সৃষ্টির প্রেক্ষাপট : ১৯৮৪ সালে প্রশাসনিক পুনঃ গঠনের মাধ্যমে যে সকল
মহকুমাকে মানোন্নত করে জেলায় রূপান্তর করা হয়েছিল ফেনী জেলা তার
একটি। ১৯৮৪ সালের পূর্বে এটি নোয়াখালী জেলার একটি মহকুমা ছিল। এ
মহকুমার গোড়াপত্তন হয় ১৮৭৫ খ্রি. মিরসরাই, ছাগলনাইয়া ও আমীরগাও
এর সমন্বয়ে। ১৭৭৬ সালে মিরসরাইকে কর্তন করে চট্টগ্রাম জেলার অন্তর্ভুত
করা হয় ।
২. নামকরণ : জনশ্রুতি রয়েছে-কুরু-পাণ্ডবের যুদ্ধকালে পৌণ্ডবৰ্ধনের বা উত্তর
বঙ্গের বিরাট রাজার এক সামন্তের নাম ছিল ফনী রাজা। তার রাজ্য ছিল।
দক্ষিণ-পূর্ব বঙ্গে। উত্তর বঙ্গের বিরাট রাজার দীঘি, বিরাট রাজার হাট-ঘাট
ইত্যাদিকে মহাভারত বর্ণিত বিরাট রাজার স্মৃতিবাহী বরে ধারনা করা হয়।
আর বিরাট রাজার সামন্ত ফনী রাজার রাজধানী ছিল ফেনীর অদূরে
পোড়ামাটির পাহাড়ে-যা শিলার শহর নামে পরিচিত ছিল। তার ধারণা করা
হয় যে, ফনী রাজার নামানুসারে ফনী বা ফেনী নামকরণ হয়েছে।
৩. আয়তন : (প্রায়) ৯২৮.৩৪ বর্গ কি. মি.।
৪. লোকসংখ্যা : মোট-(প্রায়) ১৪,৩৭,৩৭১ জন। পুরুষ-৬,৯৪,১২৮ ও মহিলা
৭,৪৩,২৪৩। বৃদ্ধির হার : ১.৪৬% জন ও ঘনত্ব (বৰ্গ কি. মি.) : ১৪৫১
জন ।
৫. উপজেলার সংখ্যা ও নাম : ৬টি। ফেনী সদর, সোনাগাজী, দাগনভা
ছাগলনাইয়াপরশুরাম ও ফুলগাজী ।
৬. থানার সংখ্যা ও নাম : ৬টি। ফেনীসোনাগাজী, ছাগলনাইয়া, পরশুরাম,
ফুলগাজী ও দাগনভূঞা ।
৭. সংসদীয় আসন । : ০৩টি। (১) পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া
উপজেলা। (২) ফেনী সদর উপজেলা। (৩) সোনাগাজী ও দাগনভূঞা।
৮. হানাদার মুক্ত ১৯৭১ সালের ৬ ডিসেম্বর হানাদার মুক্ত।
দিবস : ফেনা জেলা
হয় ।
৯. বিশিষ্ট ব্যক্তি : বেগম খালেদা জিয়াহাবিবুল্লাহ বাহার চৌধুরীভাষা শহীদ
আন্দুস সালাম, শহীদুল্লাহ কায়সার, সেলিনা পারভীন, কবি গাজী রফিক,
জহির রায়হান, ড. সেলিম আল দীন প্রমুখ ।
১০. ঢাকা থেকে দূরত্ব : সড়ক পথে-১৫১ কি. মি. ও রেলপথে-২৩৩ কি. মি.।
১১. যোগাযোগ ব্যবস্থা : বাস : ঢাকা-সায়েদাবাদ-ফেনী বাস স্টেশন। ঢাকা।
রেলওয়ে স্টেশন- ফেনী । এনডব্লিউডি কোড নম্বর : ০৩৩১ ও পোস্ট কোড
৩৯০০
।
১২. পত্রপত্রিকা : সাপ্তাহিক ফেনী বার্তা, ফেনী খবর, হকার্স ইত্যাদি।
১৩. পৌরসভা-০৫টি ও ইউনিয়ন-৪৩টি ।
১৪. উপজেলা ভূমি অফিস-০৬টি।
১৫. মৌজার সংখ্যা-৫৫২টি ও গ্রামের সংখ্যা-৫৭১টি।
১৬. শিক্ষার হার-৬৪%
১৭. শিক্ষা প্রতিষ্ঠান : প্রাথমিক বিদ্যালয়-৫২৮টি, নিম্নমাধ্যমিক বিদ্যালয়-১৯টি,
মাধ্যমিক বিদ্যালয়-১৫৫টি, কলেজ-২১টি, মাদ্রাসা-৯৭টি ও গার্লস ক্যাডেট
কলেজ-০১টি ।
১৮. ধর্মীয় প্রতিষ্ঠান : মসজিদ-২,৯৪২টি।
১৯. চিকিৎসা কেন্দ্র : সরকারি হাসপাতাল-০১টি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
০৫টি, ক্লিনিক-৫৬টি ও কমিউনিটি ক্লিনিক-১১৪টি।
২০. নদনদীর নাম : ফেনী, মুহুরী, সেলোনাই ইত্যাদি।
২১. উল্লেখযোগ্য ফসল : ধান, সরিষা, গোল আলুমিষ্টি আলু, ডাল, মরিচ ও
সবজি।
২২. দর্শনীয় স্থান : (ক) সোনাগাজী মুহুরী সেচ প্রকল্প (খ) শিলুয়ার শীল পাথর
(গ) রাজাঝীর দীঘি (ঘ) বিজয় সিংহ দীঘি (ঙ) শমসের গাজীর দীঘি (D)
কৈয়ারা দীঘি (ছ) জগন্নাথ কালী মন্দির।
২৩. জেলার ঐতিহ্য : চাদ খাঁ মসজিদ, চারশ বছরের প্রাচীন কড়ই গাছ, গান্ধী
আশ্রম ইত্যাদি ফেনী জেলার ঐতিহ্য বহন করে আছে।
No comments:
Post a Comment