13 May, 2018

অসহায়ত্ব নারীর পাশ্বে ঘর নিয়ে মেয়র !


শিবগঞ্জ (বগুড়া) মু. ফারুক হোসাইন. এম.এ.প্রতিনিধি নেক্সটনবিডি টোয়েন্টিফোর ডটকম।শিবগঞ্জ পৌরসভার সম্মানিত সফল মেয়র জননেতা জনাব মুহাম্মাদ তৌহিদুর রহমান মানিক পৌর এলাকার বাসিন্দার বাড়িতে গিয়ে দেখেন যে স্বামী নিরুদ্দেশ।ছেলে মাদকাসক্ত।ঘর একটি ছেলে তার বউ নিয়ে থাকেন। কিন্তুু আলেফা বেগমের থাকার জায়গা নেই। সন্ধ্যা নামলেই অন্যের বাড়িতে রাত্রি
যাপনের জন্য চলে যান। বিষয়টি আমার নজরে আনেন আমার রাজনৈতিক সহকর্মী জাহেদুল ও বাচ্চু সত্যতা যাচাই করে স্বামী পরিত্যক্ত আলেফা বেগম কে আমার নিজস্ব তহবিল থেকে একটি ঘর নির্মাণ করে দিতে পেরে ভাল লাগছে।

No comments:

Post a Comment

ইসমাইল হোসেন