15 February, 2016

নামাজের ফরজ সমূহ

 নামাজের ফরজ সমূহনামাজের ফরজ সমূহনামাজের বাহিরে এবং ভিতরে ১৩টি ফরজ রয়েছে।নামাজের বাহিরে ৭ ফরজশরীর পাককাপড় পাকনামাজের যায়গা পাকসতর ঢাকাক্বিবলামূখী হওয়াওয়াক্ত মত নামাজ পড়ানামাযের নিয়ত করানামাজের ভেতরে ৬ ফরজতাকবীরে তাহরীমাহ বলাদাঁড়িয়ে নামাজ পড়াক্বির আত পড়ারুকু করাদুই সিজদা করাআখিরী বৈঠকছালামের সহিত নামায ভঙ্গ করা সুন্নত । নামায আদায় করতে গিয়ে উপরোক্ত ১৪টি [বাহিরের ৭ টি + ভেতরের ৬টি] ফরযের কোন একেটি ভুলেও ছেড়ে দিলে নামায শুদ্ধ হবে না; নামায পুণরায় পড়তে হবে ।

No comments:

Post a Comment

ইসমাইল হোসেন