28 May, 2018

রসুন উকুনের চৌদ্দ গোষ্ঠী ধংস করে!


# উকুনের যন্ত্রণায় অস্থির হননি এমন নারী এ উপমহাদেশে পাওয়া যাবে না। উকুনের যন্ত্রণায় অনেকের রাতের ঘুম হারাম হয়ে যায়। অনেকে অনেক টাকা পয়সা খরচও করে ফেলেছেন। কিন্তু কিছুতেই মাথার চুল থেকে উকুন দূর করতে পারছেন না। তবে এবার সব বাদ দিয়ে একটা শেষ চেষ্টা করে দেখুন। ফল ভালো হলে বেশ কয়েকদিন ব্যবহার করুন। দেখবেন উকুনের চৌদ্দ গোষ্ঠী ধংস হয়ে গেছে।

# মাঝারি আকারের ২টি রসুন পাটায় বেটে বা ব্লেন্ডারে দিয়ে পেস্ট তৈরি করে নিন। এরপর তাতে এক চামচ নারিকেল তেল, কয়েক ফোঁটা লেবু ও আদার রস মিশিয়ে নিন। এবার এ মিশ্রণটিকে চুলের গোড়ায় ভালোভাবে লাগিয়ে নিন। প্রায় আধঘণ্টা রাখার পর উষ্ণ গরম দিয়ে চুল ধুয়ে ভালো করে আঁচড়ে নিন। এভাবে সপ্তাহে ৪ থেকে ৫ বার করলে ব্যবহার করলে আপনি সহজেই উকুনের সমস্যা থেকে মুক্তি পাবেন। তবে চুলে ময়লা হলেই উকুন বাসা বাঁধে। তাই সপ্তাহে অন্তত ২ বার শ্যাম্পু করুন। তাহলে উকুনের সমস্যা কোনোদিনই আর দেখতে পাবেন না।

No comments:

Post a Comment

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে শিবগঞ্জ উপজেলাবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা

 বিসমিল্লাহর রাহমানির রাহিম ঈদ বয়ে আনুক সবার জীনবে সুখ শান্তি ও কল্যাণের বার্তা ঈদের দিনের মতো সুন্দর হোক প্রতিটি দিন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক...