অধ্যায় - ১: ভাষা

১. কোনগুলো চলিত রীতির বিশেষ্য পদ?
ক) মৎস্য, হাতি
খ) হাতি, বাঘ
গ) মাছ, হস্তী
ঘ) ব্যাঘ্র, মাছ

সঠিক উত্তর: (খ)
২. নিচের কোনটির সাহায্যে মানুষ সূক্ষ্মাতি-সূক্ষ্মভাবে মনের ভাব প্রকাশ করতে পারে?
ক) ইঙ্গিতের সাহায্যে
খ) কন্ঠধ্বনির সাহায্যে
গ) চিত্রাঙ্কনের সাহায্যে
ঘ) ঘোষ ধ্বনির সাহায্যে
সঠিক উত্তর: (খ)
৩. সাধু রীতির বৈশিষ্ট্য কোনটি?
ক) জীবন্ত
খ) আধুনিক
গ) কৃত্রিম
ঘ) পরিবর্তনশীল
সঠিক উত্তর: (গ)
৪. ধ্বনির অর্থপূর্ণ মিলনে গঠিত হয় -
ক) বর্ণমালা
খ) ধ্বনিমূল
গ) শব্দমূল
ঘ) শব্দ
সঠিক উত্তর: (ঘ)
৫. বাংলা লেখ্য রীতি কয় প্রকার?
ক) দুই প্রকার
খ) তিন প্রকার
গ) চার প্রকার
ঘ) পাঁচ প্রকার
সঠিক উত্তর: (ক)
৬. ‘তবুও’ হলো -
ক) ক্রিয়াপদের সাধুরূপ
খ) সর্বনামের চলিত রূপ
গ) অব্যয়ের চলিতরূপ
ঘ) বিশেষণের সাধুরূপ
সঠিক উত্তর: (গ)
৭. বালুচ ভাষা প্রচলিত কোন দেশে?
ক) বাংলাদেশ
খ) ভারত
গ) পাকিস্তান
ঘ) মায়ানমার
সঠিক উত্তর: (খ)
৮. ‘চলিত ভাষায় ক্রিয়া পদ ও সর্বনাম পদ পরিবর্তিত রূপ’ লাভ করে এ কথাটি -
ক) ভিত্তিহীন
খ) অবাস্তব
গ) আংশিক সত্য
ঘ) সম্পূর্ণ সত্য
সঠিক উত্তর: (ঘ)
৯. বাংলাদেশের রাষ্ট্রভাষা কী?
ক) বাংলা
খ) ইংরেজি
গ) উর্দু
ঘ) হিন্দি
সঠিক উত্তর: (ক)
১০. ভাষার রীতি কোনটি?
ক) কথা বলার রীতি
খ) লেখার রীতি
গ) বলা ও লেখার রীতি
ঘ) শ্রুতিলিপির রীতি
সঠিক উত্তর: (ক)
১১. মানুষের যোগাযোগের মাধ্যম কোনটি?
ক) ধ্বনি
খ) শব্দ
গ) বাগযন্ত্র
ঘ) ভাষা
সঠিক উত্তর: (ঘ)
১২. ভারতের রাজ্যগুলোতে প্রশাসনিক কাজে কোন ভাষা ব্যবহৃত হয়?
ক) হিন্দি
খ) ইংরেজি
গ) আঞ্চলিক
ঘ) আচিক
সঠিক উত্তর: (গ)
১৩. ‘গুরুগম্ভীর’ কোন ভাষারীতির বৈশিষ্ট্যকে নির্দেশ করে?
ক) সাধু
খ) চলিত
গ) আঞ্চলিক
ঘ) বিশেষ্য ও সর্বনাম পদ
সঠিক উত্তর: (গ)
১৪. বর্তমানে পৃথিবীতে কতগুলো ভাষা প্রচলিত আছে?
ক) দুই হাজার
খ) সাড়ে তিন হাজারের ওপর
গ) পাঁচ হাজারের ওপর
ঘ) সাড়ে সাত হাজারের ওপর
সঠিক উত্তর: (খ)
১৫. আঞ্চলিক ভাষার অপর নাম কী?
ক) বিদেশি ভাষা
খ) চলিত ভাষা
গ) উপভাষা
ঘ) সাধুভাষা
সঠিক উত্তর: (গ)
১৬. মানুষের ভাষা কিসের সাহায্যে সৃষ্টি হয়?
ক) কলমের সাহায্যে
খ) ঠোঁটের সাহায্যে
গ) ফুসফুসের সাহায্যে
ঘ) বাগযন্ত্রের সাহায্যে
সঠিক উত্তর: (ঘ)
১৭. ভাষাকে কিসের বাহন বলা হয়?
ক) ভাবের
খ) অন্তরের
গ) ধ্বনির
ঘ) কাজের
সঠিক উত্তর: (ক)
১৮. আসাম রাজ্যের বরাক উপত্যকার অন্যতম প্রশাসনিক ভাষা হলো -
ক) হিন্দি
খ) ইংরেজি
গ) পাঞ্জাবি
ঘ) বাংলা
সঠিক উত্তর: (ঘ)
১৯. আমাদের নিকট বাংলা কী ধরনের ভাষা?
ক) মনের ভাষা
খ) দেশের ভাষা
গ) মুখের ভাষা
ঘ) মাতৃভাষা
সঠিক উত্তর: (ঘ)
২০. মুখ নিঃসৃত ধ্বনিসমষ্টির অর্থবোধক মিলনে কী গঠিত হয়?
ক) শব্দ
খ) বাক্য
গ) ভাষা
ঘ) পদ
সঠিক উত্তর: (গ)
২১. সাধুরীতি হলো -
ক) আঞ্চলিক শব্দবহুল
খ) বিদেশি শব্দবহুল
গ) তৎসম শব্দবহুল
ঘ) তদ্ভব শব্দবহুল
সঠিক উত্তর: (গ)
২২. ভাষার মৌলিক অংশ কয়টি?
ক) দুটি
খ) তিনটি
গ) চারটি
ঘ) পাঁচটি
সঠিক উত্তর: (খ)
২৩. ‘এদের’ কোন পদের চলিত রূপ?
ক) বিশেষ্য
খ) বিশেষণ
গ) সর্বনাম
ঘ) ক্রিয়া
সঠিক উত্তর: (গ)
২৪. বাংলাদেশের সংবিধানের প্রথম ভাগের কোন অনুচ্ছেদে রাষ্ট্রভাষা বাংলার কথা বলা হয়েছে?
ক) প্রথম
খ) দ্বিতীয়
গ) তৃতীয়
ঘ) চতুর্থ
সঠিক উত্তর: (গ)
২৫. রাষ্ট্রীয় কাজে ব্যবহারের জন্য কোন দেশের সংবিধান স্বীকৃত ভাষাকে বলে -
ক) মাতৃভাষা
খ) জাতীয় ভাষা
গ) রাষ্ট্রভাষা
ঘ) স্বীকৃত ভাষা
সঠিক উত্তর: (গ)
২৬. চলিত ভাষারীতির ক্ষেত্রে কোন বৈশিষ্ট্য প্রযোজ্য?
ক) গুরুগম্ভীর
খ) কৃত্রিম
গ) পরিবর্তনশীল
ঘ) তৎসম শব্দবহুল
সঠিক উত্তর: (গ)
২৭. কথাবার্তা, বক্তৃতা ও নাটকের সংলাপের জন্য কোন ভাষা সবচেয়ে উপযোগী?
ক) চলিত
খ) সাধু
গ) মিশ্র
ঘ) সবগুলোই
সঠিক উত্তর: (ক)
২৮. পৃথিবীর প্রায় কত কোটি মানুষের মাতৃভাষা বাংলা?
ক) ২৫ কোটি
খ) ৩০ কোটি
গ) ৩৫ কোটি
ঘ) ৪০ কোটি
সঠিক উত্তর: (খ)
২৯. সাধু ও চলিতরীতির পার্থক্য কোন পদে বেশি?
ক) বিশেষ্য ও ক্রিয়াপদে
খ) বিশেষ্য ও বিশেষণ পদে
গ) ক্রিয়া ও সর্বনাম পদে
ঘ) বিশেষণ ও অব্যয় পদে
সঠিক উত্তর: (গ)
৩০. কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট?
ক) উপভাষা
খ) মিশ্র ভাষা
গ) সাধু ভাষা
ঘ) চলিত ভাষা
সঠিক উত্তর: (গ)
৩১. চাকমা জনগোষ্ঠী যে ভাষায় কথা বলে তার নাম -
ক) চাকমা
খ) চাম্মা
গ) চাংমা
ঘ) চর্যা
সঠিক উত্তর: (গ)
৩২. বাংলা ভাষা প্রকাশের দুটি প্রধান রূপ বা রীতি কী কী?
ক) কথ্য-লেখ্য
খ) কথ্য-প্রমিত
গ) প্রমিত-লেখ্য
ঘ) লেখ্য-আঞ্চলিক
সঠিক উত্তর: (ক)
৩৩. কোন ভাষারীতি কথাবার্তা, বক্তৃতা ভাষণে উপযোগী নয়?
ক) সাধু রীতি
খ) চলিত রীতি
গ) প্রমিত রীতি
ঘ) আঞ্চলিক রীতি
সঠিক উত্তর: (ক)






অধ্যায় - ২: ধ্বনি ও বর্ণ

১. স্বরবর্ণের প্রাথমিক রূপ কাকে বলে?
ক) স্বরবর্ণের স্বাধীন ব্যবহারকে
খ) শব্দের আদিতে স্বরবর্ণের ব্যবহারকে
গ) সংক্ষিপ্ত আকারে স্বরবর্ণের ব্যবহারকে
ঘ) যুগ্ম-স্বরধ্বনির ব্যবহারকে
সঠিক উত্তর: (ক)
২. স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলে?
ক) কার
খ) ফলা
গ) স্বর
ঘ) মূল
সঠিক উত্তর: (ক)
৩. স্বরধ্বনির লিখিত রূপ বা প্রতীককে কী বলে?
ক) স্বরস্বর
খ) স্বরবর্ণ
গ) স্বরাগম
ঘ) স্বরলিপি
সঠিক উত্তর: (খ)
৪. ও, ঔ উচ্চারণস্থান অনুসারে বর্ণের নাম কী?
ক) দন্ত্য বর্ণ
খ) ওষ্ঠ্য বর্ণ
গ) কন্ঠ্যেষ্ঠ্য বর্ণ
ঘ) তালব্য বর্ণ
সঠিক উত্তর: (গ)
৫. নিচের যে শব্দে ‘এ’ এর বিকৃত উচ্চারণ হয়েছে -
ক) একটি
খ) কেটলি
গ) এক
ঘ) মেঘ
সঠিক উত্তর: (গ)
৬. ঞ + চ এর সমন্বয়ে গঠিত যুক্তবর্ণের শব্দ হলো -
ক) ব্যঞ্জন
খ) তৃষ্ণা
গ) অঞ্চল
ঘ) যজ্ঞ
সঠিক উত্তর: (গ)
৭. ‘শব্দের মধ্যে বা শেষে ব-ফলা যুক্ত হলে ব্যঞ্জনটির দ্বিত্ব উচ্চারণ হয়’ - এই সূত্রের আলোকে সঠিক উচ্চারণ হলো -
ক) বিশশাশ্
খ) পকক
গ) দনদো
ঘ) তিববত
সঠিক উত্তর: (ক)
৮. নিচের কোনটিতে শব্দের মাঝে স্বরবর্ণের পূর্ণরূপ রয়েছে?
ক) উকিল
খ) বাউল
গ) মৌসুমি
ঘ) পৃথিবী
সঠিক উত্তর: (খ)
৯. কোনগুলো কন্ঠ্য ধ্বনি?
ক) চ, ছ, জ, ঝ, ঞ
খ) ক, খ, গ, ঘ, ঙ
গ) ট, ঠ, ড, ঢ, ণ
ঘ) ত, থ, দ, ধ, ন
সঠিক উত্তর: (খ)
১০. ‘স্মরণ’ এর শুদ্ধ উচ্চারণ হবে -
ক) শঁরন্
খ) শোরন্
গ) শঁরোন্
ঘ) শোঁরোন
সঠিক উত্তর: (গ)
১১. যৌগিক স্বরধ্বনির প্রতীক কোনটি?
ক) ঔ
খ) ঋ
গ) ঈ
ঘ) অ
সঠিক উত্তর: (ক)
১২. মৌলিক স্বরধ্বনি কয়টি?
ক) ২টি
খ) ৫টি
গ) ৬টি
ঘ) ৭টি
সঠিক উত্তর: (ঘ)
১৩. যে ধ্বনি অন্য ধ্বনির সাহায্য ছাড়া নিজেই সম্পূর্ণরূপে উচ্চারিত হয় এবং যাকে আশ্রয় করে অন্য ধ্বনির সৃজন হয় তাকে বলে -
ক) স্বরধ্বনি
খ) ব্যঞ্জনধ্বনি
গ) যৌগিক ধ্বনি
ঘ) মৌলিক ধ্বনি
সঠিক উত্তর: (ক)
১৪. বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা, অর্ধমাত্রা ও মাত্রাহীন বর্ণের সংখ্যা যথাক্রমে -
ক) ৩৩, ৮, ১০
খ) ৩২, ৭, ১১
গ) ৩০, ৮, ১২
ঘ) ৩২, ৭, ৯
সঠিক উত্তর: (ক)
১৫. ‘পদ্ম’ এর শুদ্ধ উচ্চারণ হলো -
ক) পদদঁ
খ) পোদদো
গ) পদদোঁ
ঘ) পদদুঁ
সঠিক উত্তর: (গ)
১৬. ধ্বনি তৈরিতে সহায়তা করে কোনটি?
ক) স্বরতন্ত্রী
খ) গলনালি
গ) তালু
ঘ) বাগযন্ত্র
সঠিক উত্তর: (ঘ)
১৭. ‘ম’ অনুচ্চারিত থাকে কোন শব্দে -
ক) স্মার্ট
খ) স্মৃতি
গ) স্মিত
ঘ) স্মাইল
সঠিক উত্তর: (খ)
১৮. ‘শ্মশান’ এর শুদ্ধ উচ্চারণ কোনটি?
ক) শঁশান্
খ) শসান্
গ) শোশান্
ঘ) শোসান্
সঠিক উত্তর: (ক)
১৯. ‘দ্বিত’ এর শুদ্ধ উচ্চারণ কোনটি?
ক) দিততো
খ) দিততোঁ
গ) দিতত
ঘ) দিততঁ
সঠিক উত্তর: (ক)
২০. ‘অ, ই, উ, ঋ’ - কোন ধরনের স্বরধ্বনি?
ক) দীর্ঘ স্বরধ্বনি
খ) হ্রস্ব স্বরধ্বনি
গ) যৌগিক স্বরধ্বনি
ঘ) মৌলিক স্বরধ্বনি
সঠিক উত্তর: (খ)
২১. ‘মৃন্ময়’ এর সঠিক উচ্চারণ হবে -
ক) মৃনময়
খ) মৃনমোয়
গ) মৃনময়্
ঘ) মৃনমোয়্
সঠিক উত্তর: (ক)
২২. মৌলিক স্বরধ্বনি কোনটি?
ক) উ
খ) ঊ
গ) ঐ
ঘ) ঔ
সঠিক উত্তর: (ক)
২৩. ধ্বনি এককের জন্য প্রত্যেক ভাষায় যে প্রতীক চিহ্ন ব্যবহার করা হয় তাকে কী বলা হয়?
ক) বর্ণ
খ) শব্দ
গ) পদ
ঘ) ধ্বনি
সঠিক উত্তর: (ক)
২৪. ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলে?
ক) কার
খ) ফলা
গ) হলন্ত বর্ণ
ঘ) সংবৃত
সঠিক উত্তর: (খ)
২৫. ‘ঙ’ - এর উচ্চারণ স্থানের নাম কী?
ক) তালু
খ) ওষ্ঠ
গ) মূর্ধা
ঘ) কন্ঠ্য
সঠিক উত্তর: (ঘ)
২৬. ক খ গ ঘ ঙ - এর উচ্চারণ স্থান হলো -
ক) অগ্রতালু
খ) জিহ্বামূল
গ) পশ্চাৎ দন্তমূল
ঘ) অগ্র দন্তমূল
সঠিক উত্তর: (খ)
২৭. ‘প’ বর্গীয় ধ্বনিগুলোর উচ্চারণ স্থান অনুযায়ী নাম কী?
ক) কন্ঠ্য ধ্বনি
খ) তালব্য ধ্বনি
গ) মূর্ধন্য ধ্বনি
ঘ) ওষ্ঠ্য ধ্বনি
সঠিক উত্তর: (ঘ)
২৮. র-ফলা কোথায় যুক্ত হয়?
ক) বর্ণের উপরে
খ) বর্ণের নিচে
গ) বর্ণের পাশে
ঘ) বর্ণের আগে
সঠিক উত্তর: (খ)
২৯. ব্যঞ্জনধ্বনির লিখিত রূপ বা প্রতীককে কী বলে?
ক) ব্যঞ্জনস্বর
খ) ব্যঞ্জনরব
গ) ব্যঞ্জনবর্ণ
ঘ) স্বরবর্ণ
সঠিক উত্তর: (গ)
৩০. ধ্বনি নির্দেশক চিহ্নকে কী বলে?
ক) শব্দ
খ) বর্ণ
গ) বাক্য
ঘ) পদ
সঠিক উত্তর: (খ)
৩১. উচ্চারণ স্থান অনুযায়ী কোনগুলো তালব্য বর্ণ?
ক) ক, খ, গ
খ) চ, ছ, ঝ
গ) ট, ঠ, ড
ঘ) প, ফ, ব
সঠিক উত্তর: (খ)
৩২. গঠন বিচারে স্বরধ্বনিকে কয়ভাগে ভাগ করা যায়?
ক) দুইভাগে
খ) তিনভাগে
গ) চারভাগে
ঘ) পাঁচভাগে
সঠিক উত্তর: (ক)
৩৩. মানুষের মনের ভাব প্রকাশের জন্য বাক-প্রত্যঙ্গের সাহায্যে উচ্চারিত আওয়াজকে বলে -
ক) ভাষা
খ) ধ্বনি
গ) শব্দ
ঘ) বাক্য
সঠিক উত্তর: (খ)
৩৪. বাংলা বর্ণামালায় স্বরবর্ণের লিখিত রূপ কতটি?
ক) ১টি
খ) ২টি
গ) ৩টি
ঘ) ৪টি
সঠিক উত্তর: (খ)
৩৫. বাংলা বর্ণমালায় ব্যঞ্জনবর্ণের সংখ্যা কতটি?
ক) ১১টি
খ) ১৩টি
গ) ৩৯টি
ঘ) ৪৯টি
সঠিক উত্তর: (গ)
৩৬. নিচের কোন শব্দের ‘অ বর্ণের উচ্চারণ বিকৃত?
ক) গয়না
খ) মৌন
গ) জঞ্জাল
ঘ) ঘর
সঠিক উত্তর: (খ)
৩৭. কোনটি অন্তঃস্থ য এর উচ্চারণ স্থান?
ক) কন্ঠ ও তালু
খ) কন্ঠ ও ওষ্ঠ
গ) দন্ত ও ওষ্ঠ
ঘ) কন্ঠ ও জিহ্বামূল
সঠিক উত্তর: (গ)