১. জ্যোতিষ্ক গঠিত হয়-
i. চন্দ্র, সূর্য, গ্রহ নিয়ে
ii. নক্ষত্র, ধূমকেতু, উল্কা নিয়ে
iii. নীহারিকা নিয়ে
নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ২. আকাশের কোনদিকে ছায়াপথ দেখা যায়?
  • ক) পূর্ব-পশ্চিমে
  • খ) উত্তর-দক্ষিণে
  • গ) দক্ষিণ-পশ্চিমে
  • ঘ) উত্তর-পশ্চিমে
  • সঠিক উত্তর: (খ)
    ৩. দুরবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না কোন গ্রহ?
  • ক) শুক্র
  • খ) পৃথিবী
  • গ) মঙ্গল
  • ঘ) ইউরেনাস
  • সঠিক উত্তর: (ঘ)
    ৪. ১ বছরে আলো যে দূরত্ব অতিক্রম করে তাকে কি বলে?
  • ক) আলোক দূরত্ব
  • খ) আলোক বেগ
  • গ) আলোক দিক
  • ঘ) আলোক বর্ষ
  • সঠিক উত্তর: (ঘ)
    ৫. কৃত্রিম উপগ্রহ ব্যবহার করা হয়-
    i. আবহাওয়ার পূর্বাভাস দানে
    ii. পরিবেশ দূষণ নির্ণয়ে
    iii. গোয়েন্দা নজরদারিতে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৬. মহাকাশের বৈশিষ্ট্য হলো-
    i. আদিহীন
    ii. অন্তহীন
    iii. জ্যোতিষ্ক দিয়ে গঠিত
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৭. কোন বলের প্রভাবে সৌরজগতের গ্রহ উপগ্রহগুলো সুর্যের চারদিকে ঘুরছে?
  • ক) অভিকর্ষ বল
  • খ) মাধ্যাকর্ষণ বল
  • গ) মহাকর্ষ বল
  • ঘ) কেন্দাতিগ বল
  • সঠিক উত্তর: (গ)
    ৮. মহাকাশের কোন দুটি নক্ষত্রের ঘনত্ব ও মহাকর্ষ বল অত্যাধিক?
  • ক) কৃষ্ণগহ্বর ও কালপুরুষ
  • খ) কৃষ্ণগহ্বর ও কৃষ্ণবামন
  • গ) কৃষ্ণবামন ও কালপুরুষ
  • ঘ) কালপুরুষ ও সপ্তার্ষিমন্ডল
  • সঠিক উত্তর: (খ)
    ৯. উনবিংশ শতাব্দীতে প্রথম কবে হ্যালির ধূমকেতু দেখা যায়?
  • ক) ১৯১০ সালে
  • খ) ১৯১১ সালে
  • গ) ১৯১২ সালে
  • ঘ) ১৯১৩ সালে
  • সঠিক উত্তর: (ক)
    ১০. সৌরজগতের গ্রহ ও উপগ্রহগুলোর তাপ ও আলোর মূল উৎস কোনটি?
  • ক) চন্দ্র
  • খ) সূর্য
  • গ) উল্কা
  • ঘ) ধূমকেতু
  • সঠিক উত্তর: (খ)
    ১১. কোন গ্রহের উপগ্রহ সংখ্যা সবচেয়ে বেশি?
  • ক) বৃহস্পতি
  • খ) শনি
  • গ) মঙ্গল
  • ঘ) ইউরেনাস
  • সঠিক উত্তর: (খ)
    ১২. সূর্য থেকে বুধের গড় দূরত্ব কত কিলোমিটার?
  • ক) ৪.৮ কোটি
  • খ) ৫.৮ কোটি
  • গ) ৬.৮ কোটি
  • ঘ) ৭.৮ কোটি
  • সঠিক উত্তর: (খ)
    ১৩. শুক্র গ্রহের বায়ুমন্ডল প্রধানত কোন গ্যাস নিয়ে তৈরী?
  • ক) নাইট্রোজেন
  • খ) হাইড্রোজেন
  • গ) অক্সিজেন
  • ঘ) কার্বন ডাইঅক্সাইড
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৪. সৌরজগতের মোট গ্রহ কয়টি?
  • ক) ৬টি
  • খ) ৭টি
  • গ) ৮টি
  • ঘ) ৯টি
  • সঠিক উত্তর: (গ)
    ১৫. নীহারিকার বৈশিষ্ট্য হলো-
    i. আকার বৈচিত্র্য
    ii. কিছু নীহারিকার দেহ গ্যাসীয় পদার্থে পূর্ণ
    iii. পৃথিবীর অনেক কাছে অবস্থিত
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ১৬. ছায়াপথ হলো-
  • ক) গ্যালাক্সির বৃহৎ অংশ
  • খ) গ্যালাক্সির ক্ষুদ্র অংশ
  • গ) গ্যালাক্সির গোল অংশ
  • ঘ) গ্যালাক্সির মাঝারি অংশ
  • সঠিক উত্তর: (খ)
    ১৭. উপগ্রহের বৈশিষ্ট্য হলো-
    i. অভিকর্ষ বলের প্রভাবে সূর্যকে কেন্দ্র করে ঘোরে
    ii. নিচের তাপ বা আলো নেই
    iii. মহাকর্ষ বলের প্রভাবে গ্রহকে কেন্দ্র করে ঘোরে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ১৮. শুক্র গ্রহ নিজ অক্ষের উপরে কোন দিক থেকে কোন দিকে ঘোরে?
  • ক) পশ্চিম থেকে পূর্ব দিকে
  • খ) পূর্ব থেকে পশ্চিম দিকে
  • গ) উত্তর থেকে দক্ষিণ দিকে
  • ঘ) দক্ষিণ থেকে উত্তর দিকে
  • সঠিক উত্তর: (খ)
    ১৯. পৃথিবী থেকে নক্ষত্রের দূরত্ব কোন এককে মাপা হয়?
  • ক) কিলোমিটার
  • খ) মাইল
  • গ) আলোকবর্ষ
  • ঘ) মিলিমিটার
  • সঠিক উত্তর: (গ)
    ২০. যে মহাশূন্যযান বুধের ছবি পাঠায় তার নাম কি?
  • ক) সেরিনার-১০
  • খ) মেরিনার-১০
  • গ) সেরিনার-১২
  • ঘ) ইরিনার-১২
  • সঠিক উত্তর: (খ)
    ২১. আহ্নিক গতির ফলে-
    i. পৃথিবীতে দিবারাত্রি সংঘটিত হয়
    ii. ঋতু পরিবর্তন হয়
    iii. তাপমাত্রার তারতম্য সৃষ্টি হয়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ২২. ধূমকেতু হলো-
    i. এক প্রকার জ্যোতিষ্ক
    ii. দেখতে গোলাকৃতির
    iii. মাথা ও লেজ আছে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ২৩. সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব কত কিলোমিটার?
  • ক) ১৩ কোটি কি.মি.
  • খ) ১৪ কোটি কি.মি.
  • গ) ১৫ কোটি কি.মি.
  • ঘ) ১৬ কোটি কি.মি.
  • সঠিক উত্তর: (গ)
    ২৪. মহাকাশে নক্ষত্রগুলো কোন অবস্থায় আছে?
  • ক) জলন্ত অগ্নিপিন্ড
  • খ) জ্বলন্ত গ্যাসপিন্ড
  • গ) ঠান্ডা অবস্থায়
  • ঘ) গরম অবস্থায়
  • সঠিক উত্তর: (খ)
    ২৫. মহাকাশে কোন গ্যালাক্সিগুলো বেশি উজ্জ্বল?
  • ক) উপবৃত্তাকার সর্পিলাকার
  • খ) বৃত্তাকার
  • গ) অর্ধবৃত্তাকার
  • ঘ) নিম্ন বৃত্তাকার
  • সঠিক উত্তর: (ক)
    ২৬. সূর্যের ব্যাস কত?
  • ক) প্রায় ১৩ লক্ষ ৬৪ হাজার কিলোমিটার
  • খ) প্রায় ১৩ লক্ষ ৮৪ হাজার কিলোমিটার
  • গ) প্রায় ১৫ লক্ষ ৬৪ হাজার কিলোমিটার
  • ঘ) প্রায় ১৫ লক্ষ ৮৪ হাজার কিলোমিটার
  • সঠিক উত্তর: (খ)
    ২৭. পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্র সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত?
  • ক) ১৩ কোটি কিলোমিটার
  • খ) ১৪ কোটি কিলোমিটার
  • গ) ১৫ কোটি কিলোমিটার
  • ঘ) ১৬ কোটি কিলোমিটার
  • সঠিক উত্তর: (গ)
    ২৮. সৌরজগতের কেন্দ্রে কোনটি অবস্থিত?
  • ক) পৃথিবী
  • খ) সূর্য
  • গ) বুধ
  • ঘ) মঙ্গল
  • সঠিক উত্তর: (খ)
    ২৯. মহাকাশের অতি বিস্ময়কর জ্যোতিষ্ক কোনটি?
  • ক) ধূমকেতু
  • খ) উল্কা
  • গ) নীহারিকা
  • ঘ) ছায়াপথ
  • সঠিক উত্তর: (ক)
    ৩০. পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্র কোনটি?
  • ক) সূর্য
  • খ) কালপুরুষ
  • গ) কৃষ্ণ গহ্বর
  • ঘ) নীহারিকা
  • সঠিক উত্তর: (ক)
    ৩১. পৃথিবী থেকে প্রক্সিমা সেন্টারাই এর দূরত্ব কত আলোকবর্ষ?
  • ক) ৩.২ আলোক বর্ষ
  • খ) ৪.২ আলোক বর্ষ
  • গ) ৪.৮ আলোক বর্ষ
  • ঘ) ৫.২ আলোক বর্ষ
  • সঠিক উত্তর: (খ)
    ৩২. ছায়াপথ সাধারণত কোন কালে দেখা যায়?
  • ক) গ্রীষ্মকালে
  • খ) বর্ষাকালে
  • গ) শীতকালে
  • ঘ) শরৎকালে
  • সঠিক উত্তর: (গ)
    ৩৩. মঙ্গলের ব্যাস কত কিলোমিটার?
  • ক) ৪,৭৮৭
  • খ) ৫,৮৭৮
  • গ) ৬,৮৭৮
  • ঘ) ৬,৭৮৭
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৪. গ্রহ হলো-
    i. জ্যোতিষ্ক যেগুলো সূর্যকে ঘিরে নির্দিষ্ট সময়ে ও নির্দিষ্ট পথে পরিক্রমণ করে
    ii. নিজের কোনো তাপ বা আলো নেই
    iii. সূর্য থেকে আলো পায়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৫. সৌরজগতের একমাত্র গ্রহ কোনটি যেখানে প্রাণের অস্তিত্ব আছে?
  • ক) বুধ
  • খ) শুক্র
  • গ) পৃথিবী
  • ঘ) মঙ্গল
  • সঠিক উত্তর: (গ)
    ৩৬. ন্যাপচুন গ্রহের ব্যাস কত?
  • ক) ৪৮০০০ কি.মি.
  • খ) ৪৮,২০০ কি.মি.
  • গ) ৪৮,৪০০ কি.মি.
  • ঘ) ৪৮৬০০ কি.মি.
  • সঠিক উত্তর: (গ)
    ৩৭. নক্ষত্র কোন কোন গ্যাস দিয়ে তৈরি?
  • ক) হাইহ্রোজেন ও অক্সিজেন
  • খ) হিলিয়াম ও অক্সিজেন
  • গ) হাইড্রোজেন ও হিলিয়াম
  • ঘ) হাইড্রোজেন ও নাইট্রোজেন
  • সঠিক উত্তর: (গ)
    ৩৮. গ্যালাক্সিগুলোর মধ্যকার ব্যবধান কেমন?
  • ক) ক্ষুদ্র
  • খ) মাঝারি
  • গ) সমান
  • ঘ) ব্যাপক
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৯. নীহারিকা কি?
  • ক) মহাকাশে অসংখ্য স্বল্পালোকিত তারকার আস্তরণ
  • খ) মহাবিশ্বে অসংখ্য স্বল্পালোকিত তারকার আস্তরণ
  • গ) মহাকাশে অসংখ্য দীর্ঘালোকিত তারকার আস্তরণ
  • ঘ) মহাকাশে কিছু সংখ্যক স্বল্পালোকিত তারকার আস্তরণ
  • সঠিক উত্তর: (ক)
    ৪০. একটি ছায়াপথ কতগুলো নক্ষত্র মিলে গঠিত হয়?
  • ক) লক্ষ লক্ষ নক্ষত্র মিলে
  • খ) কোটি কোটি নক্ষত্র মিলে
  • গ) হাজার কোটি নক্ষত্র মিলে
  • ঘ) লক্ষ কোটি নক্ষত্র মিলে
  • সঠিক উত্তর: (ঘ)
    ৪১. নক্ষত্রগুলোর মধ্যে ভিন্নতা দেখা দেয়-
    i. আকারে
    ii. আকৃতিতে 
    iii. মহাকর্ষ বলে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৪২. কোন গ্যালাক্সিগুলো বৃহৎ হয়?
  • ক) সর্পিলাকার
  • খ) বৃত্তাকার
  • গ) উপ-ত্রিভুজাকার
  • ঘ) সরল রৈখিক
  • সঠিক উত্তর: (ক)
    ৪৩. মহাকাশের সবচেয়ে বড় নক্ষত্র কোনটি?
  • ক) প্রক্সিমা সেন্টারাই
  • খ) কৃষ্ণ গহ্বর
  • গ) সূর্য
  • ঘ) কালপুরুষ
  • সঠিক উত্তর: (গ)
    ৪৪. মহাকাশের অধিকাংশ গ্যালাক্সির আকর ও আকৃতি কেমন?
  • ক) সরলাকার ও উপবৃত্তাকার
  • খ) সর্পিলাকার ও বৃত্তাকার
  • গ) সর্পিলাকার ও অর্ধবৃত্তাকার
  • ঘ) সর্পিলাকার ও উপবৃত্তাকার
  • সঠিক উত্তর: (ঘ)
    ৪৫. সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি?
  • ক) বৃহস্পতি
  • খ) শনি
  • গ) মঙ্গল
  • ঘ) পৃথিবী
  • সঠিক উত্তর: (ক)
    ৪৬. উল্কাকে বলা হয়-
    i. নক্ষত্রপতন না তারা খসা
    ii. নক্ষত্র
    iii. ছুটন্ত তারা
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৪৭. সৌরজগতের কোন দুইটি গ্রহ দূরবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না?
  • ক) শনি ও ইউরেনাস
  • খ) ইউরেনাস ও বুধ
  • গ) পৃথিবী ও নেপচুন
  • ঘ) ইউরেনাস ও নেপচুন
  • সঠিক উত্তর: (ঘ)
    ৪৮. ছুটন্ত তারা কোনটি?
  • ক) ছায়াপথ
  • খ) উল্কা
  • গ) ধূমকেতু
  • ঘ) নক্ষত্র
  • সঠিক উত্তর: (খ)
    ৪৯. ভূ-ত্বক এরবো-থেবরো ও গর্তে ভরা কোন গ্রহের?
  • ক) শুক্র
  • খ) বুধ
  • গ) পৃথিবী
  • ঘ) মঙ্গল
  • সঠিক উত্তর: (খ)
    ৫০. পৃথিবী থেকে দেখলে নক্ষত্রগুলো কেমন মনে হয়?
  • ক) বন্ধুর প্রকৃতির
  • খ) বৃহৎ
  • গ) অনুজ্জ্বল
  • ঘ) সমতল অবস্থানে
  • সঠিক উত্তর: (ঘ)
    ৫১. রাতের মেঘমুক্ত আকাশে বিশেষ আকৃতি বা প্যাটার্নের নক্ষত্রদল দেখা যায়, এগুলোকে কি বলে?
  • ক) জ্যোতিষ্কমন্ডলী
  • খ) নক্ষত্রমন্ডলী
  • গ) গ্যালাক্সি
  • ঘ) নক্ষত্রজগৎ
  • সঠিক উত্তর: (খ)
    ৫২. আবার কোন সালে হ্যালির ধূমকেতু দেখা যাবে?
  • ক) ২০৪২ সালে
  • খ) ২০৫২ সালে
  • গ) ২০৬২ সালে
  • ঘ) ২০৭২ সালে
  • সঠিক উত্তর: (গ)
    ৫৩. সূর্য থেকে মঙ্গল গ্রহের দূরত্ব কত কিলোমিটার?
  • ক) ১১.৮
  • খ) ২২.৮
  • গ) ৩৩.৮
  • ঘ) ৪৪.৮
  • সঠিক উত্তর: (গ)
    ৫৪. উপগ্রহ নেই-
    i. পৃথিবীর
    ii. বুধের
    iii. শুক্রের
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ৫৫. ধূমকেতু কখন দেখতে পাওয়া যায়?
  • ক) পৃথিবীর নিকটবর্তী হলে
  • খ) সূর্যের নিকটবর্তী হলে
  • গ) সূর্য থেকে দূরে গেলে
  • ঘ) চাঁদের নিকটবর্তী হলে
  • সঠিক উত্তর: (খ)
    ৫৬. গ্যালাক্সি বা নক্ষত্রজগৎ হলো-
    i. গ্রহ, নক্ষত্রের বিশাল সমাবেশ
    ii. ধূলিকণা, ধূমকেতু বাষ্পকুন্ডের বিশাল সমাবেশ
    iii. উল্কা, নীহারিকার বিশাল সমাবেশ
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ৫৭. পৃথিবী সূর্যকে একবার প্রদক্ষিণ করতে কত সময় লাগে?
  • ক) ৩৬৫ দিন ৬ ঘন্টা
  • খ) ৩৬৫ দিন ৪ ঘন্টা ৪৮ মি.
  • গ) ৩৬৫ দিন ৫ ঘন্টা ৪৭ মি.
  • ঘ) ৩৬৫ দিন ৫ ঘন্টা ৪৮ মি. ৪৭ সে.
  • সঠিক উত্তর: (ঘ)
    ৫৮. হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস কত তাপমাত্রায় জ্বলছে?
  • ক) ৬০০০০ সেলসিয়াস
  • খ) ৭০০০০ সেলসিয়াস
  • গ) ৮০০০০ সেলসিয়াস
  • ঘ) ৯০০০০ সেলসিয়াস
  • সঠিক উত্তর: (ক)
    ৫৯. সূর্যের নিকটতম নক্ষত্র কোনটি?
  • ক) সপ্তর্ষিমন্ডল
  • খ) কালপুরুষ
  • গ) কৃষ্ণবামন
  • ঘ) প্রক্সিমা সেন্টারাই
  • সঠিক উত্তর: (ঘ)
    ৬০. সূর্যের সবচেয়ে কাছের গ্রহ কোনটি?
  • ক) বুধ
  • খ) শুক্র
  • গ) পৃথিবী
  • ঘ) শনি
  • সঠিক উত্তর: (ক)
    ৬১. কোন গ্রহে এসিড বৃষ্টি হয়?
  • ক) বুধ
  • খ) মঙ্গল
  • গ) শুক্র
  • ঘ) ইউরেনাস
  • সঠিক উত্তর: (গ)
    ৬২. হ্যালির ধূমকেতু কত বছর পর পর দেখা যায়?
  • ক) ৫৬ বছর
  • খ) ৬৬ বছর
  • গ) ৭৬ বছর
  • ঘ) ৮৬ বছর
  • সঠিক উত্তর: (গ)
    ৬৩. সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ কনটি?
  • ক) নেপচুন
  • খ) ইউরেনাস
  • গ) মঙ্গল
  • ঘ) বুধ
  • সঠিক উত্তর: (ঘ)
    ৬৪. মহাকাশ কি দিয়ে গঠিত?
  • ক) জ্যোতিষ্ক
  • খ) ছায়াপথ
  • গ) উল্কা
  • ঘ) নীহারিকা
  • সঠিক উত্তর: (ক)
    ৬৫. চাঁদ কোন গ্রহের উপগ্রহ?
  • ক) বুধ
  • খ) শুক্র
  • গ) পৃথিবী
  • ঘ) মঙ্গল
  • সঠিক উত্তর: (গ)
    ৬৬. কোন দুইটি গ্রহের কোনো উপগ্রহ নেই?
  • ক) বুধ ও শুক্র
  • খ) শুক্র ও শনি
  • গ) বুধ ও বৃহস্পতি
  • ঘ) শুক্র ও ইউরেনাস
  • সঠিক উত্তর: (ক)
    ৬৭. দিন ও রাতের আলোর বিশেষ তারতম্য থাকে না কোন গ্রহের?
  • ক) শনি
  • খ) শুক্র
  • গ) পৃথিবী
  • ঘ) মঙ্গল
  • সঠিক উত্তর: (খ)
    ৬৮. ছায়াপথকে বিজ্ঞানীরা কেমন অনুমান করেন?
  • ক) সর্পিলাকার মন্ডল
  • খ) উপবৃত্তাকার মন্ডল
  • গ) চক্রাকার মন্ডল
  • ঘ) সরল রৈখিক মন্ডল
  • সঠিক উত্তর: (গ)
    ৬৯. সৌরজগতের যাবতীয় কর্মকান্ডের ভিত্তি ও গ্রহ, উপগ্রহের নিয়ন্ত্রক কোনটি?
  • ক) পৃথিবী
  • খ) নক্ষত্রমন্ডলী
  • গ) সূর্য
  • ঘ) উল্কাপিন্ড
  • সঠিক উত্তর: (গ)
    ৭০. পৃথিবী থেকে প্রক্সিমা সেন্টারাই এর দূরত্ব কত কিলোমিটার?
  • ক) ৬ লক্ষ কোটি
  • খ) ৭ লক্ষ কোটি
  • গ) ৮ লক্ষ কোটি
  • ঘ) ৯ লক্ষ কোটি
  • সঠিক উত্তর: (গ)
    ৭১. উল্কার ছুটে চলার গতি সেকেন্ডে কত কিলোমিটার?
  • ক) প্রায় ২ কিলোমিটার
  • খ) প্রায় ৩ কিলোমিটার
  • গ) প্রায় ৪ কিলোমিটার
  • ঘ) প্রায় ৫ কিলোমিটার
  • সঠিক উত্তর: (খ)
    ৭২. সর্বশেষ কোন সালে হ্যালির ধূমকেতু দেখা যায়?
  • ক) ১৯৮৩ সালে
  • খ) ১৯৮৬ সালে
  • গ) ১৯৮৯ সালে
  • ঘ) ১৯৯৩ সালে
  • সঠিক উত্তর: (খ)
    ৭৩. ধূমকেতুর লেজ কখন লম্বা হতে থাকে?
  • ক) সূর্যের চারদিকে পরিক্রমণের সময়
  • খ) সূর্য থেকে যত দূরে যায়
  • গ) পৃথিবীর কাছাকাছি পৌঁছালে
  • ঘ) সূর্যের কাছাকাছি আসতে থাকলে
  • সঠিক উত্তর: (ঘ)
    ৭৪. সৌরজগতে সূর্য থেকে সবচেয়ে দূরের গ্রহ কোনটি?
  • ক) ইউরেনাস
  • খ) নেপচুন
  • গ) শনি
  • ঘ) বৃহস্পতি
  • সঠিক উত্তর: (খ)
    ৭৫. বুধ গ্রহে ১ বছর হয় কত দিনে?
  • ক) ৭৭
  • খ) ৮৮
  • গ) ৯৯
  • ঘ) ১০১
  • সঠিক উত্তর: (খ)
    ৭৬. বুধ গ্রহের ব্যাস কত?
  • ক) ৪,৮৫০ কি.মি.
  • খ) ১২,১০৪ কি.মি.
  • গ) ১২,৬৬৭ কি.মি.
  • ঘ) ৬,৭৮৭ কি.মি.
  • সঠিক উত্তর: (ক)
    ৭৭. পৃথিবীর উপগ্রহ কয়টি?
  • ক) ১টিও নেই
  • খ) ১টি
  • গ) ২টি
  • ঘ) ৩টি
  • সঠিক উত্তর: (খ)
    ৭৮. সৌরজগতের সবচেয়ে উজ্জ্বল ও সবচেয়ে উত্তপ্ত গ্রহ কোনটি?
  • ক) বুধ
  • খ) শুক্র
  • গ) পৃথিবী
  • ঘ) মঙ্গল
  • সঠিক উত্তর: (খ)
    ৭৯. এক একটি নীহারিকার মাঝে নক্ষত্র থাকতে পারে-
  • ক) হাজার হাজার
  • খ) লক্ষ লক্ষ
  • গ) কোটি কোটি
  • ঘ) কয়েক লক্ষ কোটি
  • সঠিক উত্তর: (গ)
    ৮০. দিনের বেলায় নক্ষত্র দেখা যায় না কেন?
  • ক) নক্ষত্র শুধু রাতে জ্বলে
  • খ) দিনে চাঁদ দেখা যায় না বলে
  • গ) সূর্য রাতে কিরণ দেয় না
  • ঘ) সূর্যের প্রখর আলোর জন্য
  • সঠিক উত্তর: (ঘ)
    ৮১. কোন নক্ষত্রমন্ডলী দেখতে ভাল্লুকের মতো?
  • ক) সপ্তর্ষিমন্ডল
  • খ) কালপুরুষ
  • গ) ক্যাসিওপিয়া
  • ঘ) কুকুরমন্ডল
  • সঠিক উত্তর: (ক)
    ৮২. উজ্জ্বল দীপ্ত দীর্ঘপথের মতো দেখায় কোনটি?
  • ক) নীহারিকা
  • খ) ছায়াপথ
  • গ) গ্যালাক্সি
  • ঘ) নক্ষত্র
  • সঠিক উত্তর: (খ)
    ৮৩. আলো প্রতি সেকেন্ডে কত কি.মি. পথ অতিক্রম করে?
  • ক) এক
  • খ) দুই
  • গ) তিন
  • ঘ) চার
  • সঠিক উত্তর: (গ)
    ৮৪. সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত মিটিন সময় লাগে?
  • ক) ৮ মিনিট ১৯ সেকেন্ড
  • খ) ৮ মিনিট ০৯ সেকেন্ড
  • গ) ১১ মিনিট ১৯ সেকেন্ড
  • ঘ) ১৩ মিনিট ১৯ সেকেন্ড
  • সঠিক উত্তর: (ক)
    ৮৫. কোন গ্রহের ১৮টি চাঁদ আছে?
  • ক) মঙ্গল
  • খ) বৃহস্পতি
  • গ) শনি
  • ঘ) ইউরেনাস
  • সঠিক উত্তর: (গ)
    ৮৬. পৃথিবীর ব্যাস কত কিলোমিটার?
  • ক) ১১,৬৬৭ কিলোমিটার (প্রায়)
  • খ) ১২,৬৬৭ কিলোমিটার (প্রায়)
  • গ) ১২,৫৬৭ কিলোমিটার (প্রায়)
  • ঘ) ১৩,৬৬৭ কিলোমিটার (প্রায়)
  • সঠিক উত্তর: (খ)
    ৮৭. কোন জৌতির্বিজ্ঞানী হ্যালির ধূমকেতু আবিষ্কার করেন?
  • ক) আলফ্রেড হ্যালি
  • খ) এডমন্ড হ্যালি
  • গ) ইউলিয়াম হ্যালি
  • ঘ) জর্জ হ্যালি
  • সঠিক উত্তর: (খ)
    ৮৮. সৌরজগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্যোতিষ্ক কোনটি?
  • ক) প্রক্সিমা সেন্টারাই
  • খ) সূর্য
  • গ) কৃষ্ণগহ্বর
  • ঘ) কালপুরুষ
  • সঠিক উত্তর: (খ)
    ৮৯. সৌরজগতের কোন জ্যোতিষ্ক কিছুদিনের জন্য উদয় হয়ে আবার অদৃশ্য হয়ে যায়?
  • ক) উল্কা
  • খ) নীহারিকা
  • গ) কৃষ্ণবামন
  • ঘ) ধূমকেতু
  • সঠিক উত্তর: (ঘ)
    ৯০. সৌরজগতের সবচেয়ে বড় উপগ্রহ কোনটি?
  • ক) চাঁদ
  • খ) ট্রাইটন
  • গ) ফোবোস
  • ঘ) টাইটান
  • সঠিক উত্তর: (ঘ)
    ৯১. উল্কা জ্বলে ওঠে কারণ-
    i. জলীয় বাষ্পের সংস্পর্শের ফলে
    ii. বায়ুর সংস্পর্শের ফলে
    iii. বায়ুর সাথে ঘর্ষণের ফলে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ৯২. মহাবিশ্ব গঠিত হয়-
    i. পৃথিবী নিয়ে
    ii. মহাকাশের সব জ্যোতিষ্ক নিয়ে
    iii. ক্ষুদ্র পোকামাকড় ও ধূলিকণা নিয়ে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৯৩. পৃথিবী সৌরজগতের কততম গ্রহ?
  • ক) দ্বিতীয়
  • খ) তৃতীয়
  • গ) চতুর্থ
  • ঘ) পঞ্চম
  • সঠিক উত্তর: (খ)
    ৯৪. সূ্‌র্যের ভর কত?
  • ক) প্রায় ১.৯৯×১০১৩ কিলোমিটার
  • খ) প্রায় ২.৯৯×১০১৩ কিলোমিটার
  • গ) প্রায় ৩.৯৯×১০১৩ কিলোমিটার
  • ঘ) প্রায় ৪.৯৯×১০১৩ কিলোমিটার
  • সঠিক উত্তর: (ক)
    ৯৫. মহাকাশে গ্যালাক্সির সংখ্যা কত?
  • ক) একশ বিলিয়ন
  • খ) দুইশ বিলিয়ন
  • গ) তিনশ বিলিয়ন
  • ঘ) চারশ বিলিয়ন
  • সঠিক উত্তর: (ক)
    নিচের উদ্দীপকটি পড়ো এবং দুইটি প্রশ্নের উত্তর দাও:
    রিন্তু রাতে ছাদে গিয়ে দেখল আকাশে ছোট বড় অনেক আলোক বিন্দু মিটমিট করে জ্বলছে। খালি চোখে অনেক দূরের বিন্দুগুলো রিন্তু দেখতে পাচ্ছে না। 
    ৯৬. দূরের নক্ষত্রগুলো রিন্তু কিসের সাহায্যে দেখতে পাবে?
  • ক) সেক্সট্যান্ট যন্ত্রের সাহায্যে
  • খ) শক্তিশালী দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে
  • গ) শক্তিশালী অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে
  • ঘ) সাধারণ দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে
  • সঠিক উত্তর: (খ)
    ৯৭. রিন্তুর দেখা আলোক বিন্দুগুলোর বৈশিষ্ট্য-
    i. নিজস্ব আলো আছে
    ii. এগুলো সূর্যকে কেন্দ্র করে
    iii. এগুলো জ্বলন্ত বাষ্পপিন্ড
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (খ)