1. পৃথিবীর বয়স- আনুমানিক ৪,৫০০ মিলিয়ন
2. আয়তন- ৫১,০১,০০,৫০০ বর্গকিমি
3. সূর্যকে প্রদক্ষিণ করতে সময় লাগে গড়ে- ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড (প্রচলিত তথ্য)
4. (প্রকৃতপক্ষে- ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৯ মিনিট ১২ সেকেন্ড)
5. পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব- ১৪,৯৫,০০,০০০ কিমি
6. পৃথিবী থেকে চাঁদের দূরত্ব- ৩,৮৪,৪০০ কিমি
7. মোট মহাসাগর- ৫টি
8. মোট মহাদেশ- ৭টি
9. মোট রাষ্ট্র- ২০৪টি
10. মোট স্বাধীন রাষ্ট্র- ১৯৩টি (জাতিসংঘ স্বীকৃত রাষ্ট্র)(তথ্যসূত্র
11. সর্বশেষ স্বাধীন রাষ্ট্র- দক্ষিণ সুদান
1. বৃহত্তম --> এশিয়া
2. মহাদেশ --> এশিয়া
3. রাষ্ট্র (আয়তন) --> রাশিয়া
4. রাষ্ট্র (জনসংখ্যা) --> চীন
5. মহাসাগর --> প্রশান্ত বা প্যাসিফিক
1. বৃহত্তম --> ওশেনিয়া
2. মহাদেশ --> ওশেনিয়া
3. রাষ্ট্র (আয়তন) --> ভ্যাটিকান
4. রাষ্ট্র (জনসংখ্যা) --> ভ্যাটিকান
5. মহাসাগর --> উত্তর বা আর্কটিক
দু’টি মহাদেশে অবস্থিত রাষ্ট্র- তুরস্ক, রাশিয়া
দু’টি মহাদেশে অবস্থিত শহর- ইস্তাম্বুল
যে দেশের সাথে সবচেয়ে বেশি দেশের সীমান্ত আছে- চীন
বিশ্বের সমুদ্র বন্দরবিহীন দেশসমূহ
1. মহাদেশ --> এশিয়া
2. দেশসমূহ --> নেপাল
ভুটান
আফগানিস্তান
লাওস
মঙ্গোলিয়া
কাজাকিস্তান
কিরগিস্তান
উজবেকিস্তান
তাজাকিস্তান
তুর্কমেনিয়া
আজারবাইজান
3. মোট --> ১১ টি
1. মহাদেশ --> আফ্রিকা
2. দেশসমূহ --> মালি
নাইজার
উগান্ডা
বতসোয়ানা
জিম্বাবুই
রুয়ান্ডা
বুরুন্ডি
মালাবি
জাম্বিয়া
সোয়াজিল্যান্ড
চাঁদ
মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র
বারকিনা ফাসো
লেসোথো
ইথিওপিয়া
3. মোট --> ১৫ টি
1. মহাদেশ --> ইউরোপ
2. দেশসমূহ --> অস্ট্রিয়া
সুইজারল্যান্ড
মালদোভা
শ্লোভাকিয়া
চেক প্রজাতন্ত্র
হাঙ্গেরি
বেলারুশ
লুক্সেমবার্গ
আর্মেনিয়া
সার্বিয়া
3. মোট --> ১০ টি
1. মহাদেশ --> দক্ষিণ আমেরিকা
2. দেশসমূহ --> প্যারাগুয়ে
বলিভিয়া
3. মোট --> ২ টি
সর্বমোট ৪৪ টি
একনজরে মহাদেশ পরিচিতি
1. মহাদেশ --> এশিয়া
2. আয়তন (বর্গ কিমি) --> ৪,৪৪,৯৩,০০০
3. লোকসংখ্যা --> ৪১২ কোটি ১১ লাখ
4. দেশ সংখ্যা (স্বাধীন দেশ) --> ৫৪
5. জাতিসংঘ ভুক্ত দেশ --> ৪৮
6 . সর্বোচচ স্থান (মিটার)--> মাউন্ট এভারেস্ট (৮৮৫০)
1. মহাদেশ --> আফ্রিকা
2. আয়তন (বর্গ কিমি) --> ২,৯৮,০০,৪৫০
3. লোকসংখ্যা --> ১০০কোটি ৯৯ লাখ
4. দেশ সংখ্যা (স্বাধীন দেশ) --> ৫৬
5. জাতিসংঘ ভুক্ত দেশ --> ৫৪
6. সর্বোচচ স্থান (মিটার)--> কিলিমাঞ্জারো (৫৯৬৩)
1. মহাদেশ --> উত্তর আমেরিকা
2. আয়তন (বর্গ কিমি) --> ২,৪৩,২০,১০০
3. লোকসংখ্যা --> ৫৩ কোটি ৩৩ লাখ
4. দেশ সংখ্যা (স্বাধীন দেশ) --> ২৩
5. জাতিসংঘ ভুক্ত দেশ --> ২৩
6. সর্বোচচ স্থান (মিটার)--> ম্যাককিনলে (৬১৯৪)
1. মহাদেশ --> দক্ষিন আমেরিকা
2. আয়তন (বর্গ কিমি) --> ১,৭৫,৯৯,০৫০
3. লোকসংখ্যা --> ৩৮ কোটি ২ লাখ
4. দেশ সংখ্যা (স্বাধীন দেশ) --> ১২
5. জাতিসংঘ ভুক্ত দেশ --> ১২
6. সর্বোচচ স্থান (মিটার)--> আকাঙ্গাগুয়া (৬৯৫৯)
1. মহাদেশ --> ইউরোপ
2. আয়তন (বর্গ কিমি) -->১,০৫,৩০,৭৫০
3. লোকসংখ্যা --> ৭৩ কোটি ২২ লাখ
4. দেশ সংখ্যা (স্বাধীন দেশ) --> ৪৮
5. জাতিসংঘ ভুক্ত দেশ --> ৪৬
6. সর্বোচচ স্থান (মিটার)--> মাউন্ট এলবুর্জ (৫৬৩৩)
1. মহাদেশ --> ওশেনিয়া
2. আয়তন (বর্গ কিমি) --> ৭৬,৮৭,১২০
3. লোকসংখ্যা --> ৩ কোটি ৫৪ লাখ
4. দেশ সংখ্যা (স্বাধীন দেশ) --> ১৪
5. জাতিসংঘ ভুক্ত দেশ --> ১৪
6. সর্বোচচ স্থান (মিটার)--> পুঁসাক জায়া (৪৮৮৪)
1. মহাদেশ --> এন্টার্কটিকা
2. আয়তন (বর্গ কিমি) --> ১,৫২,০৪,৫০০
3. লোকসংখ্যা --> ৪ হাজার
4. দেশ সংখ্যা (স্বাধীন দেশ) -->
5. জাতিসংঘ ভুক্ত দেশ -->
6. সর্বোচচ স্থান (মিটার)--> ভিনসন মাসিক (৪৮৯৭)
1. মহাদেশ --> মোট
2. আয়তন (বর্গ কিমি) --> ১৪,৮৯,৫০,৩২০
3. লোকসংখ্যা --> ৬৮২ কোটি ৯৮ লাখ
4. দেশ সংখ্যা (স্বাধীন দেশ) --> ২০৪
5. জাতিসংঘ ভুক্ত দেশ --> ১৯৩
6. সর্বোচচ স্থান (মিটার)-->
পৃথিবীর বিভিন্ন অঞ্চল পরিচিতি
প্রশান্ত মহাসাগরে ওশেনিয়ায় ৩টি বিশেষ অঞ্চল রয়েছে-
1. অঞ্চলের নাম --> মাইক্রোনেশিয়া
2. অন্তর্গত দেশসমূহ --> ক্যারোলিন দ্বীপপুঞ্জ মার্শাল দ্বীপপুঞ্জ মারিয়ানা দ্বীপপুঞ্জ (গুয়াম ও নর্দার্ন মারিয়ানা দ্বীপপুঞ্জ) কিরিবাতি (বানাবা ও জিলবার্ট দ্বীপপুঞ্জ) নাউরু পালাউ
1. অঞ্চলের নাম --> মেলোনেশিয়া
2. অন্তর্গত দেশসমূহ --> ক্যারোলিন দ্বীপপুঞ্জ
মার্শাল দ্বীপপুঞ্জ
মারিয়ানা দ্বীপপুঞ্জ (গুয়াম ও নর্দার্ন মারিয়ানা দ্বীপপুঞ্জ)
কিরিবাতি (বানাবা ও জিলবার্ট দ্বীপপুঞ্জ)
নাউরু
পালাউ
1. অঞ্চলের নাম --> পলিনেশিয়া
2. অন্তর্গত দেশসমূহ --> পাপুয়া নিউগিনি
ফিজি
সলোমন দ্বীপপুঞ্জ
ভানুয়াতু
মালুকু দ্বীপপুঞ্জ (ইন্দোনেশিয়া)
নিউ ক্যালিডোনিয়া (ফ্রান্স)
নিউগিনি (ইন্দোনেশিয়া ও পাপুয়া নিউগিনি)
বিসমার্ক (পাপুয়া নিউগিনি)
সান্তা ক্রুজ দ্বীপপুঞ্জ (সলোমন দ্বীপপুঞ্জ)
1. অঞ্চলের নাম --> পলিনেশিয়া
2. অন্তর্গত দেশসমূহ --> সামোয়া
আমেরিকান সামোয়া (মার্কিন যুক্তরাষ্ট্র)
হাওয়াই (মার্কিন যুক্তরাষ্ট্র)
টুভ্যালু
টোঙ্গা
মারকুয়েজ আইল্যান্ড
ইস্টার আই্ল্যান্ড (চিলি)
নিউজিল্যান্ড
কুক দ্বীপপুঞ্জ (নিউজিল্যান্ড)
নিউ (নিউজিল্যান্ড)
তোকেলউ (নিউজিল্যান্ড)
ফ্রেঞ্চ পলিনেশিয়া (ফ্রান্স)
নরফোক আইল্যান্ড (অস্ট্রেলিয়া)
পিটকেয়ার্ন আইল্যান্ড (বৃটেন)
রাজনৈতিক গুরুত্বপূর্ণ অঞ্চল
1. অঞ্চলের নাম --> আরব উপদ্বীপের রাষ্ট্রসমূহ
2. অন্তর্গত দেশসমূহ --> সৌদি আরব
কুয়েত
কাতার
সংযুক্ত আরব আমিরাত
ওমান
বাহরাইন
ইয়েমেন
3. অন্যান্য তথ্য -->
1. অঞ্চলের নাম --> বাল্টিক রাষ্ট্রসমূহ
2. অন্তর্গত দেশসমূহ --> এস্তোনিয়া
লাটভিয়া
লিথুয়ানিয়া
(ফিনল্যান্ড)
3. অন্যান্য তথ্য --> প্রথম বিশ্বযুদ্ধে রাশিয়ার কাছ থেকে স্বাধীনতা লাভকারী ৩ রাষ্ট্র এবং প্রথম বিশ্বযুদ্ধের অব্যবহিত পরে স্বাধীনতা লাভকারী ফিনল্যান্ড (১৯২০)
1. অঞ্চলের নাম --> স্ক্যান্ডিনেভিয়ান দেশসমূহ
2. অন্তর্গত দেশসমূহ --> ডেনমার্ক
নরওয়ে
সুইডেন
আইসল্যান্ড
ফিনল্যান্ড
ফ্যারো আইল্যান্ড
গ্রিনল্যান্ড
3. অন্যান্য তথ্য --> মূলত ডেনমার্ক, নরওয়ে ও সুইডেন; স্ক্যান্ডিনেভিয়ান ভাষা ও সংস্কৃতি অধ্যূষিত অঞ্চল
1. অঞ্চলের নাম --> পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ
2. অন্তর্গত দেশসমূহ --> অ্যান্টিগুয়া এন্ড বারবুডা
বাহামা
বার্বাডোজ
কিউবা
ডোমিনিকা
ডোমিনিক প্রজাতন্ত্র
গ্রেনাডা
হাইতি
জ্যামাইকা
সেন্ট কিটস এন্ড নেভিস
সেন্ট লুসিয়া
সেন্ট ভিনসেন্ট এন্ড গ্রেনাডিয়ান্স
ত্রিনিদাদ ও টোবাগো
3. অন্যান্য তথ্য --> দুই আমেরিকা মহাদেশের মধ্যবর্তী ক্যারিবিয়ান সাগরে অবস্থিত এই দ্বীপরাষ্ট্রগুলোর এই নামকরণ করেন আমেরিকার আবিষ্কারক ক্রিস্টোফার কলম্বাস । তিনি মনে করেছিলেন দ্বীপগুলো ভারতের দক্ষিণে । এই অঞ্চলে এই ১৩টি দ্বীপরাষ্ট্র ছাড়াও ১৭টি কলোনি বা পরাধীন উপনিবেশ/দেশ আছে ।
1. অঞ্চলের নাম --> সাবেক সোভিয়েত ইউনিয়ন
2. অন্তর্গত দেশসমূহ --> রাশিয়া
ইউক্রেন
কাজাখস্তান
উজবেকিস্তান
বেলারুশ
আজারবাইজান
মলদোভা
জর্জিয়া
লিথুয়ানিয়া
কিরঘিজিস্তান
তাজিকিস্তান
আর্মেনিয়া
লাটভিয়া
তুর্কমেনিস্তান
এস্তোনিয়া
3. অন্যান্য তথ্য --> ১৯৯১ সালে ডিসেম্বরে সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে ১৫ টি রাষ্ট্র গঠিত হয়
1. অঞ্চলের নাম --> সি আই এস ভুক্ত (কমনওয়েলথ অব ইন্ডিপেন্ডেন্ট স্টেটস)
2. অন্তর্গত দেশসমূহ --> আর্মেনিয়া
আজারবাইজান
বেলারুশ
কাজাখস্তান
কিরঘিজিস্তান
মোলদোভা
রাশিয়া
তাজিকিস্তান
তুর্কমেনিস্তান
উজবেকিস্তান
(ইউক্রেন)
3. অন্যান্য তথ্য --> পূর্বে জর্জিয়া সি আই এস-র সদস্য থাকলেও সম্প্রতি সদস্যপদ প্রত্যাহার করে নিয়েছে । আর ইউক্রেন শুরু থেকেই (১৯৯১) এর সঙ্গে সংশ্লিষ্ট থাকলেও সদস্য হয়নি ।
1. অঞ্চলের নাম --> সাবেক চেকোশ্লোভাকিয়া
2. অন্তর্গত দেশসমূহ --> চেক প্রজাতন্ত্র
শ্লোভাকিয়া
3. অন্যান্য তথ্য -->১ জানুয়ারি ১৯৯৩ সালে ভেঙ্গে চেক প্রজাতন্ত্র ও শ্লোভাকিয়া নামে দুটি রাষ্ট্রের জন্ম হয়
1. অঞ্চলের নাম --> সাবেক যুগোশ্লাভিয়া
2. অন্তর্গত দেশসমূহ --> র্বিয়া
ক্রোয়েশিয়া
শ্লোভেনিয়া
মন্টিনিগ্রো
বসনিয়া এন্ড হার্জেগোভিনা
মেসিডোনিয়া
কসোভো
3. অন্যান্য তথ্য --> ১৯৯২ সালে ভেঙ্গে ৪টি পৃথক প্রজাতন্ত্র হয়- ক্রোয়েশিয়া, শ্লোভেনিয়া, মেসিডোনিয়া এবং বসনিয়া এন্ড হার্জেগোভিনা । পরবর্তীতে ২০০৬ সালে চূড়ান্তভাবে যুগোশ্লাভিয়া ভেঙে যায়, সার্বিয়া ও মন্টিনিগ্রো আলাদা হয়ে গেলে । ২০০৮ সালে কসোভো সার্বিয়া থেকে আলাদা হয়ে স্বাধীনতা ঘোষণা করে ।
1. অঞ্চলের নাম --> ইন্দোচীন
2. অন্তর্গত দেশসমূহ --> লাওস
কম্বোডিয়া
ভিয়েতনাম
3. অন্যান্য তথ্য -->
বিভিন্ন বিখ্যাত অঞ্চল (region)
1. নাম --> সেভেন সিস্টারস
2. অন্তর্ভূক্ত অঞ্চল বা দেশ --> আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, মিজোরাম, অরুণাচল, নাগাল্যান্ড
3. বিশেষত্ব/ গুরুত্বপূর্ণ তথ্য --> ভারতের উত্তর-পূর্ব অঞ্চলের ৭ টি রাজ্যকে সেভেন সিস্টার বলা হয়
1. নাম --> গোল্ডেন ট্রায়াঙ্গল
2. অন্তর্ভূক্ত অঞ্চল বা দেশ --> মায়ানমার, লাওস ও থাইল্যান্ড সীমান্তে অবস্থিত
3. বিশেষত্ব/ গুরুত্বপূর্ণ তথ্য --> আফিম মাদক উৎপাদনকারী অঞ্চল
1. নাম --> গোল্ডেন ক্রিসেন্ট
2. অন্তর্ভূক্ত অঞ্চল বা দেশ --> আফগানিস্তান, পাকিস্তান ও ইরান সীমান্তে অবস্থিত
3. বিশেষত্ব/ গুরুত্বপূর্ণ তথ্য --> আফিম মাদক উৎপাদনকারী অঞ্চল
1. নাম --> গোল্ডেন ওয়েজ
2. অন্তর্ভূক্ত অঞ্চল বা দেশ --> বাংলাদেশ, ভারত ও নেপাল সীমান্তে অবস্থিত
3. বিশেষত্ব/ গুরুত্বপূর্ণ তথ্য --> মাদক পাচার ও চোরাচালানের জন্য বিখ্যাত
1. নাম --> গোল্ডেন ভিলেজ
2. অন্তর্ভূক্ত অঞ্চল বা দেশ --> বাংলাদেশের কুষ্টিয়া জেলার ২৬ টি গ্রাম
3. বিশেষত্ব/ গুরুত্বপূর্ণ তথ্য --> গাঁজা উৎপাদনের জন্য বিখ্যাত
বিভিন্ন বিখ্যাত অর্থনৈতিক জোট/ (দেশ)
1. জোট --> 3-Tigers
2. দেশ --> জাপান, জার্মানি, ইতালি
1. জোট --> 4-Tigers
2. দেশ --> দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, সিঙ্গাপুর, হংকং
1. জোট --> সুপার সেভেন
2. দেশ --> মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড + ফোর টাইগারস (দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, সিঙ্গাপুর, হংকং)
1. জোট --> ইস্ট এশিয়ান মিরাকল
2. দেশ --> জাপান + সুপার সেভেন (মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, সিঙ্গাপুর, হংকং)
বিভিন্ন দেশের রাজধানী
বিভিন্ন দেশের রাজধানী
কতিপয় দেশের রাজধানী (মহাদেশ অনুযায়ী ভাগ করে তালিকা দেওয়া হল)
1. মহাদেশ --> এশিয়া
2. রাষ্ট্র --> আফগানিস্তান, আর্মেনিয়া, আজারবাইজান, ইয়েমেন, ইন্দোনেশিয়া, ইরান, ইরাক, ইসরায়েল, উত্তর কোরিয়া, উজবেকিস্তান, ওমান, কাজাখস্তান, কিরগিজস্তান, কম্বোডিয়া, কুয়েত, কাতার, চীন, জর্দান, জর্জিয়া, জাপান, তাইওয়ান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, তুরস্ক,
3. রাজধানী --> কাবুল, ইয়েরেভান, বাকু, সানা, জাকার্তা, তেহরান, বাগদাদ, জেরুজালেম, পিয়ংইয়ং, তাশখন্দ, মুসকাট, আস্তানা, বিশকেক, নমপেন, কুয়েত সিটি, দোহা, টোকিও, তাইপে, দুশানবে, আশগাবাত, আঙ্কারা,
1. মহাদেশ --> ইউরোপ
2. মহাদেশ --> থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, নেপাল, পাকিস্তান, পূর্ব তিমুর, ফিলিপাইন, ফিলিস্তিন, বাংলাদেশ, বাহরাইন, ব্রুনেই, ভূটান, ভারত, ভিয়েতনাম, মালয়েশিয়া, মালদ্বীপ, মায়ানমার, মঙ্গোলিয়া, রাশিয়া, লাওস, লেবানন, শ্রীলঙ্কা, সাইপ্রাস, সিরিয়া, সৌদি আরব, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত
3. রাষ্ট্র --> ব্যাংকক, সিউল, কাঠমুণ্ডু, ইসলামাবাদ, দিলি, ম্যানিলা, জেরুজালেম, ঢাকা, মানামা, বন্দর শের-ই-বেগাওয়ান, থিম্পু, নয়াদিল্লি, হ্যানয়, কুয়ালালামপুর, মালে, নেপিদ, উলানবাটোর, মস্কো, ভিয়েনতিয়েন, বৈরুত, কলম্বো, নিকোশিয়া, দামেস্ক, নিকোশিয়া, দামেস্ক, রিয়াদ, সিঙ্গাপুর
1. মহাদেশ --> উত্তর আমেরিকা
2. রাষ্ট্র --> অ্যান্টিগুয়া এন্ড বারবুডা, ইউনাইটে স্টেটস/ আমেরিকা/ মার্কিন যুক্তরাষ্ট্র, এল সালভাদর, কানাডা, কোস্টারিকা, কিউবা, গ্রিনল্যান্ড, গ্রেনাডা, গুয়াতেমালা, জ্যামাইকা, ডোমিনিকা, ডোমিনিকান রিপাবলিক, ত্রিনিদাদ এন্ড টোবাগো (টিএন্ডটি), নিকারাগুয়া, পানামা, পুয়োর্তো রিকো*, বাহামা, বার্বাডোস, বেলিজ, বারমুডা*, বৃটিশ ভার্জিন আইল্যান্ডস*, মেক্সিকো, সেন্ট কিটস এন্ড নেভিস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট এন্ড দি গ্রেনাডিয়ানস, হাইতি, হন্ডুরাস
3. রাজধানী --> সেন্ট জনস,
1. মহাদেশ --> দক্ষিণ আমেরিকা
2. রাষ্ট্র --> আর্জেন্টিনা, ইকুয়েডর, উরুগুয়ে, কলম্বিয়া, গায়ানা, চিলি, প্যারাগুয়ে, পেরু, ফকল্যান্ড আইল্যান্ডস*, ব্রাজিল, বলিভিয়া, ভেনিজুয়েলা, সুরিনাম
3. রাজধানী --> বুয়েন্স আয়ার্স, কুয়োটো, মন্টিভিডিও, বোগোতা, জর্জটাউন, সান্তিয়াগো, আসুনচিয়ন, লিমা, স্ট্যানলি, ব্রাসিলিয়া, সুক্রে, লা পাজ (সংসদীয়), কারাকাস, পারামারিবো, অ্যাঙ্গোলা, ইরিতিয়া, ইথিওপিয়া, ইকুইটেরিয়াল গিনি , উগান্ডা, ক্যামেরুন, কেপ ভার্দে, কমোরোস, কঙ্গো, কঙ্গো প্রজাতন্ত্র, কেনিয়া, গ্যাবন, গাম্বিয়া,
1. মহাদেশ --> আফ্রিকা
2. রাষ্ট্র --> আলজেরিয়া, আইভরি কোস্ট, গিনি, গিনি-বিসাউ, ঘানা, চাঁদ, জাম্বিয়া, জিম্বাবুয়ে, জিবুতি, টোগো, তাঞ্জানিয়া, তিউনিসিয়া, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ সুদান, নামিবিয়া, নাইজার, নাইজেরিয়া, বেনিন, বতসোয়ানা, বুরকিনো ফাসো, বুরুন্ডি, মিশর, মাদাগাস্কার, মালাওয়ি, মালি
3. রাজধানী --> আলজিয়ার্স, ইয়ামোসুক্রো আবিদজান (সংসদীয়), লুয়ান্ডা, আসমারা, আদ্দিস আবাবা, মালাবো, কাম্পালা, ইয়ান্দে, প্রায়া, মোরোনি, ব্রাজ্জাভিলে, কিনসাসা, নাইরোবি, লিব্রেভিল, বানজুল, ক্যানোক্রি, বিসাউ, আক্রা, নজামেনা, লুসাকা, হারারে, জিবুতি, লোমে, দাদোমা, তিউনিস, প্রিটোরিয়া (প্রশাসনিক)কেপটাউন (সংসদীয়) ব্লুমফন্টেইন (আইন বিষয়ক), জুবা, উইন্ডহোয়েক, নিয়ামে, আবুজা, পোর্তো নোভো, গ্যাবোর্ন, উগাদুগো, বুজুম্বুরা, কায়রো, আন্টানানারিভো, লিলোঙ্গি, বামাকো, নকচট, পোর্ট লুইস, রাবাত, মাপুতো,
1. মহাদেশ --> অস্ট্রেলিয়া/ ওশেনিয়া
2. রাষ্ট্র --> অস্ট্রেলিয়া, কুক আইল্যান্ডস*, কিরিবাতি, টোঙ্গা, টুভ্যালু, নাউরু, নিউজিল্যান্ড, পালাউ, পাপুয়া নিউগিনি, ফিজি, ভানুয়াতু, মার্শাল আইল্যান্ডস, মাইক্রোনেশিয়া, সামোয়া, সলোমন আইল্যান্ডস
3. রাজধানী --> ক্যানবেরা, আভারুয়া, দক্ষিণ তারাওয়া, নুকুআলোফা, ফুনাফুতি, ইয়ারেন, ওয়েলিংটন, মেলেকেওক, পোর্ট মোর্সবি, সুভা, পোর্ট ভিয়া, মাজুরো, পালিকির, আপিয়া, হোনিয়ারা
পার্লামেন্ট
পার্লামেন্ট
এককক্ষ বিশিষ্ট পার্লামেন্ট
1. বাংলাদেশ -->জাতীয় সংসদ/ হাউস অফ দ্য নেশন --> বুলগেরিয়া
2. মালদ্বীপ -->মজলিস/ পার্লামেন্ট -->বুরকিনা ফাসো
3. ইসরাইল -->নেসেট/ অ্যাসেম্বলি -->আর্মেনিয়া
4. ইরান -->মজলিস/ অ্যাসেম্বলি -->আজারবাইজান
5. ইরাক -->মজলিস আল-নওয়াব আল-ইরাকি --> বেনিন
6. লেবানন -->মজলিস-উন-নওয়াব/ অ্যাসেম্বলি অফ ডেপুটিস --> ক্যামেরুন
7. সৌদি আরব -->মজলিস-এ-শূরা --> কেপ ভার্দে
8. ফিনল্যান্ড -->এসডুস্কুন্টা/ রিখসড্যাগ -->মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র
9. গ্রিস -->হেলেনিক পার্লামেন্ট --> চাঁদ
10. আইল্যান্ড -->আলথিং/ অ্যাসেম্বলি অফ অল --> আইভরি কোস্ট
11. আলবেনিয়া -->কুভেনডি --> ইকুয়েডর --> ন্যাশনাল অ্যাসেম্বলি
12. ক্রোয়েশিয়া --> সাবোর/ অ্যাসেম্বলি --> হাঙ্গেরি
13. ডেনমার্ক --> ফোকেটিং/ পার্লামেন্ট--> কেনিয়া
14. সুইডেন --> রিকসড্যাগ --> মরিশাস
15. ইউক্রেন --> ভারখোরনা রাডা --> কুয়েত
16. নরওয়ে --> স্টরটিনগেট/ গ্রেট অ্যাসেম্বলি --> লাওস
17. ডোমিনিকা-->হাউজ অব অ্যাসেম্বলি -->মালাওয়ি
18. লিচেনস্টাইন --> ডায়েট -->মরিশাস,নিকারাগুয়া,নাইজার,সার্বিয়া,পানামা
19. মঙ্গোলিয়া--> স্টেট গ্রেট খুরাল --> ভিয়েতনাম
20. মাল্টা --> হাউজ অব রিপ্রেজেন্টেটিভ --> কুয়েত -->ন্যাশনাল অ্যাসেম্বলি অব কুয়েত
21. সাইপ্রাস -->হাউজ অব রিপ্রেজেন্টেটিভ -->তুরস্ক -->গ্রান্ড ন্যাশনাল অ্যাসেম্বলি
22. লুক্সেমবার্গ -->চেম্বার অব ডেপুটিস -->পর্তুগাল -->অ্যাসেম্বলি অব দি রিপাবলিক
23. লেবানন -->অ্যাসেম্বলি অব ডেপুটিস--> কিউবা --> ন্যাশনাল অ্যাসেম্বলি অফ পিপলস পাওয়ার
24. উত্তর কোরিয়া-->সুপ্রিম পিপলস অ্যাসেম্বলি-->কোস্টারিকা -->লেজিসলেটিভ অ্যাসেম্বলি
25. চীন-->ন্যাশনাল পিপলস কংগ্রেস --> নিউজিল্যান্ড
26. নেপাল--> লেজিসলেচার পার্লামেন্ট/ কংগ্রেস -->মন্টিনিগ্রো
27. চিলি-->ন্যাশনাল কংগ্রেস -->ফিলিস্তিন
28. গুয়েতেমালা -->কংগ্রেস অফ দ্য রিপাবলিক -->লাটভিয়া
29. লিবিয়া-->জেনারেল পিপলস কংগ্রেস -->লিথুয়ানিয়া
30. স্লোভাকিয়া-->ন্যাশনাল কাউন্সিল -->মলদোভা,সিয়েরা লিওন,সিঙ্গাপুর,শ্রীলংকা
দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট
1. দেশ --> অস্ট্রিয়া
2. পার্লামেন্ট --> ফেডারেল অ্যাসেম্বলি
3. উচ্চকক্ষ --> ফেডারেল কাউন্সিল
4. নিম্ন কক্ষ --> ন্যাশনাল অ্যাসেম্বলি
1. দেশ --> অস্ট্রেলিয়া
2. পার্লামেন্ট --> ফেডারেল পার্লামেন্ট
3. উচ্চকক্ষ --> সিনেট
4. নিম্ন কক্ষ --> হাউজ অব রিপ্রেজেনটেটিভ
1. দেশ --> অন্টিগুয়া-বারবুডা
2. পার্লামেন্ট --> পার্লামেন্ট
3. উচ্চকক্ষ --> সিনেট
4. নিম্ন কক্ষ --> হাউজ অব রিপ্রেজেনটেটিভ
1. দেশ --> আফগানিস্তান
2. পার্লামেন্ট --> ন্যাশনাল অ্যাসেম্বলি
3. উচ্চকক্ষ --> হাউস অফ এল্ডার্স
4. নিম্ন কক্ষ --> হাউস অফ দ্য পিপল
1. দেশ --> আর্জেন্টিনা
2. পার্লামেন্ট --> আর্জেন্টাইন ন্যাশনাল কংগ্রেস
3. উচ্চকক্ষ --> সিনেট অফ দ্য নেশন
4. নিম্ন কক্ষ --> চেম্বার অফ ডেপুটিস অফ দ্য নেশন
1. দেশ --> বাহামা
2. পার্লামেন্ট --> পার্লামেন্ট
3. উচ্চকক্ষ --> সিনেট
4. নিম্ন কক্ষ --> হাউজ অব রিপ্রেজেনটেটিভ
1. দেশ --> বারবাডোস
2. পার্লামেন্ট --> হাউজ অব অ্যাসেম্বলি
3. উচ্চকক্ষ --> সিনেট
4. নিম্ন কক্ষ --> হাউজ অব অ্যাসেম্বলি
1. দেশ --> বেলিজ
2. পার্লামেন্ট --> ন্যাশনাল অ্যাসেম্বলি
3. উচ্চকক্ষ --> সিনেট
4. নিম্ন কক্ষ --> হাউজ অব রিপ্রেজেনটেটিভ
1. দেশ --> বেলজিয়াম
2. পার্লামেন্ট --> ফেডারেল পার্লামেন্ট
3. উচ্চকক্ষ --> সিনেট
4. নিম্ন কক্ষ --> চেম্বার অব পিপলস রিপ্রেজেনটেটিভ
1. দেশ --> ভুটান
2. পার্লামেন্ট --> পার্লামেন্ট
3. উচ্চকক্ষ --> ন্যাশনাল কাউন্সিল
4. নিম্ন কক্ষ --> ন্যাশনাল অ্যাসেম্বলি
1. দেশ --> বসনিয়া এন্ড হার্জগোভিনা
2. পার্লামেন্ট --> পার্লামেন্টারি অ্যাসেম্বলি
3. উচ্চকক্ষ --> হাউস অফ পিপলস
4. নিম্ন কক্ষ --> হাউস অফ রিপ্রেজেন্টেটিভস
1. দেশ --> বলিভিয়া
2. পার্লামেন্ট --> ন্যাশনাল কংগ্রেস
3. উচ্চকক্ষ --> চেম্বার সিনেটর্স
4. নিম্ন কক্ষ --> চেম্বার অফ ডেপুটিস
1. দেশ --> ব্রাজিল
2. পার্লামেন্ট --> ন্যাশনাল কংগ্রেস
3. উচ্চকক্ষ --> ফেডারেল সিনেট
4. নিম্ন কক্ষ --> চেম্বার অফ ডেপুটিস
1. দেশ --> কানাডা
2. পার্লামেন্ট --> পার্লামেন্ট
3. উচ্চকক্ষ --> সিনেট
4. নিম্ন কক্ষ --> হাউজ অব কমনস
1. দেশ --> চেক রিপাবলিক
2. পার্লামেন্ট --> পার্লামেন্ট
3. উচ্চকক্ষ --> সিনেট
4. নিম্ন কক্ষ --> চেম্বার অব ডেপুটিস
1. দেশ --> মিশর
2. পার্লামেন্ট --> পার্লামেন্ট
3. উচ্চকক্ষ --> কনসাল্টেটিভ কাউন্সিল/ মজলিস-এ-শূরা
4. নিম্ন কক্ষ --> পিপলস কাউন্সিল/ মজলিস-এ-সা’ব
1. দেশ --> ইথিওপিয়া
2. পার্লামেন্ট --> পার্লামেন্ট
3. উচ্চকক্ষ --> হাউস অফ ফেডারেশন
4. নিম্ন কক্ষ --> হাউস অফ পিপলস রিপ্রেজেন্টেটিভ
1. দেশ --> ফ্রান্স
2. পার্লামেন্ট --> পার্লামেন্ট
3. উচ্চকক্ষ --> সিনেট
4. নিম্ন কক্ষ --> ন্যাশনাল অ্যাসেম্বলি
1. দেশ --> জার্মানী
2. পার্লামেন্ট --> রিকস্টেগ
3. উচ্চকক্ষ --> ফেডারেল কাউন্সিল/ বুন্দেসট্যাগ
4. নিম্ন কক্ষ --> ফেডারেল ডায়েট/বুন্দেসর্যাগ
1. দেশ --> ভারত
2. পার্লামেন্ট --> পার্লামেন্ট/ সংসদ
3. উচ্চকক্ষ --> কাউন্সিল অফ স্টেটস/ রাজ্যসভা
4. নিম্ন কক্ষ --> হাউস অফ দ্য পিপল/ লোকসভা
1. দেশ --> গ্রেনাডা
2. পার্লামেন্ট --> পার্লামেন্ট
3. উচ্চকক্ষ --> সিনেট
4. নিম্ন কক্ষ --> হাউজ অব রিপ্রেজেন্টেটিভ
1. দেশ --> হাইতি
2. পার্লামেন্ট --> ন্যাশনাল অ্যাসেম্বলি
3. উচ্চকক্ষ --> সিনেট
4. নিম্ন কক্ষ --> চেম্বার অফ ডেপুটিস
1. দেশ --> আয়ারল্যান্ড
2. পার্লামেন্ট --> পার্লামেন্ট
3. উচ্চকক্ষ --> সিনেট অফ আয়ারল্যান্ড
4. নিম্ন কক্ষ --> হাউস অব রিপ্রেজেন্টেটিভস অফ আয়ারল্যান্ড
1. দেশ --> ইতালি
2. পার্লামেন্ট --> পার্লামেন্ট
3. উচ্চকক্ষ --> সিনেট অফ দ্য রিপাবলিক
4. নিম্ন কক্ষ --> চেম্বার অফ ডেপুটিস
1. দেশ --> জ্যামাইকা
2. পার্লামেন্ট --> পার্লামেন্ট
3. উচ্চকক্ষ --> সিনেট
4. নিম্ন কক্ষ --> হাউস অফ রিপ্রেজেন্টেটিভস
1. দেশ --> জাপান
2. পার্লামেন্ট --> ডায়েট
3. উচ্চকক্ষ --> হাউস অফ কাউন্সিলর্স
4. নিম্ন কক্ষ -->হাউস অফ রিপ্রেজেন্টেটিভস
1. দেশ --> মালয়েশিয়া
2. পার্লামেন্ট --> পার্লামেন্ট
3. উচ্চকক্ষ --> সিনেট
4. নিম্ন কক্ষ --> হাউস অফ রিপ্রেজেন্টেটিভস
1. দেশ --> জর্ডান
2. পার্লামেন্ট --> মজলিস-এ-উম্মা
3. উচ্চকক্ষ --> মজলিস-এ-আয়ান
4. নিম্ন কক্ষ --> মজলিস-এ-নওয়াব
1. দেশ --> কাজাখস্তান
2. পার্লামেন্ট --> পার্লামেন্ট
3. উচ্চকক্ষ --> সিনেট
4. নিম্ন কক্ষ --> অ্যাসেম্বলি/ পার্লামেন্ট
1. দেশ --> নেদারল্যান্ড
2. পার্লামেন্ট --> স্ট্রোটস জেনারেল
3. উচ্চকক্ষ --> সিনেট
4. নিম্ন কক্ষ --> হাউস অফ রিপ্রেজেন্টেটিভস
1. দেশ --> পাকিস্তান
2. পার্লামেন্ট --> অ্যাসেম্বলি অফ কাউন্সিলর্স / মজলিস-এ- শূরা
3. উচ্চকক্ষ --> সিনেট
4. নিম্ন কক্ষ --> ন্যাশনাল অ্যাসেম্বলি
1. দেশ --> পোল্যান্ড
2. পার্লামেন্ট --> ন্যাশনাল অ্যাসেম্বলি
3. উচ্চকক্ষ --> সিনেট
4. নিম্ন কক্ষ --> ডায়েট/ সেম
1. দেশ --> স্লোভেনিয়া
2. পার্লামেন্ট --> পার্লামেন্ট
3. উচ্চকক্ষ --> ন্যাশনাল কাউন্সিল
4. নিম্ন কক্ষ --> ন্যাশনাল অ্যাসেম্বলি
1. দেশ --> দক্ষিণ আফ্রিকা
2. পার্লামেন্ট --> পার্লামেন্ট
3. উচ্চকক্ষ --> ন্যাশনাল কাউন্সিল অফ প্রভিন্স
4. নিম্ন কক্ষ --> ন্যাশনাল অ্যাসেম্বলি
1. দেশ --> দক্ষিণ সুদান
2. পার্লামেন্ট --> ন্যাশনাল লেজিসলেচার
3. উচ্চকক্ষ --> ন্যাশনাল লেজিসলেচার অ্যাসেম্বলি
4. নিম্ন কক্ষ --> কাউন্সিল অফ স্টেটস
1. দেশ --> স্পেন
2. পার্লামেন্ট --> কোর্ট জেনারালে/ জেনারেল কোর্টস
3. উচ্চকক্ষ --> সিনেট
4. নিম্ন কক্ষ --> কংগ্রেস অফ ডেপুটিস
1. দেশ --> সুদান
2. পার্লামেন্ট --> ন্যাশনাল লেজিসলেচার
3. উচ্চকক্ষ --> অ্যাসেম্বলি অফ স্টেটস
4. নিম্ন কক্ষ --> ন্যাশনাল অ্যাসেম্বলি
1. দেশ --> সুইজারল্যান্ড
2. পার্লামেন্ট --> ফেডারেল অ্যাসেম্বলি
3. কাউন্সিল -->অফ স্টেটস
4. নিম্ন কক্ষ --> ন্যাশনাল কাউন্সিল
1. দেশ --> থাইল্যান্ড
2. পার্লামেন্ট --> ন্যাশন্যাল অ্যাসেম্বলি
3. উচ্চকক্ষ --> সিনেট
4. নিম্ন কক্ষ --> হাউস অফ রিপ্রেজেন্টেটিভস
1. দেশ --> ক্যাম্বোডিয়া
2. পার্লামেন্ট --> পার্লামেন্ট
3. উচ্চকক্ষ --> সিনেট
4. নিম্ন কক্ষ --> ন্যাশনাল অ্যাসেম্বলি
1. দেশ --> বুরুন্ডি
2. পার্লামেন্ট --> পার্লামেন্ট
3. উচ্চকক্ষ --> সিনেট
4. নিম্ন কক্ষ --> ন্যাশনাল অ্যাসেম্বলি
বিভিন্ন দেশের মুদ্রা
বিভিন্ন দেশের মুদ্রা
1. দেশ --> মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পূর্ব তিমুর, সিঙ্গাপুর, হংকং, ব্রুনাই, জিম্বাবুয়ে, গ্রানাডা, গায়ানা, বেলিজ, জ্যামাইকা, অ্যান্টিগুয়া ও বারমুডা
2. মুদ্রা --> ডলার
1. দেশ --> সুইজারল্যান্ড, মোনাকো, বুরুন্ডি, বেনিন্, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, ক্যামেরুন, চাঁদ, কঙ্গো, আইভরি কোস্ট, গ্যাবন, মালাগাছি, নাইজার, রুয়ান্ডা, সেনেগাল
2. মুদ্রা --> ফ্রাংক
1. দেশ --> কেনিয়া, তাঞ্জানিয়া, সোমালিয়া, উগান্ডা
2. মুদ্রা --> শিলিং
1. দেশ --> সংযুক্ত আরব আমিরাত (UAE), মরক্কো
2. মুদ্রা --> দিরহাম
1. দেশ --> ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল
2. মুদ্রা --> রুপি
1. দেশ --> চেক প্রজাতন্ত্র
2. মুদ্রা --> কোরনা
1. দেশ --> স্লোভাক
2. মুদ্রা --> নিউকোরনা
1. দেশ --> কোস্টারিকা, এল সালভাদর
2. মুদ্রা --> কোলন
1. দেশ --> বুলগেরিয়া, রুমানিয়া
2. মুদ্রা --> লেড
1. দেশ --> দক্ষিণ কোরিয়া
2. মুদ্রা --> ওন
1. দেশ --> উত্তর কোরিয়া
2. মুদ্রা --> ওয়ান
1. দেশ --> প্যারাগুয়ে
2. মুদ্রা --> ওয়ারানি
1. দেশ --> মালয়েশিয়া
2. মুদ্রা --> রিংগিট
1. দেশ --> চীন
2. মুদ্রা --> ইউয়ান
1. দেশ --> গুয়েতেমালা
2. মুদ্রা --> কুয়েত জাল
1. দেশ --> মায়ানমার
2. মুদ্রা --> কিয়াট
1. দেশ --> ব্রাজিল
2. মুদ্রা --> রিয়েল
1. দেশ --> কঙ্গো প্রজাতন্ত্র
2. মুদ্রা --> জায়ারে
1. দেশ --> পেরু
2. মুদ্রা --> ইনতি
1. দেশ --> নিরাকাগুয়া
2. মুদ্রা --> করডোবা
1. দেশ --> পোল্যান্ড
2. মুদ্রা --> জোটি
1. দেশ --> ভুটান
2. মুদ্রা --> গুলট্রাম
1. দেশ --> বাংলাদেশ
2. মুদ্রা --> টাকা
1. দেশ --> যুক্তরাজ্য, সাইপ্রাস, মিশর, লেবানন, সিরিয়া
2. মুদ্রা --> পাউন্ড
1. দেশ --> আয়ারল্যান্ড, লুক্সেমবার্গ, ফ্রান্স, বেলজিয়াম, ইতালি, অস্ট্রিয়া, জার্মানি, স্পেন, নেদারল্যান্ড, ফিনল্যান্ড, পর্তুগাল, গ্রিস, মাল্টা, সাইপ্রাস, স্লোভেনিয়া, স্লোভাকিয়া
2. মুদ্রা --> ইউরো
1. দেশ --> ভ্যাটিকান, তুরস্ক
2. মুদ্রা --> লিরা
1. দেশ --> ইয়েমেন, সৌদি আরব, ওমান, কাতার, ইরান
2. মুদ্রা --> রিয়াল
1. দেশ --> আলজেরিয়া, বাহরাইন, কুয়েত, তিউনিশিয়া
2. মুদ্রা --> দিনার
1. দেশ --> ইন্দোনেশিয়া, মালদ্বীপ
2. মুদ্রা --> রুপাইয়া
1. দেশ --> ফিলিপাইন, মেক্সিকো, কলম্বিয়া, উরুগুয়ে, কিউবা, আর্জেন্টিনা, চিলি
2. মুদ্রা --> পেসো
1. দেশ --> ডেনমার্ক, আইসল্যান্ড, নরওয়ে, সুইডেন
2. মুদ্রা --> ক্রোনার
1. দেশ --> ইরিত্রিয়া, ইথিওপিয়া
2. মুদ্রা --> চির
1. দেশ --> থাইল্যান্ড
2. মুদ্রা --> বাথ
1. দেশ --> রাশিয়া
2. মুদ্রা --> রুবল
1. দেশ --> হাঙ্গেরি
2. মুদ্রা --> ফোরিন্ট
1. দেশ --> দক্ষিণ আফ্রিকা
2. মুদ্রা --> র্যান্ড
1. দেশ --> জাপান
2. মুদ্রা --> ইয়েন
1. দেশ --> ইসরাইল
2. মুদ্রা --> সেকেল
1. দেশ --> ভেনিজুয়েলা
2. মুদ্রা --> বলিভার
1. দেশ --> ভিয়েতনাম
2. মুদ্রা --> ডং
1. দেশ --> জাম্বিয়া
2. মুদ্রা --> কওয়াচা
1. দেশ --> কাজাকিস্তান
2. মুদ্রা --> টেনজে
বিভিন্ন দেশের জাতীয় প্রতীক
বিভিন্ন দেশের জাতীয় প্রতীক
1. বাংলাদেশ --->শাপলা
2. ভারত --->অশোক স্তম্ভ
3. পাকিস্তান --->অর্ধচন্দ্র
4. আফগানিস্তান --->মসজিদ
5. অস্ট্রেলিয়া --->ক্যাঙ্গারু
6. ডেনমার্ক --->সিংহ
7. প্যালেস্টাইন --->ঈগল
8. পোল্যান্ড --->সাদা ঈগল
9. রাশিয়া --->দুই মাথাযুক্ত ঈগল
10. জাপান --->ক্রিসেন্ট থিমাম
11. ইরান --->চারটি অর্ধচন্দ্র এবং একটি তলোয়ার নিয়ে আল্লাহ লেখা
12. কসোভো --->ছয়টি তারকা এবং দেশের মানচিত্র
13. কুয়েত --->শিল্ডের মধ্যে ধাবমান জাহাজ
14. যুক্তরাষ্ট্র --->স্বর্ণ দণ্ড
15. নেপাল --->এভারেস্ট
16. নরওয়ে --->কুড়ালসমেত মুকুটযুক্ত
17. আয়ারল্যান্ড --->গোল্ডেন হার্প
18. সৌদি আরব --->খেজুর বৃক্ষ ও তার নিচে তরবারি
19. সুইজারল্যান্ড --->হোয়াইট ক্রস
20. চীন ---> তিয়েনআনমেন স্কয়ারের গেট আর তার উপরে ৫টি তারা
আন্তর্জাতিক দিবসসমূহ
তিক দিবসসমূহ
1. জানুয়ারি
২৬ জানুয়ারি- শুল্ক দিবস
2. ফেব্রুয়ারি
৪ ফেব্রুয়ারি- ক্যান্সার দিবস
১৪ ফেব্রুয়ারি- ভালোবাসা দিবস
২০ ফেব্রুয়ারি- সামাজিক ন্যায়বিচার দিবস
২১ ফেব্রুয়ারি- আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
3. মার্চ
৮ মার্চ- নারী দিবস
২১ মার্চ- বর্ণবৈষম্য নির্মূল দিবস
২১ মার্চ- বন দিবস
২১ মার্চ- কবিতা দিবস
২২ মার্চ- পানি দিবস
২৩ মার্চ- আবহাওয়া দিবস
4. এপ্রিল
২ এপ্রিল- অটিজন সচেতনতা দিবস
৭ এপ্রিল- স্বাস্থ্য দিবস
২২ এপ্রিল- ধরিত্রী দিবস
২৩ এপ্রিল- বই দিবস
২৭ এপ্রিল- শিশু দিবস
২৯ এপ্রিল- আন্তর্জাতিক নৃত্য দিবস
5. মে
১ মে- মে দিবস/ বিশ্ব শ্রমিক দিবস
৩ মে- সংবাদ মাধ্যমের স্বাধীনতা দিবস
৮ মে- রেডক্রস দিবস ২য় রোববার- মা দিবস (২০১১ সালে ৮ মে)
১৫ মে- পরিবার দিবস
১৭ মে- টেলিযোগাযোগ দিবস
১৮ মে- জাদুঘর দিবস
২৯ মে- জাতিসংঘ শান্তিরক্ষী দিবস
৩১ মে- ধূমপানবিরোধী দিবস
6. জুন
৫ জুন- পরিবেশ দিবস
৮ জুন- সাগর দিবস
১২ জুন- শিশুশ্রম প্রতিরোধ দিবস
২০ জুন- শরণার্থী/উদ্বাস্তু দিবস
২৩ জুন- অলিম্পিক দিবস
২৬ জুন- মাদকবিরোধী দিবস
7. জুলাই
১১ জুলাই- জনসংখ্যা দিবস
১৮ জুলাই- নেলসন ম্যান্ডেলা দিবস
8. আগস্ট
১ আগস্ট- বিশ্ব মাতৃদুগ্ধ দিবস
৬ আগস্ট- হিরোশিমা দিবস
১ম রবিবার- বন্ধুত্ব দিবস (২০১১ সালে ৭ আগস্ট)
৯ আগস্ট- নাগাসাকি দিবস
৯ আগস্ট- আদিবাসী দিবস
১২ আগস্ট- যুব দিবস
২৪ আগস্ট- নারী নির্যাতন প্রতিরোধ দিবস
২৯ আগস্ট- নিউক্লিয়ার অস্ত্র পরীক্ষা বিরোধী দিবস
9. সেপ্টেম্বর
৮ সেপ্টেম্বর- স্বাক্ষরতা দিবস
১z সেপ্টেম্বর- গণতন্ত্র দিবস
২৭ সেপ্টেম্বর- পর্যটন দিবস
২৮ সেপ্টেম্বর- তথ্য অধিকার দিবস
10. অক্টোবর
১ অক্টোবর- প্রবীণ দিবস
৫ অক্টোবর- শিক্ষক দিবস
৯ অক্টোবর- ডাক দিবস
১০ অক্টোবর- মানসিক স্বাস্থ্য দিবস
১১ অক্টোবর- দর্শন দিবস
২য় বৃহস্পতিবার- অন্ধত্ব/সাদা ছড়ি দিবস (২০১১ সালে ১৩ অক্টোবর)
১৪ অক্টোবর- শিশু দিবস
১৬ অক্টোবর- খাদ্য দিবস
২৪ অক্টোবর- জাতিসংঘ দিবস
11. নভেম্বর
১৬ নভেম্বর- সহিষ্ণুতা দিবস
১৯ নভেম্বর- টয়লেট দিবস
২০ নভেম্বর- শিশু দিবস
৩য় রবিবার- সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের স্মরণে দিবস (২০১১ সালে ২০ নভেম্বর)
২১ নভেম্বর- টেলিভিশন দিবস
২৯ নভেম্বর- সংহতি দিবস
12. ডিসেম্বর
১ ডিসেম্বর- এইডস দিবস
২ ডিসেম্বর- দাসপ্রথা বিলোপ দিবস
৩ ডিসেম্বর- বিকলাঙ্গ/পঙ্গু/প্রতিবন্ধী দিবস
৯ ডিসেম্বর- দুর্নীতি বিরোধী দিবস
১০ ডিসেম্বর- মানবাধিকার দিবস
১৮ ডিসেম্বর- প্রবাসী দিবস
বিভিন্ন দেশের উপজাতি/ আদিবাসী
বিভিন্ন দেশের উপজাতি/ আদিবাসী
বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ উপজাতি/ আদিবাসীদের নাম নিচে দেয়া হলো-
1. উপজাতি/ আদিবাসী --> মাওরি
2. দেশ --> নিউজিল্যান্ড
1. উপজাতি/ আদিবাসী --> কসাক
2. দেশ --> পোল্যান্ড, ইউক্রেন
1. উপজাতি/ আদিবাসী --> ভাইকিং
2. দেশ --> নরওয়ে
1. উপজাতি/ আদিবাসী --> এস্কিমো
2. দেশ --> গ্রিনল্যান্ড, আলাস্কা, ল্যাব্রাডার, সাইবেরিয়া
1. উপজাতি/ আদিবাসী --> তাতার
2. দেশ --> সাইবেরিয়া
1. উপজাতি/ আদিবাসী --> রেড ইন্ডিয়ান
2. দেশ --> যুক্তরাষ্ট্র
1. উপজাতি/ আদিবাসী --> জুলু
2. দেশ --> দক্ষিণ আফ্রিকা
1. উপজাতি/ আদিবাসী --> হটেনটট
2. দেশ --> দক্ষিণ আফ্রিকা
1. উপজাতি/ আদিবাসী --> পিগমি
2. দেশ --> আফ্রিকা (কঙ্গো)
1. উপজাতি/ আদিবাসী --> নিগ্রো
2. দেশ --> মধ্য ও দক্ষিণ পশ্চিম আফ্রিকা মহাদেশ
1. উপজাতি/ আদিবাসী --> বুশম্যান
2. দেশ --> আফ্রিকা (বতসোয়ানা ও নামিবিয়ার কালাহারি মরুভূমি সংলগ্ন অংশে)
1. উপজাতি/ আদিবাসী --> বেদুইন
2. দেশ --> আরবের যাযাবর জাতি
1. উপজাতি/ আদিবাসী --> কুর্দি
2. দেশ --> তুরস্ক, ইরান ও ইরাক (কুর্দিস্তান)
1. উপজাতি/ আদিবাসী --> হুন
2. দেশ --> মধ্য এশিয়া
1. উপজাতি/ আদিবাসী --> পাপুয়ান
2. দেশ --> পশ্চিম ইরান
1. উপজাতি/ আদিবাসী --> শেরপা
2. দেশ --> নেপাল ও তিব্বত
1. উপজাতি/ আদিবাসী --> গুর্খা
2. দেশ --> নেপাল
1. উপজাতি/ আদিবাসী --> নাগা
2. দেশ --> ভারত (নাগাল্যান্ড)
1. উপজাতি/ আদিবাসী --> খাসিয়া*
2. দেশ --> ভারত (আসাম প্রদেশ)
1. উপজাতি/ আদিবাসী --> সাঁওতাল*
2. দেশ --> ভারত (উড়িষ্যা ও ছোটনাগপুর)
1. উপজাতি/ আদিবাসী --> দ্রাবিড়
2. দেশ --> ভারত ও শ্রীলঙ্কা
1. উপজাতি/ আদিবাসী --> আফ্রিদি
2. দেশ --> পাকিস্তান
1. উপজাতি/ আদিবাসী --> আইনু
2. দেশ --> জাপান
* চিহ্নিত উপজাতিরা বাংলাদেশেও বসবাস করে।
No comments:
Post a Comment