নামাযের মোস্তাহাব সমূহনামাযের মোস্তাহাব সমূহএক্বামতের সময়ে “হাইয়্যালাল ফালাহ্” বলামাত্র নামাযে ঠিকভাবে দাঁড়ান ।তাকবীরে তাহরীমা বলার সময়ে আন্তিন হতে হাতের তালু বাহির করা ।দাঁড়াবার সময়ে সিজদার জায়গার প্রতি দৃষ্টি রাখা ।রুকুতে পায়ের পাতার দিকে দৃষ্টি রাখা ।বৈঠকে কোলের দিকে দৃষ্টি রাখা ।সাধ্যানুযায়ী হাসি ও কাশি বন্ধ রাখা ।রুকুতে মাথা ও পৃষ্ঠ ভাগ সমান উঁচু রাখা ।সিজদায় প্রথমে দুই হাঁটু ,তারপর দুই হাত জমিনে রাখা, পরে নাক ও তারপরে কপাল জমিনে রাখা এবং সেজদা হতে উঠার সময়ে যথাক্রমে প্রথমে কপাল, পরে নাক উঠিয়ে তৎপর দুই হাত হাঁটুর উপরে রেখে বসা ।সিজদায় দুই হাতের মধ্যে মাথা রাখা, নাক দুই বৃদ্ধাংগুলির মধ্যে বরাবর রাখা ।হাত-পায়ের আঙ্গুলিসমূহ কেবলা মুখ করে রাখা ।ছালাম ফিরানোর সময় দুই সিনার প্রতি দৃষ্টি রাখা ।সেজদায় পুরুষের দুই হাত পৃথক ভাবে রাখা এইভাবে উঁচুতে রাখতে হবে যেন বকরীর বাচ্চা যাতায়াত করতে পারে । কিন্তু স্ত্রীলোকের জন্য সেজদায় এর বিপরীত করতে হবে । যেমন দুই হাত চাপিয়ে রাখা এবং রানের উপর পেট রাখা ।তিন বারের অধিক-বেজোড় তছবীহ্ পড়া ।ফযরের নামাযে (سورة الحجراة – سورة البلد ) এর মধ্যে যে কোন ২টি সুরা পড়া।আছরের নামাজে ( سورة الشمس – سورة البينة) এর মধ্যে যে কোন ২টি সুরা পড়া ।মাগরিবের নামাজে ছোট ছোট সূরাহ (سورة الزلزال - سورة الناس) পাঠ করা ।এশার নামাজে (سورة الحجراة –
Subscribe to:
Post Comments (Atom)
-
সাধারন কথোপকথন ✪ আমি খাই -- আই হাই ✪ আমি যাই -- আই যাই ✪ আমি খেলি -- আই খেলি ✪ আমি পড়ি -- আই ফড়ি ✪ আমি খাবো -- আই হাইয়ুম ✪...
-
আমগো পুরান ঢাকার ছক্কু বেপারী লেনের নাম হুনছেন ! না হুনেন নাইক্কা ! মাগার চাংখার পুলের নাম তো হুনছেন না কি কন ? হেই চাংখার পুলের থেকা যে রা...
-
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস অধ্যায়ঃ তৃতীয় বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর 1. বাইনারি ডিজিটকে সংক্ষেপে বলে...
No comments:
Post a Comment