01 October, 2018

বিরাট তাফসিরুল কোরআন ও ওয়াজ মাহফিল,পারপাতাইর খাঁপাড়া

বিরাট তাফসিরুল কোরআন ও ওয়াজ মাহফিল,
স্থানঃ- পার পাতাইর খাঁপাড়া আল নূর জান্নাতুল মাওয়া শাহী জামে মসজিদ প্রাঙ্গণ।
তারিখ- ১লা অক্টোবর ২০১৮ইং, ১৬ই আশ্বিন/১৪২৫বাংলা,
রোজঃ সোমবার, সময় ৪ বাদ আছর হইতে আখেরী মুনাজাত পর্যন্ত।
সভাপতি : আলহাজ্ব মাওঃ মোঃ আব্দুল মোমিন
সুপার, পাতাইর ধুলাঝাড়া দাখিল মাদ্রাসা ।
–-বিশেষ অতিথিবৃন্দ
জনাব এ.বি.এম নাজমুল কাদির শাহজাহান চৌধুরী
কিক ও উপজেলা চেয়ারম্যান এসোসিয়েশন।
 আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মোফাসসিরে কোরআন, মিডিয়া ব্যাক্তিত্ব আলহাজ্ব মাওঃ মোঃ আব্দুল্লাহ আল আমীন।
ঢাকা ।
দ্বিতীয় বা কোকিল কঠীসুমিষ্ট ভাষী, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ
হযরত মাওঃ মোঃ আমীন উল্লাহ। সুপার, বড়াইল বাকশন দাখিল মাদ্রাসা।
আরও ওলামায়ে কেরামগন কোরআন ও হাদিসের আলোকে
ওয়াজ ফরমাইবেন। উক্ত ওয়াজ মাহফিলে আপনারা দলে
| দলে যোগদান করিয়া দোজাহানের কামিয়াবী হাসিল করুন।

No comments:

Post a Comment

ইসমাইল হোসেন