১. অন্তঃনিষেক হয় কোন ধরনের প্রাণীতে?
ক) পানিতে বাসকারী
খ) জলে বাসকারী
গ) ডাঙ্গায় বাসকারী
ঘ) উভচর প্রাণীতে
২. সরাসরি জনন কাজে অংশগ্রহণ করে কোনটি?
ক) পোলেন টিউব
খ) পুংদন্ড
গ) পুংজননকোষ
ঘ) পুংস্তবক
৩. যুক্তধানী শব্দের ইংরেজি প্রতিশব্দ কোনটি?
ক) Epipetalous
খ) Syngenesious
গ) Syncarpous
ঘ) Malegamet
৪. জনন মাতৃকোষে কোন পদ্ধতিতে কোষ বিভাজন ঘটে?
ক) অ্যামাইটোসিস
খ) মাইটোসিস
গ) মিয়োসিস
ঘ) অস্বাভাবিক মাইটোসিস
৫. জননকোষ সৃষ্টির পূর্বশর্ত কোনটি?
ক) অ্যামাইটোসিস কোষ বিভাজন
খ) মাইটোসিস কোষ বিভাজন
গ) মিয়োসিস কোষ বিভাজন
ঘ) অস্বাভাবিক কোষ বিভাজন
৬. ভিত্তি কোষ থেকে কোনটি গঠিত হয়?
ক) ভ্রূণ
খ) ভ্রূণধারক
গ) বীজপত্র
ঘ) ভ্রূণমূল
৭. ধানের পরাগায়ন কোনটি দ্বারা ঘটে?
ক) বায়ু
খ) পতঙ্গ
গ) প্রাণী
ঘ) পাতি
৮. উচ্চ শ্রেণির উদ্ভিদের জনন অঙ্গ কী?
ক) বীজ
খ) ফল
গ) মূল
ঘ) ফুল
৯. অমরাতে প্রচুর ---- থাকে।
ক) রক্তরস
খ) রক্তনালি
গ) রক্ত কণিকা
ঘ) সবগুলো
১০. অশস্যল বীজ কোনটি?
ক) মটর
খ) গম
গ) রেড়ি
ঘ) ধান
১১. স্পোরোফাইটের প্রথম কোষ কোনটি?
ক) শুক্রাণু
খ) ডিম্বাণু
গ) জাইগোট
ঘ) মরুলা
১২. টেস্টোস্টেরন নিঃসৃত হয় কোনটি হতে?
ক) ডিম্বাশয়
খ) অগ্নাশয়
গ) শুক্রাশয়
ঘ) মলাময়
১৩. নিচের কোনটিতে একগুচ্ছ গরাগদন্ড থাকে?
ক) শিমুল
খ) সূর্যমুখী
গ) জবা
ঘ) সব কয়টি
১৪. গর্ভাশয় ফলে পরিণত হলে তাকে কী বলে?
ক) প্রকৃত ফল
খ) অপ্রকৃত ফল
গ) নীরস ফল
ঘ) গুচ্ছ ফল
১৫. পরাগরেণু অঙ্কুরিত হয়ে কিসে পরিণত হয?
ক) পুংজননে
খ) যুক্তধানীতে
গ) পরাগথলিতে
ঘ) পোলেন টিউবে
১৬. উন্নত উদ্ভিদে –
i. দুই ধরনের জনন কোষ একই দেহে সৃষ্টি হয়
ii. এদের ভিন্নবাসী উদ্ভিদ বলে
iii. এদের সহবাসী উদ্ভিদ বলে
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
১৭. প্রকৃত ফলের উদাহরণ কোনটি?
ক) আম
খ) আপেল
গ) চালতা
ঘ) আঙ্গুর
১৮. পানি পরারী ফুল কোনটি?
ক) কচুরী
খ) পাতশ্যাওলা
গ) কলমি
ঘ) পদ্ম
১৯. একটি অপরিণত পরাগধানী কোন কলা দ্বারা গঠিত হয়?
ক) সরল
খ) জটিল
গ) ভাজক
ঘ) জাইলেম
২০. প্রজননের জন্য রূপান্তরিত বিশেষ ধরনের বিটপকে কী বলে?
ক) ফল
খ) বীজ
গ) ফুল
ঘ) মূল
২১. চালতা কোন ফলের উদাহরণ?
ক) অপ্রকৃত
খ) প্রকৃত
গ) গুচ্ছ
ঘ) সরল
২২. ত্রিমিলন কী?
ক) পুং জননকোষ ও স্ত্রী জননকোষের মিলন
খ) পুং জননকোষ ও প্রতিপাদ কোষের মিলন
গ) পুং জননকোষ ও সেকেন্ডারি নিউক্লিয়াসের মিলন
ঘ) পুং জননকোষ ও ডিম্বাণুর মিলন
২৩. পরাগধানী একগুচ্ছে থাকলে তাকে কী বলে?
ক) যুক্তধানী
খ) বিযুক্তধানী
গ) দললগ্ন
ঘ) দলমন্ডল
২৪. পানিপরাগী ফুলের বৈশিষ্ট্য হচ্ছে –
i. ফুলের সুগন্ধ নেই
ii. আকারে ক্ষুদ্র ও হালকা
iii. ফুল মধুগ্রন্থিযুক্ত
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
২৫. ভ্রূণ মাতৃগর্ভে গড়ে প্রায় কত সপ্তাহ অবস্থান করে?
ক) ৩৬
খ) ৩৮
গ) ৪০
ঘ) ৪২
২৬. সস্যকোষের প্রকৃতি কীরূপ?
ক) হ্যাপ্লয়েড
খ) ডিপ্লয়েড
গ) ট্রিপ্লয়েড
ঘ) টেট্রাপ্লয়েড
২৭. গর্ভাবস্থায় অমরা কী কাজে লাগে?
ক) ভ্রূণ ও মাতৃ জরায়ুর টিস্যুর সম্পর্ক স্থাপনে
খ) ভ্রূণ ও মাতৃদেহের শ্বসনতন্ত্রের সম্পর্ক স্থাপনে
গ) ভ্রূণ ও মাতৃদেহের স্নায়ুতন্ত্রের সম্পর্ক স্থাপনে
ঘ) ভ্রূণ ও মাতৃদেহের রেচনতন্ত্রের সম্পর্ক স্থাপনে
২৮. হরমোন –
i. স্বল্পমাত্রায় নিঃসৃত হয়
ii. দৈহিক বৃদ্ধি করে
iii. একটা শর্করা জাতীয় পদার্থ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
২৯. জরায়ুর অন্তঃগাত্রে ভ্রূণের সংস্থাপন হওয়ার পর থেকে শিশু ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত সময়কে কী বলে?
ক) গর্ভধারণ
খ) ভ্রূণ পরিস্ফুটনকাল
গ) গর্ভাবস্থা
ঘ) অমরাবিন্যাসকাল
৩০. হরমোন কীসের মাধ্যমে বাহিত হয়?
ক) এনজাইম
খ) স্নায়ু
গ) লসিকা
ঘ) রক্ত
৩১. n সংখ্যক ক্রোমোজোম থাকে –
i. জাইগোটে
ii. ডিম্বাণুতে
iii. শুক্রাণুতে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৩২. গর্ভযন্ত্রের মাঝের কোষটিকে কী বলে?
ক) জাইগোট
খ) ভ্রূণ
গ) শুক্রাণু
ঘ) ডিম্বাণু
৩৩. যুক্তধানী ফুলের –
i. পরাগদন্ড একগুচ্ছে থাকে
ii. পরাগধানী একগুচ্ছে থাকে
iii. উদাহরণ হচ্ছে সূর্যমুখী
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৩৪. জাইগোট কত প্রস্থ ক্রোমোজোম বহন করে?
ক) এক
খ) দুই
গ) তিন
ঘ) চার
৩৫. যে শাখায় ফুলগুলো বিশেষ নিয়মে সাজানো থাকে ফুলসহ তাকে কী বলে?
ক) পুষ্পমঞ্জরি
খ) মঞ্জরিদন্ড
গ) পুষ্পাক্ষ
ঘ) মঞ্জরিপত্র
৩৬. স্ব-পরাগায়ন হয় –
i. কুমড়া ফুলে
ii. শিমুল ফুলে
iii. ধুতুরা ফুলে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৩৭. বহিঃনিষেক হয় কোন প্রাণীতে?
ক) পাখি
খ) মাছ
গ) বাদুর
ঘ) ইঁদুর
৩৮. নিষেকের পর গর্ভাশয় ও মাইক্রোপাইল পরিবর্তনের ক্ষেত্রে প্রযোজ্য কোনটি?
ক) ফল ও বীজরন্ধ্র
খ) ফলত্বক ও বীজনাভি
গ) বীজ ও বীজের বোঁটা
ঘ) টেস্টা ও বীজমূল
৩৯. গর্ভাবস্থার সময়কাল সাধারণত কত?
ক) ৪০-৫০ সপ্তাহ
খ) ৩৮-৪০ সপ্তাহ
গ) ৩০-৪০ সপ্তাহ
ঘ) ৩৫-৪০
৪০. কোন অংশটি বাইরের দিক থেকে দ্বিতীয় স্তবক?
ক) দলমন্ডল
খ) বৃতি
গ) পুষ্পাক্ষ
ঘ) পুংস্তবক
৪১. প্রজননের জন্য অত্যাবশ্যকীয় অংশ কতটি?
ক) ১টি
খ) ২টি
গ) ৩টি
ঘ) ৪টি
৪২. পরাগায়ন –
i. ফুল উৎপাদনের পূর্বশর্ত
ii. ফল উৎপাদনের পূর্বশর্ত
iii. বীজ উৎপাদনের পূর্বশর্ত
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৪৩. পরাগায়ন কত প্রকার?
ক) ২
খ) ৩
গ) ৪
ঘ) ৫
৪৪. ডিপ্লয়েড গৌণ কেন্দ্রিকা সৃষ্টির পর দুই মেরুর –
i. কেন্দ্রিকাগুলো কোষ সৃষ্টি করে
ii. কেন্দ্রিকাগুলোতে সাইটোপ্লাজম যুক্ত হয়
iii. কেন্দ্রিকাগুলো নষ্ট হয়ে যায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৪৫. দলমন্ডল বাইরের দিক থেকে কততম স্তবক?
ক) প্রথম
খ) দ্বিতীয়
গ) তৃতীয়
ঘ) চতুর্থ
৪৬. একই গাছের ভিন্ন দুটি ফুলে পরাগায়নকে কী বলে?
ক) যুক্ত পরাগায়ন
খ) পর-পরাগায়ন
গ) স্ব-পরাগায়ন
ঘ) নিষেক
৪৭. HIV – ভাইরাস কোনটির গঠনে বিঘ্ন ঘটায়?
ক) এন্টিজোন
খ) এন্টিবডি
গ) ইস্ট্রোজেন
ঘ) থাইরক্সিন
৪৮. প্রজননের জন্য বিশেষভাবে রূপান্তরিত বিটপ –
i. নিম্ন শ্রেণির উদ্ভিদের জনন অঙ্গ
ii. এর নাম ফুল
iii. উচ্চ শ্রেণির উদ্ভিদের জনন অঙ্গ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৪৯. পুংকেশরের দন্ডের ন্যায় অংশকে কী বলে?
ক) পরাগধানী
খ) পরাগনারী
গ) পুংদন্ড
ঘ) পরাগদন্ড
৫০. জীবাণু প্রবেশের কত মাস পর এইডসের লক্ষণ প্রকাশ পায়?
ক) প্রায় ছয় মাস
খ) প্রায় চার মাস
গ) প্রায় তিন মাস
ঘ) প্রায় পাঁচ মাস
৫১. অমরা হতে নিঃসৃত হয় –
ক) টেস্টোস্টেরন
খ) অ্যান্ড্রোজেন
গ) গোনাডোট্রপিক
ঘ) থাইরয়েড
৫২. পতঙ্গ পরাগী ফুলের বৈশিষ্ট্য কোনটি?
ক) ক্ষুদ্র ও হালকা
খ) পানিতে ভাসতে পারে
গ) বড় ও রঙিন
ঘ) মধু গ্রন্থিবিহীন
৫৩. অন্তঃনিষেক
i. প্রক্রিয়াটিতে সঙ্গমের প্রয়োজন
ii. ডাঙায় বসবাসকারীদের ভেতর কম দেয়া যায়
iii. হাঙ্গর মাছে দেখা যায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৫৪. পুংস্তবক এর প্রতিটি অংশকে কী বলে?
ক) পুংকেশর
খ) পুংদন্ড
গ) পরাগধানী
ঘ) যুক্তধানী
৫৫. হরমোন কী ধরনের পদার্থ?
ক) জৈব রাসায়নিক
খ) রাসায়নিক
গ) ভৌত
ঘ) জৈব
৫৬. কত সপ্তাহ পর ভ্রূণকে ফিটাস বলা হয়?
ক) ৪
খ) ৮
গ) ২৮
ঘ) ৩৮
৫৭. ভ্রূণ বৃদ্ধির চতুর্থ সপ্তাহে –
i. হৃৎপিন্ড ও সংবহনতন্ত্র গঠিত হয়
ii. চোখ ও মেরুরুজ্জ দৃশ্যমান হয়
iii. মুকুলের মত অঙ্গাণু গঠিত হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৫৮. বিশ্বস্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী বিশ্বের কতটি দেশে AIDS রোগের বিস্তার ঘটেছে?
ক) ১০০
খ) ১২০
গ) ১৩৫
ঘ) ১৬৪
৫৯. প্রকৃত ফলের উদাহরণ হচ্ছে –
i. আম
ii. কাঁঠাল
iii. চালতা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৬০. গর্ভপত্রের কতটি অংশ থাকে?
ক) ২
খ) ৩
গ) ৪
ঘ) ৫
৬১. কত বয়সের পর মেনোপজ শুরু হয়?
ক) ২০-৩০
খ) ৩০-৪০
গ) ৪০-৫০
ঘ) ৫০-৬০
৬২. থাইরক্সিন হরমোনের কাজ কী?
ক) মানসিক বিকাশ
খ) জরায়ুজ সংকোচন নিয়ন্ত্রণ
গ) জরায়ুর বৃদ্ধি
ঘ) অমরা বৃদ্ধি
৬৩. শাখার বৃদ্ধি পুষ্প উৎপাদনের ফলে থেমে গেলে তাকে কী বলে?
ক) নিয়ত পুষ্পমঞ্জরি
খ) অনিয়ত পুষ্পমঞ্জরি
গ) অসীম পুষ্পমঞ্জরি
ঘ) সসীম পুষ্পমঞ্জরি
৬৪. নিষেকের কত সপ্তাহের মধ্যে অমরা গঠিত হয়?
ক) ১০
খ) ১১
গ) ১২
ঘ) ১৩
৬৫. একটি আদর্শ ফুলের কতটি অত্যাবশ্যকীয় অংশ থাকে?
ক) ৩টি
খ) ৫টি
গ) ৭টি
ঘ) ৯টি
৬৬. ফল গঠনের প্রক্রিয়া শুরু হয় –
i. নিষিক্তকরণ প্রক্রিয়ার শেষে
ii. নিষিক্তকরণ প্রক্রিয়ার শুরুতে
iii. গর্ভাশয়ে উদ্দীপনার সৃষ্টি হলে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৬৭. তুমি কীভাবে পতঙ্গপরাগী ফুল শনাক্ত করবে?
ক) মধুগ্রন্থির উপস্থিতিতে
খ) হালকা পরাগরেণুর উপস্থিতিতে
গ) ক্ষুদ্র আকারের ভিত্তিতে
ঘ) শুষ্ক গর্ভমুন্ডের ভিত্তিতে
৬৮. রঙ-বেরঙের বৃতি কী কাজে সাহায্য করে?
ক) সালোকসংশ্লেষণে
খ) অভিস্রবণে
গ) ব্যাপনে
ঘ) পরাগায়নে
৬৯. বর্তমান বিশ্বে একটি মারাত্মক ঘাতক ব্যাধি হিসেবে পরিচিত কোনটি?
ক) ক্যানসার
খ) এইডস
গ) টিউবারকুলেসিস
ঘ) থ্যালাসেমিয়া
৭০. প্রায় একই সময় দুটো পুংজনন কোষের একটি ডিম্বাণু ও অপরটি গৌণ কেন্দ্রিকার সাথে মিলিত হওয়াকে কী বলে?
ক) নিষেক
খ) অভিযোজন
গ) পরাগায়ন
ঘ) দ্বি-নিষেক
৭১. অনিয়ত পুষ্পমঞ্জরি শনাক্ত করা যায় –
i. পুষ্পদন্ডের বৃদ্ধির ভিত্তিতে
ii. পুষ্পদন্ড শীর্ষে পুষ্প উৎপাদনের ভিত্তিতে
iii. পরিণত পুষ্পের অবস্থানের ভিত্তিতে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৭২. এইডস রোগের জীবাণু দেহে প্রবেশের কতদিন পর রোগের লক্ষণ প্রকাশ পায়?
ক) ১ মাস
খ) ৩ মাস
গ) ৬ মাস
ঘ) ১০ মাস
৭৩. ভ্রূণে ডিপ্লয়েড ক্রোমোজোম পুনঃস্থাপিত হয় কোন প্রক্রিয়ায়?
ক) উজেনেসিস
খ) গ্যামেটোজেনেসিস
গ) ফার্টিলাইজেশন
ঘ) মিয়োটিক ভিডিশন
৭৪. পতঙ্গ পরাগী ফুলের বৈশিষ্ট্য হচ্ছে –
i. আকারে ছোট হয়
ii. রঙ্গিন হয়
iii. আকারে বড় হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৭৫. বহিঃনিষেক কোন ধরনের প্রাণীতে হয়?
ক) মাটিতে বসবাসকারী
খ) উড়ন্ত প্রাণীতে
গ) পানিতে বসবাসকারী
ঘ) সবখানে
৭৬. বৃতির প্রধান কাজ হলো –
ক) ভিতরের অংশগুলোকে রোদ, বৃষ্টি, পোকামাকড় হতে রক্ষা করা
খ) ফুলকে আকর্ষণীয় করা
গ) পরাগায়নে সাহায্য করা
ঘ) নিষেকে সাহায্য করা
৭৭. এইডস সম্পর্কিত তথ্য হলো –
i. এটি ১৯৮১ সালে আবিষ্কৃত হয়
ii. বর্তমান বিশ্বের প্রায় ২ কোটি ৩০ লক্ষ লোক আক্রান্ত
iii. এর কার্যকরী কোনো ওষুধ আবিষ্কৃত হয় নি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৭৮. দলমন্ডলের ক্ষেত্রে দৃশ্যমান হয় –
i. দলমন্ডল যেকোনো ফুলের সবচেয়ে আকর্ষণীয় অংশ
ii. পাপড়িগুলো মিলিতভাবে অবস্থান করতে পারে
iii. পাঁচটি পেটাল বা পাপড়ি মিলিতভাবে এ দলমন্ডল গঠন করে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৭৯. প্রাথমিক ভ্রূণ কয় কোষী?
ক) চার কোষী
খ) ত্রি কোষী
গ) দ্বি কোষী
ঘ) এক কোষী
৮০. যৌন জননে কয়টি বিপরীতধর্মী জননকোষ পরস্পরের সাথে মিলিত হয়?
ক) ২
খ) ৩
গ) ৪
ঘ) ৫
৮১. নতুন স্পোরোফাইটের গঠনের ক্ষেত্রে –
i. জাইগোটের বিভাজনে দুটো কোষ সৃষ্টি হয়
ii. জাইগোটের বিভাজন অনুপ্রস্থে ঘটে
iii. সস্যের পরিস্ফুটন ঘটতে শুরু করে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৮২. জাইগোটের বিভাজন কীভাবে ঘটে?
ক) অনুদৈর্ঘ্যে
খ) অনুপ্রস্থে
গ) বৃত্তীয়ভাবে
ঘ) সমান্তরালে
৮৩. কিসের সাহায্যে ভ্রূণ জরায়ুর গাত্রে সংস্থাপিত হয়?
ক) গর্ভাশয়
খ) গর্ভমূল
গ) অমরা
ঘ) হরমোন
৮৪. দলমন্ডল –
i. সাধারণত রঙ্গিন হয়
ii. পাপড়ির সমন্বয়ে গঠিত
iii. পরাগায়নে সাহায্য করে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৮৫. প্রজনন সংক্রান্ত হরমোন গ্রন্থি কতটি?
ক) ৩
খ) ৪
গ) ৫
ঘ) ৬
৮৬. ভ্রূণের উপাঙ্গ নাড়ানো মা বুঝতে পারে কত সপ্তাহে?
ক) বিশ সপ্তাহে
খ) আঠাশ সপ্তাহে
গ) দ্বাদশ সপ্তাহে
ঘ) আটত্রিশ সপ্তাহে
৮৭. একটি আদর্শ ফুলে কতটি অংশ থাকে?
ক) ২টি
খ) ৩টি
গ) ৪টি
ঘ) ৫টি
৮৮. ডিম্বকরন্ধ্রের দিকের কোষ তিনটিকে কী বলে?
ক) গর্ভযন্ত্র
খ) গর্ভপত্র
গ) গর্ভাশয়
ঘ) গর্ভমুন্ড
৮৯. পুংস্তবক ও স্ত্রীস্তবকের যেকোনো একটি অনুপস্থিত থাকলে তাকে কী ফুল বলে?
ক) একলিঙ্গ
খ) উভলিঙ্গ
গ) ক্লীব
ঘ) সম্পূর্ণ
৯০. পৃথিবী হতে জীবের অস্তিত্ব চিরতরে বিলীন হয় না কেন?
ক) প্রজননের জন্য
খ) অভিযোজনের জন্য
গ) বিবর্তনের জন্য
ঘ) মিউটেশনের জন্য
৯১. বহিঃনিষেক –
i. হাঙ্গর মাছে হয় না
ii. প্রক্রিয়ায় সঙ্গমের প্রয়োজন হয় না
iii. পানিতে বাসকারীতে বেশি দেখা যায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৯২. নিচের কোনগুলো ভিন্নবাসী উদ্ভিদের অন্তর্গত?
ক) কুমড়া ও লাউ
খ) শিম ও বরবটি
গ) কলমি ও জবা
ঘ) খেজুর ও পটল
৯৩. পুংকেশরের শীর্ষে থলের ন্যায় অংশকে কী বলে?
ক) পরাগনারী
খ) পরাগধানী
গ) পুংদন্ড
ঘ) যুক্তধানী
৯৪. পরাগধানী ও পুংদন্ডের সংযোগকারী অংশকে কী বলে?
ক) পোলেন
খ) যুক্তধানী
গ) গর্ভাশয়
ঘ) যোজনী
৯৫. হরমোন ক্রিয়া করে উৎসের –
i. ভেতর
ii. নিকটবর্তী স্থানে
iii. দূরবর্তী স্থানে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৯৬. পর-পরাগায়নের ফলে –
i. নতুন গুণের উদ্ভব ঘটে
ii. প্রজাতির চরিত্রগত বিশুদ্ধতা বজায় থাকে
iii. নতুন ভ্যারাইটির সৃষ্টি হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৯৭. অমরার গঠন সম্পন্ন হয় কত সপ্তাহে?
ক) প্রথম
খ) তৃতীয়
গ) চতুর্থ
ঘ) দ্বাদশ
৯৮. পতঙ্গ দ্বারা পরাগায়ন ঘটে –
i. জবা ফুলের
ii. কুমড়া ফুলের
iii. পাতাশ্যাওলার
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৯৯. সকল প্রকৃত ও অপ্রকৃত ফলকে কতভাগে ভাগ করা যায়?
ক) ২
খ) ৩
গ) ৪
ঘ) ৫
১০০. যৌনাঙ্গ বৃদ্ধি ও যৌন লক্ষণ প্রকাশে সহায়তা করে –
ক) পিটুইটারি গ্রন্থি
খ) থাইরয়েড গ্রন্থি
গ) অ্যাড্রেনাল গ্রন্থি
ঘ) অনাল গ্রন্থি
১০১. পাতাশ্যাওলার বৈশিষ্ট্য হচ্ছে –
i. স্ত্রীফুলের বৃন্ত লম্বা
ii. ফুলে সুগন্ধ আছে
iii. পুংফুলের বৃন্ত ছোট
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
১০২. স্ত্রীস্তবকের অপর নাম কী?
ক) গর্ভপত্র
খ) গর্ভাশয়
গ) গর্ভমুন্ড
ঘ) গর্ভকেশর
১০৩. পোলেন টিউব –
i. পরাগরেণু হতে তৈরি হয়
ii. হতে পুংজনন কোষ উৎপন্ন হয়
iii. পুংদন্ডের বাইরে থাকে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
১০৪. HIV – এর প্রভাবে কমতে থাকে –
i. লোহিত কণিকা
ii. শ্বেত কণিকা
iii. এন্টিবডি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
১০৫. ভ্রূণ মায়ের রক্ত থেকে অক্সিজেন গ্রহণ করে কোনটির মাধ্যমে?
ক) অমরা
খ) জরায়ু
গ) অ্যামিনিয়ন
ঘ) রজ্জু
১০৬. কত সপ্তাহে মুকুলের মতো অঙ্গাণু গঠিত হয়?
ক) ২ সপ্তাহের পর
খ) ৩ সপ্তাহের পর
গ) ৪ সপ্তাহের পর
ঘ) ৫ সপ্তাহের পর
১০৭. তুমি আতা, বেরী, দেবদারু ফল কী হিসেবে শনাক্ত করবে?
ক) যৌগিক ফল
খ) সরল ফল
গ) গুচ্ছ ফল
ঘ) সরোসিস ফল
১০৮. পর-পরাগায়ন হয় –
i. শিমুল ফুলে
ii. পেঁপে ফুলে
iii. কুমড়া ফুলে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
১০৯. স্ত্রী গ্যামেটোফাইট সৃষ্টির শেষ পর্যায়ে সৃষ্ট গৌণ কেন্দ্রিকা কীরূপ?
ক) হ্যাপ্লয়েড
খ) ডিপ্লয়েড
গ) ট্রিপ্লয়েড
ঘ) টেট্রাপ্লয়েড
১১০. ফুলের বৃন্তশীর্ষে অবস্থানকারী গোলাকার অঙ্গটির নাম কী?
ক) পুষ্পাক্ষ
খ) বৃতি
গ) দল
ঘ) পুংস্তবক
১১১. প্রজনন না হলে জীবের কী হয়?
ক) কোনো ক্ষতি হয় না
খ) অস্তিত্ব বিলোপ হয়
গ) সংখ্যা বৃদ্ধি পায়
ঘ) জীব জগতের উন্নতি ঘটে
১১২. গলার স্বর বদলানোর ক্ষেত্রে কোন হরমোনটি কার্যকর ভূমিকা পালন করে?
ক) টেস্টোস্টেরন
খ) গানাডোট্রপিক
গ) প্রোজেস্টেরন
ঘ) রিলাক্সিন
১১৩. HIV ভাইরাসের গঠনের ক্ষেত্রে প্রযোজ্য কোনটি?
ক) একসূত্রক RNA ও রিভার্স ট্রান্সক্রিপ্টেজ বিদ্যমান
খ) দ্বিসূত্রক DNA ও রিভার্স ট্রান্সক্রিপ্টেজ বিদ্যমান
গ) একসূত্রক RNA ও ক্যাসেমিয়ার বিদ্যমান
ঘ) দ্বিসূত্রক DNA ও প্রোটিন আবরণ বিদ্যমান
১১৪. মেয়েদের কত বছর বয়সের আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া উচিত নয়?
ক) ১৫
খ) ২০
গ) ২৫
ঘ) ২৮
১১৫. ক্লীব ফুলে –
i. পুংস্তবক থাকে না
ii. পাপড়ি থাকে না
iii. স্ত্রীস্তবক থাকে না
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
১১৬. নিষেকের ফলে ভিন্ন জননকোষ দুইটি একীভূত হয়ে যে কোষ সৃষ্টি করে তাকে কী বলে?
ক) জাইগোট
খ) গর্ভাশয়
গ) ভিত্তি কোষ
ঘ) এপিক্যাল কোষ
১১৭. সকল প্রকৃত ও অপ্রকৃত ফলকে কত ভাগে ভাগ করা যায়?
ক) দুই
খ) তিন
গ) চার
ঘ) পাঁচ
১১৮. পুষ্পাক্ষ কী কাজে লাগে?
ক) ফুলকে আকর্ষণীয়ভাবে তুলে ধরতে
খ) প্রতিকূল পরিবেশ হতে ফুলকে রক্ষা করতে
গ) কীটপতঙ্গকে আকৃষ্ট করতে
ঘ) জনন কাজে প্রত্যক্ষ অংশগ্রহণ করতে
১১৯. কোন গ্ল্যান্ড থেকে থাইরক্সিন নিঃসৃত হয়?
ক) পিটুইটারি
খ) প্যারোটিড
গ) শুক্রাশয়
ঘ) থাইরয়েড
১২০. জাইগোটের ক্ষেত্রে –
i. এটি স্পোরোফাইটের প্রথম কোষ
ii. এটি দ্বিপ্রস্থ (2n) ক্রোমোজোমবিশিষ্ট
iii. এটি একপ্রস্থ ক্রোমোজোমবিশিষ্ট
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
১২১. স্ত্রী গ্যামেটাফাইট কোষটি কোন পদ্ধতিতে বিভাজিত হয়?
ক) মাইটোসিস
খ) এমাইটোসিস
গ) বিয়োজন
ঘ) বিয়োজন বিভাজন
১২২. পুংকেশরের প্রধান অংশ হলো –
i. পুংদন্ড ও পরাগধানী
ii. পরাগধানী ও পরাগথলি
iii. যোজনী
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
১২৩. ভ্রূণের লিঙ্গের ভিন্নতা নির্ণয় করা যায় কখন?
ক) দ্বাদশ সপ্তাহে
খ) বিশ সপ্তাহে
গ) ষোড়শ সপ্তাহে
ঘ) আঠাশ সপ্তাহে
১২৪. পুষ্পাক্ষ –
i. ফুলকে আকর্ষণীয় করে তুলে
ii. বৃতির নিচে অবস্থান করে
iii. কীটপতঙ্গকে আকর্ষণ করে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
১২৫. পরাগরেণু গর্ভমুন্ডে পতিত হওয়ার পর –
i. পরাগনালিকা বৃদ্ধি পায়
ii. এটি গর্ভদন্ড ভেদ করে
iii. ডিম্বাশয় তৈরি করে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
১২৬. নিষেকের মাধ্যমে প্রজনন ঘটলে তাকে কী বলে?
ক) অযৌন প্রজনন
খ) যৌন প্রজনন
গ) পরাগায়ন
ঘ) গ্যামেটোজেনেসিস
১২৭. পরাগরেণু বিভাজনের ফলে উৎপন্ন বৃহৎ কোষটিকে কী বলে?
ক) নালীকোষ
খ) জেনোরেটিভ কোষ
গ) পরাগনালী
ঘ) রেণুরন্ধ্র
১২৮. নিষিক্ত ডিম্বাণুর ক্লীভেজের শেষ পর্যায়ে ভ্রূণের জরায়ুতে পৌঁছানোর পর্যায়কে কী বলে?
ক) ব্লাস্টোসিস্ট
খ) ব্লাস্টোমিয়ার
গ) ট্রফোব্লাস্ট
ঘ) নেমাটোসিস্ট
১২৯. জাইগোট প্রথম বিভাজনে কতটি কোষ সৃষ্টি করে?
ক) ১
খ) ২
গ) ৩
ঘ) ৪
১৩০. স্ব-পরাগায়নের গুরুত্ব কোনটি?
ক) চরিত্রগত বিশুদ্ধতা
খ) অনিশ্চিত পরাগায়ন
গ) নতুন প্রজাতির সৃষ্টি
ঘ) পরাগরেণু অপচয়
১৩১. গর্ভকেশর ফুলের কোথায় অবস্থান করে?
ক) বাইরে
খ) পুংকেশরের পাশে
গ) কেন্দ্রে
ঘ) বৃতির নিচে
১৩২. উদ্ভিদ প্রজননের প্রধান ধাপ কয়টি?
ক) দুইটি
খ) তিনটি
গ) চারটি
ঘ) পাঁচটি
১৩৩. থ্যালামাস –
i. গোলাকার আকৃতির
ii. মোচাকৃতির
iii. বৃন্ত শীর্ষে তাকে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
১৩৪. সাধারণত পোকামাকড় ফুলের কোন অংশে বসে মধু খায়?
ক) পুষ্পাক্ষ
খ) দল
গ) বৃতি
ঘ) স্ত্রীস্তবক
১৩৫. একটি শুক্রাণু কতটি ডিম্বাণুকে নিষিক্ত করে?
ক) একটি
খ) দুইটি
গ) তিনটি
ঘ) চারটি
১৩৬. অপ্রকৃত ফল হলো –
i. আম
ii. আপেল
iii. চালতা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
১৩৭. প্রজননের প্রধান ধাপ কতটি?
ক) ২টি
খ) ৩টি
গ) ৪টি
ঘ) ৫টি
১৩৮. বয়ঃসন্ধিকাল কী?
ক) কৈশোর ও তারুণ্যের সন্ধিকাল
খ) শৈশব ও কৈশোরের সন্ধিকাল
গ) তারুণ্য ও যৌবনের সন্ধিকাল
ঘ) কৈশোর ও যৌবনের সন্ধিকাল
১৩৯. পানিপরাগী ফুলের বৈশিষ্ট্য কোনটি?
ক) ফুল উজ্জ্বল বর্ণের হয়
খ) পরাগরেণু খুব হালকা হয়
গ) ফুল সাধারণত মিষ্টি গন্ধযুক্ত হয়
ঘ) ফুল সাধারণত একলিঙ্গ হয়
১৪০. জাইগোট কোন ধরনের বিভাজনের সাহায্যে একটি নতুন জীবদেহে পরিণত হয়?
ক) মাইটোসিস
খ) অ্যামাইটোসিস
গ) মিয়োসিস
ঘ) দ্বি-বিভাজন
১৪১. অমরা অপর কী নামেও পরিচিত?
ক) গর্ভদন্ড
খ) গর্ভাশয়
গ) গর্ভমূল
ঘ) গর্ভফুল
১৪২. ধানের পরাগায়ন কিভাবে ঘটে?
ক) বায়ুর সাহায্যে
খ) পানির সাহায্যে
গ) প্রাণীর সাহায্যে
ঘ) পতঙ্গের সাহায্যে
১৪৩. গর্ভযন্ত্রের মাঝের টিস্যুকে কী বলে?
ক) গর্ভমুন্ড
খ) গর্ভপত্র
গ) গর্ভাশয়
ঘ) গর্ভযন্ত্র
১৪৪. Apical cell কীসে পরিণত হয়?
ক) পরাগরেণুতে
খ) জাইগোটে
গ) গর্ভাশয়ে
ঘ) ভ্রুণে
১৪৫. পরিণত অবস্থায় ডিম্বকটি কোনটিসহ বীজে পরিণত হয়?
i. সস্য
ii. বীজপত্র
iii. ভ্রূণ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
১৪৬. নিষেকের মৌলিক তাৎপর্য হচ্ছে –
i. পুংজননকে সক্রিয় করে তোলে
ii. ডিম্বাণুকে পরিস্ফুটনের জন্য সক্রিয় করে তোলে
iii. ভ্রূণের লিঙ্গ নির্ধারণ করে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
১৪৭. ভ্রূণথলির কেন্দ্রের দিকের কোষটিকে কী বলে?
ক) ভিত্তি কোষ
খ) এপিক্যাল কোষ
গ) সস্য কোষ
ঘ) ধারক কোষ
১৪৮. সাধারণত কত সপ্তাহ পর্যন্ত গর্ভাবস্থা বিদ্যমান থাকে?
ক) ৩০-৪০
খ) ৩৫-৪০
গ) ৩৮-৪০
ঘ) ৪০-৪৫
১৪৯. পাখির মাধ্যমে বিস্তরণ ঘটে –
i. খেজুর বট
ii. মটরশুঁটি ও দোপাটি
iii. তেঁতুল ও বট
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
১৫০. বায়ুপরাগী ফুলের উদাহরণ কোনটি?
ক) ধান
খ) জবা
গ) সরিষা
ঘ) কুমড়া
১৫১. হালকা ও মধু গ্রন্থিযুক্ত ফুল বিদ্যমান –
ক) জবাতে
খ) কদমে
গ) শিমুলে
ঘ) ধানে
১৫২. প্রজননের জন্য অত্যাবশ্যক –
i. নিউক্লিয়াস
ii. পুংস্তবক
iii. স্ত্রীস্তবক
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
১৫৩. বায়ুপরাগী ফুলের বৈশিষ্ট্য হচ্ছে –
i. ফুল আকারে বড়
ii. ফুল হালকা ধরনের
iii. মধুগ্রন্থিহীন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
১৫৪. ।পরাগরেণু বিভাজিত হয়ে তৈরি করে –
i. নালীকোষ
ii. জেনোরেটিভ কোষ
iii. রেণুরন্ধ্র কোষ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
১৫৫. মেয়েদের নারীসুলভ লক্ষণের সৃষ্টি হয় –
i. প্রোজেস্টেরনের প্রবাবে
ii. অ্যান্ড্রোজেনের প্রভাবে
iii. ইস্ট্রোজেনের প্রভাবে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
১৫৬. মেনোপজ কী?
ক) প্রাক রজস্রাবীয় পর্ব
খ) রজস্রাবীয় পর্ব
গ) রজনিবৃত্তিকাল
ঘ) রজনিরাময়কাল
১৫৭. প্রজনন সংক্রান্ত হরমোন নিঃসরণ করে –
i. থাইরয়েড গ্রন্থি
ii. অমরা
iii. প্যারোটিড গ্রন্থি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
১৫৮. দলাংশের অপর নাম কী?
ক) যুক্তদল
খ) বিযুক্তদল
গ) বৃতি
ঘ) পাপড়ি
১৫৯. উন্নত শ্রেণির জীব কীভাবে প্রজাতির ধারা অব্যাহত রাখে?
ক) অ্যামাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে
খ) মিয়োসিস কোষ বিভাজনের মাধ্যমে
গ) মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে
ঘ) ইন্টারফেজের মাধ্যমে
১৬০. প্রজনন সংক্রান্ত হরমোন নিঃসরণ করে –
i. পিটুইটারি গ্রন্থি
ii. ওভারি
iii. অ্যাড্রেনাল গ্রন্থি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
১৬১. সাধারণত কত বছর পর্যন্ত নারীদের ঋতুস্রাব চলতে থাকে?
ক) ৩৫-৪০
খ) ৪০-৪৫
গ) ৪০-৫০
ঘ) ৪৫-৫০
১৬২. বৃতি খন্ডিত না হলে তাকে কী বলে?
ক) বিযুক্তবৃতি
খ) অভিন্ন বৃতি
গ) সমবৃতি
ঘ) যুক্তবৃতি
১৬৩. পরাগায়নের মাধ্যম হিসেবে কাজ করে এবং কীটপতঙ্গকে আকর্ষণ করে –
i. বৃতি
ii. দলমন্ডল
iii. পুংকেশর
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
১৬৪. নিচের কোন ফুলের পরাগদন্ড একগুচ্ছ?
ক) জবা
খ) মটর
গ) শিমুল
ঘ) সূর্যমুখী
১৬৫. একলিঙ্গ ফুলে –
i. পুংস্তবক থাকলে স্ত্রীস্তবক থাকে না
ii. স্ত্রীস্তবক থাকলে পুংকেশর থাকে না
iii. বৃতি থাকে না
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
১৬৬. জরায়ুর প্রাচীরে ভ্রূণের সংযুক্তিকে –
i. ভ্রূণ পরিস্ফুটন বলে
ii. ভ্রূণ সংস্থাপন বলে
iii. গর্ভধারন বলে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
১৬৭. কোথায় পরাগ উৎপন্ন হয়?
ক) পরাগনালীতে
খ) পরাগধানীতে
গ) যোজনীতে
ঘ) স্তবকে
১৬৮. কচুতে পরাগায়নের মাধ্যম কী?
ক) পানি
খ) প্রাণী
গ) বায়ু
ঘ) পতঙ্গ
১৬৯. যুক্তধানী ফুলে কোনটি একগুচ্ছে থাকে?
ক) পরাগধানী
খ) পুংকেশর
গ) পরাগদন্ড
ঘ) পুংস্তবক
১৭০. পরাগায়নের মাধ্যম হিসেবে কাজ করে এমন পোকামাকড়, পশু, পাখি ইত্যাদিকে আকর্ষণ করে কোনটি?
ক) বৃতি
খ) পুংকেশর
গ) পুংস্তবক
ঘ) স্ত্রীস্তবক
১৭১. পুষ্পাক্ষের ওপর কতটি স্তবক পরপর সাজানো থাকে?
ক) ২টি
খ) ৩টি
গ) ৪টি
ঘ) ৫টি
১৭২. বৃতির বর্ণ কীরূপ হলে তা খাদ্য প্রস্তুত কাজে অংশ নেয়?
ক) নীলাভ
খ) সবুজ
গ) বিযুক্ত
ঘ) যুক্ত
১৭৩. ভ্রূণ পোষক কলায় ডিম্বক রন্ধ্রে কাছাকাছি গণ প্রোটোপ্লাজম ও বড় নিউক্লিয়াসযুক্ত কোষটিতে কোন ধরনের বিভাজন ঘটে?
ক) মাইটোসিস
খ) অ্যামাইটোসিস
গ) মিয়োসিস
ঘ) অস্বাভাবিক মাইটোসিস
১৭৪. পতঙ্গপরাগী ফুলের বৈশিষ্ট্য হলো –
i. গর্ভমুন্ড পক্ষল ও আঠালো
ii. ফুল উজ্জ্বল বর্ণের
iii. পরাগরেণু আঠালো
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
১৭৫. প্রজনন প্রধানত কত প্রকার?
ক) ২
খ) ৩
গ) ৪
ঘ) ৫
১৭৬. কোনটি সৃষ্টির ফলে ক্রোমোজোমের সংখ্যা পুনরায় জনন মাতৃকোষের সমান হয়ে যায়?
ক) জাইগোট
খ) ডিম্বাণুযন্ত্র
গ) প্রতিপাদ নিউক্লিয়াস
ঘ) গর্ভাশয়
১৭৭. এইডস রোগী মারা যায় কেন?
ক) অধিক এন্টিবডি তৈরি হয় বলে
খ) লোহিত রক্তকণিকা বেড়ে যায় বলে
গ) শ্বেত রক্তকণিকার সংখ্যা বেড়ে যায় বলে
ঘ) রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় বলে
১৭৮. HIV কোনটির ক্ষতিসাধন করে?
ক) শ্বেত রক্তকণিকা
খ) অনুচক্রিকা
গ) রক্তরস
ঘ) লোহিত রক্তকণিকা
১৭৯. অন্ত:নিষেক সংঘটিত হয় –
i. সাধারণত সঙ্গমের মাধ্যমে
ii. ডাঙায় বসবাসকারী প্রাণীদের মধ্যে
iii. জলে বসবাসকারী প্রাণীদের মধ্যে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
১৮০. গৌণ কেন্দ্রিকায় কয়টি ভ্রূণথলির কেন্দ্রে এসে মিলিত হয়?
ক) ১
খ) ২
গ) ৩
ঘ) ৪
১৮১. নিচের চিত্রে নতুন চরিত্র ও প্রকরণ সৃষ্টির প্রক্রিয়া কোনটি?
ক) A
খ) B
গ) A ও B
ঘ) A ও C
১৮২. পতঙ্গ পরাগী ফুল কোনটি?
ক) ধান
খ) সরিষা
গ) তাল
ঘ) মাদার
১৮৩. পরাগায়নের ফলে পরিণত পরাগরেণু গর্ভপত্রের কিসে পতিত হয়?
ক) গর্ভাশয়ে
খ) গর্ভমুন্ড
গ) গর্ভদন্ডে
ঘ) জাইগোটে
১৮৪. উন্নত উদ্ভিদ সাধারণত –
i. সহবাসী
ii. ভিন্নবাসী
iii. যৌন প্রজননক্ষম
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
১৮৫. ভ্রূণ জরায়ুতে পৌঁছানোর কত দিনের মধ্যে সংস্থাপন হয়?
ক) ২-৩
খ) ৩-৪
গ) ৪-৫
ঘ) ৫-৬
১৮৬. পরাগরেণু বিভাজিত হয়ে কতটি কোষ তৈরি করে?
ক) ১
খ) ২
গ) ৩
ঘ) ৪
১৮৭. জেনোরেটিভ কোষ বিভাজিত হয়ে কী তৈরি করে?
ক) পুংজনন কোষ
খ) স্ত্রী জনন কোষ
গ) রেণুরন্ধ্র
ঘ) পরাগনালী
১৮৮. বৃন্তহীন ফুলকে কী বলা হয়?
ক) সবৃন্তক ফুল
খ) অবৃন্তক ফুল
গ) সপুষ্পক ফুল
ঘ) অপুষ্পক ফুল
১৮৯. মিয়োসিস কোষ বিভাজন –
i. জনন মাতৃকোষে ঘটে
ii. দেহকোষে ঘটে
iii. জননকোষ সৃষ্টির পূর্বশর্ত
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
১৯০. গর্ভযন্ত্রের বিপরীত দিকের কোষ তিনটিকে কী বলে?
ক) প্রতিপাদ কোষ
খ) ডিম্বাণু
গ) গর্ভযন্ত্র
ঘ) সহকারী কোষ
১৯১. উন্নত যেসব উদ্ভিদে দুই ধরনের জননকোষ একই দেহে সৃষ্টি হয়, তাদের কী বলে?
ক) পরবাসী উদ্ভিদ
খ) মিথোজীবী উদ্ভিদ
গ) সহবাসী উদ্ভিদ
ঘ) পরভোজী উদ্ভিদ
১৯২. উভলিঙ্গ ফুলের ক্ষেত্রে
i. দুটি অত্যাবশ্যকীয় স্তবক
ii. সরিষা ও জবা এর অন্তর্গত
iii. কুমড়া ও তাল এর অন্তর্গত
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
১৯৩. পুংদন্ড ও পরাগধানী সংযোগকারী অংশটির নাম কী?
ক) পরাগথলি
খ) পরাগনালি
গ) পোলেন টিউব
ঘ) যোজনী
১৯৪. সপুষ্পক উদ্ভিদের জীবনচক্রে কতটি স্তর থাকে?
ক) ১
খ) ২
গ) ৩
ঘ) ৪
১৯৫. যে প্রক্রিয়ায় কোন জীব তার বংশধর সৃষ্টি করে তাকে কী বলে?
ক) নিষেক
খ) পরিস্ফুটন
গ) প্রজনন
ঘ) পরগায়ন
১৯৬. স্ত্রীরেণু মাতৃকোষ থেকে সৃষ্ট হ্যাপ্লয়েড কেন্দ্রিকাটি কতভাগে বিভক্ত হয়ে দুই মেরুতে অবস্থান নেয়?
ক) ১
খ) ২
গ) ৩
ঘ) ৪
১৯৭. সরিষা ফুলের পরাগায়ন কোনটি দ্বারা ঘটে?
ক) বায়ু
খ) পতঙ্গ
গ) পানি
ঘ) মানুষ
১৯৮. বিশ্বে বর্তমানে কত লোক AIDS এ আক্রান্ত?
ক) ২ কোটি ১০ লাখ
খ) ২ কোটি ২০ লাখ
গ) ২ কোটি ৩০ লাখ
ঘ) ২ কোটি ৪০ লাখ
১৯৯. সস্যকোষগুলির কেন্দ্রিকায় কত সংখ্যক ক্রোমোজোম থাকে?
ক) n
খ) 2n
গ) 3n
ঘ) 4n
২০০. বৃতি খন্ডিত হলে তাকে কী বলে?
ক) উপবৃতি
খ) বিষমবৃতি
গ) বিযুক্তবৃতি
ঘ) যুক্তবৃতি
২০১. সাধারণত কোন ধরনের জীবে যৌন প্রজনন হয় না?
ক) নিম্নশ্রেণি
খ) মধ্যশ্রেণি
গ) উচ্চশ্রেণি
ঘ) উচ্চ-মধ্য শ্রেণি
২০২. স্ত্রী প্রজননতন্ত্রে থাকে –
i. জরায়ু
ii. ডিম্বনালী
iii. শুক্রনালী
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
২০৩. রিলাক্সিন হরমোনের কাজ কী?
ক) অমরা বৃদ্ধি নিয়ন্ত্রণ করা
খ) ঋতুচক্র নিয়ন্ত্রণ করা
গ) দাঁড়ি গোফ গজানো
ঘ) যৌনাঙ্গ বৃদ্ধি
২০৪. গর্ভযন্ত্রে কতটি সহকারী কোষ থাকে?
ক) ১
খ) ২
গ) ৩
ঘ) ৪
২০৫. পুরুষ প্রজনন অঙ্গে থাকে –
i. জরায়ু
ii. শুক্রাশয়
iii. শুক্রনালী
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
২০৬. ‘ভ্রূণ পূর্ণাঙ্গ প্রাপ্ত কিন্তু আকারে ছোট’ এটি কততম সপ্তাহের ঘটনা?
ক) বিশ
খ) চব্বিশ
গ) আঠাশ
ঘ) বত্রিশ
২০৭. মিয়োসিসের ফলে ক্রোমোসোমের সংখ্যা –
i. হ্রাস পায়
ii. মাতৃকোষের অর্ধেক হয়ে যায়
iii. দেহকোষের অর্ধেক হয়ে যায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
২০৮. অ্যাড্রেনাল গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন –
i. যৌনাঙ্গ বৃদ্ধি করে
ii. বিপাকে সহায়তা করে
iii. যৌন লক্ষণ প্রকাশে সহায়তা করে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
২০৯. বায়ুপরাগী ফুলের বৈশিষ্ট্য কোনটি?
ক) ফুলের গোড়ায় মধু থাকে
খ) গর্ভমুন্ড পক্ষল, বৃহৎ ও আঠালো হয়
গ) পরাগরেণু আঠালো হয়
ঘ) ফুল উজ্জ্বল বর্ণের
২১০. দুই মেরু থেকে একটি করে কেন্দ্রিকা ভ্রূণথলির কেন্দ্রে এসে
i. পরস্পরের সাথে মিলিত হয়
ii. ডিপ্লয়েড গৌণ কেন্দ্রিকা সৃষ্টি করে
iii. হ্যাপ্লয়েড গৌণ কেন্দ্রিকা সৃষ্টি করে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
২১১. ডিম্বাশয় তেকে নিঃসৃত হরমোন
i. ঋতুচক্র নিয়ন্ত্রণ করে
ii. নারীসুলভ লক্ষণ প্রকাশ করে
iii. বিপাকে সাহায্য করে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
২১২. মাইটোটিক কোষ বিভাজন হয় –
i. জাইগোট সৃষ্টির আগে
ii. জাইগোট সৃষ্টির পরে
iii. নতুন জীবদেহ সৃষ্টিতে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
২১৩. স্ত্রীরেণু মাতৃকোষ থেকে সৃষ্ট সর্বনিম্ন বড় কোষটির কেন্দ্রিকা কীরূপ?
ক) হ্যাপ্লয়েড
খ) ডিপ্লয়েড
গ) ট্রিপ্লয়েড
ঘ) টেট্রাপ্লয়েড
২১৪. বৃতির প্রতিটি খন্ডকে কী বলে?
ক) পাপড়ি
খ) পুষ্পপুট
গ) বৃত্যাংশ
ঘ) উপবৃত্যাংশ
২১৫. ভ্রূনপোষক কলার কাছাকাছি বড় কোষটি মিয়োসিস বিভাজনের মাধ্যমে কয়টি হ্যাপ্লয়েড কোষ সৃষ্টি করে?
ক) ১
খ) ২
গ) ৩
ঘ) ৪
২১৬. ভ্রূণ ডিম্বনালী থেকে জরায়ুতে পৌঁছালে তখন তাকে কী বলে?
ক) ব্লাস্টোসিস্ট
খ) টেট্রাস্পেনরিক
গ) নিউসেলাস
ঘ) অমরা
২১৭. পরাগরেণু বিভাজনের ফলে উৎপন্ন ক্ষুদ্র কোষটিকে কী বলে?
ক) নালীকোষ
খ) জেনোরেটিভ কোষ
গ) পরাগনালী
ঘ) রেণুরন্ধ্র
২১৮. নিষেক কত প্রকার?
ক) এক প্রকার
খ) দুই প্রকার
গ) তিন প্রকার
ঘ) চার প্রকার
২১৯. নিষেকের পূর্বশর্তের ক্ষেত্রে সঠিক কোনটি?
ক) স্ত্রী ও পুং জননকোষের পূর্ণতাপ্রাপ্তি
খ) স্ত্রী ও পুং জননকোষের সৃষ্টি
গ) পরিণত স্ত্রী জননকোষ সৃষ্টি
ঘ) পরিণত পুং জননকোষে সৃষ্টি
২২০. পুংকেশরের শীর্ষের থলের ন্যায় অংশটি –
i. পরাগধানী
ii. পরাগ উৎপন্ন করে
iii. পরাগধানীতে পুংগন্ড থাকে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
২২১. ফুলের বাইরের স্তবককে কী বলে?
ক) পুষ্পাক্ষ
খ) বৃতি
গ) পাপড়ি
ঘ) দলমন্ডল
২২২. নিয়ত পুষ্পমঞ্জরির ক্ষেত্রে –
i. পুষ্প উৎপাদনের বৃদ্ধি কমে যায়
ii. কানশিরা, জুঁই, জবা এর অন্তর্গত
iii. কাল্কাসুন্দা, মুলা, সরিষা এর অন্তর্গত
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
২২৩. সস্য কোষটি কী?
ক) হ্যাপ্লয়েড
খ) ডিপ্লয়েড
গ) ট্রিপ্লয়েড
ঘ) পলিপ্লয়েড
২২৪. দলমন্ডল হলো
i. ফুলের দ্বিতীয় স্তবক
ii. সাধারণত রঙিন
iii. একটি অত্যাবশ্যকীয় স্তবক
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
২২৫. নিচের কোনটিতে অন্তঃনিষেক ঘটে?
ক) হাঙ্গর
খ) কড
গ) তেলাপিয়া
ঘ) মৃগেল
২২৬. উচ্চ শ্রেণির প্রাণীরা কোন ধরনের প্রজননের মাধ্যমে বংশধর সৃষ্টি করে?
ক) যৌন
খ) অযৌন
গ) খন্ডায়ন
ঘ) স্পোর
২২৭. পরাগায়নের মাধ্যম কোনটি?
ক) বায়ু
খ) পানি
গ) পাখি
ঘ) সবগুলো
২২৮. পরাগায়নের অপর নাম কী?
ক) পরাগ বিকাশ
খ) পরাগস্ফুটন
গ) পরাগ সংযোগ
ঘ) রেণুমিলন
২২৯. ভ্রূণপোষক কলা থেকে সৃষ্ট সর্বনিম্ন বড় কোষটি –
i. ভ্রূণথলিতে পরিণত হয়
ii. ডিপ্লয়েড কেন্দ্রিকা বিশিষ্ট
iii. এর কেন্দ্রিকা বিভক্ত হয়ে দুই মেরুতে অবস্থান নেয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
২৩০. AIDS এ আক্রান্তদের কত শতাংশ পুরুষ?
ক) ৩০
খ) ৪০
গ) ৫০
ঘ) ৬০
২৩১. নিষেকের প্রয়োজন কোনটিতে?
ক) অযৌন জনন
খ) যৌন জনন
গ) অঙ্গজ জনন
ঘ) খন্ডায়নে
২৩২. যখন কোনো ফুলে পুংস্তবক ও স্ত্রীস্তবক দুটিই উপস্থিত থাকে তখন তাকে কী বলে?
ক) সপুষ্পক ফুল
খ) উভলিঙ্গ ফুল
গ) একলিঙ্গ ফুল
ঘ) ক্লীব ফুল
২৩৩. একটি শুক্রাণু দ্বারা কয়টি ডিম্বাণু নিষিক্ত হয়?
ক) ১টি
খ) ২টি
গ) ৩টি
ঘ) ৪টি
২৩৪. যে শাখায় ফুলগুলি সজ্জিত থাকে তাকে কী বলে?
ক) পুষ্পমঞ্জরী
খ) মঞ্জরিদন্ড
গ) পুষ্পাক্ষ
ঘ) মঞ্জরিপত্র
২৩৫. ভ্রূণের বিকাশের সময় ভ্রূণকে জরায়ুর প্রাচীর সংলগ্ন হতে হয় কেন?
ক) ব্লাস্টোসিস্ট পরবর্তী পর্যায় সম্পন্নের জন্য
খ) ক্লীভেজ পরবর্তী পর্যায় সম্পন্নের জন্য
গ) ট্রফোব্লাস্ট পরবর্তী পর্যায় সম্পন্নের জন্য
ঘ) গ্যাস্ট্রুলা পরবর্তী পর্যায় সম্পন্নের জন্য
২৩৬. পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হয়
i. বৃদ্ধি উদ্দীপক হরমোন
ii. অ্যান্ড্রোজেন
iii. উৎপাদনক হরমোন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
২৩৭. HIV এর পূর্ণরূপ কী?
ক) Herpes Immuno Deficiency Virus
খ) Human Importent Deficiency Virus
গ) Human Immune Deficiency Viro
ঘ) Human Immune Deficiency Virus
২৩৮. গর্ভাশয়সহ ফুলের অন্যান্য অংশ পুষ্ট হয়ে যখন ফলে পরিণত হয় তখন তাকে কী বলে?
ক) প্রকৃত ফল
খ) অপ্রকৃত ফল
গ) গুচ্ছ ফল
ঘ) যৌগিক ফল
২৩৯. পর-পরাগী উদ্ভিদের বৈশিষ্ট্য কোনটি?
ক) নতুন চরিত্রের সৃষ্টি
খ) কম জীবনী শক্তিসম্পন্ন বীজ সৃষ্টি
গ) প্রজাতির বিশুদ্ধতা রক্ষা
ঘ) কম অভিযোজন ক্ষমতাসম্পন্ন
২৪০. পুংস্তবক ও স্ত্রীস্তবক দুটোই অনুপস্থিত থাকলে তাকে কী ফুল বলা হয়?
ক) উভলিঙ্গ
খ) একলিঙ্গ
গ) ক্লীব
ঘ) অসম্পূর্ণ
২৪১. ফুলকে আকর্ষণীয়ভাবে তুলে ধরে কোনটি?
ক) বৃতি
খ) পুষ্পাক্ষ
গ) দলমন্ডল
ঘ) পুংস্তবক
২৪২. হরমোনের প্রভাবে ছেলেদের –
i. দাঁড়ি গোফ গজায়
ii. কাঁধ চওড়া হয়
iii. গলার স্বর
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
২৪৩. খাদ্য প্রস্তুতে অংশ নেয় কোনটি?
ক) সবুজ বৃতি
খ) হলুদ বৃতি
গ) লাল বৃতি
ঘ) বর্ণহীন বৃতি
২৪৪. জীবের ক্ষেত্রে কোনটি অবধারিত?
ক) ডিম্বাণু সৃষ্টি
খ) প্রজনন
গ) মৃত্যু
ঘ) খাদ্য গ্রহণ
২৪৫. কোন গ্রন্থি থেকে বৃদ্ধি উদ্দীপক হরমোন নিঃসৃত হয়?
ক) পিটুইটারি
খ) অমরা
গ) অ্যাড্রেনাল
ঘ) থাইরয়েড
২৪৬. বিশ্বের কতটি দেশে এইডসের বিস্তার ঘটেছে?
ক) প্রায় ১২০টি
খ) প্রায় ১৪০টি
গ) প্রায় ১৬৪টি
ঘ) প্রায় ১৭৭টি
২৪৭. অ্যাড্রেনাল গ্রন্থি নিঃসৃত হরমোন প্রয়োজন কেন?
ক) মাতৃদেহে স্তন ও দুগ্ধ ক্ষরণের জন্য
খ) দৈহিক ও মানসিক বৃদ্ধির জন্য
গ) যৌনাঙ্গ বৃদ্ধি ও যৌন লক্ষণ প্রকাশের জন্য
ঘ) ভ্রূণ ও অমরা বৃদ্ধির জন্য
২৪৮. দলমন্ডল ফুলের –
i. পরাগায়নে সহায়তা করে
ii. অত্যাবশ্যকীয় অংশকে রক্ষা করে
iii. পরাগরেণু উৎপন্ন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
২৪৯. ডিম্বাণু ও শুক্রাণু কত প্রস্থ ক্রোমোজোম বহন করে?
ক) এক
খ) দুই
গ) তিন
ঘ) চার
২৫০. নিষিক্তকরণের পর গর্ভাশয় এককভাবে পরিপুষ্ট হয়ে কী গঠন করে?
ক) ফল
খ) বীজ
গ) ফুল
ঘ) পরাগ
২৫১. পর-পরাগায়নের সুবিধা হচ্ছে –
i. বীজ অধিক জীবনীশক্তি সম্পন্ন হওয়া
ii. বীজের অঙ্কুরোদগমের হার বৃদ্ধি পাওয়া
iii. বাহকের উপর কম নির্ভরশীলতা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
২৫২. নারিকেল গাছের ফুলে কয়টি পুংকেশর থাকে?
ক) ৩
খ) ৪
গ) ৫
ঘ) ৬
২৫৩. ফুলের অত্যাবশ্যকীয় স্তবক কোনটি?
ক) দলমন্ডল
খ) বৃতি
গ) স্ত্রীস্তবক
ঘ) থ্যালামাস
২৫৪. সন্তান প্রসবের কয় মাস পর রক্তস্রাব আবার শুরু হয়?
ক) এক মাস
খ) দেড় মাস
গ) তিন মাস
ঘ) পাঁচ মাস
২৫৫. গর্ভপত্রের অংশ –
i. গর্ভকেশর
ii. গর্ভমুন্ড
iii. গর্ভদন্ড
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
২৫৬. ভ্রূণের অন্যতম কাজ
i. ফুসফুসের মতো কাজ করা
ii. ভ্রূণের সংরক্ষণ করা
iii. খাদ্য সরবরাহ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
২৫৭. ফুলের প্রধান কাজ –
i. বীজ তৈরির মাধ্যমে খাদ্যশস্য সংরক্ষণ
ii. গর্ভাশয় পরিপক্ব করে ফল উৎপাদন
iii. ক্ষতিকর পতঙ্গকে দূরে সরিয়ে রাখা
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
২৫৮. কোন গাছে দ্বিগুচ্ছ পরাগদন্ড থাকে?
ক) জবা
খ) মটর
গ) শিমুল
ঘ) সূর্যমুখী
২৫৯. কোন ধরনের ফুল আকারে বড় হয়?
ক) পানিপরাগী
খ) বায়ুপরাগী
গ) প্রাণীপরাগী
ঘ) পতঙ্গপরাগী
২৬০. ডিম্বাণু ও শুক্রাণুর মিলন প্রক্রিয়াকে কী বলে?
ক) গ্যামেট
খ) গর্ভাশয়
গ) জাইগোট
ঘ) নিষেক
২৬১. শিক্ষক শ্রেণিকক্ষে একটি পরাগরেণুর কেন্দ্রিকাটির বিভাজন দেখিয়ে একটি বৃহৎ ও একটি ক্ষুদ্র কোষ দেখালেন। বড় কোষটিকে কী বলো হয়?
ক) জেনারেটিভ কোষ
খ) জনন নিউক্লিয়াস
গ) পুং জননকোষ
ঘ) নালিকোষ
২৬২. শুক্রাশয় থেকে নিঃসৃত হরমোনের প্রভাবে –
i. গলার স্বর বদলায়
ii. ঋতুচক্র নিয়ন্ত্রিত হয়
iii. দাঁড়ি গজায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
২৬৩. ভ্রূণপোষক কলার কাছাকাছি যে কোষটি আকারে সামান্য বড় হয় তার –
i. প্রোটোপ্লাজম ঘন
ii. কেন্দ্রিকা তুলনামূলকভাবে বড়
iii. কেন্দ্রিকা ছোট
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
২৬৪. স্ত্রীস্তবক কী দ্বারা গঠিত?
ক) গর্ভপত্র
খ) গর্ভদন্ড
গ) গর্ভমুন্ড
ঘ) গর্ভাশয়
২৬৫. ফিটাসের ক্ষেত্রে সঠিক তথ্য –
i. প্রায় ৮ সপ্তাহ পরের ভ্রূণ
ii. অঙ্গগুলো ছোট আকৃতিবিশিষ্ট
iii. হৃদস্পন্দন ও মস্তিষ্কের গঠন শুরু
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
২৬৬. গর্ভযন্ত্র বলতে কী বোঝায়?
ক) ডিম্বক রন্ধ্রের দিকের তিনটি কোষ
খ) ডিম্বাণু যন্ত্রের মাঝের নিউক্লিয়াস
গ) ডিম্বাণুর দুই পাশের দুটি নিউক্লিয়াস
ঘ) ডিম্বক মূলের দিকের তিনটি নিউক্লিয়াস
২৬৭. যে ফুলে পাঁচটি অংশের একটি অনুপস্থিত থাকে তাকে কী বলে?
ক) সম্পূর্ণ ফুল
খ) অসম্পূর্ণ ফুল
গ) সবৃন্তক ফুল
ঘ) অবৃন্তক ফুল
২৬৮. ত্রি-নিষেক কীভাবে ঘটে?
ক) সেকেন্ডারি নিউক্লিয়াস ও একটি পুংগ্যামেটের মিলন
খ) প্রতিপাদ কোষ ও একটি পুংগ্যামেটের মিলনে
গ) একই সময়ে একটি পুংগ্যামেট, সেকেন্ডারি নিউক্লিয়াস ও অপর পুংগ্যামেটের মিলনে
ঘ) সাহায্যকারী কোষ ও একটি পুংগ্যামেটের মিলনে
২৬৯. অমরা থেকে নিঃসৃত হয় কোনটি?
ক) থাইরক্সিন
খ) গোনাডোট্রপিক
গ) রিলাক্সিন
ঘ) ইস্ট্রোজেন
২৭০. বহুগুচ্ছ পরাগদন্ড বিশিষ্ট ফুলের উদাহরণ কোনটি?
ক) শিমুল
খ) মটর
গ) জবা
ঘ) সরিষা
২৭১. নালীকোষ বৃদ্ধি প্রাপ্ত হয়ে কিসে পরিণত হয়?
ক) পুংজনন কোষ
খ) স্ত্রীজনন কোষ
গ) রেণুরন্ধ্র
ঘ) পরাগনালী
২৭২. একটি পুংস্তবকে –
i. একাটি পুংকেশর থাকে
ii. একাধিক পুংকেশর থাকে
iii. পুংকেশরের দন্ডের ন্যায় পুংদন্ড থাকে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
২৭৩. কোন ফুলের পরাগদন্ড দ্বিগুচ্ছ?
ক) শিমুল
খ) সূর্যমুখী
গ) জবা
ঘ) মটর
২৭৪. অমরার আম্বিলিকার কর্ড ভ্রূণের –
i. নাভির সাথে যুক্ত থাকে
ii. স্পাইনাল কর্ডের সাথে যুক্ত থাকে
iii. নাড়ির সাথে যুক্ত থাকে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
২৭৫. প্রোটোপ্লাজম পূর্ণ কোষকে কী বলা হয়?
ক) আর্কিস্পোরিয়াম
খ) মাইক্রোস্পোর
গ) ম্যাক্রোস্পোর
ঘ) অ্যান্টিস্পো
২৭৬. ভ্রূণপোষক কলার কাছাকাছি বড় কোষটি বিভাজনের পর সৃষ্ট হ্যাপ্লয়েড কোষগুলোর কতটি নষ্ট হয়ে যায়?
ক) ১
খ) ২
গ) ৩
ঘ) ৪
২৭৭. উভলিঙ্গ ফুলে –
i. পুংস্তবক থাকে
ii. পুংকেশর থাকে না
iii. গর্ভাশয় থাকে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
২৭৮. যুক্তগর্ভ পত্রীতে –
i. কতগুলো গর্ভপত্র নিয়ে স্ত্রীস্তবক গঠিত হয়
ii. গর্ভপত্র পরস্পরের সাথে যুক্ত থাকে
iii. গর্ভপত্র পরস্পরের সাথে বিযুক্ত থাকে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
২৭৯. কত সপ্তাহ পর ভ্রূণকে ফিটাস বলে?
ক) প্রায় ৪
খ) প্রায় ৬
গ) প্রায় ৮
ঘ) প্রায় ১২
২৮০. কোন বয়সে ঋতুস্রাব চিরদিনের জন্য বন্ধ হয়ে যায়?
ক) ১৫ বছর
খ) ২৫ বছর
গ) ৪৫ বছর
ঘ) ৬০ বছর
২৮১. প্রাণী পরাগী ফুলের বৈশিষ্ট্য কোনটি?
ক) গন্ধ থাকে না
খ) গন্ধ থাকতে পারে বা নাও থাকতে পারে
গ) উগ্র গন্ধ থাকে
ঘ) গন্ধ একদমই থাকে না
২৮২. পতঙ্গ ফুলের কিসে আকর্ষিত হয়?
ক) ফুলের রঙে
খ) ফুলের মধুতে
গ) ফুলের বৃতিতে
ঘ) ক ও খ উভয়ই
২৮৩. সন্তান প্রসবের প্রায় কত দিন পর স্বাভাবিক ঋতুস্রাব শুরু হয়?
ক) ৩০
খ) ৪৫
গ) ৬০
ঘ) ৬৫
২৮৪. পর-পরাগায়নের অসুবিধা হচ্ছে –
i. প্রজাতির বিশুদ্ধতা নষ্ট হয়
ii. প্রচুর পরাগরেণুর অপচয় হয়
iii. পরাগায়নের নিশ্চয়তা কম
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
২৮৫. শুধু গর্ভাশয় ফলে পরিণত হলে তাকে কী বলে?
ক) প্রকৃত ফল
খ) অপ্রকৃত ফল
গ) সরল ফল
ঘ) গুচ্ছফল
২৮৬. স্ব-পরাগায়নের ফলে –
i. প্রজাতির গুণাগুণ অক্ষুন্ন থাকে
ii. ভ্যারাইটির সৃষ্টি হয়
iii. প্রজাতির চরিত্রগত বিশুদ্ধতা বজায় থাকে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
২৮৭. গাছের ছোট একটি শাখায় ফুলগুলো যে বিশেষ নিয়মে সাজানো থাকে তাকে কী বলে?
ক) পুষ্প বিন্যাস
খ) পুষ্পমঞ্জুরি
গ) পুষ্পপট
ঘ) পুষ্পধার
২৮৮. গর্ভযন্ত্রের ক্ষেত্রে প্রযোজ্য কোনটি?
ক) এর মাঝের কোষটি ডিম্বাণু
খ) এর মাঝের কোষটি প্রতিপাদ কোষ
গ) এর পাশের কোষটি প্রতিপাদ কোষ
ঘ) এর মাঝে গৌণ কেন্দ্রিকা
২৮৯. পানি পরাগী ফুলের বৈশিষ্ট্য
i. ফুলগুলো হালকা
ii. ফুলগুলোর সুগন্ধ নেই
iii. স্ত্রী ফুলের বৃন্ত লম্বা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
২৯০. কোন গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন জরায়ুর সংকোচন নিয়ন্ত্রণ করে?
ক) ডিম্বাশয়
খ) অ্যাড্রেনাল
গ) অমরা
ঘ) পিটুইটারি
২৯১. বিযুক্তদল কাকে বলে?
ক) পাপড়ি যুক্ত না থাকলে
খ) পাপড়ি নিচের দিকে থাকলে
গ) দলমন্ডল রঙ্গিন থাকলে
ঘ) পাপড়ি না থাকলে
২৯২. AIDS কত সালে আবিষ্কৃত হয়?
ক) ১৯৬১ সালে
খ) ১৯৭১ সালে
গ) ১৯৮১ সালে
ঘ) ১৯৯১ সালে
২৯৩. নিষেকের সময় স্ফীত অগ্রভাগটি ফেটে পুংজনন কোষ কতটি ভ্রূণথলিতে মুক্ত হয়?
ক) ১
খ) ২
গ) ৩
ঘ) ৪
২৯৪. বহিঃনিষেক হয় –
i. প্রাণিদেহের বাইরে
ii. প্রাণিদেহের ভেতরে
iii. বিভিন্ন মাছে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
২৯৫. দুটি বিপরীত লিঙ্গের প্রাণীর পুং ও স্ত্রী জনন কোষ উৎপন্ন করার প্রক্রিয়াকে বলে –
ক) অযৌন জনন
খ) যৌন জনন
গ) অঙ্গজ জনন
ঘ) মুকুলোদগম
২৯৬. গর্ভযন্ত্রের বিপরীত দিকের কতটি কোষকে প্রতিপাদ কোষ বলে?
ক) ১
খ) ২
গ) ৩
ঘ) ৪
২৯৭. প্রাণিপরাগী ফুল কোনটি?
ক) ধান
খ) পাতাশ্যাওলা
গ) সরিষা
ঘ) কদম
২৯৮. শুক্রাশয় থেকে নিঃসৃত হয় –
i. প্রোজেস্টেরন
ii. টেস্টোস্টেরন
iii. অ্যান্ড্রোজেন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
২৯৯. বয়ঃসন্ধিকালের কত বছর পর মেয়েরা প্রজনন ক্ষমতা লাভ করে?
ক) ১-২
খ) ১-৩
গ) ২-৪
ঘ) ২-৪
৩০০. এইডস এ আক্রান্ত নারীর সংখ্যা কত?
ক) ৩০ শতাংশ
খ) ২০ শতাংশ
গ) ৪০ শতাংশ
ঘ) ৫০ শতাংশ
৩০১. ভ্রূণ আবরণীর কাজ হলো –
i. ভ্রূণের পুষ্টি
ii. গ্যাসীয় আদান-প্রদান
iii. বর্জ্য নিষ্কাশন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৩০২. হরমোন সাহায্য করে –
i. বিপাকীয় কাজে
ii. শারীরবৃত্তীয় কাজে
iii. বিভিন্ন রাসায়নিক ক্রিয়া ঘটাতে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৩০৩. জেনোরেটিভ কোষের বিভাজন হতে পারে
i. পরাগধানীতে
ii. পরাগরেণুতে
iii. পরাগনালীতে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৩০৪. জীব কীভাবে তার প্রজাতিকে বাঁচিয়ে রাখতে পারে?
ক) অনুলিপন প্রক্রিয়ার মাধ্যমে
খ) প্রতিবর্তন ক্রিয়ার মাধ্যমে
গ) অনুবর্তন ক্রিয়ার মাধ্যমে
ঘ) প্রতিরূপ সৃষ্টির মাধ্যমে
৩০৫. একক অপরিণত পরাগধানী –
i. চারটি খন্ডবিশিষ্ট অঙ্গে পরিণত হয়
ii. প্রতিটি খন্ডে প্রোটোপ্লাজম পূর্ণ থাকে
iii. ভাজক কলা দ্বারা গঠিত
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৩০৬. পিটুইটারি থেকে নিঃসৃত হরমোন
i. জননগ্রন্থি বৃদ্ধি করে
ii. মাতৃদেহে স্তন ও দুগ্ধ ক্ষরণ নিয়ন্ত্রণ করে
iii. শুক্রাণু তৈরি করে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৩০৭. পরিনত অবস্থায় ডিম্বকটি বীজে পরিণত হয়
i. সস্যসহ
ii. ভিত্তি কোষসহ
iii. ভ্রূণসহ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৩০৮. হরমোন কী থেকে নিঃসৃত হয়?
ক) নালিযুক্ত গ্রন্থি
খ) নালিহীন গ্রন্থি
গ) রক্ত
ঘ) এনজাইম
৩০৯. প্রজাতির চরিত্রগত বিশুদ্ধতা বজায় থাকে কোনটিতে?
ক) স্ব-পরাগায়নে
খ) পর-পরাগায়নে
গ) পাখির মাধ্যমে পরাগায়নে
ঘ) পানিতে পরাগায়নে
৩১০. অযৌন প্রজনন হতে পারে –
i. মুকুলোদগমের মাধ্যমে
ii. বিভাজনের মাধ্যমে
iii. গ্যামেট সৃষ্টির মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৩১১. যে ফুলে পাঁচ অংশ উপস্থিত থাকে তাকে কী বলে?
ক) অসম্পূর্ণ ফুল
খ) সম্পূর্ণ ফুল
গ) একলিঙ্গ ফুল
ঘ) ক্লীব ফুল
৩১২. প্রাণী পরাগী ফুলের বৈশিষ্ট্য –
i. ফুলগুলো ছোট হলে পুষ্প মঞ্জরীতে সজ্জিত থাকে
ii. ফুলের রঙ আকর্ষণীয় হয়
iii. ফুলে গন্ধ থাকতে পারে বা নাও থাকতে পারে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৩১৩. ভ্রূণথলির কেন্দ্রস্থলে নিউক্লিয়াস দুটির মিলনে সৃষ্টি হয় –
ক) ডিম্বাণু
খ) গৌণ নিউক্লিয়াস
গ) নিউক্লিয়াস
ঘ) গর্ভযন্ত্র
৩১৪. জেনোরেটিভ কোষটি বিভাজিত হয়ে কতটি কোষ তৈরি করে?
ক) দুইটি
খ) চারটি
গ) ছয়টি
ঘ) আটটি
৩১৫. ধুতুরার পুংকেশরের ক্ষেত্রে সঠিক কোনটি?
ক) যুক্তধানী
খ) একগুচ্ছ
গ) বহুগুচ্ছ
ঘ) দললগ্ন
৩১৬. থাইরক্সিন –
i. মানসিক বৃদ্ধি সাধন করে
ii. বিপাকে সহায়তা করে
iii. স্তনগ্রন্থির বৃদ্ধি করে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৩১৭. শাখার বৃদ্ধি অসীম হলে তাকে কী বলে?
ক) নিয়ম পুষ্পমঞ্জরি
খ) অনিয়ত পুষ্পমঞ্জরি
গ) অসীম পুষ্পমঞ্জরি
ঘ) সসীম পুষ্পমঞ্জরি
৩১৮. বায়ুপরাগী ফুল –
i. আকারে বড় হয়
ii. গর্ভমুন্ড শাখাবিহীন হয়
iii. মধুগ্রন্থি অনুপস্থিত থাকে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৩১৯. আলাদা দেহে দুই ধরনের জননকোষ হলে সেসব উদ্ভিদকে কী বলা হয়?
ক) সহবাসী
খ) ভিন্নবাসী
গ) পরবাসী
ঘ) পরজীবী
৩২০. ডিম্বকরন্ধ্রের দিকের কোষকে কী বলে?
ক) ডিত্তি কোষ
খ) এপিক্যাল কোষ
গ) সস্য কোষ
ঘ) ধারক কোষ
৩২১. পুংকেশর দলমন্ডরের সাথে যুক্ত হলে তাকে কী বলে?
ক) যুক্তধানী
খ) দললগ্ন
গ) বিযুক্তধানী
ঘ) দলখন্ড
৩২২. নিষিক্ত ডিম্বাণুর কোষ বিভাজনে ৭২ ঘন্টা পর কত কোষ বিশিষ্ট একটি গঠন সৃষ্টি হয়?
ক) ৪
খ) ৮
গ) ১৬
ঘ) ২০
৩২৩. ভ্রূণপোষক কলার কাছাকাছি বড় কোষটি বিভাজিত হয়ে সৃষ্ট হ্যাপ্লয়েড কোষগুলোর মধ্যে কতটি বৃদ্ধি পেয়ে ভ্রূণথলিতে পরিণত হয়?
ক) ১
খ) ২
গ) ৩
ঘ) ৪
৩২৪. পুং ও স্ত্রী জননকোষের মিলনে তৈরি হয়?
ক) সিনারজিড
খ) ওভাম
গ) মরুলা
ঘ) জাইগোট
৩২৫. দ্বিগুচ্ছ পরাগদন্ড যুক্ত ফুলের –
i. পরাগধানী দু্ই গুচ্ছে থাকে
ii. উদাহরণ হচ্ছে মটর
iii. পরাগদন্ড দুই গুচ্ছে থাকে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৩২৬. হাইপোগাইনাস ফুলের গর্ভাশয় কোথায় থাকে?
ক) দলের নিচে
খ) বৃতির নিচে
গ) বৃতির পাশে
ঘ) দলের উপরে
৩২৭. অন্তঃনিষেক প্রক্রিয়া –
i. অধিকাংশ স্থলজ প্রাণীর অন্যতম বৈশিষ্ট্য
ii. স্ত্রীদেহের জননাঙ্গে ঘটে
iii. স্ত্রীদেহের বাইরে ঘটে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৩২৮. হরমোন কোন ধরনের পদার্থ?
ক) স্নেহ জাতীয়
খ) শর্করা জাতীয়
গ) আমিষ জাতীয়
ঘ) ভিটামিন
৩২৯. নিম্নশ্রেণির জীব কীসের মাধ্যমে জনন ঘটায়?
ক) জটিল প্রক্রিয়ার
খ) সরল প্রক্রিয়ার
গ) কোষ বিভাজনের
ঘ) খন্ডায়ন প্রক্রিয়ার
৩৩০. বৃদ্ধি উদ্দীপক হরমোন নিঃসৃত হয় –
ক) পিটুইটারি গ্রন্থি থেকে
খ) থাইরয়েড গ্রন্থি থেকে
গ) অমরা থেকে
ঘ) ডিম্বাশয়ের অনাল গ্রন্থি থেকে
৩৩১. সহবাসী উদ্ভিদে একই ফুলে কয় ধরনের জনন কোষ উৎপন্ন হয়?
ক) ১
খ) ২
গ) ৩
ঘ) ৪
৩৩২. স্ব-পরাগায়নের অসুবিধা হচ্ছে –
i. নতুন গুণের আবির্ভাব ঘটে না
ii. কম জীবনীশক্তি সম্পন্ন বীজের সৃষ্টি করে
iii. নতুন গাছের অভিযোজন ক্ষমতা কমে যায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৩৩৩. ফুলের তৃতীয় স্তবক কোনটি?
ক) পুষ্পাক্ষ
খ) দলমন্ডল
গ) বৃতি
ঘ) পুংস্তবক
৩৩৪. পানিপরাগী ও প্রাণিপরাগী ফুল কীভাবে পৃথক করা যায়?
ক) আকৃতির ভিত্তিতে
খ) পরাগায়নের পদ্ধতির ভিত্তিতে
গ) গর্ভমুন্ডের উপস্থিতির ভিত্তিতে
ঘ) বৃতির উপস্থিতির ভিত্তিতে
৩৩৫. পুংগ্যামেটোফাইটের প্রথম কোষ কী?
ক) পরাগধানী
খ) পরাগনালী
গ) নালীকোষ
ঘ) পরাগরেণু
৩৩৬. সস্যকলা সৃষ্টিতে ভূমিকা রাখে কোনটি?
ক) M ও Q
খ) M ও P
গ) M ও N
ঘ) N ও P
উদ্ধৃত অংশটুকু পড় এবং নিচের ২টি প্রশ্নের উত্তর দাও
রুমেলের মা হাফিজা তার ছেলের কিছু শারীরিক পরিবর্তন লক্ষ্য করলেন। দেখলেন, ছেলের গলার স্বরে পরিবর্তন এসেছে আবার আচরণও
৩৩৭. উল্লেখিত পরিবর্তনটি কিসের প্রভাবে হয়?
ক) রক্ত
খ) এনজাইম
গ) হরমোন
ঘ) এমনিতেই
৩৩৮. উল্লেখিত পরিবর্তন ছাড়াও এ বয়সে ছেলেদের –
i. গোফ দাঁড়ি
ii. গলার স্বর চিকন হয়
iii. কাঁধ চওড়া হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
No comments:
Post a Comment