১. কোনটির প্রভাবে উদ্ভিদকান্ডের অতিবৃদ্ধি ঘটে?
ক) অক্সিন
খ) ইথিলিন
গ) ভার্নালিন
ঘ) জিবেরেলিন
২. নিউরনের প্রলম্বিত অংশ কয় ধরনের?
ক) তিন
খ) দুই
গ) চার
ঘ) পাঁচ
৩. উদ্ভিদের চলন কোথায় দেখা যায়?
ক) নিম্ন অঞ্চলে
খ) বর্ধিষ্ণু অঞ্চলে
গ) নিম্নত্বকে
ঘ) উর্ধ্বত্বকে
৪. কীসের ফলে মানসিক, শারীরিক, সামাজিক ও আর্থিক ক্ষতিসাধন হয়?
ক) নৈতিক শিক্ষার অভাবে
খ) মাদকদ্রব্য সেবনে
গ) অভাব অনটনে
ঘ) বেকারত্বের
৫. স্নায়ুকোষ কোন নির্যাস তৈরি করে?
ক) ডোপামিল
খ) ইনসুলিন
গ) থাইরোট্রাপিন
ঘ) থাইরক্সিন
৬. নিচের কোনটি মস্তিষ্কের রোগ?
ক) যক্ষ্মা
খ) হার্ট অ্যাটাক
গ) এপিলেপসি
ঘ) বাত
৭. সাধারণত প্যারালাইসিস কেন হয়?
ক) ব্রঙ্কাইটসের ফলে
খ) হৃৎপিন্ডের স্ট্রোকের ফলে
গ) যক্ষার ফলে
ঘ) মস্তিষ্কের স্ট্রোকের ফলে
৮. উদ্দীপনা বা তাড়নার বেগ সেকেন্ডে কত?
ক) ২০০ মিটার
খ) ৩০০ মিটার
গ) ৪০০ মিটার
ঘ) ১০০ মিটার
৯. সেরিবেলামের ভিতর দিকে কী থাকে?
ক) লোহিত পদার্থ
খ) ধূসর পদার্থ
গ) শ্বেত পদার্থ
ঘ) কালো পদার্থ
১০. কোন বয়সে মৃগী রোগের ব্যপকতা বেশি দেখা যায়?
ক) ৩০-৩৫ বছর
খ) ২৫-৩০ বছর
গ) ১০-২৫ বছর
ঘ) ৫-২০ বছর
১১. আয়োডিনের উৎস-
i. কলা, কচু
ii. সামুদ্রিক মাছ
iii. ফলমূল
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i ii ও iii
১২. অ্যাক্সনের চারদিকে পাতলা আবরণটি কী?
ক) পনস
খ) মেননজেস
গ) নিউরিলেমা
ঘ) নিলস
১৩. ডায়াবেটিস কয় ধরনের হয়?
ক) তিন
খ) চার
গ) দুই
ঘ) পাঁচ
১৪. আলাদা করে শনাক্ত করা যায় না, এমন হরমোন হলো-
i. পুস্টুলেটেড হরমোন
ii. ফ্লোরিজেন ভার্নালিন
iii. অক্সিন, জিবেরেলিন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i ii ও iii
১৫. মানুষের চোখ বের হয়ে আসার রোগ কেন হয়?
ক) প্যারাথাইরয়েড গ্রন্থির সমস্যায়
খ) থাইরয়েড গ্রন্থির সমস্যায়
গ) থাইমাস গ্রন্থির সমস্যায়
ঘ) এডরোল গ্রন্থির সমস্যায়
১৬. ফলের মোচন বিলম্বিত করা হয় কোন ফাইটোহরমোন প্রয়োগে?
ক) জিবেরেলিন
খ) অক্সিন
গ) ইথিলিন
ঘ) সাইটোকাইনিন
১৭. মানবদেহে স্নায়ুতন্ত্রের কাজ হলো-
i. বিভিন্ন উদ্দীপনা গ্রহণ করা
ii. উদ্দীপনা অনুযায়ী প্রতিদেন সৃষ্টি করা
iii. স্মৃতি সংরক্ষণ সৃষ্টি করা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i ii ও iii
১৮. মস্তিষ্কের রক্তক্ষরণ কীভাবে নির্ণয় করা হয়?
ক) বেরিয়াম এক্স-রে করে
খ) সিটি স্ক্যান করে
গ) আল্ট্রাসনোগ্রাফি
ঘ) ইসিজি করে
১৯. ফল পাকাতে সাহায্য করে কোন ফাইটোহরমোনটি?
ক) ইথিলিন
খ) জিবেরেলিন
গ) অক্সিন
ঘ) সাইটোকাইনিন
২০. কোনো ব্যক্তির স্ট্রোক হয়েছে তা ধারণা করা যায়-
i. হঠাৎ বমি প্রচন্ড মাথা ব্যথা দেখে
ii. কয়েক মিনিটের মধ্যে অজ্ঞান হয়ে গেলে
iii. মাংসপেশি শিথিল হয়ে গেলে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i ii ও iii
২১. উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশ উদ্ভিদ দেহে বিশেষ বস্তুর প্রভাবে হয়ে থাকে, কোন বিজ্ঞানী ও মত প্রকাশ করেন?
ক) বিজ্ঞানী বেলিস
খ) বিজ্ঞানী স্টারলিং
গ) বিজ্ঞানী স্যাকস
ঘ) বিজ্ঞানী ডারউইন
২২. আদি উদ্ভিদের জননকোষ কিসের সাহায্য চলাচল করে?
ক) ফ্লাজেলার সাহায্য
খ) উপাঙ্গের সাহায্যে
গ) কোস আবরণীর সাহায্যে
ঘ) জনন অঙ্গের সাহায্যে
২৩. উদ্ভিদের চলনকে কয়টি ভাগে ভাগ করা যায়?
ক) একটি
খ) তিনটি
গ) দুটি
ঘ) চারটি
২৪. অক্সিন এর প্রভাবে-
i. অভিস্রবণ ও শ্বসন ক্রিয়ার হার বাড়ে
ii. শ্বসন ক্রিয়ার হার কমে
iii. বীজহীন ফল উৎপাদন করা যায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i ii ও iii
২৫. মানবদেহে হরমোন উৎপাদনকারী প্রধান গ্রন্থি কোনটি?
ক) পিনিয়াল
খ) থাইরয়েড
গ) পিটুইটারী
ঘ) থাইমাস
২৬. IAA-এর পূর্ণরূপ কোনটি?
ক) ইন্ডোল অক্সালিক এসিড
খ) ইন্ডোল অ্যাসিটিক এসিড
গ) ইন্ডোল এসকরবিক এসিড
ঘ) ইন্ডোল অ্যাবসিসিক এসিড
২৭. প্যারালাইসিস সাধারণত কিসের কারণে হয়?
ক) বহুমূত্র
খ) এপিলেপসি
গ) পারকিনসন
ঘ) মস্তিষ্কের স্ট্রোক
২৮. নিচের কোনটি নিকোটিনের মাত্রা বাড়ায়?
ক) তামাক
খ) পান
গ) সুপারি
ঘ) লেবুর রস
২৯. আয়োডিনের অন্যতম মূল উৎস কোনটি?
ক) স্বাদুপানির মাছ
খ) সামুদ্রিক মাছ
গ) হাওড়ের মাছ
ঘ) প্লাবন ভূমির মাছ
৩০. ফটেট্রিপিক চলন এক ধরনের-
i. সামগ্রিক চলন
ii. সোজা চলন
iii. বক্র চলন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) iii
ঘ) i ii ও iii
৩১. পারকিনসন রোগ প্রতিকার করা যায়-
i. নিয়মিত ফিজিওথেরাপি দিয়ে
ii. পরিমিত খাদ্য গ্রহণ করে
iii. সুস্থ জীবনযাপন করে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i ii ও iii
৩২. হরমোন কোথা থেকে নিঃসৃত হয়?
ক) নালি থেকে
খ) নালিহীন গ্রন্থি থেক
গ) স্নায়ুতন্ত্র থেকে
ঘ) পৌষ্টিকতন্ত্র থেকে
৩৩. জনন অঙ্গ থেকে পুরুষে কোন হরমোন নিঃসৃত হয়?
ক) ইস্ট্রোজেন
খ) ইনসুলিন
গ) এডরেনালিন
ঘ) টেস্টোস্টেরন
৩৪. উদ্ভিদে আলো-অন্ধকারের ছন্দকে কী বলে?
ক) বোটানিক্যাল ক্লক
খ) নমিনক্লেচার ক্লক
গ) বায়োলজিক্যাল ব্লক
ঘ) নেচারাল ব্লক
৩৫. কোনটিকে রাসায়নিক দূত হিসেবে অভিহিত করা হয়?
ক) হরমোন
খ) এনজাইম
গ) নিউরন
ঘ) রক্ত
৩৬. কোনটির প্রভাবে ক্যাম্বিয়ামের কার্যকারিতা বৃদ্ধি পায়?
ক) IAA
খ) ICA
গ) IBA
ঘ) IDA
৩৭. মস্তিষ্কে কয়েক সেকেন্ড রক্ত বন্ধ থাকাকে কী বলে?
ক) স্ট্রোক
খ) অ্যাটাক
গ) প্যারালাইসিস
ঘ) ডায়াবেটিস
৩৮. পাতা ঝরার জন্য দায়ী কে?
ক) বীজহীন ফল
খ) ফুল ফোটা
গ) কোষ বিভাজন
ঘ) মূল
৩৯. কোন রোগটি বংশগত বলে ধরা হয়?
ক) এপিলেসিস
খ) পারকিনসন
গ) প্যারালাইসিস
ঘ) স্ট্রোক
৪০. পারকিনসন রোগ হলে-
i. খাবার গিলতে কষ্ট হয়
ii. সোজাসুজি হাটতে সমস্যা হয়
iii. হাঁটা শুরু করার সময় সমস্যা হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i ii ও iii
৪১. করোটিক স্নায়ু নিয়ন্ত্রণ করে-
i. হৃদপিন্ডের কাজ
ii. হাত, পা, সঞ্চালন
iii. পাকস্থলীর কাজ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i ii ও iii
৪২. এপিলেপসির কারণ হতে পারে-
i. জন্মগত মস্তিষ্ক বিকৃতি
ii. এইডস ও টিউমার
iii. এনসেফলাইটিস
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i ii ও iii
৪৩. কিসের কারণে প্রাণী তার কার্যকলাপ বা আচরণের পরিবর্তন করে থাকে?
ক) এনজাইম
খ) হরমোন
গ) প্রোটিন
ঘ) লসিকা
৪৪. অক্সিনের প্রভাবে-
i. অভিস্রবণ বৃদ্ধি পায়
ii. সালোকসংশ্লেষণের হার কমে যায়
iii. শ্বসনের হার বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i ii ও iii
৪৫. প্রাণীর মতো প্রতিটি উদ্ভিদ কোষেও বিভিন্ন শারীরবৃত্তীয় কার্যক্রম কীভাবে প্রতিনিয়ত চলতে থাকে?
ক) বিরতি দিয়ে
খ) স্বাভাবিক
গ) একযোগে
ঘ) আলাদাভাবে
৪৬. মেরুরজ্জুতে-
i. শ্বেত পদার্থ থাকে বাইরে
ii. কালো পদার্থ থাকে মাঝে
iii. ধূসর পদার্থ থাকে ভিতরে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i ii ও iii
৪৭. হরমোনের কাজ নিয়ন্ত্রণ করে কে?
ক) স্নায়ুতন্ত্র
খ) দেহ
গ) নালিহীন গ্রন্থি
ঘ) এনজাইম
৪৮. উদ্ভিদের পুষ্প সৃষ্টিতে কোনটির প্রভাব আছে বলে বিজ্ঞানীরা প্রমাণ করেছেন?
ক) আলো
খ) বাতাস
গ) উষ্ণতা
ঘ) কোমলতা
৪৯. চার্লস ডারউইন উদ্ভিদের কোন অংশের উপর আলোর প্রভাব পরীক্ষা করেন?
ক) ভ্রুণ
খ) পত্রমূল
গ) পাতার শীর্ষ
ঘ) ভ্রুণমুকুলাবরণী
৫০. অগ্রমুকুলের কোষগুলো কী কোষ?
ক) বিভাজন কোষ
খ) ভাজক কোষ
গ) স্থায়ী কোষ
ঘ) বৃদ্ধিকারক
৫১. আকারে সবচেয়ে ক্ষুদ্র গ্রন্থিটির নাম কী?
ক) থাইরয়েড
খ) গোনাড
গ) এডরেনাল
ঘ) পিটুইটারী
৫২. পারকিনসের প্রভাবে মাংসপেশি অকার্যকর হয় কখন?
ক) বয়স কম থাকলে
খ) বয়স বাড়ার সাথে সাথে
গ) নির্দিষ্ট বয়সে
ঘ) খুব অল্প বয়সে
৫৩. সেরিব্রাম কোন পর্দা দ্বারা আবৃত থাকে?
ক) মেনেনজেস
খ) নিউরন
গ) সেরিব্রাম কর্টেক্স
ঘ) সেরিব্রাল হেমিস্ফিয়ার
৫৪. হরমোনের প্রভাবে উদ্ভিদের
i. বৃদ্ধি ও বিকাশ ঘটে
ii. বিভিন্ন অঙ্গ সৃষ্টি হয়
iii. সকল কাজ নিয়ন্ত্রিত হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i ii ও iii
৫৫. করোটিক-সুষুম্নাস্নায়ু কত প্রকার?
ক) তিন
খ) দুই
গ) চার
ঘ) পাঁচ
৫৬. উদ্ভিদের বৃদ্ধি ও পুষ্পায়নে আলোর মতো কিসের প্রভাব রয়েছে?
ক) তাপ ও জলবায়ু
খ) চাপ ও তাপমাত্রা
গ) তাপ ও শৈত্যের
ঘ) তাপমাত্রা ও বৃষ্টিপাত
৫৭. অক্সিন ব্যবহারের ফলে কী উৎপাদন করা সম্ভব হয়েছে?
ক) পাতা
খ) কান্ড
গ) বীজ
ঘ) বীজহীন ফল
৫৮. উদ্ভিদে আলা-অন্ধকারের ছন্দকে কী বলে?
ক) বায়োলজিক্যাল সিস্টেম
খ) বায়োলজিক্যল ক্লক
গ) বায়োলজিক্যাল হ্যাজার্ড
ঘ) বায়োলজিক্যাল ফিউশন
৫৯. চার্লস ও ডারউইন হরমোনের অস্তিত্ব প্রমাণ করে কত সালে?
ক) ১৯৮৯ সালে
খ) ১৯৮৩ সালে
গ) ১৮৮৩ সালে
ঘ) ১৮৮৯ সালে
৬০. হরমোন-এর নামকরণ করেন কোন বিজ্ঞানী?
ক) চার্লস ও ডারউইন
খ) ফ্যারাডে
গ) স্যাকস
ঘ) বেলিস ও স্টারলিং
৬১. ডেনড্রাইট ও অ্যাক্সনে সংযোগস্থলকে কী বলে?
ক) সিন্যাপস
খ) নিউরিলেমা
গ) এপিথেলিয়াম টিস্যু
ঘ) নিউরন
৬২. উদ্ভিদের জৈব রাসায়নিক পদার্থটি কি?
ক) হরমোন
খ) ফাইটো হরমোন
গ) অক্সিন
ঘ) জিবারেলিন
৬৩. কাদের ডায়াবেটিস হয়?
ক) বয়স্কদের
খ) শিশুদের
গ) যুবক-যুবতীদের
ঘ) ছোট-বড় সবার
৬৪. সেরিবেলামের কাজ হল-
i. পেশির টান নিয়ন্ত্রণ
ii. দেহের ভারসাম্য রক্ষা
iii. বাকশক্তি নিয়ন্ত্রণ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i ii ও iii
৬৫. প্রয়োজন অপেক্ষা কম অথবা বেশি পরিমাণ হরমোন নিঃসৃত হলে দেহে নানারকমত কিসের প্রতিক্রিয়া সৃষ্টি হয়?
ক) বাঞ্ছিত
খ) অবাঞ্ছিত
গ) প্রতিবেদন
ঘ) স্বাভাবিক
৬৬. কোষ বৃদ্ধির জন্য কোন হরমোন ব্যবহৃত হয়?
ক) জিবেরেলিন
খ) সাইটোকাইনিন
গ) ইথিলিন
ঘ) অক্সিন
৬৭. মেরুরজ্জীয় স্নায়ুর সংখ্যা কত?
ক) ৩২ জোড়া
খ) ৩১ জোড়া
গ) ৩০ জোড়া
ঘ) ২৯ জোড়া
৬৮. উদ্ভিদদেহে অশনাক্তকৃত হরমোনদের কী বলে?
ক) প্রোস্টেট হরমোন
খ) প্রি-পুস্টুলেটেড হরমোন
গ) পুস্টুলেটেড হরমোন
ঘ) প্রি-প্রোস্টেড হরমোন
৬৯. চিন্তা, চেতনা, জ্ঞান, স্মৃতি বাকশক্তির নিয়ন্ত্রণ করে কোনটি?
ক) পনস
খ) মেডুলা অবলংগাটা
গ) মেনিনজেস
ঘ) সেরিব্রাম
৭০. নিচের কোনটি স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র?
ক) মস্তিষ্ক
খ) সুষম্নাকান্ড
গ) সুষুস্নাস্নায়ু
ঘ) সিমপ্যাথেটিক স্নায়ু
৭১. কোনো কোনো উদ্ভিদের মূলেও কী পাওয়া যায়?
ক) অক্সিন
খ) ফ্লোরিজেন
গ) সাইটোকাইনেসিস
ঘ) অ্যামাইটোসিস
৭২. ইন্ডোল অ্যাসিটিক এসিডের প্রভাবে-
i. ক্যালাস নামক এক প্রকার অনিয়ন্ত্রিত কোষগুচ্ছের সৃষ্টি হয়
ii. ক্ষতস্থান পূরণ হয়
iii. ফলের মোচন বিলম্বিত হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i ii ও iii
৭৩. শীতের গম গরমকালে লাগাতে হলে বীজ রোপনের পরে কত উষ্ণতা প্রয়োগ করতে হয়?
ক) ২0 - ৬0 সে.
খ) ২0 - ৫0 সে.
গ) ৩0 - ৫0 সে.
ঘ) ৪0 - ৫0 সে.
৭৪. উদ্দীপনা বা তাড়না মস্তিষ্কে পৌঁছানোর গতিবেগ কত?
ক) ১০ মি./সে.
খ) ১০০ মি./সে.
গ) ১০ সে.মি./সে.
ঘ) ১০০ সে.মি./সে.
৭৫. উদ্ভিদেহে বিদ্যমান বিভিন্ন জৈব রাসায়নিক পদার্থকে কী বলে?
ক) ফটোহরমোন
খ) ফাইটোহরমোন
গ) ফিটোহরমোন
ঘ) ফ্রুক্সোহরমোন
৭৬. সেরিবেলাম কোথায় অবস্থিত?
ক) পনসের পৃষ্ঠীয় দেশে
খ) মধ্য মস্তিষ্কের অগ্রভাগে
গ) পনসের অঙ্কীয়দেশে
ঘ) অগ্রমস্তিষ্কে
৭৭. উদ্ভিদের অঙ্কুরিত বীজকে কী প্রদান করা হলে তাদের ফুল ধারনের সময় এগিয়ে আসে?
ক) তাপ
খ) চাপ
গ) শৈত্যে
ঘ) পানি
৭৮. উদ্ভিদের বিভিন্ন অঙ্গ বিকাশের ক্ষেত্রে লক্ষণীয় প্রভাব আছে-
i. বায়ু চাপের
ii. উষ্ণতার
iii. আলোর
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i ii ও iii
৭৯. ফলে বিভিন্ন সংশ্লেষণ পদ্ধতির মাধ্যমে ভিন্ন ভিন্ন উপাদান উৎপন্ন হয়ে নতুন কিসের সৃষ্টি হয়?
ক) ফলের
খ) ফুলের
গ) অঙ্গের
ঘ) মূলের
৮০. মেরু রজ্জুতে কী থাকে?
ক) শ্বেত পদার্থ ও ধূসর পদার্থ
খ) কালো পদার্থ ও লাল পদার্থ
গ) ধূসর পদার্থ
ঘ) কালো পদার্থ
৮১. ফুট ফোটাতে এবং বীজের সুপ্তাবস্থা কাটাতে কোন হরমোন ব্যবহার করা হয়?
ক) সাইটোকাইনিন
খ) অক্সিন
গ) জিবেরেলিন
ঘ) ইথিলিন
৮২. সেরিব্রামকে কী বলা হয়?
ক) নিম্ন মস্তিষ্ক
খ) মধ্য মস্তিষ্ক
গ) গুরু মস্তিষ্ক
ঘ) লঘু মস্তিষ্ক
৮৩. ডায়াবেটিস টাইপ-১ রোগীর ক্ষেত্রে
i. দেহে ইনসুলিন একেবারে তৈরি হয় না
ii. দেহে ইনসুলিন সামান্য তৈরি হয়
iii. দেহে ইনজেকশনের মাধ্যমে ইনসুলিন প্রবেশ করাতে হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i ii ও iii
৮৪. খাটো উদ্ভিদে জিবেরেলিন প্রয়োগ করলে উদ্ভিদটি অন্যান্য সাধারণ উদ্ভিদ থেকেও কী হয়?
ক) খাটো
খ) মোটা
গ) অধিক লম্বা
ঘ) সরু
৮৫. মস্তিষ্কের সবচেয়ে পিছনের অংশটি হলো-
i. পনস
ii. মেডুলা অবলংগাটা
iii. সেরিবেলাম
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii
গ) iii
ঘ) i ii ও iii
৮৬. স্ত্রী জনন অঙ্গ থেকে নিঃসৃত হরমোন কী?
ক) ইস্ট্রোজেন
খ) টেস্টোস্টেরন
গ) ইনসুলিন
ঘ) প্রোর্যাকটিন
৮৭. অক্সিন হরমোনটি কে আবিষ্কার করেন?
ক) চার্লস ডারউইন
খ) বেলিস
গ) স্টারলিং
ঘ) স্যাকস
৮৮. সামগ্রিক চলন দেখা যায়-
i. Volvok এ
ii. ফার্ন এ
iii. Chlamydomenas এ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i ii ও iii
৮৯. আইলেটস অব ল্যাংগারহ্যানস কোষগুচ্ছ কীভাবে দেহকে সুস্থ রাখে?
ক) প্রোটিন বিপাক নিয়ন্ত্রণের মাধ্যমে
খ) শর্করা বিপাক নিয়ন্ত্রণের মাধ্যমে
গ) পিত্তরস ক্ষরণে সহায়তার মাধ্যমে
ঘ) জরুরি বিপাকে সাহায্যের মাধ্যমে
৯০. দীর্ঘ অন্ধকার দীর্ঘদিবা উদ্ভিদে কী উৎপাদনে ব্যাঘাত ঘটায়?
ক) ফল
খ) পুষ্প
গ) মূল
ঘ) পাতা
৯১. উদ্ভিদ দেহের বিভিন্ন, শারীরবৃত্তীয় ক্রিয়ার মধ্যে কী পরিলক্ষিত হয়?
ক) উদ্ভিদের খাদ্য সঞ্চয়
খ) সালোকসংশ্লেষণ
গ) সমন্বয়
ঘ) গ্লাইকোলাইসিস
৯২. নিউরন তন্তুর ভিতর দিয়ে উদ্দীপনা বা তাড়না শেষ পর্যন্ত কোথায় পৌঁছায়?
ক) সুষুম্নাকান্ডে
খ) অ্যাক্সনে
গ) মস্তিষ্কে
ঘ) কোষদেহে
৯৩. সাইটোকাইনিন হরমোন প্রাপ্তির ক্ষেত্রে সঠিক কোনটি?
ক) ফল, সস্য ও ডাবের পানি
খ) সস্য, সবজি ও আখের রস
গ) রাফেজযুক্ত সবজি, বীট ও আখের রস
ঘ) ভূ-নিম্নস্থ সবজি, সস্য ও তালের রস
৯৪. দুই কশেরুকার মধ্যবর্তী ছিদ্র দিয়ে কত জোড়া মেরুরজ্জীয় স্নায়ু বের হয়?
ক) ১২ জোড়া
খ) ২১ জোড়া
গ) ২১ জোড়া
ঘ) ৩২ জোড়া
৯৫. মস্তিষ্কে রক্তক্ষরণকে চলতি কথায় কী বলে?
ক) মৃগী রোগ
খ) পক্ষাঘাত
গ) স্ট্রোক
ঘ) মেনিনজাইটিস
৯৬. গৌণ বৃদ্ধি অর্থ কোনটি?
ক) লম্বায় বৃদ্ধি
খ) পার্শ্ব বৃদ্ধি
গ) উচ্চতায় বৃদ্ধি
ঘ) অভ্যন্তরীণ বৃদ্ধি
৯৭. উদ্ভিদের চলন ঘটে-
ক) উদ্দীপকের কারণে
খ) পারস্পরিক ক্রিয়ার কারণে
গ) প্রভাবকের কারণে
ঘ) জলবায়ুগত কারণে
৯৮. উদ্ভিদে সাইটোকাইনিনের ভূমিকা হল-
i. কোষের বৃদ্ধি সাধন
ii. অঙ্গের বিকাশ সাধন
iii. বার্ধক্য বিলম্বিত করা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i ii ও iii
৯৯. গোনাড গ্রন্থির ক্ষেত্রে-
i. যৌন আচরণ নিয়ন্ত্রণ করে
ii. পরিণত পুরুষে টেস্টোস্টেরন নিঃসরণ করে
iii. পরিণত স্ত্রীতে ইস্ট্রোজেন নিঃসরণ করে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i ii ও iii
১০০. পশ্চাৎ মস্তিষ্কে গঠিত-
i. সেরিবেলাম দিয়ে
ii. পনস দিয়ে
iii. মেডুলা অবলংগাটা দিয়ে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i ii ও iii
১০১. জিবেরেলিনের প্রভাবে উদ্ভিদের কোন অংশ দৈর্ঘ্য বৃদ্ধি পায়?
ক) উদ্ভিদের পাতা
খ) উদ্ভিদের পর্বমধ্যগুলো
গ) উদ্ভিদের শাখা
ঘ) উদ্ভিদের মূল
১০২. এপিলেপসি রোগের অপর নাম কী?
ক) পক্ষাঘাত
খ) মৃগীরোগ
গ) পারকিনসন
ঘ) প্যারালাইসিস
১০৩. ক্যাম্বিয়ামের কার্যকারিতা বৃদ্ধিকারী এসিডের নাম কী?
ক) অ্যাকরবিক এসিড
খ) ইন্ডোল অ্যাসেটিক এসিড
গ) কার্বনিক এসিড
ঘ) কার্বক্সিলিক এসিড
১০৪. ধানের ব্যাকানি রোগের জীবাণু থেকে কোনটি পাওয়া যায়?
ক) অক্সিন
খ) জিবেরেলিন
গ) সাইটোকাইনিন
ঘ) ইথিলিন
১০৫. কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কতটি অংশ নিয়ে গঠিত?
ক) দুই
খ) তিন
গ) চার
ঘ) পাঁচ
১০৬. হরমোন-
i. মস্তিষ্কের অধীনে কাজ করে
ii. সবই উত্তেজক পদার্থ
iii. এক প্রকার রাসায়নিক দ্রব্য
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i ii ও iii
১০৭. মস্তিষ্ক থেকে কত জোড়া স্নায়ু নির্গত হয়?
ক) ১২
খ) ৩১
গ) ৪১
ঘ) ৫২
১০৮. শিশুদের মানসিক বিকাশ বাধাগ্রস্থ হয় কেন?
ক) থাইরয়েড হরমোনের ঘাটতিতে
খ) হরমোনের ঘাটতিতে
গ) পিটুইটারী হরমোনের ঘাটতিতে
ঘ) থাইমক্সিন হরমোনের ঘাটতিতে
১০৯. আইলেটস অফ ল্যাংগারহ্যানস কোথায় অবস্থিত?
ক) যকৃতে
খ) অগ্ন্যাশয়ে
গ) পিত্তে
ঘ) জনন অঙ্গে
১১০. ইথিলিন হরমোনটি-
i. একটি গ্যাসীয় পদার্থ
ii. ফল পাকাতে সাহায্য করে
iii. ফুলের ঝড়ে পড়া ত্বরান্বিত করে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i ii ও iii
১১১. অভ্যন্তরীণ পরিবেশের উদ্দীপক-
i. গন্ধ আলো
ii. তাপ, রাসায়নিক বস্তু
iii. রাসায়নিক বস্তু, চাপ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i ii ও iii
১১২. কীসের কারণে আকৃষ্ট হয়ে অনিষ্টকারী পোকা ফাদেঁ ও পানিতে ডুবে মারা যায়?
ক) হরমোন
খ) ফেরোমন
গ) অক্সিন
ঘ) ইথিলিন
১১৩. ডায়াবেটিস রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে-
i. স্থুলকার ব্যক্তিদের
ii. রোগীর সংস্পর্শে থাকলে
iii. বাবা, মা, দাদা, দাদীর এ রোগ থাকলে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i ii ও iii
১১৪. মধ্য মস্তিষ্কের কাজ-
i. বাকশক্তি নিয়ন্ত্রণ
ii. বিভিন্ন পেশির কাজের সমন্বয়
iii. ভারসাম্য রক্ষা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i ii ও iii
১১৫. স্যাকস কোন দেশের বিজ্ঞানী?
ক) জার্মান
খ) ইংল্যান্ড
গ) স্কটল্যান্ড
ঘ) আয়ারল্যান্ড
১১৬. আইলেটস অফ ল্যাংগারহ্যানস-
i. শরীরের শর্করা বিপাকে সহায়তা করে
ii. ইনসুলিন হরমোন নিঃসরণ করে
iii. দেহের বিপাকীয় কার্যলাপ নিয়ন্ত্রণ করে
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) i ও ii
গ) ii ও iii
ঘ) i ii ও iii
১১৭. নিচের কোনটি পারকিনসন রোগের চিকিৎসা?
ক) নির্দিষ্ট মাত্রার ঔষধ
খ) ফিজিওথেরাপি
গ) কেমেরাথেরাপি
ঘ) অ্যাকুপাংচার
১১৮. নিউরনের কোষদেহের সাইটোপ্লাজমে থাকে-
i. গলজিবস্তু
ii. নিসল দানা
iii. লাইসোজোম
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i ii ও iii
১১৯. বক্রচলন হল-
i. কান্ডের আলোকমুখী চলন
ii. মূলের অন্ধকারমুখী চলন
iii. জুস্পোরের চলন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i ii ও iii
১২০. প্রস্রাবের সাথে গ্লুকোজ বের হয়ে যাওয়াকে কী বলে?
ক) এপিলেটসি
খ) পারকিনসন
গ) ডায়াবেটিস মেলিটাস
ঘ) গয়টার
১২১. পাতা, ফুল ও ফলের ঝড়ে পড়া ত্বরান্বিত করে কোন হরমোন?
ক) ইথিলিন
খ) সাইটোকাইনিন
গ) উষ্ণতা
ঘ) কোমলতা
১২২. উদ্ভিদের দেহে প্রাপ্ত হরমোন কোনটি?
ক) থাইরক্সিন
খ) সাইটোকাইনিন
গ) টেস্টোস্টেরন
ঘ) অ্যাডরেনালিন
১২৩. নিউরনের সাইটোপ্লাজমের উদ্দীপনা পরিবহন করে কোনটি?
ক) নিলস দানা
খ) অ্যাক্সন
গ) সুষুম্মা কান্ড
ঘ) মেরুমজ্জা
১২৪. সেকেন্ডারি জাইলেম ও ফ্লোয়েম সৃষ্টি হওয়ার ফলে কী হয়?
ক) কান্ড মোটা হয়
খ) কান্ড চিকন হয়
গ) ফুল ঝরে পড়ে
ঘ) কান্ড লম্বা হয়
১২৫. পারকিনসন ডিজিজ সাধারণত কখন হয়?
ক) ২০ বছর বয়সের পর
খ) ৫০ বছর বয়সের পর
গ) ৩০ বছর বয়সের পর
ঘ) ৪০ বছর বয়সের পর
১২৬. হরমোন কোষের কোন কাজটি পরিচালিত করে?
ক) তড়িৎ রাসায়নিক কাজ
খ) প্রাণরাসায়নিক কাজ
গ) জৈবিক কাজ
ঘ) রাসায়নিক কাজ
১২৭. অক্সিন সর্বপ্রথম কে আবিষ্কার করেন?
ক) মেন্ডেল
খ) চার্লস ডারউইন
গ) কোল
ঘ) হ্যাগেন স্নিট
১২৮. থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন কোনটি?
ক) থাইমক্সিন
খ) থাইরক্সিন
গ) পারাথাইরক্সিন
ঘ) গ্লুকাগন
১২৯. কর্টেক্স-
i. অসংখ্যা নিউরন দ্বারা গঠিত
ii. মেনিনজেসের ভেতরের অংশ
iii. ধূসর বর্ণের
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i ii ও iii
১৩০. উদ্ভিদ জীবনে আবহাওয়া ও জলবায়ুজনিত প্রভাবক গুরুত্বপূর্ণ কেন?
ক) জীবনচক্র সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য
খ) প্রজনন সুষ্ঠূভাবে সম্পন্নের জন্য
গ) ফলের পরিপক্কতার জন্য
ঘ) দৈহিক বৃদ্ধির জন্য
১৩১. পাতাগুলো আালোর সাথে কত ডিগ্রি কোণে অবস্থান করে?
ক) ৮০ ডিগ্রি
খ) ৭০ ডিগ্রি
গ) ৯০ ডিগ্রি
ঘ) ৬০ ডিগ্রি
১৩২. মেরুদন্ডের কশেরুকার ভেতরের ছিদ্রপথে কোনটি সুরক্ষিত থাকে?
ক) পনস
খ) সেরিব্রাম
গ) সেরিবেলাম
ঘ) মেরুরজ্জু
১৩৩. ভ্রুণকান্ডের অগ্রাংশ অভিকের্ষের উদ্দীপনা অনুভব করতে পারে। একে কী বলে?
ক) Geoperception
খ) Movement of curvature
গ) Movement of locomotion
ঘ) Vernalization
১৩৪. বীজের সুপ্তাবস্থা ভাঙতে সাহায্য করে কোনটি?
ক) জিবেরেলিন ও অক্সিন
খ) অক্সিন ও সাইটোকাইনিন
গ) সাইটোকাইনিন
ঘ) অ্যাডরেনালিন
১৩৫. কর্টেক্সের রং কিরূপ?
ক) লাল
খ) ধূসর
গ) হলুদ
ঘ) সাদা
১৩৬. উদ্ভিদে বিভিন্ন অঙ্গ বিকাশের ক্ষেত্রে আলো ও উষ্ণতার প্রভাব হলো-
i. ভিন্ন ভিন্ন উপাদান উৎপন্ন হয়ে নতুন অঙ্গের সৃষ্টি করে
ii. কোষের উপাদানগুলো উপরে স্থানান্তরিত হয়
iii. কোষের উপাদানগুলো নিচে স্থানান্তরিত হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i ii ও iii
১৩৭. সুষুম্নাকান্ডের শীর্ষে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের যে স্ফতী অংশ করোটির মধ্যে অবস্থান করে তাকে কী বলে?
ক) সুষুম্নাস্নায়ু
খ) সুষুম্নাকান্ড
গ) মস্তিষ্ক
ঘ) করোটি
১৩৮. প্যারাথাইরয়েড গ্রন্থি কাজ-
i. সোডিয়াম বিপাক নিয়ন্ত্রণ
ii. প্যারাথাইরক্সিন হরমোন নিঃসরণ
iii. ক্যালসিয়াম বিপাক নিয়ন্ত্রণ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i ii ও iii
১৩৯. শরীরে কোন অংশের মাংসপেশীয় কার্যাবলি নষ্ট হওয়াকে কী বলে?
ক) প্যারালাইসিস
খ) স্ট্রোক
গ) বহুমূত্র
ঘ) এপিলেপসি
১৪০. নিউরিলেমা ও অ্যাক্সনের মধ্যবর্তী অঞ্চলটি কী?
ক) মায়োলিন
খ) পনস
গ) নিউরিলেমা
ঘ) মেনিনজেন
১৪১. কোনটি দেহের সমন্বয়ে অংশ নেয়?
ক) হরমোন
খ) রক্ত
গ) লসিকা
ঘ) এনজাইম
১৪২. নিউরনের প্রলম্বিত অংশ কত ধরনের?
ক) দুই
খ) তিন
গ) চার
ঘ) পাঁচ
১৪৩. সামগ্রিক চলন ঘটে-
i. Volvox, Chlamydomonas এ
ii. ছত্রাক ও শৈবালে
iii. ডায়াটম ও গুল্মে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i ii ও iii
১৪৪. কোনটির অভাবে পাতায় মৃত অঞ্চলের সৃষ্টি হয়?
ক) Fe
খ) K
গ) Mn
ঘ) Mg
১৪৫. কোনটি একজন ডায়াবেটিস আক্রান্ত রোগীর জন্য মহৌষধস্বরূপ?
ক) নিয়ন্ত্রিত খাওয়ার অভ্যাস
খ) ইনসুলিন ইনজেকশন
গ) পরিমিত ঔষধ সেবন
ঘ) সুশৃঙ্খল জীবন ব্যবস্থা
১৪৬. অন্ধকারের দিকে ঘনত্ব বাড়ায়-
ক) জিবেরেলিন
খ) অক্সিন
গ) সাইটোকাইনিন
ঘ) ইথিলিন
১৪৭. মাদকাসক্তি কুফলের ক্ষেত্রে-
i. মানসিক ক্ষতি
ii. শারীরিক ক্ষতি
iii. সামাজিক ও অর্থনৈতিক ক্ষতি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i ii ও iii
১৪৮. স্নায়ুকলা গঠিত হয়-
i. কিছু সংখ্যক স্নাযু যোজক টিস্যু দ্বারা
ii. স্নায়ুকোষ বা নিউরনের সমন্বয়ে
iii. বিভিন্ন অঙ্গতন্ত্রের সমন্বয়ে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i ii ও iii
১৪৯. ছোটদিনের উদ্ভিদের পুষ্পায়নে দৈনিক গড়ে কত ঘন্টা আলোর প্রয়োজন?
ক) ১০-১২ ঘন্টা
খ) ৯-১০ ঘন্টা
গ) ৮-১২ ঘন্টা
ঘ) ৭-৯ ঘন্টা
১৫০. মানুষ মাদকাসক্ত হয়-
i. কৌতূহলবশত ও সহজ আনন্দ লাভের জন্য
ii. পরিবারে এর ব্যবহার ও সহজলভ্যতায়
iii. বেকারত্ব, হতাশা ও অভাবের কারণে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i ii ও iii
১৫১. ডায়াবেটিস নিয়ন্ত্রণের প্রধান উপায় হলো কোনটি?
ক) ওষুধ নিয়ন্ত্রণ
খ) মহৌষধস্বরূপ
গ) স্বাভাবিক
ঘ) শৃঙ্গলরূপ
১৫২. দেহের প্রত্যেক কাজের ও অনুভূমি কেন্দ্রের-
i. বাইরের স্তরের নাম কর্টেক্স
ii. ভিতরের স্তরে স্নায়ুতন্তু থাকে
iii. অবস্থান পশ্চাৎ মস্তিষ্কে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i ii ও iii
১৫৩. অক্সিন হরমোনটি-
i. চার্লস ডারউইন আবিষ্কার করেন
ii. কোল ও স্নিট নামকরণ করেন
iii. চার্লস ডারউইন ভ্রুণমুকুলাবরণীর উপর প্রভাব লক্ষ করেন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i ii ও iii
১৫৪. কেউ কেউ ফাইটোহরমোনকে কী হিসেবে আখ্যায়িত করেন?
ক) ফ্লোরেজিন
খ) উদ্ভিদ বৃদ্ধিকারক বস্তু
গ) ইথিলিন
ঘ) ভার্নালিন
১৫৫. মস্তিষ্কের সব থেকে পেছনের অংশ কোনটি?
ক) সেরিব্রাম
খ) মেডুলা অবলংগাটা
গ) পনস
ঘ) সেরিবেলাম
১৫৬. স্বাধীন ও স্বতন্ত্রভাবে আপন কর্তব্য সম্পাদন করে কোন স্নায়ুতন্ত্র?
ক) কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র
খ) স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র
গ) সুষুম্নাকান্ড
ঘ) নিউরন
১৫৭. সামগ্রিক চলন দেখা যায় কোনটিতে?
ক) Volvox
খ) Spirogyra
গ) Padina
ঘ) Ulva
১৫৮. উদ্ভিদের যেসকল হরমোন এখনো আলাদা করা যায়নি তাদের কী?
ক) স্টিমুলেটেড হরমোন
খ) আইসোলেটেড হরমোন
গ) নন-আইসোলেটেড হরমোন
ঘ) পস্টুলেটেড হরমোন
১৫৯. ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য কয়টি ‘D’ মেনে চলা অত্যাবশ্যক?
ক) দুটি
খ) একটি
গ) তিনটি
ঘ) চারটি
১৬০. মাদকাসক্ত হওয়ার কারণের মধ্যে রয়েছে-
i. নতুন অভিজ্ঞতা অর্জন
ii. সহজ আনন্দ লাভ
iii. পরিবারে মাদকদ্রব্যের ব্যবহার
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i ii ও iii
১৬১. নালিবিহীন গ্রন্থিরসকে কী বলে?
ক) এনজাইম
খ) হরমোন
গ) ফেরোমেন
ঘ) উৎসেচক
১৬২. সেরিব্রামের মাঝখানে খাঁজটি কী?
ক) মেননজেস
খ) গ্রোমটার
গ) নিউরন
ঘ) সেরিব্রাল হেমিস্ফিয়ার
১৬৩. কোন হরমোন ফলের ভাঙতে সাহায্য করে কোনটি?
ক) জিবেরেলিন
খ) সাইটোকাইনিন
গ) অ্যাসিটিলিন
ঘ) অক্সিন
১৬৪. প্যারা থাইরয়েড গ্রন্থির কাজ হলো-
i. শরীরে হরমোনের ভারসাম্য রক্ষা করে
ii. শরীরে ক্যালসিয়াম ও ফসফরসের বিপাক নিয়ন্ত্রণ করে
iii. রক্তের ক্যালসিয়ামের ভারসম্য রক্ষা করে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i ii ও iii
১৬৫. নালিবিহীন গ্রন্থি রস কী?
ক) হরমোন
খ) এনজাইম
গ) অগ্ন্যাশয় রস
ঘ) পিত্তরস
১৬৬. অক্সিনের কাজ নয় কোনটি?
ক) কোষের দৈর্ঘ্য বৃদ্ধি
খ) শীর্ষ প্রকটতা
গ) মূল সৃষ্টি
ঘ) কুঁড়ির বৃদ্ধি রহিত করা
১৬৭. সেরিবেলাম ও মেডুলা অবলংগাটার ভেতর সংযোগ স্থাপন করে কে?
ক) অগ্র মস্তিষ্ক
খ) পনস
গ) পশ্চাৎ মস্তিষ্ক
ঘ) সুষুম্না কান্ড
১৬৮. ডায়াবেটিস রোগীর ঠিকমত চিকিৎসা না করা হলে-
i. রোগীর শ্বসন হার কমে যায়
ii. রোগী বেহুশ হয়ে পড়তে পারে
iii. রোগীর রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i ii ও iii
১৬৯. মেডুলা অবলংগাটা থেকে কত জোড়া করোটিক স্নায়ু উৎপন্ন হয়?
ক) ৪ জোড়া
খ) ৮ জোড়া
গ) ১২ জোড়া
ঘ) ৩১ জোড়া
১৭০. প্রত্যেক কাজের জ্ঞান, স্মৃতি ও বাকশক্তি নিয়ন্ত্রণ করে কোনটি?
ক) পনস
খ) মেডুলা অবলংগাটা
গ) মেনিনজেস
ঘ) সেরিব্রাম
১৭১. স্ট্রোকের রোগীর মৃত্যু ঘটে যদি-
i. রক্ত মস্তিষ্কের গহ্বরে প্রবেশ করে
ii. রক্ত মাথার খুলিতে ঢুকে যায়
iii. রোগীর সমস্ত মুখমন্ডল লাল হয়ে যায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i ii ও iii
১৭২. উদ্দীপনা পরিবেশ থেকে মস্তিষ্কে প্রবাহিত হয় কীভাবে?
ক) জৈব উপায়ে
খ) অজৈব উপায়ে
গ) কণা আকারে
ঘ) তরঙ্গাকারে
১৭৩. নিচের কোনটি হ্রস্বদিবা উদ্ভিদ?
ক) লেটুস
খ) সূর্যমুখী
গ) চন্দ্রমল্লিকা
ঘ) ঝিঙ্গা
১৭৪. এডরেনাল গ্রন্থি হলো-
i. কিডনির ওপর অবস্থিত
ii. এডরেনালিন হরমোন নিঃসরণকারী
iii. কঠিন মানসিক চাপ পরিত্রাণকারী
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i ii ও iii
১৭৫. পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ করে দেহের ভেতরে প্রবাহিত করে-
ক) রক্ত
খ) রক্তরস
গ) স্নায়ু কলা
ঘ) হরমোন
১৭৬. হরমোন উদ্ভিদে-
i. পুষ্টি দ্রব্য হিসাবে থাকে
ii. ক্ষুদ্র মাত্রায় উৎপন্ন হয়
iii. দেহের উন্নয়নে ভূমিকা রাখে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i ii ও iii
১৭৭. থাইমাস গ্রন্থি হলো-
i. সোডিয়াম বিপাক নিয়ন্ত্রণ
ii. প্যারাথাইরক্সিন হরমোন নিঃসরণ
iii. ক্যালসিয়াম বিপাক নিয়ন্ত্রণ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i ii ও iii
১৭৮. কোষ বিভাজনের সময় কোষের সাইটোকাইনেসিস ঘটায় কোনটি?
ক) অক্সিন
খ) জিবেরেলিন
গ) সাইটোকাইনন
ঘ) অ্যাবসিসিক অ্যাসিড
১৭৯. সেরিব্রামের কাজ হলো-
i. প্রত্যেক অঙ্গ থেকে স্নায়ু তাড়না গ্রহণ করা
ii. দেহের নড়াচড়া তথা অনুভূতি সৃষ্টি করা
iii. স্মৃতি, ইচ্ছা, জ্ঞান,প্রভৃতি ঐচ্ছিক পেশির কার্যকলাপ নিয়ন্ত্রণ করা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i ii ও iii
১৮০. উদ্ভিদে ফুল ফোটাতে সাহায্য করে নিচের কোন হরমোন?
ক) অক্সিন
খ) সাইটোকাইনিন
গ) অ্যাবাসিসিক এসিড
ঘ) ফ্লোরিজেন
১৮১. পিটুইটারি গ্রন্থির ক্ষেত্রে-
i. অগ্রমস্তিষ্কের তলদেশে অবস্থিত
ii. প্রধান হরমোন উৎপাদনকারী গ্রন্থি
iii. আকারে সবচেয়ে বড়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i ii ও iii
১৮২. অধিকাংশ জিবেরেলিন উদ্ভিদের কোন অংশে পাওয়া যায়?
ক) উদ্ভিদের মূলে
খ) উদ্ভিদের কান্ডে
গ) উদ্ভিদের কান্ড শীর্ষে
ঘ) উদ্ভিদের বীজে
১৮৩. মৃগী রোগী পানিতে পড়লে ডুবে মারা যায় কেন?
ক) শরীরের তাপমাত্রা কমে যায় বলে
খ) নিজ শক্তিতে উঠতে পারে না বলে
গ) উচ্চ রক্তচাপ বেড়ে যায় বলে
ঘ) শ্বাস-প্রশ্বাসের হার কমে যায় বলে
১৮৪. ফাইটো অর্থ কী?
ক) আদি
খ) উদ্ভিদ
গ) প্রাণী
ঘ) ছত্রাক
১৮৫. যে জৈব রাসায়নিক পদার্থের প্রভাব উদ্ভিদের সকল কাজ নিয়ন্ত্রিত হয় তাকে কী বলে?
ক) বৃদ্ধিকারক বস্তু
খ) স্টিমুলেটেড হরমোন
গ) আইসোলেটেড
ঘ) নন-আইসোলেটড হরমোন
১৮৬. শ্বেত পদার্থ-
i. সেরিব্রামের ভিতরের স্তর
ii. সেরিবেলামের বাইরে স্তর
iii. মেরুরজ্জুর উপর ও নিচে স্নায়ু তাড়না বহন করে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i ii ও iii
১৮৭. মস্তিষ্কের রক্তক্ষরণকে কী বলা হয়?
ক) প্যারালাইসিস
খ) স্ট্রোক
গ) পারকিনসন
ঘ) এপিলেপসি
১৮৮. উদ্ভিদের চলনকে কত ভাগে ভাগ করা যায়?
ক) তিন ভাগে
খ) দুই ভাগে
গ) চার ভাগে
ঘ) পাঁচ ভাগে
১৮৯. কান্ডের আলোর দিকে চলনকে কী বলে?
ক) নেগেটিভ ফটোট্রপিজম
খ) পজিটিভ ফটোট্রাপিজম
গ) নেগেটিভ জিওট্রপিজম
ঘ) পজিটিভ জিওট্রপিজম
১৯০. সেরিবেলামের বাইরের দিকে কী থাকে?
ক) শ্বেত পদার্থ
খ) কালো পদার্থ
গ) ধূসর পদার্থ
ঘ) লোহিত পদার্থ
১৯১. নিউরনের কোষদেহ গঠিত হয়-
i. প্লাজমা মেমব্রেন, সাইটোপ্লাজম ও নিউক্লিয়াস দিয়ে
ii. নিউরনের গোলাকার বা ডিম্বাকার অংশ নিয়ে
iii. দুটি অংশ নিয়ে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i ii ও iii
১৯২. মস্তিষ্কের বোঁটা কোনটি?
ক) পনস
খ) নিউরন
গ) সুষুম্না শীর্ষক
ঘ) নেফ্রন
১৯৩. নিচের কোন আয়োডিনের অন্যতম প্রধান উৎস?
ক) পুকুরের মাছ
খ) সামুদ্রিক মাছ
গ) গরুর মাংস
ঘ) মুরগীর মাংস
১৯৪. চন্দ্রমল্লিকা কী ধরনের উদ্ভিদ?
ক) ছোট দিনের উদ্ভিদ
খ) বড় দিনের উদ্ভিদ
গ) ছোট রাত্রির উদ্ভিদ
ঘ) নিরপেক্ষ উদ্ভিদ
১৯৫. ডোপামিন কী?
ক) অগ্ন্যাশয় উৎপন্ন নির্যাস
খ) যকৃতে উৎপন্ন নির্যাস
গ) স্নায়ুকোষে উৎপন্ন নির্যাস
ঘ) থাইমাসে উৎপন্ন নির্যাস
১৯৬. এডরেনাল গ্রন্থির কাজ-
i. অত্যাবশ্যকীয় বিপাক নিয়ন্ত্রণ
ii. কঠিন মানসিক চাপ থেকে পরিত্রাণ
iii. এ্যাডরেনালিন হরমোন নিঃসরণ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i ii ও iii
১৯৭. উদ্ভিদের কান্ড ও শাখা-প্রশাখার সমসময় কোন দিকে চলন ঘটে?
ক) আলোর বিপরীত দিকে
খ) আলোর দিকে
গ) মূলের দিকে
ঘ) নিম্নদিকে
১৯৮. অ্যাডরেনাল গ্রন্থি দেহের-
i. অত্যাবশ্যকীয় বিপাকীয় কার্যকলাপ নিয়ন্ত্রণ করে
ii. জনন অঙ্গের বৃদ্ধি ঘটায়
iii. কঠিন মানসিক চাপ থেকে পরিত্রাণ ঘটায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i ii ও iii
১৯৯. মানবদেহের পিটুইটারি গ্রন্থি-
i. নালিযুক্ত গ্রন্থি
ii. সোমাটোট্রিপিন হরমোন নিঃসরণকারী
iii. অন্তঃক্ষরা গ্রন্তির অন্তর্গত
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i ii ও iii
২০০. নিচের কোনটিকে গুরুমস্তিষ্ক বলা হয়?
ক) পনস
খ) সেরিব্রাম
গ) মেডুলা
ঘ) সেরিবেলাম
২০১. কোনটি উদ্ভিদের জনন সংশ্লিষ্ট অঙ্গের বিকাশের সাথে সম্পর্কিত হরমোন?
ক) ভার্নালিন
খ) ক্লোরিজেন
গ) অক্সিন
ঘ) অ্যাবসিসিক এসিড
২০২. মধ্য মস্তিষ্কের কোন অংশটি দেহের ভারসাম্য রক্ষা করে?
ক) সেরিব্রাম
খ) পনস
গ) সেরিবেলাম
ঘ) মেডুলা অবলংগাটা
২০৩. পনসের পৃষ্ঠীয় দেশে অবস্থিত খন্ডাংশটি কী?
ক) মেনেনজেস
খ) সেরিবেলাম
গ) সেরিব্রাল
ঘ) মেডুলা
২০৪. উদ্ভিদের আলো-অন্ধকারের ছন্দের উপর ভিত্তি করে পুষ্পধারী উদ্ভিদকে কয়টি ভাগে ভাগ করা হয়?
ক) দুটি
খ) একটি
গ) তিনটি
ঘ) চারটি
২০৫. উদ্ভিদে পর্বমধ্যগুলো দৈর্ঘ্যে বৃদ্ধি পায় কোন হরমোনের প্রভাবে?
ক) জিবেরেলিন
খ) অক্সিন
গ) ইথিলিন
ঘ) সাইটোকাইনিন
২০৬. নিচের কোনটি গ্যাসীয় পদার্থ?
ক) অক্সিন
খ) জিবেরেলিন
গ) সাইটোকাইনিন
ঘ) ইথিলিন
২০৭. ভার্নালাইজেশন কত তাপমাত্রায় ঘটে?
ক) ১০০ - ১২০ সে.
খ) ১৩০ - ১৫০ সে.
গ) ১৬০ - ১৮০ সে.
ঘ) ১৮০ - ২০০ সে.
২০৮. কোনটিকে মৃগী রোগ বলা হয়?
ক) প্যারালাইসিস
খ) পারকিনসন
গ) এনসেফলাইটিস
ঘ) এপিলেপসি
২০৯. নিউরনের প্রধান কাজ হলো-
i. উদ্দীপনা বহন করা
ii. একে স্নায়ুতন্তু বলে
iii. অ্যাক্সন তন্তু বলে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i ii ও iii
২১০. এডরেনাল গ্রন্থি থেকে নিঃসৃত হরমোনের নাম কী?
ক) এডরেনালিন
খ) থাইমক্সিন
গ) প্যারাথাইরক্সিন
ঘ) থাইরক্সিন
২১১. ফল গঠনে কোন হরমোন ব্যবহৃত হয়?
ক) জিবেরেলিন
খ) অক্সিন
গ) ভার্নালিন
ঘ) ইথিলিন
২১২. নিউরনের প্রলম্বিত অংশ কোনটি?
ক) ডেনড্রাইট
খ) গলজিবস্তু
গ) মাইটোকন্ড্রিয়া
ঘ) চর্বি
২১৩. কোনটির প্রভাবে ধমনিতে রক্ত প্রবাহ বন্ধ হয়?
ক) হরমোন
খ) আয়োডিন
গ) কোলেস্টেরল
ঘ) এনজাইম
২১৪. সিন্যাপসের কোন তরল পদার্থ থাকে?
ক) গ্রেম্যাটার
খ) শ্বেতপদার্থ
গ) নিউরোহিউমার
ঘ) ফোরামেন ম্যাগনাম
২১৫. কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র গঠিত হয় কোনটি দিয়ে?
ক) মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্র
খ) মস্তিষ্ক ও সুষুম্মা স্নায়ু
গ) মস্তিষ্ক
ঘ) সুষুম্মা কান্ড
২১৬. পারকিনসন রোগের চিকিৎসা-
i. ইনসুলিন গ্রহণ
ii. ফিজিওথেরাপী গ্রহণ
iii. পরিমিত খাদ্য গ্রহণ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i ii ও iii
২১৭. বাহ্যিক পরিবেশের উদ্দীপক-
i. আলো, গন্ধ
ii. গন্ধ, স্পর্শ
iii. স্বাদ, স্পর্শ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i ii ও iii
২১৮. প্রতিবর্তী ক্রিয়া বলতে উদ্দীপনার কী বুঝায়?
ক) স্বাভাবিকতা
খ) আকস্মিকতা ও স্বয়ংক্রিয়তা
গ) প্রতিবেদন ক্রিয়া
ঘ) প্রতিক্রিয়া
২১৯. নিচের কোনটি থেকে আমরা আয়োডিন পাই?
ক) লেবু
খ) জাম্বুয়া
গ) কচু
ঘ) আপেল
২২০. মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর-
i. মাদকদ্রব্য আইন প্রণয়ন করে
ii. মাদকাসক্তদের চিকিৎসার ব্যবস্থা করে
iii. মাদকদ্রব্য আইনের প্রয়োগ করে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i ii ও iii
২২১. গলগন্ড রোগের অপর নাম কী?
ক) গয়টার
খ) রয়টার
গ) এপিকেপসি
ঘ) পারকিনসন
২২২. স্ট্রোকের সময়-
i. নাড়ির স্পন্দন বেড়ে যায়
ii. প্রচন্ড মাথা ব্যথা হয়
iii. মাংসপেশি শিথিল হয়ে যায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i ii ও iii
২২৩. কোনটির মাধ্যমে হরমোন পরিবাহিত হয়?
ক) লসিকার মাধ্যমে
খ) এনজাইমের মাধ্যমে
গ) রক্তের মাধ্যমে
ঘ) নালির মাধ্যমে
২২৪. স্বয়ংক্রিয় স্বায়ু দ্বারা পরিচালিত হয় কোনটি?
ক) অগ্ন্যাশয়
খ) জিহ্বা
গ) দাঁত
ঘ) কান
২২৫. গয়টার রোগীর সংখ্যা অনেক বেশি-
i. বাংলাদেশের উত্তরবঙ্গে
ii. বাংলাদেশের দক্ষিণবঙ্গে
iii. হিমালয়ের পাদদেশে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i ii ও iii
২২৬. নেশা বস্তুর কারণে কোনটি হয়?
ক) চিন্তাশক্তি বাড়ে
খ) চিন্তাশক্তি কমে
গ) মানসিক উৎকর্ষতা বাড়ে
ঘ) সৃজনশীল কাজ করা যায়
২২৭. বহুমূত্র রোগীর ক্ষেত্রে-
i. অধিক পিপাসা লাগে
ii. দুর্বলতা ও অবসাদ সৃষ্টি হয়
iii. ওজন বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i ii ও iii
২২৮. প্রাকৃতি প্রধান হরমোনগুলি হলো-
i. অক্সিন
ii. জিবেরেলিন
iii. ইথিলিন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i ii ও iii
২২৯. বাতাসে ফেরোমন নিঃসৃত হলে কত দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে?
ক) ১-২ কিলোমিটার
খ) ২-৪ কিলোমিটার
গ) ২-৩ কিলোমিটার
ঘ) ৪-৫ কিলোমিটার
২৩০. থাইরয়েড গ্রন্থি নিঃসৃত হরমোন কী কাজে লাগে?
ক) শ্বসনে
খ) এন্টিবডি গঠনে
গ) বিপাকে
ঘ) জনন গ্রন্থির বৃদ্ধিতে
২৩১. অগ্র ও পশ্চাৎ মস্তিষ্কের সংযুক্ত করে কে?
ক) অগ্র মস্তিষ্ক
খ) পশ্চাৎমস্তিষ্ক
গ) মধ্যমস্তিষ্ক
ঘ) সুষুম্নাকান্ডের
২৩২. অ্যাক্সনের চারদিকের পাতলা আবরণটিকে কী বলে?
ক) নিউরিলেমা
খ) অ্যাক্সলেমা
গ) সিন্যাপস
ঘ) মায়োলিন
২৩৩. উদ্ভিদে যেসব হরমোন পাওয়া যায় সেগুলো হলো-
i. জিবেরেলিন
ii. ডোপামিন
iii. অক্সিন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) i ও iii
ঘ) i ii ও iii
২৩৪. কোন উদ্ভিদের পুষ্পায়নের দিনের আলো কোনো প্রভাব ফেলে না?
ক) বড় দিনের
খ) আলোক নিরপেক্ষ দিনের
গ) ছোট দিনের
ঘ) নিরপেক্ষ দিনের
২৩৫. সেরিব্রাম সম্পূর্ণভাবে কয়টি অংশে বিভক্ত?
ক) তিনটি
খ) চারটি
গ) দুটি
ঘ) পাঁচটি
২৩৬. দেহে সঞ্চালন তথা প্রত্যেক কাজের ও অনুভূতির কেন্দ্র কোনটি?
ক) সেরিব্রাম
খ) সেরিবেলাম
গ) পনস
ঘ) মেডুলা অবলংগাটা
২৩৭. গ্রন্থিরাজ বলা হয় কাকে?
ক) পিটুইটারিকে
খ) থাইরয়েডকে
গ) নিউরনকে
ঘ) ইস্ট্রোজেনকে
২৩৮. মেডুলা অবলংগাটার কাজ হলো-
i. খাদ্য গলধকরণ করা
ii. হৃদপিন্ড, ফুসফুস ও গলবিলের কাজ নিয়ন্ত্রণ করা
iii. শ্রবণ ও ভারসাম্য রক্ষা করা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i ii ও iii
২৩৯. প্রাকৃতিক প্রধান হরমোন কোনটি?
ক) অক্সিজেন
খ) ভার্নালিন
গ) ফ্লোরিজেন
ঘ) ইস্ট্রোজেন
২৪০. তাড়না বা উদ্দীপনা পরিবেশ থেকে মস্তিষ্কে প্রবাহিত হয় কীভাবে?
ক) কণা আকারে
খ) তরঙ্গাকারে
গ) জৈব উপায়ে
ঘ) রাসায়নিক ভাবে
২৪১. কাদের মৃগী রোগ দেখা দেয়?
ক) ব্রেইন স্ট্রোকের রোগীদের
খ) হার্ট স্ট্রোকের রোগীদের
গ) ইসমিক স্ট্রোকের রোগীদের
ঘ) এফাইসোমার রোগীদের
২৪২. মানবদেহে হরমোন উৎপাদনকারী প্রধান গ্রন্থি কী?
ক) থাইরয়েড গ্রন্থি
খ) প্যারাথাইরয়েড গ্রন্থি
গ) পিটুইটারি গ্রন্থি
ঘ) থাইমাস গ্রন্থি
২৪৩. হরমোনের উৎপত্তিস্থল কোনটি?
ক) নালিযুক্ত গ্রন্থি
খ) রক্ত
গ) নালিহীন গ্রন্থি
ঘ) লসিকা
২৪৪. জনন অঙ্গের বৃদ্ধিতে সাহায্য করে কোনটি?
ক) প্যারাথাইরক্সিন
খ) থাইরক্সিন
গ) থাইমক্সিন
ঘ) ইনসুলিন
২৪৫. বীজহীন ফল উৎপাদনে ব্যবহৃত হয়-
i. ইথিলিন
ii. অক্সিন
iii. জিবেরেলিন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i ii ও iii
২৪৬. কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র গঠিত-
i. মস্তিষ্ক দ্বারা
ii. সুষুম্না কান্ড দ্বারা
iii. ব্রংকিওল দ্বারা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i ii ও iii
২৪৭. সেরিব্রামের ভিতরের স্তরে থাকে-
i. স্নায়ুতন্তু
ii. স্নায়ুতন্তুর রং কালো
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i ii ও iii
২৪৮. নিউরনের প্রলম্বিত অংশ-
i. কোষদেহ
ii. ডেনড্রাইট
iii. অ্যাক্সন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i ii ও iii
২৪৯. প্যারালাইসিসের কারণ-
i. স্নায়ুরোগ
ii. স্ট্রোক
iii. সুষম্নাদন্ডের ক্ষয় ও রোগ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i ii ও iii
২৫০. মায়োলিন হল-
i. ডেনড্রাইট ও অ্যাক্সনের মধ্যবর্তী স্তর
ii. স্নেহ পদার্থের একটি স্তর
iii. নিউরিলেমা ও অ্যাক্সনের মধ্যবর্তী স্তর
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i ii ও iii
২৫১. পনস কোথায় থাকে?
ক) সেরিবেলামের উপরে
খ) সেরিব্রাম ও করোটির মাঝখানে
গ) মেডুলা অবলংগাটা ও মধ্যমস্তিষ্কের মাঝখানে
ঘ) হাইপোথ্যালামাসের উপরে
২৫২. পারকিনসন রোগ কত বয়সের পরে হয়?
ক) ৩০
খ) ৪০
গ) ৪৫
ঘ) ৫০
২৫৩. পাতায় উৎপন্ন ফ্লোরিজেন কোথায় স্থানান্তরিত হয়?
ক) মূলে
খ) কান্ডের গোড়ায়
গ) পাতার কিনারায়
ঘ) পত্রমূলে
২৫৪. স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র পরিচালনা করে-
i. পেশির সঞ্চালন
ii. অন্ত্র, পাকস্থলীর কাজ
iii. পাকস্থলী, অগ্ন্যাশয়ের কাজ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i ii ও iii
২৫৫. কোনটি মস্তিষ্কের সুরক্ষা প্রদান করে?
ক) স্কাল
খ) করোটি
গ) করোটিকা
ঘ) স্কেলিটন
২৫৬. কোনটির অভাব হলে থাইরয়েড গ্রন্থি ফুলে যায়?
ক) আয়রন
খ) পটাশিয়াম
গ) আয়োডিন
ঘ) ক্যালসিয়াম
২৫৭. সেরিবেলামের অবস্থান কোথায়?
ক) অগ্রমস্তিষ্ক
খ) পনসের পৃষ্ঠীয় দেশে
গ) পনসের অঙ্কীয় দেশে
ঘ) মধ্যমস্তিষ্কে
২৫৮. শৈত্য প্রদানের মাধ্যমে উদ্ভিদের ফুল ধারণকে ত্বরাণ্বিত করার প্রক্রিয়াকে কী বলে?
ক) ভার্নালাইজেশন
খ) ফটোলাইসিস
গ) ইমবাইবিশন
ঘ) ফটোট্রপিজম
২৫৯. স্ট্রোকে মানুষের মৃত্যুর ক্ষেত্রে প্রযোজ্য কারণ কোনটি?
ক) মস্তিষ্কের গহ্বর ও খুলিতে রক্ত প্রবেশ
খ) মস্তিষ্কের গহ্বর ও খুলিতে পানি প্রবেশ
গ) সুষুম্নাকান্ড ও স্নায়ুরজ্জু ক্ষতিগ্রস্ত হওয়া
ঘ) মস্তিষ্ক ও এটলাস কশেরুকা ক্ষতিগ্রস্ত হওয়া
২৬০. ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণ করা যায়-
i. সুশৃঙ্খল জীবনযাপন করে
ii. খাদ্য নিয়ন্ত্রণ করে
iii. মিষ্টি জাতীয় খাবার গ্রহণ করে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i ii ও iii
২৬১. মস্তিষ্কের গ্রেম্যাটার বা ধূসর পদার্থের কাজ কী?
ক) দেহের ভারসাম্য রক্ষা
খ) মেরুদন্ডের ভিতর অন্তঃযোগাযোগ রক্ষা করা
গ) ঐচ্ছিক পেশির কার্য নিয়ন্ত্রণ
ঘ) বিভিন্ন পেশির সমন্বয় সাধন
২৬২. সাইটোকাইনিন হরমোনটি পাওয়া যায়-
i. ফল ও সস্যে
ii. ফুল ও মূলে
iii. ডাবের পানিতে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i ii ও iii
২৬৩. আলোর বিপরীত দিকে মূলের চলনকে কী বলে?
ক) পজিটিভ ফটোট্রপিজম
খ) নেগেটিভ জিওট্রপিজম
গ) নেগেটিভ ফটোট্রপিজম
ঘ) পজিটিভ জিওট্রপিজম
২৬৪. রক্তে গ্লুকোজ মাত্রা কে নিয়ন্ত্রণ করে?
ক) প্রোর্যাকটিন
খ) ইস্ট্রোজেন
গ) ইনসুলিন
ঘ) থাইরক্সিন
২৬৫. প্রতিটি নিউরন কতিটি প্রধান অংশ নিয়ে গঠিত?
ক) দুইটি
খ) তিনটি
গ) চারটি
ঘ) পাঁচটি
২৬৬. প্রতিটি নিউরনের কয়টি অংশ?
ক) একটি
খ) দুইটি
গ) তিনটি
ঘ) চারটি
২৬৭. জনন অঙ্গের বৃদ্ধিতে সাহায্য করে-
i. থাইমাস গ্রন্থি
ii. গোনাড গ্রন্থি
iii. থাইরয়েড গ্রন্থি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i ii ও iii
২৬৮. কোনটির প্রভাব উদ্ভিদের বিভিন্ন কাজের মধ্যে সমন্বয় সাধিত হয়?
ক) এনজাইম
খ) সূর্যলোক
গ) হরমোন
ঘ) খনিজ পদার্থ
২৬৯. তুমি বীজহীন ফল উৎপাদনে ব্যবহার করবে-
i. অক্সিন
ii. জিবেরেলিন
iii. সাইটোকাইনিন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i ii ও iii
২৭০. মেডুলা অবলংগাটা-
i. মস্তিষ্কের সামনের অংশ
ii. এর সামনে রয়েছে পনস
iii. এর পেছনে আছে সুষুম্না কান্ড
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i ii ও iii
২৭১. স্নায়ুতন্ত্রের পরিচালক কোনটি?
ক) সুষম্না কান্ড
খ) মেরুরজ্জু
গ) মস্তিষ্ক
ঘ) সুষম্না স্নায়ু
২৭২. ভারসাম্য রক্ষা করা কোন মস্তিষ্কের কাজ?
ক) অগ্র মস্তিষ্ক
খ) মধ্য মস্তিষ্ক
গ) পশ্চাৎ মস্তিষ্ক
ঘ) পনস
২৭৩. পিটুইটারি গ্রন্থির আকার কেমন?
ক) বড়
খ) মাঝারি
গ) সবচেয়ে ক্ষুদ্র
ঘ) স্বাভাবিক
২৭৪. প্রাণীর প্রয়োজনীয় সমন্বয় কাজ স্নায়ু ছাড়াও কী দ্বারা প্রভাবিত হতে পারে?
ক) ইথিলিন
খ) ফ্লোরিজেন
গ) হরমোন
ঘ) ভার্নালিন
২৭৫. পরিণত বয়সে পুরুষে জনন অঙ্গ হতে কোনটি নিঃসৃত হয়?
ক) ইস্ট্রোজেন
খ) থাইমেসিন
গ) টেস্টোস্টেরন
ঘ) অক্সিটোসিন
২৭৬. সাইটোকাইনিন কোথায় পাওয়া যায়?
ক) ফুলের মধ্যে
খ) ডাবের পানিতে
গ) উদ্ভিদের পাতায়
ঘ) উদ্ভিদের কান্ডে
২৭৭. পস্টুলেটেড হরমোন কোনটি?
ক) ফ্লোরিজেন
খ) অক্সিন
গ) জিবেরেলিন
ঘ) সাইটোকাইনিন
২৭৮. নিচের কোন হরমোনটি অক্সিনের সাথে যুক্ত হয়ে কোষ বিবাজনকে উদ্দীপিত করে?
ক) জিবেরেলিন
খ) ইথিলিন
গ) ভার্নালিন
ঘ) সাইটোকাইনিন
২৭৯. নিচের কোন বড় দিনের উদ্ভিদ?
ক) চন্দ্রমল্লিকা
খ) ডালিয়া
গ) লেটুস
ঘ) শসা
২৮০. যখন আরো তীর্ষকভাবে একদিকে লাগে তখন ভ্রুণমুকুলাবরণী কীভাবে পরিবর্তিত হয়?
ক) আালোয় উৎসের বিপরীতে বেঁকে যায়
খ) আলোর উৎসের দিকে বেঁকে যায়
গ) মাটির দিকে নুয়ে পড়ে
ঘ) খাড়া ভাবে বৃদ্ধি পায়
২৮১. কোনটির কার্যকারিতার উপর মস্তিষ্ক ও মেরুরজ্জুর কোন প্রভাব নেই?
ক) কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র
খ) পার্শ্বীয় স্নায়ুতন্ত্র
গ) ঐচ্ছিক পেশি
ঘ) স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র
২৮২. খাদ্য শেষ হলে পিঁপড়া কী নিঃসরণ বন্ধ করে?
ক) অক্সিন হরমোন
খ) জিবোরেলিন হরমোন
গ) সাইটোকাইনি হরমোন
ঘ) ফেরোমন হরমোন
২৮৩. সেরিবেলামের-
i. বাইরের দিকে ধূসর পদার্থ
ii. ভেতরের দিকে শ্বেত পদার্থ
iii. বাইরের দিকে লোহিত পদার্থ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i ii ও iii
২৮৪. পরিণত বয়সের লক্ষণসমূহ বিকশিত করতে ভূমিকা রাখে কোন গ্রন্থি নিঃসৃত হরমোন?
ক) থাইমাস গ্রন্থি
খ) পিটুইটারী গ্রন্থি
গ) পিনিয়াল গ্রন্থি
ঘ) গোনাড গ্রন্থি
২৮৫. জিবেরেলিনের কার্যকারিতা রয়েছে-
i. ফুল ফোটাতে
ii. অংকুরোদগমে
iii. ফল পাকাতে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i ii ও iii
২৮৬. হরমোন এক ধরনের-
i. পুষ্টি দ্রব্য
ii. জৈব রাসায়নিক পদার্থ
iii. নিয়ন্ত্রণকারী
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i ii ও iii
২৮৭. আইলেটস অফ ল্যাংগারহ্যানস থেকে নিচের কোনটি নিঃসৃত হয়?
ক) এডরেনোকর্টিকেট্রপিন
খ) টেস্টোস্টেরন
গ) ইস্ট্রোজেন
ঘ) ইনসুলিন
২৮৮. ইন্ডোল অ্যাসিটিক এসিডের প্রভাবে-
i. ক্যাম্বিয়ামের কার্যকারিতা হ্রাস পায়
ii. ক্যালাস সৃষ্টি হয়
iii. ক্ষতস্থান পূরণ হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i ii ও iii
২৮৯. উদ্ভিদের বৃদ্ধিজনিত চলনের উদাহরণ কোনটি?
ক) মূলের এগিয়ে চলা
খ) পাতার বৃদ্ধি
গ) কান্ড শীর্ষ
ঘ) পত্রবৃন্ত
২৯০. বাহ্যিক পরিবেশের উদ্দীপক কোনটি?
ক) আলো, গন্ধ
খ) চাপ, তাপ
গ) বায়ু, মাটি
ঘ) পানি, Co2
২৯১. গলার ট্রাকিয়ার উপরের অংশে অবস্থিত কোনটি?
ক) পিটুইটারি গ্রন্থি
খ) থাইরয়েড গ্রন্থি
গ) থাইমাস গ্রন্থি
ঘ) এডরেনাল গ্রন্থি
২৯২. অনুভূতিবাহী নিউরন কোথায় স্নায়ূ উদ্দীপনা প্রেরণ করে?
ক) গ্রাহক অঙ্গ থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র
খ) কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে কার্যকরী অঙ্গে
গ) মেরুদন্ডের ভিতরে
ঘ) পনস থেকে গ্রাহক অঙ্গে
২৯৩. কান্ডের আলোকমুখ চলন, মূলের অন্ধকারমুখী চলন, আকর্ষীর অবলম্বনকে পেঁচিয়ে ধরা কী ধরনের চলন?
ক) সোজা চলন
খ) সামগ্রিক চলন
গ) বক্র চলন
ঘ) নিম্নমুখী চলন
২৯৪. পুস্টুলেটেড হরমোনের উদাহরণ-
i. ভার্নালিন
ii. অক্সিন
iii. ফ্লোরিজেন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i ii ও iii
২৯৫. ডেনড্রাইট কোথায় দেখা যায়?
ক) কার্ডিয়াম
খ) কানেকটিভ টিস্যু
গ) এপিথেলিয়াস টিস্যু
ঘ) নিউরন
২৯৬. নিউরন থেকে নিউরন উদ্দীপনা বাহিত হতে কোনটি অপরিহার্য?
ক) অ্যাক্সন
খ) নিউরিলেমা
গ) র্যানাভিয়ার এর পর্ব
ঘ) অ্যাক্সলেমা
২৯৭. শরীরের পেশির নড়াচড়ায় সাহায্য করে কোনটি?
ক) ডোপামিন
খ) পেডোমিন
গ) প্রোল্যাকটিন
ঘ) ট্রপিন
২৯৮. অক্সিনের নামকরণ করেন-
i. কোল
ii. হ্যাগেন স্নিট
iii. চার্লস ডারউইন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i ii ও iii
২৯৯. একজন ফল ব্যবসায়ী ব্যবসায়িক দিক লক্ষ রেখে কীভাবে ফল পাকাবে?
ক) ইথিলিন ব্যবহার করে
খ) জিবেরেলিন ব্যবহার করে
গ) সাইটোকাইনিন ব্যবহার করে
ঘ) অক্সিন ব্যবহার করে
৩০০. উদ্ভিদের বিভিন্ন শারীরবৃত্তীয় কাজগুলো-
i. অত্যন্ত জটিল
ii. সুশৃঙ্খল নিয়ম মেনে চলে
iii. চলমান
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i ii ও iii
৩০১. উদ্ভিদের বৃদ্ধির ক্ষেত্রে-
i. আলো ও উষ্ণতার প্রভাব লক্ষণীয়
ii. অক্সিন হরমোন অত্যন্ত জরুরি
iii. অ্যাবাসিসিক এসিড অত্যন্ত জরুরি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i ii ও iii
৩০২. প্রতিবর্তী ক্রিয়া বলতে বোঝায়?
i. উদ্দীপনা আকস্মিকতা
ii. মস্তিষ্কচালিত প্রতিক্রিয়া
iii. স্বয়ংক্রিয় প্রতিক্রিয়া
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i ii ও iii
৩০৩. পনসের অবস্থান কোথায়?
ক) অগ্র মস্তিষ্কের মাঝে
খ) পশ্চাৎ মস্তিষ্কের পেছনে
গ) মধ্য মস্তিষ্কের পেছনে
ঘ) মধ্য মস্তিষ্কের অগ্রভাগে
৩০৪. কোন গ্রন্থিটি ট্রাকিয়ার উপরের অংশে অবস্থিত?
ক) পিটুইটারী
খ) থাইরয়েড
গ) থাইমাস
ঘ) গোনাড
৩০৫. ইথিলিনের প্রভাবে-
i. কান্ডের বৃদ্ধি ঘটে
ii. সাইটোকাইনেসিস ঘটে
iii. মুকুলের সুপ্তাবস্থা ভঙ্গ হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i ii ও iii
৩০৬. পারকিনসন রোগীর বয়োবৃদ্ধির ক্ষেত্রে-
i. মাংসপেশি আরো অকার্যকর হয়ে যায়
ii. চলাফেরা ও লেখাপড়ায় কষ্ট হয়
iii. হাত ও পা অসার হয়ো আসা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i ii ও iii
৩০৭. ফ্লোরিজেন কোথায় উৎপন্ন হয়?
ক) উদ্ভিদের কান্ডে
খ)
গ) উদ্ভিদের পাতায়
ঘ) উদ্ভিদের মূলে
৩০৮. কোন রোগের জীবাণু ধান গাছের অতি বৃদ্ধি ঘটায়?
ক) ধানের ব্লাস্ট রোগ
খ) ব্যাকনি রোগ
গ) ধানের ব্লাইট রোগ
ঘ) ধানের স্মার্ট রোগ
৩০৯. উদ্ভিদের প্রতিটি কোষই কি উৎপাদন সক্ষম?
ক) পানি
খ) অক্সিজেন
গ) খাদ্য
ঘ) হরমোন
৩১০. কোনটিকে গুরুমস্তিষ্কে বলা হয়?
ক) সেরিব্রাম
খ) পনস
গ) সেরিবেলায়
ঘ) মেডুলা অবলংগাটা
৩১১. ফ্লোরিজেন সাহায্য করে-
i. পাতা সৃষ্টিতে
ii. ফল তৈরিতে
iii. ফুল ফোটাতে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) iii
ঘ) i ii ও iii
৩১২. বাণিজ্যিক ইনসুলিনের নিষ্কাশনে কী তৈরি হয়?
ক) সাধারণ লবণ
খ) জিংক লবণ
গ) কার্বহাইড্রেট
ঘ) প্রোটিন
৩১৩. উদ্ভিদের বিভিন্ন বিকাশে কোনটির প্রভাব লক্ষণীয়?
ক) আলো ও উষ্ণতা
খ) পানি
গ) মাটি
ঘ) বায়ু
৩১৪. পিঁপড়া খাদ্যের খোঁজ পেলে খাদ্য উৎস থেকে বাসায় আসার পথে কী নিঃসৃত করে?
ক) অক্সিন
খ) ফেরোমন
গ) ফ্লোরিজেন
ঘ) ইথিলিন
৩১৫. শীর্ষমুকুল কাটার ফলে পার্শ্বমুকুল সৃষ্টিতে কোনটি কাজ করে?
ক) অক্সিন
খ) জিবেরেলিন
গ) সাইটোকাইনিন
ঘ) অ্যাবাসিসিক এসিড
৩১৬. উদ্ভিদের জীবনচক্রের পর্যাযগুলি-
i. সুশৃঙ্খল নিয়ম মেনে চলে
ii. বিশৃঙ্খলভাবে চলে
iii. স্বাভাবিক নিয়মে চলে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii
গ) iii
ঘ) i
৩১৭. প্যারাথাইরয়েড গ্রন্থির কার্যকারিতা ব্যাঘাতে সৃষ্ট সমস্যা কোনটি?
ক) টিটানি
খ) গলগন্ড
গ) মিক্সিকিমা
ঘ) এডিসন্স
৩১৮. কোনটি সাইটোকাইনিনের কাজ?
ক) বীজহীন ফল উৎপাদন
খ) ফল গঠন
গ) উদ্ভিদের বিকাশে
ঘ) বার্ধক্য বিলম্বিত করা
৩১৯. নিরপেক্ষ দিনের উদ্ভিদ কোনটি?
ক) সিম
খ) ডালিয়া
গ) তামাক
ঘ) সূর্যমুখী
৩২০. প্রকৃতপক্ষে পরপর অবস্থিত দুটি নিউরনের সন্ধিস্থল হলো-
i. অ্যাক্সন
ii. সিন্যাপস
iii. নিউরন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii
গ) ii ও iii
ঘ) i ও ii
৩২১. অধিকাংশ জিবেরেলিন উদ্ভিদের কোথায় পাওয়া যায়?
ক) পাকা বীজ
খ) চারাগাছ
গ) বীজপত্র
ঘ) পত্রের বধিষ্ণু অঞ্চল
৩২২. স্নায়ু যোজক টিস্যু কী দ্বারা গঠিত?
ক) নিউরন
খ) কর্টেক্স
গ) সেরিবেলাম
ঘ) পনস
৩২৩. ফ্লোরিজেন উৎপন্ন হয় গাছের কোন অংশে?
ক) পাতায়
খ) মূলে
গ) কান্ডে
ঘ) ফুলে
৩২৪. একটি খাটো উদ্ভিদ তুমি কীভাবে লম্বা করতে পার?
ক) সাইাটোকাইনিন হরমোন প্রয়োগে
খ) ইথিলিন হরমোন প্রয়োগে
গ) অক্সি হরমোন প্রয়োগে
ঘ) জিবেরেলিন হরমোন প্রয়োগে
৩২৫. অক্সিন প্রয়োগে কি গজায়?
ক) মূল
খ) কান্ড
গ) পাতা
ঘ) ফুল
৩২৬. উল্লেখিত হরমোনের কাজ-
i. খাদ্য সংগ্রহে সহায়তা
ii. অন্য জাতের শত্রুকে খুঁজে বের করা
iii. স্ব-জাতি সঙ্গীকে আকৃষ্ট করা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i ii ও iii
৩২৭. কান্ডের মোটা হওয়ার সাথে জড়িত কোনটি?
ক) ভার্টিকালচার
খ) পরগায়ন
গ) পিথ
ঘ) ক্যাম্বিয়াম বলয়
৩২৮. ক্যাম্বিয়ামের কার্যকারিতা বৃদ্ধি পায় কেন?
ক) ইন্ডোল অ্যাসিটিক এসিডের প্রভাবে
খ) সাইটোকাইনিনের প্রভাবে
গ) জিবেরেলিনের প্রভাবে
ঘ) ইথিলিনের প্রভাবে
৩২৯. অক্সিন প্রয়োগে-
i. শাখা কলমে মূল গজায়
ii. ফলের অকাল ঝড়ে পড়া রোধ হয়
iii. পাতার বৃদ্ধি ঘটায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i ii ও iii
৩৩০. অ্যাক্সনের মূল অক্ষের আবরণটিকে কী বলে?
ক) নিউরিলেমা
খ) অ্যাক্সনিমা
গ) মায়োলিন
ঘ) অ্যাক্সলেমা
৩৩১. কঠিন মানসিক চাপ পরিত্রাণে সাহায্য করে কোনটি?
ক) থাইরয়েড
খ) থাইমাস
গ) এডরেনাল
ঘ) প্যারাথাইরয়েড
৩৩২. স্নায়ুতন্ত্রকে কয়টি ভাগে ভাগ করা হয়?
ক) তিনটি
খ) দুটি
গ) চারটি
ঘ) পাঁচটি
৩৩৩. ফাইটোহরমোনের ক্ষেত্রে-
i. উদ্ভিদ হ্রাসকারক বস্তু
ii. এটি প্রতিটি উদ্ভিদকোষ উৎপাদনে সক্ষম
iii. ভার্নালিন জনন সংশ্লিষ্ট অঙ্গের সঙ্গে সর্ম্পকযুক্ত
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i ii ও iii
৩৩৪. স্নায়ুতন্ত্রের গঠন ও কার্যকারীতার একক কী?
ক) নিউরিলেমা
খ) নিউরন
গ) স্নায়ুরজ্জু
ঘ) মেরুরজ্জু
৩৩৫. ব্যথার উদ্দীপনা গ্রহণ করে কোনটি?
ক) নিউরনের ডেনড্রাইট
খ) অ্যাক্সন
গ) মস্তিষ্ক
ঘ) সুষুম্মাকান্ড
৩৩৬. বাংলাদেশে কত সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর প্রতিষ্ঠা করা হয়?
ক) ১৯৭৬
খ) ১৯৮৩
গ) ১৯৮৯
ঘ) ১৯৯০
৩৩৭. সিন্যাপসের মধ্য দিয়ে কোন পদ্ধতিতে স্নায়ু তাড়না প্রবাহিত হয়?
ক) জৈব রাসায়নিক
খ) যান্ত্রিক
গ) তড়িৎ রাসায়নিক
ঘ) বিকিরণ
৩৩৮. নিসল দানা কোথায় পাওয়া যায়?
ক) নিউরনের সাইটোপ্লাজমে
খ) অ্যাক্সনে
গ) নিউক্লিয়াসে
ঘ) ডেনড্রনে
৩৩৯. স্নায়ুতন্ত্রের কাজ হলো-
i. উত্তেজনায় সাড়া প্রদান করা
ii. দেহের বিভিন্ন অঙ্গের মধ্যে পারস্পরিক সংযোগ সাধন করা
iii. শারীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণ করা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i ii ও iii
৩৪০. উদ্ভিদের বৃদ্ধিকে প্রভাবিত করে কোন কোন উদ্দীপক?
ক) তাপ ও আলো
খ) চাপ ও তাপমাত্রা
গ) আলো ও অভিকর্ষ
ঘ) আবহাওয়া ও জলবায়ু
৩৪১. উদ্ভিদের ফুল ও জনন সংশিষ্ট অঙ্গের বিকাশে সাহায্য করে-
ক) ইথিলিন
খ) ভার্নালিন
গ) জিবেরেলিন
ঘ) অক্সিন
৩৪২. পেশির নাড়াচাড়ার সহায়তার জন্য স্নায়ুকোষ নিচের কোন নির্যাসটি তৈরি করে?
ক) ডোপামিন
খ) ফেরোমন
গ) ভার্নালিন
ঘ) প্রোল্যাকটিন
৩৪৩. উদ্ভিদের বৃদ্ধিজনিত চলন হলো-
i. মূলের এগিয়ে চলা, কান্ডের বৃদ্ধি প্রভৃতি
ii. ট্রপিক চলন
iii. আদি উদ্ভিদের স্পেপার বা জনন কোষ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i ii ও iii
৩৪৪. মূলে পানি অভিমুখী চলনকে কী বলে?
ক) এনট্রপিক চলন
খ) হাইড্রোট্রপিক চলন
গ) ট্রপিক চলন
ঘ) ফটোট্রপিক চলন
৩৪৫. বিজ্ঞানী এবল কত সালে ইনসুলিনের স্ফটিক পৃথক করেন?
ক) ১৯২০ সালে
খ) ১৯২২ সালে
গ) ১৯২৬ সালে
ঘ) ১৯৩২ সালে
৩৪৬. কোনটি থেকে উদ্ভূত স্নায়ুগুলো অঙ্গ প্রত্যঙ্গ চালনা করে?
ক) স্নায়ু কান্ড
খ) করোটি
গ) স্নায়ুমজ্জা
ঘ) মেরুরজ্জু
৩৪৭. নবজাতক শিশুদের থাইমাস গ্রন্থি কি কাজে লাগে?
ক) রোগ প্রতিরোধ ক্ষমতার বিকাশ নিয়ন্ত্রণে
খ) মানসিক বিকাশ নিয়ন্ত্রণে
গ) দৈহিক বৃদ্ধি ঘটাতে
ঘ) হাড়ের বৃদ্ধি ঘটাতে
৩৪৮. সেরিবেলাম এর কাজ হলো-
i. দেহের পেশির টান নিয়ন্ত্রন করা
ii. চলনে সমন্বয় সাধন করা
iii. দেহের ভারসাম্য রক্ষা করা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i ii ও iii
৩৪৯. পাতা, ফুল ও ফলের ঝড়ে পড়া ত্বরান্বিত করে-
ক) ভার্নালিন
খ) ইথিলিন
গ) সাইটোকাইনিন
ঘ) ফ্লোরিজেন
৩৫০. চোখ বের হয়ে আসা কোন গ্রন্থির সমস্যার জন্য হয়ে থাকে?
ক) প্যারাহাইরয়োড
খ) থাইরয়েড
গ) থাইমাস
ঘ) হাইপোথ্যালামাস
৩৫১. কোন গ্রন্থি থেকে নিসৃত হরমোন সংখ্যায় সবচেয়ে বেশি?
ক) পিটুইটারী
খ) থাইমাস
গ) থাইরয়ে
ঘ) পিনিয়াল
৩৫২. শসা ও সূর্যমুখী কোন দিনের উদ্ভিদ?
ক) বড়দিনের
খ) ছোট দিনের
গ) আলোক নিরপেক্ষ দিনের
ঘ) নিরপেক্ষ দিনের
৩৫৩. মস্তিষ্কের মধ্যে সবচেয়ে বড় অংশ কোনটি?
ক) সেরিবেলাম
খ) পনস
গ) সেরিব্রাম
ঘ) মেডুলা অবলংগাটা
৩৫৪. ডায়াবেটিস রোগ শনাক্ত করা যায়-
i. ঘন ঘন প্রস্রাব হলে
ii. প্রচন্ড মাথা হলে
iii. ক্ষুদা বেড়ে গেলে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i ii ও iii
৩৫৫. মস্তিষ্ক থেকে উৎপন্ন কোন স্নায়ু কাজ নিয়ন্ত্রণ করে?
ক) মেরু মজ্জা
খ) করোটিকা স্নায়ু
গ) অ্যাক্সন
ঘ) সুষুম্মাকান্ড
৩৫৬. কোনো পতঙ্গ ফেরোমন নিঃসৃত করলে কত কিমি, দূর থেকে তার সঙ্গীরা আকৃষ্ট হয়?
ক) ২-৪
খ) ২-৮
গ) ৪-৮
ঘ) ৪-১৬
৩৫৭. করোটিক স্নায়ুর সংখ্যা কতটি?
ক) ১২টি
খ) ২৪টি
গ) ৪৮টি
ঘ) ৮৪টি
৩৫৮. একটি নিউরনে সর্বনিম্ব কতটি ডেনড্রাইট থাকে?
ক) শূন্য
খ) এক
গ) দুই
ঘ) তিন
৩৫৯. আমাদের দেশে মাদকদ্রব্য হিসেবে পরিচিত-
i. আফিম, সিগারেট
ii. পান, ভাং
iii. মরফিন, কোকেন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i ii ও iii
৩৬০. কোনটি সেরিব্রামকে আবৃত করে রাখে?
ক) প্লুরা
খ) টনোপ্লাস্ট
গ) মেনিনজেস
ঘ) পেরিকার্ডিয়াম
৩৬১. কোনটি এক ধরনের বক্রচলন?
ক) ভার্ণালাইজেশন
খ) ফটোট্রপিক
গ) অভিকর্ষ উপলব্ধি
ঘ) সামগ্রিক চলন
৩৬২. কোনটির প্রয়োগে শাখা কলামে মূল গজায় এবং ফলের অকালে ঝরে পড়া রোধ হয়?
ক) জিবেরেলিন
খ) অক্সিন
গ) ফ্লোরিজেন
ঘ) ইথিলিন
৩৬৩. কত সালে ইনসুলিনের স্ফটিক আবিষ্কৃত হয়?
ক) ১৯০৭
খ) ১৯১৭
গ) ১৯২৭
ঘ) ১৯৩৭
৩৬৪. মস্তিষ্কের মধ্যে বড় অংশ হলো-
ক) নিউরন
খ) কর্টেক্স
গ) সেরিব্রাম
ঘ) মেনেনজেস
৩৬৫. জিবেরেলিনের প্রভাবে কোনটি হয়?
ক) বীজহীন ফল
খ) ফুল ফোটা
গ) কোষ বিভাজন
ঘ) মূল সৃষ্টি
৩৬৬. আক্রান্ত ব্যক্তির শরীর খিচুনী ও কাঁপুনি দিতে থাকে কোন রোগে?
ক) পারকিনসন
খ) এপিলেপসি
গ) স্ট্রোক
ঘ) প্যারালাইসিস
৩৬৭. কোন হরমোনটি গ্যাসীয় পদার্থ?
ক) অক্সিন
খ) জিবেরেলিন
গ) সাইটোকাইনিন
ঘ) ইথিলিন
৩৬৮. ব্যাক্তির আরচণ, স্বভাব ও আবেগ প্রবণতার উপর কিসের প্রভাব অপরিসীম?
ক) অক্সিনের
খ) ফেরোমনের
গ) হরমোনের
ঘ) জিবেরেলিনের
৩৬৯. কিটোসিস রোগের কারণ কী?
ক) লিপিডের বিপাকে
খ) প্রোটিনের বিপাক
গ) শর্করার বিপাক
ঘ) হরমোনের কার্যকারিতা
৩৭০. নিকোটিন গ্রহণে কোনটির কার্যকারিতা নষ্ট হয়?
ক) ফুসফুস
খ) স্নায়ুকোষ
গ) কিডনি
ঘ) গলবিল
৩৭১. অ্যাক্সনের মূল অক্ষের আবরণীটির নাম কী?
ক) মায়োলিন
খ) পনস
গ) অ্যাক্সলেমা
ঘ) মেনিনজেস
৩৭২. বাহ্যিক পরিবেশের উদ্দীপক হলো-
i. আলো, গন্ধ, স্বাদ এবং স্পর্শ
ii. চাপ, তাপ, বিভিন্ন রাসায়নিক বস্তু
iii. চোখ, কান , নাক প্রভৃতির উদ্দীপনা জাগায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i ii ও iii
৩৭৩. নিচের কোনটি বক্রচলন?
ক) ছত্রাকের চলন
খ) ফটোট্রপিক চলন
গ) শৈবালের চলন
ঘ) Volvoa-এর চলন
৩৭৪. উদ্ভিদের কী প্রস্ফুটন দিবাদৈর্ঘ্যের উপর অধিক নির্ভরশীল?
ক) ভ্রুণ
খ) পুষ্প
গ) ফল
ঘ) বীজ
৩৭৫. ইনসুলিন হরমোনটি-
i. গ্লুকোজের বিপাক নিয়ন্ত্রণ করে
ii. দৈহিক বৃদ্ধি ঘটায়
iii. জনন অঙ্গের বৃদ্ধি ঘটায়
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) i ও iii
গ) ii
ঘ) iii
৩৭৬. থাইমাস গ্রন্থি থেকে নিঃসৃত থাইমক্সিন হরমোনটির কাজ হলো-
i. জনন অঙ্গের বৃদ্ধিতে সাহায্য করা
ii. দৈহিক বৃদ্ধিতে সাহায্য করা
iii. মানসিক বিকাশে সাহায্য করা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii
গ) i
ঘ) iii
৩৭৭. পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হরমোনের নাম কী?
ক) ইনসুলিন
খ) থাইরক্সিন
গ) থাইমক্সিন
ঘ) থাইরোট্রপিন
৩৭৮. গোনাড গ্রন্থি অবস্থিত-
i. ছেলেদের গ্রীবা অঞ্চলে
ii. মেয়েদের ডিম্বাশয়ে
iii. ছেলেদের শুক্রাশয়ে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i ii ও iii
৩৭৯. চন্দ্রমল্লিকার কোন অংশ আলোক পর্যায়ের উদ্দীপক উপলব্ধির স্থান বলে পরিগণিত হয়?
ক) কান্ড
খ) মূল
গ) পত্র
ঘ) ফুল
৩৮০. স্নায়ুতন্ত্রের গঠন ও কার্যগত একক কী?
ক) স্নায়ুরজ্জু
খ) নিউরন
গ) নিউরেলাম
ঘ) মেরুরজ্জু
৩৮১. মানবদেহে হরমোন পরিবাহিত হয় কোনটির মাধ্যমে?
ক) লসিকার মাধ্যমে
খ) রক্তের মাধ্যমে
গ) নিউরনের মাধ্যমে
ঘ) আন্ত্রিক রসের মাধ্যমে
৩৮২. বড় দিনের উদ্ভিদের পুষ্পায়নে দৈনিক গড়ে কত ঘন্টা আলোর প্রয়োজন?
ক) ১১-১৩ ঘন্টা
খ) ১৪-১৫ ঘন্টা
গ) ১২-১৬ ঘন্টা
ঘ) ১২-১৪ ঘন্টা
৩৮৩. পশ্চাৎ মস্তিষ্ক গঠিত হয়-
i. সেরিবেলাম, পনস ও মেডুলা অবলংগাটা নিয়ে
ii. শুধুমাত্র সেরিবেলাম নিয়ে
iii. শুধুমাত্র পনস নিয়ে
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) i ও iii
গ) ii
ঘ) iii
৩৮৪. উদ্ভিদের বৃদ্ধি বর্ধক হরমোন কোনটি?
ক) অ্যাসিটিলিন
খ) সাইটোসিন
গ) সাইটোকাইনিন
ঘ) অক্সিজিনেজ
৩৮৫. কোনটি ফল পাকাতে সাহায্য করে?
ক) অক্সিন
খ) জিবেরেলিন
গ) ইথিলিন
ঘ) সাইটোকাইনিন
৩৮৬. নিকোটিনের মাত্রা বাড়ে-
i. তামাক ব্যবহারে
ii. সিগারেট ব্যবহারে
iii. চা ব্যবহারে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i ii ও iii
৩৮৭. থাইরয়েডজনিত সমস্যা হতে মুক্তি পেতে খাদ্য তালিকায় স্থান দিতে হবে-
i. মাংস
ii. সামুদ্রিক মাছ
iii. কলা ও ফলমূল
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i ii ও iii
৩৮৮. বীজহীন ফল উৎপাদনে ব্যবহৃত হয় নিচের কোনটি?
ক) সাইটোকাইনিন
খ) অক্সিন
গ) ইথিলিন
ঘ) অ্যাবসিসিক এসিড
৩৮৯. মস্তিষ্কের কতটি অংশে বিভক্ত?
ক) দুই
খ) তিন
গ) চার
ঘ) পাঁচ
৩৯০. থাইমাস গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন কোনটি?
ক) থাইরক্সিন
খ) প্যারাথাইরক্সিন
গ) থাইমক্সিন
ঘ) থাইরোট্রপিন
৩৯১. নিউরিলেমা পরিবেষ্টিত অ্যাক্সনকে কী বলে?
ক) নিউরিলেমা
খ) অ্যাক্সনিমা
গ) মায়োলিন
ঘ) অ্যাক্সলেমা
৩৯২. কোন ধরনের রোগে আক্রান্ত রোগীদের মৃগী রোগ দেখা যায়?
ক) হেমারিক স্ট্রোক
খ) থ্রোমাবিক স্ট্রোক
গ) ইসমিক স্ট্রোক
ঘ) এমবলিক স্ট্রোক
৩৯৩. বীজের উষ্ণতা বৃদ্ধির মাধ্যমে পুষ্প প্রস্ফুটন প্রক্রিয়াটি কী?
ক) ফার্মেন্টেশন
খ) ভার্নালাইজেশন
গ) ফটোপিরিয়ডিজম
ঘ) অসমোসিস
৩৯৪. অক্সিন এর প্রভাবে অভিস্রবণ ও শ্বসন ক্রিয়ার কি হয়?
ক) হার কমে
খ) হার স্বাভাবিক থাকে
গ) অতিরিক্ত কমে
ঘ) হার বৃদ্ধি পায়
৩৯৫. ব্যাকনি রোগটি-
i. ধানের একটি রোগ
ii. ছত্রাকজনিত রোগ
iii. ধান গাছের বৃদ্ধি রোধ করে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i ii ও iii
৩৯৬. প্রতিবর্তী ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে কোনটি?
ক) মস্তিষ্ক
খ) হরমোন
গ) সুষুম্নাকান্ড
ঘ) নিউরন
৩৯৭. স্নায়ুতন্ত্রের প্রধান কাজ কী?
ক) দেহের বিভিন্ন অংশে উদ্দীপনা বহন করা
খ) দেহের সাড়া প্রদান করা
গ) মস্তিষ্ককে কর্মক্ষম করা
ঘ) রক্ত পরিবহন করা
৩৯৮. উদ্ভিদের চলন ঘটে কিসের কারণে?
ক) প্রভাবকের
খ) স্বতস্ফূর্তভাবে
গ) প্রাকৃতিক
ঘ) কৃত্রিমভাবে
৩৯৯. ইনসুলিন হরমোন নিঃসরণকারী গ্রন্থি কোনটি?
ক) প্যারাথাইরয়েড
খ) পিটুইটারি
গ) গোনাড
ঘ) আইলেটস অব ল্যাংগারহ্যানস
৪০০. গুরুমস্তিষ্কের ডান ও বাম খন্ড সংযুক্ত থাকে কী দ্বারা?
ক) স্নায়ুতন্ত্র
খ) স্নাযুকোষ
গ) সাইন্যাপস
ঘ) পিথ
৪০১. গাইড জনন অঙ্গগুলো নিঃসৃত হরমোন-
i. প্রাণীর জনন চক্র ও যৌন আচরণ নিয়ন্ত্রণ করে
ii. পুরুষ প্রাণীতে টেস্টস্টেরন হরমোন উৎপাদন করে
iii. স্ত্রী প্রাণীতে ইস্ট্রোজেন হরমোন উৎপনন ঘটায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i ii ও iii
৪০২. আলোক নিরপেক্ষ উদ্ভিদ-
i. ডালিয়া
ii. শসা
iii. সূর্যমুখী
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i ii ও iii
৪০৩. অক্সিন হলো-
i. বৃদ্ধিবর্ধক
ii. মূলের শীর্ষে অধিক বিদ্যমান
iii. চার্লস ডারউইন কর্তৃক সর্বপ্রথম আবিষ্কৃত
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i ii ও iii
৪০৪. কোন বিজ্ঞানী ইনসুলিনের স্ফটিক পৃথক করেন?
ক) বিজ্ঞানী হাবল
খ) বিজ্ঞানী এবল
গ) বিজ্ঞানী মোরস
ঘ) বিজ্ঞানী সিডস
অনুচ্ছেদটি পড় এবং প্রশ্ন দুইটির উত্তর দাও: রিতা কতকগুলো ডালিয়ার চারা লাগাল। কয়েক মাসের মধ্যে চারাগুলো দৈহিক বৃদ্ধি ঘটলেও কোনো ফুল ধরল না। ৪০৫. রিতার লাগানো গাছটির কীভাবে দৈহিক বৃদ্ধি ঘটেছে?
ক) অক্সিন হরমোনে প্রভাবে
খ) সাইটোকাইনিন হরমোনের প্রভাবে
গ) জিবেরেলিন হরমোনের প্রভাবে
ঘ) অ্যাবসিসিক এসিডের প্রভাবে
৪০৬. রিতার লাগানো গাছে ফুল না আসার সম্ভাব্য কারণ-
i. দীর্ঘদিনে লাগানো
ii. ফ্লোরিজেন হরমোনের অভাব
iii. অক্সিন হরমোনের অভাব
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i ii ও iii
No comments:
Post a Comment