30 May, 2018

চিনা বাদাম হার্টকে সুস্থ রাখে


পেনসিলভেনিয়া স্টেট ইউনিভার্সিটির গবেষকদের মতে চিনাবাদাম সমৃদ্ধ ডায়েট রক্তের ড়্গতিকারক এলডিএল কোলেস্টোরেল কমাতে সাহায্য করে। ফলে হার্ট অ্যাটাকের ঝুঁকি হ্রাস পায়। শুধু তাই নয় চিনাবাদামের ফ্যাট ড়্গতিকারক ট্রাইগিস্নসারাইডের মাত্রাও হ্রাস করে কিন্তু রক্তের উপকারী এইচডিএল কোলেস্টোরেলের মাত্রা বৃদ্ধি করে না। পর্যবেড়্গক দলের প্রধান পেনি ক্রিস-ইথারটনের মতে চিনাবাদামের চর্বির পরিমাণ বেশি হলেও তা মনোআনসেচুরেটেড ধরনের চর্বি যা হার্টের জন্য ভালো। তবে যেহেতু বাদামের চর্বি অত্যধিক খাদ্য ক্যালরিসম্পন্ন তাই মেদবাহুল্য রোধে এর ব্যবহার সীমিত রাখা বাঞ্ছনীয়।

No comments:

Post a Comment

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে শিবগঞ্জ উপজেলাবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা

 বিসমিল্লাহর রাহমানির রাহিম ঈদ বয়ে আনুক সবার জীনবে সুখ শান্তি ও কল্যাণের বার্তা ঈদের দিনের মতো সুন্দর হোক প্রতিটি দিন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক...