02 November, 2018

ঋতু কালীন এসএমএস SMS মেসেজ



(১) এল শীত তোমার ধারে,একা তুমি থেকো নারে।সাথে রেখ শুধু তারে,ভালোবাসো তুমি যাঁরে।এখুনো শুধু তার কাম,জানি আমি তার নাম। সেই তোমার সম্বল, তার নামকম্বল। ...Happy Winter Season..!!
(২) শীত গেলো গরম এল, পুকুরেরপানি ময়লা হল। গরমেরএখনো নুতন রুপ,নদীতে দিতে হবে ডুপ।ওরে আমার বন্ধু গন,তোমাদের গরমের নিমন্ত্রণ।
(৩) গাছে গাছে নতুন পাতা, ফুলফুটছে বেশ। সব পাখির মনখারাপ শিতের হল শেষ। নতুনরুপে, নতুনসাঁঝে ণিভাবে মনের আগুন।তাইতো আজ প্রকৃতি জুড়ে বসন্তের ফাগুন।
(৪) ফুলফুটলো রাশি রাশি,উদাসমনটা বেজাই খুশি।বসন্তেরআগমনে,ফুল ফুটেছে সববাগানে। তাই কোকিল গানকরে, মনের টানে।
(৫) ফুলের রানি, রূপের রানি,কোথায় তুমি যাও ? তোমারসাথে সঙ্গী করে আমায়নিয়ে যাও। কি সুন্দরহাসি তোমার,মায়াবীতে ভরা... তোমায় পেলে সত্যি আমি, হবদিশেহারা "শুভ বসন্ত"
(৬) ঈদ গেল শীত এলো, খুশির জোয়ার ফিরে এলো। শীতের এখন নতুন রূপ, কুয়াশা হলো অপরূপ। তুমি আমার আপনজন, তোমাকে শীতের পিঠার নিমন্ত্রণ।
(৭) প্রকৃতি সেজেছে আজ অপরূপ সাজে, মনের মাঝে একি সুর বাজে। শিমুলের বনে আজ লেগেছে আগুন, আজ কি তবে আবার এসেছে ফাগুন?
(৮) হে বসন্ত, খনিকের মায়ায় যাসনে তুই চলে, যদিও যাবি, যাস তুই আমায় একটু বলে। যাবার সময় দিস আমায় তোর রঙের একটু খানি ছোয়া। দিবি কি আমায়?? আমি এই অল্প খানি চাই, সারাজীবন থাকবো আমি তোরই অপেক্ষায়।
(৯) বসন্তের আগমনে কোকিলের সুর, গ্রীষ্মের আগমনে রোদেলা দুপুর। বর্ষার আগমনে সাদা কাশফুল, এই দুপুরে তোমাকে দেখতে মন হলো বেকুল।
(১০) আকাশে আজ মেঘ জমেছে, রাগ করেছে ভারী। আজ নাকি সারাদিন রোদের সাথে আরি। রোদটাও খুব অভিমানী উঠতে নাহি চায়, এই সুযোগে বৃষ্টি নাকি দারুন মজা পায়।
(১১) আজ বর্ষা এলো, ফরসা আকাশ মেঘলা হোলো। নামছে এখন বৃষ্টি, আমার কথা মনে পড়লে জানালায় রাখো দৃষ্টি।
(১২) বৃষ্টি পড়ছে সপ্ন জমছে আমার চোখের কোণে, চলনা হারিয়ে যাই আজ আপন মনে। পহেলা আষাঢ়েই বৃষ্টির গান গাই, আষাঢ় মাস কে স্বাগত জানাই।
(১৩) কদমে কদমে ভরে গেছে চারপাশ, এলো বুঝি বর্ষার মাস। নদী নালা থৈ থৈ, বন্ধু তুমি আছো কই। মাঝে মাঝে সূর্য দেয় উকি ঝুঁকি, বন্ধু তুমি দিচ্ছ নাকি আমায় ফাঁকি।
(১৪) আগুন ভরা আকাশ, গরম গরম বাতাস। ছিরবিরানি গা, গরম কমে না। কলসি কলসি জল, মাথায় দিবি কত বল। এইতো সবে শুরু, ভালো থেকো গুরু। শুভ গরম কাল।
(১৫) মেঘলা মেঘলা আকাশ, ঠান্ডা ঠান্ডা বাতাস। বৃষ্টি ভেজা গা, পানিতে ভেজা পা। বৃষ্টি থামেনা- চারদিকে জল, পা সামলে চল।
(১৬) একটি কবিতা, একটি পলাশ, একটি কোকিল, তুমি আর আমি, সব মিলিয়ে আজ "বসন্ত"।
(১৭) কোনো এক বর্ষার দুপুর বেলায়, যেদিন বৃষ্টি নামবে অঝোর ধারায়, সেদিন বৃষ্টিতে ভেজা দুহাত ভরা কদম ফুল নিয়ে, তোমার দুয়ারে হাত বাড়িয়ে বলব ভুলিনি তোমাকে।
(১৮) শেষ হলো বর্ষার দিন, সামনে আসিতেছে শীতের দিন। কাপতে হবে টিন টিনা টিন টিন। আগে থেকেই প্রস্তুতি নিন। শীতের জামা কাপড় কিনে নিন।
(১৯) বৃস্টি ভেজা বরষা দিনে খুজি তোমায় আনমনে____ বলনা কেমন আছ তুমি বৃস্টির রিমঝিম এই ক্ষনে? miss you……
(২০) আজ আমি বৃস্টিতে ভিজেছি আর মন খুলে কেদেছি___ কেউ বুজতেই পারেনি যে আমার চোখ থেকে গরিয়ে পরেছে বৃস্টির জল নাকি চোখের জল__ তাই তো বৃস্টি এলেই আমি নিজেকে ভাসিয়ে দেই বৃস্টির জলে___
(২১) আমি চলে যাচ্ছি... ৫ মাস আর হয়তো দেখা হবে না... যদি কারে মনে কষ্ট দিয়ে থাকি তাহলে ক্ষমা করে দিও ... ... ... ... ... ... ... ... ....... ইতি________ তোমাদের প্রিয় গরমকাল...
(২২) বৈশাখ গেল জৈষ্ঠএল ভেজা ভেজী শুরু হল বৃষ্টির এখন নতুন রূপ পুকুরে গিয়ে দিবে ডুব ওরে আমার বন্ধুগন আম কাঠাঁলের নিমন্ত্রণ
(২৩) এলো শীত তোমার দারে,, একলা তুমি থাক নারে…সাথে রাখো শুধু তারে,, ভালবাসো তুমি যারে… এখন শুধু তার কাম,, জানি আমি তার নাম… সে তোমার সম্বল,, তার নাম কম্বল…
(২৪) চারদিক ঢেকে আছে কুয়াশার চাদরে ঠান্ডায় লেপ টানি মমতায় আদরে। যদিও না ছারবো শান্তির বিছানা বাবা জোরে হাক দেন প্রইভেট আছেনা? ত্বারা করে উঠে পরি জ্বলে শুধু পিতটা মনে মনে যপি তাই কবে যাবে শীতটা।
(২৫) আকাশে আজ মেঘ জমেছে, রাগ করেছে ভারী। আজ নাকি সারাদিন রোদের সাথে আরি। রোদটাও খুব অভিমানী উঠতে নাহি চায়, এই সুজগে শীত নাকি দারুন মজা পায়।
(২৬) দরজা খুলতেই হিমেল হাওয়া বলবে তোমায় সালাম, জানতে চাইলে কে গো তুমি শীতের বুড়ি এলাম। বাইরে গেলে খুব সকালে শীত ছুঁয়েছ হাতে, সবুজ ঘাসে পা ছোঁয়াতেই চমকে উঠলে তাতে। শিউরে উঠবে তখন তুমি লাগবে কাঁপন গায়ে, ভয় পেও না খোকন সোনা উঠলে শীতের নায়ে।
(২৭) আকাশ তুমি মেঘলা কেন বকলো তোমায় কে। রোদের সাথে আজ কি তোমার ঝগড়া হয়েছে। তা না হলে সকাল থেকে কাঁদছো কেন এতো। তোমারও কী মনটা খারাপ আমারই মতো।
(২৮) বর্সার প্রথম দিনে ঘন কালু মেঘ এসে আমার হ্রদয় রাঙ্গিয়ে দিল ব্রিস্টির ছুয়াতে।সবাইকে বর্সা কালের সুভেচ্ছা
(২৯) বৃস্টি ভেজা বরষা দিনে খুজি তোমায় আনমনে____ বলনা কেমন আছ তুমি বৃস্টির রিমঝিম এই ক্ষনে? Miss You……
(৩০) "তুই যে আমার পরাণ পাখি শীত কালের ঐ লেপ,তোরে পেয়ে হইছে পূরণ আমার প্রেমের গ্যাপ ॥"


পোষ্টটি করেছেন মোঃ রিপন মিয়া

No comments:

Post a Comment

ইসমাইল হোসেন