১. হিসাববিজ্ঞান তথ্যের ব্যবহারকারী সম্পর্কে নিচের কোন বিবরণীটি সঠিক নয়?
ক) ব্যবস্থাপকগণ অভ্যন্তরীণ ব্যবহারকারী
খ) নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ অভ্যন্তরীণ ব্যবহারকারী
গ) বর্তমান পাওনাদারগণ বহি:স্থ ব্যবহারকারী
ঘ) কর্মকর্তা ও কর্মচারী বহি:স্থ ব্যবহারকারী
সঠিক উত্তর: (খ)
২. কোনটি হিসাববিজ্ঞানের উদ্দেশ্য?
ক) অর্থনৈতিক তথ্য পরিবেশন
খ) অর্থ আত্মসাৎ প্রতিরোধ
গ) জনহিতকর ব্যয় সংকোচন
ঘ) ব্যয় নিয়ন্ত্রণ
সঠিক উত্তর: (গ)
৩. মূল্যবোধ সৃষ্টিতে হিসাববিজ্ঞানের ভূমিকা কয়টি?
ক) তিনটি
খ) চারটি
গ) পাঁচটি
ঘ) ছয়টি
সঠিক উত্তর: (গ)
৪. প্রতিষ্ঠানের দায় পরিশোধ ক্ষমতা যাচাই করে- i. বিনিয়োগকারী ii. পাওনাদার iii. ক্রেতা নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i
গ) ii
ঘ) iii
সঠিক উত্তর: (ক)
৫. পণ্য তৈরিতে কোন ধরনের কাঁচামাল ব্যবহার করা হয়?
ক) মানসম্মত
খ) বিধিসম্মত
গ) স্বাস্থ্যসম্মত
ঘ) মানসম্মত ও স্বাস্থ্যসম্মত
সঠিক উত্তর: (গ)
৬. হিসাববিজ্ঞানকে কী নামে অভিহিত করা হয়?
ক) হিসাব ব্যবস্থা
খ) তথ্য ব্যবস্থা
গ) নিরীক্ষা ব্যবস্থা
ঘ) বিবরণী ব্যবস্থা
সঠিক উত্তর: (গ)
৭. আদিযুগে উৎপাদিত পণ্যের হিসাব কীভাবে রাখা হতো? i. ঘরে দাগ কেটে ও রশিতে গিট দিয়ে ii. মাটির দেয়ালে রং দিয়ে ও রশিতে গিট দিয়ে iii. ঘরের দেয়ালে দাগ কেটে ও কাঠের লাঠিতে সংকেত দিয়ে নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i ও iii
সঠিক উত্তর: (ক)
৮. প্রতিষ্ঠানের অর্জিত মুনাফা ও প্রাক্কলিত মুনাফার সংগতি রক্ষার জন্যে কার নিকট জবাবদিহি করতে হবে?
ক) সরকারের নিকট
খ) মালিক ও বিনিয়োগকারীর নিকট
গ) ঋণগ্রহিতার নিকট
ঘ) উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট
সঠিক উত্তর: (খ)
৯. সরকার রাজস্ব ব্যয় করে- i. উন্নয়নমূলক খাতে ii. জনসেবামূলক খাতে iii. বেসরকারি খাতে নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii
গ) iii
ঘ) i
সঠিক উত্তর: (ক)
১০. আর্থিক সচ্ছলতা হিসাববিজ্ঞানের একটি-
ক) উদ্দেশ্য
খ) ভূমিকা
গ) সুবিধা
ঘ) প্রয়োজনীয়তা
সঠিক উত্তর: (ঘ)
১১. আর্থিক দুর্নীতি ও জালিয়াতি রোধ সম্ভব হয়- i. হিসাববিজ্ঞানের রীতি নীতি অনুসরণ দ্বারা ii. মিতব্যয়িতা অর্জনের দ্বারা iii. হিসাববিজ্ঞানের কলাকৌশল দ্বারা নিচের কোনটি সঠিক?
ক) i
খ) i ও iii
গ) ii
ঘ) iii
সঠিক উত্তর: (খ)
১২. কোনটি দ্বারা প্রতিষ্ঠিানের সঠিক ও নির্ভুল ফলাফল প্রকাশিত হয়?
ক) হিসাববিজ্ঞান
খ) হিসাবরক্ষণ
গ) হিসাব
ঘ) লেনদেন
সঠিক উত্তর: (খ)
১৩. একটি ব্যবসায়ের হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী- i. মালিক ii. ব্যবস্থাপক iii. ঋণ প্রদানকারী ব্যাংক নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) i ও ii
ঘ) iii
সঠিক উত্তর: (গ)
১৪. কোনো প্রতিষ্ঠানে হিসাবের বই এবং সংশ্লিষ্ট কাগজপত্র কে তৈরি করেন?
ক) ব্যবস্থাপক
খ) ক্যাশিয়ার
গ) হিসাবরক্ষক
ঘ) মালিক
সঠিক উত্তর: (গ)
১৫. সঠিক সময়ে ঋণ পরিশোধের হিসাববিজ্ঞানের ক্ষেত্রে একজন ব্যক্তির- i. জবাবদিহিতা ii. মূল্যবোধ iii. প্রয়োজনীয়তা নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i ও ii
সঠিক উত্তর: (খ)
১৬. সঠিক হিসাবরক্ষণ দ্বারা কোন ধরনের মানসিকতা সৃষ্টি হয়?
ক) ব্যয় বুঝে আয় করা
খ) আয় বুঝে ব্যয় করা
গ) ইচ্ছেমত ব্যয় করা
ঘ) অর্থ জালিয়াতি করা
সঠিক উত্তর: (খ)
১৭. প্রতিষ্ঠানের মালিকপক্ষের কোনটি থাকা প্রয়োজন?
ক) অর্থণীতির উপর দায়িত্ববোধ
খ) সমাজের প্রতি দায়িত্ববোধ
গ) প্রতিযোগী প্রতিষ্ঠানের প্রতি দায়িত্ববোধ
ঘ) সরকারি নীতির প্রতি দায়িত্ববোধ
সঠিক উত্তর: (খ)
১৮. প্রতিষ্ঠানের মূল্য সংয়োজন কর ও আবগারি শুল্ক ধার্যের ভিত্তি কোনটি?
ক) মূলধন
খ) সঞ্চয়
গ) ব্যয়
ঘ) আয়
সঠিক উত্তর: (গ)
১৯. হিসাববিজ্ঞানের সর্বপ্রথম উদ্দেশ্য হচ্ছে-
ক) ফলাফল নির্ণয়
খ) লেনদেনের সুষ্ঠ লিপিবদ্ধকরণ
গ) আর্থিক অবস্থা নিরূপণ
ঘ) অর্থনৈতিক তথ্য পরিবেশন
সঠিক উত্তর: (খ)
২০. শুল্ক, ভ্যাট, কর এবং আয়কর কার নিকট পরিশোধ করতে হয়?
ক) ব্যাংকের নিকট
খ) সরকারের নিকট
গ) প্রতিষ্ঠানের নিকট
ঘ) পরিচালকের নিকট
সঠিক উত্তর: (খ)
২১. কারবারি লেনদেনসমূহ হিসাবের খাতায় লিপিবদ্ধ করার কোন বিষয়টি হিসাববিজ্ঞান আলোচনা করে?
ক) কলাকৌশল
খ) নিয়মনীতি
গ) কলাকৌশল ও নিয়মনীতি
ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর: (গ)
২২. হিসাববিজ্ঞানের মুখ্য বিষয় হল- i. সংঘটিত লেনদেনসমূহ লিপিবদ্ধকরণ ii. লেনদেনের ফলাফল নির্ণয় iii. আর্থিক অবস্থা নিরূপণ করা নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) ii ও iii
ঘ) iii
সঠিক উত্তর: (গ)
২৩. হিসাববিজ্ঞানকে অবহিত করা হয়- i. তথ্য ব্যবস্থা নামে ii. তথ্য ভান্ডার নামে iii. আর্থিক অবস্থার পরিবর্তন নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৪. আর্থিক তথ্যাবলী প্রতিষ্ঠানকে কোন ধরনের সহায়তা করে?
ক) পণ্য নির্বাচনে
খ) জালিয়াতি রোধে
গ) লেনদেন লিপিবদ্ধকরণে
ঘ) সিদ্ধান্ত গ্রহণে
সঠিক উত্তর: (ঘ)
২৫. আধুনিক হিসাববিজ্ঞানের উৎপত্তি- i. ইংল্যান্ডে ii. ইতালিতে iii. আমেরিকায় নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i ও ii
সঠিক উত্তর: (খ)
২৬. প্রতিষ্ঠানের বিভিন্ন প্রকার প্রয়োজনীয় তথ্য সংশ্লিষ্ট পক্ষকে জানাতে সাহায্য করে কোনটি?
ক) হিসাববিজ্ঞান
খ) হিসাববিজ্ঞান নীতি
গ) প্রতিবেদন ও বিবরণী
ঘ) বিশদ আয় বিবরণী
সঠিক উত্তর: (গ)
২৭. দুতরফা দাখিলা পদ্ধতির উৎপত্তিকাল কোনটি?
ক) ১৪৪১ খ্রিষ্টাব্দ
খ) ১৩৯৪ খ্রিষ্টাব্দ
গ) ১৪৯৪ খ্রিষ্টাব্দ
ঘ) ১৪৪৯ খ্রিষ্টাব্দ
সঠিক উত্তর: (গ)
২৮. সঠিক হিসাবরক্ষণের মাধ্যমে জানা যায়- i. কারবারের লাভ-ক্ষতি ii. কারবারের সর্বাঙ্গীন আর্থিক অবস্থা iii. মোট দায় ও মোট সম্পত্তি নিচের কোনটি সঠিক?
৩১. একটি প্রতিষ্ঠান সমাজ ও পরিবেশের প্রতি অবদান রাখে- i. পণ্য তৈরিতে বিদেশী কাঁচামাল ব্যবহার করে ii. পণ্য তৈরিতে দেশী কাঁচামাল ব্যবহার করে iii. গরিব ও মেধাবী ছাত্রদের বৃত্তি প্রদান করে নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii ও iii
গ) ii
ঘ) iii
সঠিক উত্তর: (খ)
৩২. কী নিয়ন্ত্রণের মাধ্যমে আর্থিক সচ্ছলতা অর্জন সম্ভব?
ক) মূলধন
খ) সঞ্চয়
গ) ব্যয়
ঘ) আয়
সঠিক উত্তর: (গ)
৩৩. হিসাববিজ্ঞান হচ্ছে- i. একটি বিজ্ঞান ii. লেনদেন লিপিবদ্ধ করার কৌশল iii. ব্যবসায়ের ভাষা নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৪. হিসাব সচেতনতার ফলে সমাজ ও রাষ্ট্রের প্রতি কোন দায়িত্ববোধ সৃষ্টি হয়?
ক) ঋণ খেলাপি হওয়ার সম্ভবনা হ্রাস করে
খ) দেশপ্রেম বৃদ্ধি করে
গ) কর ফাঁকি দেওয়ার প্রবণতা হ্রাস করে
ঘ) উপরের সবগুলো
সঠিক উত্তর: (গ)
৩৫. বর্তমান হিসাববিজ্ঞানের ভিত্তি কী?
ক) একতরফা দাখিলা পদ্ধতি
খ) দুতরফা দাখিলা পদ্ধতি
গ) তিন তরফা দাখিলা পদ্ধতি
ঘ) হিসাব রাখার দক্ষতা
সঠিক উত্তর: (খ)
৩৬. সরকারের আর্থিক তথ্যের প্রয়োজন হয়- i. কর নির্ধারণের জন্য ii. বাজেট প্রস্তুত করার জন্য iii. আর্থিক পরিকল্পনা প্রণয়ণের জন্য নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৭. হিসাববিজ্ঞানের সর্বপ্রথম উদ্দেশ্য কোনটি?
ক) আর্থিক অবস্থা নিরূপণ
খ) আর্থিক লেনদেনগুলো ধারাবাহিকভাবে হিসাব বইতে লিপিবদ্ধ করা
গ) আর্থিক ফলাফল নির্ণয়
ঘ) অর্থনৈতিক তথ্য পরিবেশন
সঠিক উত্তর: (খ)
৩৮. হিসাববিজ্ঞানের কলাকৌশল যথেষ্ট উন্নতি করেছে- i. বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতিতে ii. মানুষ ব্যবসায়কে পেশা হিসেবে নিয়েছে iii. ব্যবসায়-বাণিজ্যের উন্নতিতে নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৯. কোনটির কারণে প্রতিষ্ঠান যন্ত্রপাতির শব্দ কমানো ও আবর্জনা সঠিক স্থানে ফেলতে অর্থ খরচ করে?
ক) মুনাফা বৃদ্ধি
খ) সমাজ ও পরিবেশ রক্ষা
গ) উৎপাদন বৃদ্ধি
ঘ) ব্যয়হ্রাস
সঠিক উত্তর: (খ)
৪০. হিসাব মানুষের জীবনকে -
ক) অসৎপথে উপার্জন করতে শেখায়
খ) সুন্দর, সুশৃঙ্খল ও মিতব্যয়ী জীবন গড়তে শেখায়
গ) বেহিসাবী হতে শেখায়
ঘ) উচ্ছৃঙ্খল জীবনযাপন করতে শেখায়
সঠিক উত্তর: (খ)
৪১. হিসাবরক্ষণ ব্যবস্থায় নিয়োজিত ব্যক্তিবর্গকে জবাবদিহি করতে হয়- i. মালিকপক্ষের নিকট ii. ঋণদাতার নিকট iii. বিনিয়োগকারীর নিকট নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪২. কেন দু’তরফা দাখিলা পদ্ধতি বিকশিত হয়?
ক) প্রতিষ্ঠানের তথ্য সুনির্দিষ্টরূপে সংরক্ষণের জন্য
খ) দেনা-পাওনার সঠিক হিসাব রক্ষণের জন্য
গ) হিসাব সংরক্ষণে সুনির্দিষ্ট নীতির অভাবের জন্য
ঘ) আর্থিক প্রতিবেদন প্রস্তুতের জন্য
সঠিক উত্তর: (গ)
৪৩. কোনটি ব্যবসায় প্রতিষ্ঠানে আর্থিক কার্যাবলী হিসেবে চিহ্নিত হবে?
ক) লেনদেন বিশ্লেষণ
খ) দায়-দেনা পরিশোধ
গ) আয়-বিবরণী প্রস্তুত
ঘ) আর্থিক বিবরণী প্রস্তুত
সঠিক উত্তর: (খ)
৪৪. হিসাব তথ্যের বাহ্যিক ব্যবহারকারী হল- i. ঋণ প্রদানকারী ii. বিনিয়োগকারী iii. ভোক্তা নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪৫. হিসাববিজ্ঞানের ব্যবহার পরিলক্ষিত হয়- i. অব্যবসায়ী প্রতিষ্ঠানে ii. মুনাফাভোগী প্রতিষ্ঠানে iii. অমুনাফাভোগী প্রতিষ্ঠানে নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪৬. আর্থিক কার্যাবলীর ফলাফল জানতে কোন বিষয়টি প্রয়োজন?
ক) অর্থায়ন
খ) ব্যাংকিং
গ) হিসাববিজ্ঞান
ঘ) ব্যবস্থাপনা
সঠিক উত্তর: (গ)
৪৭. হিসাবরক্ষণের মূলনীতি হলো- i. লেনদেন চিহ্নিতকরণ ii. দু’তরফা দাখিলা iii. Double Entry system নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) ii ও iii
ঘ) iii
সঠিক উত্তর: (গ)
৪৮. কোনটি অলাভজনক প্রতিষ্ঠান?
ক) স্কুল/কলেজ
খ) মাদ্রাসা/মসজিদ
গ) ক্লাব/সমিতি
ঘ) উপরের সবকটি
সঠিক উত্তর: (ঘ)
৪৯. আর্থিক অবস্থা নিরূপণ করা হিসাববিজ্ঞানের একটি-
ক) অন্যতম প্রধান উদ্দেশ্য
খ) মহৎ উদ্দেশ্য
গ) বিশেষ উদ্দেশ্য
ঘ) অন্যতম উদ্দেশ্য
সঠিক উত্তর: (ক)
৫০. জবাবদিহিতা সৃষ্টিতে কোনটির ভূমিকা বেশি?
ক) হিসাবরক্ষণের
খ) হিসাববিজ্ঞানের
গ) বুককিপিং এর
ঘ) হিসাবশাস্ত্রের
সঠিক উত্তর: (খ)
৫১. হিসাববিজ্ঞানের প্রধান উদ্দেশ্য কোনটি?
ক) লেনদেনের সুষ্ঠ লিপিবদ্ধকরণ
খ) ব্যয় নিয়ন্ত্রণ
গ) আর্থিক অবস্থা নিরূপণ
ঘ) অর্থনৈতিক তথ্য পরিবেশন
সঠিক উত্তর: (গ)
৫২. নিচের কোন উক্তিটি সঠিক?
ক) হিসাববিজ্ঞানের কার্যক্ষেত্র বা আওতা খুবই সীমিত
খ) হিসাববিজ্ঞানের ইতিহাস মানবসভ্যতার ইতিহাসের চেয়েও পুরানো
গ) হিসাববিজ্ঞানের মুখ্য উদ্দেশ্য হল আয়কর নিরুপণ
ঘ) হিসাববিজ্ঞানকে ‘ব্যবসায়ের ভাষা’ বলা হয়
সঠিক উত্তর: (ঘ)
৫৩. নিচের কোনটি আলভজনক প্রতিষ্ঠান?
ক) অভিনেতা
খ) উকিল
গ) ডাক্তার
ঘ) ক্লাব
সঠিক উত্তর: (ঘ)
৫৪. প্রত্যেক ব্যক্তি বা প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করে- i. আর্থিক কার্যাবলির ফলাফল জানতে ii. লাভের পরিমাণ বৃদ্ধি করতে iii. আর্থিক বিবরণীর তথ্য জানতে নিচের কোনটি সঠিক?
ক) i
খ) i ও iii
গ) ii
ঘ) iii
সঠিক উত্তর: (খ)
৫৫. আর্থিক দুর্নীতি নিয়ন্ত্রণের দ্বারা কোনটি বৃদ্ধি সম্ভব?
ক) হিসাবের গ্রহণযোগ্যতা
খ) হিসাবের উপযোগিতা
গ) হিসাবের স্বচ্ছতা
ঘ) হিসাবের সামঞ্জস্যতা
সঠিক উত্তর: (গ)
৫৬. হিসাবরক্ষণের মূল কারণ হল-
ক) ব্যবসায়ের আয়ের লিখিত হিসাব রাখা
খ) ব্যবসায়ের খরচের হিসাব রাখা
গ) ব্যবাসায়ের আর্থিক অবস্থা নিরুপণ করা
ঘ) ব্যবসায়ের সম্পদ ও দায়ের লিখিত হিসাব রাখা
সঠিক উত্তর: (গ)
৫৭. সরকারের আয়ের অন্যতম উৎস হচ্ছে- i. ভ্যাট ii. কাস্টমস ডিউটি iii. আয়কর নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৫৮. আধুনিক বিশ্বের হিসাববিজ্ঞানের প্রধান উদ্দেশ্য হল- i. সকল তথ্যের লিপিবদ্ধকরণ ii. বছর শেষে আর্থিক ও অনার্থিক বিবরণী প্রস্তুতকরণ iii. সংশ্লিষ্ট পক্ষসমূহকে প্রয়োজনীয় তথ্য সরবরাহকরণ নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) i ও ii
ঘ) iii
সঠিক উত্তর: (ঘ)
৫৯. হিসাববিজ্ঞানের উদ্দেশ্য- i. ফলাফল নির্ণয় ii. আর্থিক অবস্থা নিরূপণ iii. লেনদেনের সুষ্ঠু লিপিবদ্ধকরণ নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৬০. ব্যবসায়ের শ্রমিক, কর্মচারি ও কর্মকর্তাগণ তাদের ন্যায্য অংশ আদায়ের জন্য কোন হিসাবের সহায়তা গ্রহণ করেন?
ক) সংরক্ষিত হিসাব
খ) তহবিল বিবরণী
গ) বিশেষ হিসাব
ঘ) আর্থিক বিবরণী
সঠিক উত্তর: (ঘ)
৬১. গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান ব্যবসায়ের কোন ধরনের দায়বদ্ধতা?
ক) সামাজিক
খ) নৈতিক
গ) মানসিক
ঘ) আদর্শিক
সঠিক উত্তর: (ক)
৬২. কীভাবে জবাবদিহীমূলক প্রক্রিয়া ও স্বচ্ছ দায়িত্ববোধ গড়ে তোলা যায়?
ক) আর্থিক লেনদেনগুলো যথার্থভাবে লিপিবদ্ধকরণের মাধ্যমে
খ) আর্থিক সচ্ছলতা দ্বারা
গ) ধর্মীয় অনুশাসন দ্বারা
ঘ) সঞ্চয় প্রবণতা সৃষ্টির মাধ্যমে
সঠিক উত্তর: (ক)
৬৩. প্রতিষ্ঠানের সঠিক ও নির্ভুল ফলাফল প্রকাশ, সর্বাঙ্গীণ আর্থিক অবস্থা নিরূপণ, তুলনামূলক আর্থিক চিত্র প্রকাশ, সম্পদ ও দেনার সঠিক মূল্য নিরূপণ সবই সম্ভব হয়- i. হিসাবের বিশ্লেষণ দ্বারা ii. সুষ্ঠ হিসাব দ্বারা iii. প্রকাশিত তথ্য দ্বারা নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i ও iii
সঠিক উত্তর: (খ)
৬৪. ব্যবসায় প্রতিষ্ঠানে হিসাব রাখার উদ্দেশ্য কোনটি?
ক) ধর্মীয় অনুশাসন
খ) ঋণ পরিশোধ
গ) নৈতিক চরিত্র গঠন
ঘ) ব্যয় নিয়ন্ত্রণ
সঠিক উত্তর: (ঘ)
৬৫. হিসাববিজ্ঞান সম্পর্কে কোন উক্তিটি প্রযোজ্য?
ক) হিসাববিজ্ঞানের কার্যক্ষেত্রে বা আওতা খুবই সীমিত
খ) হিসাববিজ্ঞানের ইতিহাস মানবসভ্যতার ইতিহাসের চেয়েও পুরোনো
গ) হিসাববিজ্ঞানের মুখ্য উদ্দেশ্য হলো আয়কর নিরূপণ
ঘ) হিসাববিজ্ঞানকে ‘ব্যবসায়ের ভাষা’ বলা হয়
সঠিক উত্তর: (ঘ)
৬৬. লুকা প্যাসিওলি ছিলেন- i. চিকিৎসক ii. বৈজ্ঞানিক iii. দার্শনিক ও ধর্মযাজক নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i ও iii
সঠিক উত্তর: (গ)
৬৭. ব্যয় নিয়ন্ত্রণ করে কী অর্জন করা যায়?
ক) আর্থিক সচ্ছলতা
খ) মোট লাভ
গ) নিট লাভ
ঘ) জ্ঞান অর্জন করা যায়
সঠিক উত্তর: (ক)
৬৮. হিসাববিজ্ঞানের বাহ্যিক ব্যবহারকারী কারা?
ক) মালিক
খ) পাওনাদার
গ) ক্যাশিয়ার
ঘ) ব্যবস্থাপক
সঠিক উত্তর: (খ)
৬৯. সমাজের প্রতিটি ক্ষেত্রে কোন ধরনের ঘটনা পরিলক্ষিত হয়?
ক) সম্পত্তি সংক্রান্ত
খ) কাল্পনিক
গ) অর্থ সম্পর্কিত
ঘ) ব্যয় সম্পর্কিত
সঠিক উত্তর: (গ)
৭০. কোনো প্রতিষ্ঠানের হিসাব রাখার উদ্দেশ্য কী? i. লাভ নির্ণয় ii. ধারে বিক্রয় কাজ সমাধা করা iii. আর্থিক অবস্থান নিরূপণ করা নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) ii ও iii
ঘ) iii
সঠিক উত্তর: (ঘ)
৭১. হিসাবরক্ষণের সুনির্দিষ্ট নীতির প্রয়োজনীয়তা অনুভব করেন কে?
ক) এ. ডব্লিউ জনসন
খ) এফ. ডব্লিউ পিক্সলি
গ) এম. সি. শুক্লা
ঘ) লুকা প্যাসিওলি
সঠিক উত্তর: (ঘ)
৭২. নিজের কাজের জন্য তৃতীয় পক্ষের নিকট দায়বদ্ধতাই সৃষ্টি করে -
ক) জবাবদিহিতা
খ) মূল্যবোধ
গ) মিতব্যয়িতা
ঘ) মহানুভবতা
সঠিক উত্তর: (ক)
৭৩. কোন কোম্পানিগুলো বায়ু দূষণ রোধে অনেক অর্থ ব্যয় করে থাকে?
ক) আন্তর্জাতিক কোম্পানি
খ) উৎপাদনকারী কোম্পানি
গ) সামাজিক কোম্পানি
ঘ) তেল কোম্পানি
সঠিক উত্তর: (ঘ)
৭৪. শিল্প-কারখানা খেকে নির্গত ধোয়া প্রতিরোধে সরকারের নিয়ম-নীতি অনুসরণ করে কে কাজ করবে?
ক) ব্যবসায়ের মালিক
খ) ব্যবসায়ের হিসাবরক্ষক
গ) সরকারের বিশেষ বাহিনী
ঘ) ক ও খ
সঠিক উত্তর: (ঘ)
৭৫. ঋণ খেলাপী হবার সম্ভাবনা হ্রাস পায় কখন?
ক) দায়িত্ববোধ বিকশিত হলে
খ) ঋণ পরিশোধে সচেতনতা সৃষ্টি হলে
গ) সমাজের প্রতি দায়িত্ববোধ বাড়লে
ঘ) সুষ্ঠভাবে হিসাব রাখলে
সঠিক উত্তর: (খ)
৭৬. বড় বড় তেল কোম্পানিগুলো পরিবেশ বান্ধব কোন কাজটি করার জন্য প্রচুর অর্থ ব্যয় করে ?
ক) বায়ু দূষণ রোধ
খ) পানি দূষণ রোধ
গ) শব্দ দূষণ রোধ
ঘ) উপরের সবগুলো
সঠিক উত্তর: (ক)
৭৭. আধুনিক হিসাববিজ্ঞানের উৎপত্তি-
ক) ইংল্যান্ডে
খ) ভারতবর্ষে
গ) ইতালিতে
ঘ) আমেরিকায়
সঠিক উত্তর: (গ)
৭৮. যথাযথ হিসাব রাখলে- i. খরচ করার প্রবণতা হ্রাস পায় ii. সঞ্চয় করার প্রবণতা বৃদ্ধি পায় iii. সকল প্রকার কলহ দূর হয় নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i
গ) ii
ঘ) iii
সঠিক উত্তর: (ক)
৭৯. যাবতীয় আয় ও ব্যয় সঠিকভাবে লিপিবদ্ধকরণের মাধ্যমে ব্যবসায়ের-
ক) লাভ-ক্ষতি নির্ণয় সম্ভব
খ) সঠিক আর্থিক অবস্থা নির্ণয় করা সম্ভব
গ) সম্পদ বৃদ্ধি করা সম্ভব
ঘ) ব্যয় কমানো সম্ভব
সঠিক উত্তর: (ক)
৮০. অর্থনৈতিক কার্যাবলির ফলাফল নির্ণয় করা হিসাববিজ্ঞানের-
ক) অন্যতম প্রধান উদ্দেশ্য
খ) সর্বপ্রথম উদ্দেশ্য
গ) প্রধান উদ্দেশ্য
ঘ) বিশেষ উদ্দেশ্য
সঠিক উত্তর: (ক)
৮১. সমাজ বিস্তার লাভের কারণে কোন প্রথা চালু হয়?
ক) হিসাবরক্ষণ প্রথা
খ) বিনিময় প্রথা
গ) মুদ্রা প্রথা
ঘ) উৎপাদন প্রথা
সঠিক উত্তর: (খ)
৮২. মানুষ ভালো-মন্দ বিচার করে কীসের সাহায্যে?
ক) ধারণার
খ) ব্যবহারের
গ) মূল্যবোধের
ঘ) পর্যবেক্ষণের
সঠিক উত্তর: (গ)
৮৩. কোথাও বিনিয়োগ করার পূর্বে তা লাভ না ক্ষতি হবে তা বিশ্লেষণ করা হয় কিসের মাধ্যমে?
ক) প্রতিষ্ঠানের কর্মীর সংখ্যায়
খ) হিসাব বিশ্লেষণের মাধ্যমে
গ) ধারে ক্রয়বিক্রয়ের মাধ্যমে
ঘ) ব্যবসায় প্রতিষ্ঠানের সুনামে
সঠিক উত্তর: (খ)
৮৪. ব্যবসায়ের ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা গ্রহণ করতে কোন ধরনের ব্যবহারকারী হিসাব তথ্য ব্যবহার করে?
ক) বাহ্যিক ব্যবহারকারী
খ) সরকার
গ) মালিক ও ব্যবস্থাপক
ঘ) কর্মকর্তা
সঠিক উত্তর: (গ)
৮৫. জবাবদিহি প্রক্রিয়ায় হিসাববিজ্ঞানের ভূমিকা কয়টি?
ক) দুইটি
খ) তিনটি
গ) চারটি
ঘ) পাঁচটি
সঠিক উত্তর: (খ)
৮৬. ব্যবসা-বাণিজ্য বিস্তার লাভ করার কারণ কোনটি?
ক) মুদ্রার প্রচলন
খ) বিশ্বায়নের যুগ
গ) বিনিময় প্রথার বিলোপ সাধন
ঘ) হিসাববিজ্ঞানের ব্যবহার
সঠিক উত্তর: (ক)
৮৭. “সুম্মা ডি এরিথমেটিকা জিওমেট্রিকা প্রপোরশনিয়েট প্রপোরশনালিটা”। গ্রন্থের রচয়িতা কে ছিলেন?
ক) এ্যাডাম স্মিথ
খ) লুকা প্যাসিওলি
গ) টমাস ম্যালথাস
ঘ) আইনস্টাইন
সঠিক উত্তর: (খ)
৮৮. মানুষ ভাল-মন্দ বিচার করে কীসের সাহায্যে?
ক) ধারণার
খ) ব্যবহারের
গ) মূল্যবোধের
ঘ) পর্যবেক্ষণের
সঠিক উত্তর: (গ)
৮৯. হিসাব সচেতনতা মানুষকে কী হিসেবে গড়ে তুলতে সাহায্য করে?
ক) আত্মবিশ্বাসী
খ) ঋণ খেলাপী
গ) তথ্য পরিবেশনকারী
ঘ) ব্যয় নিয়ন্ত্রণকারী
সঠিক উত্তর: (ক)
৯০. দুতরফা দাখিলা পদ্ধতির মূলনীতি ব্যাখ্যা করা হয়- i. ১৪৯৪ খ্রিষ্টাব্দ ii. ১৪৪৯ খ্রিষ্টাব্দ iii. পঞ্চদশ শতাব্দীতে নিচের কোনটি সঠিক?
ক) i ও iii
খ) i
গ) ii
ঘ) iii
সঠিক উত্তর: (ক)
৯১. প্রতিষ্ঠানের আয়কর নির্ধারণের জন্য কোনটি প্রয়োজন?
ক) আয় ব্যয় নির্ণয়
খ) হিসাব সংরক্ষণ
গ) মুনাফা নির্ণয়
ঘ) আর্থিক অবস্থা বিশ্লেষণ
সঠিক উত্তর: (খ)
৯২. কোনো প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা ভালোভাবে জানার জন্য প্রয়োজন-
ক) লেনদেনের সঠিক লিপিবদ্ধকরণ
খ) লেনদেন বিশ্লেষণ
গ) সঠিক তথ্য সংগ্রহ
ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর: (ক)
৯৩. বিনিময় প্রথা চালু হওয়ার কারণ কী?
ক) মানুষের চাহিদা হ্রাস
খ) সমাজ বিস্তার লাভ
গ) মানুষের জ্ঞানের প্রসার
ঘ) বিজ্ঞানের উন্নতি
সঠিক উত্তর: (খ)
৯৪. হিসাববিজ্ঞান হল-
ক) সেই শাস্ত যার দ্বারা আর্থিক কার্যাবলি সুষ্ঠভাবে লিপিবদ্ধ করা যায়
খ) সেই শাস্ত্র যার দ্বারা আর্থিক কার্যাবলি সুষ্ঠুভাবে লিপিবদ্ধ করা যায় এবং আর্থিক ফলাফল নির্ণয় করা যায়
গ) সেই হিসাব যার দ্বারা লাভ-ক্ষতি জানা যায়
ঘ) সেই পদ্ধতি যার দ্বারা আর্থিক অবস্থা ভাল করা যায়
সঠিক উত্তর: (খ)
৯৫. হিসাব সচেতনতা মানুষকে উদ্বুদ্ধ করে- i. সততা অবলম্বনে ii. রক্ষণশীলতা অর্জনে iii. নিয়মানুবর্তিতা অর্জনে নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) i, ii ও iii
ঘ) iii
সঠিক উত্তর: (গ)
৯৬. প্রতিষ্ঠানের ক্ষমতা বিকেন্দ্রীভূত হয় কী কারণে?
ক) দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির কাজের চাপ হ্রাসের জন্য
খ) দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির কাজ মনোযোগের সাথে করবার সুবিধার্থে
গ) প্রাতিষ্ঠানিক ব্যয়হ্রাসের জন্য
ঘ) প্রতিষ্ঠানের আয় বৃদ্ধির উদ্দেশ্যে
সঠিক উত্তর: (খ)
৯৭. জবাবদিহি প্রক্রিয়া সৃষ্টি করে- i. দায়িত্ববোধ ii. সঞ্চয় প্রবণতা iii. কর্মবিমুখতা নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i ও iii
সঠিক উত্তর: (ক)
৯৮. ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান ব্যবসায়ীকে কখন ঋণ সরবরাহ করে?
ক) ঋণ পরিশোধ ক্ষমতা যাচাই করে
খ) আমদানি বাণিজ্য লাভজনক হলে
গ) রপ্তানি বাণিজ্যের হার বেশি হলে
ঘ) ব্যবসায়িক সম্পর্ক অনুকূল হলে
সঠিক উত্তর: (ক)
৯৯. কোথায় হিসাববিজ্ঞানের যাত্রা শুরু হয়েছিল?
ক) রোম
খ) ভেনিস
গ) লন্ডন
ঘ) বোস্টন
সঠিক উত্তর: (খ)
১০০. মূল্যবোধ হলো একটি মানদন্ড যা গড়ে ব্যক্তি ও সমাজের- i. চিন্তা-চেতনার ভিত্তিতে ii. বিশ্বাসের ভিত্তিতে iii. ধ্যান-ধারণার ভিত্তিতে নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১০১. হিসাববিজ্ঞান -
ক) সমাজের একের সাথে অন্যের সম্পর্ক আলোচনা করে
খ) উৎপাদন ব্যবস্থার আলোচনা করে
গ) পণ্য ক্রয় ও বিক্রয়ের হিসাব রাখে
ঘ) যাবতীয় আর্থিক লেনদেনের হিসাব রাখে, শ্রেণিবিভাগ করে এবং ব্যাখ্যা করে
সঠিক উত্তর: (ঘ)
১০২. মানবজীবনে জবাবদিহিতা নিশ্চিত করে- i. ধর্মীয় অনুশাসন ii. হিসাববিজ্ঞান iii. সামাজিক সচেতনতা নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i ও iii
সঠিক উত্তর: (খ)
১০৩. কোনো প্রতিষ্ঠানের যাবতীয় আর্থিক কার্যাবলি সুষ্ঠুভাবে লিপিবদ্ধ করা যায় এবং আর্থিক ফলাফল জানা যায় কিসের মাধ্যমে?
ক) হিসাববিজ্ঞান
খ) হিসাবরক্ষণ
গ) লেনদেন
ঘ) উদ্বর্তপত্র
সঠিক উত্তর: (ক)
১০৪. হিসাব তথ্যের ব্যবহারকারীকে কয়ভাগে ভাগ করা যায়?
ক) দুই
খ) তিন
গ) চার
ঘ) পাঁচ
সঠিক উত্তর: (ক)
১০৫. একটি ব্যবসায়ের হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী - i. মালিক ii. ব্যবস্থাপক iii. ঋণ প্রদানকারী ব্যাংক নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১০৬. হিসাববিজ্ঞানকে বলা হয়-
ক) ব্যবসায়ের চালিকাশক্তি
খ) ব্যবসায়ের পরিভাষা
গ) ব্যবসায়ের দর্পণ
ঘ) ব্যবসায়ের ভাষা
সঠিক উত্তর: (ঘ)
১০৭. প্রত্যেক ব্যক্তি বা প্রতিষ্ঠানই আগ্রহী থাকে- i. আর্থিক কার্যাবলির ফলাফল জানতে ii. লাভের পরিমাণ বৃদ্ধি করতে iii. ক্ষতির পরিমাণ কমাতে নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i ও iii
সঠিক উত্তর: (ক)
১০৮. উৎপাদিত ফসলের হিসাব রাখা হত কীভাবে?
ক) ঘরে দাগ কেটে এবং রশিতে গিট দিয়ে
খ) দরজার পেছনে দাগ কেটে
গ) মাটির দেয়ালে রং দিয়ে
ঘ) কাঠের কাঠিতে সংকেত কেটে
সঠিক উত্তর: (ক)
১০৯. কোনো ব্যবসায় প্রতিষ্ঠানে হিসাব না রাখার পরিণাম- i. প্রতিষ্ঠানের লাভ-ক্ষতি ও আর্থিক অবস্থা জানা যায় না ii. লাভ-ক্ষতি বের করা যায় তবে আর্থিক অবস্থা জানা যায় না iii. কারবার পরিচালনা ও ব্যবস্থাপনা সংক্রান্ত তথ্য জানা যায় নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i ও ii
সঠিক উত্তর: (ক)
১১০. পেশাজীবীদের আয় নিরূপণ ও তদনুযায়ী আয়কর নির্ধারণে কোনটি প্রয়োজন?
ক) হিসাব রাখা
খ) আইনজীবী নিয়োগ করা
গ) নিরীক্ষক নিয়োগ করা
ঘ) ব্যাংকে হিসাব খোলা
সঠিক উত্তর: (ক)
১১১. সরকার কর্তৃক নির্ধারিত নিয়ম নীতি পালন ও যথাযথভাবে শুল্ক, ভ্যাট ও কর পরিশোধ করা হচ্ছে কিনা তা দেখার অধিকার কার উপর অর্পিত?
ক) মালিকের উপর
খ) হিসাবরক্ষকের উপর
গ) ব্যবস্থাপকের উপর
ঘ) সরকারের সংশ্লিষ্ট পক্ষের উপর
সঠিক উত্তর: (ঘ)
১১২. হিসাববিজ্ঞানকে কী নামে অভিহিত করা হয়?
ক) হিসাব ব্যবস্থা
খ) তথ্য ব্যবস্থা
গ) নিরীক্ষা ব্যবস্থা
ঘ) বিবরণী ব্যবস্থা
সঠিক উত্তর: (খ)
১১৩. সেবামূলক অমুনাফাভোগী প্রতিষ্ঠানের উদাহরণ - i. শিক্ষাপ্রতিষ্ঠান ii. বিজ্ঞাপনী সংস্থা iii. কম্পিউটার মেরামতকারী প্রতিষ্ঠান নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) ii ও iii
সঠিক উত্তর: (ক)
১১৪. কর্মচারী ও কর্মকর্তা হিসাব তথ্যের কোন ধরনের ব্যবহারকারী?
ক) অভ্যন্তরীণ
খ) বাহ্যিক
গ) অভ্যন্তরীণ ও বাহ্যিক
ঘ) হিসাব তথ্য ব্যবহার করে না
সঠিক উত্তর: (খ)
১১৫. সঠিক হিসাবরক্ষণের মাধ্যমে ব্যক্তি বা প্রতিষ্ঠানের-
ক) ব্যয় নিয়ন্ত্রণ করা যায়
খ) অপচয় রোধ করা যায়
গ) আর্থিক সচ্ছলতা অর্জন করা যায়
ঘ) উপরের সবগুলো
সঠিক উত্তর: (ঘ)
১১৬. হিসাববিজ্ঞান দ্বারা মানুষের মাঝে সৃষ্টি হয়- i. ধর্মীয় অনুশাসন ii. নৈতিক চরিত্র গঠন iii. ঋণ পরিশোধ চেতনা নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১১৭. লুকা প্যাসিওলি কে ছিলেন?
ক) চিকিৎসক
খ) বৈজ্ঞানিক
গ) দার্শনিক/ধর্মযাজক
ঘ) জ্যোতির্বিদ
সঠিক উত্তর: (গ)
১১৮. মুল্যবোধ সৃষ্টিতে হিসাববিজ্ঞানের সহায়তায়- i. সততা ও দায়িত্ববোধের সৃষ্টি হয় ii. ধর্মীয় মূল্যবোধ সৃষ্টি হয় iii. সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়িত্ববোধ সৃষ্টি হয় নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১১৯. সমাজ ও পরিবেশের সাথে হিসাব ব্যবস্থার সম্পর্ক কীরূপ হওয়া উচিত?
ক) প্রতিকূল
খ) দায়িত্বশীল
গ) মূনাফাকেন্দ্রিক
ঘ) সমতাভিত্তিক
সঠিক উত্তর: (খ)
১২০. কোনটির কারণে ঋণ খেলাপি হওয়ার সম্ভাবনা কমায়?
ক) হিসাব সচেতনতা
খ) হিসাবরক্ষণ
গ) উভয়
ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর: (ক)
১২১. ডাচ-বাংলা ব্যাংক প্রতিবছরই গরীব ও মেধাবী ছাত্র ছাত্রীদের জন্যে শিক্ষা বৃত্তি প্রদান করেন। ফলে দেশের সামাজিক উন্নয়ন ঘটে থাকে। ডাচ-বাংলা ব্যাংক বৃত্তি প্রদান সংক্রান্ত ব্যয়ের সাথে নিচের কোনটি প্রযোজ্য?
ক) ব্যবসায়িক সুনাম অর্জন
খ) সামাজিক দায়বদ্ধতা
গ) সরকারি নিয়ম-নীতি
ঘ) ব্যবসায়িক কৌশল
সঠিক উত্তর: (খ)
১২২. হিসাববিজ্ঞানে উচ্চ শিক্ষিত জনাব লাবিব স্যাম্প ট্রেডার্সের যাবতীয় হিসাব দু’তরফা দাখিলা পদ্ধতিতে সংরক্ষণ করায় বছর শেষে সঠিক মুনাফা নির্ণয় করতে পেরেছেন। তিনি হিসাববিজ্ঞানের কোন ধরনের উদ্দেশ্য অর্জন করেছেন?
ক) সর্বপ্রথম
খ) অন্যতম
গ) অন্যতম প্রধান
ঘ) বিশেষ
সঠিক উত্তর: (গ)
১২৩. সরকারের রাজস্ব আদায়ের উৎস হলো- i. আয়কর ii. ভ্যাট iii. শুল্ক নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১২৪. মি. আরিফের মাসিক আয় ১২,০০০ টাকা। তার বাসা ভাড়া ৩,০০০ টাকা, পারিবারিক খরচ ৫,০০০ টাকা এবং অন্যান্য ব্যয় ১,০০০ টাকা হলে সঞ্চয় কত?
ক) ১২,০০০ টাকা
খ) ৯,০০০ টাকা
গ) ৩,০০০ টাকা
ঘ) ৮,০০০ টাকা
সঠিক উত্তর: (গ)
১২৫. দুতরফা দাখিলা পদ্ধতি হল হিসাবরক্ষণের-
ক) ক্ষেত্র
খ) ভিত্তি
গ) পরিধি
ঘ) সীমা
সঠিক উত্তর: (খ)
১২৬. হিসাববিজ্ঞানের অন্যতম উদ্দেশ্যটি হল-
ক) লেনদেন লিপিবদ্ধকরণ ও শ্রেণিবদ্ধকরণ
খ) আর্থিক ফলাফল নির্ণয় ও আর্থিক অবস্থা নিরূপণ
গ) আর্থিক লেনদেন লিপিবদ্ধকরণ
ঘ) দৈনিক বিক্রয়ের পরিমাণ নির্ণয়
সঠিক উত্তর: (খ)
১২৭. হিসাববিজ্ঞানের ক্ষেত্রে সত্যতা যাচাইয়ের জন্য পরীক্ষা ও নিরীক্ষা কার্য সম্পাদন করতে হয় কোনটির মাধ্যমে?
ক) লিপিবদ্ধকৃত লেনদেনের মাধ্যমে
খ) প্রস্তুতকৃত প্রতিবেদনের মাধ্যমে
গ) পরিচালকমন্ডলীর গৃহীত সিদ্ধান্ত
ঘ) হিসাববিজ্ঞানের মাধ্যমে সরবরাহকৃত তথ্যের
সঠিক উত্তর: (ঘ)
১২৮. হিসাব সচেতনতা মানুষকে- i. সততা অবলম্বনে উদ্বুদ্ধ করে ii. নিয়মানুবর্তিতা অর্জনে সহায়তা করে iii. ঋণ পরিশোধে সক্ষম করে তোলে নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i
গ) ii
ঘ) iii
সঠিক উত্তর: (ক)
১২৯. হিসাব বিবরণী ও প্রতিবেদন প্রস্তুত করতে কোনটির ওপর জ্ঞান লাভ প্রয়োজন?
ক) হিসাবরক্ষণের
খ) হিসাব পদ্ধতির
গ) হিসাববিজ্ঞানের
ঘ) হিসাব তথ্যের
সঠিক উত্তর: (গ)
১৩০. ব্যবসায়ের ভাষা বলা হয় কাকে?
ক) অর্থনীতিকে
খ) ব্যবস্থাপনাকে
গ) হিসাববিজ্ঞানকে
ঘ) কম্পিউটার বিজ্ঞানকে
সঠিক উত্তর: (গ)
১৩১. সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবসায়ের হিসাবের মাধ্যমে কোনটি সম্পর্কে নিশ্চিত হতে পারে? i. শুল্ক ও ভ্যাট ii. জমা ও উত্তোলন iii. কাস্টমস ডিউটি ও আয়কর নিচের কোনটি সঠিক?
ক) i
খ) i ও iii
গ) ii
ঘ) iii
সঠিক উত্তর: (খ)
১৩২. জনাব রহিম একজন ডাক্তার। তিনি সঠিকভাবে হিসাব রাখেন। কারণ তাঁর প্রয়োজন-।
ক) আয় ও ব্যয় নির্ধারণ
খ) আয় নিরূপণ ও কর নির্ধারণ
গ) বাজেট বা পরিকল্পনা প্রণয়ন
ঘ) আর্থিক অবস্থায় উন্নয়নে
সঠিক উত্তর: (খ)
১৩৩. হিসাববিজ্ঞান আলোচনা করে আর্থিক লেনদেন- i. লিপিবদ্ধকরণ সম্পর্কে ii. শ্রেণিবদ্ধকরণ সম্পর্কে iii. ব্যাখ্যাকরণ সম্পর্কে নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৩৪. হিসাববিজ্ঞানের অন্যতম প্রধান উদ্দেশ্য হল - i. আর্থিক ফলাফল নির্ণয় ii. ব্যয় নিয়ন্ত্রণ iii. আর্থিক অবস্থা নির্ণয় নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৩৫. একটি প্রতিষ্ঠান সমাজ ও পরিবেশের প্রতি অবদান রাখে - i. পণ্য তৈরিতে বিদেশি কাঁচামাল ব্যবহার করে ii. পণ্য তৈরিতে দেশি কাঁচামাল ব্যবহার করে iii. গরীব ও মেধাবী ছাত্রদের বৃত্তি প্রদান করে নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৩৬. ব্যবসায়ের দায় পরিশোধ ক্ষমতা কোন হিসাবের মাধ্যমে যাচাই করা যায়?
ক) দেনাদার হিসাব
খ) পাওনাদার হিসাব
গ) সংরক্ষিত হিসাব
ঘ) নগদ তহবিল হিসাব
সঠিক উত্তর: (গ)
১৩৭. আর্থিক সচ্ছলতা হিসাববিজ্ঞানের একটি কী?
ক) উদ্দেশ্য
খ) প্রয়োজনীয়তা
গ) গুরুত্ব
ঘ) সুবিধা
সঠিক উত্তর: (ক)
১৩৮. ব্যবসায়ের গতি প্রকৃতি জানা যায় কীভাবে?
ক) নগদান বই তৈরির মাধ্যমে
খ) পাওনাদার এর হিসাব রাখার মাধ্যমে
গ) আর্থিক ফলাফল নির্ণয়ের মাধ্যমে
ঘ) খতিয়ান তৈরির মাধ্যমে
সঠিক উত্তর: (গ)
১৩৯. হিসাব সংক্রান্ত বই এবং সংশ্লিষ্ট কাগজপত্র তৈরি কার ক্ষেত্রে প্রযোজ্য?
ক) ব্যবস্থাপকের
খ) প্রকৌশলীর
গ) হিসাবরক্ষকের
ঘ) পরিচালকের
সঠিক উত্তর: (গ)
১৪০. ব্যক্তি, প্রতিষ্ঠান ও সমাজের অর্থ সংক্রান্ত ঘটনাসমূহ কীরূপ?
ক) সীমিত
খ) অগণিত ও বৈচিত্র্যময়
গ) সীমিত ও বৈচিত্র্যময়
ঘ) অপ্রয়োজনীয়
সঠিক উত্তর: (খ)
১৪১. মানুষ সমাজবদ্ধভাবে বসবাস করার পাশাপাশি কোন পেশায় নিয়োজিত হয়?
ক) ক্ষুদ্র শিল্প
খ) কৃষিকাজ
গ) পণ্য উৎপাদন
ঘ) পণ্য প্রক্রিয়াজাতকরণ
সঠিক উত্তর: (খ)
১৪২. ব্যবসায়ের লাভ ক্ষতি ও আর্থিক অবস্থা কীভাবে জানা যায়?
ক) খরচের মাধ্যমে
খ) ক্রয়ের মাধ্যমে
গ) বিক্রয়ের মাধ্যমে
ঘ) হিসাব রাখার মাধ্যমে
সঠিক উত্তর: (ঘ)
১৪৩. হিসাববিজ্ঞান শাস্ত্রে আলোচিত হয়- i. আর্থিক ঘটনার সামগ্রিক প্রভাব ii. আর্থিক ফলাফল নির্ণয় পদ্ধতি iii. আর্থিক কৌশল বিশ্লেষণ নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৪৪. আর্থিক লেনদেন লিপিবদ্ধকরণ ও বিশ্লেষণ প্রক্রিয়ার কলাকৌশল যে শাস্ত্র শিক্ষা দেয় তাকে বলে-
ক) লেনদেন লিপিবদ্ধকরণ
খ) হিসাবরক্ষণ
গ) হিসাববিজ্ঞান
ঘ) বুককিপিং ও হিসাবরক্ষণ
সঠিক উত্তর: (গ)
১৪৫. জনাব হামিদ মাসিক ১০,০০০ টাকা আয় করেন এবং পুরোটাই মাসিক খরচের জন্য ব্যয় করেন। তিনি ভবিষ্যতের কথা চিন্তা করে সঞ্চয় করতে চান। সেক্ষেত্রে তার দরকার-
ক) বর্তমান চিন্তা
খ) ভবিষ্যতের চিন্তা
গ) কৃপণ হওয়া
ঘ) সুষ্ঠু হিসাব রাখা
সঠিক উত্তর: (ঘ)
১৪৬. প্রতিষ্ঠানের সম্পদ, দায় ও মালিকানা স্বত্বের পরিমাণ নির্ণয়ের মাধ্যমে কোনটি সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পাওয়া যায়?
ক) আর্থিক বিবরণী
খ) চূড়ান্ত হিসাব
গ) আর্থিক অবস্থা
ঘ) হিসাব ব্যবস্থাপনা
সঠিক উত্তর: (গ)
১৪৭. কে বিভন্ন উৎস হতে কর, ভ্যাট, শুল্ক ধার্যের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ রাজস্ব হিসাবে আদায় করে?
ক) ব্যবসায়ী
খ) সরকার
গ) বিচারক
ঘ) সচিব
সঠিক উত্তর: (খ)
১৪৮. কী অনুপস্থিত থাকলে আর্থিক অনার্থিক সকল ক্ষেত্রে চরম বিশৃঙ্খলা ও অবনতি পরিলক্ষিত হয়?
ক) জবাবদিহিতা
খ) ধৈর্য
গ) ভালো আচরণ
ঘ) সহানুভূতি
সঠিক উত্তর: (ক)
১৪৯. হিসাববিজ্ঞান শাস্ত্রে আলোচিত হয়- i. আর্থিক ঘটনার সামগ্রিক প্রভাব ii. আর্থিক ফলাফল নির্ণয় পদ্ধতি iii. আর্থিক কৌশল বিশ্লেষণ নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৫০. হিসাবরক্ষককে বিনিয়োগকারীদের নিকট নিশ্চয়তা প্রদানে কোনটি প্রযোজ্য?
ক) পণ্যের সঠিক গুণাগুণ
খ) বিনিয়োগকৃত অর্থের সঠিক ব্যবহার
গ) শ্রমিকদের সন্তুষ্টি অর্জন
ঘ) রাজস্ব পরিশোধ
সঠিক উত্তর: (খ)
১৫১. পেশাজীবীদের (ডাক্তার, উকিল প্রভৃতি) হিসাব রাখার প্রয়োজন-
ক) আয়কর নির্ধারণের জন্য
খ) লাভ-লোকসান নির্ণয়ের জন্য
গ) আর্থিক বিবরণী প্রস্তুতের জন্য
ঘ) আর্থিক বিবরণী বিশ্লেষণের জন্য
সঠিক উত্তর: (ক)
১৫২. সরকার হিসাববিজ্ঞানের -
ক) অভ্যন্তরীণ ব্যবহারকারী
খ) বাহ্যিক ব্যবহারকারী
গ) উভয়ই
ঘ) কোনোটিই না
সঠিক উত্তর: (খ)
১৫৩. আধুনিক ব্যবসায়ের ভাষা বলা হয়- i. ব্যবস্থাপনাকে ii. কম্পিউটার বিজ্ঞানকে iii. হিসাববিজ্ঞানকে নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i ও iii
সঠিক উত্তর: (গ)
১৫৪. ব্যবসায়ের লাভ-ক্ষতি ও আর্থিক অবস্থা কীভাবে জানা যায়?
ক) খরচের মাধ্যমে
খ) ক্রয়ের মাধ্যমে
গ) ব্যয় নিয়ন্ত্রনের মাধ্যমে
ঘ) ব্যয় বৃদ্ধির মাধ্যমে
সঠিক উত্তর: (গ)
১৫৫. হিসাব সচেতনতা মানুষকে উদ্বুদ্ধ করে- i. সঞ্চয়ী ও মিতব্যয়ী হতে ii. নৈতিক চরিত্র গঠনে iii. আত্মবিশ্বাস ও আত্মনির্ভরশীলতা অর্জনে নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii ও iii
গ) ii
ঘ) iii
সঠিক উত্তর: (খ)
১৫৬. ব্যয়সায় প্রতিষ্ঠানে হিসাবরক্ষণ দ্বারা ব্যয় নিয়ন্ত্রণের পাশাপাশি রোধ করা সম্ভব হয়- i. প্রতিষ্ঠানের প্রতারণা ii. প্রতিষ্ঠানের জালিয়াতি iii. মুনাফা জাতীয় খরচ নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) iii
গ) ii
ঘ) i
সঠিক উত্তর: (ক)
১৫৭. মানুষ রশিতে গিট দিয়ে ফসল ও মজুদের হিসাব রাখা শিখল কবে?
১৬২. হিসাবরক্ষণ দ্বারা বিকশিত হয়- i. সততা ii. প্রযুক্তি iii. দায়িত্ববোধ নিচের কোনটি সঠিক?
ক) i
খ) i ও iii
গ) ii
ঘ) iii
সঠিক উত্তর: (খ)
১৬৩. আয়কর, মূল্য সংযোজন কর ও ব্যক্তিগত আয়কর প্রদানের জন্যে ব্যবহার করা হয় কোনটি?
ক) হিসাববিজ্ঞানের জ্ঞান
খ) আমদানি-রপ্তানির নীতি
গ) ব্যবসা-বাণিজ্য নীতিমালা
ঘ) সাধারণ শিক্ষার জ্ঞান
সঠিক উত্তর: (ক)
১৬৪. ইতালির কোন শহরে সর্বপ্রথম দুতরফা দাখিলা পদ্ধতির প্রচলন করা হয়?
ক) রোম
খ) ভেনিস
গ) ভ্যাটিক্যান সিটি
ঘ) ফ্লোরেন্স
সঠিক উত্তর: (খ)
১৬৫. হিসাববিজ্ঞান- i. দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ কারণ এটি মানুষের মধ্যে মূল্যবোধ সৃষ্টি করে ii. ব্যবসায় প্রতিষ্ঠান ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার iii. বাংলাদেশ সরকার সকল ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য বাধ্যতামূলক করেছে নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) i ও ii
ঘ) iii
সঠিক উত্তর: (গ)
১৬৬. কারবারের ভবিষ্যত পরিকল্পনা প্রণয়ন করেন- i. মালিক ii. ব্যবস্থাপক iii. সরকার নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i
গ) ii
ঘ) iii
সঠিক উত্তর: (ক)
১৬৭. কিসে ব্যবসায় প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন সম্ভব?
ক) সম্পদ ক্রয়ের ফলে
খ) সঠিক সিদ্ধান্ত নিলে
গ) ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে
ঘ) পণ্য ক্রয়ের দ্বারা
সঠিক উত্তর: (গ)
১৬৮. হিসাববিজ্ঞানকে ব্যবসায়ের ভাষা বলার কারণ হল -
ক) প্রস্তুতকৃত বিবরনী ও প্রতিবেদনের মাধ্যমে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা জানা ও বোঝা যায়
খ) ব্যবসায়ীরা হিসাববিজ্ঞানের ভাষায় কথা বলে
গ) হিসাববিজ্ঞান এক প্রকারের ভাষা
ঘ) হিসাববিজ্ঞান ও ব্যবসায়ের সম্পর্ক নিবিড়
সঠিক উত্তর: (ক)
১৬৯. হিসাবের স্বচ্ছতা বৃদ্ধি দ্বারা কর্তব্যরত ব্যক্তির কোনটি বিকশিত হয়?
ক) দক্ষতা
খ) কর্মস্পৃহা
গ) যোগ্যতা
ঘ) দায়িত্ববোধ
সঠিক উত্তর: (ঘ)
১৭০. আধুনিক হিসাববিজ্ঞানের প্রবর্তক কে?
ক) এল. সি. ক্রুপার
খ) এ. ডব্লিউ. জনসন
গ) লুকা প্যাসিওলি
ঘ) আর. এন. কার্টার
সঠিক উত্তর: (গ)
১৭১. লুকা প্যাসিওলি তাঁর “সুম্মা ডি এরিথমেটিকা জিওমেট্রিকা প্রপোরশনিয়েট প্রপোরশনালিটা” গ্রন্থে কী ব্যাখ্যা করেন?
ক) একতরফা দাখিলা পদ্ধতি
খ) একতরফা দাখিলা পদ্ধতির অসুবিধা
গ) দুতরফা দাখিলা পদ্ধতির সুবিধা
ঘ) দুতরফা দাখিলা পদ্ধতির মূলনীতি
সঠিক উত্তর: (ঘ)
১৭২. কোনো ব্যবসায়ী সততা অবলম্বন করতে চাইলে তাকে কী হতে হবে?
ক) হিসাব সচেতন
খ) ঋণ পরিশোধে সচেতন
গ) ধর্ম ভীরু
ঘ) নিয়মানুবর্তী
সঠিক উত্তর: (ক)
১৭৩. মুদ্রা প্রচলন হয় কীসের কারণে?
ক) বিনিময় প্রথার অসুবিধা
খ) হিসাবপ্রথার উন্নতি
গ) প্রযুক্তিগত উন্নয়ন
ঘ) সমাজব্যবস্থার উন্নয়ন
সঠিক উত্তর: (ক)
১৭৪. আর্থিক ঘটনার সামগ্রিক ফলাফল ও প্রভাব জানার প্রয়োজন হয়- i. নির্দিষ্ট পদ্ধতি ii. নির্দিষ্ট কৌশল iii. হিসাববিজ্ঞানের জ্ঞান নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৭৫. হিসাববিজ্ঞানের মাধ্যমে সঠিক সময়ে ঋণ পরিশোধে একজন ব্যক্তির- i. জবাবদিহিতা নিশ্চিত করে ii. মূল্যবোধ সৃষ্টি করে iii. ঋণখেলাপী মানসিকতার অবসান করে নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) ii ও iii
ঘ) iii
সঠিক উত্তর: (গ)
১৭৬. হিসাবরক্ষণ দ্বারা ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে নিশ্চিত হয়- i. আয়ের বিপরীতে ব্যয়ের মানসিকতা সৃষ্টি ii. সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করা iii. দায়-দেনার পরিমাণ বৃদ্ধিকরণ নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i
গ) ii
ঘ) iii
সঠিক উত্তর: (ক)
১৭৭. হিসাববিজ্ঞানের মাধ্যমে সম্ভব হয়- i. ব্যয় নিয়ন্ত্রণ ii. প্রতিষ্ঠানের প্রতারণা ও জালিয়াতি রোধ iii. সম্পদ, দায় ও মালিকানা স্বত্বের পরিমাণ নির্ণয় নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৭৮. সরকারের আয়ের উৎস হলো- i. ভ্যাট ii. কাস্টমস্ ডিউটি iii. আয়কর নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৭৯. লুকা প্যাসিওলি ব্যাখ্যা করেন-
ক) একতরফা দাখিলা পদ্ধতি
খ) গণিত সম্পর্কে
গ) হিসাবরক্ষণের দুতরফা দাখিলা পদ্ধতির মূলনীতি
ঘ) কিছুই না
সঠিক উত্তর: (গ)
১৮০. হিসাব রক্ষণের প্রকৃত উদ্দেশ্য কোনটি?
ক) আর্থিক অবস্থা নিরূপণ
খ) ব্যয় বাড়ানো
গ) কর্মচারীদের কম বেতন প্রদান
ঘ) হাতে নগদ বাড়ানো
সঠিক উত্তর: (ক)
১৮১. প্রতিষ্ঠানের যাবতীয় আর্থিক কার্যাবলি যেমন: আয়-ব্যয়, দেনাদার হতে আদায়, পাওনাদারকে পরিশোধ ইত্যাদি হিসাবের বইতে সুষ্ঠুভাবে লিপিবদ্ধ করার জন্যে হিসাবকারীকে কোন বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে?
ক) আর্থিক বিবরণী প্রস্তুত বিষয়ে
খ) দেনাদার ও পাওনাদার বিষয়ে
গ) ব্যবসায়ে সংঘটিত ঘটনা বিষয়ে
ঘ) হিসাববিজ্ঞান সংক্রান্ত বিষয়ে
সঠিক উত্তর: (ঘ)
১৮২. আধুনিক হিসাববিজ্ঞানের জন্মলগ্ন শুরু হয় কত শতাব্দীতে?
ক) পঞ্চদশ শতাব্দীতে
খ) ষোড়শ শতাব্দীতে
গ) অষ্টাদশ শতাব্দীতে
ঘ) চতুর্দশ শতাব্দীতে
সঠিক উত্তর: (ক)
১৮৩. বাহ্যিক ব্যবহারকারী হিসেবে পরিচিত- i. ঋণদাতা ii. সরকার iii. কর্মচারী ও কর্মকর্তা নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৮৪. কম্পিউটারের মাধ্যমে হিসাব রাখার ফলে- i. সময় ও শ্রম লাঘব হয় ii. দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যায় iii. দ্রুত হিসাবের ফলাফল নির্ণয় করা যায় নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৮৫. মুদ্রার প্রচলন কখন শুরু হয়?
ক) পৃথিবীর শুরু থেকে
খ) প্রাচীনকালে
গ) কালক্রমে
ঘ) বর্তমান কালে
সঠিক উত্তর: (গ)
১৮৬. হিসাববিজ্ঞান কীসের বাহক রুপে কাজ করে?
ক) নৈতিকতার
খ) মানদন্ডের
গ) জবাবদিহিতার
ঘ) সামাজিক সচেতনতার
সঠিক উত্তর: (গ)
১৮৭. লুকা প্যাসিওলি কোন বিষয়ের উপর তাঁর বহুল আলোচিত গ্রন্থখানি লিখেছেন?
ক) হিসাববিজ্ঞানের ওপর
খ) দুতরফা দাখিলার ওপর
গ) গণিত শাস্ত্রের ওপর
ঘ) দর্শন শাস্ত্রের ওপর
সঠিক উত্তর: (গ)
১৮৮. বিজ্ঞান ও প্রযুক্তি -
ক) হিসাবরক্ষণকে সংকুচিত করে
খ) হিসাবরক্ষণকে ব্যয়বহুল করে তুলে
গ) হিসাবরক্ষণের গতি রোধ করে
ঘ) হিসাবরক্ষণের উন্নতি ঘটায়
সঠিক উত্তর: (ঘ)
১৮৯. চাকরিজীবীদের কর নির্ধারণ হয় কিসের ভিত্তিতে?
ক) আয়ের
খ) ব্যয়ের
গ) সম্পদের
ঘ) দায়ের
সঠিক উত্তর: (ক)
১৯০. হিসাববিজ্ঞান তথ্যের বাহ্যিক ব্যবহারকারী হলো-
ক) মালিক
খ) বিনিয়োগকারী
গ) ঋণ প্রদানকারী
ঘ) অভ্যন্তরীণ নিরীক্ষক
সঠিক উত্তর: (গ)
১৯১. ফলাফল নির্ণয়-
ক) হিসাববিজ্ঞানের উদ্দেশ্য
খ) হিসাববিজ্ঞানের আওতা
গ) হিসাববিজ্ঞানের প্রয়োজনীয়তা
ঘ) হিসাববিজ্ঞানের বিষয়বস্তু
সঠিক উত্তর: (ক)
১৯২. আর্থিক অবস্থা নিরূপণ করা হিসাববিজ্ঞানের কী?
ক) প্রধান উদ্দেশ্য
খ) মহৎ উদ্দেশ্য
গ) অন্যতম উদ্দেশ্য
ঘ) এক মাত্র উদ্দেশ্য
সঠিক উত্তর: (ক)
১৯৩. প্রাচীনকালে মানুষ হিসাব সংরক্ষণ করত-
ক) খাতায় লিখে
খ) ডেবিট-ক্রেডিট পদ্ধতিতে
গ) গাছের গায়ে, গুহায় বা পাথরে চিহ্ন দিয়ে
ঘ) বিনিময়ের মাধ্যমে
সঠিক উত্তর: (গ)
১৯৪. সমাজ ও পরিবেশের সাথে হিসাব ব্যবস্থার সম্পর্ক স্থাপনে হিসাবরক্ষক ভুমিকা রাখে কীভাবে?
ক) প্রতিষ্ঠানের ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে
খ) সমাজ ও পরিবেশের উন্নয়নে অর্থ বরাদ্ধ করে তার যথাযথ হিসাব রাখার মাধ্যমে
গ) মালিকপক্ষকে আর্থিক বিবরণী দেখানোর মাধ্যমে
ঘ) আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে
সঠিক উত্তর: (খ)
১৯৫. বিনিময় প্রথা চালু হয় কখন?
ক) মুদ্রার প্রচলনের পূর্ববর্তী সময়ে
খ) মুদ্রার প্রচলনের পরবর্তী সময়ে
গ) কৃষিকাজ শুরুর সময়ে
ঘ) সভ্যতার সূচনা লগ্নে
সঠিক উত্তর: (ক)
১৯৬. হিসাববিজ্ঞান সম্পর্কে কোন উক্তি/উক্তিগুলো প্রযোজ্য? i. মানবসভ্যতার ইতিহাসের চেয়েও হিসাববিজ্ঞানের ইতিহাস পুরনো ii. আদিম যুগে মানুষ পাথরের গায়ে দাগ কেটে হিসাব রাখত iii. হিসাববিজ্ঞানে প্রস্তুতকৃত বিবরনীর মাধ্যমেই প্রতিষ্ঠানের আর্থিক নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) ii ও iii
ঘ) iii
সঠিক উত্তর: (গ)
১৯৭. নিজের কাজের প্রতি তৃতীয় পক্ষের নিকট দায়বদ্ধতাকে কী বলে?
ক) মূল্যবোধ
খ) দায়িত্ববোধ
গ) জবাবদিহিতা
ঘ) কর্তব্যপরায়ণ
সঠিক উত্তর: (গ)
১৯৮. সমাজ ও পরিবেশের প্রতি দায়িত্বশীল একজন হিসাবরক্ষক পণ্য উৎপাদনের কোন খাতে অর্থ বরাদ্দ ও ব্যবহার নিশ্চিত করবেন? i. স্বাস্থ্যসম্মত কাঁচামাল ক্রয় ii. আধুনিক যন্ত্রপাতি ক্রয় iii. প্রতিষ্ঠানের বর্জ্য সঠিক স্থানে ফেলার ব্যবস্থা করা নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) i ও iii
ঘ) iii
সঠিক উত্তর: (গ)
১৯৯. কিসে ব্যবসায় প্রতিষ্ঠানের কাঙ্খিত ফলাফল অর্জন সম্ভব?
ক) সম্পদ ক্রয়ের ফলে
খ) সঠিক সিদ্ধান্ত নিলে
গ) ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে
ঘ) পণ্য ক্রয়ের দ্বারা
সঠিক উত্তর: (গ)
২০০. হিসাববিজ্ঞানের অন্যতম প্রধান উদ্দেশ্য- i. আর্থিক অবস্থা নিরূপণ ii. ফলাফল নিরূপণ করা iii. অর্থনৈতিক তথ্য পরিবেশন করা নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i ও ii
সঠিক উত্তর: (ঘ)
২০১. ব্যবসায়ের মালিক এবং ব্যবস্থাপক হিসাব বিবরণীর মাধ্যমে কোন কাজটি সহজে করতে পারেন?
ক) শ্রমিক ব্যবস্থাপনা
খ) ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা
গ) বিশ্লেষণ ও মূল্যায়ন
ঘ) সাংগঠনিক কাজ নির্ধারণ
সঠিক উত্তর: (খ)
২০২. সঠিকভাবে হিসাব রাখা হলে ব্যবসায়ের নিচের কোনটি নিয়ন্ত্রণ করা সহজ হয়? i. আয় নিয়ন্ত্রণ ii. ব্যয় নিয়ন্ত্রণ iii. কর্মী নিয়ন্ত্রণ নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i ও iii
সঠিক উত্তর: (খ)
২০৩. আর্থিক লেনদেন লিপিবদ্ধকরণ ও বিশ্লেষণ প্রক্রিয়ার কৌশল যে শাস্ত্রে শিক্ষা দেয় তাকে বলে- i. হিসাব সংরক্ষণ ii. লেনদেন লিপিবদ্ধকরণ iii. হিসাববিজ্ঞান নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) ii ও iii
ঘ) iii
সঠিক উত্তর: (ঘ)
উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও: * হিসাববিজ্ঞানের যাত্রা পাথরে বা গুহায় দাগ দিয়ে শুরু হলেও কালের বিবর্তনের ফলে প্রতিনিয়ত তা আধুনিকতার রূপ লাভ করছে। যে কোনো হিসাব মুহূর্তের মাঝেই নিরূপণ করা সম্ভব হয় এবং যে কোনো প্রয়োজনে সেই সব তথ্য ব্যবহার করা সম্ভব হয়। ২০৪. আধুনিক যুগে হিসাব সংক্রান্ত কাজ করা হয় কীভাবে?
ক) ব্যাখ্যা লিখে
খ) মৌখিকভাবে
গ) কম্পিউটারের সাহায্যে
ঘ) খাতায় লিখে
সঠিক উত্তর: (গ)
২০৫. আধুনিক পদ্ধতিতে হিসাবরক্ষণের সুবিধা হলো- i. সময় হ্রাস ii. শ্রম লাঘব iii. দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যায় নিচের কোনটি সঠিক?
No comments:
Post a Comment