১. বাংলাদেশ এশিয়া মহাদেশের কোন দিকে অবস্থিত?
ক) দক্ষিণ
খ) পূর্ব
গ) দক্ষিণ-পশ্চিম
ঘ) দক্ষিণ-পূর্ব
২. লালমাই অঞ্চলের মাটি কেমন?
ক) লালচে
খ) লাল
গ) ধূসর
ঘ) নীলাভ
৩. নেপালে মূলত কয়টি ঋতু পরিলক্ষিত হয়?
ক) তিনটি
খ) দুটি
গ) চারটি
ঘ) ছয়টি
৪. বাংলাদেশের মোট বৃষ্টিপাতের কতভাগ বর্ষাকালে হয়ে থাকে?
ক) পাঁচ ভাগের দুই ভাগ
খ) পাঁচ ভাগের তিন ভাগ
গ) পাঁচ ভাগের চার ভাগ
ঘ) পাঁচ ভাগের পাঁচ ভাগ
৫. মধুপুর ও ভাওয়ারের সোপানভূমির মাটি কেমন?
ক) কালো, ছাই রঙের
খ) সাদা রঙের
গ) নীলাভ রঙের
ঘ) লালচে ও ধূসর
৬. টারশিয়ারি যুগের পাহাড়সমূহকে কত ভাগে ভাগ করা হয়েছে?
ক) দুই
খ) তিন
গ) চার
ঘ) পাঁচ
৭. সিলেটের পাহাড়িয়া অঞ্চলে কী পরিমাণ মৌসুমি বৃষ্টিপাত হয়?
ক) ৩৩৮ সে.মি.
খ) ৩৪০ সে.মি.
গ) ৩৪২ সে.মি.
ঘ) ৩৪৪ সে.মি.
৮. সাম্প্রতিককারের প্লাবন সমভূমির অন্তর্ভুক্ত -
i. স্রোতজ সমভূমি
ii. চত্বরভূমি
iii. উপকূলীয় সমভূমি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৯. লিনিয়ামোট আসাম থেকে ডাকার কোন স্থাপ পর্যন্ত বিস্তৃত?
ক) নারায়ণগঞ্জ
খ) টঙ্গী
গ) পাগলা
ঘ) ডেমরা
১০. খুলনা বাংলাদেশের কোন ভূমিকম্প বলয়ে অবস্থিত?
ক) প্রথমটিতে
খ) দ্বিতীয়টিতে
গ) তৃতীয়টিতে
ঘ) চতুর্থটিতে
১১. বাংলাদেশের প্লাইস্টোসিন কালের সোপানসমূহ মোট ভূমির কত এলাকা নিয়ে গঠিত?
ক) ৫%
খ) ৬%
গ) ৭%
ঘ) ৮%
১২. ভাওয়ালের সোপানভূমির বিশেষ বৈশিষ্ট্য হলো -
i. মাটির রং লালচে
ii. মাটির রং অনেকটা ধূসর
iii. মাটির রং বাদামি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
১৩. বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের পাহাড়সমূহের গড় উচ্চতা কত?
ক) ৪০০ মিটার
খ) ৬১০ মিটার
গ) ৫৫০ মিটার
ঘ) ৬০০ মিটার
১৪. নেপালে নভেম্বর হতে জানুয়ারি মাস পর্যন্ত -
i. অত্যন্ত শুষ্ক থাকে
ii. আর্দ্র থাকে
iii. বৃষ্টিহীন থাকে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
১৫. বাংলাদেশের টারশিয়ারি যুগের পাহাড়সমূহের মধ্যে দক্ষিণ-পূর্বাঞ্চলের পাহাড়সমূহ যেসব এলাকায় অবস্থিত -
i. রাঙ্গামাটি
ii. বান্দরবান
iii. খাগড়াছড়ি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
১৬. জানুয়ারি মাসে নেপালের কাঠমুন্ডুতে তাপমাত্রা কত থাকে?
ক) ৯ ডিগ্রি সে.
খ) ১০ ডিগ্রি সে.
গ) ১১ ডিগ্রি সে.
ঘ) ১২ ডিগ্রি সে.
১৭. নেপালে কয়টি ঋতু পরিলক্ষিত হয়?
ক) দুইটি
খ) তিনটি
গ) চারটি
ঘ) ছয়টি
১৮. আন্তঃবরফগলা পানিতে প্লাবনের সৃষ্টি হলে কোন ধরনের ভূমিরূপ গঠিত হয়?
ক) চত্বরভূমি
খ) প্লাবন সমভূমি
গ) স্রোতজ সমভূমি
ঘ) ব-দ্বীপ সমভূমি
১৯. বাংলাদেশের অবস্থান কোথায়?
ক) পদ্মা, ব্রহ্মপুত্র ও মেঘনার অববাহিকায়
খ) পদ্মার অববাহিকায়
গ) ঝিলাম ও গঙ্গার অববাহিকায়
ঘ) ইরাবতির অববাহিকায়
২০. ভূমিকম্প কিরূপ দুর্যোগ?
ক) সাধারণ
খ) স্বাভাবিক
গ) প্রাকৃতিক
ঘ) কৃত্রিম
২১. বঙ্গোপসাগরে সাধারণত নিম্নচাপ সৃষ্টি হয় -
i. এপ্রিল মাসে
ii. জানুয়ারি মাসে
iii. মে মাসে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
২২. জুলাই মাসে কাঠমুন্ডুর তাপমাত্রা কত?
ক) ১০ ডিগ্রি সে.
খ) ২৪.৪ ডিগ্রি সে.
গ) ২৭.৪ ডিগ্রি সে.
ঘ) ২৮.৪ ডিগ্রি সে.
২৩. ভারতের মরু অঞ্চলের উত্তাপ কত ডিগ্রি সে. পর্যন্ত দেখা যায়?
ক) ২৩
খ) ২৭
গ) ৪৩
ঘ) ৪৮
২৪. মধুপুর ও ভাওয়ালের সোপান ভূমির অন্তর্ভুক্ত কোন জেলাগুলো?
ক) ঢাকা, ফরিদপুর, রাজবাড়ি
খ) ময়মনসিংহ, টাঙ্গাইল, গাজীপুর ও ঢাকা জেলার অংশবিশেষ
গ) নারায়ণগঞ্জ, কুমিল্লা, নোয়াখালী
ঘ) বরগুনা, পটুয়াখালী, ভোলা
২৫. স্রোতজ সমভূমি বিস্তৃত -
i. খুলনা জেলায়
ii. ফরিদপুর জেলায়
iii. পটুয়াখালী জেলায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
২৬. মায়ানমারে বর্ষাকালের ব্যাপ্তি কোন কোন মাসে?
ক) মে-সেপ্টেম্বর
খ) মে-অক্টোবর
গ) জুন-সেপ্টেম্বর
ঘ) জুন-অক্টোবর
২৭. মায়ানমারের গড় তাপমাত্রা গ্রীষ্মকালে কত ডিগ্রি সে. এ পৌঁছায়?
ক) ১৯
খ) ২৭
গ) ২৯
ঘ) ৩২
২৮. কোন পাহাড়টি উচ্চতায় সবচেয়ে নিচু?
ক) লালমাই
খ) চিকনাগুল
গ) খাসিয়া
ঘ) জয়ন্তিয়া
২৯. আকস্মিক পদ্ধতিতে ভূপরিবর্তনকারী শক্তির মধ্যে প্রধান -
i. ভূমিধস
ii. আগ্নেয়গিরি
iii. ভূমিকম্প
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৩০. কত সালে বাংলাদেশের ভূমিকম্প বলয় সংবলিত মানচিত্র তৈরি করা হযেছে?
ক) ১৯৮০
খ) ১৯৮৫
গ) ১৯৮৯
ঘ) ১৯৯৫
৩১. কোনগুলো দক্ষিণ এশিয়ার নদী?
ক) মারে ডার্লিং, ইয়াংসিকিয়াং
খ) টেমস, হোয়াংহো
গ) পদ্মা, ইরাবতি
ঘ) পদ্মা, ব্রহ্মপুত্র, মেঘনা
৩২. বাংলাদেশে অধিক বৃষ্টিপাতের ফলে অনেক সময় কী সৃষ্টি হয়?
ক) অতিবৃষ্টি ও ঝড়
খ) অতিবৃষ্টি ও অকাল বন্যা
গ) অনাবৃষ্টি ও দুর্যোগ
ঘ) বন্যা ও সুনামি
৩৩. মায়ানমারে উত্তর-পূর্ব আয়ন বায়ু শীতকালে কোন দিকে প্রবাহিত হয়?
ক) দক্ষিণ-পূর্ব
খ) দক্ষিণ-পশ্চিম
গ) উত্তর-পূর্ব
ঘ) উত্তর-পশ্চিম
৩৪. গ্রীষ্মকালে মায়ানমারে নিম্নচাপের সৃষ্টি হয় কেন?
ক) এ সময় সূর্য উত্তর গোলার্ধে অবস্থান করে
খ) এ সময় সূর্য দক্ষিণ গোলার্ধে অবস্থান করে
গ) এ সময় মায়ানমারে সূর্যের উত্তাপ কমে যায়
ঘ) এ সময় মায়ানমারের প্রাকৃতিক পরিবর্তন হয়
৩৫. ভারতের ওপর দিয়ে শীতকালে কোন মৌসুমি বায়ু প্রবাহিত হয়?
ক) পূর্ব মৌসুমি
খ) পশ্চিম মৌসুমি
গ) উত্তর মৌসুমি
ঘ) দক্ষিণ মৌসুমি
৩৬. বাংলাদেশের কোন জেলা ভূমিকম্পের ডেঞ্জার ফন্ট লাইনে অবস্থান করছে?
ক) ঢাকা
খ) চট্টগ্রাম
গ) রংপুর
ঘ) সিলেট
৩৭. বর্ষা মৌসুমে অধিক বৃষ্টিপাত এবং বর্ষাকাল দেরিতে আসার কারণ কী?
ক) আবহাওয়ার পরিবর্তন
খ) পরিবেশের পরিবর্তন
গ) বনভূমি ধ্বংস
ঘ) জলবায়ু পরিবর্তন
৩৮. জুন মাসের শেষে অতিরিক্ত তাপ ভারতের কোন এলাকায় প্রবল শক্তিসম্পন্ন নিম্নচাপ বলয়ের সৃষ্টি করে?
ক) পশ্চিমবঙ্গে
খ) উড়িষ্যায়
গ) মেদিনীপুরে
ঘ) পাঞ্জাবে
৩৯. ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার কত?
ক) ১.৩৭
খ) ১.৩৮
গ) ১.৪২
ঘ) ১.৪৮
৪০. বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
ক) লালমাই
খ) মোদকমুয়াল
গ) তাজিনডং
ঘ) কিওক্রাডং
৪১. বিজ্ঞানীরা এ পর্যন্ত ভূমিকম্পের কয়টি কারণ চিহ্নিত করেছেন?
ক) একটি
খ) দুইটি
গ) তিনটি
ঘ) চারটি
৪২. গ্রীষ্মকালে মায়ানমারের কোথায় সর্বোচ্চ তাপমাত্রা পরিলক্ষিত হয়?
ক) ইয়াঙ্গুনে
খ) মান্দালয়ে
গ) ভামোতে
ঘ) টেনাসেরিমে
৪৩. বাংলাদেশে কোন ভূমিকম্প বলয়কে লঘু বলে বর্ণনা করা হয়েছে?
ক) প্রথম
খ) দ্বিতীয়
গ) তৃতীয়
ঘ) চতুর্থ
৪৪. বর্ষাকালের সময় কোন কোন মাসে খুব বেশি গরম পড়ে?
ক) মে ও জুলাই
খ) এপ্রিল ও আগস্ট
গ) জুন ও সেপ্টেম্বর
ঘ) মে ও অক্টোবর
৪৫. বাংলাদেশে শীতকালে সর্বোচ্চ তাপমাত্রা কত হয়?
ক) ২৮ ডিগ্রি সে.
খ) ২৯ ডিগ্রি সে.
গ) ৩০ ডিগ্রি সে.
ঘ) ৩১ ডিগ্রি সে.
৪৬. ভারতের জলবায়ুকে কয়টি ঋতুতে ভাগ করা হয়েছে?
ক) দুইটি
খ) তিনটি
গ) চারটি
ঘ) পাঁচটি
৪৭. আসাদ কলকাতা যেতে চাইল। বাংলাদেশের কোন সীমান্ত এলাকা এর জন্য সুবিধাজনক?
ক) পশ্চিম দিক দিয়ে
খ) দক্ষিণ দিক দিয়ে
গ) পূর্ব দিক দিয়ে
ঘ) উত্তর দিক দিযে
৪৮. বাংলাদেশের কত ভাগ ভূমি নদীবিধৌত এক বিস্তীর্ণ সমভূমি?
ক) ৭০%
খ) ৭৫%
গ) ৮০%
ঘ) ৮৫%
৪৯. জলবায়ুর পরিবর্তনের ফলে -
i. মানুষের পেশাগত পরিবর্তন ঘটছে
ii. সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে
iii. বিভিন্ন প্রজাতির প্রাণী বিপন্ন হচ্ছে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৫০. কোন ধরনের মাটি দ্বারা সমতল নদী অববাহিকা অঞ্চল সৃষ্ট?
ক) বালি
খ) কংকর মিশ্রিত
গ) পলি
ঘ) দোআঁশ
৫১. ভূ-পৃষ্ঠে অনুভূমিক পার্শ্বচাপের প্রভাব পড়ে?
ক) আগ্নেয়গিরি অগ্ন্যুৎপাতে
খ) ভূমিধসে
গ) ভূ-ত্বকের কম্পনে
ঘ) ভূমিকম্পের ঝাঁকুনিতে
৫২. ভূমিকম্পের বিপদ থেকে বাঁচতে হলে বিদ্যুৎ ও গ্যাস লাইন কী রকম রাখতে হবে?
ক) বন্ধ করে
খ) চলমান
গ) স্বাভাবিক
ঘ) ত্রুটিমুক্ত
৫৩. ভৌগোলিক অবস্থানগত কারণে বাংলাদেশ অবস্থিত -
i. ইন্ডিয়ান প্লেট সীমানায়
ii. মায়ানমার প্লেট সীমানায়
iii. ইউরোপিয়ান প্লেট সীমানায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৫৪. বাংলাদেশের কিছু অংশ দেবে যাচ্ছে কিংবা কিছু অংশ ওঠে যাচ্ছে এর ফলে -
i. ভূমিকম্পের সম্ভাবনা বাড়ছে
ii. ভূমিকম্পের সম্ভাবনা কমে যাচ্ছে
iii. খনিজ সম্পদ উত্তোলনে সমস্যা দেখা দিচ্ছে
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) i ও iii
ঘ) ii ও iii
৫৫. বাংলাদেশের পশ্চিমে কী অবস্থিত?
ক) ভারতের নদীয়া
খ) ভারতের ত্রিপুরা
গ) ভারতের আসাম
ঘ) ভারতের পশ্চিমবঙ্গ
৫৬. পৃথিবীর ভূমিকম্পপ্রবণ এলাকাগুলোকে কয়টি প্রধান অংশে ভাগ করা যায়?
ক) দুইটি
খ) তিনটি
গ) চারটি
ঘ) পাঁচটি
৫৭. একটি পানির ঢাল প্রবাহিত হলে সর্বশেষ সেটি কোথায় গিয়ে পতিত হবে?
ক) মেঘনা নদীতে
খ) পদ্মা নদীতে
গ) যমুনা নদীতে
ঘ) বঙ্গোপসাগরে
৫৮. গ্রীষ্ম ঋতুতে বাংলাদেশের সর্বনিম্ন তাপমাত্রা কত হয়?
ক) ২০ ডিগ্রি সে.
খ) ২১ ডিগ্রি সে.
গ) ২২ ডিগ্রি সে.
ঘ) ২৩ ডিগ্রি সে.
৫৯. North westerlies কী?
ক) দক্ষিণ-পশ্চিম বায়ু
খ) আশ্বিনা বায়ু
গ) উত্তর-পশ্চিম বায়ু
ঘ) কালবৈশাখী
৬০. ভারতের জলবায়ু বিচিত্র হওয়ার কারণ কী?
ক) দেশটি সাগরবেষ্টিত তাই
খ) দেশটির ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা চলে গেছে
গ) দেশটিতে নদ-নদী কম
ঘ) এটি বিশাল আয়তনের দেশ
৬১. সমুদ্রে ভূমিকম্প আঘাত হানলে -
i. সমুদ্রের পানি তীর থেকে নিচে নেমে যেতে পারে
ii. সমুদ্রের নিচে নেমে যাওয়া পানি ১৫-২০ মিটার উঁচু হয়ে কূলে আঘাত হানতে পারে
iii. অনেক সময় সুনামি আঘাত হানে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৬২. নেপালের বার্ষিক গড় বৃষ্টিপাত কত সে.মি.
ক) ১৪৩
খ) ১৪৪
গ) ১৪৬
ঘ) ১৪৫
৬৩. বাংলাদেশের জলবায়ু -
i. উষ্ণ
ii. শীতল
iii. সমভাবাপন্ন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৬৪. ভূ-প্রকৃতির ভিত্তিতে বাংলাদেশকে প্রধানত কয়টি শ্রেণিতে ভাগ করা যায়?
ক) দুইটি
খ) তিনটি
গ) চারটি
ঘ) পাঁচটি
৬৫. গ্রীষ্মকালে বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা কত হয়?
ক) ২৭ ডিগ্রি সে.
খ) ২৯ ডিগ্রি সে.
গ) ৩০ ডিগ্রি সে.
ঘ) ৩৮ ডিগ্রি সে.
৬৬. ভূমিকম্পের অন্যতম কারণ কী?
ক) পৃথিবীর অভ্যন্তরের শূন্যস্থান পূরণ
খ) ভিত্তিশিলা ক্ষয় এবং ক্ষয়ের স্থানচ্যুতি
গ) ভিত্তিশিলা চ্যুতি বা ফাটল বরাবর আকস্মিক ভূ-আলোড়ন
ঘ) পৃথিবীর অভ্যন্তরের তরল পদার্থের স্থানান্তর
৬৭. ভূমিকম্পের সময় জনসাধারণের করণীয় নিজেকে -
i. চিন্তামুক্ত রাখা
ii. ধীরস্থির রাখা
iii. শান্ত রাখা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৬৮. নুড়ি, বালি ও কংকর মিশ্রিত লালচে মাটি কোথায় দেখা যায়?
ক) ঢাকা
খ) কুমিল্রা
গ) ভোলা
ঘ) বরগুনা
৬৯. বাংলাদেশে ভূমিকম্প বলয়ের কোনটি বিপজ্জনক?
ক) প্রথম বলয়
খ) দ্বিতীয় বলয়
গ) তৃতীয় বলয়
ঘ) চতুর্থ বলয়
৭০. বাংলাদেশে ভূমিকম্প হয়ে থাকে কোন প্লেটের সংঘর্ষের কারণে?
ক) লিনিয়ামোট
খ) টেকটনিক
গ) ইন্ডিয়ান
ঘ) কনসোর্টিয়াম
৭১. কোন দিকে বাংলাদেশের ভূখন্ড ক্রমশ ঢালু?
ক) উত্তর হতে দক্ষিণে
খ) পূর্ব হতে পশ্চিমে
গ) দক্ষিণ হতে উত্তরে
ঘ) পশ্চিম হতে পূর্বে
৭২. কোন মৌসুমি বায়ুর প্রভাবে বর্ষাকালে মায়ানমারে প্রচুর বৃষ্টিপাত হয়?
ক) উত্তর-পূর্ব
খ) দক্ষিণ-পূর্ব
গ) উত্তর-পশ্চিম
ঘ) দক্ষিণ-পশ্চিম
৭৩. বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোন জেলায় অবস্থিত?
ক) চট্টগ্রাম
খ) খাগড়াছড়ি
গ) বান্দরবান
ঘ) রাঙ্গামাটি
৭৪. সাধারণত টিলার উচ্চতা কত হয়ে থাকে?
ক) ১০-৩০ মিটার
খ) ৩০-৯০ মিটার
গ) ৪০-৮০ মিটার
ঘ) ৬০-৭০ মিটার
৭৫. কী দিয়ে ইটের দেয়ালে প্রলেপ দিলে ভূমিকম্প প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়?
ক) ইস্পাত
খ) কংক্রিট ঢালাই
গ) ফেরো সিমেন্ট
ঘ) কাঠের ব্রেসিং
৭৬. বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের পাহাড়সমূহ গঠিত -
i. শেল পাথর দ্বারা
ii. চুনাপাথর দ্বারা
iii. কর্দম দ্বারা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৭৭. বর্ষাকালে বাংলাদেশে সর্বনিম্ন বৃষ্টিপাত কোথায় সংঘটিত হয়?
ক) পাবনায়
খ) ঢাকায়
গ) কুমিল্রায়
ঘ) শ্রীমঙ্গলে
৭৮. বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়সমূহ বিস্তৃত -
i. ময়মনসিংহ জেলার উত্তরাংশে
ii. হবিগঞ্জ জেলার দক্ষিণাংশে
iii. সিলেট জেলার উত্তরাংশে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৭৯. মার্চ থেকে মে মাস পর্যন্ত গ্রীষ্মকাল বিরাজ করে -
i. বাংলাদেশে
ii. ভারতে
iii. মায়ানমারে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৮০. গড় হিসাবে বাংলাদেশে উষ্ণতম মাস কোনটি?
ক) মার্চ
খ) মে
গ) এপ্রিল
ঘ) জুন
৮১. ভূমিকম্পের কেন্দ্রের ঠিক সোজাসুজি উপরে ভূ-পৃষ্ঠস্থ স্থানের নাম কী?
ক) চ্যুতি
খ) কেন্দ্র
গ) উপকেন্দ্র
ঘ) উপত্যকা
৮২. কোন বায়ুর প্রভাবে এপ্রিল মাসে দেশের দক্ষিণ হতে উত্তর দিকে তাপমাত্রা ক্রমান্বয়ে বেশি হয়?
ক) মৌসুমি বায়ু
খ) স্থানীয় বায়ু
গ) সাময়িক বায়ু
ঘ) সামুদ্রিক বায়ু
৮৩. বাংলাদেশের ভূমিকম্প বলয়সমূহ কী নামে পরিচিত?
ক) বিপজ্জনক জোন
খ) কনসোর্টিয়াম জোন
গ) সিসমিক রিস্ক জোন
ঘ) লিনিয়ামোট জোন
৮৪. বাংলাদেশের রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ির পাহাড়সমূহ কোন অঞ্চলের পাহাড়ের উদাহরণ?
ক) দক্ষিণাঞ্চলের
খ) দক্ষিণ-পশ্চিমাঞ্চলের
গ) পূর্বাঞ্চলের
ঘ) দক্ষিণ-পূর্বাঞ্চলের
৮৫. ২০০১ সারে বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার ছিল কত?
ক) ১.৪৮
খ) ১.৪৯
গ) ১.৪৬
ঘ) ১.৪৪
৮৬. ভারতের কোনো কোনো স্থানে কোন ঋতুতে ঘূর্ণিঝড়ের মাধ্যমে বৃষ্টিপাত হয়?
ক) শীতকারে
খ) গ্রীষ্মকালে
গ) বর্ষাকালে
ঘ) শরৎ ও হেমন্তকারে
৮৭. শীতে ভারতের আকাশ থাকে -
i. স্বচ্ছ
ii. মেঘমুক্ত
iii. জলীয় বাষ্পপূর্ণ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৮৮. ১৯৭৪ সাল থেকে বর্তমানে মাথাপিছু জমির পরিমাণ কত কমেছে?
ক) ০.০৩ একর
খ) ০.০০৩ একর
গ) ০.০২ একর
ঘ) ০.০২৫ একর
৮৯. সবচেয়ে বেশি ভূমিকম্পপ্রবণ এলাকা হলো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের -
i. ক্যালিফোর্নিয়া
ii. জাপান
iii. আলাস্কা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
* উদ্ধৃত অংশটুকু পড় এবং নিচের ২টি প্রশ্নের উত্তর দাও:
রিস্তানা ডিসেম্বর মাসের এক বিকেলে বাবা-মায়ের সাথে মেলায় যায়। হঠাৎ করেই বৃষ্টি শুরু হলে তারা দ্রুত একটি গাছের নিচে আশ্রয় নেয়। তবে সামান্য বৃষ্টিপাতের পরেই মেঘ কেটে যায়।
৯০. রিস্তানার দেখা বৃষ্টিপাতটি কোন বায়ুর প্রভাবে ঘটেছে?
ক) উত্তর-পূর্ব মৌসুমি বায়ু
খ) উত্তর-পশ্চিম শীতল বায়ু
গ) দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু
ঘ) দক্ষিণ-পশ্চিম শুষ্ক বায়ু
৯১. উক্ত বৃষ্টিপাতটির ফলে কোন ফসল উৎপাদন করা যায়?
ক) ভুট্টা
খ) গম
গ) পাট
ঘ) তুলা
No comments:
Post a Comment