মু. ফারুক হোসাইন, প্রতিনিধি দৈনিক সংগ্রাম শিবগঞ্জব(বগুড়া) পৌরসভার পলিপাড়া গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে হেলপার আইজুল (৩৭)একই এলাকার বেলগাড়ী গ্রামের মুরগি ব্যবসায়ী আঃ কুদ্দুস এর দুই পিকআপ মুরগি বহনকারীসহ নগত ১২ লক্ষ টাকার ব্যাগ নিয়ে উধাও ।
অভিযোগ সূত্রে জানা গেছে, শিবগঞ্জ পৌর শুভ এন্টার প্রাইজ এর স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল কুদ্দুস এর প্রতিদিন তার নিজস্ব ৩টি ট্রাক ভর্তি মুরগি নিয়ে শিবগঞ্জ উপজেলা সহ পার্শ্ববর্তী জয়পুরহাট জেলার থেকে মুরগি ক্রয় করে রাজধানী ঢাকার কাপ্তান, যাত্রাবাড়ি, বাজার গুলোতে সরবারহ করেন । প্রতিদিনের ন্যায় মুরগি ক্রয় করে টাকা নিয়ে শিবগঞ্জে ফেরার পথে নাগর জানি ব্রীজ সংলগ্ন এলাকায় ট্রাকটি পৌছিলে ট্রাকের একটি চাকা অকেজো হয়ে যায় । ট্রাক ড্রাইভার চাকার কাজ করতে থাকলে ওই সময়ে হেল্পার পান খাওয়ার কথা বলে পৌর এলাকার পলীপাড়া গ্রামের মুসলিম উদ্দিন এর ছেলে আজিজুল ইসলাম (৪০) সু-কৌশলে ১২ লক্ষ টাকার ব্যাগটি নিয়ে পালিয়ে যায় । ব্যবসায়ী আব্দুল কুদ্দুস বলেন, দীর্ঘদিন যাবৎ সুনামের সহিত ব্যবসা করে আসছি । গতকাল শনিবার ব্যাংক বন্ধ থাকার কারণে মুরগি বিক্রয়ের টাকা ব্যাংকে জমা করতে না পারায় টাকাগুলো নিয়ে ট্রাক যোগে শিবগঞ্জে আসার পথে হেল্পার আজিজুল টাকার ব্যাগ নিয়ে উধাও হয়ে যায় । এ ব্যাপারে শিবগঞ্জ থানার ওসি অপারেশন জাহিদ হাসান বলেন,আমরা অভিযোগ পেয়েছি বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে ।
No comments:
Post a Comment