ঘটনার দিন বৃহঃবার সে‌হেরী খাওয়ার পর ভোর‌ বেলায় মাতাল মিজান পিতা নিজা‌মের কা‌ছে টাকার বাহানা ধ‌রে। বৃদ্ধ নিজাম টাকা দি‌তে অস্বীকার করায় বা‌ড়ির দরজায় থাকা বাঁশের লা‌ঠি দি‌য়ে পিছন থে‌কে স্ব‌জো‌ড়ে নিজা‌মের মাথায় আঘাত ক‌রে । এ‌তে নিজাম চীৎকার দি‌য়ে মা‌টি‌তে লু‌টি‌য়ে প‌রে। স্ত্রী র‌হিমা বি‌বি স্বামী‌কে রক্ষায় এ‌গি‌য়ে আ‌সেন এবং হাসপাতা‌লে‌ নেওয়ার প‌থে প্রচন্ড রক্তক্ষরনে‌র ফলে রাস্তার মাঝেই মৃত্যর কোলে ঢলে পরে।
খবর পে‌য়ে শিবগঞ্জ থানার সাব ইন্স‌পেক্টর আবু সাঈদ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থ‌লে এ‌সে মাতাল মিজানকে আটক ক‌রে থানায় নি‌য়ে যায়। এবং লা‌শের সুরতহাল রি‌পোর্ট তৈরী ক‌রে ময়না তদ‌ন্তের জন্য বগুড়া ম‌র্গে প্রেরন করা হয়।
এঘটনায় শিবগঞ্জ থানায় হত্যা মামলার দায়েররের প্রস্তু‌তি চল‌ছে।

No comments:

Post a Comment

ইসমাইল হোসেন