১. জাতিসংঘের অন্যতম উদ্দেশ্য হলো -
i. আন্তর্জাতিক আইনের সাহায্যে আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ সমাধান নিশ্চিত করা
ii. কোনো দেশের ওপর নিষেধাজ্ঞা জারি ও রাষ্ট্রপ্রধানকে ক্ষমতাচ্যুত করা
iii. কারো মৌলিক অধিকার রক্ষা করার ব্যবস্থা করা
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
২. বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সাধারণ পরিষদে কততম অধিবেশনে সভাপতিত্ব করেন?
ক) ৪০
খ) ৪১
গ) ৪২
ঘ) ৪৩
৩. সিডও সনদ জাতিসংঘের সাধারণ পরিষদে কত সালে গৃহীত হয়?
ক) ১৯৮০
খ) ১৯৮৫
গ) ১৯৭৯
ঘ) ১৯৯৫
৪. প্রতিবছর কত তারিখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালন করা হয়?
ক) ২৫ নভেম্বর
খ) ২৮ নভেম্বর
গ) ১০ জানুয়ারি
ঘ) ২০ মার্চ
৫. ১৯৪৫ সালের দিকে একটি কার্যকরী আন্তর্জাতিক সংগঠনের প্রয়োজন হয়ে পড়ে কেন?
ক) বিশ্ব অর্থনীতি সচল করার জন্য
খ) বিশ্ব অর্থনীতি নির্বিঘ্ন করার জন্য
গ) বিশ্বশান্তি ও নিরাপত্তার জন্য
ঘ) যেকোনো যুদ্ধ মোকাবেলা করার জন্য
৬. কত সালে প্রথম বিশ্ব নারী সম্মেলন অনুষ্ঠিত হয়?
ক) ১৯৬২
খ) ১৯৭৫
গ) ১৯৮০
ঘ) ১৯৮৫
৭. তৃতীয় ও চতুর্থ বিশ্ব নারী সম্মেলন কত বছর ব্যবধানে অনুষ্ঠিত হয়?
ক) ৫ বছর
খ) ৮ বছর
গ) ১০ বছর
ঘ) ১৫ বছর
৮. জাতিসংঘ সনদ অনুযায়ী জাতিসংঘের উদ্দেশ্য ও লক্ষ্য হলো -
i. শান্তি ভঙ্গের হুমকি ও আক্রমণাত্মক প্রবণতা দূর করা
ii. আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা
iii. মানবাধিকার রক্ষা করা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৯. বেইজিং প্লাস ফাইভ সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয়?
ক) ২০০৫
খ) ২০০৬
গ) ২০০০
ঘ) ২০০৪
১০. বাংলাদেশের বিশাল জনগোষ্ঠীর খাদ্য নিশ্চিত করণে জাতিসংঘের কোন সংস্থা কাজ করছে?
ক) ইউনিসেফ
খ) ইউএন ডিপি
গ) ইউনিফেম
ঘ) এফএও
১১. জাতিসংঘের প্রধান অঙ্গসংস্থা -
i. নিরাপত্তা পরিষদ
ii. অছি পরিষদ
iii. তত্ত্বাবধায়ক পরিষদ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
১২. সিডও সনদের কোন ধারায় নারীর প্রতি বৈষম্য বিলোপ করার উপায় ব্যাখ্যা করে?
ক) প্রথম ১৪টি ধারা
খ) শেষের ১৪টি ধারা
গ) প্রথম ১৬টি ধারা
ঘ) শেষের ১৬টি ধারা
১৩. কোনো নতুন রাষ্ট্র যদি জাতিসংঘের সদস্য হতে চায় তাহলে শান্তিকামী হওয়ার পাশাপাশি কোনটি আবশ্যক?
ক) জনবহুল রাষ্ট্র হতে হবে
খ) জাতিসংঘের আইন-কানুন মেনে চলার অঙ্গীকার
গ) নিয়মিত পর্যাপ্ত চাঁদা প্রদান করতে হবে
ঘ) নিয়মিত জাতিসংঘ দিবস পারন করতে হবে
১৪. কোন দেশে একটি সড়কের নাম দেওয়া হয়েছে বাংলাদেশ সড়ক?
ক) সিয়েরালিওন
খ) আইভরিকোস্ট
গ) উগান্ডা
ঘ) ভারত
১৫. সিডও সনদ সমর্থনকারী দেশ মানতে বাধ্য। কারণ -
i. প্রতিটি দেশে এটি সংসদে আইন করে পাস করানো হয়েছে
ii. আইনগত পদ্ধতিতে এ অধিকারগুলো ম্যান্ডেটভুক্ত করা হয়েছে
iii. এ আইন না মানলে সে দেশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
১৬. কোন পরিষদকে জাতিসংঘের বিতর্ক সভা বলে অভিহিত করা যায়?
ক) সাধারণ পরিষদ
খ) নিরাপত্তা পরিষদ
গ) অছি পরিষদ
ঘ) আন্তর্জাতিক পরিষদ
১৭. জাতিসংগের অছি পরিষদের কাজের পরিধি কী?
ক) যেকোনো আন্তর্জাতিক সমস্যার সমাধান করা
খ) রাষ্ট্রীয় দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা ও মীমাংসা করা
গ) স্বাধীনতা অর্জন করে নি এরূপ এলাকার তত্ত্বাবধায়ন করা
ঘ) যেকোনো যুদ্ধ ঠেকানোর কাজ করা
১৮. সিডও-তে কতটি ধারা আছে?
ক) ২৫টি
খ) ৩০টি
গ) ৩৫টি
ঘ) ৪০টি
১৯. জাতিসংঘের বিশেষায়িত সংস্থাগুলোর ক্ষেত্রে প্রযোজ্য -
i. ইউনিসেফ বিজ্ঞান ও সংস্কৃতির উন্নয়ন করে
ii. ‘হু’ স্বাস্থ্যের উন্নয়নে কাজ করে
iii. ‘ফাও’ খাদ্য ও কৃষির উন্নয়নে কাজ করে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
২০. প্রতিবছর ২৪ অক্টোবর কী দিবস পালন করা হয়?
ক) জাতিসংঘ দিবস
খ) কমনওয়েলথ দিবস
গ) জাতিপুঞ্জ দিবস
ঘ) ওআইসি দিবস
২১. বিশ্ব নারী দিবস কোনটি?
ক) ১৭ নভেম্বর
খ) ২৫ নভেম্বর
গ) ৮ মার্চ
ঘ) ১০ ডিসেম্বর
২২. সিডও সনদের ক্ষেত্রে প্রযোজ্য তথ্য হলো -
i. নারী ও পুরুষের সমতার নীতির ওপর ভিত্তি করে তৈরি
ii. নারীর মানবাধিকারের বিষয়টি উল্লেখ আছে
iii. নারীর প্রতি রাষ্ট্রের দায়িত্বকে নিশ্চিত করে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
২৩. জাতিসংঘের মহাসচিবরা এ পর্যন্ত কতবার বাংলাদেশ সফর করে গেছেন?
ক) ৪ বার
খ) ৫ বার
গ) ৬ বার
ঘ) ৭ বার
২৪. দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হয় কখন?
ক) ১৯২০-১৯২৫
খ) ১৯২৯-১৯৩৩
গ) ১৯৩৯-১৯৪৫
ঘ) ১৯৪৯-১৯৫২
২৫. বিশ্বশান্তি ভঙ্গের হুমকি দেখা দিলে সম্ভাবনা দেখা দেয় -
i. বিশ্বযুদ্ধের
ii. রাজনৈতিক সমস্যার
iii. গৃহযুদ্ধের
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
২৬. সিডও সনদ ১৯৭৯ সালের কোন মাসে জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত হয়?
ক) জানুয়ারি
খ) ফেব্রুয়ারি
গ) নভেম্বর
ঘ) ডিসেম্বর
২৭. জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্র সমন্বয়ে কোন পরিষদ গঠিত?
ক) সাধারণ পরিষদ
খ) নিরাপত্তা পরিষদ
গ) তত্ত্বাবধায়ক পরিষদ
ঘ) আন্তর্জাতিক পরিষদ
২৮. আফ্রিকা এবং এশিয়ার বিভিন্ন দেশে শান্তিরক্ষী বাহিনীর হয়ে কাজ করে বাংলাদেশি সৈন্যরা পেয়েছে স্থানীয় মানুষের -
i. শ্রদ্ধা
ii. ভালোবাসা
iii. ঘৃণা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
২৯. জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য দেশ কতটি?
ক) ৫টি
খ) ১০টি
গ) ১৫টি
ঘ) ২০টি
৩০. জাতিসংঘ সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষভাবে তার ভূমিকা পালন করতে পারলে -
i. আগামী বিশ্ব বিপদমুক্ত থাকবে
ii. সুন্দর একটি বিশ্ব গড়ে তুলতে সক্ষম হবে
iii. মানবাধিকার সুসংহত হবে
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৩১. বিশ্বব্যাপী শরনার্থীদের জন্য কাজ করে -
i. WHO
ii. FAO
iii. UNHCR
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
৩২. ১৯৪৯ সালে জাতিসংঘ সনদে অনুমোদন পায় -
i. মানুষ পাচার দমন
ii. পতিতাবৃত্তির অবসান
iii. নারী কর্মসংস্থানে বৈষম্য বিলোপ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৩৩. প্রতিবচর কত তারিখে জাতিসংঘ দিবস পালন করা হয়?
ক) ২৪ জানুয়ারি
খ) ২৪ মার্চ
গ) ২৪ অক্টোবর
ঘ) ২৪ নভেম্বর
৩৪. জাতিসংঘের সদর দফতর কোন দেশে অবস্থিত?
ক) কানাডা
খ) ফ্রান্স
গ) মার্কিন যুক্তরাষ্ট্র
ঘ) ইতালি
৩৫. জাতিসংঘ কবে প্রতিষ্ঠিত হয়?
ক) ১৯৪৪ সালের ১০ জানুয়ারি
খ) ১৯৪৪ সালের ২৪ অক্টোবর
গ) ১৯২১ সালের ১০ জানুয়ারি
ঘ) ১৯২২ সালের ১০ জানুয়ারি
৩৬. বর্তমানে বিশ্বের কতটি দেশে জাতিসংঘের অধীনে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ কাজ করছে?
ক) ১০টি
খ) ১১টি
গ) ১২টি
ঘ) ১৩টি
৩৭. উত্তর সুদান ও দক্ষিণ সুদানের সীমানা সংক্রান্ত সমস্যা নিরসন করতে পারে জাতিসংঘের কোন সংস্থা?
ক) সাধারণ পরিষদ
খ) নিরাপত্তা পরিষদ
গ) প্রশাসনিক বিভাগ
ঘ) আন্তর্জাতিক বিচারালয়
৩৮. জাতিসংঘের সেক্রেটারিয়েট মূলত কী?
ক) প্রশাসনিক বিভাগ
খ) নিরাপত্তা বিভাগ
গ) সামাজিক ও অর্থনৈতিক বিভাগ
ঘ) অছি পরিষদ
৩৯. জাতিসংঘের কয়টি অঙ্গ সংস্থা রয়েছে?
ক) ৩টি
খ) ৪টি
গ) ৫টি
ঘ) ৬টি
৪০. জাতিসংঘের কোন শাখার মাধ্যমে বিশ্বশান্তি, সহযোগিতা ও যোগাযোগ সংক্রান্ত যাবতীয় কাজ সম্পাদিত হয়?
ক) সাধারণ পরিষদ
খ) নিরাপত্তা পরিষদ
গ) সেক্রেটারিয়েট
ঘ) অছি পরিষদ
৪১. ইউনিসেফ কী?
ক) জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি
খ) বিশ্ব স্বাস্থ্য সংস্থা
গ) জাতিসংঘ শিশু তহবিল
ঘ) জাতিসংঘ নারী উন্নয়ন তহবিল
৪২. বিশ্বের বিভিন্ন দেশের বিশাল জনগোষ্ঠীর খাদ্য নিশ্চিত করতে জাতিসংঘের কোন সংস্থা কাজ করছে?
ক) FAO
খ) UNICEF
গ) WHO
ঘ) UNDP
৪৩. জাতিসংঘ আন্তর্জাতিক সমস্যার সমাধান নিশ্চিত করে কীভাবে?
ক) আন্তর্জাতিক আইনের সাহায্যে
খ) জনগোষ্ঠীর মাধ্যমে
গ) বিরোধের সাহায্যে
ঘ) সামাজিক অবস্থার সাহায্যে
৪৪. ‘লীগ অব নেশনস’ - এর ব্যর্থতার কারণ কী?
ক) সাংগঠনিক দুর্বলতা
খ) যোগ্য নেতার অভাব
গ) দূরদর্শিতার অভাব
ঘ) ক্ষমতা প্রয়োগের অভাব
৪৫. উন্নত দেশগুলো চাঁদা দিয়ে জাতিসংঘে অবদান রাখছে আর বাংলাদেশ ভূমিকা রাখছে -
i. শান্তি মিশনে অংশগ্রহণ করে
ii. শান্তি মিশনে জীবন বিসর্জন দিয়ে
iii. দেশের স্বার্থ বিলিয়ে দিয়ে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৪৬. প্রথম বিশ্বযুদ্ধের পরপরই কোন সংগঠনের জন্ম হয়?
ক) ওআইসি
খ) ন্যাম
গ) লীগ অব নেশনস
ঘ) ইউনাইটেড নেশনস
৪৭. স্বাধীনতা পায়নি এরূপ এলাকার তত্ত্বাবধানের জন্য জাতিসংঘের কোন পরিষদ গঠিত?
ক) সামাজিক পরিষদ
খ) নিরাপত্তা পরিষদ
গ) অছি পরিষদ
ঘ) সাধারণ পরিষদ
৪৮. দ্বিতীয় বিশ্বযুদ্ধ কীভাবে বিশ্ব বিবেককে আতঙ্কিত করে তোলে?
ক) দ্বিতীয় বিশ্ব যুদ্ধের ভয়াবহতা
খ) ধ্বংসলীলায়
গ) নিরাপত্তায়
ঘ) সংকট নিরসনে
৪৯. বাংলাদেশ কীভাবে জাতিসংঘে অবদান রাখছে?
ক) প্রাকৃতিক সম্পদ দিয়ে
খ) বিশাল জনগোষ্ঠী দিয়ে
গ) প্রযুক্তি দিয়ে
ঘ) শান্তিরক্ষী বাহিনী দিয়ে
৫০. দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রমাণিত হয় -
i. লীগ অব নেশনস-এর দুর্বলতা
ii. লীগ অব নেশনস-এর ভুল সিদ্ধান্ত
iii. মানুষের অসভ্যতা এবং হিংসা
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
৫১. জাতিসংঘ গঠনের সিদ্ধান্ত গ্রহণকারী কয়েকটি দেশের প্রতিনিধি বৃন্দ -
i. ব্রিটেনের
ii. ফ্রান্সের
iii. রাশিয়ার
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৫২. হেগ শহর কোথায়?
ক) আমেরিকায়
খ) ব্রিটেনে
গ) নেদারল্যান্ডে
ঘ) নিউজিল্যান্ডে
৫৩. ১৯৯৩ সালে অস্ট্রিয়ার ভিযেনায় অনুষ্ঠিত নারী সম্মেলনের ফলাফল ছিল -
i. নারীর অধিকারকে মানবাধিকার হিসেবে স্বীকৃতি দান
ii. নারীকে যেকোনো স্থানে যেতে অধিকার প্রদান
iii. নারীদের বিয়ের ন্যূনতম বয়স ও রেজিস্ট্রেশন ফরম নির্ধারণ
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
৫৪. যুদ্ধ বয়ে আনে মানব জাতির জন্য অবর্ণনীয় -
i. দুর্যোগ
ii. দুর্ভোগ
iii. অশান্তি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৫৫. বাংলাদেশে ইউএনডিপির মিলেনিয়াম উন্নয়ন লক্ষ্যমাত্রা কতটি?
ক) ৬টি
খ) ৭টি
গ) ৮টি
ঘ) ৯টি
৫৬. ডিসেম্বর ২০১৩ পর্যন্ত কতজন বাংলাদেশি সৈন্য বিশ্ব শান্তির জন্য শহিদ হয়েছেন?
ক) ৮৭ জন
খ) ৮৮ জন
গ) ৯৮ জন
ঘ) ১৮৮ জন
৫৭. পৃথিবীতে কয়টি বড় যুদ্ধ হয়েছে?
ক) একটি
খ) দুইটি
গ) তিনটি
ঘ) চারটি
৫৮. কোন যুদ্ধের ফলে জাতিসংঘের জন্ম হয়?
ক) প্রথম বিশ্বযুদ্ধের
খ) দ্বিতীয় বিশ্বযুদ্ধের
গ) ইরাক-ইরান যুদ্ধের
ঘ) ভিয়েতনাম যুদ্ধের
৫৯. ১৯৪১-১৯১৯ সাল পর্যন্ত কোন যুদ্ধ সংঘটিত হয়?
ক) প্রথম বিশ্বযুদ্ধ
খ) দ্বিতীয় বিশ্বযুদ্ধ
গ) উপসাগরীয় যুদ্ধ
ঘ) পাক-ভারত যুদ্ধ
৬০. ইউনিসেফ কাজ করছে কাদের জন্য?
ক) সুবিধাবঞ্চিম শিশুদের জন্য
খ) খাদ্যের জন্য
গ) কৃষির উন্নয়নের জন্য
ঘ) নারীদের নিরাপদ শ্রমের জন্য
৬১. বাংলাদেশে UNICEF - এর কার্যক্রম হলো -
i. নিরক্ষরতা দূরীকরণ
ii. প্রতিরোধমূলক ওষুধ সরবরাহ
iii. বিজ্ঞান শিক্ষার উন্নয়ন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৬২. জাতিসংঘের কতজন মহাসচিব এ পর্যন্ত বাংলাদেশ সফর করেছেন?
ক) ২
খ) ৩
গ) ৪
ঘ) ৫
৬৩. কোনটি জাতিসংঘের প্রশাসনিক বিভাগ?
ক) মানবাধিকার
খ) সেক্রেটারিয়েট
গ) সদর দপ্তর
ঘ) কার্যকরী সভা
৬৪. জাতিসংঘের কোনো প্রস্তাব নাকচ করে দেওয়ার ক্ষমতা আছে কতটি সদস্য রাষ্ট্রের?
ক) চারটি
খ) পাঁচটি
গ) আটটি
ঘ) দশটি
৬৫. ‘নারী বছর’ কোনটি?
ক) ১৯৬২
খ) ১৯৭৫
গ) ১৯৭৯
ঘ) ১৯৮৫
৬৬. কোন দেশগুলোতে বাংলাদেশি সৈন্যদের সাফল্য জাতিসংঘে বাংলাদেশের গ্রহণযোগ্যতাকে বৃদ্ধি করেছে?
ক) আমেরিকার
খ) এশিয়ার
গ) আফ্রিকার
ঘ) মধ্যপ্রাচ্যের
৬৭. ১৯৪৮ সালে জাতিসংঘ কী ঘোষণা করে?
ক) মানবাধিকার দলিল
খ) নারী চিত্রের বিশ্বরূপ
গ) নারীর অধিকার ঘোষণাপত্র
ঘ) মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্র
৬৮. জাতিসংঘ গঠনের লক্ষ্যে ১৯৪৩ সালে কোথায় সম্মেলন অনুষ্ঠিত হয়?
ক) লন্ডন ও প্যারিস
খ) রোম ও অটোয়া
গ) ব্রাসেলস ও কায়রো
ঘ) তেহরান ও মস্কো
* উদ্ধৃত অংশটুকু পড় এবং নিচের ২টি প্রশ্নের উত্তর দাও:
পাড়ার ছেলেরা এলাকায় দ্বন্ধকলহ নিরসনে একটি ‘শান্তি ক্লাব’ প্রতিষ্ঠা করে। কিন্তু ক্লাবটি ঠিকমতো কাজ করতে পারছিল না। অবশেষে আশপাশের সবগুলো পাড়াকে নিয়ে পুরো গ্রাম ব্যাপী ‘গ্রাম শান্তি পরিষদ’ গঠন করে। এতে করে পুরো গ্রামে শান্তির সুবাতাস বইতে থাকে।
৬৯. ‘গ্রাম শান্তি পরিষদ’ কোন বিশ্ব সংস্থার সাথে সাদৃশ্যপূর্ণ?
ক) FAO
খ) জাতিসংঘ
গ) OIC
ঘ) WHO
৭০. উক্ত সংস্থা গঠনের উদ্দেশ্য হলো -
i. বিশ্বশান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা
ii. জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মৌলিক অধিকার নিশ্চিত করা
iii. নারীদের সর্বোচ্চ মর্যাদায় অধিষ্ঠিত করা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
No comments:
Post a Comment